নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৫২ আর ৭১ এর চেতনায় আছি বাধা

সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল

ধীবর

সাংবাদিক কলামিস্ট

ধীবর › বিস্তারিত পোস্টঃ

সামুর চোখের বালি ১ দেশী মামা

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫





আপডেটঃ আনন্দের সাথে জানাচ্ছি যে, শক্তিশালি এবং বিশিস্ট ব্লগার স্বাধীকার ভাইয়ের সেইফ স্ট্যাটাস ফেরত দেয়া হয়েছে। আশা করবো, তার ব্যাপারে এধরণের বালখিল্যসুলভ সিদ্ধান্ত নেবার আগে অন্তত বোন জানাকে অবহিত করা হবে। আর দেশী মামার কোন খবর এখন পর্যন্ত জানি না। কেউ জানলে, জানাবেন আশা করি।





(সাধারণ বা জাতিয়তাবাদে বিশ্বাসি ব্লগারদের বিরুদ্ধে অন্যায়ভাবে কিছু করা হলে, প্রতিবাদ করার সভ্য পন্থায় এই সিরিজটি লেখা হলো। তবে আমার আশা থাকবে, যে, এই সিরিজের পরবর্তি পর্ব যেন আমাকে লিখতে না হয়)



কিছুদিন আগে লিখেছিলাম যে, "কোন এক বিশেষ কারণে" জাতিয়তাবাদে বিশ্বাসি ব্লগার লেখক পাঠকদের উপর সামু খুবই অসন্তুস্ট।



অবশ্য কারণটা অনুমান বা কল্পনা করলে যা দাঁড়ায় সেটা আদর্শিক সংঘাত বৈত নয়। কিছুদিন আগে জনৈক ব্লগার ছুরিকাহত হবার ঘটনায় খোদ সামুর কর্তৃপক্ষ্যকে যে বিশাল দক্ষ যজ্ঞ করতে দেখলাম, তাতে কল্পনার ডাল পালা আরো বিস্তৃত হলো।



এর প্রতিবাদে যারা সামিল হয়েছিলেন, তাদের ভেতরো কিন্ত জাতিয়বাদিরা ছিল। এর পরেও জাতিয়তাবাদিদের প্রতি সামুর দৃস্টিভঙ্গি পাল্টায়নি।



দেশী মামা একজন অত্যন্ত এক্টিভ ব্লগার। যে কয়জন ব্লগারের চঞ্চল পদচারণায় সামু মুখর থাকে, তাদের অন্যতম একজন এই দেশী মামা।



তবে স্বাধীনতা বিরোধিদের সাথে সাথে ভারতপ্রেমিকদের বিরুদ্ধেও তিনি সোজা সাপটা কথা বলাতে ভারতপ্রেমিকদেরও তিনি চরম বিরাগ ভাজন। তাছাড়া আওয়ামি মত পথের বিরুদ্ধে থাকাটাও অনেক আওয়ামি প্রেমিকদের চোখেও বালি ছিলেন তিনি।



কিন্তু এতে তো সামু কর্তৃপক্ষ্যের বিরাগ হবার কিছুই নেই। কারণ ৭১ এর রাজাকার আর নব্য ভারতপ্রেমিকদের মধ্যে পার্থক্য মোটা দাগে তেমন তো কিছু না। আর দেশে কি শুধু আওয়ামি লীগ আর জামাতই আছে? জাতিয়বাদিরা নেই?



আর জাতিয়বাদিদের অবস্থান তো দেশের বা স্বাধীনতার বিপক্ষ্যে নয়? তাহলে কেন এতো উস্মা?



এর আগেও দেশী মামার, মশিউর মামা নিকটি ব্যান করা হয়েছিল।



কারণ হিসাবে নাকি গালাগালি করে সামুর আইন ভাঙ্গার অভিযোগ করা হয়েছিল।



সামুতে কি গালাগালি থেমে গিয়েছে? চিহ্নিত গালিবাজ কয়জনকে ব্যান করা হয়েছে। আমি নিজে এমন কিছু নিকের বিরুদ্ধে রিপোর্ট করেছিলাম। এই রকম এক জন ব্যান হয়েছিল ঠিকই, কিন্তু ক্ষতিপুরণ হিসাবে মাত্র কয়েকদিনের মধ্যেই তার অন্য একটি নিক সেইফ করে দিয়েছিলো সামু। এই পদক্ষেপকে কি বলা যায়?



তাছাড়া মশিউর মামা বা দেশী মামা, তার আওয়ামি/বাম চিন্তার বাইরে মতপ্রকাশের কারনে অনেকবারই অন্যায় গালাগালি আর ট্যাগিং এর শিকার হয়েছিলেন। ভদ্র ভাবে সামুর আইন মেনে রিপোর্ট করার পড়েও যদি সামু ব্যাবস্থা না নেয়, তাহলে পালটা আক্রমন ছাড়া দেশী মামার হাতে আর কি বিকল্প ছিল?



সামুর নীতিমালার ৪চ হিসাবে কেউকে ব্যাক্তিগতভাবে আক্রমন করে পোস্ট দেয়া অপরাধ। অথচ জাতিয়বাদিদের নিক ধরে পোস্ট দিয়ে গালাগালি করা হলেও্‌ সেদিকে সামু কর্তৃপক্ষ ফিরেও তাকান না।



এই রকম অন্তত তিনটা পোস্ট এবং পোস্টদাতা এখনো সামুতে বহাল তবিয়তে রয়ে গিয়েছে।



আপনারা নিজেরাই যদি আইন নীতিমালা করে নিজেই না মানেন, তাহলে অন্যকে অই নীতিমালা ভঙ্গের দায়ে শাস্তিদানের নৈতিক অধিকার কি আপনারা সংরক্ষণ করেন?



যদি সুস্থ সুন্দর পরিবেশ গড়ে তোলা এবং সব মত প্রকাশের স্বাধীনতার অধিকারের অঙ্গিকারে সামু গড়ে তোলার প্রয়াশ হয়ে থাকে, তাহলে শুধুমাত্র জাতিয়বাদে বিশ্বাসি বলেই কেন তাদের উপর খড়গহস্ত হতে হবে?



