নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৫২ আর ৭১ এর চেতনায় আছি বাধা

সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল

ধীবর

সাংবাদিক কলামিস্ট

ধীবর › বিস্তারিত পোস্টঃ

ট্যাগবাজ ও ট্যাগবাজির বিরুদ্ধে প্রতিবাদ চলবেই

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

আপডেটঃ যে বিতর্কিত পোস্টটির কারনে এই পোস্টটি দেয়া হয়েছিল, সেটি পোস্টদাতা মুছে ফেলেছে। তবে এই ধরনের সামুর নীতিমালা বিরোধী পোস্ট দিয়ে একজন স্বনামধন্য ব্লগারকে হেয় করার শাস্তি হওয়া দরকার। হয় সে নিজে ক্ষমা চেয়ে পোস্ট দেক। নাইলে সামুর নীতিমালায় যে শাস্তি তার প্রাপ্য সেটা গ্রহন করুক।





কিছুদিন আগেই পোস্ট দিয়েছিলাম, কি করে আওয়ামি লিগের অন্ধ সমর্থক গোষ্ঠি ভিন্নমতকে বাকশালি কায়দায় দমন করার জন্য গালি, ট্যাগিং ইত্যাদি পদ্ধতি অনুসরণ করে। ছাগু ফাইটিং এর আড়ালে, এদের কাজই হলো,আওয়ামি আর ভারত বিরোধীদের ট্যাগিং করা আর গালাগালি দেয়া।



এদের দৌরত্ব্যের কারণে ব্লগের পরিবেশ যেমন নষ্ট হচ্ছিল, তেমনি আওয়ামি সমর্থক না, এমন সাধারণ নিরীহ ব্লগাররাও অস্বস্তিতে থাকে।



আমরা দ্যার্থহীনভাবে জানাতে চাই যে সামুর একান্ত শুভাকাংখি হিসাবে এই মাৎসন্যায় চালিয়ে যেতে দিতে পারি না।



ইতিমধ্যে কয়েকজন চিহ্নিত এর বিরুদ্ধে সামু কর্তৃপক্ষ ব্যাবস্থা নেয়াতে অবস্থার উন্নতি হচ্ছিল। কিন্তু এ দেখেও কেউ কেউ শিক্ষা নেয়নি।



উলটো আজই এই রকম একটি পোস্ট দেয়া হয়েছে ব্যাক্তি আক্রমন করে। যা সামুর নীতিমালার ৪চ অনুচ্ছেদের স্পস্ট লংঘন। অর্থাৎ সামুর নীতিমালাকে এক্ষেত্রে বুড়ো আঙ্গুল দেখানো হয়েছে।



সামুর একজন সুপরিচিত সুব্লগার চাপাডাঙ্গার চান্দুকে ট্যাগিং এবং ব্যাক্তিগত আক্রমন করে পোস্ট দেয়া হয়েছে। যারাই প্রতিবাদ করছে, তাদেরকে ওই পোস্টদাতা ব্লক করে দিচ্ছে। ব্লক করে লাভ নেই। কেননা অনেকেই ওই পোস্ট এবং পোস্টদাতার বিরুদ্ধে ইতিমধ্যেই রিপোর্ট করেছে।



সামুর নীতিমালা ভঙ্গকারি এবং পরিবেশ নস্টকারি এই পোস্ট এবং পোস্টদাতার বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহন করার আহবান জানাচ্ছি।



বিবেকবানদের অনুরোধ, এই পোস্টের বিরুদ্ধে রিপোর্ট করুন

মন্তব্য ১৯৮ টি রেটিং +২৮/-০

মন্তব্য (১৯৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৩

রবি_জল বলেছেন: নাগরিকের আচরন রহস্য জনক!! চান্দু নিক ব্যান হলে সামুর সব নিকই ব্যান খাওয়ার দরকার। :P এই ব্লগে যে কয়জন গবেষনা মুলক পোস্ট দেয় চান্দু তাদের মধ্যে একজন এটা সবাই জানে ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৫

ধীবর বলেছেন: ধন্যবাদ রবি ভাই। ওই সব আয়ামি বাকশালি কায়দায় আর ভিন্ন মতকে পথ রুদ্ধ করা যাবে না। শুধু রিপোর্ট করেই আমরা চুপ করে বসে থাকবো না। শেষ দেখে এর পর ছাড়া হবে। এত্ত সস্তা না।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৫

চাঁপাডাঙার চান্দু বলেছেন: আমার নামে পোস্ট দিয়ে আমাকেই ব্লক করে রাখছে আর মাল্টি'র মেলা বসাইছে; এই ছাগলটা আমার নামে সব জায়গায় বলে বেড়ায় আর আমার পোষ্টে কমেন্ট করে ভালো ব্যবহার করে।
বাকশালী মডু এইটা দেখেও কিছু বলছে না। সামু তার এক চোখা নীতি হতে বের হতে পারে নি, পারবেও না। দেখা যাক, আর কয়দিন মডু মামারা এভাবে আমাদের বিরুদ্ধে কাজ করে যায়?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৭

ধীবর বলেছেন: সেই সব নিয়ে মোটেও দুঃশ্চিন্তা করবেন না চান্দু ভাই। আপনি প্রতিষ্ঠিত ব্লগার। কোন রাস্তা ঘাটের দুই পয়সার ট্যাগবাজের ঘেউ ঘেউ শুনে বিচলত হবার কিছু নেই। এর শেষ দেখে ছাড়া হবে।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৫

ঘুমকাতুর বলেছেন: আমারেও ব্লক করছে। ;) ওইটা আসলে মাল্টি। প্রমাণ আছে ;)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৮

ধীবর বলেছেন: আমাকেও ব্লক করেছে। মনে করেছিল, জাতিয়বাদিরা বরাবরের মতই চুপ চাপ হজম করবে। ওইদিন শেষ। আর প্রমান সহ এখানে দেন। পুরা উদাম করে দেয়া হবে আজকে।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওকে, একটা কনফেশন করি?

আমি আওয়ামীলীগ করিনা

কিন্তু আমি জামায়াত-শিবির ঘৃণা করি! বিশ্বাস করি একাত্তুর ও মুক্তিযুদ্ধের চেতনায়।

তাই আমার মন্তব্যের ধাঁচ এমন লাগতেই পারে যে জামায়াতের বিপক্ষে(আল্টিমেট ভাবে একটাই দল আছে) মানে আমি আওয়ামীলীগ!

এই ট্যাগিং কতটা যুক্তিপূর্ণ?

তাইলে কি দেশ আর মুক্তিযুদ্ধ ভালবাসি জন্যে আমাকে আওয়ামীলীগ করতে হবে? তার মানে কি দাঁড়ালো? আপনারা, যারা আওয়ামীলীগ করেন না, সব মুক্তিযুদ্ধকে ভালবাসেন না? বরং ঘৃণা করেন?

আর মুক্তিযুদ্ধ নিয়ে একটা খারাপ কথা, বা রাজাকার নিয়া একটা সাফাই, সহ্য করা হবেনা হবেনা হবেনা!

যতই আমাকে ভাদা বলে মাথা ফাটান, লাভ নাই, আমি মুক্তিযুদ্ধ বুকে রেখেছি, এখন কোন পাকিস্তানির যদি এটাকে মনে হতে থাকে ভাদা, তাইলে ওকে, কথা নাই।

ট্যাগং জামায়াত-শিবির-বিএনপি সমানতালেই করছে, কথাটি আপনার পোস্টে না পাইয়া কষ্ট পাইলাম। শিবিরকে(জারজগুলাকে) গালি দিলেই কয় হাম্বালীগ। তাইলে? আমি ওদের আদর দিব? অসম্ভব! যা ইচ্ছা কও!

আওয়ামীলীগ করিনা, দেশ ভালবাসি, ট্যাগ দাও, নিজের ট্যাগও তাইলে নিজেই দেওয়া হচ্ছে। আশা করি আপনার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আশবে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

ধীবর বলেছেন: পোস্টটা কি আপনি মাল্টি দিয়ে করেছেন ? নাকি আপনি আওয়ামি লীগ করেন যে সাফাই গাইতে চলে এসেছেন?

জাশিদের গালি ট্যাগিং যা খুশি দেয়া হোক, জাতিয়তাবাদিরা সেটা নিয়ে প্রতিবাদও করে না, মাথাও ঘামায় না। সুতরাং সেই সব প্রসং এখানে এনে লাভ নেই।

একজন সুপরিচিত ব্লগার চান্দুকে এভাবে ট্যাগিং করার বিরুদ্ধেই এই পোস্ট। এ সংক্রান্ত কোন কথা থাকলে বলতে পারেন।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৮

ঘুমকাতুর বলেছেন: শরবত সাহেব এত্তো রাইতেও ফেচবুকে ইস্টিটাস মারে অথচ মডুগিরি করার কালে ঘুমায়।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৫

ধীবর বলেছেন: সব রেকর্ড করা রাখা হচ্ছে। প্রয়োজনে আরো উচ্চ পর্যায়ে বিষয়টা নিয়ে আলোচনা হবে। এই সব ট্যাগবাজদের আর সামুতে রাখা যাবে না।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৮

ছোট নদী বলেছেন: +

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫২

ঘুমকাতুর বলেছেন: দিকভ্রান্ত*পথিক কি দায়িত্ববান হাম্বা? ;)
মিয়া ভাই জামাতের বিোধীতা করা আর হাম্বালীগের পক্ষে কথা কওয়া কি এক?
ধীবর ভাইয়ের আগের পোষ্ট গুলায় দায়িত্ববান হাম্বার এতো জালা পোড়া হইলো কেন?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৫

ধীবর বলেছেন: কি আর বলবো বলেন। যথেষ্ঠ হয়েছে। আর না।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

ঘুমকাতুর বলেছেন: ধীবর ভাই প্রমান তো নিজেই হাজির =p~ =p~

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৬

ধীবর বলেছেন: অতি চালাক ও অনেক সময় সিলি মিসটেক করে থাকে।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: না জেনেশুনে ছাগু ট্যাগিং এর কারনে আজকাল ছাগু শব্দটার গুরুত্ব কমে গেছে।যেখানে সেখানে ব্যাক্তিগত বিরোধের জের ধরে ছাগু ট্যাগ দেয়াটা কখনোই সমর্থন করিনা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৯

ধীবর বলেছেন: ধন্যবাদ চেয়ারম্যান ভাই। কিছু চিংড়ি মাছ মনে করে যাকে তাকে ট্যাগিং করে মাস্তানি দেখানোটাই হলো ব্লগিং। এদের কারনে আজকে জাশিরা এত বাড় বেড়েছে। নেড়ি কুকুরের মত দিনমান খেউ খেউ এর বিপরীতে বাঘের একটি গর্জনই রাজাকারদের স্তব্ধ করার জন্য যথেষ্ঠ।

অনুরোধ করছি, ওই পোস্টের বিরুদ্ধে রিপোর্ট করুন।

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধীবর ভাই আজ থেকে ৪ বছরের বেশী সময়ের আগে একটু স্মরণ করি;

বাংলাদেশের পক্ষ্যে কথা বলাটাই কি অপরাধ?

Click This Link

ভারতীয় আধিপত্য, পৌত্তলিক সংস্কৃতির নামে বাঙালী এই সমস্ত কিছুর বিরোধীতা করলেই আপনাকে তখন তারা জামাতী সহ নানা নোংরা ট্যাগ করত! আজকে তাদের ৮০-৯০%ই উধাও। তাই চান্দু ভাইকে নিয়ে বাজে কথা বলা নিয়ে মোটেও অবাক হইনি। এই হার বজ্জাতদের খাসলতটাই এই রকম। হাসিনার সমর্থক বাকশালী ও ভাদা গংদের ফেভারে না গেলেই সে ছাগু। এই নিয়ে আমি কোন চিন্তাই করি না। দেশের সিংহভাগ মানুষ আজকে হাসিনার কুশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছে তখন মুষ্টিমেয় বাকশালী মাস্তান বলে দেশ ভরে গেল ছাগুতে। আসলেই এরা আস্ত বেজন্ম। দেশের জনগণ কি তোদের বাপ-দাদার সম্পত্তি না কেনা গোলাম? এরা হইল হাসিনার বাসার সেফটি ট্যাংকের নোংরা কীট। কারণ হাসিনা মুখ দিয়ে কথা বলে না। যে জায়গা দিয়া কথা বলে তা সেফটি ট্যাংকের কীটদের জন্য বড়ই মজাদার হয়। মনে করেন যে এরা মাঝে মাঝে একটু বাইরে এসে ভো ভো করে :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০২

ধীবর বলেছেন: ঠিকই বলেছেন বা জি ভাই। এসব আগে চলতো। আর চলবে না, চলতে দেয়া হবে না। আমরা উড়ীসে জুড়ে বসিনি যে, আমাদের দেশপ্রেম শিখতে হবে, ভারতপ্রেমে মশগুল একটি দলের সমর্থকদের কাছ থেকে। জাশি যেমন স্বাধীনতা বিরোধী, আওয়ামি লিগ তেমনি। একজনের বাপ পাকিস্থানি হলে, আরেকজনের বাপ ইন্ডিয়ান।

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৬

রবি_জল বলেছেন: @ দিকভ্রান্ত*পথিক
আওয়ামিলীগ করলে প্রবলেম কি? কিন্তু অন্ধ আওয়ামিলীগ আর জামাত দুইটাই সমস্যা।

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জী, একটু পজেটিভলি পড়লে ধরতে পারতেন, ট্যাগ দেওয়া ছেলেখেলা বানিয়ে দিয়েছেন আপনারা, কথায় কথায় হাম্বালীগ বলে দমন করে, চাঁদুভাই কি পোস্টে হাম্বালিগ বলেন নাই? উনিই উত্তর দিক!? তাহলে ? ট্যাগ দেওয়া হবে জামাতিদের মত, আর দাবি করবেন জাতিয়তাবাদি, এই বিষয়টাই দন্দ সৃষ্টি করছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৫

ধীবর বলেছেন: আমরা আওয়ামি লিগের অন্ধ সমর্থকদের পোস্ট এড়িয়ে যাই। কারণ সেখানে বাস্তবতা থাকে না। থাকে, দলীয় দালালি, মিথ্যাচার আর নগ্ন ভারত দালালি। এর বিপরীতে যখন আমরা কেউ পোস্ট দেই, তখন আক্রমন আসলে, হাম্বালিগ না বলে উপায় কি?

