![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রক্তে স্নান করতে পারি, আমি নিজের জীবন বিলাতে পারি আমি আমার দেশের জন্য আমরণ লড়াই করতে পারি। তবে... আমি আমার প্রিয় ধর্মকে সবার চাইতে বেশী ভালোবাসি আমি মিথ্যে চেতনার নামে অসভ্যতাকে খুব বেশী ঘৃণা করি। তাই... আমি আমার ধর্মের প্রশ্নে কভু ছাড় নাহি দিতে পারি
টাইটানিক জাহাজে যাত্রী সংখ্যা ছিলো ২২৩০ জন ৷ জীবিত উদ্ধার হয়েছিল ৭০৬ জন ৷ ডুবে প্রাণ হারায় মোট ১৫২৪ জন যাত্রী ৷
.
টাইটানিক মুভিতে দেখা যায়, অধিকাংশ যাত্রী পানিতে ডুবে মারা যায় ৷ কিন্তু মুভির হিরো "জ্যাক" বরফ শীতল পানিতে শূণ্য ডিগ্রি তাপমাত্রার কারণে মারা যায় ৷
.
একজন দর্শক যখন মুভিটি দেখে তখন তিনি জ্যাকের মৃত্যুতে যতটা শোকাহত হন, জাহাজের অন্যান্য যাত্রীদের জন্য তার ততটা শোক হয় না ৷ তখন দর্শকের অবস্থা হয় এমন যে, সব মরে যাক তবুও
নায়ক জ্যাক বেঁচে থাক ৷
.
কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, কেনো এমন হলো? মানুষ হিসেবে সকল যাত্রীর মৃত্যুতে সমান দুঃখ পাবার কথা ছিলো ৷ অথচ নায়ক জ্যাকের প্রতি দর্শকের এতো দরদ হয় কেনো?
.
জ্যাক একজন জুওয়ারী, মদ্যপ, ধুমপায়ী, অশ্লীল ছবি অঙ্কনকারী, সর্বপরি জ্যাক এজন ব্যভিচারী ৷ এতকিছুর পরও দর্শকের কাছে জ্যাকের জীবন অন্যদের চেয়ে বেশি মূল্য রাখে কেনো?
.
উত্তর খুবই সহজ, প্রযোজক ক্যামেরাটি শুধু "জ্যাক ও রোজ"এর দিকে ফিরিয়ে রাখে ৷ ফলে দর্শকের মনে হয়, জাহাজে যাত্রী শুধু ওরা দুজনই ৷ কিন্তু একই সময় ক্যামেরার অপর প্রান্তে হাজার হাজার নারী ও শিশুর চিৎকার ও আর্তনাদ দর্শকের কানে পৌঁছে না ৷ ফলে দর্শক তা অনুধাবনের চেষ্টাও করে না ৷
.
আমাদের প্রাত্যহিক জীবনও এমন ৷ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সে সামান্য ককটেল ফুটলেই মিডিয়া তা কয়েক সপ্তাহ হাইলাইট করতে থাকে ৷ কিন্তু একই সময় এই মিডিয়ার অপর প্রান্তে আফগানিস্তান, ওয়াজিরিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেনে প্রতি দিন শত শত বোমা ফেলা হচ্ছে ৷ হাজার হাজার মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে ৷ তাদের মর্মভেদী আর্তনাদ আকাশ বিদীর্ণ করে আরশে পৌঁছে যায় ৷ শুধু পৌঁছে না আমাদের কর্ণ কুহরে ৷
.
পৃথিবীর সকল পাপের উৎস এই পশ্চিমারা ৷ ওরাই মানুষকে শিখিয়েছে সমকামিতা, পশুকামিতা, লিভটুগেদার আরো কত কী ৷ ওরা হিরশিমা ও নাগাসাকিতে তিন লক্ষ মানুষ হত্যা করেছে ৷ ইরাকে দশ লক্ষ মানুষ হত্যা করেছে ৷ আফগানিস্তানে ওদের হত্যাযজ্ঞ এখনো চলছে ৷ এতকিছুর পরও পশ্চিমারা আমাদের চোখে হিরো ৷
.
টাইটানিক ডুবে যাক, হাজার হাজার যাত্রী মরে যাক ৷ জ্যাক ও রোজ বেঁচে থাক!
.
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২২
জগতারন বলেছেন: ++++
LIKE
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২২
জগতারন বলেছেন: ++++
LIKE
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫০
বানু পুত্র বলেছেন: ভাল লেখেছেন
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫২
চাঁদগাজী বলেছেন:
দুনিয়ার ম্যাওপ্যাও লজিক
৬| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৭
শাহিন-৯৯ বলেছেন: আমাদের মূল সমস্যা হল আমরা এখনও নিজেদের স্বার্থ ত্যাগ করে দেশের কথা ভাবতে শিখিনি, তাই মোড়লদের আমাদের দরকার হয়, তখন মোড়ল গান শুনা স্বাভাবিক।
৭| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৫
চাঁদগাজী বলেছেন:
@শাহিন-৯৯ বলেছেন, "আমাদের মূল সমস্যা হল আমরা এখনও নিজেদের স্বার্থ ত্যাগ করে দেশের কথা ভাবতে শিখিনি, তাই মোড়লদের আমাদের দরকার হয়, তখন মোড়ল গান শুনা স্বাভাবিক। "
-লেখকের সাথে আপনার অনুধাবনের মিল আছে, দেখছি; অর্থাৎ, আপনি "মোড়লদের" প্রভাবের বাইরে আছেন; তা, প্রভাবহীন লেখা লেখেন, আমরাও আস্তে আস্তে শিখি!
বুঝে না বুঝে যেখানে সেখানে সুর মিলানোর চেষ্টা করছেন?
৮| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: ভুল পোষ্ট।
৯| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১২
আটলান্টিক বলেছেন: নেগেটিভ চিন্তাভাবনা
১০| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০২
দিস ইজ ইব্রাহিম বলেছেন: @একটিআটলান্টিক নেগেটিভ হবে কেন??
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২২
আবু মুহাম্মদ বলেছেন: আমরা মিডিয়ার চোখে সব কিছু দেখি, তাই তারা যা ফোকাস করে তাই বুঝি, এর বাহিরে ভাবার সময় নেই