![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নববর্ষের উদ্যমতা শেষে মহানগরি, এই কুয়াশা ভেজা হিমেল প্রভাতে এখনও চরম নিদ্রায়। সবাইকে প্রথমেই নববর্ষের শুভেচ্ছা।
আমি জীবনের বিবর্তনধারায় অবিশ্বাসি হলেও, সামাজিকতা মুল্যবোধ ইত্যাদির বিবর্তন চোখে দেখেই বিশ্বাস করছি। তার ধারাবাহিকতায় নববর্ষ পালনের প্রসঙ্গটা চলে আসছে।
যে নদী দিক পরিবর্তন করতে অক্ষম সে মরে যায়। তাই সমাজকে মৃত্যু থেকে বাচাতেই সামাজিক পরিবর্ত্তনের প্রয়োজন। সময়ের সাথে সব কিছু যে বদলায়, এটা কোন মিথ না।
গ্রাম্য অর্থনীতি থেকে শহুরে অর্থনীতির উত্তরণে আমাদের অর্থনীতির চাকা এখন অনেক সবল। সে কারণে কৃষি প্রধান বাংলাদশের সংস্কৃতির চালিকা শক্তি এখন নগর। মোটা দাগে বলা যায় ঢাকা শহর কেন্দ্রিক।
আর অর্থনৈতিক উন্নতির সাথে সাথে সাথে সাথে পরিবর্তন
আসবেই। সেই পরিবর্তনের ছোয়া সমাজ, সংস্কৃতি এবং নৈতিকতার মধ্যেও পড়বেই।
আমরা যতই চেচামেচি করি না কেন, এই পরিবর্তন রোখা সম্ভব নয়।
স্বাধীনতার পর সামান্য প্রেমের চিঠি চালাচালিকে কেন্দ্র করে এক সময় তুলকালাম কান্ড ঘটতে যেতো।
আর এখন লক্ষ লক্ষ মানুষের কাছে ললিপপ চূষার ঘটনা দৃশ্যমান হলেও,ঘটনার পাত্র পাত্রির মান সম্মান বা সামাজিক অবস্থানের কোন ক্ষতিবৃদ্ধি হয় না। এদের অনেকেই আবার তারকা খ্যাতিও অর্জন করে ফেলে।
আমাদের অর্থনীতি পুজিবাদি হবার সুবাদে, আগেও ইংরেজি নববর্ষ পালন করা হতো। তবে কিনা পয়সা কড়ির অভাবের কারণে এই রকম জৌলুস বা ব্যাপকতা দেখা যেতো না।
আগে যারা পালন করতেন, তারা সমাজের উচু তলার মানুষ। হরহামেশা বিদেশ ঘোরা লোক। এই সংস্কৃতিটা মুলত তাদেরই আমদানি করা।
অর্থনৈতিক বিবর্তনের কারণে কালো হোক বা ধলা, দেশে এখন লাখ লাখ কোটিপতি। পয়সা থাকলে দুনিয়া মেলে। তাছাড়া পশ্চিমাদের শিক্ষা এবং পুজিবাদ গ্রহন করবো, আর ভোগ বিলাস রপ্ত করবো না তাই কি হয়?
তাছাড়া কর্পোরেট পুজিবাদ মুনাফা ছাড়া কিছু বোঝে না। তাই নব্য ধনীর শখ আল্লাদের আগুনে ঘি ঢেলে দেয় তারা।
জাতি হিসাবে আমরা সব সময়েই অনুগামি। তাই অর্থনৈতিক সমৃদ্ধি ঘটলেও নিজস্ব ভাষা সংস্কৃতি এবং নৈতিকতার উন্নতি আমরা ঘটাতে পারিনি। তাই যতই অর্থনৈতিক উন্নয়ন ঘটছে, উল্লেখিত বিষয়গুলিতে আমাদের ততই অধোঃপতন হচ্ছে।
আমাদের ভাষা এখন হিন্দি ইংরেজির মিশেলের জগাখিচুরি। সংস্কৃতি হলো ডিজে-আর জে এবং ডিজুসের তরল মিশেল।
হ্যা, ফেব্রুয়ারি আসলে লোক দেখানো ভাষা প্রেম কিংবা পয়লা বৈশাখে হয় প্রভাত ফেরি অথবা রবিন্দ্র সংগিত উপভোগে বাঙ্গালিত্ব প্রকাশের সুযোগ কেউ কেউ নিয়ে থাকে বটে !
তাতে কিছু যায় আসে না।
আর নৈতিকতার কথা কি বলবো?