দ্বন্দ ফন্দ বুঝি কম। একটাই বুঝি। সেটা দেশের স্বার্থের পক্ষ্যে আয়ামি লীগ বা ইন্ডিয়ান বিরোধিতাকারিদের ট্যাগিং করা হলে, প্রবল প্রতিবাদ করা হবে।

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৮

ঘুমকাতুর বলেছেন: পোষ্ট সরাই ফেলছে :|

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৬

ধীবর বলেছেন: পোস্ট সরাইলে লাভ নাই। যে পোস্ট দিছে, তারে সামু থেকে সরাইতে হবে।

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: @ রবি_জল, ভাই ভন্ডরা কি সহজে স্বীকার করবে যে সে আম্বালীগ? আমরা প্রকাশ্যে একটা পক্ষ। আর তারা সব সময় মতলবী...ঠিক ধরি মাছ না ছুই পানির মত :)

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: কাউরে আম্বালীগ বললেই কি ঢালাও ভাবে ছাগু বলতে হবে? এটা কোন ধরণের বিবেক? আম্বালীগ কি কোন গালির নাম? B-))

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৮

ধীবর বলেছেন: সেটাই বাজি ভাই। কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী।

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৫

ঘুমকাতুর বলেছেন: সাম্প্রতি সুশান্তের ঘটনায় অনেক ছুপা হাম্বার লেঞ্জা কিন্তু বাহির হইছে যারা নিজেরে ছাগু পাইটার কইতো ;) @বা জি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১০

ধীবর বলেছেন: সুদীপ্ত ও নাকি ওদের ভাষায় ছাগু। আর সুশান্ত কেডা? ওর দেশপ্রমের সনদ দেবার এজেন্সি কেডা দিছে?

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৬

রবি_জল বলেছেন: @ বাজি ভাই কথা সেটাই জামাতের উছিলায় বিএনপির বাড়ি থেকে চাল তুলে শিন্নি পাকাইতে চায় আওয়ামিরা !!! তারা ভুলে যায় সেই শিন্নি আর তাদের পেটে যাবে না যে শেষে :( :P :P :P :P

আরে ভাই ভন্ডামি আর কত করতে চাই ! ব্লগের লোকজন কি এতোই বোকা নাকি যে জামাতের উছিলাই চান্দু নিক ব্যান খাবে ?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৯

ধীবর বলেছেন: ++++ রবি ভাই।

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৭

প্রকৌশলী আতিক বলেছেন: হা হা সচেতন নাগরিক হইয়াও যদি আমরা নোংরা কাজে লিপ্ত হই, তাইলে কেমনে হবে ভাইসাব? আমরা তো অশিক্ষিত বা অর্ধ শিক্ষিত না।

সকলেরই শুভবোধদয় হোক।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৫

ধীবর বলেছেন: পুর্ণ সহমত আতিক ভাই। আছেন কেমন? অনেক দিন পর দেখলাম।

১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৭

নিয়েল ( হিমু ) বলেছেন: ধীবর দা অনেক পরিশ্রম করেন ব্লগে । আপনাকে সাধুবাদ ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৬

ধীবর বলেছেন: না ভাই। আমি দিন এনে দিন খাওয়া মানুষ। আপনাদের মত সময় দেয়ার সাধ্য আমার কই?

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: শুন, বাংলাদেশ জিন্দাবাদ, ছুপা না, প্রথম থেকেই একভাবে ছাগুদের বিরুদ্ধে আছি, তাও আবার ট্যাগ দিলি, কারন? কোন কারন নাই, কারন হচ্ছে তোমার আব্বা ছাগুদের দেখতারি না! এখন তুমি বলবা তুমি জাতিয়তাবাদি, তা তো মানব না!!! তুমি ছাগুদের বিপক্ষে থাকলে কানবা, তাইলে তুমিও ছাগু! ট্যাগ কেমন লাগে এখন? মজা পাস? ট্যাগ দেওয়ার আগে মানুষ চিনা কইলাম, নাইলে গালি খাওয়া লাগবে। খালি গালি।

লেখক, আপনার জাতিয়তাবাদি ব্লগারকে দেখেন? একচোখা হইয়েন না প্লিজ, দেখেন উনার আছরন। এখন জবাব দেন, এই রকম আছরন করলে একজন পতিতা, একজন ছাগু আর একজন জাতিয়তাবাদে কি পার্থক্য রাখল? পরিবেশ আপ্নারাই নষ্ট করছেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৫

ধীবর বলেছেন: প্রথম কথা হলো, আপনি জুম্মা জুম্মা ৭ দিন জন্ম নেয়া ব্লগার। আর বা জি ভাই আপনার চেয়ে অনেক সিনিয়ার ব্লগার। তাকে তুই তোকারি করার স্পর্ধা আপনি কোথায় পেলেন?

তার সাথে বেয়াদবির কারণে আমি আপনাকে এখন লাত্থি দিয়ে বের করে দিতে পারতাম। সেটা করলাম না যে বিশেষ কারণে, সেটা পরে টের পাবেন।

দ্বিতীয়ত, বা জি ভাই, ছুপা আওয়ামি লিগারদের কথা বলেছেন। আপনি তো আগেই ডিক্লেয়ার দিয়েছেন, আপনি আওয়ামি লিগার না। তাহলে বা জি ভাইয়ের কথায় আপনার গা জ্বলা শুরু হলো কেন? এজন্যইই কি বলে লেঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড?

তৃতীয় কথা হলো, জাতিয়তাবাদি মানেই হলো বিএনপি এই রকম তথ্য আপনাকে কে দিলো?

চতুর্থ কথা হলো, এই পোস্ট সংক্রান্ত কোন মন্তব্যই আপনি করেননি। অথচ একখানা ভাঙ্গা রেকর্ড বাজিয়ে যাচ্ছেন।

আমার এখানে মন্তব্য করতে চাইলে ২ টা জিনিস মনে রাখবেন। সিনিয়ারদের শ্রদ্ধা করা আর পোস্ট সংক্রান্ত যৌক্তিক মন্তব্য।

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৩

বাকাট্টা বলেছেন: দিকভ্রান্ত*পথিক @ আপনাদের যখন জন্ম হয় নাই তখন মশিউর মামা ব্লগে ছাগু াপাইছে। তারে আপনারা ছাগবান্ধব বানাই দিলেন। কেন? সে প্রকাশ্যে বিএনপির পক্ষে কথা বলে তাই। আরে ভাই বিএনপি মাঝে ছুপা নাই। ছুপা হাম্বালীগে থাকে। দরকার পড়লে হাসিনা বুবুরে জিগান। সেও এই কথা কইবো

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩১

ধীবর বলেছেন: আমাদের মধ্যে মশিউর মামাকে সব সময় দেখতাম জাশি দমনে সক্রিয়। তাকেও শ্রেফ আওয়ামি আর ভারত বিরোধীতার কারনে ট্যাগিং করা হয়েছে। এই সব নোংরামি বন্ধ করতেই হবে।

২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: বিগত চার বছরের বেশী সময় ধইরা আমারে, ধীবর ভাইরে এমনকি দাসত্বরেও ছাগু বলছে...তো কুন বাল ফালানি গেছে? সবাই কি তোর মত অসভ্য বাকশালী?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫

ধীবর বলেছেন: শান্ত হন বাজি ভাই। ধর্মের কল বাতাসে নড়বেই।

২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: খুব ভালো। আমাকে গালিও দেবেন, আবার ব্যানও করবেন। শুভকামনা। আপনারা ভালো থাকবেন। এটাই আশা করি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৯

ধীবর বলেছেন: আপনার ঐ পোস্টে আমাকে ব্লক করেছিলেন কেন? সত্য সহ্য হতো না? আপনাদের মত মানুষদের ব্লগে প্রয়োজন নেই। খুশিমনে বিদায় জানাচ্ছি আপনাকে।

২৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২০

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ধীবর ভাই, আপনি পোস্ট দিয়ে বিএনপি'র ব্লগারদের এক হতে বলেছিলেন, ছাগুদের প্রথম হতেই দূরে সরে যেতে বলেছিলেন। কিন্তু এরপর শিবসেনারা আম্বাদের সাথে মিশে আমাদের জঘন্য গালাগালি করল। তখন আপনি কই ছিলেন দিকভ্রান্ত পথিক, কিছু প্রতিবাদ করেছিলেন কি? ব্লগে আসল গালিবাজ কে সবাই জানে, আর আপনি গালিবাজ জেনেও তার সাথে ফেসবুকে খাতির করার জন্য উতুপুতু করেন। এইটা কি পুরোই দ্বিমুখী নীতি হয়ে গেল না?

আমরা জাতিয়তাবাদেরা সচেতন ভাবেই ছাগু এড়িয়ে চলি, তাও হাম্বাদের চিল্লাচিল্লি থেমে নেই। ভেবেছিলাম সামু তার আচরনে পরিবর্তন আনবে, কিন্তু যেই লাউ, সেই কদু। দাঁড়িপাল্লা আবারও ধমাধম নিকে ফিরে এসেছে, কিন্তু নির্বিকার। মডু হয়ে যদি আমাদের বিরুদ্ধে এভাবে কাজ করেন তো প্রকাশ্যে বলুন। আর যদি বারবার ঘুমিয়ে থাকার দোহাই দেন তো বলব, ফেসবুকে ঘণ্টায় ঘণ্টায় স্ট্যাটাস না দিয়ে নিজের কথার সত্যতা বজায় রাখবেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯

ধীবর বলেছেন: চান্দুভাই, ঠিকই বলেছেন। যারা ছাগু ফাইটিং এর আড়ালে আওয়ামি আর ভারত বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ করে, ওরা আরেক ধরণের রাজাকার। ব্লগে পুরানো বা নব্য কোন রাজাকারের ঠাই হবে না। আর দাড়িপাল্লার ব্যাপারটাও প্রতিরোধ করা হবে। চোখ কান খোলা রাখুন।

বাংলাদেশে কোন ধর্মীয় বা ধর্ম বিদ্বেষি উগ্রবাদি বা পাকি ইন্ডিয়ান কোন দালালকে প্রশ্রয় দেয়া যাবে না।

২৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২২

মাহমুদুর রাহমান বলেছেন: হমম
বাকশালি চেতনা। এক দেশ, এক নেতা, এক বদনা( চেতনা) ভিন্ন মত মানেই যা ইচ্ছে বলতে পারো। X( X(

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪০

ধীবর বলেছেন: মাহমুদ ভাই, কেউ যদি মনে করে দেশের স্বাধীনতা কারো বাপের তালুক, তাহলে মস্ত বড় ভুল করবে।

২৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৩

চাঁপাডাঙার চান্দু বলেছেন: এসেছে দায়িত্ববান হিজড়াটা। ঘুরে ঘুরে আমার নামে বদনাম করবে, আবার আমার পোষ্টে গিয়ে চাম খাবে। আমার নামে পোস্ট দিয়া আমারেই ব্লক করে রাখছস কেন? তুই আমারে ছাগু বলিস, পারলে একটা প্রমাণ দে কই ছাগু'র পক্ষে বলছি। আমি নিশ্চিত তোর বাপ-চাচারা রাজাকার ছিল। আমি স্ক্রিন শট দিয়ে যেই প্রমাণ দিছি, সবাই জানবে দায়িত্ববান একজন হিজড়া।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩

ধীবর বলেছেন: শান্ত হোন চান্দু ভাই। এই ধরণের ব্লগারদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবেই। ওদের কাছে প্রমান চেয়ে লাভ নেই। কারণ ওদের উদ্দেশ্য আওয়ামি আর ভারত বিরোধীদের কন্ঠরোধ। সেই অপচেস্টা সুল হতে দেয়া যাবে না।

২৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৫

নিশাচর ভবঘুরে বলেছেন: ব্লগ আসলে কিছু হরিদাস পালে ভরে গেছে। কি-বোর্ডে এরা সব াপিয়ে একাকার করে। রাস্তায় এদের কোনদিন দেখা যায়নি, দেশের জন্য। মাঝে ব্লগে একদল হরিদাস পালের আবির্ভাব হইছে। তাদের কলকাঠি আবার এমন কিছু ব্লগারের হাতে, যাদের আমরা কয়েকজন দুই পয়সার পাত্তা দেইনাই। এরা তাই, তাদের পুতুলগুলো লেলিয়ে দিয়েছে, আমাদের পিছে। এইসব হরিদাস পালকে আগেও গোনায় ধরিনাই, এখনো ধরবোনা। এরা ছাগু বলে চিৎকার করে, ছাগুদের সাথে সঙ্গম করুক। আমাদের কিছু যায় আসেনা, আমরা জানি, আমরা কোথায় আছি। আমরা কি ভাবি। এইসব স্পাইনলেস নিয়ে ভেবে কোন লাভ নেই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৫

ধীবর বলেছেন: ধন্যবাদ নিশা ভাই। এদের একজন আবার ধীমান অনাদির পোস্টে গিয়ে ম্যাৎকার করেছে যে, আমি আপনি আর ধীমান নাকি একই লোক। এদের বিদ্যার দৌড় কত জানি না। তবে বুদ্ধির দৌড় যে সীমিত, সেটা জানি।

২৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: @ বাকাট্টা ভাই, যার যে রকম বদ খাসলত। আমরা এখানে কাউকে তুই করে বা গালি দেই নি। কিন্তু বাকশালী কুলাঙ্গাররা তথ্য ও যুক্তিতে না পেরে খালি গালিই দেয়। ওদের বস গুলা যেমন অমি পিয়াল সহ বাকী সব বাকশালী গুলা কবেই সামু ছাইড়া ভাগছে। অথচ এরাই আমাকে ও ধীবর ভাইকে নোংরা কথা বলত। এই কুত্তা গুলা মনে করে তারা যা ভাবে সবাই সেটাই ভাবে। এই জন্য আজকে তারা পশ্চাৎদেশ দেখায়া সামু থেকা নিরুদ্দেশ :)

২৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৩

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: বিএসএফ কতৃক ফেলে দেওয়া বির্য হতে জন্মানো জারজ গুলার প্রসব বেদনা উঠছে ,,,, এই পাচ বছরে জারজ গুলা অন্যায় ভাবে দুর্নীতি করে যা যা কিছু খেয়েছে গলার ভিতর হাত ভরে সব কিছু টেনে বের করে আনা হবে কোন কিছুই হজম করতে দেওয়া হবে না ,,এখানে কথা হচ্ছে উৎকৃষ্ট জাতের ভাদা দায়িক্তবান নাগরিক কে নিয়ে , সেখানে @দিকভ্রান্ত*পথিক আপনি কেন তাকে ডিফেন্ড করার জন্য পাগলের মত পাছার কাপর তুলে ছুটে এসেছেন ? আবার দাবি করেন আপনি আওয়ামিলীগ করেন না বা অন্যায় ভাবে কাউকে ছাগু ট্যাগ করেন না আপনার কাহিনী কি একটু খুলে বলবেন , আপনাকে সবসময় দেখি জাতিয়তা বাদি দের পোস্টে গিয়ে চিল্লা চিল্লি করতে ঘিলু বিহীন ভাদাদের মত , কিন্তু আপনাকে তো আমার বুদ্ধিমানই মনে হয়(!)

৩০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪১

ঘুমকাতুর বলেছেন: @সাজাপ্রাপ্ত পলাতক আসামি :P :P :P =p~ =p~ =p~ ছি ভাই এইভাবে কেউ কাউরে দেয়?? :P :P :P

৩১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৫

রবি_জল বলেছেন: @ দিকভ্রান্ত*পথিক

আবে জাবে খেওয়াইয়া বোয়াল দিওনা চেতাইয়া ! শেষে ঠেলার চুটে রক্তবমি হবে যে..... X(

৩২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৭

ধীবর বলেছেন: অনুরোধ করছি, সবাই শান্ত হন। আমরা নিয়মতান্ত্রিকভাবেই আমাদের প্রতিবাদ চালিয়ে যাবো।

৩৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৮

নিশাচর ভবঘুরে বলেছেন: ধীমান অনাদি একসময় আমি ছিলাম, এটা সবাই জানে। তবে এখন আর এই আইডি কার, এটা কেউ জানবেনা। আমি দিয়ে দিছি, এই আইডি, এক বিশ্বস্ত হাতে।

৩৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫০

নিশাচর ভবঘুরে বলেছেন: আর আপনি আর আমি এক? =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
স্পাইনলেসগুলোর মাথা থেকে ওদের গুরুরা কি সব বুদ্ধি বের করে নিছে? |-) |-) |-) |-) |-)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৮

ধীবর বলেছেন: হাহাহা ওদের বুদ্ধিই আছে কই যে বের করে নেয়া যাবে। ;)

৩৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০২

বাকাট্টা বলেছেন: ভাই মন্তব্য মুছলেন :( ওই হারামীটা বা জি ভাইরে নিয়া উল্টা পাল্টা বকেছে। তারে সত্যিই আমি দেখে নিবো

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৪

ধীবর বলেছেন: কি করবো? বা জি ভাইকে অসম্মানের ব্যাপারটায় আমিও দুঃখ পেয়েছি। কিন্তু গালি দিয়ে যদি কাজ হতো, তাহলে আমিই গালিটা দিতাম আগে। আমরা নিয়মের মধ্যে থেকেই কাজ করে দেখি, ফলাফল কি দাড়ায়। সব কটা অপশন তো আর বন্ধ করা না।

৩৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১১

টুনির জামাই বলেছেন: ফেসবুকে লিন্ক পেয়ে আসলাম।এসে দেখি চান্দু ভাইকে ট্যাগ দেয়া হচ্ছে।

=p~ =p~ =p~ =p~ আমাকে কেউ ধরেন রে ভাই

কোন নিকে চান্দু ভাইয়ের কাছে ডলা খেয়ে এই নিকে এসে কাদছে কে জানে =p~ =p~



এই দেখেন এর অবস্থা। অন্যায় করলে ব্লগার করেছে।সে আবালের মতন সামুরে ফালতু ব্লগ বলে অন্য ব্লগের গুন গায় ।

দিক ভ্রান্ত @ নামের মতো দিক বিদিক হারাইয়া সব পোস্টে গিয়া পেমেন্ট হালাল করতে গিয়ে নিজের ুটু মারা দিয়েন না।

আর লীগের করলেই যে স্বকীয়তা বিসর্জন দিয়ে বিরোধীদলের নাম জপতে হবে এমন তো কথা নাই।কিন্তু আপনার পোস্ট দেখে লীগ নামের কলংক কিছু ভোদাইয়ের দেখলাম আগুন ধরে গেছে।এরা যেমন খুশি তেমন লেখো স্টাইলে বি এন পির বিরুদ্ধে পোস্ট দেয়া শুরু করেছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২২

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ জেমস বন্ড (গোয়েন্দা অর্থে) ভাই। আপনি দেখি অনেক অজানা তথ্য ওপেন করে দিলেন। দেখুক সাধারণ ব্লগার আর সামু কর্তৃপক্ষ যে, চেতনার আড়ালে কি ধরনের কালসাপ সামুতে বিচরণ করছে।

৩৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৪

ম.র.নি বলেছেন: @টুনির জামাই: চরম একটা কাজ করেছেন।সামুর পাহাড়াদার সামুরেই কয় ফাল্তু।লজ্জা থাকলে ও যেন আর মুখ না দেখায় সামুতে।এমনিতেই ও চান্দু ভাইয়ের লগে ক্যাচালে পঁচে ঘঁন্ধ বের করে পোস্ট সরাতে বাধ্য হয়েছে।আবার আপনি নিয়ে আসলেন আরেক এক্সক্লুসিব ইনফো।কমেন্টে প্লাস

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৮

ধীবর বলেছেন: সহমত রনি ভাই।

৩৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩০

দায়িত্ববান নাগরিক বলেছেন: টুনির জামাই @

সামুতে ছাগুদের লাই দেয়া নিয়ে আমার পোষ্ট দেখলেই বুঝতে পারবেন আমার কমেন্টের কারন। ছাগুদের আমি ঘৃণা করি, আর সামুতে মনের সুখে এরা ব্লগিং করে। স্ক্রিনশট নিয়ে এসে ভুল বিশ্লেষন করা হতে বিরত হোন। এক ব্লগারকে হুমকি দিয়েছে কেউ, তাকে সান্তনা দেয়াই উদ্দেশ্য ছিল।
সামু এখন ছাগুর খোয়ার - সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩২

ধীবর বলেছেন: ছাগু ঘৃণা করেন ভালো কথা। কিন্তু জাতিয়বাদিদের ট্যাগিং করলে খবর আছে, এটা বলে রাখি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৬

ধীবর বলেছেন: অপেক্ষায় আছি কখন আপনি ওই পোস্ট দেবার জন্য ক্ষমা প্রার্থনা করে পোস্ট দিবেন, সেটার দেখার।

৩৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৪

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: সামু দুধ কলা দিয়া কাল সাপ পুষতাছে দেখি @ টুনির জামাই চরম ভাই

৪০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৭

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: ধীবর ভাই কি রাগ করেছেন আমার কমেন্টে ? সরি ভাই , মাথা গরম হয়েগেছিল বাজি ভাইকে অপমান করার করনে তাই ভাষাটা খারাপ হয়েগেছে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪০

ধীবর বলেছেন: না ভাই। আমি বুঝি আবেগ ধরে রাখা মুশকিল। মাথা গরম করে লাভ নেই। উলটা আমাদেরই দোষ ধরবে মডু। একারনেই শান্ত থাকার জন্য বলছি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে, ঘি উঠানোর ব্যাবস্থা তো খোলাই আছে। ধন্যবাদ আসামী ভাই।

৪১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪১

চাঁপাডাঙার চান্দু বলেছেন: দায়িত্ববান হিজড়া এখন আইসা এখন নিজের চারিত্রিক সার্টিফিকেট দিচ্ছে। তুই আমারে ছাগু কইয়া পোস্ট দিছস, আগে সেই প্রমাণ দে। পোস্ট দিয়া আবার ছাগু'র মত আমারে ব্লক কইরা রাখছ হিজড়া কোনহানকার!! আমি তো বললামই, তুই আসল হিজড়া আর তোর বাপ চাচা রাজাকার।

তুই নিজেই স্বীকার করছস এক সময় মাল্টিবাজি করতি, আর এখন আরেকজনরে কস!!

৪২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: চাঁপাডাঙার চান্দু @

আগে ছিল এখন নাই। ওটা ফান পোষ্ট ছিল। গালাগালি করেন, সমস্যা নাই। আপনার মেন্টালিটি চেনা আমার বাকি নাই।

৪৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৭

বিডি আইডল বলেছেন: এইসব সিন্ডিকেটেড ব্লগিং। ইগনোর করেন ধীবরদা। পোষ্ট রিপোর্ট করে কেটে পড়েন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫০

ধীবর বলেছেন: বিডি দা সাথে থাকার জন্য ধন্যবাদ। এই সব সিন্ডিকেটিং বুঝি না। তেরামি করলে ঘাড়ে দেয়া হবে। দুই দিন আগেও মাল্টি দিয়ে কোন জারজ পোস্ট দিয়েছিল। সেখানে আওয়ামি বিরোধীদের ট্যাগিং করা হয়েছে। আপনার নামও সেখানে দিয়েছিলো। এদের কিছু না বলতে বলতে মাথায় উঠেছে। সময় হয়েছে এদের লাত্থি দিয়ে মাটিতে নামানোর।

৪৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫২

দায়িত্ববান নাগরিক বলেছেন: ক্ষমা প্রার্থনার কি আছে? আমাকে আগে গালি দিছে। লাইফে কোনো রাজনীতি করি নাই, কিন্তু প্রথমে আওয়ামী হাম্বা বলছে কিছু বলি নাই, পরে প্রশংসার জবাবে হিজড়া বলছে। ক্ষমা কার চাওয়া উচিৎ?

