![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিয়া: রবিবারে ম্যাথ এক্সাম! আল্লাহ্! আমার তো এখনও বই কেনা হয় নি!
অরু: বলিস কি?
টিয়া: জ্বি ম্যাম, এখন কি করি।
অরু: লাইব্রেরী থেকে একটা বই তুলে নে।
টিয়া: আমার কার্ড দিয়ে তো ৩ টা বই তোলা হয়ে গেছে!
অরু: আমার ও তো, চল তাহলে উপর থেকে একটা বই নিয়ে নেই। কিন্তু সেই বই তো আজকেই দিতে হবে, আজ তো বৃহস্পতিবার, ক্যাম্পাস তো বন্ধ থাকবে!
টিয়া: কি যে করবো?
অরু: আচ্ছা আন্টিটা তো আমার পরিচিত চল কথা বলে দেখি যদি কিছু করা যায় ..........................
আন্টির সাথে কথা বলে অরু কেমন করে জানি একটা বই ম্যানেজ করে ফেলল। তবে শর্ত হলো রবিবার সকালে এসেই বইটা জমা দিতে হবে। যেহেতু শুক্র - শনিবার ক্যাম্পাস বন্ধ।
টিয়া: তোকে যে কি বলে ধন্যবাদ দিবো বুঝতেছি না।
অরু: শোন টিউবলাইট বই কিন্তু রবিবারেই জমা দিতে হবে।
টিয়া: জ্বি ম্যাম, মনে থাকবে।
(রবিবারে সকালে ক্যাম্পাস এর বাসে)
রিম: শোননা এক্সামটা পিছায় স্যার খুব ভালো করেছেন আমার তো ম্যাথগুলো সব করাই হয় নি।
টিয়া: কি রে অরু, আজকে এক্সাম হবে না এটা আমাকে বলিস নি তো!
অরু: এই খবর জানলে তো তুই পড়তিস না, কিন্তু বইটা তো আজকেই দিতে হবে।
অত:পর টিয়ার চোখে পানি চলে আসলো ..............................
এই হলো বন্ধুত্বের বন্ধন।
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৮
টিয়া রহমান বলেছেন: জ্বি ভাইয়া একদম ঠিক বলেছেন।
২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১
পবিত্র হোসাইন বলেছেন: হা হা হা ...
২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬
টিয়া রহমান বলেছেন: এটা আমার জীবনের সত্যিকারের ঘটে যাওয়া ঘটনা, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০০
রাজীব নুর বলেছেন: ভালো বন্ধু পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার।