| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার যদি স্কাইপ যোগাযোগে এবং গোপনীয়তা সম্পর্কে কোন রকম সন্দেহ থাকে, তাহলে আপনি তাদের চাহিদা পুনরায় যাচাই করে দেখতে পারেন। সম্প্রতি টেকনিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, মাইক্রোসফট স্কাইপে কেনার পর থেকে গ্রাহকদের ভিডিও চ্যাট, মেসেজিং নজরদারি করছে।
স্কাইপের নিরাপত্তানীতিতে স্পষ্ট উল্লেখ আছে আইনশৃঙ্খলা রক্ষার্থে বা নিরাপত্তার কারণে যে কোন ব্যবহারকারীর কথা প্রয়োজন হলে স্ক্যান এবং রেকর্ড করার ক্ষমতা রাখে মাইক্রোসফট। এ নীতির মাধ্যমেই বোঝা যায়, স্কাইপে বলা কথা যে কোন সময় ফাঁস হয়ে যেতে পারে। এছাড়া টেকনিকার প্রতিবেদন থেকে আরও বেরিয়ে এসেছে বর্তমানে গড়ে প্রতি চারজন স্কাইপে ব্যবহারকারীর মধ্যে দুজন স্কাইপে নজরদারির শিকার হচ্ছেন।
সংবাদের সুত্র এই লিংকে
২|
৩০ শে মে, ২০১৩ দুপুর ১:০৭
নক্শী কাঁথার মাঠ বলেছেন: করুক.... আমার উপর নজরদারী করতে হলে আগে ওদের বাংলা শেখা লাগবে।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৩ সকাল ৯:০৭
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: