![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রক্তে স্নান করতে পারি, আমি নিজের জীবন বিলাতে পারি আমি আমার দেশের জন্য আমরণ লড়াই করতে পারি। তবে... আমি আমার প্রিয় ধর্মকে সবার চাইতে বেশী ভালোবাসি আমি মিথ্যে চেতনার নামে অসভ্যতাকে খুব বেশী ঘৃণা করি। তাই... আমি আমার ধর্মের প্রশ্নে কভু ছাড় নাহি দিতে পারি
হুঁশ ফিরেছে ভারতীয় হাতিটির
আফসোস, হুঁশ ফিরেনি বাঙ্গালী জাতির
___
ইরাক যুদ্ধের সময় বুশ আর টনি
ব্লেয়ার মিলে
একটা বৈঠক করছিলেন। এমন সময় পাশ
দিয়ে
যাচ্ছিলেন জাতিসংঘের মহাসচিব কফি
আনান। হঠাৎ তিনি পাশ কেটে বললেন-
আপনারা কি নিয়ে আলোচনা করছিলেন?
কথার উত্তরে বুশ - ভাবছি আমরা
ইরাকে টন
টন বোমা ফেলে ৫ লক্ষ লোক হত্যা
করবো,
আর একটা সাইকেলের টিউব ফুটো করে
দিবো। কফি আনান অবাক হয়ে বললেন-
সাইকেলের টিউব ফুটো করার রহস্যতো
বুঝলাম না!!! !!
বুশ হাস্যকরভাবে ব্লেয়ারকে উদ্দেশ্য
করে -
বলেছিলাম না, সাইকেলের টিউব কেন
ফুটো
করব সবাই এটার রহস্য সন্ধানে নেমে
যাবে,
কিন্তু কেন ৫ লক্ষ লোক হত্যা
করলাম এটা
নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। ইন্ডিয়া
পানির
ব্যারেজ খুলে দেয়ার সাথে সাথে সাথে
একটি হাতিও নামিয়ে দিলো। মিডিয়া
এখন
হাতি নিয়ে ব্যস্ত, হাতি ৩ দিন পানিতে
সাতার কাটছে, হাতি না খেয়ে ক্লান্ত
হয়ে
গেছে, হাতির পেছনে ছুটছে
ভারতীয়রা! ........... আর
এদিকে হাজার হাজার মানুষ অভুক্ত,
অর্ধভুক্ত
থেকে দিন কাটাচ্ছে টিনের চালে,
মিডিয়ার
সেদিকে কোন পাত্তাই নেই! মিডিয়াও
হাতি উদ্ধারে লাইভ সম্প্রচার করে
কিন্তু
হাজার হাজার বন্যাপ্লাবিত মানুষের
লাইভ
সম্প্রচার করে না!!! ইন্ডিয়ার হাতির
মুল্য
আছে, আমাদের দেশের মানুষের মুল্য
নেই!!
২| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১১
আহলান বলেছেন: তাও ভালো গরু আসেনি ...
৩| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
দিস ইজ ইব্রাহিম বলেছেন: ঠিক বলেছেন @বিদ্রোহী ভৃগ
৪| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু সাংবাদিক যে সাংঘাতিক আরো একবার প্রমাণিত হল...
৫| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১২
আলগা কপাল বলেছেন: এরা কেউ সাংবাদিক নয়, সাম্পাদিক। ক্যাচাল সৃষ্টিতে এদের সমকক্ষ কেউ নেই।
৬| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
মাহিরাহি বলেছেন: লেটেষ্ট খবর - হাতির পোস্ট মর্টেম হবে।
৭| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দারুন বলেছেন ।
৮| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৬
চাঁদগাজী বলেছেন:
হাতি নিয়ে মিডিয়া থেকে গ্রামবাসী অধিক উৎসুক হয়েছে; কারণ, তাঁরা হাতিটার অসহায় অবস্হা বুঝতে পেরেছেন, তাঁরা দয়ালু; আপনি শহুরে কাউয়া দয়ামায়া ও বুদ্ধিহীন।
৯| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩৬
দিস ইজ ইব্রাহিম বলেছেন: আসলেই আম্রা কাউয়া @চাঁদগাজি
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই জাতির সকল কষ্ট দু:সময় আর পিছিয়ে পড়ার জন্য মিডিয়া গং মীর জাফরের চেয়ে বেশী কলংকিত হবে!