নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৫২ আর ৭১ এর চেতনায় আছি বাধা

সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল

ধীবর

সাংবাদিক কলামিস্ট

ধীবর › বিস্তারিত পোস্টঃ

জাতিয়তাবাদিরা সামুর পাশেই আছে। তবে জঞ্জাল সরাতে হবে সামু কর্তৃপক্ষকেই।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪

এতদিন যে কথা মোটামোটি ব্লগের সবাই জানতো, আজ সে কথা চারিদিকে চাউর হয়ে গিয়েছে। যে কথা সামুর প্রতি আনুগত্য থেকে কেউ বাইরে প্রকাশ করেনি, সে কথাই আজ লোকের মুখে মুখে।



বহুদিন ধরেই বলছি, সামুর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। হয়তো জাতিয়তাবাদিরা সামুর বৈমাত্রেয় বলেই সে কথায় কান দেবার প্রয়োজন অনুভব করেননি সামু কর্তৃপক্ষ।



আর এখন? পত্রিকায় স্ক্রিন শট সহ প্রতিবেদন প্রকাশিত হচ্ছে নিয়মিত। সবাই জানছে যে সামু মানেই নাস্তিক ঘৃণাবাদি, আওয়ামি লিগ আর ছাগুদের লীলাভুমি।



সামুতে লাখ খানেক ব্লগার। এর মধ্যে সবাই কি ওই তিন গোষ্ঠির অন্তর্ভুক্ত? আসলেও কি তাই?



সামুর মডারেটরদের আচরণে অনেকেই ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ! কিন্ত তাই বলে ঢালাও ভাবে সবাইকে ওই তিন ঘৃণিত গোষ্ঠির প্রতিভু বানানোটা কি ঠিক হলো?



আমু ব্লগ তো শাহাবাগের আন্দোলনের দ্বিতীয় দিন থেকেই প্রচার শুরু করে যে সামু নাকি ছাগুদের প্রচারক্ষেত্র। এখন জাতিয়তাবাদি প্রচার মাধ্যম প্রায় একই রকম কথা বলছে।



প্রমান ছাড়া প্রচার মাধ্যমটি কিছু বললে, কেউ প্রতিবাদ করুক বা না করুক, আমি নিজ উদ্যোগে প্রতিবাদ করতাম। কিন্তুই অকাট্য প্রমানের বিরুদ্ধে এই সামান্য ব্লগারের কথা কান কে দেবে?



যতই ডিজিটাল বাংলাদেশের কথা বলা হোক না কেন, এখনও দেশের অধিকাংশ মানুষই পত্রিকার খবরের উপর নির্ভরশিল। তাই, ব্লগের প্রতিবাদ তত গুলি মানুষের কাছে পৌছাবে না, যত না পত্রিকার গুলি পৌছাতে পারে।

তাই সাধারণ মানুষ, ব্লগ নয় পত্রিকার প্রকাশিত খবরের উপরেই আস্থা রাখবে।



শুধু সাধারণ মানুষকেই দোষ দেই কি করে? উচ্চ শিক্ষিত স্বনাম ধন্য শিক্ষকই যখন লেখাচোর এক ঘৃণাবাদির সাথে সানন্দে ছবি তুলতে পারেন, সেখানে সাধারণ মানুষ কোন ছাড়?



এর দায় সামু এড়াবেন কি করে? বন্ধুপ্রীতি বাড়িতে আপ্যায়নের মধ্যে সীমাবদ্ধ না থেকে যখন অন্যান্য ক্ষেত্রেও প্রবল প্রভাব বিস্তার করে, তখন সেই ধরণের বন্ধুত্বের কারণে সুনাম হারানোটা কি খুব অস্বাভাবিক কিছু?



বাকস্বাধীনতাকে বাংলাদেশের প্রেক্ষাপটেই দেখতে হবে। যে সব প্রকাশনা পশ্চিমা বিশ্বের কোন ভ্রুকুটি ছাড়াই অনায়াশেই প্রকাশিত হতে পারে, বাংলাদেশে কি সেটা সম্ভব? আর বাকস্বাধীনতা মানেই গালাগালি, কুৎসা, অশ্লীল প্রচার, সেটা কোন অভিধানে আছে?



সম্ভব নয়। আর সেকারণেই বাংলাদেশকে পশ্চিমা বিশ্ব জ্ঞান করে কিছু করলে, বিপরীত প্রতিক্রিয়া হবেই।



এখন ক্রমাগত ত্রিমুখি প্রচারনার কারণে সামুকে নিয়ে প্রবল ভয় হয়। হাজার অনাদর আর অবহেলার মধ্যেও আমরা যারা নিখাদ ভালোবেসে সামুকে আপন জ্ঞান করে আসছি, তাদের ক্ষীণ ধবনির প্লাটফর্মটিও যদি বন্ধ হয়ে যায়, তাহলে এত এত ব্লগার কোথায় যাবেন?



জাতিয়তাবাদিদের মুখপাত্র হিসাবে তাদের পক্ষ্য থেকে সামুর প্রতি অকুন্ঠ সমর্থন জানালাম। তবে সেটা শর্তহীন নয়।



এতদিন ধরে স্বজনপ্রীতির কারণে, ভুল সিদ্ধান্তের কারণে দিন দিন সামুতে যে জঞ্জাল সৃস্টি হয়েছে, কঠিন হলেও সেই জঞ্জাল পরিস্কার করার উদ্যোগ নিতে হবে।



আমরা চাই একটি প্রকৃত নিরপেক্ষ ব্লগ হিসাবে সামু নিজের সুনাম অক্ষুন্ন রাখুক। এবং সেটা করতে গেলে কিন্তু সামুর নীতিমালার কোন পরিবর্তনের প্রয়োজন নেই।



যা প্রয়োজন সেটা হলো, তার নিরপেক্ষ প্রয়োগ। শ্রেফ পরিচিত বলেই বিশেষ কিছু ব্লগার বা গোষ্ঠি দিনের পর দিন নিয়মনীতি ক্রমাগত ভাঙতে থাকবে, আর পরিচয় সুত্র ধরে সামু এদের ব্যাপারে চোখ বুজে থাকবে, সেটা সামুর জন্য কল্যাণকর নয়।



এজন্য যে কোন ধরণের সহযোগিতা লাগুক, আমার দৃঢ় বিশ্বাস সামু প্রেমিক প্রতিটা ব্লগার সেটা করতে প্রস্তুত রয়েছেন।



সামু বাংলা ভাষার সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় একটি ব্লগ। মাত্র হাতে গোণা কিছু মানুষের জন্য এর কোন ক্ষতি হোক, এটা নিশ্চই সামু কর্তৃপক্ষ চাইবেন না? বিশেষ করে জানা আরিলের দ্বিতীয় সন্তান বলে পরিচিত সামু ব্লগ শুধু ব্লগ নয়, অনেক পরিশ্রম আর আবেগের ফসলও বটে !



তাই সামুকে সকল অকল্যাণ আর অনিস্টের হাত থেকে রক্ষা করার কঠিন পদক্ষেপটি জানা আরিলকেই সম্মিলিত ভাবে নিতে হবে। এজন্য যদি কেয়ার টেকার বদলাতে হয়, কিংবা আরো কোন কঠিন পদক্ষেপ নিতে হয় , তাহলে নির্দ্বিধায় নিন। একই পথ অনুসরণ করে ভিন্ন ফলাফল আশা করা কিন্তু বাতুলতারই নামান্তর মাত্র।



সন্তানের কল্যাণে বাবা মা সব কিছুই তো করতে পারেন। এবং করেন।



আপনারা সামুকে জঞ্জাল মুক্ত করুন। এর পর যে কালো হাতই উঠুক না কেন, সাধারণ ব্লগাররা সম্মিলিত ভাবেই এর বিরুদ্ধে প্রতিবাদ করবে সর্বস্তরে।





আশা করি অচিরেই আমরা সামুকে আদর্শিক বৈষম্যমুক্ত এবং গুণীকে উপযুক্ত কদরকারি পরিচ্ছন্ন ব্লগ হিসাবেই দেখতে পারবো।





ধন্যবাদন্তে



শ্রদ্ধেয় জুলভার্ণ, দাসত্ব, বাংলাদেশ জিন্দাবাদ, মোস্তফা কামাল পলাশ, কামরুল হাসান শাহি, চাপাডাঙ্গার চান্দু, স্বাধীকার, মাহাবুব রক্স, মাযহারুল হুসাইন, ভারসাম্য, প্রকৌশলি আতিক, দেশি মামা, আসফি আযাদ, ওই চোরা, মোসাজস, মেহেদি বি এন সিসি, স্বাধীকার (ইদানিং দেখছি না), নাহিয়ান বিন হোসেন (উনাকেও দেখা যাচ্ছে না), প্রজন্ম ৮৬, বিডি আইডল, দাসত্ব, ক্ষুধিত পাষান, মুফতি বাবা, বাবুবাবুয়াবাবুই, স্বপ্নরাজ, আহসান২০২০,সুচিন্তিত মতবাদ, মুখ ও মুখোশ, স্পেলবাইন্ডার, , মশিউর মামা, বান্দর, সত্য কথায় যত দোষ! মিল্টন, চিকন মিয়া, চেম্বার জজ, লুৎফল কাদের, আবু শিথি, ইমুব্লগ, এ এইচ খান, ইউনুস খান, সারথী মন, আবু শিথি, ব্লাক উড, বাংলাদেশী পোলা, তাসবির আহামেদ, আমি বীরবল, আল ইরফান, নিশাচর পুরান, বাংলার জেমস বন্ড, wrongbaaz, Admiral General আলাদীন , মিথুন-১, হাসন রাধা করিম, নিঃসঙ্গ ঢেউ, সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ঘুমকাতুর, মোঃ আবদুল হাই, আনু মোল্লাহ, নিঃসংগ যোদ্ধা , নষ্টালজিয়া , ফ্লাইওভার, ছন্নছাড়া মন, মাহমুদুর রাহমান, রবি_জল, বিদ্রোহী কান্ডারী , ফিরেদেখা , একজন ঘূণপোকা, গিড়ীবাজ, নিশাচর ভবঘুরে, বিদ্রোহি ভৃগু, ধীমান অনাদ ,সবুজ ভীমরুল, টয়বয়, হাছন রাধা করিম এবং আরো অনেকে।

মন্তব্য ২২১ টি রেটিং +৬১/-০

মন্তব্য (২২১) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮

ভিটামিন সি বলেছেন: ভাই আমি আহসান২০২০। আমাকে চিরস্থায়ী ব্যান করেছে মনে হয় সামু। আমি শুধু হাম্বা, আবালদের বিরুদ্ধে মন্তব্য করতাম। তাই নিক ব্যান।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩

ধীবর বলেছেন: কি আর বলবো আহসান ভাই, শুধু আপনি না, পরিচিত অনেকেরই নাকি এই অবস্থা ! এর অবসান না হলে সামুর ক্ষতি হবে। যেটা আমরা রুখতে চেস্টা করছি।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮

লিঙ্কনহুসাইন বলেছেন: পত্রিকায় স্ক্রিন শট সহ প্রতিবেদন প্রকাশিত হচ্ছে নিয়মিত এই স্কিন শর্ট গুলা কারা পত্রিকায় প্রকাশিত করছে সেইটা আগে বলেন , ছাগুবাদিরা , জাতীয়তাবাদ এবং ছাগুবাদে রুপান্তিত হয়েছে , ছাগুবাদ আর জাতীয়তাবাদের মধ্যে কোন পার্থক্য নাই

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭

ধীবর বলেছেন: আপনি যেমন জানেন না, তেমনি আমিও জানি না। তবে এতদিন যে জঞ্জাল কার্পেটের তলায় লুকানো হচ্ছিল, সেটা প্রকাশিত হয়ে গিয়েছে এটাই সত্য। আর ক্রিন শটের ব্যাবসা যারা করে, তারা আমু ব্লগের ঘনিস্ট। তারা অনেক ধরেই সামুর বিরুদ্ধে লেগে আছে। কাজটা যে তারা করেছে সেটা নিয়ে আপনার সন্দেহ থাকলেও আমার নেই। খামাখা উদোর পিন্ডি বুধোর চাপানো সৎ উদ্দেশ্য প্রনদিত না।

আর অযথা ট্যাগিং এর অভ্যাসটা ছাড়ুন। এগুলি আর চলে না। উলটা উষ্ঠা খেতে হয়। ভবিষ্যতে আপনাকে এই ট্যাগবাজি করে দেখতে চাই না। ধন্যবাদ।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯

বিডি ফুল বলেছেন: সামু এখন বুঝবে ঐ শালার নাস্তিকেরাই সামুর দুশমন, আর মড়ু তো মনে করেছিলো নিজেকে শাহেন শাহ!!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯

ধীবর বলেছেন: ওরা নাস্তিক নয়। ইসলাম বিদ্বেষি। মাত্র হাতে গোনা দুই একটা বিদ্বেষির কারণে সামুর ইমেজ নস্ট হচ্ছে। আর সাধারণ মানুষের প্রতিবাদের মুখে যেখানে মহা শক্তিশালি শাসকও অসহায় সেখানে মডু তো কোন ছাড় ?

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০

বিডি ফুল বলেছেন: যারা ছাগু( ছাত্র লীগের গুন্ডা) বলে ওরা কারা?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯

ধীবর বলেছেন: সেটা ট্যাগবাজরাই ভালো জানেন। তবে তাদের দিন ফুরিয়ে এসেছে এটা জানি।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩

ভিটামিন সি বলেছেন: সরি। লাইক দিতে ভুলে গিয়েছিলাম। দিলাম প্রথম লাইক।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০

ধীবর বলেছেন: কোন সমস্যা নেই আহসান ভাই। আপনার শুভ কামনা সব সময়েই আছে এটা আমি নিশ্চিত।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০

হাবিব০৪২০০২ বলেছেন: হুম একদিকে আমার দেশ কয় সামু ইসলাম বিদ্বেষীদের পক্ষে কাজ করছে আর অন্যদিকে সেলিব্রেটি ব্লগারদের বরাত দিয়ে বাংলা নিউজ শিবির তোষণ কইয়া এখন অবধি ৪টা নিউজ করছে।

আসলে খারাপ লাগলেও চিরসত্য মুখে নিরপেক্ষতার কথা বলে কোন পক্ষকেই প্রমোট করা ঠিক না, এধরনের আচরণে শেষে দেখা যায় আম ছালা দুটোই যায়।

তারপরেও সামুর সাথে ছিলাম আছি থাকবো।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ হাবিব ভাই। সামু তিন দিক দিয়ে আক্রান্ত।

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭

সরল মানুষ৭ বলেছেন: ভাই আমার নিরিহ নিকটাকে কেন ব্যান করে রাখল?
আমার নিক (সরল মানুষ৭)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৭

ধীবর বলেছেন: ফিডব্যাকে জানতে চেয়েছিলেন ভাই? তাদের জানান। দেখেন তারা ই বলে?

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭

আবু তাশফীন বলেছেন: একমত। ধন্যবাদ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৯

ধীবর বলেছেন: ধন্যবাদ তাশফিন ভাই।

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮

ধৈঞ্চা বলেছেন: ধন্যবাদ ধীবর ভাই,
আমার দেশ পত্রিকায় গতকালের লেখাতে অনকে ব্লগার স্বপ্রণোদিত হয়ে লেখার স্বপক্ষে প্রমান তুলে ধরেছে। শুনেছি তারা অনেকে নাকি ব্যান খেয়েছে। খুবই দু:খজনক, সত্যকে সাপোর্ট করায় যদি সামুর সমস্যা হয় তবে সামুকেই তার নিরপেক্ষ অবস্থান প্রমাণ করতে হবে। নাস্তিকরা সামুতে জামাই আদরে থাকে একথাতো মিথ্যা নয়, বরং তাদের প্রতিবাদ করলেই মডুর রূষানরে পড়তে হয়।
আমরা ছাগু ও নাস্তিক মুক্ত সুন্দর ব্লগিং প্রত্যাশা করি, সামুকে আহবান করছি এ সকল বিতর্কিত ব্লগারদের কান ধরে বের করে দিতে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৪

ধীবর বলেছেন: ব্যাপারটি কিন্ত সামুর আদর্শের সাথে যায় না। আমার দৃঢ় বিশ্বাস যে, সামুর প্রতি বিদ্বেষি অন্য ব্লগটা ডাবল এজেন্টের ভুমিকায় অবতীর্ণ। আপনার আহবানের সাথে পুর্ণ সহমত জানাই ধৈঞ্চা ভাই।

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯

রবি_জল বলেছেন: আশা করি সামু কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহ ভেবে দেখবেন। কারণ সু-সময়ের বন্ধু অনেকেই হয় কিন্তু বিপদে পড়লে আর তাদের খুঁজে পাবেনা।


ধন্যবাদ ধীবর ভাই দায়িত্বশীল পোষ্টটির জন্য।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৫

ধীবর বলেছেন: সামুর সুসময়ের বন্ধুদের তো দেখলাম। চুপ করে পড়ে আছে। এখন সামুর সৎ ভাইয়েরাই এগিয়ে আসলো সবচেয়ে আগে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ রবি ভাই।

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩

নাওেয়দ বলেছেন: এটাই তো স্বাভাবিক

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৫

ধীবর বলেছেন: লিংক কাজ করে না।

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫

ভারসাম্য বলেছেন: সামুর প্রতি ঠিক আনুগত্য নয় তবে একধরণের ভালবাসা ও দায়বোধ থেকেই পাশে আছি।

লেখায় বলা তিনটি গোষ্ঠির ব্লগাররা সংখ্যায় গুটিকয় কিন্তু সামুর মডারেশন এর কল্যাণে ওরাই প্রবল। সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া বার্তাটার একটু হলেও সংশোধণের জন্য আমরা জাতীয়তাবাদী ও অন্যান্য সাধারণ ব্লগারদের এগিয়ে আসা প্রয়োজন। আর এজন্য জানা-আরিলকেই নিজস্বভাবে উদ্যোগী হয়ে উঠতে হবে। লেখায় যেভাবে বলা হল, "একই পথ অনুসরণ করে ভিন্ন ফল আশা করা যায়না" সেভাবেই তাঁদেরকে ব্যাপারটা বুঝতে হবে।

সকল ধরণের অশ্লীলতা, অবমাননা ও গালাগালি (এমনকি ছাগুদেরও, প্রয়োজনে তাদের সরাসরি ব্যান করা হোক কিন্তু গালিচর্চা মোটেও কাম্য নয়) পরিহার করতে হবে। অতীতের চিহ্নিত গালিবাজ ও অবমাননাকারীদের পরিহার করতে হবে। সর্বোপরি সামুর বিদ্যমান নীতিমালা ন্যায়ের সাথে প্রয়োগের যোগ্যতাসম্পন্ন মডারেটর ২৪/৭ ভিত্তিতে রাখতে হবে এবং একটা স্বচ্ছ জবাবদিহিতা রাখতে হবে।

আসলে ব্যাপারগুলো খুবই সহজ যদি সামুর সদিচ্ছা জাগ্রত হয়। সেই আশায়ই বুক বেঁধে আছি। লেখায় পূর্ণ সহমত ও ভাল লাগা। ভাল থাকুন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৭

ধীবর বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভারসাম্য ভাই। চমৎকার প্রস্তাবনা। আপনার প্রস্তাবগুলি আশা করি কর্তৃপক্ষ ভেবে দেখবেন।

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫

গিড়ীবাজ বলেছেন: গুটিকতক নাস্তিক(আমি নাস্তিকদের অসম্মান করিনা-কিন্তু নাস্তিকতার নামে ধর্মীয়(মূলত ইসলাম ধর্ম, হজরত মুখাম্মদ(সঃ), পবিত্র কোরান বিদ্বেসী)অনুভুতিতে আঁঘাত প্রদানকারী, উস্কানীদাতা কতেকজন পরিচিত ব্লগার নামের গালিবাজদের কারনে কেনো সামু কলংকিত হবে, কেনো কয়েকজন গালিবাজ ব্লগারদের কারনে গোটা ব্লগারদের কলংক বৈতে হবে?

সিনিয়র ব্লগার নস্টালজিয়া আমার উপরোক্ত বক্তব্যটাই কথিত গালিবাজ ব্লগারদের নাম উল্লেখ করে(যাদের নাম একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল-সেখান থেকেই কপি করে আরো দুই জন গালিবাজ ব্লগারের নাম উল্লেখ করেছিল)লিখেছিলেন-ওদের জন্য আমরা সবাই কেনো জবাবদিহির/প্রশ্নের সম্মুখীন হতে হবে? শুধু এই নির্দোষ মন্তব্যের কারনেই "নস্টালজিয়া" নিক ব্যান করেছে।অথচ, যে বা যারা বছরের পর বছর ইসলাম ধর্ম, কোরান ও মহা নবীকে নিয়ে অশ্লীল প্রচারণা চালিয়েছে-তাদের বিরুদ্ধে কোনো ব্যাবস্থা নেয়া হয়নি!!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫১

ধীবর বলেছেন: সংবাদপত্রে প্রকাশিত খবর পুনঃ প্রকাশের বিরুদ্ধে সামুতে কোন আইন আছে কিনা জানা নেই।হরহামেশাই তো দেখছি বিভিন্ন পত্রিকায় বরাত দিয়ে পোস্ট দেয়া হচ্ছে। ওদের বিরুদ্ধে যখন কোন ব্যাবস্থা নেয়া হয়নি, তখন বুঝাই যায় বিষয়টি সামুর আইন লঙ্ঘন করে না। তাহলে নস্টালজিয়া ভাইয়ের প্রতি এই আচরণ কেন?