প্রেমের মানেই তো অবাধ যৌনাচার। কোন কথা নেই। ছেলে হোক বা মেয়ে হোক, যৌবনে সামান্য নাড়া পড়লেই হলো।
কবির ভাষায় ত্যাগেই মুক্তি জ্ঞান করে শুরু হয়ে যায়। থামাথামি নেই, জড়তা নেই্ দ্বিধা নেই, ভয় নেই। ছেলে হোক কিংবা মেয়ে, ১০০ ঘাটের জল খেলেও নৌকা এক সময় তীড়ে ভেড়েই।
তাহলে আর সমস্যা কি?
আর সব খুইয়ে বিয়ের পিড়িতে বসার আগে সবাই সৎ ও সতি হয়ে যায়। জীবনের সবচেয়ে গুরুত্বপুর্ণ রহস্যটি যখন আগেই উন্মোচিত, তার কাছে বিয়ের আনন্দটা পানসে হয়ে যেতে কতক্ষণ?
পাত্র পাত্রি তখন স্বাদ বদলাতে চায়। অনাচারের পেয়ালা পুর্ণ হতে থাকে। এর পর হয় বিবাহ বিচ্ছেদ। কিংবা সংসার করার নামে একে অন্যকে প্রতারণা করে চলা।
এভাবেই সংসার নামের খুটিটি আলগা হয়ে যায়। খুটির পর খুটির ভাঙ্গনে সামাজিক বাধণগুলি হয়ে যায় নিতান্তই ঠুনকো !
শুধু যৌনাচারের কথাই বলি কেন? অবক্ষয়ের আগুণে পুড়েনি এমন কোন ক্ষেত্র কি আর আছে?
এক জন আরেকজনকে মেরে হলেও নিজে বাচতে চায়। শুধু বাচার কথা হলেও সান্তনা থাকতো। কে কাকে মেরে কত উচুতে উঠবে, তারই কুৎসিত প্রতিযোগিতা চলে। অথচ এই উচ্চতার কোন সীমারেখা কিন্ত নেই। এর পরেও এই অসুস্থতা চলছেই।
আপনার টাকা আছে, প্রভাব আছে, ক্ষমতার জোর আছে, চরিত্রে দোষ আছে, তাই আপনি মদ খেয়ে নেশা করে অবাধ যৌনাচার করে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত দেহ মনে নিশ্চিন্ত ঘুমিয়ে নববর্ষকে আপন করে নিতে পারেন।
কিন্ত একটি ক্রমাগত নিমজ্জিত অনুগামি জাতির অনেকেরই তো সাধ আছে, সাধ্য নেই। তারা কি করবে? তারা ছিনতাই করবে, সন্ত্রাস করবে, পাকে জড়িয়ে পড়বে। কেননা, তারা আপনাকেই অনুসরণ করতে চায়। ভোগের মত এমন চরম আকর্ষনীয় আর কি কিছু আছে?
এর বলি হবে ক্ষমতা প্রভাবহীন মানুষ ! ক্রমাগত পিছু হটতে হটতে দেয়ালে পিঠ ঠেকে গেলে এই সাধারণ মানুষগুলিই হয়ে উঠবে অপ্রতিরোধ্য ! তাদের ক্রোধের আগুণে কত রাজাধিরাজের পতন হয়েছে।
আপনাদের অর্থ, বিত্ত সম্পদ মেধা এসব কি সুপথে পরিচালনার জন্য ব্যয় করা যায় না। মানুষের জন্য না হোক, একটি স্বাধীন দেশের জন্য। লাল সবুজ ঐ পতাকার জন্য। যা অর্জিত হয়েছিল লাখ লাখ সাধারণ মানুষেরই আত্মত্যাগের মাধ্যমে?
অটঃ; জাতিয়বাদি ব্লগাররা এই পোস্টে একটু আওয়াজ দিয়ে যাবেন দয়া করে।
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২০
ধীবর বলেছেন: আপনাকে নববর্ষের অনেক শুভেচ্ছা আর চমৎকার কবিতার জন্য অভিনন্দন।
২| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৩
শরিফ নজমুল বলেছেন: very well said...liked it.....
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৭
ধীবর বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩১
সেচ্ছাসেবক বলেছেন: ধুর মিয়া সকালটাই তিতা করে ফেললেন, এতো গুলো সত্য কথন একবারে একসাথে বলে কেও??? সামহাও এই কথাগুলোই অনেকবার ভেবেছি কিন্তু এতো সুন্দর করে গুছিয়ে লিখতে পারিনি ... প্লাস ...
