নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুষ্ঠু ব্লগিং সবার কাছে কাম্য

আমার পোস্ট গুলো পড়ার অনুরোধ রইলো

ঠগী

পিসি কম সময় দিবেন।

ঠগী › বিস্তারিত পোস্টঃ

তৃতীয় শক্তির আবির্ভূত হওয়ার সম্ভাবনা নেই -আকবর আলী

০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০২

চলমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জনেরা। তবে রাজনৈতিক দলের বাইরে সংকট নিরসনে নাগরিক সমাজের তৃতীয় কোনো শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলী খান।



৫ জানুয়ারি শনিবার রাজধানীর শিশু একাডেমীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক আলোচনায় তিনি এক কথা বলেন।



সিভিল সমাজের কোনো কোনো প্রতিনিধি দেশের সংকটকে আরো প্রকট করে তুলছেন—এ কথা উল্লেখ করে আকবর আলী বলেন, ‘সিভিল সমাজ রাজনীতির বিকল্প শক্তি। সিভিল সমাজ তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হবে, আমি এ মতের সঙ্গে মোটেও একমত নই। তারা দেশের প্রতিটি ক্ষেত্রে বিভক্তির সৃষ্টি করেছেন এবং দেশের সমস্যাকে আরো প্রকট করে তুলেছেন।’



এছাড়া বর্তমান রাজনীতিকে অসুস্থ মন্তব্য করে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেন, আদর্শহীন রাজনীতির কারণেই দেশ সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে।



সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে না দিলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়—এ কথা উল্লেখ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান বলেন, ‘অপরাধীর মামলায় রাষ্ট্র প্রধান পক্ষ। রাষ্ট্র ইচ্ছা করলে যেকোনো মামলা প্রত্যাহার করতে পারে। এ প্রত্যাহার করার ক্ষমতা অত্যন্ত সীমিত। বিশেষ কারণে ন্যায় বিচারের উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে।’



বিশিষ্ট জনেরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের অনমনীয় অবস্থানের কারণে রাজনৈতিক সংকট দিন দিন প্রকট হয়ে উঠছে। এতে ভবিষ্যৎ রাজনীতি নিয়ে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠার সঙ্গে শঙ্কাও তৈরি হচ্ছে। আর সংঘাতময় রাজনীতির সুযোগে কোনো কোনো মহল তৃতীয় শক্তির উত্থানের আশঙ্কা করছেন।



এক্ষেত্রে তারা দেশের নাগরিক সমাজকে অগ্রগামী ভূমিকায় দেখতে চান। একইসঙ্গে রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় ঐকমত্যে গড়ে তোলার আহ্বান জানান বিশিষ্ট জনরা। খবরের সূত্র এই লিংকে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.