৪৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৫

টুনির জামাই বলেছেন: দায়িত্ববান নাগরিকের ফ্রেন্ডলিস্টের একাংশ দেখেন


নীরব নিলয় জামাতি ছাগুরে বোগলের নিচে রাইখা সে সামুতে এসে ছাগু ফাইট দেয়।কালে কালে আর কতো লীলা দেখবো গো =p~

আরেকটা দেখেন "টার্ন আউট" কিছুদিন আগে ফেবুতে হয়তো সবাই দেখে থাকবেন একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করার অভিনয় করে চড় মারে।এটা নিয়ে টার্ন আউটের স্ট্যাটাস দেখেন।


টার্ন আউটের মতোন পারভার্ট ও এর লিস্টে।মজার ব্যাপার কি জানেন ? টার্ন আউট আর দায়িত্ববান নাগরিক একই ব্যাক্তি হলেও আশ্চর্য হবোনা :) দুটি একাউন্ট ই আমেরিকা থেকে পরিচালিত ;)


৪৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৯

ঘুমকাতুর বলেছেন: @দায়িত্ববান নাগরিক তোমার এই নিকেরও তো বয়স কম না। সিনিয়র বিনিয়র সব চিনো। তাইলে মাথা খারাপ মানুষ চান্দুর কইলা কেন? এইটার প্রমান দাও। আর বিএনপির কেউ পোষ্ট দিলে তোমার ব্যাথা উঠে কেন? যাদের অনুসরণ অনুকরণ করো তাগোরে জিগাও খেলতে আইয়া কে কতোটা খুয়াইছে। মডু যতই তোমাগো পক্ষ টানুক বেয়াদপদের বেশীদিন বাচাইতে পারে না। আমরা ছিলাম, আছি, থাকবো। এই ধীবর ভাই, চান্দুর ছাগুরে দেয়া অনেক গালি আমি দেখাইতে পারবো, এই ব্লগেই আছে। কই তাদের কিচ্ছু হইছে? তাদের মন্তব্য যুক্তিও থাকে তারা বাসন মাজাদের মত ব্রেইনলেস না। আর কারো ঠোটে উঠার জন্য আমি ছাগু ফাইটার বলেও বেড়ায় না। বুঝছো??

৪৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৯

নিশাচর ভবঘুরে বলেছেন: @টুনির জামাইঃ এভাবে ফাঁস করে দেওয়া কি ঠিক ;) আপনে পাষাণ :( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( /:) /:) /:) /:) /:) :-P :-P :-P

৪৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০০

টুনির জামাই বলেছেন: আরো ক্লিয়ার করে বলতে ভুলে গিয়েছিলাম :( ২ জনেই টেক্সাস নিবাসি ;)

৪৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০০

চাঁপাডাঙার চান্দু বলেছেন: তুই হিজড়া তোর পোষ্টে ব্লক করে আবার এখানে আসছিস? তোর কি কোন লজ্জা নেই? আমি কি তোকে হিজড়া বলছিলাম, নাকি তোর আচরণ হিজড়াদের মত বলছিলাম? আমার পোষ্টে গুণ গেয়ে আবার অন্য পোষ্টে গিয়ে আমাকে ব্যান করার দাবী করবি তো তোকে আমি আদর করে উত্তর দিব? বললাম তো তুই একটা রাজাকার পরিবারের হিজড়া।

সবাই সময় মিলিয়ে দেখবে, তুই মানুষের সামনে ভালো বলে পিছনে কি করিস।

৫০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০২

দায়িত্ববান নাগরিক বলেছেন: টুনির জামাই @

নিরব নিলয় যে ছাগু এটা আমিই প্রমাণ দিয়ে পোষ্ট দিয়েছি।

Click This Link

ফেবুতে বেশি থাকি না। ওকে ডিলেট করা হয়ে উঠে নাই, আর সে ফেবুতে অ্যাক্টিভ না এজন্যও চোখে পড়ে নাই।

টার্ন আউট সামুতে ছাগুদের বিরুদ্ধে এক সময় অ্যাক্টিভ ছিল। ওর ঐ স্ট্যাটাসে আমিও বক্তব্যের বিরোধিতা করে কমেন্ট করেছিলাম। সেটা কেটে দিয়ে আপনার উদ্দেশ্য যে অসৎ প্রমাণ করলেন।

আপনাদের জন্য করুণা। ব্যাক্তিগত আক্রমন ঠিক না।

৫১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: এতজনের সাথে কথা বলা সম্ভব না। দু:খিত। হ্যাপি ব্লগিং।

৫২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৪

বিডি আইডল বলেছেন: সেই পোষ্ট যে পোষ্টের কাউন্টারে দেয়া হয়েছিলো...সেই লীগের ভদ্র ছেলেদের নাম চাওয়া পোষ্টটা মডুরা ১ ঘন্টায় হাপিস করে দিছে...কিন্তু সেই কাউন্টার পোষ্ট মনে হয় এখনও আছে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৮

ধীবর বলেছেন: এই ধারা বদলাতেই হবে। আবারও ধন্যবাদ বিডি দা।

৫৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৯

ঘুমকাতুর বলেছেন: টুনির জামাইরে মাসুদ রানা খেতাব দেওয়া হোক :P

৫৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১০

টুনির জামাই বলেছেন: হে মহান গিয়ানি তাহলে ২ টা কথার জবাব দিয়ে যান

২ জনেই টেক্সাস নিবাসী/ছাগু ফাইটারের বেশ ধরেন/মুখে নিউট্রাল বললেও প্রোফাইল,কমেন্টস, ফেবু একঊন্ট এর ইনফোতে লীগের দালালি কি করে বিশ্বাস করি যে ঐটা আপনি না ? ;)

আর আমার স্ক্রিনশট যখন নেয়া তখন শুধু ঐ কমেন্টস টা ছিলো।আপনার কমেন্টস টি করেছেন এর প্রায় ১ ঘন্টা পর।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৯

ধীবর বলেছেন: :)

৫৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১২

দায়িত্ববান নাগরিক বলেছেন: টুনির জামাই @

হাহাহা! ঐ স্ট্যাটাস কয়েক মাস আগের। বুঝসি ভাই। তালগাছ তোমার। হ্যাপি ব্লগিং।

৫৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৩

টুনির জামাই বলেছেন: ঘুমকাতুর @ মাসুদ রানা খেতাব চাইনা বাপু ! শুনেছি মাসুদ রানা নাকি দাঃ নাগরিক দের মতোন ই মেয়েদের ব্লগে লুল ফেলে বেড়ানো মানুষ ;)

ঐটার স্ক্রিন শট দিতে বলবেন না প্লিজ।দিয়ে শেষ করতে গেলে সকাল ১০ টা বেজে যাবে :(

৫৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৩

বাকাট্টা বলেছেন:


দায়িত্ববান নাগরিক বলেছেন: ব্যাক্তিগত আক্রমন ঠিক না।


কস্কি মমিন

৫৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৪

টুনির জামাই বলেছেন: নাগরিক @
তালগাছ আমার দরকার নাই ,আপনি বিদেশে থাকেন তাল গাছ পাবেন কই ? আপনিই রাখেন :)

৫৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৪

হাছন রাধা করিম বলেছেন: অসংখ্য ধন্যবাদ ধীবর ভাই এমন একটি পোষ্ট দেয়ার জন্য। এদের যন্ত্রনায় ব্লগে আসতেই বিরক্তবোধ করি।

বাবারা ছাগু ফাইটিং করছেন ভালো কথা কিন্তু আওয়ামী লীগ বিরোধী কোন কিছু লিখলেই যাকে তাকে ছাগু ডাকবেন কেনো? আবার হেড়ে গলায় ডাক পাড়বেন যে আমরা আওয়ামী লীগ করিনা। তাহলে আওয়ামী বিরোধিদেরকে ছাগু ডাকেন কোন যুক্তিতে? যত্তোসব!
@চাঁপাডাঙার চান্দু: ভাই এসব ফালতু ট্যাগিং এ কান দেবেন না। আর দাড়িপাল্লা নিকটি যে ধমাধম নিকে ফিরে এসেছে এটা আপনিও ধরতে পেরেছেন যেনে ভালো লাগলো। আমি ভেবেছিলাম কেউ এটার ব্যাপারে নজর দেয়নি। নিকটি আমি রিপোর্ট করেছি কিন্তু এটি এখনো বহাল তবিয়তে নানান ব্লগে উল্টা পাল্টা ইসলাম এবং মুসলমান বিরোধি কমেন্ট ক্রমাগতই করে যাচ্ছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৪

ধীবর বলেছেন: )ধন্যবাদ হাসন ভাই। আপনার সাথে পুর্ণ সহমত। আসলে, আমরা কিছু না বলতে বলতে এরা আকাশে উঠেছিল। আর না। যায়গা মত বাশডলা দিয়ে এদের রুখে দিতে হবে। সবাই একতাবদ্ধ আর দৃঢ় সংকল্প থাকুন।

আর দাড়িপাল্লা সাপের ৫ পা না দেখলেই নিজের প্রতি সুবিচার করবে।

৬০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: বাকাট্টা @

ফেবু আইডিটা আমার নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে হলেই ষোলকলা পূর্ণ হত। এটাই বললাম।

৬১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২০

ঘুমকাতুর বলেছেন: @টুনির জামাই জানা আছে এই নতুন সিন্ডিকেট কার ব্লগে লুল ফালায় ;) অনেকে প্রথমে ওই নিকরে াইয়া বলতো। ওইটাও কিন্তু আমেরিকা প্রবাসী। যাই হোক আমি বলতেছিনা ওইটাও একই ব্যাক্তি। সময়ে সবাই ধরা খায় ;)

৬২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৬

হাছন রাধা করিম বলেছেন: আরেকটা ব্যাপার আপনারা অনেকেই হয়তো খেয়াল করেননি যে যেদিন ছাত্রলীগের ছেলেরা বিশ্বজিৎকে কুপিয়ে মেরেছিলো সেদিন এসব তথাকথিত ছাগু ফাইটাররা কোন প্রতিবাদি পোষ্ট না দিয়ে অথবা কোন প্রতিবাদি পোষ্টে কমেন্ট না করে উল্টা কান্না আরম্ভ করে যে সামু ছাগুদের খোয়াড় হয়ে গিয়েছে এবং প্রতিবাদ স্বরুপ তারা তাদের সকল পোষ্ট ড্রাফট করছে।
তবে এই দায়িত্ববান নাগরিক সেদিন একটি প্রতিবাদি পোষ্ট করেছিলেন যদিও সেখানে তিনি কোথাও ছাত্রলীগের নাম উল্লেখ করেননি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৮

ধীবর বলেছেন: চমৎকার অব্জারভেশন হাসন ভাই। অনেকদিন ধরেই খেয়াল করেছি যে, আওয়ামি লিগের বড় মাপের পাপ ঢাকতে এরা অন্য ইস্যু নিয়ে ম্যাৎকার শুরু করে সেটা ঢাকা দিতে চায়। সবকিছুর পান রাখা হচ্ছে। না শুধ্রালে সাধারণ ব্লগারদের সামনে এদের কুৎসিত মুখ উন্মোচিত করে দেয়া হবে। আবারও অনেক অনেক ধন্যবাদ।

৬৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৪

সংশপ্তক২০১৩ বলেছেন: CaguDer brainnAmar baler soman.sob shala chagu Ei post e

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৪

ধীবর বলেছেন: শোন জাউরার পোলা। তোর যত নিকই থাক, তোরে খাইসি। তোরে খুইজা বের করা কোন ব্যাপারই না। যেইখানে থাকোস না ক্যান, তোর সব দিক দিয়া তেল বের করা হইবো। এই কমেন্টের জন্য না। তোর সেই কমেন্ট যেটা সব শেষে করছিলি। স্ক্রিণ শট নিয়া রাখছি। কেউ তোরে বাচাইতে পারবো না।

পাঠকদের জানাতে চাই যে, এই লাওয়ারিশ বস্তির পোলাটা, আমাদের জানা বোনকে খুব অশ্লিল ভাষায় আক্রমন করেছিল। যেটা আমিই মুছে দিয়েছি। এই স্ক্রিন শটটা আমি সামুর ফিড ব্যাকে পাঠাচ্ছি। এবং দাবি করছি, যেন এই বেজন্মাটাকে আই পি শুদ্ধ ব্যান করে।