এই পোস্টে বোন জানা এসেছেন, মন্তব্য করেছেন, এবং নজরও রাখছেন। বিষয়টি তার সহৃদয় বিবেচনার জন্য উত্থাপন করলাম।

অনেক ধন্যবাদ গিড়িবাজ ভাই।

১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭

গিড়ীবাজ বলেছেন: আমরা সাধারন ব্লগারেরা সামুকে ভালবাসি-তাই আমাদেরকে সামু মডারেটর সব সময়ই অবজ্ঞার চোখে দেখে আসছে-এটা সামুর অন্যতম নীতি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫২

ধীবর বলেছেন: বার বার একই পথ অনুসরন করে ভিন্ন ফলাফল আশা করা যায় না। তাই আমি বিশ্বাস করি, সামু তার পথ পরিবর্তন করবে।

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬

মরমি বলেছেন: সামু দেশের সব চাইতে বড় ব্লগ সাইট। সামুর বিরুদ্ধে নব্য রাজাকারদের সুবিধা দেবার অভিযোগ দীর্ঘদিনের। দেশব্যাপী জনজাগরণের প্রেক্ষিতে সামু'কে
সত্যিকার দেশ প্রেমিকের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৪

ধীবর বলেছেন: ধন্যবাদ মরমি ভাই। না, সামুর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার কোন রকম অবকাশ নেই। তবে যাদের হাতে মডারেশনের দ্বায়িত্ব দেয়া হয়েছে, তাদের কিছু কিছু কর্মকান্ড সামু আদর্শ আর নীতিমালার সাথে সামঞ্জস্যপুর্ণ নয়। এই যায়গাটাতেই পরিবর্তনের সুযোগ আছে।

১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮

মিথুন-১ বলেছেন: বছর তিনেক আগে ব্লগারদের পিকনিক আয়োজন নিয়ে আমি বলেছিলাম- এই পিকনিকের বরাদ্ধ টাকা নিয়ে আসুন আমরা আইলা দূর্গতদের পাশে দাড়াই......। তার জন্য দুইজন কথিত সেলিব্রেটি ব্লগার আমার জন্ম পরিচয় নিয়ে নোংরা মন্তব্য করে-যার প্রতিবাদের আমিও পালটা নোংরা মন্তব্য করি।সামু আমাকে প্রায় দুই বছর কমেন্টস ব্যান করে রাখে-অন্যদিকে যারা আমাকে বেজন্মা বলে গালি দিয়েছিল-তাদের বিরুদ্ধে কোনোই ব্যাবস্থা নেয়া হয়নি!

সামুকে খুব বেশী ভালোবাসি-তাই অনেক অপমান, অপদস্থ্য হয়েও সামুর পাশে ছিলাম এবং আছি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৬

ধীবর বলেছেন: ব্যাপারটা খুবই হতাশা আর দুঃখজনক মিথুন ভাই। এ ধরণের বৈষম্য কোন বিচারেই সমর্থনযোগ্য নয়। আর পরিবর্তনের দাবি একারণেই করছি। অনেক ধন্যবাদ।

১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯

যাযাবরমন বলেছেন: +, আমারও ১টা নিক ব্যান খাইছে, কারন রাজীব হত্যার পরের দিন আমি জানতে চাইছিলাম যে সে আসলেই শাবাগের আনদোলনের সাথে জরিত কি না!!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৮

ধীবর বলেছেন: অনেক আচরণই আমার মাথায় ঢুকে না। যদি নির্দোষ কিছু জানতে চাওয়া হয়, সেটা কি করে ব্যানের মত খড়গের নীচে চাপা পড়তে পারে? সত্যি হতাশাজনক।

১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

যাযাবরমন বলেছেন: আমি অবশ্য ঐ নিকের সব লেখা মুছে দিয়েছি , তার কয়েকটা এখানে http://zazabormon.tk/ দিয়েছি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৮

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ যাযাবর মন ভাই।

১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮

বাংলার এয়ানা বলেছেন: +++ ভাই আমিও আছি কিন্ত

২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭

িলয়া বলেছেন: ±+++++++++++.

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৯

ধীবর বলেছেন: ধন্যবাদ লিয়া।

২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

শ্যামল বাংলা বলেছেন:
আপনার লেখা প্রায়শই পড়া হয়-কিন্তু কদাচিত মন্তব্য করি। চমতকার একটি পোস্ট। আপনি যাদের নাম এখানে উল্লেখ করেছেন-তারা অনেকেই ক্ষমতাসীন দলের সমর্থক নয় বলেই সামুতে নানান ভাবে ট্যাগিং শিকার হয়ে, ব্লগের বিভিন্ন শাস্তির সম্মুখীন হয়েও এখন ব্লগিং করছেন-সামুকে ভালবেসেই। উল্লেখিত ব্লগারদের মধ্যে একজনও নেই-যে বা যারা সামুর বিরুদ্ধে, দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের বিরুদ্ধে কিছু বলেছেন। স্টাবলিশ্মেন্ট বিরুদ্ধ কিছু বললেই রাজাকার হয়েযায়না-এই সত্যটা অর্বাচীনরা যেদিন উপলব্ধি করবেন-সেদিন সামু কিম্বা সামুর বাইরে কোনো বিভাজন থাকবেনা।

আপনার, আমার এবং আমাদের সকলেরই প্রত্যাশা সুন্দর। কিন্তু প্রত্যাশা আর প্রাপ্তির ব্যাবধান অত্যন্ত হতাশাময়। সামহ্যোয়ারইন ব্লগে এখন সামহ্যোয়ারইন ব্লগ বিষয়ে আলোচনা-সমালোচনাও আত্মহত্যার শামিল বললে ভুল বলা হবেনা। তারপরেও ঝুকি নিয়েও আপনার পোস্টের সাথে সহমত জানিয়ে কয়েকটি কথা বলতে চাই-আশা করি যথাযথ ক্ষমতাবান কর্তিপক্ষ(মডারেটর) আমাকে সামহ্যোয়ারইন ব্লগ পরিবারের শুভাকাংখী না মনে করুন-অন্তত শত্রু মনে করবেননা।

সামহ্যোয়ারইন ব্লগ বিশাল একটি ভার্সুয়াল প্লাটফর্ম-যা বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম একটি মাধ্যম। এখানে সকল রাজনৈতিক দল মত, ধর্ম ও চিন্তা চেতনার ব্লগার রয়েছেন। এই ব্লগে যেযার মত করে লিখেন-যা স্বাভাবিক নিয়মেই ব্লগে প্রকাশিত হয়। সামহ্যোয়ারইন ব্লগে লিখেই অজস্র তরুন তরুনী আজ লেখক হয়েছেন, নিজের সৃজনশীলতার বিকাশ ঘটিয়েছেন। আমাদের দেশে সুস্থ্য বিনোদনে নিজের সৃজনশীলতা প্রকাশ করে ও অন্যদের সৃজনশীলতার সাথে নিজেকে পরিচিত করে বিশ্বজুড়ে সকল বাংলাভাষী বাংগালীদের মধ্যে একটা সেতুবন্ধনে আবদ্ধ করতে পেরেছেন। প্রকৃত পক্ষে সামহ্যোয়ারইন ব্লগই “আইডিয়াল সিটিজেন জার্নালিজম”র একমাত্র এবং অদ্বিতীয় উদাহরণ। এতবিধ কারনেই আজ দুনিয়া জুড়ে সকল বাংলা ভাষা ভাষীদের কাছে বাংলায় প্রকাশিত যেকোনো দৈনিক পত্রিকার চাইতেও অনেক বেশী জনপ্রিয়তা অর্জন করেছেন সামহ্যোয়ারইন ব্লগ-যার কৃতিত্ব ব্লগ প্রতিষ্ঠাতা দম্পতি জানা-আরিল, সামহ্যোয়ারইন ব্লগ টিম এবং সাহহ্যোয়ারইন ব্লগের প্রান লক্ষ লক্ষ পাঠক-লেখক ব্লগারগন।

কিন্তু বিষেশ একটি দুটি ক্ষেত্রে সামহ্যোয়ারইন ব্লগ কর্তিপক্ষ পাঠক-লেখক-ব্লগারদের প্রত্যাশা পুরনে ব্যার্থ হয়েছে। প্রথমত, ধর্ম বিদ্বেসী অশ্লীল উস্কানীমূলক লেখিয়ে কতিপয় ব্লগারদের যেভাবে সামহ্যোয়ারইন মডারেটর পৃষ্ঠপোষকতা দিয়েছেন একই ভাবে সেইসব ধর্ম বিদ্বেসী লেখার সাধারন ভিন্নমত পোষণ/ প্রতিবাদীকারী ব্লগারদের প্রতি সব সময়ই জিড়ো টলারেন্স দেখাতে দেখেছি-ধর্ম বিদ্বেসী লেখার প্রতিবাদকারীদের নিষ্ঠুর শাস্তি দেয়াটাই মডারেটরের প্রধান দ্বায়িত্ব প্রমানিত হয়েছে সব সময়। একই ভাবে দেশের বৃহত্তম দুটি রাজনৈতিক দলের সমর্থক ব্লগারদের প্রতিও লেভেল প্লেয়িং দেখানো হচ্ছেনা। ক্ষমতাসীন দল সমর্থক ব্লগারদের আপত্তিকর পোস্ট উতসাহিত করে “নির্বাচিত পাতা”য় স্থান দেয়া হয়-সেই পোস্টের বিষয় আপত্তি জানালে প্রতিবাদকারীকে শাস্তি পেতে হয়! একই পৃষ্ঠপোষকতায় যখন তখন নির্বিচারে ট্যাগিং করা হচ্ছে! এসব ক্ষেত্রে মডারেটরের ভূমিকা নিশ্চিতভাবেই প্রশ্নবিদ্ধ।

ব্যাক্তিগত ভাবে আমি বিশ্বাস করি-কারো ধর্ম বিশ্বাস একান্তই নিজের। ধর্ম যার যার-এমনকি নাস্তিকতাও হতে পারে একটা ধর্ম। একজন শিক্ষিত, জ্ঞানী নাস্তিকের প্রত আমি অসম্মান দেখাবোনা-যদি সেই নাস্তিক ব্যাক্তিও অন্যের ধর্ম বিশ্বাসে আঁঘাত নাহানে। নাস্তিকতা আর ধর্ম বিদ্বেসীতা এক নয়। সামুতে বেশ কয়েকজন নাস্তিক আছেন-যাদের মধ্যে সবাই গালিবাজ নঞ। যেমন ধরুন-ব্লগার পারভেজ আলম(স্যরি জনাব পারভেজ আলম-আমি আপনার নাম নিয়েই বললাম)। যিনি ধর্মে বিশ্বাসী নন-কিন্তু ধর্ম বিশ্বাসীদের খুব একটা গালাগাল করতে আমি তাকে দেখিনি। তিনি তার নাস্তিকতা প্রকাশ করেন যুক্তি দিয়ে, সৌজন্যতা বজায় রেখে-যা কেউ নামানলে, কিম্বা প্রতিবাদ করলেও গালাগাল করেননা। সামুর অন্যান্য নাস্তিকদের সাথে এখানেই তাঁর পার্থক্য। কয়েকটি দৈনিক পত্রিকায় যাদের নাম এসেছে-তারা স্রেফ গালিবাজ। তারা সামুতে টিকে আছে পরাশ্রয়ী হিসেবে-লেখার যোগ্যতার ভিত্তিতে নয়। তাইতো আজ তাদেরকে প্রটেকশন দিতে নিরিহ ধর্মানুরাগী ব্লগারদের বিলীর পাঠা হতে হচ্ছে সামু মডারেটরের নির্মম অসহিষ্ণু এবং অসুস্থ্য মানষিকতার জন্য। কাজেই সেইসব পরাশ্রয়ী কিন্তু তথাকথিত “প্রগতিশীল জ্ঞানী” ব্লগারগনের গালাগাল আর নোংরামীতে সাধারন ব্লগারগন মোটেই বিচলিত নয়। সাধারন ব্লগারগন টিকে থাকবেন নিজ নিজ যোগ্যতায় আর কিন্তু তথাকথিত “প্রগতিশীল জ্ঞানী” গালিবাজ ব্লগারগনের শেষ আশ্রয় স্থল কর্তিপক্ষের করুণা, ওরা সাধারন নির্বিরোধ ব্লগার আর অনেস্ট মানুষদের ঘৃণা নিয়ে বেঁচে আছে, বেঁচে থাকবে। আসুন আমরাও ওদের করুনা করি, ওদেরকে মানুষ হবার সুযোগ দেই।

আমাদের একটা ট্রেন্ড হচ্ছে সব কিছুতেই দৃশ্ব্যমান ব্যাক্তিকে দোষারোপ করা। তেমন পরিস্থিতির শিকার হচ্ছেন জনাব আরিল। উনি একজন বিদেশী নাগরিক বলেই উনাকে দোষারোপ করতে উঠেপরে লেগেছি। অথচ, যারা গভীর ভাবে জানেন-তারাই লক্ষ করেছেন জনাব আরিল সামহ্যোয়ারইন ব্লগ বিষয়ে কোনো ডিসিশন নেন/দেননা। জনাব আরিল বাংলাকে ভালবেসে, আমাদের একজন বাংলাদেশী বাংগালী বোনকে ভালোবেসে, যিনি নিজের পরিশ্রমলব্ধ টাকায় বছরের পর বছর আর্থীক ক্ষতির সম্মুখীন হয়েও আজ সামহ্যোয়ারইন ব্লগের মাধ্যমে বাংলা ভাষাকে দুনিয়া ব্যাপী ছড়িয়ে দিয়েছেন-দুনিয়া জুড়ে ছরিয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষীদের এক সুতায় বেঁধেছেন-সেই সত্যকে আমরা ভুলেগিয়ে একজন বাংলাভাষা প্রেমী মেহমানকে শুধু অপদস্থ্য করার অপপ্রয়াশ চালাচ্ছি! প্রসংগত বলতে চাই-সামুর প্রতিষ্ঠাতা জানা-আরিল কখনওই ইসলাম বিদ্বেসী গালিবাজ ব্লগার আরিফুর/পিয়ালদের/সবাকদের প্রশ্রয় দেয়নি। শুধু মাত্র আরিফুর, সবাকদের ধর্ম বিদ্বেসী গালাগালীর কারনেই ওদের একাধিক নিক ব্যান করা হয়েছে। পিয়াল, স্বপ্নকথক, রাজসোহানরা জানাকে ব্যাক্তি আক্রমন করে অনেক অশ্লীলতা করেছে, অনেক গালাগাল করেছো, যা সুস্পস্ট ভাবেই পর্ণ আইন-অপরাধের পর্যায়, ফৌযদারী অপরাধের দায়ে অপরাধী -তারপরেও ব্যাক্তিগত ভাবে জানা কোনো ফৌজদারী আইনী ব্যাবস্থাতো দুরের কথা ব্লগ আইনেরও নুন্যতম প্রতিশোধ মুলক ব্যাবস্থাও গ্রহন করেননি শুধু মাত্র সাধারন ব্লগারগন যাতে মনে নাকরেন-তিনি তার ক্ষমতার দাপট দেখিয়েছেন ভেবে। কুকুরের কাজ কুকুর করেছে তাই একজন সুশিক্ষত জানা বিচারের ভার আমাদেরমত সাধারন ব্লগার/পাঠকদের উপরেই ছেড়ে দিয়েছিলেন- এটা মিজ জানার ব্যার্থতা নয়-ভন্ডদের শিক্ষাদিতে শ্রেফ করুনা! তবে কয়েকজন গালিবাজ ধর্ম বিদ্বেসী ব্লগার অনেক কুকর্ম করেও সেইফ সাইডে আছেন-যা মিথ্যা নয়। ব্যাপারটা কর্তিপক্ষ ব্যাখ্যা করতে পারবেন।

এই সমস্যা থেকে উত্তোরণের সব চাইতে ভাল উপায়-ব্লগারদের নৈতিকতা, সততা, (যুদ্ধাপরাধী, স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের বিরোধীতাকারী ছাড়া) সকলের প্রতি পারস্পরিক সম্মান বজায় রেখে সকল ধরনের উগ্রতা পরিহার করে ব্লগিং করা। এককথায় সামহ্যোয়ারইন ব্লগ সংশ্লিষ্ট সংগঠক, পাঠক, লেখক শুভাকাংখী সবাই শিক্ষিত। সামহ্যোয়ারইন ব্লগে মডারেটর আছেন, থাকবেন তারপরেও মূলত ব্লগারদের নৈতিকতাই সব চাইতে বড় সম্পাদনা কিম্বা মডারেশন হতে পারে। সেজন্যও চাই সামহ্যোয়ারইন ব্লগ কর্তিপক্ষের সহযোগীতা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০১

ধীবর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা জানবেন শ্যামল বাংলা ভাই। আপনার দ্বায়িত্বশীল এবং সুচিন্তিত বক্তব্য নিঃসন্দেহে এই পোস্টের বক্তব্যকে আরো শক্তিশালি করবে। এবং যারা পাঠক তাদেরকে চিন্তা চেতনার শক্তি যোগাবে।

২২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

ইমুব্লগ বলেছেন: আমি বিএনপি সমর্থক একজন জাতীয়তাবাদী-এটা আমার অহংকার, আমার অধিকার। আমি আমার দেশকে ভালোবাসি।আমি আমার ধর্মে বিশ্বাসী মুমিন। আমার মা, মাটি দেশ আমার কাছে সব চাইতে বড়।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০২

ধীবর বলেছেন: ইমুব্লগ ভাই, আপনার চিন্তা চেতনা আদর্শকে জানাই অনেক শ্রদ্ধা।

২৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

ডারক্‌জাসটিস বলেছেন: ব্লগ এ এসেছিলাম নিত্য নতুন তথ্য,বিনোদন আর নিজের কথা গুলো শেয়ার করার জন্য। কিন্তু এখন ব্লগ এ যে সুন্দর ,শালীন ভাষার ব্যবহার শুরু হয়েছে তাতে সবার সামনে এখন ব্লগ পড়ার মত আর আবস্থা নেই। সামুর মডারেটর দের উচিত, ব্লগে ব্লগিং এর পরিবেশ বজায় রাখা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৩

ধীবর বলেছেন: উনারা তাদের সাধ্যমত চেস্টা করেন। আমাদেরও উচিত তাদের সাহায্য করা। যাতে তারা জানতে পারেন। আশাহত হবেন না ভাই।

২৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

হৃদয় বাংলাদেশ বলেছেন: ডারক্‌জাসটিস বলেছেন: ব্লগ এ এসেছিলাম নিত্য নতুন তথ্য,বিনোদন আর নিজের কথা গুলো শেয়ার করার জন্য। কিন্তু এখন ব্লগ এ যে সুন্দর ,শালীন ভাষার ব্যবহার শুরু হয়েছে তাতে সবার সামনে এখন ব্লগ পড়ার মত আর আবস্থা নেই। সামুর মডারেটর দের উচিত, ব্লগে ব্লগিং এর পরিবেশ বজায় রাখা।

সহমত।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৪

ধীবর বলেছেন: উনারা তাদের সাধ্যমত চেস্টা করেন। আমাদেরও উচিত তাদের সাহায্য করা। যাতে তারা জানতে পারেন। আশাহত হবেন না ভাই।

২৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

প্রকৌশলী আতিক বলেছেন: ধীবর ভাইকে অনেক ধন্যবাদ। এটা স্পষ্ট যে, যে জঞ্জাল কার্পেটের তলায় লুকানো হচ্ছিল, সেটা প্রকাশিত হয়ে গিয়েছে যা, একজন ব্লগার হিসেবে আমার মাথা ব্যাথার কারন, খারাপ লাগার কারন।

@@ লিঙ্কনহুসাইন কিসের উপর ভিত্তি করে, এই মন্তব্য খানা করলেন?

আহসান২০২০ নিকটাকে অনেক মিস করব, তবুও আপনি এখন ভিটামিন সি। অনেক ব্লগার তো বাদই দিয়ে দিয়েছেন।

স্পেশাল থ্যাকস গোজ টু শ্যামল বাংলা। আপনি সুন্দর ভাবে বিষয় গুলোকে তুলে ধরেছেন।


পোষ্টে জানা আপুর দৃষ্টি আকর্ষন করছি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৫

ধীবর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আতিক ভাই। আপনাদের অনুরোধে সাড়া দিয়ে উনি এসে পোস্টের শোভাবর্ধন করেছেন।

২৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

জানা বলেছেন:
প্রিয় ধীবর ভাই,

সকালেই আমি আপনার পোস্টটি পড়েছি এবং কিছু লিখতে শুরু করেও না পেরেছি শেষ করতে না পেরেছি এখানে আরেকবার আসতে। নোংরামীর সাথে আমার মত সাধারণ মানুষ পেরে ওঠার কথা নয়। আমার মত সাধারণ মানুষেরা নোংরাকে রুখতে যে পথ অবলম্বন করে থাকে আমি তাই করছি/করবো। চারিদিকে নোংরামীর সীমা ছাড়িয়ে গেছে। ভয়াবহ এবং মর্মান্তিক!

এখানে অত্যন্ত আন্তরীকতার সাথে একটি সুস্থ্য আলোচনার সুযোগ রয়েছে। বরাবরের মতই সবাইকে অনুরোধ করছি ব্যক্তি আক্রমণ, অশালীন ভাষা এবং ট্যাগিং এর মত নোংরা বিষয়গুলো এড়িয়ে গিয়ে সুস্থ আলোচনা করুন। যা সবার জন্যেই মঙ্গলজনক। ব্যস্ততার কারণে আমি আজকে বোধ হয় এখানে আলোচনায় তেমন অংশ নিতে পারবোনা। তবে চেষ্টা করবো এবং নজর রাখবো মাঝে মাঝেই।

সবার জন্যই একটি কথা বলতে চাই। এই প্ল্যাটফর্মটিতে সর্বমতের প্রতিফলন থাকায় আমাকে এখানে এবং বাইরে (হলুদ/কালো/অন্ধ/অন্ধকার সাংবাদিকতায়) সবারই রোষে পড়তে হয়েছে এবং হচ্ছে। যার উদাহরণ এই পোস্টটিও। এই প্ল্যাটফর্মটিতে আমাদের কোনভাবেই কোন রাজনৈতিক, ধর্মীয়, সাংগঠনিক, ত্বাত্তিক, তন্ত্রিক, অমুক বাদি তমুক বাগী গোত্র বর্ণ ইত্যদি কাউকেই কখনও প্রশ্রয়/তোষন/পালন(হায়! যেখানে এই প্ল্যাটফর্ম চালিয়ে নিতে আমরা দু'টি মানুষ দিবা-রাত্রি শ্রম করে যাচ্ছি শুধুমাত্র এই দেশ এবং বাংলা ভাষা ভালবেসে) যেমন করা অবান্তর তেমনি যে কোন সরকার, বিরোধী, সমর্থক, অসমর্থ, প্রতিষ্ঠান, দালাল (এই শব্দটি সম্ভবত এই প্রথম আমি লিখলাম কারণ এটিতে আমার ভিষন অরুচী) যে কারোরই মুখপানে চেয়ে বা অসুস্থ সমর্থন নিয়ে/দারস্থ হয়ে আমি গত সাতটি বছর এগিয়ে চলিনি। যাদের নিয়ে বা যাদের জন্য আমার গৌরব, এই প্ল্যাটফর্মটি বাঁচিয়ে রাখা এবং দুঃখজনক হলেও সত্যিকারের বাকস্বাধীনতা জন্য যুঝে চলা তারা হলেন ব্লগার। ব্লগার ব্যাতিত অন্য কোন পরিচয় কখনও আমি/আমরা আমলে নিইনি বলেই আজকে একযোগ সবার (সর্বমতের) আঙ্গুল আমার/আমাদের দিকে। যে যার মত করে সমর্থ/বিরোধীতা করার জায়গা পাচ্ছেন। এতে কিছু অসাধু, স্বার্থান্বেষী/স্বার্থবাজ মানুষ (!!) পুরো বিষয়টিকে বিকৃতভাবে উপস্থাপন করে চলেছেন। আমার এই জীবনে অন লাইন অফ লাইন ছাড়াও জাতিয় মাধ্যমে (আমি বিশ্বাস করি এটা সবার জীবনেই) এইরকম নোংরামী, হলুদ সাংবাদিকতা, অপ্রচার, কুৎসা রটনা এবং অমানবিকতা এবং নৈতিক স্খলন কোনদিন দেখিনি। কী ভিষন অন্ধকার এই সময়টি! কী ভিষন লজ্জার আমাদের এই অপচর্চা!

