![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পটুয়াখালীর একটি আসন থেকে চারবারের নির্বাচিত এমপি জাহাঙ্গীর হোসাইনের বদলে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার ভাগ্নে শাহজাদা সাজু। শাহজাদা সাজুর পরিচিতি সম্পর্কে জাহাঙ্গীর হোসাইন বলেন, "রাজনৈতিক পরিচয় বলেন আর সামাজিক পরিচয় বলেন সবকিছু হলো তিনি হুদা সাহেবের ভাগ্নে। এর বাইরে ওনার রাজনৈতিক কোনো পরিচয় নেই।"
মনোনয়ন না পাওয়ায় একটু আশ্চর্য হলেও জাহাঙ্গীর হোসাইনের অবশ্য তেমন আক্ষেপ নেই। শাহজাদা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন জানিয়ে জাহাঙ্গীর হোসেন বলেন, "সে তো নয়ই, তার ফ্যামিলি, বাবা, চাচা, ভাই, কেউ কোনোদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না।"
প্রশ্ন উঠতে পারে- আওয়ামী লীগের এতো দরদী সমর্থক, এতো ত্যাগী নেতা, এতো যোগ্য প্রার্থী থাকতে এরকম একজন বহিরাগতকে মনোনয়ন দেয়া কেন?
কারণ, সিইসি-র ভাগ্নে বলে কথা; আর কথায় আছে- মামা ভাগ্নে যেখানে, আপদ বালাই নেই সেখানে!
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৫
তিক্তভাষী বলেছেন: আওয়ামীদের চাতুরী বুঝতে পেরে ভোট না দেয়ার সিদ্ধান্ত নিতে সফল হওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি।
২| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৩
হাবিব বলেছেন: আপনি তিক্তভাষী কেন?
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৭
তিক্তভাষী বলেছেন: এ প্রশ্নের উত্তর আমার ব্লগ প্রোফাইলে দেয়া আছে।
৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৬
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনার জন্য সবই সমান, সবাইযকে উনার নামে পাশ করতে হবে; পাশ করার পর, সবাই সমান, কেহই দক্ষ নন!
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৪
তিক্তভাষী বলেছেন: জানতাম আপনার মগজে কুলাবে না। আওয়ামীদের মধ্যেও তো অনেক অদক্ষ আছে। সেসব অদক্ষদের বাদ দিয়ে বাইরের অদক্ষ ইসির ভাগ্নেকে কেন?
৪| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫
জাহিদ হাসান বলেছেন: আমিও এই ব্যাপারটা নিয়ে আজকে জানলাম ইউটিউবে
মামা-ভাগ্নের নির্বাচন
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৫
তিক্তভাষী বলেছেন: ধন্যবাদ।
৫| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯
রাজীব নুর বলেছেন: নমিনেশন আম পাক, জাম পাক। সেটা কোনো ঘটনা না। কথা হচ্ছে সত্যই সত্যি কাজ করবে কিনা। নাকি নামে বেনামে টাকার পাহাড় গড়বে?
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৪
তিক্তভাষী বলেছেন: আপনি সরল ও আবেগপ্রবণ সেটা আমি খেয়াল করেছি। তবে, আপনার এ মন্তব্যে দেখানো সরলতা কিন্তু অপরাধের সমতুল্য।
৬| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫
সেলিম৮৩ বলেছেন: জ্যামিতিক সূত্রে মিলে গেছে..........মামার কেরামতি।
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৮
তিক্তভাষী বলেছেন: বিশ্বকবি বলেছেন- দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে!
৭| ২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমি আর মামু, ধরমু আর খামু।
২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৩
তিক্তভাষী বলেছেন: ঠিক আছে!
৮| ২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:২০
নীল আকাশ বলেছেন: মাত্র একটা আসন ছাড়লে বিনিময়ে হাম্বা লীগের কত লাভ হবে সেটা ভেবে দেখেন? ২৯৯ বনাম ১! এটা কোন ব্যাপারই না, এদের যা চরিত্র, এরা পারে না এমন কিছু আছে নাকি? ইসি ফিট তো নির্বাচন ফিট। আসল কথা হলো কেমন তর নির্বাচন হবে সেটা ভেবে নিন? আশা বুকে নিয়ে আছেন ভোট দিবেন? কেমন ভোট দিবেন সেটা সেই দিনই বুঝতে পারবেন!
খেলা তো সবে শুরু!
৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ২:১১
তিক্তভাষী বলেছেন: দেখতে থাকি পানি কোনদিকে গড়ায়।
৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
আমার দরকার কাজ । সেটা কতাটা হচ্ছে । তবে স্বজন প্রীতি সেই আদি যুগ থেকে চলে আসছে । এটা নিয়ে এতো কিছু ভাবার কি দরকার ।
বাসায় থাকব । পপকর্ন নিয়ে ভোট দেখবো ।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯
রানার ব্লগ বলেছেন: স্বজন প্রতির আর একটা নমুনা।
এই বার আমি কোন ভোট দিব না , আমার এলাকা টা জন্ম থেকে দেখে আসছি আওমিলিগ ের নিশ্চিন্ত সিট। প্রতিবারই একজন ভাল ক্যান্ডিডেট ইলেকশানে দারান এবং তিনি এম পি হয়ে যান। গতবার পদ শুন্য হয়ে যাওয়ার সুযোগ নিয়ে এক রাজাকার এঁর বাচ্চা আওমিলিগ থেকে দাড়িয়ে গেল এটা আমাকে ব্যাথিত করেছে, স্বাভাবিক ভাবে আওমিলিগ ভোট সেই রাজাকারের বাচ্চা পেল যদিও তাকে প্রশাসনের সাহায্য নিয়ে মারধর করে এবং ছলচাতুরী করে জিততে হয়েছে এবং সেই রাজাকারের বাচ্চা এম পি হয়ে এমন কোন অপকর্ম নাই যা সে করে নাই, এবং সে তার অপকর্ম ঢাকতে রাজাকারি যে এক খানা ট্রেড মার্ক টুপি আছে তা মাথায় দিয়ে ঘুরে বেড়ায়। এই বার আশা করেছিলাম এই রাজাকারের বাচ্চা থেকে মুক্তি পাব কিন্তু দুঃখের বিষয় ওঁই রাজাকারের বাচ্চা কে আবার নমিনেশান দিয়েছে তাই ভোট দানে আমি ব্যাক্তিগত ভাবে বিরত থাকব। আসুন আমরা সবাই এটাই করি যে যে এমন রাজাকার আলবদর আল শামস এঁর বাচ্চা দের নমিনেশান দিয়েছে তাদের বয়কট করি।