একটি ব্লগ পরিচালনায় ভুল ত্রুটি থাকবে। কিন্ত একই ভুল বারবার করার অর্থ হলো, সেটাই নীতি। আমরা এখনো বিশ্বাস করতে চাই না যে, সামু ইচ্ছাকৃতভাবেই এই সব করছে।



সামুকে আরো গতিশীল করতে যদি পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই সবাইকে সাথে পাবেন। এজন্য এতদিন ধরে চলে আসা বৈষম্যমুলক দৃস্টিভঙ্গির বদলানো প্রয়োজন।



পরিশেষে আশা করবো যেন, দেশী মামার আন ব্যান সহ, স্বাধীকার ভাইয়ের সেইফ স্ট্যাটাস ফিরিয়ে দেয়া হয়। অনেক ধন্যবাদ।



মন্তব্য ১৩৮ টি রেটিং +২৬/-১

মন্তব্য (১৩৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯

ডেডম্যান বলেছেন: স্বাধীকার ঠিক আছে।
কিন্তু দেশী মামা কোনো ব্লগারের মধ্যে পড়ে নাকি B:-) B:-)
দেশী মামা মাল্টি নিকে ফিরে আসলে আবারো ব্যান করার আবেদন জানাই B-) B-)

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫২

ধীবর বলেছেন: জ্বি আলাদা পোস্ট দিয়ে সেই দাবি জানান। আশা করি আপনার দাবির স্বপক্ষ্যে সত্য প্রমান আপনার আছে।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: দেশী মামা ব্লগারের মধ্যে পড়েনা কিন্তু ডেডম্যান ছাগু মস্ত বড় ব্লগার।। এই ডেডম্যান ছাগুটাকে সামুর মডু বানানোর আবেদন করছি।।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫১

ধীবর বলেছেন: অহেতুক ট্যাগিং থেকে দূরে থাকুন। ছাগু শব্দটার একটা নির্দিস্ট সংগা আছে। অহেতুক ব্যাবহারে সেই সংজ্ঞাটি নষ্ট করা যাবে না।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫

ভাইরাস ২০১২ বলেছেন: তেলাপোকাও একটা পাখি, দেশী মামাও একটা ব্লগার =p~ =p~ =p~

আসছেন তার সাফাই গাইতে =p~ =p~ =p~

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৯

ধীবর বলেছেন: জ্বি, আপনি যদি তেলাপোকাও হতে পারতেন, তাহলেও আপনার কথাগুলি মানান সই হতো।

আমি নীতিমালার মধ্যে যা খুশি করতে পারি। সেই অধিকার আমাকে সামু দিয়েছে। সুতরাং আপনার সেখানে ট্যাগিং করার কিছু নেই।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২১

কামরুল হাসান শািহ বলেছেন: দেশী মামা ব্যান এইটা শুনছি। কিন্তু উনার কোন পোষ্ট বা মন্তব্য তো মডু ডিলেট করে নাই। তাইলে উনারে ব্যান করলো কেন?

আর স্বাধীকার ভাইয়েরটা জানা ছিলো না।

মডুদের প্রতি অনুরোদ দেশী মামাকে আনব্যান করুন। স্বাধীকার ভাইয়ের সেইফ স্ট্যাটাস ফিরিয়ে দিন।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৮

ধীবর বলেছেন: মামাকে ব্যান আর স্বাধীকার ভাইকে জেনেরাল করা, হবু চন্দ্রের মত কাজ হয়েছে। প্রতিবাদ করতেই হবে। সামুকে বাকশাল হতে দেবো না। অনেক ধন্যবাদ কামরুল ভাই।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২২

নিশ্চুপ শরিফ বলেছেন: ডেডম্যান @ দেশি মামা সামুর কোন নীতি ভঙ্গ করছে যে আপনি তাকে আবার ফেরত আসার আগেই ব্যান করার দাবী জানাচ্ছেন। মাথার ভিতর থেকে ঘিলু বের করে কি গু ভরে রাখছেন?মনে তো হয়। দয়া করে একটু চেক করাবেন ডাক্তার কে দিয়ে?
আর উনি যদি কোন নিকে ব্লগিং করতে আসেন তাহলে স্পষ্ট করে বলে দেন এটা মসিউর মামার নিক। আপনার মত "ডেডম্যান" নামক নামবিহীন কোন নিকে আসেনা যার নিক কিনা ১ দিনে সেফ হইছে।

ভাইরাস ২০১২ @ আপনি একটা ব্লগার আর সানি লিওনও একজন ভালো মানুষ।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৬

ধীবর বলেছেন: শরিফ ভাই , যার বিবেচনা আর বোধশক্তি যেমন, তেমনই আহবান করবে। বিচলিত হবার কারণ নেই। এদের কথা কি কেউ শুনে? না এদেরকে কেউ মুল্য দেয়?

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই যদিও অরেণ্য রোদন, তবুও আপনার উদ্যোগকে সমর্থন করি।

ধন্যবাদ ধীবর ভাই।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৫

ধীবর বলেছেন: বা জি ভাই, কাজ না হলেও অন্তত আমরা চেস্টা করে যেতেই পারি। না চেস্টা করলে সম্ভবনাটুকু তো আর থাকবে না। অনেক ধন্যবাদ।

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

অবান্তর অন্ধকার বলেছেন: ভাইরাস ২০১২ ওরফে হাত কাটা সবাধান হই যা । আগের নিক হারানোর কাহিনীটা মনে করে দেখ

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

ভাইরাস ২০১২ বলেছেন: অবান্তর অন্ধকার @

ডেডম্যানের কমেন্ট আরেকবার পড়। =p~ =p~

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

ঘুমকাতুর বলেছেন: আবালদের গাত্রদাহ দেখে বুঝা যায় দেশী মামা কি জিনিষ :P

দেশী মামা আন ব্যান করা হোক

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪১

ধীবর বলেছেন: অনেকে মনে করে, সামুকে আম্বা ব্লগে পরিণত করবে। দুঃখিত ! সেটা হতে দেয়া যাবে না ধন্যবাদ ঘুমকাতুর ভাই।

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫

বাকাট্টা বলেছেন: দেশী মামা দেখি কারো কারো জন্য মহা গত্রদাহের সৃষ্টি করছে ;)

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪০

ধীবর বলেছেন: মামা ঠোট কাটা মানুষ হতে পারেন, কিন্ত মিথ্যাবাদি তো নন।

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৩

মনে নাই বলেছেন: স্বাধীকার ভাইয়ের স্ট্যাটাস সেইফ নয়!!!!!
খুবই আশ্চর্যের কথা, উনিতো খুবই ভালো লিখেন, আর বিশেষ করে উনার মন্তব্যগুলো অসাধারন। যেকোন পোষ্টে উনার মন্তব্য থাকা মানে সেই পোষ্টটি পূর্নতাপ্রাপ্ত হওয়া।
সামুর নীতি বুঝা বড় কষ্টকর। একদিন বলে সাধারন ব্লগারদের মন্তব্য আর লাইক দিয়ে নির্বাচিত পাতা সাজানো হয়, আরেকদিন বলে নির্বাচকরা যেটা পছন্দ করে সেটা ঐ পাতায় যায়!!!
অন্যদিকে একজন নির্বাচক যা খুশী লিখে সেটাকে নির্বাচিত পাতায় নিয়ে যায়, আজব নিয়ম!!!

