নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশ জয়ের আশায়

টিয়া রহমান

আকাশ জয়ের আশায়

টিয়া রহমান › বিস্তারিত পোস্টঃ

এই শীতে চুলের যত্নে করণীয়

১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬

আমরা সবাই জানি যে বছরের অন্য সময়ের তুলনায় শীত কালে ধুলাবালি অনেক বেড়ে যায়। এ কারণে ঠান্ডার সাথে সাথে চুলের ও ব্যাপক ক্ষতি হয় আর তাই এসময় চুলের বিশেষ কিছু যত্ন নিতে হয়। কিন্তু কিভাবে চুলের যত্ন নেবেন তা নিয়ে চিন্তিত থাকেন অনেকে। সবাই মনে করেন, এটা অনেক ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। তবে বিষয়টি মোটেও সেরকম নয়।

আপনি হাতের কাছের উপাদান দিয়েই চুলের যত্ন নিতে পারেন। এক্ষেত্রে আদা ও রসুনের হেয়ারপ্যাক ব্যবহার করে দেখতে পারেন। জেনে নিন কিভাবে এই দুটি উপাদান দিয়ে খুব সহজে ও অল্প সময়ে চুলের যত্ন নেবেন-

চার থেকে পাঁচটি রসুনের কোয়া কুচি করে নিন। এক চা চামচ আদা কুচি ও রসুন কুচি একসঙ্গে ফুটন্ত পানিতে দিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে রাখুন ১০ মিনিট। ঠাণ্ডা হলে ছেঁকে পানিটুকু চুলের গোড়ায় লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে একবার ব্যবহার করলে দ্রুত বাড়বে চুল।

রসুন এবং আদা এক সঙ্গে বেটে নিন। এবার ওই মিশ্রণ ভালো ভাবে ওলিভ ওয়েল মিশিয়ে গরম করুন। মিশ্রণটি বাদামি হয়ে এলে সেটা চুলে ১৫ মিনিট ধরে মাসাজ করুন। এর পর আধঘণ্টা রেখে ভাল করে চুল ধুয়ে নিন। তারপর দেখতে পাবেন ঘন কালো নজরকাড়া চুল।

আদার একটি ছোট টুকরা বেটে নিন। চারটি রসুনের কোয়া থেকে রস বের করে আদার সঙ্গে মেশান। এবার এতে এক টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন। হেয়ার প্যাকটি কিছুক্ষণ চুলে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন এই হেয়ার প্যাকটি।

তিন টেবিল চামচ আদা কুচি ও এক টেবিল চামচ রসুন কুচি একসঙ্গে ব্লেন্ড করে নিন। এতে তিন টেবিল চামচ তিলের তেল ও এক টেবিল চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। ২৫ মিনিট পর ঠাণ্ডা পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। দুই সপ্তাহে একবার ব্যবহার করুন এই হেয়ার প্যাকটি।

মাথার ত্বকে কোনো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না যেন।

আমি নিজেও চুল পড়া সমস্যায় ভুগছি তাই সুন্দর ও মজবুত চুলের জন্য নিজেও এই পদ্ধতি অবলম্বন করবো।

তথ্য সূত্র

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: আদা রসুন !!!

এ জন্যই তো বাজারে এত দাম।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

টিয়া রহমান বলেছেন: হা হা, ভালো বলেছেন ভাইয়া, ধন্যবাদ।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬

ডার্ক ম্যান বলেছেন: আমার চুলে এত সমস্যা , শেষ পর্যন্ত চুল ফেলে দিতে হচ্ছে। মাথার ত্বকে এলারজির মত হয়ে গেছে ।
কোন সমাধান কি জানা আছে

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

টিয়া রহমান বলেছেন: ভাইয়া যেহেতু মাথার ত্বকে এলার্জির মত হয়ে গেছে সেহেতু ভালো কোনো চিকিৎসকের পরামর্শ নেয়াটাই ভালো। ধন্যবাদ।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭

মাহমুদুর রহমান বলেছেন: ভালো পোষ্ট।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

টিয়া রহমান বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১

নজসু বলেছেন:


আপা, আদা রসুন দিয়ে যদি এইসব করি
আম্মা তিনদিনের খানাপিনা বন্ধ করে দেবে। :-B
নিশ্চিত। :D

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

টিয়া রহমান বলেছেন: হা হা, মজা পেলুম।
ভাইয়া আপনি তো আর কেজি ধরা আদা রসুন ব্যবহার করবেন ন.
তাই আমার মনে হয় আন্টি কিছু বলবেন না ।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.