নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুষ্ঠু ব্লগিং সবার কাছে কাম্য

আমার পোস্ট গুলো পড়ার অনুরোধ রইলো

ঠগী

পিসি কম সময় দিবেন।

ঠগী › বিস্তারিত পোস্টঃ

টাঙ্গাইল গণধর্ষণ ঘটনার অভিযুক্তদের জেল হাজতে প্রেরণ

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮



টাঙ্গাইলের মধুপুরে স্কুলছাত্রী (১৫) গণ ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত ৪ জনের ৩ দিনের রিমান্ড শেষে মধুপুর থানা পুলিশ ৬ জানুয়ারি রোববার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর টাঙ্গাইল খ অঞ্চল আদালতে হাজির করে। আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছে। এর আগে গত ৩ জানুয়ারি ধর্ষণে সহায়তাকারী বীথি আক্তার ইভার ১ দিনের রিমান্ড শেষে তাকেও জেল হাজতে প্রেরণ করা হয়। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম জানিয়েছেন, গ্রেফতারকৃত ৫ জনের রিমান্ডে জিজ্ঞাসা শেষে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এতে করে নির্যাতিতার পরিবার সঠিক আইনি বিচার পাবে। তিনি বলেন, আসামীদের কাঠ গড়ায় দাঁড় করানোর সকল প্রক্রিয়ায় পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে। ধর্ষিতা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।



আটককৃতরা হলো- ধর্ষিতার বান্ধবি বিথি আক্তার ইভা, শাজাহান আলী, নুরুজ্জামান গেদা, হারুনুর রশীদ, মনিরুজ্জামান মনি। মধুপুর উপজেলার সুপ্তি কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। সেখান থেকে ভিডিও চিত্র, দুইটি কম্পিউটার, দুইটি ক্যামেরা ও সিডি উদ্ধার করেছে ডিবি পুলিশ।



উল্লেখ্য, স্কুল ছাত্রীর বান্ধবীর বিয়ের দাওয়াতে নিয়ে যাবার কথা বলে অভিযুক্ত বিথি আক্তার ৭ ডিসেম্বর শুক্রবার মধুপুরের নির্জন পাহাড়ী এলাকার একটি বাড়ীতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই মধুপুরের সুপ্তি কম্পিটারের কর্মচারী শাজাহান, নুরুজ্জামান, মনিরুজ্জামান, হারুন, রুবেলসহ অন্যান্যরা অবস্থান করছিল। রাতে বান্ধবী বিথি আক্তার পাশের রুমে অবস্থান নেয়। এ সময় আটককৃতরা তাকে জোর পূর্বক গণধর্ষন করে। এতে স্কুল ছাত্রী ডাক-চিৎকার করতে থাকে। এ সময় বান্ধবী বিথি পাশের রুমে জোরে গান বাজাতে থাকে। এভাবে ৩দিন তাকে ওই বাড়িতে আটকে রেখে জোরপূর্বক গণধর্ষন করে। এরপর গত ১০ ডিসেম্বর সোমবার সদর উপজেলার রসুলপুর রেললাইনের উপর স্কুল ছাত্রীকে ফেলে রেখে তারা চলে যায়।

খবরের সূত্র এই লিংকে

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

রণবাজ বলেছেন: Their PENIS should be Cut in 3 pisses & used as dog food.....Though Dog will hate those......

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

পুংটা বলেছেন: গণহত্যা= গণ কে হত্যা। তাইলে গণধর্ষন ভাঙলে কি হয়?

সঠিক বাংলা শব্দের ব্যবহার চাই। B-))

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ বন্ধু বলেছেন: ভাল লিখেছেন

দৃষ্টিপাত


বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।


: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়



কবি নজরুল এর বিদ্রোহী আওয়াজ

আমি মানিনাকো কোন আইন
আমি টর্নেডো আমি ভিম ভাসমান মাইন
মহা বিদ্রোহী রন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে
উৎপীড়নের ক্রন্দন রোল
আকাশে বাতাসে ধবনিবেনা ।
বল বীর
বল উন্নত মম শীর
শীর নেহারি নত শির ঐ শিখর হিমাত্রির ।
অর্থ অন্যায়ের নিকট কখনও মাথা নত নয় ।




আজ আইনের লোকের নিকট আইন বিকৃত ও বিচারক আজ ক্ষমতার গেঁড়াকলে আমলাদের হাতের পুতুল ।
এই যে ভারত নিয়ন্ত্রন সরকার না পারছে পার্বত্য মুক্তি বাস্তবায়ন
না পারছে সিমান্তে বিএসেফ কর্তৃক অন্যায় হত্তা বন্ধ । , না পারছে দেশকে জনগণকে সামাল দিতে ,অগ্নিদহন দ্রব্য মুল্যর উদ্ধগতি ,।হাওর বিল টিপাই মুখ খাল সুন্দরবন সহ পর্যটন প্রাকৃতিক স্থান সমুহ আজ ভারতের নিয়ন্ত্রনে । বাড়ছে প্রতিনিয়ত ঘুষ দুর্নীতি ; হত্তা ধর্ষণের অহরহ চিত্র আর হায়নাদের অবৈধ দখলের রাজনীতি ।
সাধারন মানুষের বাড়ছে দুর্ভোগ , দেশ আবারও পরাধীনতার শিখলে
বন্ধি হে বাঙ্গালী জাগ্রত হও সময়ে আরেকবার ।

বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।



ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।

গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।

***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন

ধর্ষক দের ফাঁসি চাই । হায়নাদের উৎপাত বন্ধ হোক , নিপাত যাক ,
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.