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৮
ধীবর বলেছেন: সকালটা তেতো করার জন্য দুঃখিত। তবে বছরটা মঙ্গলময় হোক, এই শুভকামনা রইলো। অনেক ধন্যবাদ স্বেচ্ছাসেবক ভাই।
৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৮
পানকৌড়ি বলেছেন: নৃসংশতার মাঝেও কিছু মানুষ সুখ খুঁজে পায়, প্রমাণ বিশ্বজিৎ । আপনি বললেন সেতো অনাচারের কথা ।সত্যি কথা বলতে কি, অনেক মেয়েই এখন এক পুরুষে সন্তষ্ট নয়, তারা আগে-পরে প্রকারভেদে স্বাদ নিতে চায় ।
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩০
ধীবর বলেছেন: নগর পুড়লে যেমন দেবালয় এড়ায় না, তেমনি সমাজে অনাচার দেখা দিলে নারীরাও বাদ পড়বে কি করে? অনেক ধন্যবাদ পানকৌড়ি ভাই।
৫| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪১
মুফতি বাবা বলেছেন:
২১ বছর আমরিকা-কানাডায় তারপরও স্মার্ট হইতে পারলাম না, সূরা-সাকির মজা বুজলাম না| এক্কেবারে ক্ষেতই রইয়া গেলাম
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩২
ধীবর বলেছেন: বলেন কি? আপনার দেখি ইহকালের অবস্থা ঝরঝরে ! এই কালে যদি ৪০-৫০ টা সহবাস না করলেন, নেশা ভান মাতলামি না করলেন, তাইলে তো আপনি প্রাগৈতিহাসিক মানুষ !
৬| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৪
মুফতি বাবা বলেছেন:
লেখক বলেছেন:
অটঃ; জাতিয়বাদি ব্লগাররা এই পোস্টে একটু আওয়াজ দিয়ে যাবেন দয়া করে।
====> বাংলাদেশ জিন্দাবাদ| স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম|
সাথে আছি ধীবর ভাই, ২০১৩ হোক বাংলাদেশী জাতীয়াতাবাদী শক্তির বিজয়ের বছর|
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ২০১৩ সাল সামগ্রিকভাবে কেমন যাবে জানি না, তবে ব্লগে জাতিয়বাদি ব্লগারদের অবস্থান শক্ত করার দরকার হয়ে পড়েছে। এতদিন ধরে দেখছি, পথ চলতি নেড়ি কুত্তারাও ব্লগে জাতিয়বাদিদের ট্যাগিং করার দুঃসাহস দেখাচ্ছে। এর অবসান ঘটাতে হবে।
৭| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩
ডেডম্যান বলেছেন: একটু মজা না করলে লাভ কি? কম্বলের নিচে ঘুমাইয়াই পার করে দিবেন লাইফ? আর শেষ বয়সে সাঈদির মত এখানে সেখানে লুকাইয়া লুকাইয়া মেশিন চালাবেন?
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭
ধীবর বলেছেন: একটু মজার সংজ্ঞাটা কিন্ত এক এক জনের কাছে এক এক রকম। তাই আপনার বক্তব্য অস্পস্ট !
ঘটনা কি? সাইদি কি আপনার খুব কাছে কেউ? নাইলে কেমনে জানলেন জুয়ান কালে সাইদি কিছুই করে নাই? তার জুয়ান বয়সে কিন্তু নারী ধর্ষনের অভিযোগ আছে। সেই মতে বিচারও চলছে। আপনার বক্তব্যে কিন্ত বিশেষ প্রাণীর গন্ধ পাওয়া যাচ্ছে। অবস্থান ক্লিয়ার করেন।
৮| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬
িফেরাজ আহেমদ ভুইয়া বলেছেন: এভাবেই সংসার নামের খুটিটি আলগা হয়ে যায়। খুটির পর খুটির ভাঙ্গনে সামাজিক বাধণগুলি হয়ে যায় নিতান্তই ঠুনকো !
আপনার লেখা সবসময় ভালো লাগে কিন্তু উপরের লেখাটা বেশি ভালো লাগলো । পোস্ট ++++++++++++++++
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮
ধীবর বলেছেন: ধন্যবাদ ফিরোজ ভাই। সময়ের অভাবে বেশি লিখতে পারি না। তাই প্রসংগ নির্বাচনে বেগ পেতে হয়। এই লেখা আপনাদের ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।
৯| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০১
মো:হাফিজুর রহমান তরফদার বলেছেন: কোনো সমাজ ভেংয়ে জাওয়ার পূ্রবাভাশ এটি.................
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯
ধীবর বলেছেন: দুঃখের সাথেই সহমত জানাতে হচ্ছে।
১০| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ওয়াজ করার জায়গা পাইলেন না
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০
ধীবর বলেছেন: ওয়াজ শব্দটার অর্থ ধর্ম সংক্লিষ্ট বক্তব্য। এখানে ধর্মিয় কোন কথা বলা হয়েছে ওবায়দুর ভাই?
১১| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৩
মনসুর-উল-হাকিম বলেছেন: কুশিক্ষা (সুশিক্ষার অভাব), অশ্লীলতার চর্চা (পর্দাহীনতা), অনৈতিক লোভ (সুদ/ ঘুষ) আর ধর্মনিরোপেক্ষ গণতন্ত্র (ধর্মহীন মূর্খের সমাহার) মানুষকে পশুরও অধম বানিয়ে দেয়।
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১
ধীবর বলেছেন: আমরা সে পথেই খুব দ্রুত ধাবিত হচ্ছি মনসুর ভাই। অনেক ধন্যবাদ।
১২| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৬
বিবেকিন্দ্রীয়লোচন বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে কিছু নিদারুন কথা বলার জন্য। প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, প্রতিটি ভাব সত্য। আমাদের করার হয়তো তেমন কিছুই নাই কিন্তু তাই বলে বসে থাকলে চলবে না। যুগে যুগে এমনই দেখা গিয়েছে। উথ্থান পতন থাকবেই। তাই বলে বিলাসী, ভোগ-প্রধান, আত্মকেন্দ্রীকতাকে প্রাধান্য দেয়া যাবে না। এতে সমাজ ধ্বংস হবে। আমাদের বিবেক তা বলে না। আমরাও যদি মারা যাই, সেই কাঙ্খিত পরিবর্তন আসবে কি করে?? তাই বেঁচে থাকতে হবে আর যুদ্ধ করে যেতে হবে এই অসাধু, কৃত্তিম, লৌকিক বিনাশের বিরুদ্ধে।
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩
ধীবর বলেছেন: মুল্যবান কথা। তবে সমাজের প্রভাবশালি বিত্তশালি শিক্ষিত এবং বুদ্ধিজীবিদের মধ্যে সচেতনা না গড়ে উঠলে সেই কাংখিত পরিবর্তন সম্ভব না ভাই।। অনেক ধন্যবাদ।
১৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩
খাইয়া কামনাই বলেছেন: সাবাস বাঙ্গালী ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১০
ধীবর বলেছেন: যে গতিতে আমরা নীচের দিকে ধাবমান, তাতে আপনার মন্তব্যের প্রতিধবনিতে কোন সমস্যা দেখছি না। অনেক ধন্যবাদ।
১৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭
মেহেদী_বিএনসিসি বলেছেন: আমার ভয় হচ্ছে হাইব্রিড মুক্তিযুদ্ধের অতিচেতনাধারী আওয়ামীলীগ(যারা জিবনেও নৌকায় ভোট দোওয়ার চান্স পায়নাই বা দেয়নাই)..........আপ্নার এই পোষ্টটারেও ছাগু পোষ্ট হিসেবে ট্যাগিং করে কিনা.......
আমাদের এলাকায়ও নিউইয়ারের আনন্দ করেছি সেই ২০০০ এ.......চাঁদা দিয়ে আর এলাকাবাসীর কাছ থেকে তুলে......রাস্তায় পেইন্টিং করে......লাইটিং করে.......আর সবাই মিলে গরুর খিচুড়ি খেয়ে...........কোন নারী ছিলোনা....মদ-টদ ছিলোনা......এক্কেরে প্রাগৈতিহাসিক ষ্টাইলে........
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৬
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ মেহেদী ভাই। ২০০০ সাল তো খুব বেশিদিন আগের কথা না। অথচ মাত্র এক দশকেই ঢাকা হয়ে গিয়েছে ফ্রি সেক্স সিটি। যা আমাদের বাংলাদেশি ঐতিহ্যের সাথে যায় না। মদ না খেলে নেশারু না হলে, নারীবাজি না করলে নাকি স্মার্ট হওয়া যায় না।
যারা এই সব করে, এবং অন্যকে একই উপদেশ দেয়, তারা দেখবেন নিজের মা বোন প্রেমিকা বা স্ত্রীকে একই স্বাধীনতা দেয় না। এই সব কপট ভন্ড যৌন বিকারগ্রস্তের পেছনে যারা দৌড়ায়, তারা নিজেরা হয় লুইচ্ছা কিংবা বেকুব।
ট্যাগিং এর কথা বলছেন? কারো ট্যাগিং এ ধীবরের কিছু যায় আসে না। আর বেশি বাড়াবাড়ি ফালাফালি করলে, হাগামুতার লাইন ডাইরেক্ট করে দেয়া হবে। ইদানিং শুনছি ঘন ঘন জাতিয়তাবাদ্দের ট্যাগিং করা হচ্ছে। এর অবসান ঘটাতে হবে। এজন্য জাতিয়বাদিদের ঐক্যের বিকল্প নেই।
অনেক ধন্যবাদ মেহেদি ভাই। শুভ নববর্ষ।
১৫| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১০
সপ্তম ইন্দ্রিয় বলেছেন: hefi niu iyar
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮
ধীবর বলেছেন: ধন্যবাদ ভাই।
১৬| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১১
