![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের কাঁদানো গ্যাস ও তরল-গ্যাস ছোড়াকে নিন্দনীয় ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। আজ রোববার দুপুরে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়েছে। এ সময় মিজানুর রহমান এসব কথা বলেন।
মিজানুর রহমান বলেন, নিন্দনীয় কাজ করেছে পুলিশ। এটা গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের আচরণ না করার জন্য পুলিশকে বলব। খবরের সূত্র এই লিংকে
মিজানুর রহমান মনে করেন, অতি উৎসাহী পুলিশ সদস্য এই কাজ করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ প্রশাসনের কেউ অতি-উত্সাহী হয়ে এটা করেছে। ভবিষ্যতে এ ধরনের উত্সাহ না দেখানোর জন্য তিনি অনুরোধ জানান।
এ সময় তিনি আন্দোলনকারী ঐক্যজোটের দাবির প্রতি একাত্মতা পোষণ করে মিজানুর রহমান বলেন, দাবিগুলো তিনি সরকারের কাছে জানাবেন। তিনি আশা করছেন, শিক্ষক-কর্মচারীদের বৈধ দাবি পূরণে সরকার ব্যবস্থা নেবে। তিনি ব্যক্তিগতভাবে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি তুলে ধরবেন বলে শিক্ষকদের আশ্বাস দেন।
২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১
বাসুদেব খাস্তগীর বলেছেন: নিন্দা জানাই, ধিক্কার জানাই।শিক্ষকদের দাবীর প্রতিও একমত পোষন করি।
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২
wrongbaaz বলেছেন: কাদাঁনো গ্যাস প্রয়োগ করা যাইবেক না তবে মরিচের গুড়া প্রয়োগ করা যাইবেক, ইহা পরিবেশ বান্ধব। তাছাড়া সোনালীগের মতন এসিড ফেলে দিয়ে পরিবেশ বান্ধব উপায়ে শিক্ষকদের স্বাধীনতা বিরোধী দাবির প্রতিবাদ জানানো যেতে পারে। এক্ষেত্রে এসিড মাটিতে না পড়ে কোন শিক্ষকের চোখে-মুখে পড়লে তা সম্পূর্ন রূপে এসিডের দোষ বলিয়া বিবেচিত হইবেক।
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
ঢাকাবাসী বলেছেন: শিক্ষকদের দাবীর প্রতি একাত্মতা পোষন করছি আর এই অকর্মন্য চেয়ারম্যানটির হাস্যকর চাপাকে প্রত্যাখান করছি।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
শয়ন কুমার বলেছেন: আমরা ভোট দিয়া সরকারি দল বদল করি কিন্তু ক্ষমতাসীন সরকারি দলগুলোর আচরন বদলায় না ।অত্যন্ত দুঃখজনক হলেও সত্য ,আন্দোলনরত এই শিক্ষকদের উপর পুলিশ দিয়ে নির্যাতন আওয়ামী লীগ এবং বিএন পি দুই দলেই করলো । পুলিশ দিয়ে শিক্ষক পিটনো, আহত শিক্ষককের মৃত্যু আওয়ামী লীগের আমলেও যেমন ঘটেছে তেমনি বিএন পি আমলে “১৯৯১ সালে শিক্ষকরা যখন এই দাবিতে অনশন করেন। তখনও পুলিশের পিটুনীতে আন্দোলনে একজন শিক্ষক যখন মারা গেলেন ”
আন্দোলনরত এই শিক্ষকদের উপর পুলিশ দিয়ে নির্যাতন আওয়ামী লীগ এবং বিএন পি দুই দলেই করলো ।আফসোস, কেউ সাধু হতে পারলো না !!!!!!!!!!!!!!!!!!!
আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশী সন্ত্রাসের তীব্র নিন্দা জানাই এবং এই ধরণের নির্যাতন বন্ধের দাবি জানাই।
যাইহোক মাসিক মাত্র ১৭০০ টাকায় জীবনযাপনকারী বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের এমপিওভুক্তি সম্পন্ন করার দাবি জানাই।
উনাদের এই দাবি পূরণের জন্য অনেক টাকা প্রয়োজন। কিন্তু নিয়ত ভালো থাকলে সবকিছু করা সম্ভব।