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৯

ধীবর বলেছেন: কি আর বলবো ভাই ! এই জন্যই আলাদা পোস্ট দিতে হলো।

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৯

নিয়েল ( হিমু ) বলেছেন: .
দেশি মামা ছাগ বান্ধব নন ?? B:-) B:-) B:-)
পুরা টাশকি এর চেয়ে বিশি কিছু না /:)

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৯

ধীবর বলেছেন: Little learning is dangerous

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৮

ঘুমকাতুর বলেছেন: নিয়েল ( হিমু )@ দেশী পোলেরে চিনৌ? মসিউর মামা সম্পর্কে ওরে জিগাই দেখো বা মসিউর মামার ব্লগ ঘুরে দেখো।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৮

ধীবর বলেছেন: উনি সাস্টের ছাত্র নাকি ঘুমকাতুর ভাই? শিক্ষার মান আজ এতই কমে গিয়েছে যে, নিজের মেধা খাটানোর মত শক্তি টুকুও অনেক ছাত্র ছাত্রির নেই।

১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩০

ঘর কুনো বলেছেন: সব বিখ্যাত ব্লগাররা দেখি উপরে আসছে। মশিউর মামার সত্য কথা তাদের কাছে মনে হয় আগুনের ছ্যাকা। হায়রে আবালের দল।

১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৯

মরু বালক বলেছেন:
..
..
..
..
..
ওরা এমনই ......
আফসুস করে টাইম নষ্ট করার কোন কারন দেখিনা।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩২

ধীবর বলেছেন: দিন বদল ঘটাতে হবে। পরিবর্তন আনতে চাইলে প্রতিবাদ করতে হবে।

১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৯

ম.র.নি বলেছেন: আমার একটা পোস্টে শুধু মাত্র 'পুন*নো' শব্দটা ছিল তাই আমার পোস্ট টি ডিলিট করে আমাকে জেনারেল করে দিয়েছে।আবার হুমকি দিয়েছে ব্যান করার।পোস্ট টি প্রায় ১৫০০ বার পঠিত, ১৮টি লাইক ও ১০২ টা কমেন্ট ছিল।

আর আবালেরা কত কূৎসিত নোংরা ভাষায় গালাগালি করে মডুরা দেখি কিছুই বলেনা।সামু লীগ বান্ধব ব্লগ।আমাদের মত জাতীয়তাবাদীদের দৃষ্টিকটুভাবে দেখছে এবং দেখবে।

যাই হউক, ম মামাকে আন ব্যান ও স্বাধীকার ভাইকে সেফ স্ট্যাটাস ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৫

ধীবর বলেছেন: আপনার অভিযোগ আর আহবান দুটার প্রতিই সহমত। তবে বাংলায় একটা কথা আছে। "দিনে দিনে শুধু বাড়িতেছে দেনা, শুধিতে হইবে ঋণ।"

১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৮

ব্লগার কিশোর বলেছেন: দেশী কি সুলেমানী ব্যান খাইছে নাকি ? সুলেমানী না হলে তাকে সুলেমানী ব্যান করার আবেদন জানাচ্ছি । পোস্ট স্টিকি হোক । সবাই আসুক ক্যাচালে

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৪

ধীবর বলেছেন: আপনাদের মত অসুস্থ মানসিকতার লোকজনের কারণেই ব্লগে সুস্থ চর্চা হয় না। এত হ্যাডম থাকলে, এই সব গিরিঙ্গি বাস্তব জীবনে গিয়ে লাগান। আমার পোস্টে এই ধরণের আহবান আমি দ্বিতীয়বার এলাউ করবো না।

১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৯

সিরাজ মিয়া বলেছেন: দেশি মামা আমার প্রিয় ব্লগার । তার লেখা পড়ে অনেক মজা পাই ।


মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: দেশী মামা ব্লগারের মধ্যে পড়েনা কিন্তু ডেডম্যান ছাগু মস্ত বড় ব্লগার।। এই ডেডম্যান ছাগুটাকে সামুর মডু বানানোর আবেদন করছি।।

চালনি সুইকে বলে তোর পাছায় ফুটো কেনরে =p~

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১২

ধীবর বলেছেন: দেশী মামা অনেকেরই প্রিয় ব্লগার। এজন্যই তাকে আনব্যান করার দাবি জানিয়েছি। ধন্যবাদ সিরাজ ভাই।

১৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৩

ব্লগার কিশোর বলেছেন: আওয়ামীরা কয় সামু নাকি ছাগবান্ধব হয়ে গেছে, জাতীয়বাদীরা কয় সামু লীগবান্ধব । দুইদলের টানাটানি দেইখা ছাগুরা মাঝখান দিয়া ল্যাদায়

আর জাতিয়বাদিদের অবস্থান তো দেশের বা স্বাধীনতার বিপক্ষ্যে নয়?

স্বাধীনতার বিপক্ষে নয় !!! স্বাধীনতার বিরোধী শক্তি জামায়াত ইসলামীর সাথে জোট করে আবার কন বিপক্ষে নয় । গোলাম আযমের মুক্তি চান আবার কন স্বাধীনতার বিপক্ষে নয়

শেষ রাতে এভাবে না হাসালেও পারতেন =p~

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১১

ধীবর বলেছেন: আপনি আমার আগের পোস্টগুলি আগে পড়ে আসুন। কারা জাতিয়বাদি সেটা স্পস্ট হলে এর পর মন্তব্য করতে আসবেন। ধন্যবাদ।

২০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫১

অবান্তর অন্ধকার বলেছেন: দেশিমামার গদাম খেয়ে ডেড হওয়া ইতালিয়ান একজনকে ডেডম্যান মাল্টি থেকে আসতে দেখে ভাল লাগল ;)

২১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২১

হাছন রাধা করিম বলেছেন: ধীবর ভাই পোষ্টের বিষয়ের সংগে সহমত। দেশী মামার চেয়েও ভয়াবহ অশ্লীল ভাষায় দিনের পর দিন অনেক অনেক ব্লগার কমেন্ট করেন, কিন্তু কই তাদের তো কিছুই হয়না। দেশী মামাকে আনব্যান করার তীব্র দাবি জানাচ্ছি।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১০

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ হাছন ভাই। সব কিছুর পরিবর্তন ঘটে। না ঘটলে ঘটাতে হবে।

২২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫০

মাথানষ্ট০০৭ বলেছেন: ব্লগার কিশোর বলেছেন: দেশী কি সুলেমানী ব্যান খাইছে নাকি ? সুলেমানী না হলে তাকে সুলেমানী ব্যান করার আবেদন জানাচ্ছি । পোস্ট স্টিকি হোক । সবাই আসুক ক্যাচালে =p~ =p~ =p~ =p~ =p~


আমি কিছু কমুনা :-B

২৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৩

প্রকৌশলী আতিক বলেছেন: ব্লগীয় ভাদা গোষ্ঠি নেংটি খিচে নেমেছে, দেখা যাচ্ছে। এসব করেই তাহারা অতীতের মত ভবিৎষতেও, মাথায় গোবরের অস্তিত্ব প্রমান করিবেন :P :P :P :P

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৯

ধীবর বলেছেন: এরা ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে আতিকভাই। সামু আশা করি এদের বিরুদ্ধে ব্যাবস্থা নিবে। অনেক ধন্যবাদ।

২৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৬

ধীবর বলেছেন: যে সব কমেন্ট সর্বস্ব গালি/ট্যাগবাজ এই পোস্টটিকে নোংরা করার চেস্টা করেছে, তাদের সবাইকে ব্লক করে কমেন্ট মুছে দেয়া হলো। সেই সাথে সামু কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা যদি যথাযথ ব্য্যাবস্থা গ্রহন না করেন, তাহলে ধরে নিতে বাধ্য হবো যে, সামু কর্তৃপক্ষ্যের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় এরা বিচরন করে বেড়াচ্ছে।