ভারসাম্য বলেছেন: ইদানীং অনেকের অনেক লেখাই শুধু পড়ে চলে যাই। এটাও তাই হতো কিন্তু শেষের আহ্বানটুকুর জন্য লিখতেই হচ্ছে।
একদম নির্জলা সত্যসমূহ দারুনভাবে ফুটিয়ে তুলেছেন।
যদিও জাতীয়তাবাদী ঘরানার ব্লগারদের বিশেষভাবে কিছু বলতে বলেছেন তবে আমি সেই ঘরানার হলেও দুঃখের সাথে বলতে হচ্ছে, বাংলাদেশের সামাজিক অবক্ষয় সমূহর পেছনে জাতীয়তাবাদী ধারার রাজনৈতিক দলগুলোর অবদানই অনেক বেশি।
তবে নগর পুড়লে দেবালয়ও যেহেতু আগুনের হাত থেকে রক্ষা পায়না তাই সব ঘরানার সবাইকেই এখন এগিয়ে আসতে হবে একসাথে এই বিধ্বংসী সামাজিক অবক্ষয় রুখতে।
লেখায় পূর্ণ সহমত।
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩
ধীবর বলেছেন: যদিও বাংলাদেশি জাতিয়বাদের প্রবক্তা হিসাবে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনুকরনীয়, কিন্ত তাই বলে অন্ধ বিএনপি সাপোর্টার হিসাবেও নিজেকে দেখি না কোনদিন।
আপনি যেমনটি বলেছেন সেটি পুরাই সঠিক। এই অবক্ষয়ের জ্জয় বেশির ভাগ দায় জাতিয়বাদিদের নিতে হবেই। তবে যেহেতু আমরা অন্ধ নই সেহেতু সমালোচনার মাধ্যমে শুধরানোর সুযোগ সব সময়েই থাকে। আপনার মুল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভারসাম্য ভাই।
১৭| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৪
সপ্তম ইন্দ্রিয় বলেছেন: 18-19 bocor a ekbar jore sound dia hefi niu year korchilam , kaner upor ma er thappor khaia er por proti december e leper niche kate
ekhon kar dj generation jokhon ma hole tader sontan k ki bolbe?
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪
ধীবর বলেছেন: নববর্ষের শুভেচ্ছা দেয়া নেয়া খারাপ না। খারাপ হলো একে কেন্দ্র করে আকাম কুকাম করা। ধন্যবাদ/
১৮| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১
কালা মনের ধলা মানুষ বলেছেন: ধীবর ভাই স্ট্রাইকস এগেইন।
++++++++++++++
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ আর অশেষ কৃতজ্ঞতা ভাই। আপনাকে নববর্ষের অনেক শুভেচ্ছা।
১৯| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫
বিডি আমিনুর বলেছেন: চমৎকার লেখা ++++++++++++++++
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০২
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুর ভাই।
২০| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: বাংলাদেশে কাউকে একটু পর্দা করার উপদেশ দিলেই তালেবান উপাধি শুনা লাগে। কিছুদিন আগে জা. ইকবাল শিবিরকে উপদেশ দিতে গিয়ে বলে এই বয়সে রবীন্দ্র সংগীত শুনবে আর কোন মেয়ের সাথে ভাব জমাবে...এটাই হল প্রগতিশীলতা। এই রকম বুদ্ধিজীবি থাকলে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা উৎশৃঙ্খল না হয়ে কোথায় যাবে!
ধীবর ভাইকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা!
অফটপিকঃ ভাইকে অনলাইনে দেখি না কেন?
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৪
ধীবর বলেছেন: আপনাকেও নববর্ষের অনেক শুভেচ্ছা বা জি ভাই। আসলে হিজাব কিংবা উগ্রতা এর মাঝামাঝি অবস্থানটা আমরা হারিয়ে ফেলছি। একারণেই এক প্রান্তে মোল্লা তন্ত্র আর আরেক প্রান্তে কথিত প্রগতিশীলদের শিল পাটায়া ঘষা খেয়ে সাধারণ মানুষের ঐতিহ্য আর সংস্কৃতি অবহেলিত হচ্ছে।
অনলাইনে আসার মত পর্যাপ্ত সময়ের অভাব হচ্ছে ভাই।
২১| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
ফারজানা শিরিন বলেছেন: আপনাদের অর্থ, বিত্ত সম্পদ মেধা এসব কি সুপথে পরিচালনার জন্য ব্যয় করা যায় না। মানুষের জন্য না হোক, একটি স্বাধীন দেশের জন্য। লাল সবুজ ঐ পতাকার জন্য। যা অর্জিত হয়েছিল লাখ লাখ সাধারণ মানুষেরই আত্মত্যাগের মাধ্যমে?