৬৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫২

স্বাধীকার বলেছেন:
ইদানিং এমন কিছু নিকের জন্ম হয়েছে যে গুলোর কোনো বাপ মা নেই-স্রেফ জারজীয় আচরণ করছে। আমার নিক আমার কাছে খুবই প্রিয়, কারণ আমার আর কোনো নিক নেই, দরকারও নেই।
আমার সাম্প্রতিক পোস্টটিতে আমি কাউকে গালাগালি করিনি। ভিন্নমতকে আমার ব্লগে সব সময় স্বাগতম জানাই, যুক্তিতে কথা বলার চেষ্টা করি, মন্তব্যটাও যৌক্তিক আশা করি-যা অন্যায় নয়। তবুও কোনো একটি নিক (পাপী কয়েদী টাইপের হবে)একাধিক মন্তব্য করে সেই পোস্টে। আমার জবাবের প্রেক্ষিতে কোনো কথা না বলতে পেরে আমাকে উত্তেজিত করতে, গালিবাজিতে নামাতে অত্যন্ত বাজে কমেন্ট করে। আমি সেটা না মুছে তার সুস্থ্যতা কামনা করে জবাব দিয়েছি। জ্ঞানত কাউকে আমি গালি দিয়েছি এমন মনে পড়েনা-তবুও এদের রাগটা কিসের জন্য বুঝিনা। সন্দেহ নেই আমি সরকারের চরম সমালোচক, সরকারী ব্লগারদের বুঝতে হবে সবাই কি তাদের মতো সরকারের দালাল হবে নাকি, কিংবা ভিন্নমত কি থাকবেনা, নাকি দেশে বাকশাল কায়েম হয়েছে যে, সরকারী বেসরকারী সকল চাকুরীজীবীসহ সকল ব্লগারকে সরকারী দল করতে হবে বাধ্যতামূলক? কাউকে পছন্দ না হলেই ট্যাগিং, কারো ভিন্নমত থাকলেই তাকে হেনস্তা করা, কাউকে সিন্ডিকেটে না নিতে পারলেই ছাগুবান্ধব-এসব ট্যাগিং যারা করে-তারা হীনমন্যতায় ভোগে এবং তাদের অতীত কলুষিত বলেই ধারণা করি। নির্বিচারী ছাগু ট্যাগিংয়ের কারণে প্রকৃত ছাগুরা লাভবান হয়-এটা যদি তথাকথিত চেতনাধারীরা না বুঝে তাহলে তাদের সামনের দিনগুলোতে অনেক মূল্য দিতে হবে-কারণ ছাগুরা সংখ্যায় বেড়ে যাবে। যে ব্লগারের অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাবোধ নেই, সে একদিন ব্লগ থেকে বিতারিত হবেই-কেউ ঠেকাতে পারবেনা। কি রাষ্ট্রব্যবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কতটা ভয়ার্ত পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কতটা মডারেশনের অসহযোগিতার ভিতর আমরা যাচ্ছি-সেই বিবেচনায় আমাদের মাথা নষ্ট হতে পারতো, আমরা গালাগালি করতে পারতাম। কিন্তু আমরা আমাদের মতামত দিচ্ছি ঠান্ডা মাথায়, সেখানে সুখে থেকে আজাইরা যাকে তাকে ট্যাগিং করাটা স্রেফ মতলবী। সাম্প্রতিক খালেদা জিয়ার প্রবন্ধ নিয়ে কিছু ব্লগার যে ভাষায় আক্রমন ও অসন্মানজনক শব্দ ব্যবহার করে পোস্ট ও মন্তব্য দিয়েছে, জাতিয়াবাদীরা নিতান্ত ভদ্র বলে সেখানে কোনো ক্যাচাল লাগেনি, ব্লগও উত্তপ্ত হয়নি। অথচ এই রকম আচরণ আমাদের চেতনাধারীদের বেলায় প্রয়োগ করা হলে তারা কান্নাকাটি কিংবা গালাগালি করেই ভার্চুয়ালী লাশ ফেলে দিতো!! সব সহ্যের সীমা আছে, এই সীমা অতিক্রম করলে তা অসুন্দর হয়ে উঠে, ব্যক্তিগত শ্রদ্ধাবোধ ও সম্পর্ক গুলো ঝুঁকির মধ্যে পড়ে-এটা ব্লগারদের মাথায় সব সময় থাকা উচিত। এই ব্লগের ভিন্নমতের ব্লগারদের সাধ্যমত সন্মান দিয়ে কথা বলার চেষ্টা করি, কিন্তু আমি যখন দেখি কোনো জাতিয়তাবাদী সন্মানিত ব্লগারকে ২ মাসের কোনো জারজ নিক গালাগালি করে-তখন সেটা সহ্য করা কঠিন হয়ে পড়ে অনেকের জন্যই। তবুও আমি ধৈর্য্যধারন করার পক্ষেই অবস্থান নিবো, আমাদের মাথা যদি সময়ে কুল না থাকে, তাহলে আগামীর ক্রান্তিকাল আমরা পার করতে পারবোনা, মিথ্যাচারীরা জয়ী হবে-যা কোনোভাবেই কাম্য নয়।

কারো কাছে দেশপ্রেম শেখার জন্য, চেতনা শেখার জন্য আমাদের যেতে হবেনা-যতক্ষণ আমরা দেশের পক্ষে লড়াইয়ের মাঠে আছি। অন্যায় অবিচার অন্যায্যতা, সিন্ডিকেট, নির্বিচারী ট্যাগিং, দেশবিরোধী আতাঁত কিংবা চুক্তি, গণতন্ত্র হত্যাকারী যেকোনো কর্মকান্ডের বিরোদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ চলবেই চলবে। ভালো থাকবেন, শুভ কামনা ধীবর ভাই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৭

ধীবর বলেছেন: অসাধারণ একটি মন্তব্য স্বাধীকার ভাই। আপনার মত দেশপ্রেমিক কমরেডরাই বাংলাদেশের গর্ব। আশা করি আপনারর ক্ষুরধার লেখনি সব সময়েই দেশের স্বার্থের পক্ষ্যে সোচ্চার থাকবে। এটাই আমাদের সব চেয়ে বড় আশার কথা। অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ স্বাধীকার ভাই। :)

৬৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০০

হাছন রাধা করিম বলেছেন: অসাধারন একটি মন্তব্য করেছেন স্বাধীকার ভাই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৭

ধীবর বলেছেন: পুর্ণ সহমত হাছন ভাই

৬৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৬

স্বাধীকার বলেছেন:

ধীবর ভাই,

আমি সরি, যান্ত্রি্ক ক্রুটি কিংবা আমার মুর্খতার কারণে ৩ টি মন্তব্য হয়ে গিয়েছে। এই মন্তব্যটিসহ বাকী দুটি মন্তব্য ডিলিট দিবেন প্লিজ।
আমার কেবল ১ টি মন্তব্য রাখবেন দয়া করে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৮

ধীবর বলেছেন: কোন সমস্যা নেই স্বাধীকার ভাই। আসলে সামুর সার্ভার স্লো থাকলে এমন ঘটে থাকে।

৬৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: টুনির জামাইয়ের জন্য, টার্ন আউটের স্ট্যাটাসে আমার প্রতিবাদ দেখতে পারবেন। তারিখ ও সময় দেখলেই বুঝবেন। দু:খিত ধীবর ভাই।



০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪০

ধীবর বলেছেন: আমাকে দুঃখিত বলে লাভ নেই। চান্দু ভাইকে সরি বলেন। দ্বিমুখিতার কারণেই আপনাকে চান্দু ভাই কথাটা বলেছিল। আর আপনি পোস্ট দিয়ে তাকে সবার চোখে ছোট করতে চেয়েছিলেন। এটা মেনে নেয়া যায় না। ঠিক কাজটি করুন। সবার শ্রদ্ধা পাবেন।

৬৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪২

দায়িত্ববান নাগরিক বলেছেন: চাপাডাঙ্গার চান্দুকে আমার সরি বলার কিছু নাই। সে অপরাধ করেছে আমাকে গালি দিয়ে। ভালোকে আমি ভালো বলি খারাপকে খারাপ। কোনো অন্যায়ের প্রশ্রয় দেয়া আমার পক্ষে সম্ভব না। আবারও দু:খিত।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫১

ধীবর বলেছেন: যতদিন না সরি কইবেন, ততদিন লৌড়ের উপর রাখা হবে। ভালো কইরা কথাডা বুইজেন। এতক্ষন শুদ্ধ কইরা তো লাভ হইলো না। ব্লগ থেইকা আজাইরা ট্যাগবাজ এখন থেইকা লৌড়ের উপর থাকবো।

৬৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৫

টুনির জামাই বলেছেন: নাগরিক@

আরে গর্ধভ আমার কমেন্ট আরেকবার পড়ো।আমি বলছি আমি যখন এই স্ক্রিন শট নিয়েছি তখনো তুমি কমেন্ট করো নাই।আর তুমি স্ক্রিনশট নিছো আজকে।না বুইঝা ফাল মাইরো না।আমার স্ক্রিনশটে নোবেল এর কমেন্ট এর নিচে লেখা এবাউট ওয়ান আওয়ার এগো আরো তুমারটার মধ্যে ডেট আর টাইম দেওয়া।এর মানে হইলো আমারটা ঐদিন ঐ মুহুর্তে নেওয়া।আর তুমি মানুষরে কনফিউজ করতে চাইতাছো এই বুঝাইয়া যে আমি আজকে স্ক্রিনশট নিছি কিন্তু তোমার মন্তব্য বাদ দিয়ে :)

আয়োডিন যুক্ত লবন খাও।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫২

ধীবর বলেছেন: এগুলির দরকার ব্রেন ট্রান্সফিউশন। দেখেন না, ঘাড় তেরামি করতেছে। সে নাকি অন্যায় করে নাই। সবই বুঝবো, মাগার সব হারানের পর।

৭০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৭

টুনির জামাই বলেছেন: নাগরিক সাহেব আগ বাড়িয়ে চান্দু ভাইয়ের ব্যান চাওয়ার সময় খেয়াল ছিলোনা ? এক পোস্টে সালাম দিবেন আরেক পোস্টে ব্যান চাইবেন আরেক পোস্টে ছাগু ট্যাগ দিবেন তা হবেনা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৪

ধীবর বলেছেন: এই গুলি নিম্ন প্রজাতির দুই মুখা। মুখোশ উন্মোচনের জন্য আপনাকে ধন্যবাদ দিতে খাটো করতে চাই না। তবে আপনার ভুমিকার জন্ন্য নিঃসন্দেহে ট্যাগবাজরা অযথা ক্যাচাল করার আগে ২ বার ভাববে।

৭১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তথ্য ও যুক্তিতে না পেরে বাল গোষ্ঠী খালি ছাগু বলে কারণ তারা দেউলিয়া ও কুলাঙ্গার। এই কারণেই বিশ্বজিতকে হত্যাকান্ডের দিন যারাই প্রতিবাদ করছে সবাই ছাগু ট্যাগ খাইছে চিহ্নিত বাকশালীদের কাছে। এরাই আবার বিএসএফ কোন বাংলাদেশীকে হত্যা করলে বলে কোন ব্যাপার না। তাই হিন্দুস্থানী রামছাগলের বাচ্চারা তাদের ফেভারে না গেলে ছাগু বলে যাবেই। তবে বাকশালীদের মনে রাখা উচিত তাদের যেমন রোগ তেমনই ট্রিটমেন্ট দেওয়া হবে :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭

ধীবর বলেছেন: হিন্দুস্থানি রাম ছাগ্লদের দিন আসছে। কোরবানির আগেই কোরবানি দেয়া হবে। রেজালা বিরিয়ানি রোস্ট সব করা হবে ওদের। হ্যা, কোন কথা নাই, এখন থেকে মাইর হবে। এমন মাইর যে আওয়াজও হবে।

৭২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০২

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ঠিক বলছেন বাজি ভাই, ট্রিটমেন্ট দিয়া বাপের নাম স্মরণ করাইয়া দেওয়া হবে আবার। ;)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭

ধীবর বলেছেন: আজকে থেকেই শুরু হোক ট্রিটমেন্ট।

৭৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩২

ঘুমকাতুর বলেছেন: পোষ্টে আসা দুই ব্রেইনলেস আবাল আসলে খাসি।
নিজেদের সম্পর্কে অর্থাৎ খাসি সম্পর্কে আরও জানতে তারা তাদের নেতা গোলাম মাওলা রনি লাষ্ট লেখাটা পড়তে পারে। /:)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০

ধীবর বলেছেন: খাসিই ভালো। আমরা তো ক্যালকেশিয়ান না যে পাঠা খাবো। খাসি দিয়ে কত কত রেসিপি। মসল্লা রেডি করেন। খাসি কাটার ব্যাবস্থা হচ্ছে। ;)

৭৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: শুশিল নামক কিছু ইতরের ইতরামি সয্যের স্বচ্ছ সীমায় পৌছাইছে। এই শুয়োর গুলো নিজেরদের অখ্যাত একটা নিক থেকে নিজেদের বিরুদ্ধ-মতের ব্লগার দের বিরুদ্ধে পোষ্ট দিবে আর নিজ নামে সেই পোষ্টে গিয়ে ল্যাদানো শুরু করবে।


১ সপ্তাহ পূর্বে আপনাকে নিয়ে ভাইরাস০০২ নিকটা আপনার নিক ব্যানের দাবি করে একটা পোষ্ট দিয়েছিল। সে পোষ্টে দায়িত্ববান নাগরিক ও সাকিন উল আলম ইভান গিয়ে তার সাথে সহ মত প্রকাশ করে।


এর পরে আমি গিয়ে যখন তার অতীত কর্মকাণ্ড তুলে ধরলাম ও সমু ব্লগের নিতীমাল অনুযায়ী তাকে প্রশ্ন করলাম যে আপনি এই রকম পোষ্ট দিতে পারেন কি না? ম্যা ম্যা শুরু করল। সুশীল নাম ধারী হাম্ব গুলো আর সেই পোষ্টে পা মোড়ালো না।

গতকাল গিয়ে দেখি ভাইরাস০০২ নিকের আপনার ব্যান চাহিয়া দেওয়া পোষ্ট সহ সকল পোষ্ট মুছে ফেলেছে। আর এজ ঘুম থেকে উঠে দেখি ঐ ইতরগুলো আবার ইতরামি শুরু করেছে।

এই ইতর গুলো সিন্ডিকেট করে ইতরামি শুরু করেছে। প্রথমে আপনার নিকের ব্যান চেয়ে পোষ্ট, এর পর চাঁপাডাঙার চান্দুর ব্যান চেয়ে পোষ্ট এই ইতরদের পরিকল্পনা। এরা চাচ্ছে যে ঐ শুয়োর গুলো ছাড়া সামু ব্লগে যেন কোন ব্লগার সুস্হ্য ধারার ব্লগিং করতে না পারে।


তবে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই ঐ সকল ইতর দের পরিকল্পনায় ফাঁদে পা দিবেন না। গতকাল আমার নামে একজন পোষ্ট দিয়েছিল আমি সেই পোষ্ট একবার পড়েও দেখবার চেষ্টা করি নি।




০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ পলাশ ভাই। যথার্থই বলেছেন। এদের লজ্জা শরম আর আত্মসম্মান বোধ এতই কম যে, এদেরকে খাসি করে দিলেও আবার আসবে।

উহু ! এই সব চুদুর বুদুর চল্লবে না। মাল্টি নিকগুলির পেছনের নিক বের করে এর পর একটা একটা করে ঝুলানোর প্রক্রিয়া শুরু হয়েছে। শেষ দেখে এর পর ছাড়া হবে। কিছু না বলতে বলতে এদের পাখা গজিয়েছে। এবার থেকে ছেটে ফেলা হবে।

৭৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮

চলতি নিয়ম বলেছেন: ট্যাগবাজ ও ট্যাগবাজির বিরুদ্ধে প্রতিবাদ চলবেই

সহমত।

তাহলে এই পোস্ট থেকেই শুরু করুন। রাজি কিনা বলেন? ট্যাগিং আর গালাগালি এই পোস্টেও কি কম হলো এই পর্যন্ত? =p~

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮

ধীবর বলেছেন: আবার যদি দেখছি তোরে বেশি ফাল পারতে, তোর দুই গালে দুইটা চটকানা দিয়া সিধা কইরা ফেলমু। নয়া ব্লগার , নয়ার মত থাকবি।

তোর কি ধারনা আমরা চোখ বন্ধ কইরা থাকি? আমাগো গিবত গাইয়া পোস্টে পোস্টে মন্তব্য করোস? আর এইখানে সুশিলগিরি দেখাইতে আইছোস?