সম্মানিত পাঠকদের অনুরোধ করছি, পোস্টের বিরোধীতা করতে চাইলে যুক্তি এবং ভদ্রতার সাথে করুন। এর ব্যাতয় হলে, ব্লক/কমেন্ট মুছা সহ সামুর কাছে রিপোর্ট করা হবে। আমার ব্লগবাড়ি কোন বস্তি নয় যে খিস্তি খেউর করা যাবে। ধন্যবাদ।

২৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৯

ভাইরাস ২০১৩ বলেছেন: আপনার পোষ্টটা বিতর্কিত। বিতর্ক থাকবেই। বিতর্কিত পোষ্ট দেন কেন? দেশী মামা যে বিতর্কিত ব্লগার আপনার জানা উচিৎ।


আমাকে নিশ্চুপ শরিফ গালি দিল ওরটা কেনো রাখলেন? নট ফেয়ার।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২২

ধীবর বলেছেন: উদ্দেশ্য সৎ হলে, আমার পোস্টের জন্য আমার বিরোধীতা করে দেখাতেন। তা না করে মন্তব্যকারিদের উপর গালিবাজি শুরু করলেন কেন? আর কোনটা ফেয়ার কোনটা না, সেটা আমার শেখার দরকার হলে জিজ্ঞেস করে নেবো।

আপাতত দেখি সামু কি ব্যাবস্থা নেয়।

২৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৫

ভাইরাস ২০১৩ বলেছেন: আপনি যে ধরনের ব্লগিং করছেন, আপনার উচিৎ মন্তব্য মডারেট করে রাখা। যে মন্তব্যগুলো পছন্দ হবে পরে শুধু সেগুলো রাখা। সবাই আপনাকে বাহবা দেবে এটা আশা করেন কিভাবে। বিতর্কিত ব্লগিং করবেন, বিতর্ক সহ্য করার ক্ষমতা নাই। নেক্সট টাইম মন্তব্য মডারেট করার অনরোধ রইল।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৪

ধীবর বলেছেন: এতটা দুর্দিন আসেনি যে আপনার পরামর্শ আমাকে গ্রহন করতে হবে। আর আপনার বুদ্ধিতে যেটা বিতর্ক, সাধারণ সভ্য শিক্ষিত মানুষদের কাছে সেটা গালাগালি। তাই বিতর্কের সংজ্ঞা বদলিয়ে ফেলুন।

২৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৪

ভাইরাস ২০১৩ বলেছেন: জ্বি আপনার ব্যবস্থাও আমি করছি। আপনার নামেও আমি কমপ্লেইন করছি। একপেশে ব্লগিং করবেন আর নিজেকে সাধু বানাবেন সেটি হবে না। আপনি নিজেও বিতর্কিত ব্লগার।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৮

ধীবর বলেছেন: আগের মন্তব্যই তো বললাম, আপনার মত "বুদ্ধিমান" প্রাণির বিতর্কের সংজ্ঞা আর সাধারণ সভ্য শিক্ষিত মানুষদের এক নয়। আগে সেটা শিখে আসুন। এর পর কে বিতর্কিত কে নয়, সেটা বিচার করা যাবে।

আসল নিক খুইয়ে মাল্টিতে উলটা পালটা কথা বলারা যখন হুমকি দেয়, তখন হাসি পায়।

২৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৬

ভাইরাস ২০১৩ বলেছেন: দেশি মামা সম্বন্ধে আমার মতামত আমি জানাতেই পারি, নাকি পারি না?

নিশ্চুপ শরিফ আমাকে আক্রমন করলে আমি সেটা ডিফেন্ড করতেই পারি, নাকি পারি না?

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৯

ধীবর বলেছেন: মতামত আর ট্যাগিং কি এক জিনিস? এজন্যই তো বললাম্‌ আপনার জানার পরিধি আরো অনেক বাড়াতে হবে।

২৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ঝাঁকে ঝাঁকে হাম্বা @ধীবর ভাই ধইরা ধইরা করেন বন্ধা =p~ ;) :P

জাতীয়তাবাদী ব্লগারদের সামুর দরকার নাই, সামুর দরকার নাস্তিক, হাম্বা ও ছাগুদের। আপনারা না হলেও সামু চলবে কিন্তু উনারা না হলে সামুর হিট ব্যবসা বন্ধ হয়ে যাবে। সুতরাং ২/৪ টা জাতীয়তাবাদীদের নিক ব্যান করেও যদি হাম্বা ও ছাগুদের ধরে রাখা যায় সেটাতেই বরং সামুর লাভ।

আপনার পোষ্টটা কিছু ভদ্র মানুষের সাথে পরিচয় করিয়ে দেবে তাই আপনাকে ধন্যবাদ না দিয়ে পারলাম না।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৫

ধীবর বলেছেন: ধন্যবাদ পলাশ ভাই। আমি ছিলাম না। এসে দেখি আমার পোস্টে নোংরামি শুরু করে দিয়েছে। আমি অবাক হই এই ভেবে যে, এদের এত সময় আসে কোত্থেকে? ছাত্র বা পেশাজীবি কারো কাছেই কি এত সময় আছে?

আর আমাদের সম্মিলিত প্রতিবাদের সংখ্যা আর ইন্টেন্সিটি কম বলে, আমরা বৈষম্যের শিকার। দিন বদল ঘটাতে হবে। পরিবর্তন আনতে হবে।

৩০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আওয়ামী-বাকশালীদের কথা হল তাদের মতের পক্ষে না গেলে দেশের যেকোন মানুষের ভোটাধিকার কেড়ে নিবে। শেখ হাসিনা কোলকাতায় যেয়ে মূখ্যমন্ত্রীর ডাক শুনে মুচকি মুচকি হাসে তার সমর্থকদের আবার স্বাধীনতার স্বপক্ষের শক্তির দাবী.....বিষ্ঠার কীটদের দেওয়া সার্টিফিকেট কারা মূল্য দেয়?

ধীবর ভাই সামুতে এই সকল গালীবাজরা খুব দ্রুতই নতুন নিক খুলে জেনারেল হয়ে যায়। আশা করি বিষয়টা বুঝবেন।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৫

ধীবর বলেছেন: ওদের দিন দ্রুত ফুরিয়ে আসছে। আর যতই দিন যাবে ওরা তত ডেস্পারেট হইয়ে উঠবে। তবে আল্টিমেটলি পতন ঠেকাতে পারবে না। বুঝবো না কেন বা জি ভাই? ;) সবই বুঝি।

৩১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "আমি অবাক হই এই ভেবে যে, এদের এত সময় আসে কোত্থেকে? ছাত্র বা পেশাজীবি কারো কাছেই কি এত সময় আছে?"


পোষ্ট বা কমেন্ট করা যদি কাহারো পেশা অর্থাৎ টাকা উপার্জনের একমাত্র মাধ্যম হয় তাহলে সময় নিয়ে চিন্তা করার কোন কারন আছে কি ?

পোষ্ট দিয়ে বা মন্তব্য করে সারাদিন কাটালে তো আমাদের পেটে ভাত জুটবে না উনাদের মত। সুতরাং আমাদের পক্ষে যেটা সম্ভব না সেটাই উনাদের রুটি-রুজির একমাত্র ব্যাবস্হা।



২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৯

ধীবর বলেছেন: হুম সেটাও কথা। কিন্তু পেমেন্ট হালাল করার জন্য আমার পোস্টই কেন বেছে নেয়া হয়েছে্‌ এই প্রশ্নের উত্তর সম্ভবত কোনদিন পাওয়া যাবে না।

৩২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৬

প্রজন্ম৮৬ বলেছেন: পূর্ণ সহমত।

মশিউর মামা ৭১- বাকস্বাধীনতা- নারীবাদ- ধর্মানুভুতি'কে ঢাল হিসেবে ব্যাবহার না করে অন্যায় প্রতিহত করায় তাকে বার বার ব্যান করা হচ্ছে। রীতিমত চোখে আঙ্গুল দিয়ে বুঝানো হচ্ছে এখানে বিএনপি'র প্রতি নুন্যতম সফট কর্ণার রাখা ব্লগারেরা ব্রাত্য।

জানি না, এটা কতটুকু সামু'র পলিসি আর কতটুকু উপরের-নিচের চাপ! কিন্তু সত্য হলো, এখানে লেভেল প্লেয়িং ফিল্ড নাই!

একটি নিদৃষ্ট মতবাদের ইন্টারেস্ট সার্ভ করে যদি সামু তার আদর্শিক অবস্থানে / উদ্দেশ্যে পৌছাতে পারে তবে শুভকামনা রইলো। আর যদি সামু সত্যিই সকলের বাকস্বাধীনতার ইমপ্লিমেন্টেশনে সহযোগীতা করতে চায় তবে তাদের পলিসি রিভিশন করা জরুরী হয়ে গেছে।

ধন্যবাদ

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩১

ধীবর বলেছেন: ধন্যবাদ প্রজন্ম ভাই, ঠিক এ কথাটাই আমি বুঝাতে চেয়েছি। চাপ আছে জানি, কিন্তু এতটা চাপ নেই যে জাতিয়তাবাদি হলেই তাকে খাড়ার নীচে মাথা পাততে হবে।

প্রতিবাদি হতে হবে। ক্লোজড মাউথ ডোন্ট গেট ফিড।

৩৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩২

টয় বয় বলেছেন:



ধীবর ভাই:

ভাইরাস ২০১২ ও ভাইরাস ২০১৩ দুইটা নিক একজনেরই, মাত্র ৩ দিনে জেনারেল হইয়া মশিউর মামা, ধীবর কোন ধরনের ব্লগার, তা চেনার কথা না|

ভাইরাস ২০১৩ : http://www.somewhereinblog.net/blog/virus2013


ভাইরাস ২০১২:
Click This Link



নিয়েল হিমুর নিকের সংখ্যা ৩ টা|

বেঈমান আমি ওরফে লোনলীফাইটারের হাফ ডজন নিক দিয়া করে গালাগলি|

ডেড ম্যান, লিটল রক, এইগুলাও মাল্টি|



২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৬

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ টয় ভাই। আমি জানি সবই। এদের আমলনামা লেখা হয়ে গিয়েছে। বাকিটা সামু করবে বলে আশা করি।

৩৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৭

প্রজন্ম৮৬ বলেছেন: সামু'র উপর চাপ থাকলেও, শুধুমাত্র চাপে'র কারনে এত চরম অবস্থান সামু নেয় নাই। নেয়ার কোন যুক্তিও নেই। এটা তাদের পলিসিরও অংশ হয়ে উঠছে বলেই বিশ্বাস করি।

জাতীয়তাবাদীদের সাথে যেমন আচরন করা হয় তা বর্তমানে রীতিমত অপমানজনক হয়ে গেছে।

এটা একটা প্রাইভেট ফার্ম, প্রতিবাদের চেয়ে বেশী জরুরী তাদের কনসার্ন।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৭

ধীবর বলেছেন: পলিসি না বদলালে আমু ব্লগের মতই পরিণতি বরণ করতে হবে। যা, সামু প্রেমিকদের জন্য অত্যন্ত দুঃখের কারণ হবে। ধন্যবাদ প্রজন্ম ভাই।

অটঃ আপনাকেও তো কমবার ট্যাগিং করলো না। আমার মতে ওই ট্যাগবাজদের নিন্দা বা প্রশংসা কোনটাই গ্রাহ্য করা ঠিক না।

৩৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪০

ইয়াংিক বলেছেন: mamar unban cai and swdhikar vaiyer safe cai

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৭

ধীবর বলেছেন: ধন্যবাদ ইয়াংকি ভাই।

৩৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাইরাস ২০১২ নিকটির ৯ মাস ৪ সপ্তাহ ব্লগ জীবনে মাত্র ৩ টি পোষ্ট করেছেন যার দুইটিরই শিরোনাম নিম্নরুপ:

"ধীবর নামের সিন্ডিকেটিং ব্লগারের ব্যান চাই"

"স্পেলবাইন্ডার ছাগুটারে গদাম দেওয়া চাই দেখামাত্রই"

তাই তার কার্যকলাপ দেখে এটাই প্রতিয়মান হয় যে এই নিকটি রেজিস্টার করা হয়েছে অন্য ব্লগারকে হেয় করবার উদ্দেশ্য নিয়ে যা সামু ব্লগের নিম্নোক্ত আইনটি ভঙ্গ করেছে বলে আমি মনে করছি।

৪. যেসকল কারণে আমরা কোন ব্লগারকে কিংবা কোন ব্লগ সাময়িকভাবে অথবা চিরতরে বন্ধ করে দিতে পারি :

"৪ছ. যদি কোন ব্লগার অন্য কাউকে হেয় করবার উদ্দেশ্য নিয়ে কোন নিক রেজিস্টার করে।"


সেই সাথে ব্লগার ধীবরের পোষ্টে ব্যক্তি আক্রমন করে গলা-গালি করে ব্লগের নিম্নোক্তো আইনটি ভঙ্গ করেছে বলে আমি মনে করছি।

"৪চ. যদি কোন ব্লগার অন্য একজন ব্লগারের ব্লগে ব্যক্তি আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালি সম্বলিত মন্তব্য করেন।"

তাই সামু ব্লগ ব্যবহারের উপরোক্ত শর্তাবলীগুলো ভঙ্গ করবার কারনে ভাইরাস ২০১২ নিকটির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্হা নেবার জন্য আমি ব্লগ কতৃপক্ষকে অনুরোধ করছি আপনারাও করুন।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৯

ধীবর বলেছেন: অসংখ্য ধন্যবাদ পলাশ ভাই। আপনার সাথে পুর্ণ সহমত। আমাদের কথা একটাই। আইন প্রয়োগ করতে হলে সবার ক্ষেত্রেই করতে হবে। নইলে পক্ষপাতিত্বের অভিযোগ উঠবেই।

৩৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: উপরোক্ত মন্তব্যটি আমি তার ব্লগেও করেছিলাম। আমার মন্তব্য পাওয়ার সাথে সাথে সে নিম্নোক্ত পোষ্ট টি মুছে দিয়েছে:

"স্পেলবাইন্ডার ছাগুটারে গদাম দেওয়া চাই দেখামাত্রই"

