![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধসে পড়া রানা প্লাজার তৃতীয় ও চতুর্থ তলায় ২৩ এপ্রিল একটি স্তম্ভের পলেস্তারা মড়মড় করে খসে পড়ে এবং বিম ও দেয়ালের সংযোগস্থলে এক জায়গায় ফাটল দেখা দেয়। সেদিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা কবীর হোসেন সরদার ভবনটি পরিদর্শন করেছিলেন। কিন্তু তিনি ভবন ধসে পড়ার কোনো কারণ দেখতে পাননি, তাই ভবনটিতে মানুষের প্রবেশ রোধ করতে কোনো ব্যবস্থাও নেননি।
এটাই কি ছিলো সত্য ঘটনা, এ ঘটনা নিয়ে কোন রাজনীতি নয়। চাই সুষ্ট বিচার..
২| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪১
tijamee বলেছেন: হয়তবা সে রকমই হতে পারে.।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৫
জাহাঙ্গীর জান বলেছেন: সেই অফিসার গু খেয়েছে ।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৫
ঢাকাবাসী বলেছেন: সে একটা আমলা আর স্ব.. মন্ত্রী একটা সাবেক আমলা ফলে স্ব. মন্ত্রী তো বলবে ইউএনওতো ইন্জিনায়ার না, মামলা ডিসমিস।।