হারামজাদা, স্বরলিপির ব্লগে কি কইছিলি মনে আছে তো?

৭৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২

আহসান২০২০ বলেছেন: দুঃখিত আমি দেরীতে প্রবেশ করেছি। আর একটা এই রকম আবাল আছে। সেই আবালের দুইটা নিক। নিয়েল হিমু / হিমু নিয়েল। অযথাই আমার ব্লগে এসে গালাগালি করে। আমি তাকে রিপোর্ট করেছি এবং ব্লক ও করেছি। নিজেকে লীগের বড় কেউ কেটা কিছু দাবী করে। স্ক্রীণশট দিতে পারছি না, তবে আমার ব্লগে তাকে দেখা যায়।
এরা বোঝে না যে সবার কাছেই তাদের নেত্রী, তাদের দুর্নীতি, কর্মকান্ড ভালো লাগবে না এটাই স্বাভাবিক। প্রত্যেকের নিজস্ব মতামত থাকবে, থাকবে চিন্তাধারা। সেই চিন্তাধারা অনুযায়ী সে নিজেকে চালিকত করবে। কিন্তু আমার এজনের মতের সাথে অন্যের মত না মিললেই তাকে ছাগু ট্যাগ দেয়া, ব্যান করার আব্দার যেন তারা উত্তরাধিকার সুত্রে পেয়ে এসেছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮

ধীবর বলেছেন: লিমিট ছাড়িয়ে গেছে ওরা। এখন থেকে ফলভোগ করা শুরু করবে। কোন কথা নাই, ডাইরেক্ট একশন হবে।

৭৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩

বাকাট্টা বলেছেন: হাম্বার বাচ্চারা তোরা এত বড় মাস্তান হইলে ১৫ই আগষ্টের সময় মানুষের থিকা কান্দনের ভিক্ষা চাস কেন? এতই ম্যাতকার করস যখন কুন পাব্লিক তগো কথায় কান্দেরে? :#)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

ধীবর বলেছেন: এদের আবার শোক পালন। এমন একটা বিয়োগাকান্ত দিনে যারা লুটের পয়সায় হিন্দি গান বাজিয়ে বিরিয়ানি খেয়ে উৎসব পালন করে, ওদের আবার নীতি নৈতিকতা। ধিক এদেরকে।

৭৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪

চলতি নিয়ম বলেছেন: কোন ব্লগে কি কৈছিলাম মনে নাই, একটু মনে কইরা দেন? আর আপনার ব্লগে আপনারে একটা প্রশ্ন করছিলাম সেইটার উত্তর ও দেন নাই।


এত বেশী ফাল পার্তেছেন ক্যান? আমি আপনাকে কোনো গালি দিছি দিছি?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

ধীবর বলেছেন: ওই তুই কেডা রে যে তোর প্রশ্নের উত্তর দিতে হইবো। স্বরলিপির ওই পোস্টের মোবাইল ভার্সন আমার কাছে আসে। তোরে খোয়াড়ে ভরা হইলো।

৭৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

ঘুমকাতুর বলেছেন: চলতি নিয়ম তোর ভুত নিকটা কই? বেশী লাফাইছ না। তোদের আনেক খবরই আমাদের কাছে আছে। লেংটা কইরা ছাইড়া দিমু। মাইন্ড ইট

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

ধীবর বলেছেন: ওরে সবাই মিলে খোয়াড়ে ভরেন।

৮০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

এসকে বলেছেন: অনেকদিন থেকেই ব্লগ এ দেখছি যে দায়িত্ববান নাগরিক সবার ব্যান চায়। পুরান ব্লগার নতুন ব্লগার কাউকেও পাত্তা দেন না।কারো ব্যান দাবি করা অথবা ছাগু ট্যাগ দেবার আগে যাচাই বাছাই করার ও দরকার মনে করেন না উনি।
যাদের ব্যান চায় তারা সবাই উনার কাছে রাজাকার, যুদ্ধপরাধী। উনি হচ্ছেন ব্লগ এর একমাত্র দেশ প্রেমিক যিনি কিনা যুদ্ধপরাধীর বিচার নিয়ে চিন্তিত । আর বাকি সবাই রাজাকার।
বলে রাখা দরকার যে গত ২/৩ বছর এ অনেক ছাগু নিক ব্যান খেয়েছে। ওই নিক গুলা আবার নতুন করে এসে একটা প্লাটফর্ম তৈরী করার চেষ্টা ও করতে পারে। শুরুতে এসে রিভার্স খেলবে।পরে চেনাজানা হয়ে গেলে আসল রূপ এ ফিরে আসবে।যদি কোনদিন দেখি দায়িত্ববান নাগরিক কেই অদূর ভবিষ্যত এ যুদ্ধঅপরাধির পক্ষে সাফাই গেয়ে পোস্ট দিতে তাহলেও অবাক হব না।
তাই কোন নতুন ব্লগার কে অযথা ছাগু ফাইটার ভাবার ব্যাপরে সাবধান থাকা উচিত।
এত বড় মন্তব্য করার দরকার ছিলনা যদি উনি প্রমান দিতে পারত যে চাঁপাডাঙার চান্দু একটা ছাগু। কিন্তু চাঁপাডাঙার চান্দু ব্লগ ঘুরে তেমন কিছুই মনে হলনা। বরং অনেক প্রডাক্টিভ লেখা পরে আসলাম ফাক দিয়ে।সরকার বিরোধী কথা বলে হয়ত কিন্তু কোথাও দেখলাম না কোনো যুদ্ধপরাধীর পক্ষে কথা বলতে।
তাই প্রমান ছাড়া কাউকে অযথা ট্যাগ এর ব্যাপরে মডু দের শক্ত নিয়ম থাকা দরকার।এইসব দায়িত্ববান নাগরিক টাইপ সিন্ডিকেট ব্লগার দের এর জন্য অনেক ভালো ভাল ব্লগার নিজের লেখার সৃজনশীলতা হারিয়ে ফেলে।
আশা করি ব্যাপারটা ব্লগ কর্তিপক্ক বিবেচনা করবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

ধীবর বলেছেন: ধন্যবাদ এসকে ভাই। পুর্ণ সহমত। আসলে কিছু কিছু পোলাপান টাইপিংকেই মনে করে ব্লগিং। আর সামুকে মনে করে বাপের সম্পত্তি। যারা এই ধরণের ফালাফালি করে, ওদের আসল উদ্দেশ্য নিয়েই সন্দেহ জাগে।

৮১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

প্রজন্ম৮৬ বলেছেন: বাহ বাহ, জাতীয়তাবাদীদের এরকম সংগঠিত নিয়মতান্ত্রিক প্রতিবাদ দেখে খুব ভাল লাগলো।

অনেক কথা মনে পড়ছে :)

+++++++++++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ প্রজন্ম ভাই। আমাদের নীতি নৈতিকতা শিক্ষা বিবেক ইত্যাদি উন্নত বলেই সভ্য মানুষদের মতই নিয়মতান্ত্রিক ভাবেই প্রতিবাদ করি। যে কথাগুলি আপনার মনে পড়ছে, সেই কথাগুলি আমরা কেউই কিন্ত ভুলিনি।

৮২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২

আমরা বাংলাদেশি বলেছেন: কয়েকটা জারজের জালায় ব্লগ আসতেই মন চায় না। :-< |-)
আপনার পোস্টে প্লাস। :)

৮৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

আমরা বাংলাদেশি বলেছেন: ওহ আরেকটা কথা, বাংলাদেশ জিন্দাবাদ। 8-|

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

ধীবর বলেছেন: ধন্যবাদ আমরা বাংলাদেশি ভাই। আসলে আমরা সম্মিলিত ভাবে প্রতিবাদ করলে, এই হাতে গোনা কয়েকজন টাইপিস্ট সন্ত্রাসির সাধ্য কি যে আমাদের কন্ঠ রোধ করে?

৮৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

মাহির কাবির বলেছেন: jatiota badi der post hamba leugue der polapan der pristho deshe betha unuvuto hy...
blog sadharonoto chalanano hy na..tai temn jani na..
ekhane jatiyotabadi der ki kunu group ase,thakle janaben plz..
post valo lagce..
bangladesh jindabad

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ মাহির ভাই। শুনেছিলাম ফেস বুকে একটা আছে। যা বর্তমান বাকশালি সরকারের বদন্যতায় বন্ধ করে দেয়া হয়েছে। বিরোধী মত প্রকাশে বাধা দেবার পরিণতি কোনদিন শুভ হতে পারে না।

৮৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

ব্লাক উড বলেছেন: ঐ পাঠাদের নিয়ে এখন আর কিচ্ছু বলতে ভাল লাগেনা। +

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

ধীবর বলেছেন: ওদের নিয়ে কিছু বলা মানে অরণ্যে রোদন। তবে প্রতিবাদ করতেই হবে।

৮৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

সবুজ মেঘ বলেছেন: ট্যাগবাজ ও ট্যাগবাজির বিরুদ্ধে প্রতিবাদ চলবেই ... চলুক ... +++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ সবুজ মেঘ ভাই।

৮৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

টুনির জামাই বলেছেন: চলতি নিয়ম@

তুমির সুশিলতা দেখে বলতে ইচ্ছা করছে " মাইরালা আমারে মাইরালা" =p~ =p~

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

ধীবর বলেছেন: ওকে ওর যোগ্য স্থান খোয়াড়ে ভরা হয়েছে।

৮৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

কেনজিয়া বলেছেন: ট্যাগবাজ ও ট্যাগবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানাই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

ধীবর বলেছেন: সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ কেনজিয়া ভাই।

৮৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

চলতি নিয়ম বলেছেন: সবশেষ কমেন্ট, "ধর্ষকদের ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ" আর এই পোস্ট এর মাঝে অনেক মিল =p~ =p~

@টুনির জামাই আর ঘুমকাতুর, লেংটা করার অভ্যাস ছা ই ড়া দেউ। ঐটা ভালো মাইনষ্যের কাম না।

৯০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

শার্লক বলেছেন: অনেক দেরিতে চোখে পড়লো পোস্টটা। এই সেই ব্লগার দা.নাগরিক যে আমাকে রাজাকার ট্যাগ দিছিল সাথে আরো কজন আছে। এরা কোন কিছু না বুঝেই শুধু লাফাইতে পারে। সে বলে রাজনীতি করে নাই কোনদিন তাইলে সারাদিন ম্যাৎকার করে কেন ভন্ড যতসব। যখন সোনার পোলারা, সোনার নেতারা একটার পর একটা কুকাম করেই যাচ্ছে সেসব নিয়ে তারা কোন পোস্ট দেয় না আবার কুকাম নিয়ে পোস্ট দিলেও সেখানে গিয়ে কোন প্রতিবাদি মন্তব্যও করে না। করবে কেন? কারন তাইলে গালি নিজের উপর গিয়ে পড়বে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

ধীবর বলেছেন: শার্লক ভাই, সামুকে বাপের তালুক মনে করারা যদি মনে করে থাকে, ওরা যা খুশি বলবে আর করবে, আর বাকিরা চেয়ে চেয়ে দেখবে, তাহলে ভুল করবে। ওই দিন চলে গিয়েছে। এখন থেকে শক্ত প্রতিবাদ করা হবে। আপনার মন্তব্যের সাথে পুর্ণ সহমত। অনেক ধন্যবাদ।

৯১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

টুনির জামাই বলেছেন: চলতি @

ভয় পেয়োনা ,ভয় পেয়োনা
তুমায় লেংটা করবো না
ভাদা দের লেংটা করে
গন্ধ বের করবো না

৯২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

হাছুইন্যা বলেছেন: ট্যাগবাজ ও ট্যাগবাজির বিরুদ্ধে প্রতিবাদ চলবেই...