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫১

ধীবর বলেছেন: হাহাহা। স্ক্রিন শট নিয়ে রাখলে দারুন হতো। এখন থেকে কে কি বলছে করছে, সব কিছুর প্রমান রাখা শুরু হয়েছে। এর পর হাতে নাতে ধরে হাতে হারিকেন দেয়া হবে। চমৎকার কাজের জন্য অনেক ধইনা নেন পলাশ ভাই।

৩৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৯

ম.র.নি বলেছেন: @মোস্তফা কামাল পলাশ :আমি কমেন্ট করার সময়ও ছিল, এখন দেখি নেই।

৩৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪

চলতি নিয়ম বলেছেন: ধীবর ভাই, জাতীয়তাবাদের সঙ্গা টা যদি একটু জানাতেন। কারন আমি জানতাম আমরা সবাই বাংলাদেশী।

সামুর নীতিমালার ৪চ হিসাবে কেউকে ব্যাক্তিগতভাবে আক্রমন করে পোস্ট দেয়া অপরাধ। অথচ জাতিয়বাদিদের নিক ধরে পোস্ট দিয়ে গালাগালি করা হলেও্‌ সেদিকে সামু কর্তৃপক্ষ ফিরেও তাকান না।

তাহলে উনার ব্যান ঠিকই আছে (যদিও আমি মনেকরি না ব্যান করে কারো মুখ বন্ধ করা যায়। বরং আরো খারাপ ভাবে ফিরে সবে মাল্টিতে) কারন আমাকে আক্রমন করে প্রথম পোস্ট টা উনিই দিয়েছিলেন। =p~

আর নিক ধরে ধরে পোস্ট দেয়ার দিক থেকে তথা কথিত জাতীয়তাবাদীরাই এগিয়ে আছে সামুতে। এটা আপনাকে স্বীকার করতেই হবে।

ধন্যবাদ ভালো থাকবেন।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০০

ধীবর বলেছেন: " জাতিয়বাদি মানেই অন্ধ বিএনপি ভক্ত নয়। যাদের কাছে দেশ ভাষা সংস্কৃতি এবং দেশের স্বার্থ সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়, তারাই জাতিয়তাবাদি। "

নিক ধরে ধরে জাতিয়বাদিরা ট্যাগিং করে বেড়ায়, এ সংক্রান্ত কোন লিংক থাকলে দিয়ে বাধিত করবেন। তবে আমার নিক ধরে অতি সম্প্রতি যে পোস্টটি এসেছিল (স্বরলিপি- ব্যানড) সেখানে আপনার পদচারণা দেখেছিলাম।

আপনাকেও অনেক ধন্যাবাদ। ভালো থাকুন।

৪০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০১

সবুজ সাথী বলেছেন: একটি ব্লগ পরিচালনায় ভুল ত্রুটি থাকবে। কিন্ত একই ভুল বারবার করার অর্থ হলো, সেটাই নীতি। আমরা এখনো বিশ্বাস করতে চাই না যে, সামু ইচ্ছাকৃতভাবেই এই সব করছে।

সহমত ধীবর ভাই।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০২

ধীবর বলেছেন: ধন্যবাদ সবুজ সাথী ভাই। আমার জানা মতে আপনিও মাঝে মাঝে সেই খাড়ায় কাটা পড়ে থাকেন। ব্যাপারটা মেনে নেয়া কস্টকর।

৪১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১

নিয়েল ( হিমু ) বলেছেন: ধীবর @ অতি ভক্তিও চুরের লক্ষন ;)
আপনার ছিন্ডিকেট আমার সম্পর্কে আপনাকে কি বলেছে? ( Little learning is dangerous ) এটাইতো ?
ভুল বলেছে । খুব ভুল ।

ঘুমকাতুর @ দুঃখিত তোমাকে ঠিক চিনলাম না যে ? তুমি কোথাকার কে বুঝতেছিনা । তুমি আসছ মম রে চানাইতে /:)

টয় বয় @ নিয়েলের নিক ৩টা হলে তোমার সমস্যা কোথায় ? ঐ তিনটা নিক ছাগ এবং ছাগবান্ধবের বিরুদ্ধে ছাড়া কোন দিন কারো হো*য় বাঁশ দিছে কৈয়া ত মনে পরে না । তোমার জলে কেন ?

আর ধীবর @ আপনার এটাকিং ভাষা খুব ভদ্র i lke it B-) B-) B-)
এন্ড আই ট্রাই টু ফলো ইট B-) B-) B-)
next টাইম আমাকে ভদ্র বা অভদ্র কোন এটাকের ছাড় দিব না এখন তো খালি জবাব দিলাম X( X( X(

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৭

ধীবর বলেছেন: দেশী মামা অনেক পুরানো ব্লগার। অন্তত আপনার সিনিয়ার তো অবশ্যই। যেহেতু সেই দিনগুলিতে আপনি ছিলেন না, এর পরেও তার সমন্ধে নেতিবাচক কথা বলছেন, সেই পরিপ্রেক্ষিতেই বলা।

আর ভাল কিছু শিখে সেটা অনুসরণ করা বড় মনের লক্ষণ।

আপনার আত্মরক্ষার অধিকারের প্রতি আমার পুর্ণ সমর্থন রইলো। তবে আক্রমন করতে গিয়ে যদি আক্রান্ত হন, তাহলে আমার পক্ষ্যে সেটা সমর্থন করা সম্ভব হবে না।

৪২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:
দেশী মামা বা মশিউর মামা আমাকে বহু গালাগালি করে কমেন্ট করেচ্হ, পোসট দিয়েচে । but I sp no reaction

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৯

ধীবর বলেছেন: হাসান ভাই, আপনার চরম পক্ষপাতদুস্ট পোস্ট গুলি আমি এড়িয়ে যেতাম। আমার ধারণা বেশির ভাগ ব্লগারই এড়িয়ে যেতেন। আর আপনার অভিযোগের ব্যাপারে যার জবাব দেয়াটাই সংগত হতো তিনি তো ব্যান। তবে গালাগালির বিষয়টির ব্যাপারে আপনার প্রতি সমবেদনা থাকলো।

৪৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: আপনার কাছে অনেক কিছু শেখার আছে। সেটা হল খুব এটাকিং ভাষা কিন্তু খুব ভদ্র। ঠিক সামু যেটা চায়। হয়ত দীর্ঘ ৪/৫ বছরের ব্লগিং আপনাকে তা শিখিয়েছে। ভালো লাগলো। কিন্তু বাস্তবে এধরনের অ্যাটাক খুব ক্ষতিকর। রিয়াল লাইফে এটা চলে না। কাউকে অ্যাটাক করলে রিয়াল লাইফে ফিরতি অ্যাটাকে পড়তে হয়। তাই সামুর ব্লগিং এর জন্য শিক্ষনীয় হলেও বাস্তবে ক্ষতিকর। শিক্ষনীয় হলেও শিখতে চাই না।

শুভকামনা।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৬

ধীবর বলেছেন: আমি ব্লগিং শিখে এর পরই সামুতে এসেছি ভাই। আর রিয়েল লাইফের আচরণের সাথে সামুতে আমার আচরণ একেবারেই উল্টো। আমি সামান্য মানুষ। আমার কিছু দেখে যদি শিখেন বা শিখতে চান, তাতে আমার গর্বই হবে। অনেক ধন্যবাদ আপনাকে।

