![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Wrong Number
সকাল ১০.৪৫, অফিসের খুবই জরুরী কাজে এক ভাইয়াকে প্রয়োজন। আমার কাছে উনার মোবাইল নম্বর নাই! অন্য এক ভাইয়ার থেকে নম্বর জোগাড় করে কল দিলাম...
আমি :হ্যালো, রুকু ভাইয়া, আমি টিয়া, কেমন আছেন?
wrong number : কোন টিয়া?
আমি : ভাইয়া আমি টিয়া, আপনার অফিস কলিগ।
wrong number : টিয়া!
আমি : আপনি কি রুকু ভাইয়া বলছেন?
wrong number : জ্বি, কিন্তু আপনি কাকে চান?
আমি : আমি রুকু ভাইয়াকে চাচ্ছি, আপনি কি রুকু ভাইয়া বলছেন?
wrong number : আপনি কোথায় কল করেছেন?
আমি : জ্বি আমি রুকু ভাইয়াকে কল করেছি, আপনি কি রুকু ভাইয়া বলছেন?
wrong number : আমি রাজু।
আমি : ওহ, সরি ভুল করে কল গেছে।
wrong number : আপনি কে? ..........
আমি কলটা কেটে দিলাম।
দুপুর ২.৫০, সেই wrong number থেকে কল আসলো আমি না বুঝে রিসিভ করে ফেলেছি...
আমি: হ্যালো
wrong number : আপু আপনি সকালে কল করেছিলেন?
নম্বরটা একটু চেক করে নিলাম
আমি : সরি ভুল করে গিয়েছে
wrong number : আপু আপনি কাকে কল করেছিলেন?
আমি : সরি ভুল করে আপনার কাছে চলে গেছে
wrong number : আপনি কোথায় কল করেছিলেন?
আমি : সরি ভুল করে আপনার কাছে চলে গেছে
wrong number : আপনার নাম কি
আমি : আরে ভাই বললাম তো সরি ভুল করে আপনার কাছে চলে গেছে
wrong number : আপনি কি করেন
আমি : আপনি জেনে কি করবেন?
wrong number : বলা যাবে না?
আমি : জ্বি না, আমি তো বললাম ভুল করে আপনার কাছে চলে গেছে
wrong number : আপনি আমার মোবাইল নম্বর কই পেলেন?
আমি : জ্বি ভাই কোন একটা ডিজিট হয়তো ভুল হয়ে গেছিলো
wrong number : আপনি কি করেন
আমি : আরে ভাই বললাম তো ভুল করে আপনার কাছে চলে গেছে, এত প্যাঁচানোর কি আছে?
wrong number : আপনার সাথে কথা বললে কি সমস্যা
আমি : আমি তো আপনাকে চিনি না আপনার সাথে কেন কথা বলবো
wrong number : আপু আপনার নাম কি, কই থাকেন কি করেন....
আমি : আপনি কি পাগল?
wrong number : পাগল হলে কোন সমস্যা?
আমি : আমি পাগলের ডাক্তার না
আমি কলটা কেটে দিলাম।
আবার কল, রিসিভ করলাম না।
কল কাটার পরে মনে হলো এভাবে বললে ভালো হতো
wrong number : আপনি আমার মোবাইল নম্বর কই পেলেন?
আমি : জ্বি ভাই, চায়ের দোকান থেকে।
wrong number :চায়ের দোকান থেকে!
আমি : চায়ের দোকানেই তো পেলাম।
wrong number : কিভাবে
আমি : চায়ের দোকানে বড় বড় করে লিখা ছিলো
wrong number : কি!
আমি : চায়ের দোকানদার না হলে তো wrong number বলার পরে আর কল করতেন না।
যদিও মানুষকে ছোট করে দেখা উচিত না, কিন্তু ভুল করে মেয়েদের নম্বর থেকে কল আসলে কেন তাদেরকে বিরক্ত করতে হবে!
তাই বলে আমি চায়ের দোকানদারদেরকেও খারাপ বলছি না।
আমি বলছি ভাই আপনার ও বোন আছে, মা আছে, স্ত্রী আছে, কন্যা আছে তাই মেয়েদের সম্মান করতে শিখুন।
২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১
টিয়া রহমান বলেছেন: জ্বি ভাইয়া, এরা আসলেই আগাছা।
২| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯
আরোগ্য বলেছেন: এদের মা বোন থাকলেও কোন ভদ্রতা নেই। তাই মেয়ে কণ্ঠ শুনলেই অভদ্রতা প্রদর্শন করে।
২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১
টিয়া রহমান বলেছেন: একদম ঠিক বলেছেন ভাইয়া।
৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১
সাইন বোর্ড বলেছেন: অাজকাল এরকম অবস্থার মুখোমুখি অনেককেই হতে হয় ।
২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫
টিয়া রহমান বলেছেন: জ্বি ভাইয়া, কবে যে আমরা মেয়েরা এসব থেকে মুক্তি পাবো!
৪| ২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ছোট ঘটনায় এত বেশী রিঅ্যাক্ট দেখানো ঠিক না। একটা ঘটনায় মানুষকে জাজ করাও ঠিক না। রং নাম্বার, কল কেটে দেবেন! খেল খতম।
পৃথিবীর সবাই ১০০%সুবোধ হবে না, ভালো-খারাপ সব ধরণের মানুষই ছিল, আছে, থাকবে। এটাই বাস্তবতা। এখন, ভালোরা যদি খারাপদের চেয়ে পিছিয়ে পড়ে, সমস্যাটা তৈরী হয় তখন।
২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩
টিয়া রহমান বলেছেন: জ্বি ভাইয়া
৫| ২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: কি আর করবেন ? সবাই কি আর ম্যানার জানে ? তাদের কাছে আশা করাটাও যে অন্যায়।
২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩
টিয়া রহমান বলেছেন: একদম ঠিক বলেছেন ভাইয়া
৬| ২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১
আর্কিওপটেরিক্স বলেছেন: অনেকেই এরকমটা করে....
কেন জানি দুনিয়ার সব রং নাম্বার বিজি থাকে না...
নাম্বারটা ব্লক লিস্টে দিলেই কেল্লা ফতে
২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪
টিয়া রহমান বলেছেন: হা হা, ঠিক বলছেন
৭| ২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
ফেনা বলেছেন: ১০০ এর মধ্যে ২০০% সঠিক।
শুভকামনা।
২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫
টিয়া রহমান বলেছেন: আপনার জন্যও শুভকামনা
৮| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১২
রাজীব নুর বলেছেন: কিছু দুষ্টলোক সব জাগায় থাকে। মক্কা মদীনায়ও আছে। দুষ্টলোক থেকে পরিত্রানের উপায় নাই।
২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬
টিয়া রহমান বলেছেন: জ্বি ভাইয়া, আপনার সাথে একমত।
৯| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩
হাবিব বলেছেন: দুষ্ট লোক দুষ্টই থাকে.............
২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭
টিয়া রহমান বলেছেন: জ্বি ভাইয়া, এরা শুধরানোর না।
১০| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১০
নীল আকাশ বলেছেন: শুধু ছেলেদের দোষ দিবেন না। মেয়েরাও একই কাজ করে। বেশ কিছুদিন আগে একটার ভয়ে কল ফিল্টার ইন্সটল করতে হয়েছিল। হাবিব ভাইয়ের কথা একটু চেঞ্জ করে বলি- দুস্টু লোক সব খানেই থাকে।
শুভ কামনা রইল!
২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮
টিয়া রহমান বলেছেন: জীবনে প্রথম শুনলাম।
আপনার জন্যও শুভকামনা।
১১| ২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪১
আহমেদ জী এস বলেছেন: টিয়া রহমান,
উপরের সবার মন্তব্যই ভালো।
আমি শুধু সহব্লগার পাঠকের প্রতিক্রিয়া !র মতোই বলি - পৃথিবীর সবাই ১০০%সুবোধ হবে না, ভালো-খারাপ সব ধরণের মানুষই ছিল, আছে, থাকবে। এটাই বাস্তবতা। এখন, ভালোরা যদি খারাপদের চেয়ে পিছিয়ে পড়ে, সমস্যাটা তৈরী হয় তখন।
২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১২
টিয়া রহমান বলেছেন: জ্বি ভাইয়া, ঠিক বলেছেন।
১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭
Monthu বলেছেন: ইহারা কাজে নাই আকাজ করে। পাগল আরকি। আমিও এমন এক লোককে ট্রেনে দেখেছি। এই লোক নাম্বার নিজেই ক্রিয়েট করতেছে। আর রিং করতেছে। আর কথা বলতেছে। হ্যালো হ্যালো। এরা এতো টাকা পায় কই বুঝিনা
।আর নয়তো কেউ কারন ছাড়া কল করে টাকা কেন নষ্ট করবে?
এরা করে। এরা আসলেই পাগল
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯
টিয়া রহমান বলেছেন: জ্বি ভাইয়া, আসলেই এদের টাকা অনেক, আপনাকে ধন্যবাদ।
১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫
নয়া পাঠক বলেছেন: এমন অনেক ঘটনাই প্রতিনিয়ত ঘটে চলেছে আমাদের চারপাশে। কখনও কখনও এমন ঘটনা থেকে জন্ম নেয় অনেক মধুর ঘটনা আবার উল্টোটাও ঘটতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে উল্টো ঘটনা। তেমন একটা কাকতালীয় ঘটনা রয়েছে আমার জীবনে, যা পুরোটা লিখলে একটা ছোটগল্প হয়ে যাবে। একদিন সময় পেলে শোনাবো সেই গল্প। বিচারের ভার আপনাদের উপর থাকবে।
১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬
টিয়া রহমান বলেছেন: অপেক্ষায় রইলাম
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এরা হচ্ছে সমাজের আগাছা। সবচেয়ে ভালো হত আগাছার মত ছেঁটে ফেলার সুযোগ থাকলে।