![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাদকদ্রব্য (ফেন্সিডিল) মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন ভোলার বরখাস্ত হওয়া সিনিয়র সহকারী জজ মো. জাবেদ ইমাম। একইসঙ্গে তাকে কেন জামিন দেয়া হবে না এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাঁকির হোসেনের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন।
গত ১ ডিসেম্বর রাজধানীর ইডেন কলেজের সামনে থেকে ২৪২ বোতল ফেন্সিডিলসহ জাবেদকে আটক করে নিউমার্কেট থানা পুলিশ। এই মামলায় ১৮ ডিসেম্বর নিম্ন আদালত তার জামিন আবেদন খারিজ দেয়। পরে তিনি হাইকোর্টে জামিন চান। আসামির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রহুল কুদ্দুস কাজল।
প্রসঙ্গত, ফেন্সিডিল বহনের অভিযোগ সুপ্রিম কোর্টের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ( জিএ) কমিটি জাবেদকে সাময়িক বরখাস্ত করে। এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য আইন মন্ত্রণালয় অনুমতি দেয়।
খবরের সূত্র এই লিংকে
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২২
ভিটামিন সি বলেছেন: খুনি আসামী খালাস পায় আর এই বেটাতো শুধু মাদক বহনকারী।