নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am only one

দিস ইজ ইব্রাহিম

আমি রক্তে স্নান করতে পারি, আমি নিজের জীবন বিলাতে পারি আমি আমার দেশের জন্য আমরণ লড়াই করতে পারি। তবে... আমি আমার প্রিয় ধর্মকে সবার চাইতে বেশী ভালোবাসি আমি মিথ্যে চেতনার নামে অসভ্যতাকে খুব বেশী ঘৃণা করি। তাই... আমি আমার ধর্মের প্রশ্নে কভু ছাড় নাহি দিতে পারি

দিস ইজ ইব্রাহিম › বিস্তারিত পোস্টঃ

স্টার জলসা’ অশ্লীলতার চেয়ে আর কি ভয়ংকর হতে পারে-

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৮

স্টার জলসা’
অশ্লীলতার চেয়ে আর কি ভয়ংকর হতে
পারে- নাটকের নাম ‘মা’ ৩০ মিনিটের
মধ্যে ১ সেকেন্ডও মায়ের কোন চিহ্ন
পাওয়া যায় না, উল্টা নায়ক নায়িকার
দীর্ঘক্ষনের গোপনঅনুভুতি, আর
রোমান্টিককথাবার্তা শুনা যায় ৷এটাই
কি ‘মা’ শব্দটির মর্মার্থ?
তারপরআছে,মৌচাক, বধূবরণ, ইষ্টি
কুটুম,বধূ কোন আলো লাগলো চোখে,
চোখের তারা তুই, বোঝেনা সে বোঝেনা,
আঁচল, জল নূপুর, তোমায় আমায় মিলে,
কানামাছি ৷ একটা পরিবারেরমধ্যে
অশান্তি লাগানোর সকল সরঞ্জামের
ব্যাবস্থা আছে এই নাটক গুলোতে ৷
মাত্র একটা চ্যানেল দেখেই এই অবস্থা
আর বাকী সবগুলো চ্যানেল দেখলে কি
হত আল্লাহই ভালো জানেন৷ আপনারা
কি জানেন, ইন্ডিয়ান চ্যানেলের পিছনে
আমরা বাঙালিরা বছরে প্রায় ১.৫
হাজার কোটি টাকা ব্যয় করি ৷
বাংলাদেশের ভাঙ্গাচুরা রাস্তা আর
স্কুল মেরামত করতে কত টাকা লাগে রে
ভাই??? কার্টুন সিরিয়াল ডরিমন বন্ধ
করে দেওয়া হলো ৷ অভিভাবকরা
অভিযোগ তুলেছে এই কার্টুনের জন্য
নাকি বাচ্চাদের নানাবিধ অসুবিধা হয়,
তারা নষ্ট হয়ে যায় ৷ আসল কথা হইলো
বাচ্চাদের জন্য তারা তাদের স্বাধের
ষ্টার জলসা, জি বাংলা এসব দেখতে
পারেনা ৷ এখন, অভিভাবকদের
অসুবিধার জন্য যদি ডরিমন বন্ধ করে
দেওয়া হতে পারে৷ তবে ছেলে/ মেয়েদের
অসুবিধার জন্য কেন Star Jalsha /
Zee Bangla বন্ধ করা হবে না?
মায়েদের দাবী, Star Jalsha /Zee
Bangla’র নাটকশিক্ষামুলক এবং
পারিবারিক জীবনের শান্তির জন্য,
সন্ধ্যা- মাঝরাত পর্যন্ত এটা দেখেন
তারা ৷ অথছ, Star Jalsha শিক্ষা
দেয় অহংকার, হিংসা, বিদ্ধেষ সহ আরো
অনেক কিছু৷ এটা দেখে তারা কি
শিখছে? এটা তাদেরকে শেখাচ্ছে একটা
পরিবারের যে কোন একজন ভীলেন হবেই
৷ চাই সে হোক বাবা কিংবা মা, পিসী
কিংবা মাসী ৷ অথবা বাইরের তৃতীয়
কোনো ব্যক্তি। আরযার কারনেই তৈরি
হয় ঐশিদের মত অপয়া মাতৃঘাতি কন্যা
৷ নতুবা, নাটোরের ৩ কিশোরীরমতো
মেয়ে ৷ যারা কিনা ‘টাপুর টুপুর’ নাটক
দেখে ‘রাতুল মাস্টার’ হবার প্রত্যয়ে
ঘর ছেড়েছিল ৷ না হয়, সিরাজগঞ্জের
রেখার মত মেয়ে ৷ যে কিনা ‘টাপুর
টুপুর’ নাটক না দেখতে পেরে ফাঁসি দিয়ে
আত্মহত্যা করেছিল৷ অথবা, তৈরী হয়
মৌলভীবাজারের সিরাজ মিয়ার মত
স্বামী ৷ যে কিনা ‘আঁচল’ নাটক দেখাকে
কেন্দ্র করে নিজের বউয়ের মাথায়
টিভি ভেঙ্গেছিলো ৷ পরে বউ মারা যায়
৷ কোন মানসিকভাবে সুষ্থ মানুষ কি
এই সমস্ত নাটক দেখতে পারে???এক
মহিলাতো পাখি জামার জন্য স্বামী কে
তালাক দিলো…চারটা মেয়ে আত্মহততা
করেছে পাখি জামার জন্য .একটা ছেলে
বউকে পাখি না দিতে পেরে আত্মহততা
করেছে.. আপনারা কি মনে করেন ?? কি
আর বলবো এখন কোন আত্মীয়দের
বাড়ি বা পাড়ায় কারো বাড়ি গেলেও
বিরক্ত বোধ হয়..কারণ একটা পর্ব
যদি মিস করে…নামাজ তো দূরের কথা
আযান শুনলে অনেকে বিরক্ত হয়…
সবাইকে এক হওয়ার আহবান
জানাই..আর এখন খেলা দেখারো
উপায়নাই….ভবিষ্যতে বউ ষ্টার
জালসা দেখবে আরপুরুষদেররান্না করে
বউকে খাওয়াতে হবে