ভাইয়া সুন্দর বলছেন ।
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৫
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে শিরিন। আপনার লেখাটিও পড়েছি। চমৎকার উপলব্ধি।
২২| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯
রাসেল ভাই বলেছেন: শুভেচ্ছা
আওয়াজ দিলাম ।
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৬
ধীবর বলেছেন: ধন্যবাদ রাসেল ভাই। চোখ রাখুন পরবর্তি পোস্টে।
২৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
মাহবুব রক্স বলেছেন: অটঃ; জাতিয়বাদি ব্লগাররা এই পোস্টে একটু আওয়াজ দিয়ে যাবেন দয়া করে।
দিলাম
সুন্দর পোষ্ট +
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৮
ধীবর বলেছেন: সহযোদ্ধা হবার জন্য অনেক ধন্যবাদ মাহাবুব ভাই। চোখ রাখুন সামনের একটি পোস্টে।
২৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩
মাহবুব রক্স বলেছেন: বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: বাংলাদেশে কাউকে একটু পর্দা করার উপদেশ দিলেই তালেবান উপাধি শুনা লাগে। কিছুদিন আগে জা. ইকবাল শিবিরকে উপদেশ দিতে গিয়ে বলে এই বয়সে রবীন্দ্র সংগীত শুনবে আর কোন মেয়ের সাথে ভাব জমাবে...এটাই হল প্রগতিশীলতা। এই রকম বুদ্ধিজীবি থাকলে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা উৎশৃঙ্খল না হয়ে কোথায় যাবে!
উনার যদি এটাই শিক্ষা হয় তরুণ প্রজন্মের জন্য, তাহলে বলবো তার মেয়েকে দিয়েই শুরু করব আমি
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১০
ধীবর বলেছেন: কিছু হিপোক্রেট আছে, যারা অন্যের মা বোনদের যেভাবে দেখতে চান, নিজেদের বেলায় ঠিক উলটো। তাই আপনি এ ধরণের আগ্রহ প্রকাশ করলেও, তখন "তেনা"দের মান সম্মান সম্ভ্রম সব এক সাথে চাগাড় দেবে।
২৫| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫
রবি কিরণ বলেছেন: এত সুন্দর করে কথা গুলো তুলে ধরেছেন যে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে।আপনাকে নববর্ষের শুভেছা।নতুন বছর ভাল কাটুক।
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১০
ধীবর বলেছেন: আপনার শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ রবি কিরণ ভাই। আপনার জন্যও রইলো নববর্ষের এক রাশ শুভেচ্ছা।
২৬| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
ভাসমান বলেছেন: দেশ আগাইতেছে আর কি।
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১১
ধীবর বলেছেন: হ্যা, এমন আগানোই আগাচ্ছে যে, প্রাচিন কালের রোমানদের আচরণ খুজতে ইতিহাসের পাতা নয়, বাংলাদেশে ভ্রমনই যথেষ্ঠ হবে !
২৭| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
ক্ষুধিত পাষাণ বলেছেন: ইংরেজী ২০১৩ সনে সামুবাসীকে আপনার তরফ থেকে প্রথম উপহারের জন্য ধন্যবাদ ও প্লাস।
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৩
ধীবর বলেছেন: আপনাকেও নববর্ষের প্রাণ ঢালা শুভেচ্ছা ক্ষুধিত পাষাণ ভাই। নিরন্তন ভালো থাকুন।
২৮| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯
*কুনোব্যাঙ* বলেছেন: কালা মনের ধলা মানুষ বলেছেন: ধীবর ভাই স্ট্রাইকস এগেইন।
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৪
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ আর নববর্ষের শুভেচ্ছা কুনো ব্যাঙ ভাই।
২৯| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: আপনাদের অর্থ, বিত্ত সম্পদ মেধা এসব কি সুপথে পরিচালনার জন্য ব্যয় করা যায় না। মানুষের জন্য না হোক, একটি স্বাধীন দেশের জন্য। লাল সবুজ ঐ পতাকার জন্য। যা অর্জিত হয়েছিল লাখ লাখ সাধারণ মানুষেরই আত্মত্যাগের মাধ্যমে।
লেখাটি পড়ে ভালো লাগলো ভাই।
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৫
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ সালাউদ্দিন ভাই। আপনার প্রোপিকের চেতনায় আমরা সবাই উদ্ভাসিত হই, এই কামনা করি।
৩০| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯
তাসজিদ বলেছেন: শেরাতন এ thirty first এ পার্টি আয়োজন করা হয়েছে।
কি থাকছে??????????????
ডিজে শো? দিজে র নাম নাকি পরি।? তা কোন রাজ্যের পরি।
হট আইটেম dance?
আর লাল পানি যে থাকবে তা ত আর বলার প্রয়োজন নেই।
কিছু না বলাই মনে হয় ভাল।
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৯
ধীবর বলেছেন: প্রথম ছবিতে দেখুন একজন ডি জে নারী। এই নাকি আমাদের সংস্কৃতি ! আর মদ খাওয়া কোন দেশি ভদ্রতা জানি না।
আমি জনৈক ইংরেজকে এ ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। সে বললো যেহেতু যিশু ওয়াইন খেতেন এ কারণেই আমরা খাই।
অনেকে বলে ঠান্ডা থেকে রক্ষা পেতেও পশ্চিমে মদ খাওয়া হয়। এখন এটাই অভ্যাস হয়ে গিয়েছে।
তাই বলে গ্রীস্ম প্রধান অঞ্চলে মদ খাওয়ার কোন যুক্তি আমি দেখি না। মুসলমান হিন্দু যাই হোক, আমাদের দেশে মদ খাওয়াটা স্বাভাবিক দৃস্টিতে দেখা হতো না। তবে তথাকথিত ডোন্ট মাইন্ডদের কল্যাণে এ ব্যাপারে আমরা ঃউদার" হতে চলেছি।
৩১| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫
প্রকৌশলী আতিক বলেছেন: আওয়াজ দিয়া গেলাম ধীবর ভাই।
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২০
ধীবর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আতিক ভাই। নববর্ষের অনেক শুভেচ্ছা গ্রহন করুন।
৩২| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
চেয়ারম্যান০০৭ বলেছেন: চমৎকার +
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২১
ধীবর বলেছেন: অসংখ্য ধন্যবাদ চেয়ারম্যান ভাই। আপনি হুজুরদেরও বাদ দেন নাই?
৩৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
চিন্তায় আছি বলেছেন: ++++++
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২২
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ চিন্তায় আছি ভাই।
৩৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
সেচ্ছাসেবক বলেছেন: লেখক বলেছেন: বলেন কি? আপনার দেখি ইহকালের অবস্থাঝরঝরে ! এই কালে যদি ৪০-৫০ টা সহবাস না করলেন, নেশাভান মাতলামি না করলেন, তাইলে তো আপনি প্রাগৈতিহাসিক মানুষ !
হাঃ হাঃ হাঃ ... কি কইলেন এইডা ... হাঃহাঃহাঃহাঃহাঃহাঃ ...
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২২
ধীবর বলেছেন: কথাটা ঠাট্টার ছলে বলা হয়েছে স্বেচ্ছাসেবক ভাই।
৩৫| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০
মনিরা সুলতানা বলেছেন: আপনাদের অর্থ, বিত্ত সম্পদ মেধা এসব কি সুপথে পরিচালনার জন্য ব্যয় করা যায় না। মানুষের জন্য না হোক, একটি স্বাধীন দেশের জন্য। লাল সবুজ ঐ পতাকার জন্য। যা অর্জিত হয়েছিল লাখ লাখ সাধারণ মানুষেরই আত্মত্যাগের মাধ্যমে?
অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৪
ধীবর বলেছেন: আপনার জন্যও রইলো অসংখ্য শুভেচ্ছা মনিরা সুলতানা। আপনার প্রোপিকটা বাস্তবতার কারণে আবার সামনে আসুক এই কামনা করি। ভালো থাকবেন।
৩৬| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০
শার্লক বলেছেন: এগুলি তো চাই। নইলে সবাই তো ওদের বিড়াল বলবে।
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৫
ধীবর বলেছেন: এই রকম একটা পারসেপশন খুব সুকৌশলে আমাদের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে। তবে পরিণতিতে খারাপ কিছু ঘটলে দেখা যায়, তাল দেয়ারা ফুট্টুশ !
৩৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
মাজহারুল হুসাইন বলেছেন: বলি হবে ক্ষমতা প্রভাবহীন মানুষ ! ক্রমাগত পিছু হটতে হটতে দেয়ালে পিঠ ঠেকে গেলে এই সাধারণ মানুষগুলিই হয়ে উঠবে অপ্রতিরোধ্য ! তাদের ক্রোধের আগুণে কত রাজাধিরাজের পতন হয়েছে।
আপনাদের অর্থ, বিত্ত সম্পদ মেধা এসব কি সুপথে পরিচালনার জন্য ব্যয় করা যায় না। মানুষের জন্য না হোক, একটি স্বাধীন দেশের জন্য। লাল সবুজ ঐ পতাকার জন্য। যা অর্জিত হয়েছিল লাখ লাখ সাধারণ মানুষেরই আত্মত্যাগের মাধ্যমে?