৪৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

নিশ্চুপ শরিফ বলেছেন: ভাইরাস গালি দিলাম কই? "আবাল" গালিটা কে আমারে প্রথম দিছে? পোস্টের মন্তব্য দেখলেই বুঝা যাবে সেইটা। আপনি আমারে প্রথম আবাল বলে গালি দিলেন আমি খালি ব্যক্ষা করলাম কি কারনে আপনি আবাল গালিটা ইউজ করতে পারেন সেইটা। নিজেই গালি দেন আবার নিজেই কান্নাকাটি করেন।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৭

ধীবর বলেছেন: শরিফ ভাই, ভাইরাস নিধনে ওষুধ প্রয়োগ করা হয়েছে। :)

৪৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

নিশ্চুপ শরিফ বলেছেন: আর ব্লগে ঘুরে দেখতেছি ছাগু ফাইটার হিসাবে পরিচিত কিছু ব্লগার গালি দিয়ে ব্লগকে বস্তির অবস্তায় নামিয়ে আনলেও তাদের কে সম্মানে রাখা হয়। মাথানস্ট বা আর কয়েকটার যে পরিমান গালি দিয়ে পোস্ট করে সেটার কারনে সামু তাদের তো কিছুই করেনা।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৮

ধীবর বলেছেন: আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এই ট্রেন্ডের ইতি ঘটবে। দুই দিন আগে বা পরে, এই যা। ততদিন ঐক্যবদ্ধ থাকুন।

৪৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

ভুভুজিলা বলেছেন: আপনাকেই খুজছিলাম ভাই।আমি একজন নিরীহ লোক।বিএনপি সাপোর্ট করলেও,কর্মী নই।
গত কিছুদিন যাবত আমাদের মখার কাজ কাম দেখে এই লেখা দিই।http://www.somewhereinblog.net/blog/vovozilla/29730436 । তার পর থেকেই মডুর বদ নজরে পড়ি।

আমাকে এমন ব্যান মেরেছে , যে একটি কম্পিউটার থেকে এই লেখা দিয়েছিলাম তা খুলতে পারছিনা।লগ অন হচ্ছেনা।
বলুন কি করতে পারি? X(

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২২

ধীবর বলেছেন: স্বাগতম ভুভুজেলা ভাই। যদিও আওয়ামি সরকারের প্রায় প্রতিটি কর্মকান্ডেই যথেষ্ঠ ক্রোধের উদ্রেক করে, তবে সেটা প্রকাশে আমাদের কিছুটা সাবধান হওয়া উচিত।

মনে রাখবেন, বর্তমান বাকশালি ফ্যাসিস্ট সরকার বিভিন্ন ছুতানাতায় বিরোধী মতকে দমন করার চক্রান্তে লিপ্ত। এই পরিপ্রেক্ষিতে আমাদের ক্ষোভের প্রকাশকে কেন্দ্র করে সামু বন্ধ করলে অন্তত এক লাখ ব্লগার ও পাঠকের আশা ভঙ্গ হবে।

লিখে যান। শুধু খেয়াল রাখবেন যেন সামুর নীতিমালা ভঙ্গ না হয়। অনেক ধন্যবাদ আর সমবেদনা রইলো।

৪৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

আমি মাতাল বলেছেন: মামার সেন্স অব হিউমার চরম! ক্যাচালেও বারন্ত! এইতো চাই!

সামু ভুদাই নাকি?! X((

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৪

ধীবর বলেছেন: মাতাল ভাই সহমত জানালাম।

৪৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

ক্ষুধিত পাষাণ বলেছেন: জানি সামু মডুর কাছে আবেদন নিবেদন বৃথা। তারপরেও দেশী মামার আন ব্যান চাই, স্বাধীকার ভাইয়ের সেইফ স্ট্যাটাস ফিরিয়ে দেয়া হোক।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৫

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ ক্ষুধীত পাষাণ ভাই। পুর্ণ সহমত। স্বাধীকার ভাই ফিরে এসেছেন।

৪৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

রাহী আবদুল্লাহ বলেছেন: দেশী মামার আন ব্যান চাই, স্বাধীকার ভাইয়ের সেইফ স্ট্যাটাস ফিরিয়ে দেয়া হোক।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৬

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ রাহী ভাই। :)

৫০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮

বাংলাদেশী পোলা বলেছেন: সামু মডারেটরের ফ্যাসিস্ট আচরনের নিন্দা জানাই। দেশী মামার আন্যব্যান চাই। স্বাধীকারের সেইফ স্টাটাস ফিরিয়ে দেয়া হোক।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৬

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ বাংলাদেশী পোলা ভাই। :)

৫১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

wrongbaaz বলেছেন: সোনালীগের সোনামুখি ( এরা এদের প্রভুদের **না মুখে নিয়ে বসে থাকে, তাই প্রভুদের হাত, পা, মুখের কাজ সম্পর্কে এরা ওয়াকিবহাল না) জানোয়ারদের কর্কশ দুর্গন্ধযুক্ত কথা গুলো ব্লগতো বটেই বাংলা ভাষার উন্নতি সাধনের জন্যও বিশেষ গুরুত্ববহ, তাই তাদের লেখা নিয়ে সামু মডু গণ বিশেষভাবে খুশি, আর তাছাড়া এই জানোয়ারের দল তো এই দেশকে বাপের দেশ বলে মনে করে, যা ইচ্ছা তা করবে, আমাদের কি বলার আছে? মানুষ তো আর জানোয়ারের সাথে মল্লযুদ্ধে করতে যাব না। আর যারা গিয়েছে ( যেমন মামা), তাদের অবস্থাতো দেখতেই পাচ্ছি। মডুদের দোষ দিয়ে তো লাভ নাই, উনারা নিজ স্বার্থ বিসর্জন দিয়ে কি না খেয়ে থাকবে? তাছাড়া উনারা আবার পশুপ্রেমী, তাই এই জানোয়ারদের ভাষা নিয়ে কিছু বলা যাবেক না।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৮

ধীবর বলেছেন: রংবাজ ভাই, আপনি শক্তিশালি একটা লেখক। অধৈর্য্য হবেন না। আর পুর্ণ বিশ্বাসের সাথেই বলছি, দিন বদলের পালা শুরু হয়েছে। লিখে যান। সাথেই আছি।

৫২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

নিঃসংগ যোদ্ধা বলেছেন: মডুকে রিকোয়েস্ট- যদিও অরেণ্য রোদন, তবুও আপনার উদ্যোগকে সমর্থন করি।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫১

ধীবর বলেছেন: সঠিকভাবে উপস্থাপন করা গেলে কাজ হয় যোদ্ধা ভাই। যেমন স্বাধীকার ভাই আবারও ফিরে এসেছেন।

৫৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

কলির কৃষ্ণ বলেছেন: "কোন এক বিশেষ কারণে" জাতিয়তাবাদে বিশ্বাসি ব্লগার লেখক পাঠকদের উপর সামু খুবই অসন্তুস্ট। নির্মম সত্য কথা।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫০