আমরা কী ভুলেই গেছি যে, একটি অপশক্তি (যারা আমাদের দেশ এবং ধর্মকে ক্রমাগত অপমান করে চলেছে, আজও এই মাটিতে টিকে আছে) ছাড়া আমরা আসলে একটি শক্তিশালী জাতি? মাতৃভাষার স্বার্থে, দেশের স্বার্থে আমরা সবসময়ই একত্রিত ছিলাম/আছি এবং আমৃত্যু সেটিই আমাদের আসল পরিচয়? আমরা কী একই মাটির (হায় দেশ মাতা) কোলে ঠাঁই পাইনি? আমরা কী একই ভাষায়, একই হৃদয়ে সব রকম জাতীয় কল্যাণে একত্রিত ছিলাম না? কেন এই বিভক্তি? কেন আমরা ব্যক্তি এবং দলীয় স্বার্থকে টেনে আনছি যে কোন জাতিয় বৃহৎ স্বার্থে?

শান্তি রক্ষায় আসুন আমরা সবাই 'আমরা' থাকি। পোস্টটিতে আমার মন্তব্যের জন্য অনেকখানি জায়গা নিয়ে নেয়ায় দুঃখিত ধীবর ভাই। আর অনুরোধ করবো এইভাবে লিস্ট দিয়ে কোন নির্দিষ্ট দল বা গোষ্ঠিকে পরিচয় করিয়ে দেয়া ঠিক কিনা একটু ভেবে দেখবেন।

সবার মঙ্গল হোক, সুস্বাস্থ্যে, ভালবাসায় এবং নিরাপদে থাকুন সবাই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৭

ধীবর বলেছেন: বোন জানা, আমার মত একজন অতি সামান্য লেখকের পোস্টে এসে আমাকে সম্মানিত করার জন্য অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি।

আপনি নিজেকে একলা মনে করাতে ভাই হিসাবে নিজেকে খুবই ছোট মনে হচ্ছে। আমার সীমিত শক্তি দিয়ে হলেও যে সামুকে রক্ষা করার জন্য সব কিছু করবো, সেটা পোস্টেই স্পস্ট বলে দিয়েছি বোন। অন্তত এই অধম ভাইটির এই কথাটিতে আস্থা রাখার জন্য একান্ত অনুরোধ করছি।

আর এই পোস্টটি সামুকে রোষানলে ফেলার মত কিছু কি আছে বোন? বরং এখানে এমন একটি আদর্শের ব্লগারদের সমর্থনের কথা জোরে সোরে উচ্চারিত হয়েছে, যারা এখানে অবহেলিত সময়ে সময়ে লাঞ্চিত। কিন্ত এর পরেও এরা কোনদিনো সামুর অকল্যাণের কথা চিন্তা করেন না। ব্যাপারটিকে রাজনৈতিক দৃস্টিভঙ্গি দিয়ে না দেখে, এভাবে দেখার একান্ত অনুরোধ করছি।

অভিযোগগুলি কিন্তু অলিক নয় বোন।শুধু ব্লগার স্বাধীকারের কথাটাই বিবেচনা করুন। এই রকম একজন শক্তিশালি ব্লগার শ্রেফ তার আদর্শের বিচারেই মাঝে মাঝে নীতিমালার খাড়ায় কাটা পড়ছেন। অথচ নীতিমালা ভাঙ্গার কোন প্রমানও তাকে দেয়া হচ্ছে না। এই রকম আরো অনেক অনুযোগ আছে। আপনার ভাই হিসাবে, এই গুলি একটু খতিয়ে দেবার দাবি কি আমরা করতে পারি না বোন?

আবারও বলছি, লক্ষাধিক ব্লগারের বোন হিসাবে জানা বা সামুর কোন ক্ষতি আমরা হতে দেবো না। ইনশাল্লাহ সময়ের সাথে সে প্রমান আমরা দিবোই। অনেক অনেক ধন্যবাদ বোন। আল্লাহ আপনার সহায় হোন। সামু চিরজীবি হোক।

২৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

বরফ গলা পািন বলেছেন: ধীবর ভাই আপনাকে অনেক ধন্যবাদ।আপনি একটি সময়োপযোগী কথা বলেছেন।সমুর মডুদের দৃষ্টি আকর্ষণ করছি।কট্টর ইসলাম বিদ্বেষিদের ব্যান চাই। আসলে সামুর কিছু হলে আমার আনেক খারাপ লাগবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৮

ধীবর বলেছেন: ঘৃণাবাদিদের প্রশ্রয় দান, কোন মতেই সমর্থন যোগ্য না। আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

২৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
সম্মানিত পরিচালক (?) 'জানা'-কে অনুরোধ করছি। "থাবা-বাবা"-র শোকবার্তাটি সরিয়ে ফেলুন। ঐ শয়তান মহানবী সা., কোরান, ইসলাম ধর্ম, সাহাবাগণ (রা.)-দের নিয়ে অশ্লীল, কুরুচিপূর্ণ, অসভ্য বিদ্বেষপরায়ণ লেখা দিয়েছে। এবং তা' জানাজানি হয়েছে।

আমরা সামুকে পছন্দ করি। আমরা চাই না সামু'র কোন নেগেটিভ ভাবমূর্তি গড়ে উঠুক।

বাংলাদেশের সংখ্যাগরিষ্ট মানুষ ধর্মপ্রাণ - তা' আপনি জানেন, মিস জানা। অতীতেও দেখেছি আপনি অসভ্য নাস্তিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। কিন্তু এই বারেরটা আরো জগন্য।

নীচে লিংকে দেখুনঃ

Click This Link

মিস জানা, আমরা এ ব্যাপারে আপনার তড়িৎ পদক্ষেপ কামনা করছি।

ধন্যবাদ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৯

ধীবর বলেছেন: বোন জানা, আপনার অনুরোধে সাড়া দিয়ে আমাদের সবাইকেই সম্মানিত করেছেন। এজন্য আপনাকে এবং বোনকে অনেক ধন্যবাদ।

২৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

বরফ গলা পািন বলেছেন: +

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২০

ধীবর বলেছেন: আবারও অনেক ধন্যবাদ আপনাকে।

৩০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

জানা বলেছেন:
@আশরাফ মাহমুদ মুন্না,


আপনি যে লিঙ্কটা দিয়েছেন সেটা নিয়ে আপনার বক্তব্যটা জানতে চাইছি। তারপরে আমি এই নিয়ে কথা বলবো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২১

ধীবর বলেছেন: মুন্না ভাইয়ের দৃস্টি আকর্ষন করছি।

৩১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

মাহির কাবির বলেছেন: dhibor vai jatiyotabadi hisebe amra sobai ek ste asi..
bangladesh jindabad

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২১

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ মাহির ভাই। আশা করি সব সময়ে সাথে থাকবেন।

৩২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
@ মিস জানা

ঐ লিংকের ৩ নং মন্তব্যের লিংকগুলো দেখুন।

ইট ইজ এ্যা সেলফ্ এক্সপ্লানেটরী। ব্যাখ্যা করার কিছু নেই।

থাবা-বাবা সামুতেই করুক আর ফেসবুকেই করুক, ব্যাক্তি একই।

সামুতে করেনি এটা কোন যুক্থি নয়।

স্বাধীনতা বিরোধীরা কি সামুতেই স্বাধীনতার বিরোধিতা করেছিলো? কিন্তু সামুতে তো তাদের বিরুদ্ধে আন্দোলন চলছে, তাই না?

থাবা-বাবা তার কুৎসিত বক্থব্য ফেসবুকে করেছে, ৯০% মানুষের মনে চরম আঘাত করেছে, তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা কোথায়? যে যুক্থিতে তার পোষ্টগুলো সামু থেকে ডিলিট করা হয়েছে, সে একই যুক্তিতে তার শোকবার্তা উঠিয়ে নেয়া হোক।

ধন্যবাদ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২২

ধীবর বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে মুন্না ভাই।

৩৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

গেস্টাপো বলেছেন: বাংলাদেশী মুসলিমদের উদ্দেশে বলছিঃতোরা সব মরে যা।এই দেশে তোরা ৯০% থেকেও মিডিয়ার উপরে তোদের নিয়ন্ত্রন নেই।জীবনে তোরা কোন ব্লগ বানাতে পারলে বলবি।সেখানে গিয়ে ব্লগিন করবো।আজ একটাও চ্যানেলও সত্য প্রকাশ করলো না।নিজের চোখে ঘটনা দেখেছি পুলিশ কিভাবে মুসল্লিদের পিটিয়েছে।কোন ভাল চ্যানেল থাকলে সেটা দেখবো।আশ্চর্য আল্লাহ্‌ রসূলকে নিয়ে প্রতিবাদ করতেও পারলো না দেশের ৯০% মানুষ।শত শত ধিক আমাদের

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৪

ধীবর বলেছেন: গেস্টাপো , আপনার আগের মন্তব্যটি মুছে ফেলেছি। কারণ জানা, আমাদের সবার অনেক প্রিয় একটি বোন। তাকে হেয় করে কিছু বলা অন্তত আমি সহজভাবে গ্রহন করতে পারছি না।এখানে সুস্থ আলোচনা চলছে, সেভাবেই আলোচনা করুন।

৩৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

জুল ভার্ন বলেছেন:
কড়া কথা বলে ফেলতে পারাটা একটা গুনের পর্যায়ে পড়ে বলে শুনেছি।
আমি মনে করি না আমার মাঝে সেই গুনটা তেমন পরিমানে আছে। রুঢ় আচরন করতে পারাটাও নাকি একটা গুণ/সাহস। আমার মাঝে এই গুন/সাহসটাও খুব বেশি পরিমানে নেই।ভিন্ন মতাবলম্বীদের দ্বারা সামুতে গত ৫/৬ বছরে অনেক মানষিক নিপীড়ন সয়েছি। কিন্তু প্রতি পক্ষের সাথে রুঢ় আচরণ করতে গেলে যে সাহসটুকুর দরকার আমার সেটা নেই বলেই আমি রুঢ় হতে পারি না। আমার প্রতিবাদের ভাষাও নিতান্ত দূর্বল-তাই আমি ভিন্ন ভাবে আমার প্রতিবাদ জানিয়ে গত ছয় বছরের ব্লগিং জীবনে দুই বার স্বেচ্ছায় ব্লগে লেখালেখি থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিলাম-যা আমার প্রতিবাদের ভাষা। কিন্তু বারবার সামুতে ফিরে আসি-কারন, সামুকে খুব বেশী ভালবাসি। সামুর সাধারন ব্লগার বন্ধুরা আমাকে অনেক ভালবাসেন, শ্রদ্ধা আর সম্মান করেন-সেই ভালবাসা আর সম্মানের জন্যই বারবার সামুতে ফিরে আসি।


আমরা খুব অস্বস্তির সাথে খেয়াল করছি যে আমাদের স্বদেশপ্রেমটা ধীরে ধীরে উগ্র স্বদেশ প্রেমের দিকে মোড় নিচ্ছে। যে কোন কিছুর উগ্রতাই পরিত্যাজ্য। সেটা ধর্মের ক্ষেত্রে হোক কী স্বদেশ প্রেমের ক্ষেত্রে। আমার মনে হচ্ছে আমরা নিজেদের এক ধরনের অসুস্থ "পজিটিভ ফিডব্যাক" দিচ্ছি। সামুর একশ্রেনীর ব্লগার যারা/যাদের ব্যাকগ্রাউন্ড যাই থাকুক-হঠাৎ তারা দেশপ্রেমের একচ্ছত্র খেদমতগার ভেবে এমন আচরন করে যাচ্ছেন সেই আচরনে সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফ্যাসিস্ট ইতালী বা নাৎসী জার্মানী, দখলদার ইজরাইলী, আগ্রাসী ভারত, আমেরিকার কিম্বা উগ্রবাদী পাকিস্তানীদের বেশ মিল পাওয়া যাচ্ছে!

লজ্জার বিষয় হলেও সত্য সামু’র একলক্ষ চল্লিশ হাজার রেজিস্টার্ড নিকের মধ্যে মাত্র ১৫/২০ জন ব্লগারের অপকর্মের জন্যই সব অনাসৃষ্টি। ঐ ১৫/২০ জন ব্লগারের নেতৃত্বেই একটা ফ্যাসিস্ট গ্রুপ চর দখলের কায়দায় সামু নিয়ন্ত্রনের অপচেস্টা চালিয়ে যাচ্ছে। যার জন্য বর্তমানে সামুকে বলা যায় ফ্যাসিস্টদের চারণভূমি,নব্য চেতনায় অতিউজ্জিবীত যশোপ্রার্থীদের প্রজননভূমি। এই শ্রেনীর ব্লগারদের কু-কির্তী নিয়ে কিছু বললেই তাকে গো আযম, নিজামীদের সাথে তুলনা করা শুরু হয়। আমরা মোটামুটি এটা ধার্য্য করে দিলাম যে- আপনি যদি ওদের আগ্রাসী রীতিতে স্বদেশপ্রেমী না হোন তাহলে আপনি একটা ছাগু! এই বিষয়ে সামান্যতম ত্রুটিবিচ্যুতি ক্ষমার্হ নয়। এইটা হল অনেকটা এইরকমঃ হয় আপনি বরাহশিকারী, নয় ছাগু। উগ্র স্বদেশ প্রেম আমাদের অন্ধ করে দিল-সেই গোষ্ঠীটাই কিন্তু এখনও সামু নিয়ন্ত্রন করছে। আমাদের দেশ, মানুষের জন্যে কী করা যায়, সেসব ভাবনা কারোর নেই। কিন্তু কাল্পনিক ছাগুনিধন আর বরাহ শিকারের যুদ্ধংদেহী রণহুংকার থেকে থেকে আমাদের প্রাঙ্গনকে প্রকম্পিত করতে পিছিয়ে নেই।

সামু’র মালিক জানা আরিল সম্পর্কে যা কিছু বলা হচ্ছে-তা নিতান্তই রটনা ভিন্ন অন্য কিছু নয়। সামুর মত একটা “দাতব্য প্রতিষ্ঠান” উপহার দিয়ে ওরা সাধারন দৃষ্টিতে অনেক কিছু নাপেলেও-বিষর্জন দিয়েছে ব্যাক্তি সুখ। আমাদের অশ্লীল গালাগাল, নিন্দা অপমান উজার করে দিয়ে নিজেদেরকে মহিমান্বীত করেছি(ধিক আমাদের অসুস্থ্য মানষিকতাকে!)তারপরেও ওরা পালিয়ে যায়নি।জানা-আরিল বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী শিক্ষিত তরুন যুবকসহ সকল শ্রেনীর পাঠক-লেখকদের এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন-যার জন্য সকল শিক্ষিত জনেরা ওদেরকে সারা জীবন শ্রদ্ধা ও ভালবাসায় স্মরন করবে। জানা-আরিলকে বলবো-আপনারা বিভ্রান্ত হবেননা-যখন দেখবেন কেউ আপনাকে ডান পন্থী, কেউ বাম পন্থী কিম্বা অন্য নানাবিধ পন্থী মনে করবে-তখন আপনারা দৃঢ় প্রত্যয়ী থাকবেন-যে আপনারা সঠিক পথেই আছেন। আমাদেরকে কেউ কখনোই সুখী করতে পারবেনা-যদিনা আমাদের সুখী হবার মানষিকতা নাথাকে।

পরিশেষে ধীবর ভাইকে বলবো,রাজনীতির ময়দানে আমরা কে কোনো পন্থী তা কারো নাম উল্লেখ করে প্রচার করার দরকার নেই-আমরা ব্লগার। সামুতে অন্তত আপনি, আমি কিম্বা আমরা রাজনীতি করতে আসিনি, ব্লগিং করতে এসেছি-নিজ যোগ্যতায় টিকে থাকবো, নাহলে বিদায়! আমরা ব্লগিং করতে চাইনা মডারেটরের করুনা(যারা তেল্বাজী করে, করুনা নিয়ে সামুতে টিকে আছে-তাদেরকে সাধারন ব্লগারগন চিনেন-যাদেরকে রেসিডেন্স ভার বলা হয়)। কারো করুনা নিয়ে ব্লগিং করতে চাইনা। আর যাদেরকে নিয়ে আজ সামুতে আপনার এই পোস্ট-তাদেকে গণনায় নেয়ারমত কোনো গুরুত্ব নেই-ওরা ঘৃণা আর করুনায় টিকে থাকুক, টিকে থাকুক ফ্যাসিস্ট সরকারের পূলিশী প্রহরায়।

আমরা এদেশের নাগরিক হিসেবে চাই-যুদ্ধাপরাধীদের আইনের শাসনে বিচার হোক।দেশে আইনের শাসন কায়েম হোক। জনগন ভোগ করুক বাক স্বাধীনতা।মুক্ত বুদ্ধি, মুক্ত চিন্তার চর্চা হোক। মুক্তি যুদ্ধের চেতনায় দূর্নীতি মুক্ত একটি দেশ হিসেবে বাংলাদেশ সমৃদ্ধির শিখরে উঠুক। আসুন মা-মাটি-মানুষ, স্বাধীনতা-স্বার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একত্রিত হয়ে স্বপ্নের বাংলাদেশ গড়ি।

ধন্যবাদ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৯

ধীবর বলেছেন: সুপ্রিয় সর্বজন শ্রদ্ধেয় জুলভার্ণ ভাই,

আপনার আগমনে সবার সাথে সাথে আমিও অত্যন্ত আনন্দিত আর গর্বিত। কারণ আপনার মত একজন সুলেখক সুচিন্তিক ব্লগারের উপস্থিতি নিঃসন্দেহে এই চরম অন্ধকারের মধ্যে আশার আলো জ্বালাবে।

আপনার মন্তব্যটি সবার জন্যই শিক্ষনীয় বলেই আমার বিশ্বাস। দ্বিমতের ধৃস্টতা অন্তত আমার নেই। তবে জাতিয়তাবাদি বলে যাদের নাম এসেছে, এদের পরিচয় দুটি। একটি এরা সবাই সব কিছুর উর্ধে দেশ ভাষা এবং সংস্কৃতিতে প্রাধান্য দিয়ে থাকেন। দ্বিতীয়টি হলো, এই বিশ্বাসের কারণে প্রায় সময়েই কোন না কোনভাবে এরা বৈষম্যের শিকার হয়েছে, বা হচ্ছেন। একারণেই নাম গুলি দেয়া। যেন আমাদের প্রতি সুবিচার নিশ্চিত হতে পারে।

অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রিয় জুল্ভার্ণ ভাই। ভালো থাকবেন।

৩৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ বস, অবশেষে পোষ্টটি দেওয়া হল।


কি আর বলব ভাই এক মগাচীপের বিরুদ্ধে কম রিপোর্ট করছি। আর এই জন্য ক্ত লোক যে জেনারেল হয়েছে তার কি ঠিক আছে??




প্রিয় জানা আপা আপনাকে অনেক ধন্যবাদ আপনি মন্তব্য করেছে।

আমারা আপনার সাথে আছি সব সময়। কারন আমাদের আর কোন ঠিকানা নেই। সামুই আমাদের সব। আমাদের আমু নেই, সোনা নেই। কিন্তু ভালবাসার অপর পাশেই থাকে কষ্ট। তেমন এই সামুতে আমরা ছিলাম সব চেয়ে অবহেলিত। আসলে সামুর এই কঠিন সময়ে এই কথা বলতে খারাপ লাগছে। কিন্তু কার দোষ দেব। সত্য তো আর চাপা থাকে না। একটা অনুরোধ করি, এখন সময় আছে কিছু নিক ব্যান করেন, থাবা বাবার মত মৃত্যুর পরে লেখে ডিলিট না করে আগেই ব্যাবস্থা নেন। তাতে দেশের মজ্ঞল, সামুর মজ্ঞল। আপু আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সামুর এই সময়ে এসব বলা উচিত না জানি।




আসলে বিপ্লব কোন নিয়ম মানে না, এই পোষ্টে জানা আপা মন্তব্য করেছেন। অন্যসময় হলে ব্যান্ড করত মনে হয় (অতীত তাই বলে) ;)



সাথে আছি, সবসময়।

সামু তোমায় ভালোবাসি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩১

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ ঘুণেপোকা ভাই। পুর্ণ সহমত। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর।

৩৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

ফিরেদেখা বলেছেন: পোস্ট আর মন্তব্যগুলো সত্যিই অসাধারন সুন্দর।
খুব ভাল লাগছে-এই আলোচনায় জানা আপা'র অংশ গ্রহন।

+

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩১

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ ফিরেদেখা ভাই।

৩৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

িনশাচর-পুরান বলেছেন: শ্রদ্ধেয় জানা'পু, সালাম নিবেন। আমার "নিশাচর" নিকটি বহুদিন আগেই ব্যান করা হয়েছে-সেজন্য আমার কোনো আপশোস নাই, কারন ঐ নিক থেকে ব্লগের নীতি ভংগ করা হয়েছিল।তারপর আমার "ভজঘট" নিকটাকে ব্যান করা হয়েছিল নিছক প্রতিহিংসা বশত। ভজঘট নিকে আমি কখনই ব্লগের নিয়ম ভংগ করিনি। ঐ নিকটা থেকে সব সময়ই ফান করেছি। শুধু মাত্র একজন ব্লগারের মন্তব্যের জবাব নাদেবার কারনে তাকে "তুই" সম্বোধন করেছিলাম-যার জন্য আমাকে ব্যান করা হয়েছিল!