সহমত।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ হাছুইন্যা ভাই।

৯৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

তামিম ইবনে আমান বলেছেন:
আমি সামুতে সেইফ হওয়ার দুইদিন পরেই ট্যাগ খাইসিলাম /:)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

ধীবর বলেছেন: আপনাকেও ট্যাগিং করা হয়েছিল? ইয়া মাবুদ ! এরা দেখি অতি নিম্ন প্রজাতির প্রাণী। তবে ট্যাগিং এর বিরুদ্ধে প্রতিবাদ চলবেই।

৯৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮

ঘুড্ডির-পাইলট বলেছেন:
একটা নাস্তিক নিক থিকা আমারে ট্যাগ দিছিলো। কিন্তু আমি ট্যাগ ফ্যাগ ডড়াই না ।



বাই দা ওয়ে এইটা আমার আসল নিক না । :D সহ নিক ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

ধীবর বলেছেন: বলেন কি পাইলট ভাই? আপনিও ট্যাগিং এর শিকার। এই পোস্ট না দিলে তো জানাই হতো না, কত জঘণ্য মনবৃত্তির কিছু ফ্যাসিস্ট সামুর উদারতার সুযোগ নিচ্ছে।

৯৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

বাংলাদেশের আইডল বলেছেন: জনাব, সামুর এক নম্বর ট্যাগবাজ আপনি সেটা বললে কি ভুলো বলবো ?

আপনি ১০৮ ও ১১২ নম্বরের রিপ্লাই প্রমান করে আপনিই গিরিঙ্ঘিবাজ । ভুল বলেছি । সিন্ডিকেট টিকবে না , ধীবর ছাগু এইডা অনেকেই ভালো কইরা জানে ।

আপনেরে আমরা ছাগু বলেই ডাকুম

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

ধীবর বলেছেন: আপনার কথা মেনে নিতে রাজি আছি যদি আপনি স্বীকার করেন যে আপনি জন্ম পরিচয়হীন এক জারজ।

মাল্টি নিকে আর জীবনেও এইখানে ল্যাদাইতে আসবি না। লাত্থি দিয়া তোরে দূর করলাম। যা ভাগ !

৯৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

ঘুমকাতুর বলেছেন:

মানব সন্তান আর মাল্টির মাঝে মিল কি?
দুইটার মুখেই কথা ফোটে বাপ মায়েরে ডাকতে ডাকতে /:)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

ধীবর বলেছেন: আর বলেন কেন ঘুমকাতুর ভাই। চিহ্নিত এক জারজ সৎ সাহস নাই মাল্টি দিয়ে আসছে ল্যাদাইতে। লাত্থি দিয়ে তাড়াইছি ওরে।

৯৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

রাসেল মেটামোরফোজ বলেছেন: স্বাধীকার বলেছেন:
ইদানিং এমন কিছু নিকের জন্ম হয়েছে যে গুলোর কোনো বাপ মা নেই-স্রেফ জারজীয় আচরণ করছে। আমার নিক আমার কাছে খুবই প্রিয়, কারণ আমার আর কোনো নিক নেই, দরকারও নেই।


আমার কাছেও আমার নিক খুবই প্রিয়। কোন মাল্টি নিকের দরকার নাই।

@ স্বাধীকার গুরু, সালাম নিয়েন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

ধীবর বলেছেন: ধন্যবাদ রাসেল ভাই।

৯৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

ইমুব্লগ বলেছেন: ট্যাগবাজ ও ট্যাগবাজির বিরুদ্ধে প্রতিবাদ চলবেই
+

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

ধীবর বলেছেন: ইমু ব্লগ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৯৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ১ রবি_জল বলেছেন: @ দিকভ্রান্ত*পথিক
আওয়ামিলীগ করলে প্রবলেম কি? কিন্তু অন্ধ আওয়ামিলীগ আর জামাত দুইটাই সমস্যা।


বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: @ রবি_জল, ভাই ভন্ডরা কি সহজে স্বীকার করবে যে সে আম্বালীগ? আমরা প্রকাশ্যে একটা পক্ষ। আর তারা সব সময় মতলবী...ঠিক ধরি মাছ না ছুই পানির মত

শুন, বাংলাদেশ জিন্দাবাদ, ছুপা না, প্রথম থেকেই একভাবে ছাগুদের বিরুদ্ধে আছি, তাও আবার ট্যাগ দিলি, কারন? কোন কারন নাই, কারন হচ্ছে তোমার আব্বা ছাগুদের দেখতারি না! এখন তুমি বলবা তুমি জাতিয়তাবাদি, তা তো মানব না!!! তুমি ছাগুদের বিপক্ষে থাকলে কানবা, তাইলে তুমিও ছাগু! ট্যাগ কেমন লাগে এখন? মজা পাস? ট্যাগ দেওয়ার আগে মানুষ চিনা কইলাম, নাইলে গালি খাওয়া লাগবে। খালি গালি।

লেখক, আপনার জাতিয়তাবাদি ব্লগারকে দেখেন? একচোখা হইয়েন না প্লিজ, দেখেন উনার আছরন। এখন জবাব দেন, এই রকম আছরন করলে একজন পতিতা, একজন ছাগু আর একজন জাতিয়তাবাদে কি পার্থক্য রাখল? পরিবেশ আপ্নারাই নষ্ট করছেন।



ভাইজান, আপনারা অনেক পুরানা ব্লগার, কিন্তু আচরণ দেখে যা বুঝতেছি, একচোখা আর দমন ছাড়া এই এতদিনে আর কিছুই শেখা হয়নি।

প্রথমে রবি জল ভাই আমাকে উদ্যেশ করে কিছু একটা বলেছেন, প্রেক্ষিতে বা জি যেটা বলল ট্যাগ দেওয়া হলনাকি? আমি ট্যাগ খেতে অপছন্দ করি, কারন আমি মনথেকে জানি ট্যাগটি কতটা মিথ্যে। আমি দেশ ভালবেসে ব্লগিং করি। ট্যাগবাজদের বিরুদ্ধে প্রতিবাদ বিষয়ক পোস্ট দিয়েছেন, অথচ আমাকে ট্যাগ করল এবং আপনি স্বাগত জানালেন। তারপরে যখন আমি রেগে গিয়ে ট্যাগ দিলাম, তখন আমার নিন্দা করলেন! দারুন!!

কারো প্রতি খারাপ আচরণ করে থাকলে দুঃখিত। ছাগুদের বিপক্ষে ছিলাম আর আছি, আমাকে তবে জাতীয়তাবাদিরা ট্যাগ দেয় কেন? তাইলে কি ভাই ভাই মিল্যা গেল, আমরা শালার কে!?

দয়া করে উত্তর দিবেন, তর্ক করা আমার আগ্রহ নয়, আমি জাস্ট একটা সদুত্তর চাই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

ধীবর বলেছেন: আপনি ব্লগে কিছুটা সময় কমিয়ে দিয়ে বিশ্রাম নিন। ক্রমাগত ব্লগাসক্ত হবার ফলে স্বাভাবিক বুদ্ধি বিবেচনাওটা হারিয়ে ফেলছেন। এটা আপনার মানসিক সুস্থতার জন্য মঙ্গলজনক নয়। কিছুদিন ছুটি কাটিয়ে আসুন। লেখাটা মন্তব্যগুলি আবার পড়ুন। আমার উত্তরের জন্য অপেক্ষা করা লাগবে না। নিজেই বুঝতে পারবেন।

১০০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫

ইউসুফ আলী রিংকূ বলেছেন: আমি ব্লগে নতুন ৪ মাস ১ দিন

আমার ২য পোস্ট টি ছিল ব্লগ ডে সম্পর্কে , আমার পোস্টে যারা আসবে বলে কমেন্ট করেছিল আমি তাদের ই নাম লিস্টে আপডেট দি , লিস্টে একটা ছাগুর নাম ও ছিল আমি তখন কে ছাগু চিনতাম না

( সামু তে একাউন্ট খুলেছি গুগল মামার সজন্যে আগে থেকে কোনো ধারণা ছিল না )

কিন্তু আমাকে কোনো পরামর্শ না দিয়ে সোজা ট্যাগ সাথে বোনাস ছিল যে, ইচ্ছা করেই নাকি ছাগু দের নাম লিস্ট এ দিয়েছি আর কেউ যেন না জানতে পারে সে জন্য নিক নেম না দিয়ে আসল নাম দিয়েছি যেন কেউ চিনতে না পারে , সেই পোস্ট তা নির্বাচিত পাতায় ছিল , সেদিন আমার মন খুব ই খারাপ হয়েছিল , তাই বলব কাউকে ট্যাগ দাওয়ার পূর্বে ১০০% তার সম্পর্কে জানুন ।



সামু ব্লগ আমার খুব প্রিয় একটা ব্লগ এখানে রাজনৈতিক সহ সকল বিষয়ে আলোচনা থাকবে , সমালোচনা থাকবে , দেশপ্রেম থাকবে, কারো কোনো পোস্টে আপত্তি থাকলে যুক্তি সহ সেই পোস্টেই ব্যাখা দিবে , কারো কোনো পোস্ট ভালো না লাগলে এড়িয়ে যাবে অযথা বাক্তি আক্রমন করে গালাগালি না দিয়ে এবং সরাসরি কাউকে বাজে ট্যাগ করে পোস্ট না দিলেই ভালো হই ।

ট্যাগবাজ ও ট্যাগবাজির বিরুদ্ধে প্রতিবাদ চলবেই যদি তা দল মত নির্বিশেষে নিরপেক্ষ হই ।

নতুন ব্লগার হিসেবে যদি কোনো ভুল কথা লিখে থাকি তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই ।

ধন্যবাদ

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

ধীবর বলেছেন: রিংকু ভাই, প্রথমেই আপনাকে সুস্বাগতম জানাই ব্লগে। আসলে মাত্র হাতে গোণা কয়েকজন আওয়ামি লিগ পন্থি ব্লগারদের কারণে এই বাজে অবস্থার সৃস্টি হয়েছে। আওয়ামি লিগের নেতাদের কথার বাইরে গেলে, বা সরকারের সমালোচনা করলেই এরা বাকশালি কায়দায় কন্ঠরোধ করার চেস্টা করে। এদের কথায় হতদ্যম হলে চলবে না। যতক্ষণ সামুর নীতিমালা মেনে ব্লগিং করবেন, ততক্ষণ কারো সাধ্য নেই কোন ক্ষতি করে আপনার। আর এই ধরণের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য অনেকেই আছেন। তাই নিশ্চিন্তে আপন মনোভাব প্রকাশ করুন। আর ট্যাগ বা গালিবাজদের বিরুদ্ধে রিপোর্ট করুন।

১০১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১০

বিডি আমিনুর বলেছেন: এই রকম একটি পোস্টের আশায় ছিলাম অনেক দিন B-) B-) ধন্যবাদ ধীবর ভাই। এই সব হারামি গুলার জন্য সামুতে আসতে মন চায় না , এই সব ভণ্ড গুলারে সবসময় গদামের উপর রাখতে হবে ...... খোদার কসম করে বলতেছি আমি কোন রাজনীতি করিনা কিন্তু লীগে কে মনে প্রানে গ্রেনা করি যদিও আমার জম্ম টুঙ্গিপাড়ায়!!! এই লীগ যে কত টা উস্রিঙ্খল তা দেখে দেখে বড় হইছি!!! এখন এই সব কথা যদি সামিতে বলতে যাই ১০০% ছাগু ট্যাগ খাইতে হবে!!! অশ্লীল গালাগালি শুরু হয়ে যাবে!!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুর ভাই। গালাগালি আর অন্যায় ট্যাগিং এর বিরুদ্ধে নিয়মতান্ত্রিক ভাবেই আমাদের প্রতিবাদ চলছে এবং চলবে। ক্রিন শট রাখবেন। এর পর আমরা এক সাথে কর্তৃপক্ষের কাছে নালিশ জানাবো। কাজ হবেই ইনশাল্লাহ।

১০২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

চাঁপাডাঙার চান্দু বলেছেন: @দিকভ্রান্ত, তোমার সাথে এখন পর্যন্ত সবাই খুবই ভালো আচরণ করছে। কিন্তু তুমি নিজেকে বিরক্তিকর পর্যায়ে উন্নিত করে ফেলছ। তোমার ব্লগিং বয়স খুবই কম, ব্লগে এসেও কোন বিরুদ্ধবাদ বা অপ্রস্তুত অবস্থায় পড় নি। বলা যায় সোনার চামুচ মুখে দিয়ে ব্লগে এসেছ। না জেনেই তুমি অনেক ব্লগারের পায়েই পাড়া দিচ্ছ, পোষ্টের বিরুদ্ধে পোস্ট প্রসব করছ। এতে হয়তো, কারও বাহবা পাচ্ছ কিন্তু নিজের ব্লগিং এরই ক্ষতি করছ। উপরে যাদের নাম নিলে এদের নাম নেওয়ার মত বয়স তোমার এখনো হয়নি; আরেকটু সময় নিয়ে ব্লগটা ঘুরে দেখ, নিজেরই লাভ হবে।

