| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্পট ফিক্সিং মামলায় অভিনেতা বিন্দু দারা সিং চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। বুধবার পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, পবন জয়পুর ও সঞ্জয় জয়পুর নামের দুই জুয়ারিকে তিনি দুবাইতে পালিয়ে যেতে সাহায্য করেছেন। পুলিশ বিন্দুর বাড়িতে তল্লাশি অভিযান চালায় । সেখানে থেকে বিন্দুর আইপ্যাড ও ল্যাপটপ জব্দ করে পুলিশ। তল্লাসিতে বিন্দুর বাড়িতে পবন জয়পুরের তিনটি মোবাইল সেটও পাওয়া যায়।
উল্লেখ্য স্পট ফিক্সিং এর অভিযোগে বিন্দুকে মঙ্গলবার (২১ মে) গ্রেফতার করে পুলিশ। আগামী শুক্রবার পর্যন্ত বন্ধুকে পুলিশের হেফাজতে রাখা হবে। জিজ্ঞাসাবাদে বিন্ধু পুলিশ কে বলেছে তিনি ১৭ লক্ষ টাকা জুয়া খেলে জিতেছেন। কিন্তু সেই টাকা তিনি এখনো পাননি। অভিনেতা আরো বলেন, তার আনন্দ নামে এক বন্ধু আছে। হয়ত সে জুয়ারি। সেই তাকে এই জুয়া নেটওয়ার্কে আনে।
এদিকে বিন্দুর পরিবার বিন্দুকে নির্দোষ বলে দাবি করেছে। তার পরিবার এখনো জানে না তার ওপর কি ধরনের দোষ আরোপ করা হয়েছে। তিনি একজন ভালো মানুষ হিসেবে সবার কাছে পরিচিত বলে জানায় তার পরিবার।
পুলিশ পুরো ঘটনাটিকে তন্ন তন্ন করে দেখছে। এর সাথে কারা কারা যুক্ত তাও অনুসন্ধান করছে পুলিশ। এ পর্যন্ত ১৯ জনকে আটক করেছে ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থা। সূত্র. এনডিটিভি
খবরের সূত্র এই লিংকে
২|
২৪ শে মে, ২০১৩ সকাল ৭:২১
ঠগী বলেছেন: এর আগের পোস্টটি পড়ুন সব জেনে যাবেন। এটি একটি ধারাবাহিক খবর যে কারণে একই কথা বার বার বলা হয়নি। যারা এ সম্পর্কে খোজ খবর রাখেন বা পড়েন তারা জানে কোন ফিক্সিং কে বিন্দু।
আগের খবরের লিংক এই খানে
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৩ সকাল ১০:৩৫
নাজিম-উদ-দৌলা বলেছেন: কোন স্পট ফিক্সিং? কে এই বিন্দু?