নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশ জয়ের আশায়

টিয়া রহমান

আকাশ জয়ের আশায়

টিয়া রহমান › বিস্তারিত পোস্টঃ

বৃহস্পতিবার মানেই যেন ঈদ

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৩



বৃহস্পতিবার এলেই কি যে খুশি লাগে আমার! আহ! কি শান্তি! একদিন অফিস যেতে হবে না!
ছোটবেলায় দিন গুণতাম, কবে শুক্রবার আসবে? স্কুল যেতে হবে না, বই পড়তে হবে না। কি যে মজা!
খালি খেলবো আর পাড়ার মেয়েদের সাথে আড্ডা দিবো, কেননা ঐ একটা দিন আম্মা পড়তে না বসলেও কিছু বলত না।
আম্মা আসলে অনেক পরিশ্রমী মানুষ, আমাদেরকে অনেক ভালোবাসেন। নিজে জ্বরে ভুগলেও আমাদের সময়মতো স্কুলের জন্য ঠিকই রেডি করে দিতেন, আবার টিফিন ও করে দিতেন। নিজে যেমন পরিশ্রমী তেমনি তিনি সবসময় খেয়াল রাখেন আমরা যেন মানুষের মত মানুষ হতে পারি। তাই ছোটবেলা থেকে জীবনের রুটিনটা একটু টাইট আরকি।
আর তাই শুক্রবার টাই ছিলো ফাঁকি দেয়ার একমাত্র ভরসা।

এখন ও মনে হয় কবে শুক্রবার আসবে, বার বার ঘড়ি দেখতে হবে না যে অফিসের টাইম পার হয়ে গেলো না তো। আমি আবার একটু বেশিই ঘুম কাতুরে তাই সারাদিন ইচ্ছেমত ঘুমানোর একটা প্লান তো থাকেই।

যা হোক অবশেষে বৃহস্পতিবার প্রায় শেষ হয়ে এলো, ভালো কাটুক সবার ছুটি, সুস্হ থাকুন।
সবাইকে অগ্রিম জুম্মা মোবারক।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০১

মনিরা সুলতানা বলেছেন: জুম্মা মোবারক :)

২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০২

টিয়া রহমান বলেছেন: জুম্মা মোবারক আপু

২| ২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪০

হাবিব বলেছেন: টিয়া রহমান! যথার্থ বলেছেন।

২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫১

টিয়া রহমান বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫০

মাহবুবুল আজাদ বলেছেন: ছোট বেলার শুক্রবার সবচেয়ে বেশি প্রিয় দিন ছিল।

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫১

টিয়া রহমান বলেছেন: জি ভাইয়া

৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫১

আরোহী আশা বলেছেন: ভালো লাগলো। লাইক দিলাম।
আমার নতুন লেখা পড়ে আসার দাওয়াত দিলাম।

২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৫

টিয়া রহমান বলেছেন: ধন্যবাদ আপু, অবশ্যই পড়বো

৫| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

অপু দ্যা গ্রেট বলেছেন:
আহা কি ভাগ্য ।

আর আমার মত যারা অনলাইন বেসড কাজ করে তাদের তো ছুটি ই নাই ।

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

টিয়া রহমান বলেছেন: আহা!
কি কষ্ট! আপনি তো চাইলে যেকোন দিন ছুটি নিতে পারেন।

৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

*** হিমুরাইজ *** বলেছেন: আজ কিন্তু বৃহঃপতিবার!

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২

টিয়া রহমান বলেছেন: হা হা!
ভাইয়া আজকে তো বুধবার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.