ধীবর বলেছেন: অনেক দেখে শুনেই অই রকম কথা বলতে হয়েছে কৃষ্ণ ভাই।

৫৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০

তাসবীর আহমাদ বলেছেন: ভাল লাগল + +

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫০

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ তাসবির ভাই।

৫৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: আমি এমন কি মন্তব্য করেছি যে আমারা মন্তব্য মুছে দিয়ে স্ট্যাটাস জেনারেল করা হল ? অথচ চিহ্নিত মাল্টিবাজরা অসভ্য ভাষাই গালা গালি করার পরও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হয় না ,,, সামুর এই একচোখা নিতী মোটেই কাম্য নয়

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৫

ধীবর বলেছেন: প্রশ্নটা আমারও থাকলো। আপনি হতাশ হবেন না আসামী ভাই। ধৈর্য্য ধরুন। ইনশাল্লা এ অবস্থা বেশিদিন থাকবে না।

৫৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

আমি বীরবল বলেছেন: দেশি মামা আমার অন্যতম প্রিয় ব্লগার । কিন্তু সামু কর্তিপক্ষ তাকে কোনো সময়ই সহ্য করতে পারেনি-যা অত্যন্ত দুঃখ জনক। দেশী মামার আনব্যান চাই।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৩

ধীবর বলেছেন: পুর্ণ সহমত বীরবল ভাই।

৫৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

নষ্টালজিয়া বলেছেন: দেশী মামা স্বদেশের স্বার্থের কথা বলে-সেটা মডুর পছন্দ হয়না :(

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৩

ধীবর বলেছেন: বোধ করি সিংহ ভাগ ব্লগারের স্বদেশের স্বার্থের সংজ্ঞা আর কিছু কিছু মডুদের সংজ্ঞা ভিন্ন। অনেক ধন্যবাদ নস্টালজিয়া ভাই।

৫৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: ++

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ ফায়সাল ভাই।

৫৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৩

একজন ঘূণপোকা বলেছেন: দেশী মামা আন ব্যান করা হোক

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪১

ধীবর বলেছেন: সাথে আছি ঘুণেপোকা ভাই ।

৬০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৪

টুনির জামাই বলেছেন: দেশী মামার আন ব্যান সহ, স্বাধীকার ভাইয়ের সেইফ স্ট্যাটাস ফিরিয়ে দেয়া হোক।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪১

ধীবর বলেছেন: )পুর্ণ সহমত জামাই ভাই। :)

৬১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

স্বাধীকার বলেছেন:
ধীবর ভাই,
আপনার কাছে কৃতজ্ঞতার শেষ নেই। আমার মতো নগন্য ব্লগারের জন্যও আপনি পো্স্ট দিয়েছেন।

আমাকে নিরাপদ করা হয়েছে, আমি নিরাপদ হয়ে প্রথম যে পোস্টটি করেছি, সেটা আপনাকে উৎসর্গ করা হয়েছে । সময় পেলে একবার ঘুরে আসবেন প্লিজ।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪০

ধীবর বলেছেন: কৃতজ্ঞতার কথা বলে কেন লজ্জা দিচ্ছেন স্বাধিকার ভাই? বরং আপনার মত ব্লগার নন্দিত একজন শক্তিশালি লেখকের পক্ষে কলম ধরতে পেরেছি বলে আমি গর্বিত।

সুস্বাগতম আবার। ( কোলাকুলির ইমো হবে) :)

৬২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২

সবুজ ভীমরুল বলেছেন: স্বাধীকার ভাইয়ের সেইফ স্ট্যাটাস কেড়ে নেওয়াতে বোঝা গেল মডুদের বুদ্ধিবৃত্তি হাঁটুর নিচে নেমে এসেছে। যাই হোক, তাকে সেফ হওয়ায় অভিনন্দন রইল।

দেশীমামা একজন স্পষ্টভাষী ব্লগার। তিনি সবকিছুতে আমাদের দেশের স্বার্থ আগে দেখেন। এটাই মনে হয় তার সবচেয়ে বড় অপরাধ! ভাকু দালালাদের মত ব্যালেন্স করে কথা বলেন না।

দেশী মামাকে আনব্যান করা হোক!!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

ধীবর বলেছেন: পুর্ন সহমত আর অনেকদ ধন্যবাদ ভীমরুল ভাই।

৬৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

সিরাজ সাঁই বলেছেন: মশিউর মামা গতবার 'দেশী মামা' নিকে ফিরে আমার ব্লগে জানিয়ে গিয়েছিলেন, আমাকে আপ্লুত করেছিলেন। অসাধারণ মানুষটির আনব্যান চাই, চাই তিনি ফিরে আসুন, চাই আবার এসে আমার ব্লগে আবারও জানান দিয়ে যান। প্রতীক্ষায় আছি।

ধীবর ভাই, আপনার প্রচেষ্টায় প্লাস।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

ধীবর বলেছেন: বাউল ভাই, অনেক অনেক দিন পর আপনার পদধুলি পড়লো। কেমন আছেন? আশা করি ব্লগ কর্তৃপক্ষ আমাদের আহবানকে সম্মান দেবেন। অনেক ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

৬৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

সিরাজ সাঁই বলেছেন: ধীবর ভাই, আপনার কাছে যে সম্মান আর আপ্যায়ন পাই, তা ভুলে যাওয়ার নয়। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন। আর মামার সাথে যোগাযোগ হলে আমার সম্ভাষণ জানাবেন।

পরিবারের প্রায় সবাই প্রায় একইসাথে অসুস্থ হয়ে পরায়, বেশ বিপর্যস্ত হয়ে পরেছি (পরিস্থিতি এখন একটু ভালোর দিকে)। তাই আগের মতো আর আসতে পারিনা। তবে আসতে পারি বা না পারি, জানবেন সাথেই আছি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৭

ধীবর বলেছেন: সিরাজ ভাই, আপনার উপস্থিতি ও মেধাবি মন্তব্যগুলি আমার পোস্টগুলিকে সমৃদ্ধ করে। এজন্য কৃতজ্ঞতা জানবেন। আর মানুষকে সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না।

আমি প্রার্থনা করি যেন, আপনি সপরিবারে খুব জলদি সুস্থ হয়ে পড়েন। আর আপনার প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন আমার জন্য অনেক বড় পাওয়া।

৬৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

ইকবাল পারভেজ বলেছেন: মশিউর মামার দেখি নতুন নিকে আইসেও শান্তি নাই। বাক-স্বাধীনতার নামে এই বাঁশ-স্বাধীনতা দেখতে আর ভাল লাগে না। তাঁকে আন ব্যান করার দাবী জানাচ্ছি। আমরা আবার তাঁর জমজমাট কমেন্ট উপভোগ করতে চাই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩২

ধীবর বলেছেন: ঠিকই বলেছেন ইকবাল ভাই। আসলে গরম ভাতে বিলাই ব্যাজার।

৬৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

দমকল৮৬ বলেছেন: আগে তো শুধু লগইন ব্যান আছিল , মামার লেখা পোস্ট গুলি পড়া যাইত । আপনার এই পোস্টের পর মামার পুরা ব্লগই বাতিল করে দিছে ।

http://www.somewhereinblog.net/blog/deshimama

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৬

ধীবর বলেছেন: কি বলেন? এটা কি শুনাইলেন? নাহ। এইভাবে চলতে দেয়া যাবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.