উপরে আপনি আপনার মন্তব্যে বলেছেন-আপনি কখনোই ব্যাক্তি পছন্দের ব্লগারদের আলাদা দৃষ্টিতে দেখেননি-তাহলে আমার ভজঘট নিক কেনো ব্যান করা হয়েছিল?

সামুর নাস্তিক বিতর্ক নিয়ে আমারদেশ কাগকের রিপোর্টের উপর ভিত্তি করে অনেকগুলো পোস্ট দেয়া হয়েছে।তারই একটা পোস্টে গতকাল ব্লগার নস্টালজিয়া একটা মন্তব্য করেছিল যেখানে লিখেছিল- আরিফুর রহমান কিম্বা আসিফ মহিউদ্দিন, কৌশিক, টেলি সামাদ, ইব্রাহিম খলিল(সবাক), ছন্নছাড়াদের ইসলাম বিরোধীতার নামে অশ্লীলতা, গালাগালির দ্বায় কেনো ব্লগের সকলকে বইতে হবে। ওরা যা করছে-তাতো স্রেফ অসভ্যতা-ওদের অসভ্যতার দ্বায় কেনো সকল নিরিহ সাধারন ব্লগারদের বৈতে হবে। কেন, কোন স্বার্থে সামু কর্তিপক্ষ উল্লেখিত অসভ্য ব্লগারদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে ব্লগিং ও ব্লগারদের কালীমা দিচ্ছে। এই মন্তব্যে কোথাও কি একটা শব্দ, বাক্য, উক্তি মিথ্যা লেখা হয়েছিল? তারপরেও কেন নস্টালজিয়ার নিক ব্লক করা হলো? এটাই কি আপনার নিরপেক্ষতার উদাহরণ? যা পত্রিকায় লেখা হয়েছে-সেই বাক্যটাইতো নসটালজিয়া লিখেছিল-আপনিতো পত্রিকার বিরুদ্ধে কিছুই করতে পারলেননা-কিন্তু একজন ব্লগারের অতি সাধারন একটি মন্তব্যের জন্য পোস্ট, কমেন্টস সুবিধা বন্ধ করে দিয়েছেন-এটাই কি আপনার ন্যায় বিচার?

হয়ত আমার এই মন্তব্যের জন্য আমাকেও শাস্তি পেতে হবে-তাতেও কোনো দুঃখ থাকবেনা-যদি আপনি আমার প্রশ্নের জবাব দেন তাতেই খুশী হব।

আল্লাহ আপনাকে হেফাজত করবেন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৩

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ নিশাচর ভাই। এই যে কথায় কথায় ব্যান, তার শিকার কেন শুধু একটি বিশেষ আদর্শের ব্লগাররাই পড়ছেন, সেই প্রশ্নটা উঠছে। আমরা কি আশা করতে পারি যে আমাদের বোন, এ ব্যাপারে তার মুল্যবান বক্তব্য দেবেন?

৩৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০২

আমি বীরবল বলেছেন: সামুর ক্ষতি -যা করার তা পোষা নাস্তিকেরাই করবে। কোনোদিন জাতীয়তাবাদিরা সামুর ক্ষতি করবেনা বরং সামুর সাথে থাকবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৭

ধীবর বলেছেন: চমৎকার বলেছেন বীরবল ভাই। এই কথাগুলিকেই আস্থায় নেবার জন্য বোন জানাকে অনুরোধ করছি।

৩৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
@ মিস জানা

আপনাকে অনেক ধন্যবাদ।

আপনি আমাদের অনুরোধ রেখেছেন। বরাবরের মতো এবারও তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছেন। শয়তান থাবা-বাবা (রাজীব) এর শোকবার্তা উঠিয়ে নিয়েছেন।

সামু'র সর্বাঙ্গীণ সাফল্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করছি।

আর মডারেশান প‌্যানেল নিয়ে একটু ভেবে দেখবেন।

আবারো ধন্যবাদ, জানা ম্যাডাম।

৪০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২

টয় বয় বলেছেন: -

সামুর সাথে ছিলাম, সাথে আছি, সব জাতীয়তাবাদীরা সাথে থাকবে|

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৩

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ টয়বয় ভাই। পুর্ন সহমত।

৪১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: দাড়িপাল্লার পোস্টের প্রতিবাদ করে ওয়াচে গেছি ,, আসিফের পোস্টের প্রতিবাদ করে জেনারেল হয়েছি ,,, এইটা আমার তিন নং নিক আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি কাউ কে গালি দিছি ,, কিন্তু শুধু মাত্র ভিন্ন মতাদর্শী হওয়ার কারনে অন্যায় ভাবে অনেক ট্যাগের শিকার হয়েছি ,, আজ সামুর আকাশে কালো মেঘে ছেয়ে গেছে কিন্তু কেন ? একমাত্র কারন আমি মনে করি কিছুটা উদাসিনতা ও মডারেশন প্যানেলে কিছু ভাড় এর কারনে , তাদের একচোখানীতির কারনে , তাদের স্বজনপ্রিতির কারনে ,, এতকিছুর পরও আমরা হারিয়ে যাইনি , পালাই যাইনি সামুর সাথে ছিলাম , আছি , এবং থাকব ,,, জানাপু একটি নিক ব্যান করবেন অন্য আরেকটি নিয়ে ফিরে আসব , তারপরও আসব ছারব না সামুকে ,,,
পোস্টে পিলাচ ধীবর ভাই ,,,,,,,,, এবং ধন্যবাদ সময়পুযোগি পোস্টের জন্য

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৬

ধীবর বলেছেন: সামুর নীতিমালে সুস্পস্ট লংঘনের মাধ্যমে হাতে গোনা মাত্র কয়েকজন সামুর পরিবেশ দুষিত করছে। একথা সবৈর্ব সত্য। আপনার প্রতিবাদের প্রতি পুর্ণ সমর্থন থাকলো আসামী ভাই। আমি আশা করবো, এই বৈষম্যগুলির অবসান হবে খুব শিগ্রি।

৪২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

ইউনুস খান বলেছেন: ধন্যবাদ ধীবর ভাই এমন একটি পোস্টের জন্য।

নিঃসন্দেহে সামহোয়্যারইন চতুর্মূখী আক্রমনের মুখে আছে। চরম উৎকন্ঠায় আছে ব্লগের পিছনের মানুষেরা। তাই চরম সত্য কিন্তু এই পরিস্থিতিতে ব্লগ অথরিটির জন্য তেতো কিছু কথা মনে পড়ে গেলেও লিখলাম না।

শুভ হোক সবার পথচলা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৩

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ ইউনুস ভাই। আসলেও এই দুঃসময়ে সামুর পাশে দাড়াতে হবে সবার আগে।

৪৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: প্রিয় ধীবর ভাই, ১৯৭৫ এ মুজিব বাকশাল ও ৪টি রেখে বাকী সব পত্রিকা নিষিদ্ধ করছিল এই কারণে যে বিরোধী দল যেন মতামত প্রকাশ করতে না পারে। যে মুজিব সারা জীবন গণতন্ত্র বলে চেচাল সেই কিনা স্বাধীন বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করল। আজকেও সেই একই ধারা চলছে। এই সকল বাকশালীদের কথা হল তারা যা ভাবে সেটাই বাংলাদেশের সবাইকেই ভাবত হবে। সামুতে সেই ২০০৮-০৯ যে নীতিমালা আছে সেটা দিয়েই ৭১এ পাকিস্তানের দালালী, বাংলাদেশের বিরোধীতা এবং ধর্মের বিরুদ্ধে নোংরা কথা, গালি, ঘৃণার জন্য শাস্তিমূলক ব্যাবস্থা নেওয়া সম্ভব। এর জন্য হঠাৎ করেই কোন বিশেষ নিয়ম প্রবর্তন করা ঠিক হবে না। তবে সরকারের নতুন কোন রাষ্ট্রীয় আইন হলে সেটা ভিন্ন। সামুর প্রচলিত নীতিমালা মেনে আমি মনে করি দেশের সকল দলের সমর্থকদের নিজস্ব স্বাধীন মতামত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু এটাতো ঐ বাকশালী গোষ্ঠী চায়না উপরন্ত পারলে দেশের সকল দল ও মতের উপর খড়গ হয়ে পুনরায় একদলীয় শাসন কায়েম করতে চায়। এই কারণেই বিএনপি সহ অন্য দলকে তুচ্ছ তাচ্ছিল্য করছে আলীগের সমর্থকগণ। অথচ নিরপেক্ষ, সুষ্ঠ ভোটের মাধ্যমে যেতে তারা ভয় পায়। তারা গায়ের ও অস্ত্রের জোরে ঢালাও ভাবে সব কিছু মাস্তানি করে চাপিয়ে দিতে চায়।

আমি মনে করি সামুর বর্তমান পরিস্থিতিতে জানার কোন দোষ নেই। সে সহ বিভিন্ন ব্লগের মালিকগণ সরকারের চাপে আছে এবং অসহায়। এটা জানা মুখে স্বীকার না করলেও এটা বুঝার ক্ষমতা আমাদের আছে।

যদি আপনার এই পোষ্ট সামুর প্রচলিত নিয়ম মেনে সবার মতামত শান্তিপূর্ণ, শোভন ও ভদ্র ভাষায় প্রাণবন্ত পরিবেশ ফিরে আসে সেটা ভাল হবে। নতুবা আমাদের অপেক্ষা ছাড়া ভিন্ন পথ নেই।

অনেক ধন্যবাদ ভাই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৩

ধীবর বলেছেন: অসংখ্য ধন্যবাদ বা জি ভাই। আসলে, এ ধরণের আহবান এই প্রথম নয়। তবে এবারের প্রেক্ষাপট সিরিয়াস বলেই, আবারও নতুন করে পুরানো জিনিস লিখতে হলো। আমরা আশা করতে পারি আমাদের অপেক্ষার পালা ফুরিয়েছে।

৪৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

বিডি আইডল বলেছেন: আজ দুপুরের (বাংলাদেশ সময়) একটি পোষ্টে জানাপুকে বলেছিলাম ব্লগের চিরাচরিত অফটাইম গুলোতে কিছু লোক রাখতে...উস্কানি কে দেয় সেটা আইপি দেখে আপনাদের সহজেই ধরতে পারার কথা।

জানা অথবা আরিলের শ্রম বা সময় এবং আন্তরিকতা নিয়ে প্রশ্ন বোধহয় খুব কম লোকই তুলবে। সমস্যাটা হয় আপনাদের এক বা একাধিক মডারেটরদের পক্ষপাত দুষ্ট মডারেশনে। সামুতে এই ঘটনা অজ্রসবার ঘটেছে, যে উস্কানি মূলক পোষ্ট দিয়েছে তার কিছু হয় নি, কিন্তু তার প্রতিবাদ কারীদের ব্যান করে দেয়া হয়েছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৫

ধীবর বলেছেন: বিডিদা, অল্প কথায় অনেক গুরুত্বপুর্ণ কথা বলেছেন। যে অনুযোগ এটা নতুন কিছু নয়। তবে আপনার আইডিয়াটা ইউনিক। মন্তব্যের সাথে পুর্ণ সহমত। অনেক ধন্যবাদ।

৪৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

ফরটি ইজ দা নিউ থারটি বলেছেন: ভাই

আপনারা ক্ষমতাবান লোক, আপনাদের পিছনে পার্টি আছে, আমাদের মতো খেটে খাওয়া লোকজনকে ছাত্রলীগ আর জামাত শিবির দুটোই মারছে। আপনাদের কি সেখানে বলার কিছু নেই? আজকে বিশ্বজিৎ আর জাফর মুন্সীর মত আর কত আমজনতা আপনাদের দলাদলির শিকার হবে?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৬

ধীবর বলেছেন: ্ভুল বুঝেছেন ভাই। আমাদের পেছনে পার্টি নেই, ক্ষমতা নেই, টাকা নেই। আমিও আপনার মতই আম জনতা।

৪৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

মশামামা বলেছেন: কে বলেছে খোদাকে ভুলে যেতে?
রাজাকারের বিচার চাওয়া হয়েছে, খোদাকে ভুলে যেতে বলার স্পর্ধা কারও নেই। যদি কেউ বলে তবে তার, একান্ত তারও ফাঁসি চাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

৪৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯

বোরহান উদদীন বলেছেন: জাতীয়তা বাদীর পক্ষে সামু রক্ষার পক্ষে।


নাস্তিকগুলার ফাঁসি চাই।
নাস্তিক মুক্ত বাংলা চাই।
এরাই আসল রাজাকারের দোসর ভাই।
নাস্তিক মুক্ত ব্লগ চাই।

অনেক ব্লগার নাস্তিক বলে গর্ব করে।
হুজুর(সঃ) কে নিয়ে বেঙ্গ করে।
যে দেশেতে ৯৫% মুসলমান।
সে দেশে কি কেউ নাস্তিক চান।?

নাস্তিকেরা সব নিপাত যাক,
বাংলাদেশ টা মুক্তি পাক।
স্বাধীন বাংলা স্বাধীন থাক।
রাজাকারেরা নিপাত যাক।

নাস্তিকতা বাংলাদেশে চলবে না।
জুতার বাড়ি একটাও নীচে পড়বে না।
নাস্তিক যদি থাকতেই চাও
বাংলাদেশটা ছাইড়া যাও।

মরার পরে জানাজায়,
নাস্তিকদের কি মানা যায়।
নাস্তিকদের মাটিতে গর্ত করে পুঁতে ফেল,
আর নয়তো পুড়িয়ে ছাই বানিয়ে জলে ঢাল।

নাস্তিক আর রাজাকার,
জলদি তোরা বাংলা ছাড়।
ইসলাম হল শান্তির ধর্ম
বুঝে শুনে করবে কর্ম।


ঘাবড়াবেন না, বর্ষাকালে অনেক ব্যঙ্গের ঘ্যঙ্গর ঘ্যঙ্গর শব্দ শোনা যায়, বর্ষাকাল শেষে আর শোনা যায় না। সব মরে ছাফ হয়ে যায়। পরজীবি কোন কিছুই স্থায়ী হয় না। নিছক মৌসুমী থাকে। ঘরে ময়লা থাকলে ছারপোকা জন্ম নেয়, পরিস্কার করে ফেললে এমনিতেই মরে যায়।

বি:দ্র:- নাস্তিকতা বাংলাদেশের অতি ক্ষণস্থায়ী ময়লা বিশেষের দুর্গন্ধমা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৮

ধীবর বলেছেন: নাস্তিকতার সাথে ইসলাম বিদ্বেষ মিলিয়ে ফেলা ঠিক হবে না ভাই। যারা আজকে ইসলামের নামে অশ্লিল কথা বলছে, ওরা নাস্তিক নয়, ঘৃণাবাদি।

৪৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১১

মারুফ মেহেদী বলেছেন: হালকা রাজনৈতিক গন্ধ থাকলেও ঐ ধরণের ব্লগ পোষ্ট থেকে দূরে থাকতাম । নিজেও কোনদিন ঐ ধরণের ব্লগ লিখি নি । তবে জাতীয়তাবাদের কথা থাকায় এবং বর্তমান পরিস্থিতিতে আর চুপ থাকতে পারলাম না । আপনার কথার প্রতিটি লাইনের সাথে সহমত প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১০

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ মারুফ ভাই। জাতি হিসাবে আমরা বোধ করি প্রবল রাজনৈতিক সচেতনা সম্পন্ন। তাই ইচ্ছে করলেই সেটাক এড়ানো যায় না।

৪৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৪

অজানা এক আমি বলেছেন: সামুর মডারেশন প্রচন্ডভাবে প্রশ্নবিদ্ধ। এবং জনশ্রুত আছে যে এটা ইচ্ছাকৃত। একই অপরাধে যেখানে একজন ইসলাম বিদ্দেষী বা একজন বামঘেষা বহাল তবিয়তে পার পেয়ে যায় সেখানে একজন ডানঘেষা বছরের পর বছর ব্যান থাকে এমনকি ব্লগ বাতিলও করা হয়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৫

ধীবর বলেছেন: আমার একান্ত পর্যবেক্ষন হলো, তথাকথিত সুশিলদের (যারা সংখালঘু হলেও মিডিয়ার বাঘ) হাততালি পাবার জন্যই এ ধরণের অস্বস্তিকর প্রাক্টিস চালানো হচ্ছে। অথচ সামু যখন বিভিন্নভাবে আক্রান্ত তখন এই সুশিলরা কেউই সামুর পেছনে নেই। সুবিধাবাদিদের এই মুখোশ উন্মোচনের পরেও সামুর বোধদয় না ঘটলে, সেটা চরম্ দুর্ভাগ্যজনক হবে।

৫০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০২

মারুফ মেহেদী বলেছেন: সাথে এই প্রথমবারের মত নিজেকে প্রকাশ্যে ব্লগে জাতীয়তাবাদের সমর্থক হিসেবে জানিয়ে গেলাম । আর চুপ করে থাকতে পারলাম না । সবাইকে এগিয়ে আসতে হবেই । দেরীতে হলেও বুঝলাম । ভেতরে চাপা ক্ষোভ বুকে রেখে ঘোরা যায় না । ভালো থাকবেন । যোগাযোগ রাখতে পারেন http://www.facebook.com/maruf.mahedi চাইলে । খুশী হব ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৭

ধীবর বলেছেন: মারুফ ভাই, আপনাকে স্বাগত জানাতে পেরে আমাদের সবারই ভালো লাগছে। যোগাযোগ করবো ইনশাল্লা।

৫১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৬

ইকবাল পারভেজ বলেছেন: সময়োপযোগী, দায়িত্বশীল পোস্ট।

ধীবর ভাই আমি সামুতে এখনও শিশু ব্লগার বলে এ ব্যাপারে কিছু বলা সাজে না। শুধু আপনার পোস্ট আর সামুর প্রতি ভালবাসা জানিয়ে গেলাম।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৯

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ ইকবাল ভাই। কিছু বলা সাজবে না কেন? অবশ্যই বলবেন ভাই।

৫২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৭

বুনো বলেছেন: পোস্ট দিছেন, অথচ জানি নাই; এইটা নিয়া পরে বোঝাপড়া করব। :-0
অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের মনের কথাটা বলার জন্য। সরাসরি জানা আপাকে উদ্দেশ্য করে একটি পোস্ট দিয়েছিলাম, এই আসিফের কর্ম কাণ্ডের প্রেক্ষিতেই। যেইটার প্রতিটা কথা আজ অক্ষরে অক্ষরে ফলছে। তখনি ব্লগ মাতা'কে প্রতিশ্রুতি দিয়েছিলাম, জাতীয়তাবাদীরা আপনাকে বিপদে ছেড়ে যাবে না; আমরা কথা দিয়ে কথা রাখব। সামুই আমাদের ব্লগার বানিয়েছে, আর দশ জনের মত অকৃতজ্ঞ হবো না। জানা আপাকেও অনুরোধ করব, জাতীয়তাবাদীরা আপনাকে, সামুকে কি হিসেবে দেখে তা অন্যদের কমেন্ট দেখে একটু মিলিয়ে নিতে।

শ্রদ্ধেয় লিঙ্কন হুসাইন, আগেও পায়ে পাড়া দিছেন; কিছুই বলি নাই। তখন জানতামও না আপনাকে, কিন্তু এখন আপনাকে খুব ভালোমত জানি। আপন স্বার্থেই নিরাপদ দূরত্বে থাকুন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২১

ধীবর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বুনো ভাই। যা বলার সবই বলে দিয়েছেন। দ্বিমতের বিন্দুমাত্র সুযোগ নেই। আর পায়ে পাড়া দেয়াদের দিন শেষ হয়ে আসছে।

৫৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৫

রবি_জল বলেছেন:
@ জানা

আপনি বোধহয় পোস্টের মূল কথাটি ধরতে পারেন নি। তাই পোস্ট থেকে একটু আবার তুলে ধরলাম নিচে...

আর এখন? পত্রিকায় স্ক্রিন শট সহ প্রতিবেদন প্রকাশিত হচ্ছে নিয়মিত। সবাই জানছে যে সামু মানেই নাস্তিক ঘৃণাবাদি, আওয়ামি লিগ আর ছাগুদের লীলাভুমি।

সামুতে লাখ খানেক ব্লগার। এর মধ্যে সবাই কি ওই তিন গোষ্ঠির অন্তর্ভুক্ত? আসলেও কি তাই?

সামুর মডারেটরদের আচরণে অনেকেই ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ! কিন্ত তাই বলে ঢালাও ভাবে সবাইকে ওই তিন ঘৃণিত গোষ্ঠির প্রতিভু বানানোটা কি ঠিক হলো?







এখন এটাই আসল কথা। আপনাকে এবার একটা প্রমাণ দেখায়। আমাদের জনপ্রিয় ব্লগার বাংলাদেশ জিন্দাবের এই পোসটের ২১ নং কমেন্টে গিয়ে দেখেন। একটা নতুন ব্লগার কোন প্রমাণ ছাড়াই বাজির মত একজন একটিভ ব্লাগারকে কিভাবে গালা-গালি করছেন।





এবার "জানা" আপনি কিংবা আপনার নিয়োজিত মডুরা কি ঢালাও ভাবে ঐ তিন গোষ্ঠির প্রতিভু বানাচ্ছেন না আমাদেরকে?

মিথ্যে ট্যাগিং এর ভয়ে কি জাতিয়তাবাদি ব্লগার'রা সামু ছেড়ে দিক সেটিই চান আপনারা?????