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১১:১২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: লাইক দিলাম প্রিয়তে নিলাম। সমাজ সচেতনতা সৃষ্টির অনুপ্রাসে আপনার লেখাটি অত্যন্ত মূল্যবান। কিন্তু, দেখবেন এতে তেমন হিট হবেনা। কারণ, এখানেও জালিয়াতি। সাধারণত দেখছি ভালো পোস্টগুলো মাঝে মাঝে অনেকেই এড়িয়ে যাচ্ছেন আর খামাকা প্যাচাল ও প্যাঁচ ওয়ালা পোস্তগুলোতে সবাই হুমড়ি খেয়ে পড়ছে। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টের জন্য। আর হ্যাঁ, এই স্টার জলসা বন্ধ করার মুরোদ আমাদের চেতনা ব্যবসায়ীদের নেই। এটা একদম পরিষ্কার। ভালো থাকবেন।

২| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৪

দেবজ্যোতিকাজল বলেছেন: সাহিত্য বাস্তব সমাজের চিত্র | শরৎ চন্দ্রের বই ততকালিন অভিজাত সমাজ পতিরা তাদের ছেলে মেয়েদের পড়তে দিত না...কারন শরৎএর বই পড়লে মদ মাতাল হবে...ধর্মচূত হবে সমাজ |

বিডির ছেলে মেয়েরা প্রেমের নামে রেস্টুডেন্ট গিয়ে কি করে তুমি আমি জানি...যদি কোন সাহিত্যিক সিরিয়াল হিসেবে ঘটনাগুলো তুলে ধরে তাতে তুমি বাস্তবকে অস্বিকার করতে পারবে না | এটা সময়ের দোষ ...সাহিত্যের দোষ নয়...বাংলাদেশের প্রায় প্রতিটি সিনেমায় ধর্ষণের সিন দেখানও হয়...আঙুলটা বোধহয় সে দিকেও ওঠা উচিৎ...

৩| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: দেবজ্যোতিকাজল বলেছেন:
সাহিত্য বাস্তব সমাজের চিত্র | শরৎ চন্দ্রের বই ততকালিন অভিজাত সমাজ পতিরা তাদের ছেলে মেয়েদের পড়তে দিত না...কারন শরৎএর বই পড়লে মদ মাতাল হবে...ধর্মচূত হবে সমাজ |
এটা ধ্রুব সত্য। আমি কাজল ভাইয়ের সাথে একমত। কিন্তু, হিসেব করলে দেখা যায় স্টার জলসা গড়পড়তা অন্য ইন্ডিয়ান অনুষ্ঠানের সাথে সম্পুর্ণ বেমানান। ইন্ডিয়ান সাহিত্য এবং চলচ্চিত্রের একজন ভক্ত হিসেবে বলছি স্টার জলসার অনুষ্ঠান আমাদেরকে সেই আদি অকৃত্রিম বাংলা সাহিত্যের প্রাণপুরুষদের কারো লেখার আদর্শের সাথে যায় না। এ চ্যানেলের অনুষ্ঠানের আমি একজন ভুক্তভুগী।এখানের অনুষ্ঠান সমুহের রঙ ঢং পোষাক পরিচ্ছদ আচার আচরণ সভ্যতা ভব্যতার সীমাতিক্রম সব কিছুতেই রয়েছে চরম বাড়াবাড়ি যা আমার মাতো হাজারো লাখো মানুষ আছে সবাই একবাক্যে তাই বলবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.