অটঃ; জাতিয়বাদি ব্লগাররা এই পোস্টে একটু আওয়াজ দিয়ে যাবেন দয়া করে।
====> বাংলাদেশ জিন্দাবাদ| স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম|
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৬
ধীবর বলেছেন: আওয়াজের জন্য অনেক ধন্যবাদ মাযহার ভাই। সামনের কোন একটা পোস্টের দিকে চোখ রাখুন।
৩৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩০
আসফি আজাদ বলেছেন: আওয়াজ দিয়ে গেলাম...জাগো বাহে, কুনঠে সবায়!
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৭
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ আসফি ভাই। অনেকদিন পর দেখলাম। সু স্বাগতম। আগামিতে চোখ রাখুন।
৩৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
দেশী মামা বলেছেন: আমার প্রোফাইল পিক -
জিয়া তুমি আছ মিশে
সারা বাংলার ধানের শিষে ।
আওয়াজ দিলাম । সাথে আছি সবসময় ...........................
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
ধীবর বলেছেন: চেনা বামুনের পৈতা লাগে না দেশী মামা ভাই। আপনি আওয়াজ দিবার আগেই ওই পোস্টে সামনের দিকেই আপনার নাম আছে।
৪০| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯
সোনালী প্রান্তর বলেছেন: +++
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ সোনালী প্রান্তর ভাই।
৪১| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩
নরাধম বলেছেন:
এমেরিকায় ইংরেজী নববর্ষ নিয়ে এত মাতম-নোংরামি দেখিনি যতটুকুন দেশে আছে।
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬
ধীবর বলেছেন: আারে নরাধম ভাই। সুস্বাগতম । কেমন আছেন? পুরানো সহব্লগারদের একজনকে পেয়ে অনেক ভালো লাগছে। ভিজিটের জন্য অনেক ধন্যবাদ।
দেশের কথা কি আর বলবো ভাই। আমার একটা আমেরিকা প্রবাসী লম্পট বন্ধু আছে। ওর ভাষ্যে দেশে যা মজা, আমেরিকাতেও সেই মজা নেই। এখন বুঝুন আমাদের কি দশা হয়েছে। নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকবেন।
৪২| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪
নরাধম বলেছেন: উল্লেখ্য আমি জাতীয়তাবাদী না!
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮
ধীবর বলেছেন: জানি নরাধম ভাই। সমস্যা না। পোস্টটি সবার জন্য ছিল। কেবল শেষ লাইনটা দিয়েছিলাম লেটেট পোস্টের কারণে। আবারো অনেক ধন্যবাদ।
৪৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮
লুৎফুল কাদের বলেছেন: পোস্টে প্লাস।
০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৯
ধীবর বলেছেন: ধন্যবাদ কাদের ভাই। নববর্ষের অনেক শুভেচ্ছা।
৪৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২
জাকারিয়া মুবিন বলেছেন: আমি কোন ধরনের রাজনীতি বাদি না। তবুও আওয়াজ দিয়ে গেলাম।
অনুসরনে না রাখলে এই চমৎকার লেখাটা পড়তে পারতাম না।
অনেক ধন্যবাদ ধীবর ভাই।
ভাল থাকবেন আর এমন জ্বালাময়ী লেখা লিখবেন।
০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০০
ধীবর বলেছেন: আপনাদের অনুরোধ শিরোধার্য। অনেক ধন্যবাদ মুবিন ভাই।
৪৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: আওয়াজ দিয়ে গেলাম ধীবর ভাই .... সাথে আমার প্রোফাইল পিক
০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০০
ধীবর বলেছেন: কেন লজ্জা দিচ্ছেন? চেনা বামুন, পৈতা দেখানোর দরকার নেই।
৪৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:১৭
নরাধম বলেছেন: আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। কাজের চাপ থাকে আর ব্লগও ভাল লাগেনা!
০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০২
ধীবর বলেছেন: আমিও ব্যাস্ত। কিন্ত নেশার মত হয়ে গিয়েছে। আপনাদের মত অনেক সুলেখক আর লেখেন না। লিখলে সামু আরো অনেক সমৃদ্ধ হতো। অনিয়মিত হলেও লিখবেন বলে আশা করছি নরাধম ভাই। অনেক ধন্যবাদ।
৪৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:২৪
ধ্বংসমানব বলেছেন: সাজাপ্রাপ্ত ভাই, ঐটা কোন ফন্ট?
৪৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৭
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: @ ধ্বংসমানব ভাই আমি ফোনেটিক ইউজ করি এবং আইফোন দিয়ে ব্লগিং করি ,,, আমি জানি না আপনি কোন ফন্ট দেখতেছেন ,,
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: জাতিভেদ ভুলে
থাকি সকলে
আমরা যে শ্রেষ্ঠ জাতি
এস গড়ি এ সমাজ সবাই মিলে ।
যত দুঃখ আর যাতনা
যাক মিলিয়ে
নববর্ষের শুভকামনা
তাই হৃদয়ে ।