উত্তরের অপেক্ষায়। ধন্যবাদ জানা আপনাকে।




২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৭

ধীবর বলেছেন: রবি ভাই, আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা রইলো। আসলে, ট্যাগবাজ সিন্ডিকেট থেকে অনেকদিন ধরেই আওয়ামি ও ভারত বিরোধী মাত্রই ট্যাগিং করার যে অপকৌশল চলছে, ঐ দুই পয়সার নয়া ব্লগার তারই ফফ্লাফল মাত্র। একারণেই আমাকে ভিন্ন এপ্রোচ নিতে হয়েছে। এধরণের ট্যাগিং যেখানে সামুর নীতিমালার পরিপন্থি, সেহেতু এর বিরদ্ধে ব্যাবস্থা নেয়াটাই ন্যায় সংগত ছিল। ঐ একই লোক দিনের পর দিন একে ব্যান ওকে ব্যান বলে শাখামৃগের মত উলম্ফন করে বেড়াচ্ছে। এর আগেও এ ব্যাপারে সামুর দৃস্টি আকর্ষণ করেছিলাম। সেদিন ব্যাবস্থা নিলে এই ভাড়টা নতুন করে এধরণের মন্তব্য করতে পারতো না। আর হবুরাও সতর্ক হতো।

আমার আপত্তির কারণটা এখানেই। নিয়মনীতি বদলানোর দরকার নেই। দরকার এর প্রয়োগের নিরপেক্ষতা। আবারো অনেক ধন্যবাদ রবি ভাই।

৫৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭

ক্ষুধিত পাষাণ বলেছেন: ছুবানাল্লাহ! জানা আপু জাতীয়তাবাদিদের পোস্টে মন্তব্য করেছেন!! এইবার নির্ঘাত রাজকীয় ফরমানে জানাপুর কপালে "ছাগু" ট্যাগিং পাক্কা হইবে! :P :P


জানাপু, আপনার কাছে বিনীত জিজ্ঞাশা-নস্টালজিয়া আর ভজঘটের মন্তব্যে সামুর কোন নীতিমালা লঞঘিত হয়েছে-যার জন্য নস্টালজিয়ার পোস্ট ও কমেন্টস ব্যান এবং ভজঘটের নিক ব্যান করেছেন? :( :( নস্টালজিয়া যা বলেছে-তা একশত ভাগ সত্য সেকথা সামুর সকল ব্লগার এমনকি উল্লেখিত নাস্তিক ব্লগার বন্ধুরাও আল্লার কসম দিয়ে বলবে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৯

ধীবর বলেছেন: ধন্যবাদ ক্ষুদিত পাষাণ ভাই । এব্যাপারে স্নেহের জানা বোনের দৃস্টি আকর্ষণ করছি।

৫৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯

ক্ষুধিত পাষাণ বলেছেন: ধীবর ভাইয়া, পোস্ট দিয়ে গায়েব হয়ে যাওয়াটা ব্লগারদের অসন্তুষ্টির কারন হয়। জানি আপনারা বিদেশে অনেক ব্যাস্ত জীবন যাপন করেন-তবুও....

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩০

ধীবর বলেছেন: আপনার অভিযোগটা সম্মানের সাথেই মেনে নিলাম। তবে এ পোস্ট লেখার জন্য সময় ছিল না। এর পরেও আসন্ন বিপদ দেখে, নিজের কাজের ব্যাঘাত ঘটিয়েও লিখেছিলাম বটে, কিন্ত সময় মত উত্তর দেবার মত সময় বের করতে পারিনি। এজন্য সবার কাছেই আমি ক্ষমাপ্রার্থি।

৫৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

ব্লাক উড বলেছেন: এই পোস্টে জানাপু'র সরব উপস্থিতিই তাঁর সততা ও নিরপেক্ষতা প্রমান করে।
সামু আমাদের প্রানের স্পন্দন-সামুকে রক্ষা করবে সামুর প্রান সামুর নিরপেক্ষা পাঠক ব্লগার শুভান্যুধ্যায়ীগন।

পোস্টে প্লাস।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩২

ধীবর বলেছেন: জানা বোনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। তবে তিনি যাদের হাতে দ্বায়িত্ব দিয়েছেন, তাদের ব্যাপারে অভিযোগ করার মত প্রচুর ইস্যু রয়েছে। অনেক ধন্যবাদ ব্লাকউড ভাই।

৫৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

নেক্সাস বলেছেন: সামুর সাথে আছি.।শত শত বিমাতাসুলভ আচরণের মাঝেও আমরা সামুর প্রতি অন্তরিক।

জানাপা আপনি কি অস্বীকার করতে পারবেন যে গত বিগত দিনে সামুতে বিএনপি মনা ব্লগারেরা আপনার মডারেটরদের হাতে চরমভাবে নিগৃহিত হয়েছে। জিয়াউর রহমানের উপর লিখা তথ্যবহুল কোন লিখা ষ্টিকি হয়েছে কোনদিন?
জিয়াউর রহমান কে গালাগালি করা পোষ্ট কোনদিন আপনারা ডিলেট করেছেন?

তারপরও আমরা সামুর গায়ে এতটুকু আঁচ লাগতে দেবনা। সামুর পাসে আছি সর্বক্ষণ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৩

ধীবর বলেছেন: অনেকদিন পর দেখলাম আপনাকে নেক্সাস ভাই। সুস্বাগতম। মন্তব্যের সাথে পুর্ণ সহমত। অনেক ধন্যবাদ।

৫৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

বহুভুজ বলেছেন: এই পোস্টের মন্তব্যগুলো সামহ্যোয়ারইনব্লগের নিরিহ নির্যাতিত ব্লগারদের মডারেটর/ মডারেটশন প্যানেলের উপর ক্ষোভের বহিপ্রকাশ অন্যদিকে সামুর প্রতি ভালবাসা প্রকাশ। মাত্র ৫ দিন আগেও কি সামুতে এই ধরনের মন্তব্য করে অন্তত জাতিয়তাবাদী চেতনাধারী ব্লগারগন করে "জান নিয়ে" আর ব্লগিং করতে পারত!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৭

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন বহুভুজ ভাই।

৫৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

স্পেলবাইন্ডার বলেছেন: ধীবর ভাই, সামু কর্তৃপক্ষ আবার সেই পুরনো কৌশল অবলম্বন করছে। যখনই সামু পোষা নাস্তিক ও ইসলামবিদ্বেষীদের নিয়ে চাপের মুখে পড়ে, তখনই সুন্দর সুন্দর বাণী হাজির করে। চাপ সরে গেলেই আবার আসল রূপ, তখন এই সামুতেই ইসলাম ও মহানবী হযরত মুহম্মদ (সা.) নিয়ে কুৎসিত মন্তব্যের বন্যা বয়ে গেলেও সামু কর্তৃপক্ষের কিছু আসে যায় না।
একটা উদাহরণ দিতে পারি। 'ঠোঁট কাটা বন্ধু' নিকটি শতকরা ৯৫টি মন্তব্য করে ইসলাম ও রাসূল (সা.) কে ব্যঙ্গ করে। কিন্তু সামু কর্তৃপক্ষ কখনও ব্যবস্থা নিয়েছে বলে মনে হয়নি।
আজকে এত ভাল ভাল কথা কোথায় রাখব সেইটা নিয়ে চিন্তায় আছি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৯

ধীবর বলেছেন: ধন্যবাদ স্পেলবাইন্ডার ভাই। আমার মনে হয় যে ধরণের নিক থেকে নিয়মিত ইসলাম বিদ্বেষি মন্তব্য করা হয়, সেগুলির স্ক্রিন শট নিয়ে, এর পর রিপোর্ট করা। এবং সেটার সময় ও তারিখ লগ করে রাখা। ফলে হবে কি চাইলেও কেউ এই তথ্য প্রমানের বিরুদ্ধে সাফাই গাইতে পারবে না। এই রকম কিছুদিন করে দেখি, কি হয়। এর পর অলটারনেট খুজে দেখা যাবে।

সম্প্রতি তথ্যমন্ত্রি এবং প্রধানমন্ত্রি দুজনেই ধর্মিয় বিদ্বেষ ছড়ানোর জন্য কঠোর আইন প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন।

৬০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

সত্য কথায় যত দোষ ! বলেছেন: এরই নাম "ঠ্যালার নাম বাবাজী" :(( জাতিয়তাবাদি ব্লগারেরা এমন মন্তব্য করার মওকা সামুর জিন্দেগীতে এতদিনে পায়নি! এই ধরনের মন্তব্য করার সুযোগ আর কতদিন পাওয়া যাবে-সেটাই দেখার বিষয় :P :P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪০

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ। তবে হালে এই ধরুন গত দুই মাসে, আমাদের কিছুটা নিরপেক্ষ দৃস্টিতে দেখা হচ্ছে। এজন্য সামুকে ধন্যবাদ জানাই।

৬১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

ইকবাল পারভেজ বলেছেন: @স্পেলবাইন্ডার: "ঠোঁট কাটা বন্ধু" নামক লোকটির ওরিজিনাল নাম "তন্ময় তালুকদার"। সে আসলে কোন নাস্তিক নয়, চুয়েট থেকে পাশ করা হিন্দু ধর্মে বিশ্বাসী একটি ছেলে (বর্তমানে জিপিতে চাকরি করে)।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪১

ধীবর বলেছেন: ধন্যবাদ ইকবাল ভাই। ছেলেটার ছবি দেখলাম। ব্লগে ঘৃণা না ছড়িয়ে যদি ঐ সময়টুকু সে খাওয়া দাওয়ার প্রতি মনযোগ দিতো, তাহলে তার নিজেরই উপকার হতো।

৬২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

ব্লাক সেপ্টেম্বর বলেছেন: আমি জাতিয়তাবাদি কিনা জানিনা-কিন্তু সত্যবাদী।সত্য আর ন্যায়ের পক্ষে আছি এবং থাকবো। +

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৩

ধীবর বলেছেন: ন্যায় সত্য ও সুন্দরের পথে স্বাগতম জানাই আপনাকে।

৬৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

আসফি আজাদ বলেছেন: এই বিষয়ে ব্যাপক সন্দিহান...তবে আমার সন্দেহ অমূলক এবং ভুল প্রমাণিত হলেই খুশি হব। ধন্যবাদ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৪

ধীবর বলেছেন: ধন্যবাদ আযাদ ভাই। চলুন আশাবাদি থাকি ততক্ষন, যতক্ষন না আশার সব পথ বন্ধ হয়ে যায়।

৬৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

ইকবাল পারভেজ বলেছেন: @স্পেলবাইন্ডার: আর ঠোঁট কাটা বন্ধুর কমেন্ট যে কত কুৎসিত তা এই পোস্টের ১৪ নং কমেন্ট দেখলেই যে কেউই বুঝতে পারবে। ১৮ নং কমেন্টের লিংকে ঠোঁট কাটা বন্ধুর আসল পরিচয় দেওয়া আছে। বের করেছিল "ব্লগার রাইয়ান"। কিন্তু বেচারা ব্লগার রাইয়ান তার বিভিন্ন কমেন্টে থাবা বাবার লেখাগুলার প্রমানসহ লিংক দেওয়াতে ঠোঁট কাটা বন্ধু/দিকভ্রান্ত*পথিকের মত থাবা বাবার ফেসবুক ফলোয়ারদের গণ রিপোর্টের শিকার হয়ে নিক ব্যান খেয়েছে।

@ধীবর ভাই: দুঃখিত আমি মনে হয় অফ টপিক কথা বলে ফেলেছি। দরকার মনে করলে আমার শেষ দুটি কমেন্টই মুছে দিয়েন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৫

ধীবর বলেছেন: কোন সমস্যা নেই ইকবাল ভাই। মন খুলে কথা বলুন।

৬৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৯

নরাধম বলেছেন:
আমরা যারা জাতীয়তাবাদী না বা নাস্তিক্যবাদীও না, ধর্মনিরপেক্ষও না আবার রাষ্ঠ্রের উপর ধর্মকে চেপে দেওয়ার পক্ষেও না, মোটকথা কোন মতাদর্শ দ্বারা চিহ্নিত হতে রাজি না, তারাও সামুর সাথে আছি! আফসোস, আমাদের গ্রুপে লোকজন খুবই কম! :(

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৬

ধীবর বলেছেন: আহবানের পথে সঙ্গি হবার জন্য অনেক ধন্যবাদ নরাধম ভাই। সুস্বাগতম। দেশের স্বার্থের প্রশ্নে আমরা যেন সবাই এক থাকি।

৬৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৩

মিতক্ষরা বলেছেন: @নরাধম, আপনার গ্রুপেই তো লোকবল বেশী। সামু ব্লগের কোর ব্লগার হল আওয়ামীরা। বিএনপি মনারা ভাগ হয়েছে সামু, সোনা আর আমার বর্নমালা ব্লগে।

৬৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৯

ঘুমকাতুর বলেছেন: হায় খোদা ২ দিন পর এই পোষ্ট দেখলাম :|| অথচ এই পোষ্টের জন্য অপেক্ষা করতেছিলাম।

সামু কতৃপক্ষে শুধু বলতে চাই আমরা সব সময় আপনাদের সাথে আছি :) ছাগুদের মত আমাদের সোনব্লগ নেই, আম্বাদের মত আমার ব্লগও নেই, খাউজানী পার্টির মত মুক্তমনা ব্লগও নেই। আমাদের বলার জন্য আছে সামু। সব সময় তার পাশে আছি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৭

ধীবর বলেছেন: পুর্ণ সহমত ঘুমকাতুর ভাই। সামু যত দিন আছে, শত প্রতিকুলতার মাঝেও সামুকে রক্ষা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

৬৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৫

নরাধম বলেছেন:
মিতক্ষরা, সোনাব্লগে বিএনপিমনারা নাই, ওখানে জামাতিরা, আপনি কোনপন্থি সেটা অবশ্য জানিনা। আর আমার কোন গ্রুপ নাই, জামাত-রাজাকারদের বিচার চাইলে তার প্রতি আমার সমর্থন আছে, সে আ'লীগ না বিএনপি সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমি নিজে একটা দলকে কম অপছন্দ করি অন্যগুলার তুলনায়, কিন্তু তাদের সব পাপের দায়িত্ব নিতে আমি রাজি না।

৬৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৫

মিতক্ষরা বলেছেন: @নরাধম, সোনা ব্লগে বিএনপিরা নাই - এইটা সত্য। আমার উপরে একটু ভুল হয়েছে। তবে ঐখানে অন্তত ৪০ ভাগ ব্লগার জামাত বিরোধী ছিল। ঐটাও সত্য। মডারেটর ঠিক জামাত বিরোধীদের উপর ততটা দমননীতি চালাত না। এজন্যই ব্লগটি জনপ্রিয় হচ্ছিল।

আপনি আওয়ামী সমর্থক - এইটা খুব সত্য। দেখুন তো মিলিয়ে - শফিক রেহমান, ত্রিভুজ, মতিয়ার রহমান রেন্টু, মাহমুদুর রহমান এসব নাম শুনলে আপনার পিত্তি জ্বলে উঠে কিনা। আমি অবশ্য আপনাকে কখনও মওদূদের বিরুদ্ধে কিছু বলতে দেখিনি। অন্য আওয়ামীরা মওদূদকেও সহ্য করতে পারে না। মওদূদ প্রসংগে আপনার কি ভাবনা?

৭০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৬

নরাধম বলেছেন:
আপনি কি ত্রিভুজ? @মিতক্ষরা?

৭১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১১

মিতক্ষরা বলেছেন: @নরাধম, না আমি ত্রিভুজ নই। লেখার স্টাইল দেখে আপনার সেটা বোঝা উচিত ছিল। কিন্তু এটা কোন প্রাসংগিক প্রশ্ন নয়। আমার ব্যক্তিগত পরিচয় আমি গোপন রাখতে চাইছি - আশা করি সে বিষয়টির প্রতি সম্মান দেখাবেন। ধন্যবাদ আপনাকে।

৭২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৪

নরাধম বলেছেন: আর সবগুলো দলগুলোর মধ্যে আমি আ'লীগকে কম অপছন্দ করি, সেটা আমি খুব প্রকাশ্যে বলি এবং বলে এসেছি। সেটাই আমার কাছে সবচেয়ে ন্যাসংগত এবং যুক্তিসংগত মনে হয়েছে এবং এটাও জানি এটা একটা ব্যক্তিগত প্রসংগ। শফিকে রেহমানকে নিয়ে অনেক আগে পোস্ট দিয়েছিলাম: Click This Link


আর দুনিয়ার অনেককে দেখলে বা নাম শুনলে আমার পিত্তি জ্বলে উঠে, সেখানে বিএনপির অনেকে যেমন আছে আ'লীগের বা বামের অনেকেই আছে, সেই লিস্ট দিতে গেলে সারাজনম লাগবে আর সেটা প্রাসংগিকও না। আর মওদুদকে দেখলে তো অবশ্যই পিত্তি জ্বলে, প্রতিদিন একবার করে যে পার্টী বদলায় তাকে দেখলে যে কোন নীতিসম্পন্ন লোকের পিত্তি জ্বলার কথা। আপনার মওদুদকে দেখলে পিত্তি জ্বলেনা? মওদুদ আ'লীগে থাকলেও আমার পিত্তি জ্বলত, যেমন রাশেদ মেনন বা আবুল হোসেনকে দেখলে পিত্তি জ্বলে। আমার ক্ষেত্রে পিত্তি জ্বলার সাথে পার্টী এফিলিয়েশানের কোন সম্পর্ক নাই, আপনার থাকতে পারে।

৭৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৫

নরাধম বলেছেন:
আপনি ত্রিভুজ না হলে ত্রিভুজ আর শফিক রেহমানকে কিভাবে একই পাল্লায় মেপে তাদের দুজনকেই অপছন্দ করি কিনা সেটা জিজ্ঞেস করছেন সেটা ভেবেই তাজ্জব হচ্ছি। কোথায় একজন অসম্ভব স্মার্ট শফিক রেহমান আর কোথায় বুদ্ধিপ্রতিবন্ধি একজন ত্রিভুজ। ব্লগে ত্রিভুজই যদি জাতীয়তাবাদীদের সিম্বল হয়, তাহলে জাতীয়তাবাদীদের করুনা করা ছাড়া উপায় নেই। আমার দেখামতে ব্লগে সবচেয়ে ধীসম্পন্ন এবং রেস্পেক্ট করা যায় এরকম জাতীয়তাবাদী হচ্ছেন পি মুন্সী (আরো অনেকে নিশ্চয়ই আছেন, তবে আমার ইনাকে সবচেয়ে বেশি পছন্দ), তার এক্সাম্পল দিতে পারতেন, সেখানে আনলেন ত্রিভুজের কথা! আজিব! এক বেকুবের ব্যাপারে কথা বলে নিজের মুখটাই নোংরা করব?!

@মিতক্ষরা

৭৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৪

মিতক্ষরা বলেছেন: @নরাধম, অন্যের ব্লগে এইভাবে মন্তব্য বিনিময় করাটা কতটুকু উচিত সেটা ভাবছি।

ত্রিভুজের সাথে শফিক রেহমান বা কাউকে একপাল্লায় মাপছি না। কিন্তু আওয়ামী সিম্বল হল: ত্রিভুজ, মওদূদ, শফিক রেহমান, রেন্টু, মাহমুদুর রহমান - এইসব নাম শুনলে তেলে বেগুনে জ্বলে উঠা। ঐ টেস্টে আপনি মোটামুটি পাশ। ফকির ইলিয়াস বা সেরকম কাউকে আপনার খুব বেশী বিরক্তিকর মনে হয় না। বিএনপি মনা হলে তাদের পিত্তি জ্বলত।

কোন বিবেকবান সমর্থকই রাজনৈতিক দলের অপকর্মের দায় নিতে চায় না - এতে কোন নূতনত্ব নাই।

৭৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭

নরাধম বলেছেন:
আপনার টেস্টে পাশ করেছি শুনে খুবই ভাল লাগছে, পাশ করতে ভাল লাগে আমার! ফকির ইলিয়াসকে বিরক্তিকর মনে হয়, জনকন্ঠপন্থী যেকোন আ'লীগারকেই বিরক্তিকর মনে হয়। এবার কত নম্বর পেলাম? লেটার পাইছি?

মাহমুদুর রহমান একজন দূর্নীতিবাজ লোক, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন, জ্বালানি উপদেষ্টা ছিলেন, প্রচুর দূর্নীতি করেছেন, নাইকো, ইউনোকল দূর্নীতির সাথে সরাসরি জড়িত (সেটার সাথে আ'লীগও জড়িত, বিএনপি তো বটেই), উত্তরা ষড়যন্ত্রেও। তাই তার নীতিকথা শুনলে আমার পিত্তি জ্বলে যাই, রেন্টুর "আমার ফাঁসি চাই" পড়েছি, বেশিরভাগ কথাই স্বার্থের জন্য বলা মনে হয়েছে, যদিও হাসিনা ধুয়া তুলসীপাতা মনে করার কারন নেই, কিন্তু এতবছর এসব দেখেও রেন্টু চুপচাপ ছিল যতদিন স্বার্থ ঠিক ছিল, যেইমাত্র স্বার্থে টান পড়েছে, তখনই বিগড়ে গেল, এ ধরণের লোককে অত দাম দেওয়ার কিছু নেই। একই রকম লোক খালেদাকে নিয়ে লিখেছে অনেক লেখাই আছে, সেসবকেও পাত্তা দিইনা। শফিক রেহমানকে নিয়ে ভাবনা আমার দেওয়া পোস্টেই আছে। ত্রিভুজ একটা বুদ্ধিপ্রতিবন্ধি বেকুব।

এবার মনে হয় আবার ফেইল করে বসে আছি! সব মিলিয়ে কত নম্বর পেলাম বলবেন। জানাটা খুব দরকার, পারলে একটা মার্কশীট দিতে পারেন, সেটাই ভাল হবে।

আর বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে আমি কোন মতের সমর্থন করি সেটা জানার দরকার নেই, সরাসরি জিজ্ঞেস করবেন আমি আ'লীগ সাপর্ট করি কিনা, আমি সরাসরি উত্তর দেব, লুকোচুরি কিসের? নিজের মত এবং এফিলিয়েশান প্রকাশ করা জার্নালিস্টিক ট্রান্সপ্যারেন্সি এবং অনেস্টির পরিচায়ক, ব্লগ তো আরো অনেক বেশি ইন্টারেক্টিভ। আপনি বিএনপি মনা (যদি জামাত-মনা না হন), সেটাতে আমার কোন সমস্যা নেই। আমি কাছাখুলে ঝগড়া করার মত লোক না।

ভাল থাকুন।

৭৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮

সবুজ ভীমরুল বলেছেন: গতকাল প্রেসক্লাবের সামনে দিয়ে যাবার সময় দেখলাম ওলামা লীগ ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে! লেখা সামু নিষিদ্ধ করতে হবে? অথচ সামু ছাড়া অন্য কোন ব্লগের নাম নাই যেখানে নোংরা ভাবে ইসলাম ও মুহাম্মদ (সঃ) কে নিয়মিত অপমান করা হয়। স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ লাভের গুড় খাবার জন্য সামুর নামটা সামনে ঠেলে দিয়েছে।

সুশীলতার নাম করে নিজেদের স্বার্থের জন্য সুশীল নামধারীরা এত নীচ হতে পারে সেটা কল্পনার বাইরে। সামুর বিরুদ্ধে প্রথম লেখা আসে, বাংলা নিউজ ২৪ এর মত চটি টাইপ একটা সাইটে।

আসলে সামু কিছু সুশীল নামধারীদের জন্য বিপদে পড়ে গিয়েছে। তাদের কে আস্কারা দেয়ার জন্য তারা সামুকে নিজেদের সম্পত্তি মনে করেছিল। তারা কিন্তু ২/৪ জন। তাদের কারনে সামু কেন বিপদে পড়বে??

