![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাছে ভিতর গাছের দেহই থাকার কথা। কিন্তু গোটা একটা বাইসাইকেল গাছের পেটে ঢুকে গেছে। এমনই বিচিত্র কিছু দৃশ্য দেখা গেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের বাস্টন দ্বীপে। সেখানকার বেশ কয়েকটি গাছের সঙ্গে সাইকেল-বাইক আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। দেখে মনে হবে গাছগুলো সাইকেলকে গ্রাস করে নিয়েছে। দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে সেখানকার একটি বটগাছ। বটগাছটির সঙ্গে একটি পুরনো বাইক অবিচ্ছেদ্য ভাবে জড়িয়ে রয়েছে। দৃশ্যত মনে হবে, বাইকটি বটবৃক্ষের অংশ হয়ে গেছে।
সেখানকার আরও একটি দৃশ্য বেশ মজার। গাছের সঙ্গে লেগে থাকা একটি সাইকেল সময় অতিক্রমের সঙ্গে সঙ্গে গাছ যত বড় হয়েছে সাইকেলটিও তত ওপরে উঠেছে। বোস্টন দ্বীপের ওইসব দৃশ্য নিয়ে সেদেশে বেশ জনশ্রুতি রয়েছে। বহুল প্রচলিত জনশ্রুতি হচ্ছে, বাইসাইকেলের মালিক এটি বৃক্ষের সঙ্গে শক্ত করে বেঁধে রেখে যুদ্ধে যোগদান করেন। যুদ্ধে তার মৃত্যু হয়। পরে কেউ আর সাইকেলটির খোঁজ করেননি। যার ফলে এটি বৃক্ষের সঙ্গে জড়িয়ে গেছে। কেউ কেউ বলছেন, ১৯৫০ সালে সাইকেলের মালিক এটি গাছের সঙ্গে ঠেস দিয়ে রেখে যান। তিনি আর সেটি নিতে আসেননি। অবশেষে এটি গাছের জীবনের সঙ্গে জড়িয়ে যায়। তবে এসব দৃশ্য যারা পার্কে বাইসাইকেল বা বাইক রেখে অন্যত্র যান তাদেরকে বেশ আতঙ্কগ্রস্ত করছে। তারা ভাবছেন যানবাহন খেকো গাছও রয়েছে। ডেইলি মেইল। খবরের সূত্র ও ছবি এই লিংকে
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
খাঁটি মাটির বাংলা বলেছেন: ছবিটা দিলে ভাল হতো
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০
আহমেদ নিশো বলেছেন: এই ছবি দেখে এত অবাক হওয়ার কি আছে??!!! আপনি তেজগাঁও যান ঐখানে অনেক গাছের ভিতর গ্রিল ঢুকে গেছে।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬
রিওমারে বলেছেন: ছবি কই?