নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুষ্ঠু ব্লগিং সবার কাছে কাম্য

আমার পোস্ট গুলো পড়ার অনুরোধ রইলো

ঠগী

পিসি কম সময় দিবেন।

ঠগী › বিস্তারিত পোস্টঃ

সাভারে ছাত্রী ধর্ষণ ঘটনায় আটক ৪

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭



টাঙ্গাইলের পর এবার সাভারে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সাভার মডেল থানায় নির্যাতিতার মায়ের মামলা দায়েরের পর এদের আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা সবাই ওই কলেজ ছাত্রীর পরিচিত।



এদের মধ্যে ঢাকার শান্তা মরিয়াম ইউনিভার্সিটির অনার্স ২য় বর্ষের রায়হান, সাভার বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র মহিউদ্দিন এবং সিংগাইর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সূচি ওরফে লিজা ও সুজন। গত বছর ২৫ নভেম্বর ফুপুর অসুস্থতার কথা বলে কলেজ ছাত্রীটিকে বাড়ি থেকে ডেকে সাভারের ব্যাংক কলোনী এলাকার একটি ছাত্রাবাসে নিয়ে যায়। সেখানে নির্যাতনের শিকার হয় ওই ছাত্রী।



সাভার থানা পুলিশ শুক্রবার দুপুরে আদালতে অভিযুক্তদের ৭দিনের রিমান্ড আবেদন করলে মহানগর মুখ্য হাকিম ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। খবরের সূত্র এই লিংকে

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

পরিবেশ বন্ধু বলেছেন: বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।



ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।

গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।

লেখক বলেছেন: পশুদের পাশবিকতা

: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়

যৌবনের নষ্ট সময়ে
নেমে পথে নাও কার বোনের লজ্জা ছিনিয়ে
নেই কি তোদের বোন
তাদেরকেও ছোবল দিলে গড়িয়ে ।

এই কি মনুষ্যত্ব নষ্ট বিবেক
কেন সমাজে এসে হান আঁধার
ধিক সেই নরাধম পাপিষ্ঠের
হতে হবে উপযুক্ত বিচার ।





বন্ধু অপূর্বের আহবান

সামুকে ধন্যবাদ জানাই । আশা করি একটা বড় এবং কঠিন প্রতিবাদ হতে যতটুকু সময় লাগে সামু তা দিবে ।

প্রতিবাদ চাই । প্রতিবাদে অংশগ্রহণ করুন । ভার্চুয়ালি কিংবা রাজপথে । প্রতিবাদ কর্মসূচী ও আপডেট আসলে সাথে সাথেই জানানো হবে । বড় ধরনের একটা প্রতিবাদের আয়োজন করা হচ্ছে । ছোটখাটো বিচ্ছিন্ন প্রতিবাদে কাজ হবে না । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগীতা কামনা করছি । প্রতিবাদের মূল একদফা দাবী '' ধর্ষকদের ফাঁসী চাই , কোন কথা নাই । '

***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন

ধর্ষক দের ফাঁসি চাই ।
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

শার্লক বলেছেন: সবগুলার ছবি প্রকাশ করা উচিত পত্রিকা, টেলিভিশনে যাতে ওদের সবাই চিনতে পারে। কঠিন শাস্তি হওয়া উচিত এদের।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: সব ধর্ষকদের ছবি দিয়ে দেয়ালে দেয়ালে চিকা মারা হোক।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭

অপূর্ণ রায়হান বলেছেন: '' ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় । ''

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১

রাতজাগাপাখি বলেছেন: আমাদের দেশের পুলিশ অফিসাররা থানায় বসে এসব ভিডিও দেখে এবং উপভোগ করে। এরা ভিডিও দেখে দুই পক্ষের মধ্যে সমঝতা করানোর চেষ্টা করে। তারাই থানায় প্রমান করার চেষ্টা করে যে মেয়েটি শারীরিক সম্পর্কে সম্মতি দিয়েছে কি দেয়নি। কাউকে বিশ্বাস করার কোন কারন বা উপায় নেই। মেয়ে হয়ে জন্মানো এই দেশে আজন্ম পাপ।

অপূর্ন বলেছেন: '' ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় । ''

ধর্ষকদের জন্য আমিও এমন আইনের কথাই বলি। কিন্তু, আমার চেয়ে বয়োজ্যেষ্ট উকিলরা আমাকে বোঝান, এমন আইন করলে আইনের শাসন বলতে কিছু থাকবে না। মানুষ শত্রুতার বসে আর একজনকে ফাসানোর মনভাব নিয়ে মামলা ঠুকে বসবে। ভেবে দেখলাম, কথা মিথ্যা না। টাঙ্গাইলের মেয়েটার বান্ধুবীর কথা জেনে মনে হল, এমন অনেক মেয়ে নামের কলংকও আছে, যারা নিজের সম্মান নিজে নষ্ট করে অপরকে দায়ী করবে।

যাহোক, এই দেশের কিছুই হবেনা, এটাই হচ্ছে শেষ কথা।

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

স্বপ্নরাজ্য বলেছেন: অপূর্ন বলেছেন: '' ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় । ''

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.