![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাকিস্তানী হকি দলকে দেশে ফিরে যেতে বলেছে ভারত
সীমান্ত উত্তেজনার ধাক্কা এসে লাগলো খেলার মাঠে। চলমান অস্থিরতাকে কেন্দ্র করে নয় হকি খেলোয়াড়কে ফেরত পাঠাচ্ছে ভারত। ভারতীয় হকি লীগের চেয়ারম্যান নরেন্দ্র বাটরা জানান, পাকিস্তান হকি ফেডারেশন ও আন্তর্জাতিক হকি ফেডারেশনের সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, “উপমহাদেশে দিন দিন উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে মুম্বাই ম্যাজিশিয়ান্স দল তাদের চার পাকিস্তান খেলোয়াড়কে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এর বদলে তারা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে খেলোয়াড় আনবে।” এ ছাড়া, খেলোয়াড় ফেরত পাঠাচ্ছে দিল্লি ওয়েভরাইডার্স, জেয়পি পাঞ্জাব ওয়ারিয়র্স এবং রাঞ্চি রাইনোস। খবরের সূত্র এই লিংকে
মুম্বাই ম্যাজিশিয়ান্সের মালিক অমিত বর্মন বলেন, আমরা জনগণের মন-মানসিকতাকে সামনে রেখে এ সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো চাপ ছিল না। ভারত থেকে যে নয়জন হকি খেলোয়াড়কে পাকিস্তানে ফেরত পাঠানো হচ্ছে তারা হলেন ফরিদ আহমেদ, ইমরান বাট, মাহমুদ রশিদ এবং মোহাম্মদ তৌসিক। এরা চারজনই মুম্বাই ম্যাজিশিয়ান্সের পক্ষে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। এ ছাড়া অন্য খেলোয়াড়রা হলেন মুহাম্মাদ রেজোয়ান সিনিয়র, মুহাম্মাদ রেজোয়ান জুনিয়র, মুহাম্মাদ ইরফান, শাফকাত রাসুল এবং কাশিফ শাহ।
©somewhere in net ltd.