এখন সুচিন্তিত ভাবেই জঞ্জাল সাফ করতে হবে। আমরা আম ব্লগাররা সব সময়ই পাশে থাকব।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫১

ধীবর বলেছেন: সামু কে ধবংস করার জন্য অনেকদিন ধরেই আমু ব্লগ জড়িত। এর সাথে হালের চটি সাইট বিডিনিইজ যোগ দিয়েছে। পিয়াল প্রকাশ্যেই সামুকে ছাগুর খোয়াড় বলেছে। অথচ ছাগু ফাইটিং এর নাম করে, পিয়ালের শিষ্যরা যাকে তাকে ইচ্ছামত ট্যাগিং করলেও সামু কর্তৃপক্ষ ওদের লাই দিয়ে মাথায় তুলেছে। এই জিনিস্টা কেন করে, সেটাই মাথায় ঢুকছে না। তবে কি মডূদের ভিতর কেউ গোপণে পিয়ালের শিষ্য? তো সর্ষের ভিতর ভুত থাকলে, ভুত তাড়ানো কি করে সম্ভব?

অনেক ধন্যবাদ সমুজ ভীমরুল ভাই।

৭৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০

টয় বয় বলেছেন:

নরাধম:

পি মুন্সী বিএনপি'র সমর্থক......।?? আকাশ থাইকা পড়লাম !!!!

কয়দিন আগে নাস্তিক অনিক আহসান ও দাবী করলো সে জাতীয়তাবাদি, আবার কিছু মার্কামারা আম্লীগার সেই কথা সমর্থনও করলো !!

এখন শুনি অমি পিয়ালের কমরেড আরিফ জেবতিকও জাতীয়তাবাদী !!!

তো এ'রা কি সেই মঈন-মাসুদের ডিজিএফআই দিয়ে বানানো হাসিনার পছন্দের বিএনপি'র কেউ :););)

৭৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫

মুক্তির মিছিল বলেছেন: ধীবর ভাইয়া, সাবধান, এই পোস্টে কিছু "ছাইয়া জাতিয়তাবাদী" কানা মাছি খেলতে এসেছে। ওদেরকে অবশ্যই চিনেন-ধরে ধরে ঠিক কানের দুই আংগুল নীচে আশি শিক্কার একটা করে ফুল থাব্বর বসাইয়া সীলমোহর দিয়া ছাইড়াদেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৩

ধীবর বলেছেন: ধন্যবাদ মুক্তি মিছিল ভাই। সতর্ক ছিলাম এবং থাকবো। মাত্রা ছাড়ালে, আমি কেউকে ছাড় দেবো না, এই প্রতিশ্রুতি টা দিলাম :)

৭৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯

নরাধম বলেছেন:
টয় বয়, আপনি মনে হয় নতুন ব্লগার, সেজন্য জানেন না। আরিফ জেবতিক ছাত্রদলের নেতা ছিল এমসি কলেজ, সিলেটে। এটা তার নিজেরই স্বীকারোক্তি। সামনের নির্বাচনে তিনি নমিনেশান চাইবেন বিএনপি থেকে।

পি পুন্সী বিএনপির সমর্থক সেটা কোথাও কি বলেছি? পি মুন্সী জাতীয়তাবাদি সেটাই বলেছি। বেশিরভাগ বিএনপির সমর্থক জাতীয়তাবাদি কি সেটাই জানেনা। সব জাতীয়তাবাদিই বিএনপি সমর্থক না, সব বিএনপি সমর্থকও জাতীয়তাবাদি না। আহমদ ছফা জাতীয়তাবাদি ছিলেন, কিন্তু তিনি নাস্তিক। ফরহাদ মজহারও একধরনের জাতীয়তাবাদী, তিনিও নাস্তিক। ব্লগের পারভেজ আলমও জাতীয়তাবাদী, কিন্তু তিনিও নাস্তিক। জাতীয়তাবাদের সাথে ধর্মের কোন সম্পর্ক নেই, হিটলারও জাতীয়তাবাদি ছিল, ভারতের বিজেপি, ইংল্যান্ডের বিএনপি, এমেরিকার রিপাবলিকান দল এরা সবাই জাতীয়তাবাদি। আবার আনোয়ার সাদাত ও আরব জাতীয়তাবাদি ছিলেন। জাতীয়তবাদ নিয়ে কিছু পড়ালেখা করেন, আপনার হয়ত বয়স কম, সেজন্য মনে করছেন জাতীয়তাবাদি মানে বিএনপি বা বিএনপি মানে জাতীয়তাবাদি।


আর ইসলামে তীব্রভাবে জাতীয়তাবাদকে নিষেধ করা হয়েছে, ইসলামী মতাদর্শের সাথে জাতীয়তাবাদ যায় না। কোরানের মুল মেসেজই বিশ্ববাদী, জাতীয়তাবাদি না। আর এজন্যই আমি জাতীয়তাবাদি না। আশা করি বুঝাইতে পারছি। তবে জাতীয়তাবাদের অনেক ইন্টারপ্রেটেশান এবং ডিগ্রি আছে, মডারেইট জাতীয়তাবাদের হয়ত দরকার আছে উন্নয়নশীল দেশের জন্য, সে প্রসংগে আর না যাই। তবে ইসলামের সাথে জাতীয়তাবাদ খাপ খায়না।

ধন্যবাদ।

৮০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪

লক্ষ্যভেদী বলেছেন: একজন নিরপেক্ষ এক্সামিনার হিসেবে নরাধম কে আমি ১০০ নম্বরের মধ্যে পুরা দুই নম্বর(ভেজাল অর্থে)দিলাম।

৮১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫

ধমাধম বলেছেন: হায় ছামু!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৪

ধীবর বলেছেন: অনুরোধ করছি, আপনার চিরচারিত ইসলাম বিদ্বেষি লেখা ত্যাগ করুন। ঘৃণাবাদ ঘৃণাকেই উস্কিয়ে দেয়, যার ফলাফল কোনদিন শুভ হয় না।

৮২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১২

টয় বয় বলেছেন:
-

@নরাধম:

আরিফ জেবতিক সিলেটের এমসি কলেজে কি বাল ফালাইছে সেইটা শুইনা হাসতে হাসতে শেষ!!! ব্যারিস্টার নাজমূল হূদার মত জাতীয়তাবাদীর ভাত নাই আবার আইছে সিলেটের কোন বালের কলেজের আরিফ জেবতিক!!

তো আরিফ জেবতিকরে কি হাসিনা বিএনপির নমিনেশন দিব??? :):)


আর আপনার দেওয়া জাতীয়তাবাদের যেই নমুনা দেখলাম, কি আর কমু, এখন সব শালাই জাতীয়তাবাদি, ইলেকশনটা যতই কাছাইবো ততই নতুন নতুন জাতীয়তাবাদী দেখমু, নৌকা থাইকা লাফাইয়া পড়া জাতীয়তাবাদীও দেখমু :):)

আর আমার বয়স ও লেখা পড়া নিয়া আপনার কমেন্ট শুইনা একটা কথা মনে পড়লো, ৭৫ এর সিপাহী-জনতার মিছিলে আমি ছিলাম :)

আমার কি যথেস্ঠ বয়স হইছে জাতীয়তাবাদ কি জিনিষ বুজার জন্য...?? ব্লগিং করি ৪ বছর হইলো, এইটা কি যথেষ্ঠ সময় না ব্লগারগো চেনার জন্য??

আর লেখা পড়া.....?? বাংলাদেশেরটা শেষ কইরা আমেরিকা ও কানাডারটাও শেষ করছি, এইটা কি যথেস্ঠ না জাতীয়তাবাদ বুজার জন্য??

তাও যদি না হয় , আপনে কোন ভাঁড়সিটিতে পড়ছেন সেইটার ঠিকানা দেন, ভর্তি হমু :):):):)


৮৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: @ টয় বয় ভাই দুধের বাচ্চার সাথে কথা বলে কোন লাভ নাই ,,,
ব্যাপার হল অনেকটা এই রকম " দু দিনের বৈরাগী ভাত রে কয় অন্য "

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৬

ধীবর বলেছেন: আসামী ভাই, যার কথা বলছেন, উনি পুরানো ব্লগার। তার নিজস্ব চিন্তা চেতনা আছে। যাকে আমি সম্মান করি। এছাড়া উনি যা বলেন লেখেন সেটা নিজস্ব চিন্তাভাবনা থেকেই লেখেন। আর উনাকে কোনদিনও আমি কোন নোংরামিতে দেখিনি। এজন্য উনাকে আমি অনেক শ্রদ্ধাও করি। আশা করি আপনারাও করবেন।

৮৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

নরাধম বলেছেন:
টয় বয়, আপনার জাতীয়বাদির সংজ্ঞা কি? বিএনপি করলেই জাতীয়তাবাদি? আর বিএনপি থেকে বাদ গেলেই জাতীয়তাবাদিতা খারিজ? বদরুদ্দোজা কি জাতীয়তাবাদি? কর্ণেল অলি? সাকা চৌধুরী? ইসলামে জাতীয়তাবাদ সম্পর্কে কি বলা হয়েছে সেটা নিয়ে আপনার কি মতামত? আমার কথা তো বললাম, আপনার কাছ থেকে না হয় শুনি।

আর আমি কোথায় পড়ি সেটা গুরুত্বপূর্ণ না, তবুও জানতে চাইছেন হিসেবে লিংক দিলাম। http://finance.sauder.ubc.ca/people/chy/

৮৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

একজন ঘূণপোকা বলেছেন: টয় বয় বলেছেন:
..................আর আপনার দেওয়া জাতীয়তাবাদের যেই নমুনা দেখলাম, কি আর কমু, এখন সব শালাই জাতীয়তাবাদি, ইলেকশনটা যতই কাছাইবো ততই নতুন নতুন জাতীয়তাবাদী দেখমু, নৌকা থাইকা লাফাইয়া পড়া জাতীয়তাবাদীও দেখমু
















টম বয় মানুষ হইলেন না আর মিয়া। এমনে কথা বলে। ;) ;) ;) ;)



সাবাস বেটা এই না হলে জাতিয়াতাবাদি

৮৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

কেনজিয়া বলেছেন: সামুর সাথে আছি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৭

ধীবর বলেছেন: ধন্যবাদ কেনজিয়া ভাই।

৮৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

পাব্লিক বলেছেন: সামুকে ভালবাসি, সামুর সাথে আছি, সাথে থাকবো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৭

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ পাব্লিক ভাই।

৮৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

লুৎফুল কাদের বলেছেন: ঘুমকাতুর বলেছেন:

সামু কতৃপক্ষে শুধু বলতে চাই আমরা সব সময় আপনাদের সাথে আছি ছাগুদের মত আমাদের সোনব্লগ নেই, আম্বাদের মত আমার ব্লগও নেই, খাউজানী পার্টির মত মুক্তমনা ব্লগও নেই। আমাদের বলার জন্য আছে সামু। সব সময় তার পাশে আছি। -সহমত

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৮

ধীবর বলেছেন: আরে ভাতিজা, সুস্বাগতম। অনেক দিন পর। কেমন আছেন? ধন্যবাদ ভিজিট করার জন্য।

৮৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫

কবির চৌধুরী বলেছেন: নরাধম বলেছেন:
আমরা যারা জাতীয়তাবাদী না বা নাস্তিক্যবাদীও না, ধর্মনিরপেক্ষও না আবার রাষ্ঠ্রের উপর ধর্মকে চেপে দেওয়ার পক্ষেও না, মোটকথা কোন মতাদর্শ দ্বারা চিহ্নিত হতে রাজি না, তারাও সামুর সাথে আছি! আফসোস, আমাদের গ্রুপে লোকজন খুবই কম! /:) /:)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৯

ধীবর বলেছেন: দেশের স্বার্থ, ভাষা সংস্কৃতি যাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায়, তারাই জাতিয়তাবাদি। এখন কবির ভাই বলেন, আমরা প্রায় সবাই কি তাই নই? :)

৯০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

এস আর সজল বলেছেন: সামু পড়ি আজকে তিন বছরের মত, অ্যাকাউন্ট খুলছি বছর খানিক হয়। তখন সামুর পরিবেশই ছিল অন্যরকম। অনেক কিছু জানছি, দেখছি আর শিখছি। এখন সামুর অবস্থা ভিন্ন, একটা ক্যাচাল মার্কা অবস্থা।

অত্যন্ত বিনয়ের সাথে বলছি, ধন্যবাদন্তের পরে যে কয়েকজন ব্লগারের নাম আছে এদের মধ্যে কয়েকজন চরমভাবে ছাগুপন্থী। তাদের মত বিতর্কিত ব্লগারদের নাম জাতিয়তাবাদী লিস্টে দেখে "I am Shocked!!!" :-/ :-/ :-/ :-/ :-/ :-/ :-/

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০১

ধীবর বলেছেন: সজল ভাই, সমস্যা হচ্ছে যে, আওয়ামি সমর্থকরা যে হারে আওয়ামি/ভারত বিরোধীদের ঢালাও ভাবে ছাগু বলে, টার্মটা পচিয়ে ফেলেছে, তাতে এখন ওই টার্মটার আর কোন মুল্যই নেই। তবে যাদেরকে আপনার সন্দেহ, তাদের ব্যাপারে তথ্য প্রমান থাকলে শেয়ার করুন প্লিজ।

৯১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১০

নরাধম বলেছেন:
টয় বয় সাহেব, কই গেলেন? অন্য পোস্টে দেখি কমেন্ট করেছেন, কিন্তু এত তেড়ে আসলেন লুঙ্গি কেচে, এখন তো প্রশ্নের জবাব দিচ্ছেন না। প্রশ্নগুলো ছিল:

টয় বয়, আপনার মতে জাতীয়বাদির সংজ্ঞা কি? বিএনপি করলেই জাতীয়তাবাদি? আর বিএনপি থেকে বাদ গেলেই জাতীয়তাবাদিতা খারিজ? বদরুদ্দোজা কি জাতীয়তাবাদি? কর্ণেল অলি? সাকা চৌধুরী? ইসলামে জাতীয়তাবাদ সম্পর্কে কি বলা হয়েছে সেটা নিয়ে আপনার কি মতামত?

যেভাবে তেড়েমেড়ে এসেছিলেন আমি তো ভয় খাইছিলাম, কতবড় জাতীয়তাবাদি এসেছে বাবা, এইবার ডর খাইতেই হবে! এখন তো আবার চুপ করে গেলেন। আপনার জ্ঞান থেকে একটু ভাগ চাচ্ছিলাম আর কি, দেবেন না?

৯২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৩

টয় বয় বলেছেন:

@নরাধম:



আমার দেওয়া সংগা আপনার কেম্নে পছন্দ হইবো? আপনি বলছেন, আমার বয়স কম, এডুকেশনও এনাফ না| তো আমার মত নাবালক, মুখ্য মানুসের সংগা আপনার মন পছন্দ হইবো না :):)

বরং আপনি এমসি কলেজের চেটের বাল আরিফ জেবতিক, নাস্তিক অনিক আহাসানের মত আরো যারে যারে ভাল লাগে তারে জাতীয়তা বাদি ঘোষনা কইরা দেন| জাতি দেখুক আর মজা লউক!!

অলি, সাকা এরা সবাই জাতীয়তাবাদি, বিএনপিতে থাকুক আর না থাকুক| আর নাজমূল হুদা আম্লীগের বি-টিমে যোগ দিছে| বদরুদ্দোজা গত ৪ বছর শীত নিদ্রায় আছেন, রিটায়ার্ডের প্রস্তুতি নিতাছেন, বিএনপি থাইকা বাইর হওয়ার পর সে-তো কোন রাজনীতিই করে নাই|

কেউ জাতীয়তাবাদি কি-না সেইটা প্রমানের জন্য সময় লাগে, বদরুদ্দোজার নতুন দল সেই সময় পায় নাই, তবে গত ৪ বছরে দেশের সীমান্ত হত্যা, ভারতীয় আগ্রাসন আর ভারত কতৃক আমাদের সার্বভৌমত্য লংঘন নিয়ে বদরুদ্দোজার দল কোন প্রতিবাদ করে নাই, তাইলে কোন পদের জাতীয়তাবাদি হইলো বদরুদ্দোজা??






৯৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪২

টয় বয় বলেছেন:

নারাধম:

আপনাদের ডিকশনারী মোতাবেক আমি মনে হয় না আদি ও অকৃত্তিম জাতীয়তাবাদী|

আমি বিএনপি পন্হী জাতীয়তাবাদি, সোজা কথা, কারো ভাল লাগলে লাগুক না লাগলে মুড়ি ভিজাইয়া খাউক গিয়া|

ইয়ে ভাইজান আপনার ওরিয়েনটেশনটা যদি একটু খোলাসা করতেন, জানতে মান চাইছিল ( সাবধান, আমি সুশীল, আমি দেশ প্রেমিক, নিরপেক্ষ এই সব বাল্ছাল বুজানোর চেস্টা না করাই ভাল, প্লিজ )

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৪

ধীবর বলেছেন: ্টয় বয় ভাই, আমরা মনে হয় অফটপিকে চলে যাচ্ছি। নরাধম ভাই স্বতন্ত্র আদর্শের মানুষ। আমরা যেন সেটা সম্মান করি। আমরা যে ছাগু বা আওয়ামি লিগের মত উগ্রবাদি যুক্তিহীন তালগাছবাদি নই, সেটা প্রমানের দ্বায়িত্ব আমাদের প্রত্যেকের। অনেক ধন্যবাদ ভাই।

৯৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৬

নরাধম বলেছেন:
টয় বয়, আমার ওরিয়েন্টেশান উপরে মিতক্ষরার সাথে কমেন্টে বলেছি, আপনার সেটা খেয়াল না করার কথা না, যেহেতু আপনি মিতক্ষরার সাথে কমেন্ট চালাচালিতেই আপনি ক্ষেপে আগুন হয়ে লুঙ্গি কেচে তেড়ে এসেছিলেন।

"কেউ জাতীয়তাবাদি কি-না সেইটা প্রমানের জন্য সময় লাগে, বদরুদ্দোজার নতুন দল সেই সময় পায় নাই, তবে গত ৪ বছরে দেশের সীমান্ত হত্যা, ভারতীয় আগ্রাসন আর ভারত কতৃক আমাদের সার্বভৌমত্য লংঘন নিয়ে বদরুদ্দোজার দল কোন প্রতিবাদ করে নাই, তাইলে কোন পদের জাতীয়তাবাদি হইলো বদরুদ্দোজা??"



বুঝছি, আপনার জাতীয়তাবাদিতা মানে ভারত-বিরোধিতা, তাই বদরুদ্দোজা বিএনপির শুরুর থেকে থাকলেও যেহেতু গত চারবছর রাজনীতিতে নাই সেজন্য জাতীয়াতবাদি না। আপনার সংজ্ঞানুসারে সবচেয়ে বড় জাতীয়তাবাদি হইল গিয়া জামাতিরা আর রাজাকাররা! আব্দুর কাদের মোল্লা, সাঈদী এরা সবচেয়ে বড় জাতীয়তাবাদি। তাই সাকা সারাজীবন এনডিপি কইরা মাত্র ১৫ বছর আগে বিএনপিতে যোগ দিয়াও জাতীয়তাবাদি আবার বদরুদ্দোজা বিএনপির প্রতিষ্ঠাতা হইয়াও জাতীয়তাবাদি না। আরিফ জেবতিক বিএনপি-পন্থি হইয়াও আপনার জন্য জাতীয়তাবাদি না কেননা তিনি শাহবাগে রাজাকার-যুদ্ধাপরাধীবিরোধী আন্দোলনে ছিলেন এবং জামায়াতবিরোধিতা করেন নিয়মিত। (উল্লেখ্য আরিফ জেবতিকের সাথে আমার কোন বন্ধুত্ব নাই, তবে তিনি বিএনপিপন্থি সেটা বলেছেন নিজেই সেজন্যই বলছি, বিএনপির এমপি নির্বাচিত হইয়া আপনার নেত্রীর পাশেই বসে থাকবেন শীঘ্রই।)

আপনার সংজ্ঞা অনুসারে আমিও জাতীয়তাবাদি! এই দেখেন ভারত-বিরোধী পোস্ট আমার: Click This Link
ফেইসবুকেও নিয়মিত ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ যেহেতু করতাম, তাই আমিও বিরাট জাতীয়তাবাদি!