১০৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: চাঁপাডাঙার চান্দু@ জামায়াত ছাড়া এবং শেখ মুজিব ও বাংলার প্রতি অবমাননাকারি ছাড়া কারো সাথে খারাপ ব্যবহার করা আমার নিতিবিরুদ্ধ।

কিন্তু ভাই দেখেন, লীগ না করার পরও শুধু মাত্র কলফেশন করেই আমাকে ট্যাগ খেতে হল! তার কি প্রতিবাদও করব না? উনারা পুরনো ব্লগার, তাই উনাদের দায়িত্বশীলতাও আমার থেকে বেশী হওয়া উচিৎ!! বলেন নয় কি? রবি জল ভাইয়ের সাধারণ মন্তব্যটি ট্যাগ এর দিকে নিয়ে যাওয়াতেই প্রতিক্রিয়া দেখিয়েছি। আর কিছুই না।

সিনিয়র কারো কষ্টের কারন হতে চাইনা, তবে, সিনিয়রদের দায়িত্ব নিয়ে কথা বলা উচিৎ, ভাল ব্যাবহার অবশ্যই পাওয়া যায়, যদি ভাল করা হয়। আমি অযথা কখনও কারো সাথে খারাপ ব্যাবহার করিনি।

১০৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

চাঁপাডাঙার চান্দু বলেছেন: @দিকভ্রান্ত, এই কারণে এটাও বুঝা উচিত অনেকেই শুধু জিয়ার নামে অপবাদ শুনেই লাগাম ছাড়া মন্তব্য করতে বাধ্য হয়।
বিশ্বাস করো ভাই, কিছুটা জেনে, পড়াশুনা করেই ব্লগে এসেছি। তাই নিজেদের দাবী এবং প্রিয় নেতার পক্ষে বলি। এবং অন্যদের জ্ঞান আমার চেয়েও ঢের বেশী। আপনার শেষ পোষ্টেই জিয়াকে কতগুলো গালি দেওয়া হয়েছে এবং দিয়েছেন?? অন্যের মূল্যবোধকে শ্রদ্ধা করুন, কাউকে ওয়াকওভার বলে মাঠ ছেড়ে দেওয়ার জন্য ব্লগে আসিনি।
আর ট্যাগিং এর নোংরা ইতিহাস জানতে একটা টিউটোরিয়াল দিয়ে গেলাম, বুদ্ধিমান হলে অনেক কিছু শেখার আছে এই পোষ্টে View this link

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৯

ধীবর বলেছেন: চোরা কি শুনবে ধর্মের কাহিনী, চান্দু ভাই?

১০৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এখানে আমি আগে কোন ব্লগারের নাম নিয়া সমালোচনা করি নাই। কিন্তু কি আর করার যাদের নৈতিক ভিতই নাই তারাই চরম অসহিষ্ণু হয়।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

ধীবর বলেছেন: আমি কলা খাই না বলে অনেকেই ধরা খেয়েছে। ;)

১০৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

Admiral General আলাদীন বলেছেন: ধীবর ভাই। আজ রাতে বাংলাভিশনের "নিউজ এন্ড ভিউজ" এ এসেছিল ব্যারিস্টার 'তুরিন'(নাম সঠিক মনে নাই) নামের একজন মহিলা । যিনি আইন বিষয়ে পিএইচডি ধারি। তিনি বললেন আবুল কালাম আজাদকে 'সেকশন ৪ এর ২ ' ধারায় মামলা করা হয়েছিল। যেখানে দেখানো হয়েছিল যে, আবুল কালাম আজাদ খুন ও ধর্ষনে নেতৃত্ব দিয়েছিল। তাই তার ফাঁসির রায় হয়েছে।

কিন্তু কাদের মোল্লার বিরুদ্ধে মামলা হয়েছিল 'সেকশন ৩ এর *' ধারায় (ধারার নম্বর মনে নাই)। এই মামলায় দেখানো হয়েছিল কাদের মোল্লা খুন ও ধর্ষনে অংশগ্রহনকারী ! অথাৎ নেতৃত্বে ছিলেন না। তাই তাকে কোনভাবেই ফাঁসি দেওয়া সম্ভব না। অর্থৎ আগেই ঠিক করা ছিল যে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হবে না ! সম্ভবত এই ধারায় হাই কোর্টে আপিল করেলও তার ফাঁসি হবে না।

ভাই এ ব্যাপারে আপনি একটু গবেষনা করুন। পরিচিত কোন আইনজীবির সাথে রায়ের ব্যাপারে আলোচনা করুন। এবং আওয়ামীলীগের মুখোশ উন্মচোন করুন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

ধীবর বলেছেন: আলাউদ্দিন ভাই, দেশের কি অবস্থা জানেন নাকি জানি না। এটা নিয়ে কেউই আলাপ করতে চায় না। অনেক ধন্যবাদ।

১০৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বাংলাদেশ জিন্দাবাদ@ আপনাকে অসম্মান করার কোন কারন ছিলনা, যদিনা আপনি রবি জল ভাইয়ের "আমাকে" করা মন্তব্যটিকে ট্যাগ এর দিকে টানতেন। আমি আগ বাড়িয়ে বলিনি। নোট প্লিজ।

চাঁপাডাঙার চান্দু@ ছাগু ও ছাগবান্ধব বাদে কারো সাথে বিরোধ নাই। আমি গল্প, কবিতাও লিখি। এজেনডা ধরে ব্লগিং করি তো শুধু দেশ প্রেম উদ্ভূত জাশি বিরোধিতা আর মুক্তিযুদ্ধের চেতনা থেকেই।

সত্যিকারের দেশপ্রেমিক ছাগুদের প্রতি সমর্থন বা ইভেন দয়াও দেখাবে, বিশ্বাস করিনা। জাতীয়তাবাদ ছাগুদের বিপক্ষে সোচ্চার হোক(এখন পর্যন্ত দুরাশা, আওয়ামীলীগের বিরোধিতা করতে গিয়ে জাতীয়তাবাদ যেন ছাগুদের সাথে মিলেই গেল!) এই ইচ্ছাই পোষণ করি!

১০৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৯

শিপু ভাই বলেছেন:
আমার বিবেচনা মতে সামুতে যারা প্রচলিত রাজনীতি নিয়ে বিশেষ করে কোন দলের পক্ষ নিয়ে ব্লগিং করে তারা কেউই সরাসরি রাজনীতির সাথে যুক্ত না (২/৪ জন থাকলেও থাকতে পারে)। তাই এসব বিষয় নিয়া হাউকাউ আমার খুবই অপছন্দ।

বর্তমানে এমন কোন রাজনৈতিক দল বাংলাদেশে নাই যাদের চোখ বুজে সমর্থন করা যায়। সবাই কাছাকাছি কোয়ালিটির এবং সেটা অবশ্যই নেগেটিভ।



এম্নেই আমাদের বিভেদ- বিবাদের অভাব নাই।

আর ভাল্লাগে না!!!


কাদেইরারে ফাস দিল না- এই দুঃখে বাচি না!!!




১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

ধীবর বলেছেন: ধন্যবাদ শিপু ভাই ঠিকই বলেছেন। অথচ এই দলের প্রতি অন্ধ ভক্তি থেকেই কিছু লোক প্রলাপ বকছে আর বাকশালগিরি দেখাচ্ছে। কাদের খুনির ফাসির দাবীতে আজ সারা দেশ প্রতিবাদি। আপনার দুঃখ নিশ্চই কমেছে।

১০৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

ইকবাল পারভেজ বলেছেন: সবচেয়ে বিরক্তিকর হচ্ছে সামুর এই ছাগু ট্যাগিং। এখানে এসে দেখলাম উপরের আশীর্বাদপুষ্ট কিছু গ্রুপ দেখি রাজনীতি থেকে শুরু করে(আমি জামাতি রাজনীতির কথা বলছি না) ব্যক্তিগত ব্যাপারেও কারো সাথে তর্কে না পারলে গালিগালাজ করে সম্বলিত-ভাবে তাকে ছাগু ট্যাগ দিয়ে দেয়। সেই সাথে কিছু সাধারণ ব্লগার আছে, যারা স্রোতে গা ভাসানো নীতিতে ঐসব গ্রুপের দেখাদেখি ছাগু ট্যাগিং করে। এসবের বিরুদ্ধে কিছু বলাও যায় না; বললে ছাগু ট্যাগের সাথে সাথে উপর থেকে বাণ খেতে হয়।
আরও চরম বিরক্ত হইছি এই ধরণের পোস্ট দেখে। অনেককে দেখলাম কিছু না জেনেই এর সাথে তাল মিলাচ্ছে।
চাপাডাঙ্গার চান্দুকে আমি চিনি না; তাঁর সম্পর্কে আইডিয়াও নাই। কিন্তু আপনার লেখার সাথে কিছু পরিচয় আছে। তাই আপনার কথার উপর ভিত্তি করেই, আর এর সাথে নিজের মত অনেকখানি মিলছে বলেই পোস্টে প্লাস।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ ইকবাল ভাই। আওয়ামি বিরোধী মাত্রেই ছাগু ট্যাগিং করে, এরা পরোক্ষভাবে জামাতেরই উপকার করেছে। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হবার জন্য জানাই অনেক কৃতজ্ঞতা।

১১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

শ্যামল বাংলা বলেছেন: ভিন্নমত পোষণ করলেই সামুতে নানান ট্যাগিং-এটাকে সামুর বর্তমান দ্বায়িত্ব প্রাপ্ত মডারেটরের পৃষ্ঠপোষকতায় আরো বেশী ব্যাপক ও ভয়াবহ আকার ধারন করেছে-যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা খুব নেই!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১১

ধীবর বলেছেন: তেনাদের আর কি ভাষায় বুঝালে তেনারা বুঝবেন, সেটা তেনারাই জানেন। অনেকদিন পর শ্যামল বাংলা ভাই। কেমন আছেন? ভালো থাকুন সব সময়।

১১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

মিথুন-১ বলেছেন: অন্যায় অবিচার অন্যায্যতা, সিন্ডিকেট, মিথ্যা ট্যাগিং, দেশবিরোধী আতাঁত কিংবা চুক্তি, গণতন্ত্র হত্যাকারী যেকোনো কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ চলবেই চলবে-সাথে থাকবো সব সময়। প্লাস।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১২

ধীবর বলেছেন: পুর্ণ সহমত মিথুন ভাই। অনেক অনেক ধন্যবাদ।

১১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

ইমুব্লগ বলেছেন: সত্য কথা বললেই-যুদ্ধাপরাধী/রাজাকার/ছাগু ইত্যাদি ট্যাগিং করা জালেমগীলের অভ্যাস।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১২

ধীবর বলেছেন: অন্যায় ট্যাগিং করলে পালটা আঘাত করা হবে। অনেক ধন্যবাদ ইমু ব্লগ ভাই।

১১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

মুনতাশীর বলেছেন: নিজ বিবেকের কাছে আমি স্বচ্ছ-কাজেই দূর্মূখদের ঐ সব ট্যাগিং ফ্যাগিং থোরাই কেয়ার করি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৩

ধীবর বলেছেন: কেয়ার তো করবেনই না, বরং অন্যায়ভাবে কেউ ট্যাগিং করতে আসলে পালটা থাবড়া দিবেন। ওরা এটারই উপযুক্ত।

১১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

আমি বীরবল বলেছেন: ধীবর ভাই, ভাকু/ভাদা নব্য রাজাকারেরা জাতীয়তাবাদিদের ঐসব ট্যাগিং করে লোম্বাও ফালাইতে পারবেনা-আমরা থামবোনা। জাতীয়তাবাদিরা রক্তবাজের উত্তরাধিকারী-আমাদের এক ফোঁটা রক্তে একশত নতুন জাতীয়তাবাদির জন্ম হবে।শরত চন্দ্র একজন জাতীয়তাবাদিকে ব্যান করলে হাজার জনের জন্ম হবে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৪

ধীবর বলেছেন: চমৎকার বলেছেন বীরবল ভাই। অনেক ধন্যবাদ। সরকারি প্রোটেকশনে থেকে ঘরের চিপায় বসে কি বোর্ড চেপে অনেকেই নিজেদের মস্তান মনে করে। এই ধরণের টাইপিস্ট মস্তানদের তুলোধুনা করতে আমাদের কি বোর্ডই যথেস্ট।

১১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

ক্ষুধিত পাষাণ বলেছেন: সাথে আছি-সাথেই থাকবো।

(ধীবর ভাইয়া, অফিশিয়াল কাজে ১০ দিন দেশের বাহিরে ছিলাম-ব্লগে বসার টাইম পাইনি-তাই যথা সময়ে মন্তব্য করতে পারিনি)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৬

ধীবর বলেছেন: আপনি দেখছি ইবনে বতুতাকেও ফেল করিয়ে ছাড়বেন ;) এত ভ্রমন? বাপ রে ! অনেক অনেক ধন্যবাদ ক্ষুধিত পাষাণ ভাই। এইবার দেশে রেস্ট করেন কিছুদিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.