আপনার জাতীয়াতবাদি সংজ্ঞা বালখিল্যতায় পরিপূর্ণ সে ব্যাপারে সন্দেহ নাই। তাই আপনার বয়স বেশি হতে পারে বা প্রাতিষ্ঠানিক শিক্ষাও বেশি হতে পারে, তবে কৌশোরকালীন চিন্তাভাবনায় আটকা পড়ে আছেন। অথবা জামায়াতীরা যেরকম বিএনপির আড়ালে নিজেকে আড়াল করে সেরকম আড়াল করছেন, আজকাল সব রাজাকার-জামাতীরাই নিজেদেরকে বিএনপি-পন্থী দাবি করে, জিয়া জিয়া করতে করতে মুখে ফেনা তুলে ফেলে।

আমি কোন ভাঁড়সিটিতে পড়তেছি বা পড়েছি সেটা নিয়া তো ব্যাপক উপহাস করতে চাইছিলেন, সেদিকে মনে হয় খুব সুবিধে করতে পারেন নি। আরিফ জেবতিকের লেখাপড়া নিয়া উপহাস করছেন সেজন্যই, তাঁর এমসি কলেজের ক্রেডেনশিয়াল দেইখা। অন্যের প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়া চুলকানি তাদেরই যাদের নিজের সম্পর্কে ডিপ-রুটেড ইনফেরিয়রিটি কমপ্লেক্স কাজ করে। শুনুন প্রাতিষ্ঠানিক লেখাপড়াকে অপরিপক্ক এবং বেকুবরাই শুধু মানুষের প্রজ্ঞা এবং ম্যাচুরিটি মাপার ব্যারোমিটার হিসেবে ব্যবহার করে। আরিফ জেবতিক যখন ২০০৭ সালে ভ্যালেরি টেইলরের জন্য ব্লগ লিখে তত্ত্বাবধায়ক সরকারকে বাধ্য করেছিল তাদের সিদ্ধান্ত পাল্টাইতে বা শফি সামিকে নাকানি-চুবানি খাওয়ায়ছিল, আপনার তখন ব্লগ লেখা বা পড়ার বালও গজায়নি (মানে পরিপক্কতার বাল)। বাংলা ব্লগের শুরুরদিকে যারা ছিল তারা সবাই জেবতিককে চিনে। এখন দুইদিন সামুতে ঘুরাঘুরি করে বিরাট বালঅলা হয়ে গেছেন মনে করছেন নিজেকে আর লোকজনের প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে ঠাট্টা-মশকরা করতেছেন। আমরা একসময় প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে লোকের প্রজ্ঞা মাপতাম, কিন্তু সেটা কৌশোরকালীন সময়ে, সে অনেককাল আগের কথা। আপনার এখনও সেই মানসিকতা থেকে উত্তরণ ঘটেনি, তাই জাতীয়তাবাদ নিয়ে চ্যাটাং চ্যাটাং লাফাইলেও জাতীয়তাবাদিতা কি সেটা নিয়ে জীবনে কোন বইও উল্টাননি আর লুঙ্গি কেচে ঝগড়া করতে এসেছেন। প্রথমে জাতীয়তাবাদিতা মানেই ইসলামপন্থী বুঝেছিলেন, এখন সে প্রসংগে চুপ একদম! গুগলমামারে গুতাইলেও জাতীয়তাবাদিতা আর ইসলামের সম্পর্ক আপনাকে বলে দিবে।

ডিসক্লেইমার: আরিফ জেবতিকের সাথে আমার আদর্শগত বিরাট মতপার্থক্য রয়েছে এবং ধর্মীয়ও। তবে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়া ঠাট্টা-মশকরা করব সেই মানসিকতা থেকে কিশোর বয়সেই মুক্তি পেয়েছি।

ধীবরভাই, জাতীয়তাবাদিদের নিয়ে আমার তেমন চুলকানি নাই, আমার অন্যতম প্রিয় মানুষ আমার নানা জাতীয়তাবাদি এবং ঘোরতর বিএনপি। আমি নিজে ইসলামপ্রিয় মানুষ, তাই জাতীয়তাবাদিতা আমার পক্ষে সম্ভব না, কিন্তু জাতীয়তাবাদিদের নিয়ে আমার চুলকানি নেই, শুধু জামায়াতকে নিয়ে আছে। তবে আপনার এই জাতীয়তাবাদিদের মধ্যে অনেক ছুপা ছাগু ঢুকে পড়েছে নিঃসন্দেহে, এরা বিএনপি-পন্থি নিজেকে বললেও আসলে জামাতি, মাইরের ভয়ে বিএনপি জপে। এরা সুযোগ পেলে মুনাফেকী করে সবার আগে বিএনপিকেই কোপ মারবে। চিহ্নিত শত্রু ঘাপটি মারা শত্রুর চেয়ে অনেক ভাল।

৯৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৩

নরাধম বলেছেন:
ধীবরভাই, দুঃখিত। অনেকবার চলে এসেছে একই মন্তব্য। দয়া করে একটা রেখে বাকিগুলো মুছে দিবেন (এটা সহ)। ধন্যবাদ।

৯৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৪

টয় বয় বলেছেন:
-

@নরাধম:

জোকের মুখে লবন দিতে পেরে পুলকিত বোধ করছি, সে-কি জ্বলুনি আর লাফানি, দেখার মত !!!


আমি বাংলায় কমেন্ট করেছি, জনাব কি এরই মধ্যে বাংলা ভাষা বিস্মৃত হয়েছেন?

আমি আমার কমেন্টে কোথাও জামাত, নিজামি-মোজহিদ-কাদের মোল্লা হইলো জাতীয়তাবাদি এমন কথা বলি নাই, জনাবা আপনি তাদেরকে টেনে আনার মাজেজা কী?? কোন কারনে যদি আপনাকে দিগম্বর করেই ফেলি, জামাতি চাদর টেনেই কি লজ্জা নিবারন করতে হবে....?? জামাতি চাদর টেনে এনে লজ্জা ঢাকার এই সুশিলীয় ফেক দেশ প্রেমিক সাজার চেস্টা খুবই ঘৃন্য !!

আমি বদরুদ্দোজাকে নিয়ে বলেছি, গত ৪ বছরে তার দল ভারতের আগ্রাসন আর আওয়ামীলীগের ভারতের কাছে আমাদের দেশের স্বধীনতা-সার্বভৌমত্য বিকিয়ে দেওয়া নিয়ে কোন প্রতিবাদ করতে দেখি নাই, ভারত বিরোধিতা নয় নিজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোন দেশের বিরোধিতা হইলো জাতীয়তাবাদি হওয়ার অন্যতম শর্ত|


জনাব, আপনার সুধা সদনীয় ডিকশানরীতে বিএনপি হইলো রাজাকের দল, জিয়া-কাদের সিদ্দিকি-আসিফ নজরুল-পিয়াস করিম রাজাকার, টয় বয় জামাতি আর আরিফ জেবতিক খাঁটি বিম্পি !!!!

তো খাঁটি বিম্পি হইতে হইলে এখন কি আমার শাহ বাগে গিয়া অমি পয়াল আর আরিফ জেবতিকের কাছ থাইকা বিরানির প্যাকেট আর মিনারেল ওয়াটারের জন্য লাইন দিতে হইবো ??? :):):)


৯৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৩

নরাধম বলেছেন:
টয় বয়, আ'লীগরে সিটিএন। খাঁটি বিএনপি হইতে হলে কি করতে হবে সেটাও সিটিএন, আ'লীগ ভারতপন্থী সে ব্যাপারেও সন্দেহ নাই, যেমন বিএনপি পাকিস্তান-যুক্তরাষ্ঠ্র-পন্থি।

তয় তুমি ছুপাজামাতপন্থি রাজাকার ছাগু সেটা সন্দেহ নাই। দেশপ্রেম নিয়া সবচেয়ে বেশি লাফায় জামাতিরা, কারন তাদের ভয় হয় কেউ না আবার তাদের পাকি আব্বুদের কথা কইয়া খোঁটা দেয়। সারদেশে জনগন জাগছে, এখন জামাতি হইলে পিঠের ছাল থাকবেনা, তাই বিএনপি-র চাদরে লুকাইতাছ, সুযোগ পাইলে বের হবা ছাগুগিরি করতে।

এই হল খাঁটি জাতীয়তাবাদি বিএনপি। Click This Link

দেখ, জামাতি-রাজাকারদের প্রতি তার কি পরিমান ঘৃণা। বিপরীতে তুমি আছ খালি আ'লীগের খোঁজে, কারন তোমার কলিজা বন্ধক রাখছ সাঈদীর কাছে, তোমার কাছে যুদ্ধপরাধ ইস্যু আসলেই তথাপি, কিন্তু, যদি শব্দ চলে আসে।

আর জ্বুলুনির কথা বলছ? ছুপা জামাতি দেখলে আমার জ্বুলুনি হয়। খাঁটি বিএনপি হতে হইলে ছাগুগিরি ছাড়তে হবে, গোলাম আজমের শিষ্যগিরি ছাড়তে হবে। আর আমার তোমার যেরম গোলাম আজম আছে, সেরকম কোন গুরু নাই, তাই আমার দিগম্বর হওয়ার ভয় নাই, কারন স্বাধীনতাবিরোধী-রাজাকার-জামাতিদের ব্যাপারে কোন আপস নাই। তোমার দিগম্বর হওয়া করা নিয়ে ব্যাপক আগ্রহ কারন শিবিরের পোলাপাইনের বদনাম আছে নিচের লেভেলের পোলাপাইনকে বলাৎকার করার।

তুই রাজাকার! খোদাফিজ!

৯৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৬

ধীবর বলেছেন: নরাধম ভাই আর টয়বয় ভাই, আমরা যেন অফ টপিকে চলে না যাই। প্লিজ অন টপিকে থাকুন।

৯৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৬

টয় বয় বলেছেন:
@ধীবর ভাই:

আপনার অনুরোধে চুপ গেলাম|

তবে দেখেন তার এনালাইসিস: বিএনপি না-কি পাকিস্হান পন্হী দল !!!!!!!!!!!!!!!!!!!

এই গুলা হইলো শিবিরের মতই ব্রেন ওয়াশড, কথায় কথায় রাজাকার, ছাগু,পাকিস্হান দেখে, এই গুলারে ভাল কইরা চিকিৎসা দরকার|

যারে খুশি তারে রাজাকার, জামাতি কইয়া নিজেরে দেশ প্রেমিক বানাইতে চায়, এঁরা কখনোই একটি শক্তিশালী বিএনপি চায় না, ওরা চায় আওয়ামীলীগের মন পছন্দের পোষা বিএনপি|

এগ্রেসিভ, স্ট্র কোন অপনেন্ট পাইলেই কইবো, তুই জাতীয়তাবাদি না, তুই জামাতি!!!!

ওদের কাছে আরিফ জেবতিকের মত আওয়ামী দালাল হইলো পাক্কা জাতীয়তাবাদি|

এই গুলারে আমি চরম ঘৃনা করি|



২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫০

ধীবর বলেছেন: হ্যা, ভারত পন্থিরা মনে করে, যারা ভারত বিরোধী, তারাই পাকিস্থানপন্থি। যেমন বুশ মনে করতো, তাদের পক্ষ্যে না থাকলেও তালেবান, ওই রকম আর কি ! কিন্ত কোথায় আজ বুশ? ইতিহাসের আস্তাকুরে। এই শয়তানটাকে আমেরিকার জনগণ সেই দেশের সব চেয়ে নিকৃস্টতম প্রেসিডেন্ট বলে মনে করে। তো যারা বিএনপিকে পাকিস্থানপন্থি বলে প্রচার করে, ওদের মুখোশ করে উলংগ করে দেয়া হবে। অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ চলবেই। ধন্যবাদ আপনাকে।

১০০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

তাসবীর আহমাদ বলেছেন: ধীবর ভাই, আমি মনে করি সামু কিছু সুশীল নামধারীদের জন্য বিপদে পড়ে গিয়েছে-যাদেরকে সামু এতদিন দূধ কলা দিয়ে জামাই আদরে পুষেছিল। সেই সব পেট ব্লগারগন নিজেদের খায়েশ চরিতার্থ করে কেউ জার্মানীর ভিসা বাগাইছে।কেউ কেউ শাহাবাগের হিরো সেজেছে অথচ ওদের জন্যই আজ সামু বিতর্কে! কেনো কয়েকটা বখাটের জন্য সমগ্র ব্লগারদের প্রশ্নের মুখোমুখী হতে হবে? কেনো পর্ণ সাইট যৌবল জ্বালার মালিকের কুকির্তীরে জন্য, থাবা বাবার কুকির্তীর জন্য সামুকে বিপদে পড়তে হবে??

এখন সামু কর্তিপক্ষকেই সুচিন্তিত ভাবে সামুর জঞ্জাল সাফ করতে হবে। আমরা আম ব্লগাররা সব সময়ই পাশে থাকব।

৫০ নম্বর।

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬

ধীবর বলেছেন: পুর্ণ সহমত আপনার মন্তব্য ও পর্যবেক্ষণের সাথে তাসবির ভাই। অনেক অনেক ধন্যবাদ।

১০১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

মোঃ আবদুল হাই বলেছেন: সামু আমাদের প্রানের স্পন্দন-সামুকে রক্ষা করবে সামুর প্রান সামুর নিরপেক্ষ পাঠক ব্লগার শুভান্যুধ্যায়ীগন। এখন সামু কর্তিপক্ষকেই সুচিন্তিত ভাবে সামুর জঞ্জাল সাফ করতে হবে।

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:১১

ধীবর বলেছেন: শুনেছি নিজের ভালো পাগলেও বুঝে। আশা করি শুভবুদ্ধির জয় হবে। অনেক ধন্যবাদ আব্দুল হাই ভাই আপনাকে।

১০২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

এস আর সজল বলেছেন: ভাইরে, মাফও চাই দোয়াও চাই। এমনিতে একজনরে প্রমাণসহ মিথ্যুক প্রমাণ করছিলাম বলে একটা নিক হারাইছি। আরেকজনরে ভুল প্রমাণ করার পর নাস্তিক, হনু উপাধি পাইছি। লিস্টের একজন ব্লগাররে প্রশ্ন করার পর উনার ব্লগে ব্যান খাইছি। ভাই, আমি সাধারণ একজন ব্লগার। আমার সামুতে কোন গাংও নাই যে আমি আক্রান্ত হইলে আমারে বাঁচাইতে আসবে। কোন পন্থিও না যে পন্থার লোকরা আমার পক্ষে কথা বলবে। :-& :-& :-& :-&

ভাই, যা বলছি ভুল বলছি। পারলে আমার মন্তব্য দুইটা মুছে দিয়েন। ধন্যবাদ।

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪

ধীবর বলেছেন: শুনুন সজল ভাই। এত ভয় করে কি হবে? সত্যের জয় সব সময়।

১০৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩

মদন বলেছেন: পাবলিক ডিলিংসএর মতো জঘন্য কাজ আর নেই। সেখানে সামহোয়্যারের মতো উন্মুক্ত প্লাটফরমের বিপদ কেমন তা বুঝি। দল নিরপেক্ষ থাকতে গিয়ে সবারই চোখের কাটা হয়ে গেছে। আমারব্লগের মতো আওয়ামী মনা বা সোনারবাংলা ব্লগের মতো জামায়াত মনা হতে পারছে না। ফলে উভয়ের থেকেই আক্রমনের শিকার।

দু:খ লাগে একদল লোক যারা সামহোয়্যার এর খেয়ে পরে বড় হয়ে এখন সামহোয়্যারকেই ছোবল মারে, আরেকদল না জেনেই শুধু সময়ের প্রয়োজনে আক্রমন করে যাচ্ছে।

বোবার শত্রু নেই। বোবা হয়ে যাওয়াই এখন বুদ্ধিমানের কাজ।

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯

ধীবর বলেছেন: ভালো বলেছেন মদন ভাই। অনেক ধন্যবাদ।

১০৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

মুনতাশীর বলেছেন: শত শত বিমাতাসুলভ আচরণের মাঝেও আমরা সামুর প্রতি অন্তরিক ভালোবাসা-সামুর সাথেই আছি, সাথেই থাকবো।

আমিও মনে করি- বিগত দিনে সামুতে বিএনপি মনা ব্লগারেরা মডারেটরদের হাতে চরমভাবে নিগৃহিত হয়েছে। জিয়াউর রহমানের উপর লিখা তথ্যবহুল কোন লিখা ষ্টিকি হয়নি কোনদিন! বরং জিয়া-খালেদা জিয়াকে অপমান করে, গালাগালি করা পোষ্ট কোনদিন আপনারা ডিলেট করেননি-বরং ঐ ধরনের পোস্ট উতসাহিত করেছেন।

সামুতে এখন যে মডারেশন প্যানেল করা হয়েছে-তাদের মধ্যে একাধিক ব্লগার নৈতিক ভাবেই মডারেশন প্যানেলে থাকার অযোগ্য। ওদের মধ্যে অন্তত একজন নারী ব্লগার তার একাধিক ভিন্ন নিকে বহুল সমালোচিত ব্লগারের সহযোগী হয়ে অন্য একজন সিনিয়র ব্লগারকে একাধিক বার কুতসিত আক্রমন করে বিভিন্ন মন্তব্য করেছিলেন-যখন সেই বহুল আলোচিত, সমালোচিত ব্লগারের বিরুদ্ধে অসংখ্য ব্লগার প্রতিবাদী হয়েছিলেন-তখন সুযোগ বুঝে বর্তমান মডারেশন প্যানেলের এই বিতর্কিত ব্লগারটিও বিপ্লবী মন্তব্য করেছিলেন! আমি নিশ্চিত করেই বলতে পারি-অমন বিতর্কীত, অনৈতিক কাজের সাথে জড়িত একজন ব্লগারকে মডারেশন প্যানেলে রাখা কিম্বা তাকে পাশে বসিয়ে প্রেস মীট করা জানা আপুর স্বদিচ্ছাকে প্রশ্ন বিদ্ধ করবে।আশা করি সামুর স্বার্থেই উল্লেখিত ব্লগার মডারেশন প্যানেল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করবেন।

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:২২

ধীবর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মুনতাশির ভাই। খুবই সুচিন্তিত মতামত। আমাদের কাছে এমন অনেক প্রমান আছে, যা বলে দেবে, সামুর নীতিমালা চমৎকার, শুধু এর প্রয়োগে প্রবল পক্ষপাতিত্ব রয়েছে।

১০৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

লক্ষ্যভেদী বলেছেন: ধীবর ভাইয়া, সামু মডারেটরের "একচোখা দৈত্য নীতি" মোটেই বদলায়নি-জাস্ট স্টাটিজী বদলিয়ে ল্যাঞ্জা লুকানোর অপচেস্টা করছে মাত্র। সামু আগের মত এখন সামুর আদর্শগত মতের বিরুদ্ধাবাদীর সাথে সাথে শাস্তি দেয়না-সাধারন ব্লগারদের দৃষ্টির অগোচরে গোপনে গোপনে "গেস্টাপো" স্টাইলে নিরিহ ব্লগারদের হত্যা করছে। উদাহরণ-সত্য কথায় যত দোষ! নিক অকারনেই সেইফ থেকে জেনারেল!!! X((

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:২৮

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ লক্ষ্যভেদি ভাই। সামুর আদর্শ যে কি, সেটা আমি পুরা না জানলেও কিছুটা আচ করতে পারি। কিন্তু তাই বলে নিয়মের খাড়ায় অন্যায়ভাবে জাতিয়তাবাদিদেরই নিয়মিত কাটা পড়তে দেখলে ভাবনার উদ্রেক হয়। এই পোস্টেই তো অনেকেই নির্জলা প্রমান এনে দেখালেন। কাজের কাজ কিছুই হলো না।

সেদিন শুনলাম দেশী মামার পুরা ব্লগই নাকি হাপিস করে দিয়েছে। কোন কারণ ছাড়াই। এসব কেমন তর আচরণ? সত্যি হতাশ হই মাঝে মাঝে।

১০৬| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:০৫

গেস্টাপো বলেছেন: গেস্টাপো হাজির B-)) B-))

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:২৮

ধীবর বলেছেন: হাহা টাইমিং টা দেখি চমৎকার মিলালেন।

১০৭| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:০২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ধীবর ভাই ব্যক্তিগত ব্যস্ততার জন্য অনেক পরে আপনার এই মূল্যবান পোষ্ট টি চোখে পড়ল তই দুঃখিত।


আপনাকে ধন্যবাদ সামু ব্লগে ছাগলের ৩ নম্বর বাচ্চা হিসাবে পরিচিত বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ব্লগারদের পক্ষ থেকে সামু এই দুর্দিনে এগিয়ে আসার জন্য।

আজ হতে প্রায় ৭/৮ মাস পূর্বে একটা পোষ্ট দিয়েছিলাম জানা আপার দৃষ্টি আকর্ষণ করে যে @জানা আপা আপনি একদিন না একদিন এই আসিফ মহি-উদ্দিন দের জন্য বিপদের পড়বেন। কেউ এই ব্লগারদের ইসলাম ধর্মকে কুৎসিত ভাবে গালা-গালিকে ব্যবহার করে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষদের মাঝে উত্তেজনা সৃষ্টি করবে।

৭/৮ মাস পূর্বে করা আমার সেই পর্যবেক্ষণই সত্য বলে পরিগণিত হল।

সেই সাথে জানা আপাকে এও বলেছিলাম যে @জানা আপা সামু ব্লগকে বিতর্কিত করবার জন্য আমু ব্লগের মালিক সুশান্ত দাস গুপ্ত (শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক কূখ্যাত ক্যাডার) তার অনুসারীদের নিয়োগ করেছে। সুতরাং আপনাকে এই সব বর্ণচোরাদের কাছ থেকে সাবধান থাকতে হবে।

কিন্তু ঐ যে বললাম আমরা হলাম সামু ব্লগের ছাগলের ৩ নম্বর বাচ্চা। সামু ব্লগের ভালবাসা আওয়ামীলীগ ও জামাত-শিবির কে দেওয়ার পরে আমাদের জন্য আর কিছু অবশিষ্ট থাকে না।

কিন্তু আমি আবারও জানা আপাকে সেই গল্পটি শোনাতে চাই:

এক রাজা মৃত্যুর পূর্বে তার ৩ কন্যাকে একে একে জিজ্ঞেস করল যে কে তাকে কেমন ভালবাসে:

প্রথম কন্যা তাকে বলল যে সে তাকে চিনির মত ভাল বাসে। রাজা প্রথম কন্যার সেই চাটুকারি কথা শুনে তাকে তার সম্পদের এক তৃতীয়াংশ লিখে দিল।


এর পরে দ্বিতীয় কন্যকে এসে তাকে বলল যে সে তাকে গুড়ের মত ভাল বাসে। রাজা এই কথা শুনে কিছুটা কষ্ট পেলেও তাকে তার সম্পদের এক তৃতীয়াংশ লিখে দিল।


সব শেষে এলো তৃতীয় কন্যা যাকে রাজা সবচেয়ে বেশি ভালবাসে একই ভাবে কন্যা তার পিতাকে। কন্যাকে যখন প্রশ্ন করা হল যে সে রাজাকে কার মত ভালবাসে? কন্যা উত্তর দিল যে সে রাজাকে লবণের মত ভালবাসে। এই কথা শুনে রাজা খুবই উত্তেজিত হলো ও তৃতীয় কন্যাকে রাজপ্রাসাদ থেকে বের করে দিল সম্পদের কোন অংশীদার না করেই।

এর কিছুদিন পড়ে রাজা পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে পরে যখন রাজ কার্যে অকর্মণ্য হয়ে পড়ল তখন প্রথম ও দ্বিতীয় কন্যা মিলে মিশে রাজাকে রাজ প্রাসাদ থেকে বের করে বনবাসে পাঠিয়ে দিল।

ভাগ্যক্রমে সেই বনে তার সাথে দেখা সম্পদ বঞ্চিত করা তৃতীয় কন্যার সাথে। সেই সাথে জীবনের শেষ দীন গুলোতে তার পরিচর্জা ও তাকে সাথে নিয়ে রাজ্যে নিজের কর্তৃত্ব ফিরে পাওয়া।



গল্পের মোলার সামারি:

আশাকরি জানা আপাকে সেই রাজার মত রাজ্য চুত্য হয়ে বুঝতে হবে না সামু ব্লগের ৩ কন্যার কে তাকে বেশি ভালবাসে, কে তার প্রকৃত ওয়েল উইসার।




ধীবর ভাই, বড় মন্তব্য করবার জন্য ক্ষমা চেয়ে নিলাম।

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৩

ধীবর বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর অশেষ কৃতজ্ঞতা। আপনাকেও কমেন্ট ব্যানের খাড়ার পড়তে হবে, কল্পণাও করিনি।

মডারেশন প্যানেল চালায় কারা? তারা কি মতিভ্রমের শিকার হয়েছে? নতুবা একজন স্বনামধন্য ব্লগারকে অসম্মান করার মত কাজ এরা কি করে করতে পারে? আমার ধারণা এসবই বোন জানার আড়ালে করা হচ্ছে। আমি উনাকে সরাসরি মেইল করেছি। প্রয়োজনে অন্য উপায়েও যোগাযোগ করবো। এই সব বালখিল্যতা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে।

১০৮| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: হুমমমমমমমমমমমমমমম..............

পোষ্টের মধ্যে খালি নাম দিয়াই খালাস (দায়িত্ত্ব শেষ), তাই না???????? মাননীয় বিরোধী দলীয় নেত্রী মানিকগঞ্জ সফর করার পর পরই সামুতে উনাকে নিয়ে যে ধরনের বাজে মন্তব্য ও আজে বাজে কথা বলে পোষ্ট দেয়া হলো কোথায় ছিলেন তখন????????????? নাকি ওদের বিশ্রী ভাষায় বকা খাওয়ার ভয়ে লুকাইয়া থাকেন???????

বিএনপি তো দলটাকে গত ৪ বছরে একটা অথর্ব, অকর্মন্যদের দল বানিয়েছে। এখন আপনারাও শুধু একটা পোষ্ট আর আর পোষ্টের মধ্যে কতগুলো নাম দিয়েই দায়িত্ব শেষ করতে চাইতেছেন।


আপনাদেরকে মাঠে দেখা যাইতেছে না। সামু একটা একপেশে ব্লগে পরিণত হয়ে গেছে আর বকাবকি ও ট্যাগিং তো এটার নিত্য সঙ্গী।

মাঠে নামুন, নইলে জাতীয়তাবাদী হিসেবে পরিচয় পকেটে ঢুকিয়ে রাখুন।

আমার ব্লগিং বয়স ৮ম বছরে পড়েছে। একটা শুভেচ্ছা জানাবেন আশা করি।

ধন্যবাদ।

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩

ধীবর বলেছেন: ভাই, সামু ব্লগিং এ আমার বয়স সাড়ে চার বছর। আপনি ৭ পেরিয়ে ৮ টে পা দিলেন। মানে আপনি সিনিয়ার। যতগুলি অভযোগ করলেন, তার দায় তো আপনার উপরেই বর্তায়। কেননা আগের হাল যেদিকে যায়, পেছনের হালও তো সেদিকেই যাবে, নাকি? আপনি সিনিয়ার হয়ে যখন গাইড করতে ব্যার্থ, সেই দায় জুনিয়াররা কেন নিবে বলেন?

আর মাঠের কথা বললেন? আপনি কবে কোথায় কোন মাঠে ছিলেন এবং থাকবেন, সেটা বললে না হয় আপনার পিছু পিছু যাওয়া যেতো। আশা করি আমাদের সেই তথ্য জানিয়ে বাধত করবে।

আর ৮ম বর্ষ পুর্তি উপলক্ষ্যে বড় ভাইকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। আর আশা করছি, যেন এখন থেকে বড় ভাইকে মাঠে ও ব্লগে সব সময় কাছে পাবো।

১০৯| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২৯

কাজী মামুনহোসেন বলেছেন: জানাপা বলেছেন

এই প্ল্যাটফর্মটিতে সর্বমতের প্রতিফলন থাকায় আমাকে এখানে এবং বাইরে (হলুদ/কালো/অন্ধ/অন্ধকার সাংবাদিকতায়) সবারই রোষে পড়তে হয়েছে এবং হচ্ছে। যার উদাহরণ এই পোস্টটিও।


আর লেখকের প্রতি সম্মান রেখে আমি বললাম,

উদ্দেশ্য প্রনোদিত লিখা

কয়েকশ মাইনাস এই লেখকের জন্য

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০২

ধীবর বলেছেন: ধীবরের পোস্টে মন্তব্য করার জন্য যে মিনিমাম যোগ্যতা লাগে, সেটা আগে অর্জন করে আসুন। এর পর আসবেন।

১১০| ২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৪৩

শিপন মোল্লা বলেছেন: জাতিয়তাবাদিরা সামুর পাশেই আছে। তবে জঞ্জাল সরাতে হবে সামু কর্তৃপক্ষকেই। ১০০% সহমত

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০২

ধীবর বলেছেন: ধন্যবাদ শিথি ভাই।

১১১| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫

আল ইফরান বলেছেন: ধীবর ভাই, খুব বেশী দেরী হয়ে গেলো, দুঃখিত :( :( :(

পোস্টের প্রতিটি লাইনের সাথে সহমত পোষন করছি। :) :) :)
সামুর সাথে ছিলাম, আছি এবং থাকবো, ইনশাল্লাহ।

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০৩

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ ইফরান ভাই। ভুলে যাবার চেয়ে দেরি করা ভালো :)

১১২| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৬

আমি কবি নই বলেছেন: সামুতে আসি লিখতে নয়, জানতে আর পড়তে। কারন আমি ভালো লেখক নই, আমার মননশীলতা উন্নত নয়। এইখানে ইমন ভাইয়ের মত মানুষেরা লিখেছেন ( আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুন), লিখছেন আরো অনেক মেধাবী ব্লগাররা। কিন্তু সামুর বর্তমান অবস্থা সত্যি ভয়ের উদ্রেক করে। সামু তার জায়গা ধরে রাখতে পারবেকি? আড়াই বছরের ব্লগীয় জীবনে অনেক ভালো ব্লগারদের দেখেছি সামু ছাড়তে, কারন- আমরা সবাই জানি। ধীবর ভাইয়ের আজকের এই পোষ্ট অনেক দিনের জমে থাকা ক্ষোভ আর শংকার প্রতিফলন, অন্তত আমার কাছে। মডারেটরগন এবং সামুমাতা হিসেবে জানাপু কোনভাবেই এর দায় এড়াতে পারেননা। তাই সবাইকে অনুরোধ করবো আপনার দলীয় পরিচয়ের উর্দ্ধে থেকে সামুকে সঠিক পথে ফিরিয়ে আনতে সাহায্য করুন। গালাগালি না করেও আপনার দলের পক্ষে যে ব্লগিং করা যায় তা ধীবর ভাই, এবং অন্যান্য সুস্থচিন্তার ব্লগার ভাইদের দেখলেই বোঝা যায়।

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৬

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ কবি ভাই। এটা সত্যি অনেকদিনের পুঞ্জিভুত ক্ষোভ থেকেই এই লেখাটি লেখা হয়েছে। আমরা দলবাজ নই। আর সামুর পক্ষ্যে ছিলাম এবং থাকবো।

১১৩| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৬

সাকিন উল আলম ইভান বলেছেন: ছাগু নিক সব নিয়া একসাথে সিন্ডিকেট করসেন :P

ভালো হন, বিজয় দিবসের শুভ দিনে আপনার কাছে এই কামনা থাকলো।

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৭

ধীবর বলেছেন: আপনাকে করুণা করা ছাড়া উপায় কি? মিথ্যা ট্যাগিং করে এতগুলি মানুষকে অপমান করার দায়ে থাপ্পড় খাবার যোগ্যতা টুকুও আপনার নেই। আপনি পুরানো ব্লগার, তাই মন্তব্যের জন্য রিপোর্ট করলাম না। তবে ভবিষ্যতে এ ধরণের বালখিল্যতা করার জন্য ক্ষমা পাবেন না। সামুকে যথেষ্ঠ নোংরা করেছেন। আর না।

আওয়ামি লেজুড়বৃত্তি ছেড়ে দেশপ্রেমিক হন। স্বাধীনতা দিবস আর বিজয় দিবসের পার্থক্যটুকু যিনি ধরতে পারেন না, তিনি আবার হয়েছেন চেতনাধারি। ধিক !

১১৪| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৯

অলস ছেলে বলেছেন: নরাধমের হেসে কুটি কুটি মন্তব্য দেখলাম কিছুদিন আগে আনিসুল হকের কোরআন প্যারডি করে লেখা বহু পুরনো এক লেখায়। তারপর থেকে তার ইসলাম পছন্দ চেহারা খুলে গেছে। গণার কিছু বাকি নাই, দরকারও নাই।


স্পেলবাইন্ডার বলেছেন: ধীবর ভাই, সামু কর্তৃপক্ষ আবার সেই পুরনো কৌশল অবলম্বন করছে। যখনই সামু পোষা নাস্তিক ও ইসলামবিদ্বেষীদের নিয়ে চাপের মুখে পড়ে, তখনই সুন্দর সুন্দর বাণী হাজির করে। চাপ সরে গেলেই আবার আসল রূপ, তখন এই সামুতেই ইসলাম ও মহানবী হযরত মুহম্মদ (সা.) নিয়ে কুৎসিত মন্তব্যের বন্যা বয়ে গেলেও সামু কর্তৃপক্ষের কিছু আসে যায় না।
একটা উদাহরণ দিতে পারি। 'ঠোঁট কাটা বন্ধু' নিকটি শতকরা ৯৫টি মন্তব্য করে ইসলাম ও রাসূল (সা.) কে ব্যঙ্গ করে। কিন্তু সামু কর্তৃপক্ষ কখনও ব্যবস্থা নিয়েছে বলে মনে হয়নি।
আজকে এত ভাল ভাল কথা কোথায় রাখব সেইটা নিয়ে চিন্তায় আছি।



সেটাই। তবু লিখেছেন। ধন্যবাদ। প্রিয় সামহোয়ারইনব্লগ নিজগুণে ধ্বংস হয়েছে। প্রফেশনাল অনেষ্টির পরিবর্তে ডাবল ষ্ট্যান্ডার্ড প্রাকটিস করলে কি পরিণতি হয় তার উদাহরণ সামু। এটা এখন একটা খোয়াড়ের মতো। ভবিষ্যতে আরো হবে। তবু অতীত স্মৃতির কারণে সামুকে পছন্দ করি বলে মাঝে মাঝে না এসে পারিনা।

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪২

ধীবর বলেছেন: ধন্যবাদ অলস ছেলে ভাই। এখন থেকে রিপোর্ট করবেন স্ক্রিন শট সহ। তাছাড়া দিন বদল ঘটছে। বিশেষ করে ইসলামের বা অন্য ধর্মকে কটাক্ষ করে লেখার বিরুদ্ধে আইন করা হয়েছে। তাই আগের মত পার পাওয়া যাবেনা।

আর সামু আমাদের সবার। এর ভালো মন্দ আমাদেরকেই তো দেখতে হবে তাই না?

১১৫| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৪

সবুজ মেঘ বলেছেন: সামুর প্রতি হতাশ। আওয়ামী ও বামঘেষা মডারেশন থেকে বেরোতে পারছে না। হয়তো মডু বা মালিক পক্ষে দলীয় অবস্থানই এর কারন।

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৩

ধীবর বলেছেন: সবুজ মেঘ ভাই, হতাশার কোন কারণ নেই। দেখবেন সব ঠিক হয়ে যাবে।

১১৬| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫০

বুনো বলেছেন: =p~ =p~ =p~ =p~

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৩

ধীবর বলেছেন: আপনি কি জানেন স্বাধীনতা দিবস আর বিজয় দিবসের পার্থক্য? ;)

১১৭| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: এত দিন তো মনে করতাম যে কিছু শিক্ষিত লোকের সাথে ব্লগিং করি। এখন তো দেখি এই গুলা ব এর পিছনে শূন্য দিলে কি হয় সেটাও জানে না :(( :(( :((


এই মূর্খ গুলো বিজয় দিবস কোনটি আর ও স্বাধীনতা দিবস কোনটি সেটাই জানে না।

আর এরা দিন রাত মানুষের মাঝে ইতিহাস ফেরি করে বেড়ায়। হে ধরণী তুমি দ্বিখণ্ডিত হও আমি তোমার ভিতরে ঢুকে পড়ি।

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৫

ধীবর বলেছেন: হাহাহাহা। ধন্যবাদ পলাশ ভাই এদের ইতিহাস জ্ঞান দেখে বুজাই যায়, মুখস্থ বিদ্যা ঝাড়তে আর ট্যাগবাজি করেই এরা আসে সামু তে।

১১৮| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২০

কাজী মামুনহোসেন বলেছেন: জনাব, আমার সব যোগ্যতা আছে, শুধু জামতীদের সাথে করা ঐখ্যজোটের সমর্থন দেয়ার মত যোগ্যতা নাই

বহু চেষ্ঠার পরও, রাজাকারদের সাথে নিয়ে করা ঐখ্যজোটে মিনিমাম সমর্থন জানিয়ে বুদ্ধিজিবী ভাব নিতে পারলাম না বলে দুংখিত ...... B-))

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৫

ধীবর বলেছেন: দুঃখ পাবার কিছু নেই। কারণ অযোগ্য আত্মসম্মানহীনদের ভালো কথা বললেও এরা বুঝে না। আবার আসে, আবার কমেন্ট করে। আপাতত খোয়াড়ে থাকুন। যোগ্য মনে করলে ফেরত আনবো।

১১৯| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮

ইউনুস খান বলেছেন: উপরে একজন মুক্তিযুদ্ধ চেতনাধারীকে দেখলাম স্বাধীনতা দিবস কভে আর বিজয় দিবস কভে সেটাই জানেনা :(

উনারে একটা লাত্থি দিয়া আপনার ব্লগ থেকে বাইর করে দেওয়া উচিত ছিলো।

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪৭

ধীবর বলেছেন: ধন্যবাদ ইউনুস খান ভাই। এদের লাথি দিলেও পায়ের অপমান হয়। এদের সবার ইতিহাস জ্ঞানই একই রকম। এরা শুধু পারে বস্তির নোংরা লোকদের মত গালাগালি, আর গ্যাঞ্জাম করতে। কোনদিন সময় সুযোগ হলে এদের স্বাধীনতার ইতিহাস নিয়ে ক্লাস করানো যাবে।

১২০| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩

সবুজ মেঘ বলেছেন: কোন রকম গালি ও উস্কানীমূলক মন্তব্য ছাড়াই "ভুল উচ্ছাস" কে কমেন্ট ব্যান ও জেনারেল করা হয়েছে। কারন সে আওয়ামী ঘেষা গালিবাজদের বিরুদ্ধে তথ্য-প্রমান দিয়ে ব্যবস্থা নেওয়ার আহবান জানাইছিল জানা'র কাছে। এরপরও কি আপনি আশাবাদী হতে চান!

নাহ কোন আশা নেই। সামু ও জানা তাদের অবস্তান পরিষ্কার জানাইয়া দিছে। তারা এখন সরকারী দলের চামচা। সরি, আসরে সরকারী দলের চামচাদের চামচা। এমনকি তারা জানাকে সরাসরি 'ছাগী' বললেও ব্যবস্থা নেওয়ার মুরোদ সামু'র তাদের নেই। বুঝিনা, এদেল লাথিগুতা খাইতে সামু এত পছন্দ করে কেন!

তবে সত্য কথা বলায় আমাকে ব্যান করা হবে। কারন আমি আওয়ামী ঘরানার নই।

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৫

ধীবর বলেছেন: আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি। আমার নিজও পর্যবেক্ষণে যা দেখেছি, তাতে মনে হচ্ছে আমেরিকা প্রবাসী বলে দাবিকৃত রহস্যজনক একটি নিক থেকে তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ করা হয়েছে। অথচ অপেক্ষাকৃত অনেক নবীন এই ব্লগার জেনে না জেনে এমনকি আমাকে পর্যন্ত ট্যাগিং করেছে।

সমস্যা হচ্ছে, মেয়ে নিক দেখলেই কিছু লোক লুলামি করে এই ধরনের নিককে ৭ আসমানে তুলে দেয়।যার ফলশ্রুতিতে ধরা কে সরা গান করে এই ধরণের ঘটনা ঘটে থাকে। আমার পর্যবেক্ষণে ভুল না থাকলে, এই নিয়ে আরো গভিরে যাবার ইচ্ছা আমার আছে।

ধন্যবাদ সবুজ মেঘ ভাই।

১২১| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১২

স্বপ্নরাজ বলেছেন:

ধীবর ভাই, সামুতে ইসলাম আক্রমন করা/ ব্যংগ করা কিছু পোস্ট স্টিকি হয়েছে , মিথ্যা একপেশে ইতিহাস আওড়িয়ে জিয়াউর রহমান কে আক্রমন করা পোস্ট স্টিকি হয়েছে সেগুলোর ব্যখ্যা কি?

অন্য কোন পোস্টের না হোক স্টিকি পোস্টের দায় দায়িত্ব সম্পুর্ন কতৃপক্ষকেই নিতে হবে এটা বলার অপেক্ষা রাখে না।

তবে শুধু ব্লগ নস্টালজিকতার কথা চিন্তা করে সামুর প্রতি মায়া থেকেই যায়। এই প্লাটফর্ম থেকেই ব্লগিং শুরু সেটা ভুলি কি করে।

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৮

ধীবর বলেছেন: সুস্বাগতম কমরেড। অনেক অনেক দিন পর আপনার উপস্থিতি দেখে অনেক ভালো লাগলো। কেমন আছেন? হুজুগে কিংবা বিশেষ কারো উস্কানিতে বেশ কিছু ভুল সামু করেছে অতীতে। এটা অস্বীকার করার কোন উপায় নেই।

তবে আশার কথা হলো, সেই ভুল গুলি শোধরানোর চেস্টা চলছে। এই ধরণের ঘৃনামুলক পোস্ট যারা দিতেন, তাদের ব্লগ থেকে বের করে দেয়া হয়েছে। অর্থাৎ পরিবর্তন হচ্ছে। এজন্যই আমি আশাবাদি।

অনেক ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

১২২| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫০

হাছুইন্যা বলেছেন: আমি নির্বাক :| :|

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৯

ধীবর বলেছেন: নির্বাক হয়ে থাকলে চলবে না। কথা বলতে হবে হাছুইন্যা ভাই।

১২৩| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন:
ধীবর ভাই, ধন্যবাদ আমার মন্তব্যের উত্তর দেয়ার জন্য।

আমি সবসময়ই মাঠে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। তবে, সমস্য হচ্ছে বিএনপি রাজনৈতিক দলটির মতো বিএনপি সমর্থিত ব্লগারদের মধ্যেও কোন ঐক্য নেই। ইদানিংকালে কোন পোষ্টের বিপরীতে অন্যান্য ব্লগারদের কাছ থেকে যে ধরনের গালাগালি ও ফ্রি "ট্যাগিং" খেতে হয় তা যে কোন ভদ্র মানুষের পক্ষে সহ্য করা খুবই মুশকিল।

দলের পক্ষে কোন পোষ্ট দিলে কাউকেই ব্লগে পাওয়া যায় না একটা সাধুবাদ কিংবা পোষ্টের পক্ষে কথা বলার জন্য।

আপনারা রাজনৈতিক মাঠ এবং ব্লগের মাঠকেও কিছু অসৌজন্য ব্যক্তিদের কাছে বন্ধক দিয়ে দিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক।


আপনি কি জানেন, এই তো সপ্তাহখানেক আগে আপনারা দল পাকাচ্ছেন বলে সামুতেই একটা পোষ্ট দেয়া হয়েছে। এবং সেখানে আপনার নামও ছিলো আর সেই পোষ্টটা হিটও অনেক বেশী ছিল।

আর আমার কথা বলতে গেলে বলবো, আপনাদের মতো করে সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারিনা তাই পোষ্ট কম দেয়া হয়। তবুও নিজের মতো করে চেষ্টা করি মাঝে মধ্যে।

ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭

ধীবর বলেছেন: আপনি মাঠে আছে এবং থাকবেন, কথাটা শুনে ভরসা পেলাম। আপনার উপলব্ধি যথার্থ। ঐক্য নেই আমাদের মধ্যে একথা খুবই সত্য।

তবে আমাকে মনে হয় ওভার এস্টিমেট করে ফেলেছেন। কারণ মাঠ বা ব্লগ কোন কিছুই বন্ধক দেবার মত শক্তি বা সামর্থ্য আমার কোনদিনই ছিল না, এখনও নেই।

আর কোথাকার কে, কোন সময় আমার নাম করে কি লিখেছে, সত্যি বলতে কি, সে সব নজর দেবার মত সময় আমি রাখি না। যার যা খুশি বলতে পারে। ব্লগের নিয়ম ভঙ্গ হলে , কর্তৃপক্ষ দেখবেন। আর উনারা না দেখলে আর কি করা দোষটা তাদের ঘাড়েই দেবো।

আপনার লিংকের জন্য অনেক ধন্যবাদ। ইনশাল্লা এক ফাকে অবশ্যই গিয়ে দেখে আসবো। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.