![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন পর ব্লগ এসে দেখি একটি বিশেষ গোষ্ঠির পোস্টের ছড়াছড়ি। আর ভাষার ব্যাবহার দেখে খুবই প্রীত হলাম। আহা যেন মধু ঝরে পড়ছে। অবশ্য কর্তৃপক্ষ্যের আশির্বাদ ধন্য হলে, করল্লা চিপ্লেও আখের রস নিসৃত হতে পারে। আর চোখের বালি হলে পাটালি গুড়ের স্বাদও হয়ে যায় চিরতার মত।
শুনেছিলাম কিছুদিন আগে নাকি জাতিয়তাবাদিরা সিন্ডিকেট করছে, ব্লগে অস্থিরতা তৈরি করছে, নীতি ভঙ্গ করছে বলে সামুকে বেইলি রোডের নাটক পাড়া বানিয়ে ফেলা হয়েছিল। এই নাটকের পেছনের কুশিলব কারা, কি জন্য করছে এই সেটা খুব ভালো ভাবেই আন্দাজ করতে পারি।
তবে শাখা মৃগের মত লম্ফ ঝম্ফ করা প্রকাশ্যের কুশিলবদের এই ধরণের উলম্ফন নতুন কিছু না। বিশ্বাজিৎ হত্যাকান্ড নিয়ে ব্লগে যেন সরকার / ছাত্রলিগ বিরোধী জনমত গড়ে না উঠে, সেজন্য তারাই ড্রাফট ড্রাফট নাটক মঞ্চস্থ করেছিল।
সেই নাটকের মুল পরিচালককে কিছুদিন পরেই দেখা গেলো, ভিটামিন নিয়ে সরকারের ব্যার্থতাকে আড়াল করতে পোস্ট দিতে। সেটা আবার আলাদিনে প্রদীপের বদৌলতে স্টিকিও করা হলো। ব্লগের মাথা রা সেখানে সমর্থনও দিলেন।
সাধু সাধু ! আমরা তো মাথা মোটা গোয়ার গোবিন্দ বৈত নই। তাই কিচ্ছু বুঝি না।
সেদিনের সেই নাট্য গোষ্ঠি আবার নয়া নাটক মঞ্চস্থ করলো। উদ্দেশ্য তাদের মানসিক অসুস্থতাকে ব্লগে প্রতিষ্ঠিত করা। যে করেই হোক আওয়ামি বিরোধী মতকে সামুতে স্থান না করতে দেয়া।
বলি কর্তৃপক্ষ কি চোখের মাথা খেয়েছেন, নাকি বুদ্ধি, ব্যাংকের লকারে আটকে রেখেছেন, যে বোঝেন না এই গোষ্টির পেছনে কারা আছে? এমনি তো দেখি আমু ব্লগের ১৪ গোষ্টি উদ্ধার করতে। অথচ এই আমু ব্লগের দিওয়ানাদের সামু ব্লগে এত আদর যত্নের কারণ কি?
তাদের বাণীকে ঐশ্বরিক বলে গ্রহন করাটা কতটা সুবিবেচনা প্রসুত, সেটা সময়ই বলে দেবে। আর এক পক্ষিয় ব্যাবস্থা গ্রহন, সামুর এগিয়ে চলার পথটিকে মসৃণ করবে না।
আর কি সব লিস্টি নিয়ে নাকি ব্যাপক অভিযোগ।
আচ্ছা? এই রকম লিস্টি করা (ট্যাগ দিয়ে) নাটকবাজদের একজনের একটি পোস্ট তো বাবা দিব্যি হাওয়া খাচ্ছে। লজ্জা দিতে চাই না বলেই, এই মুহুর্তে লিংক দিচ্ছি না। তবে নিয়ম নীতি নিয়ে লেকচার দিতে আসলে, সেটি উদাহারণ হিসাবে দিয়ে দেবার আশা রাখি।
সবচেয়ে জঘন্য লাগলো, জানাকে অকথ্য ভাষায় গালি দেবার পরেও, সেই গালিবাজকে ফেরত আনার আবদার করা জনৈক দেখি বহাল তবিয়তেই আছে। যার সম্মান সে রক্ষা করতে না চাইলে, আমি বাইরে মানুষ, খামোখা মাথা গলাতে যাবো কোন দুঃখে?
যারা জাতিয়তাবাদে বিশ্বাসি, তাদের খেয়ে দেয়ে কাজ আছে বলেই, ৫ মাসে দুই শতাধিক পোস্ট দেয়া কিংবা প্রবাসে থেকেই স্কুল কলেজ বা কাজের ১৩টা বাজিয়ে দিন মান ব্লগে পড়ে থাকা , তাদের পক্ষ্যে সম্ভব না।
হয়তো আসে ছয় মাসে বা সপ্তাহে একটা পোস্ট দিলে দিতেও পারেন। এদের লেখক বলতে হাতে গোনা কয়েকজন মাত্র। আর বেশিরভাগই শুধু মন্তব্য করে থাকেন।
কিন্ত না। বাকশালি যন্ত্রে যাদের মগজ ধোলাই হয়েছে, তারা এতটুকুও বিরোধী মত সহ্য করবেন কেন? দুধে কাটা বাছার মতই শুরু হয়ে গেলো ট্যাগবাজি। এর বিরুদ্ধে প্রতিবাদ করলে দেয়া হলো সিন্ডিকেটবাজির অপবাদ।
বলি, জাতিয়তাবাদিরা যদি সিন্ডিকেট করতোই, তাহলে বাকি কারো আর ব্লগিং করতে হতো না। কারণ মাথা গুনলে পাল্লা তাদের পক্ষ্যেই ভারি। আর আওয়ামি লিগ দেশটাকে ্যেভাবে গোল্লায় নিয়ে গিয়েছে, তাতে লিগের আদর্শবাদিরা নিন্দার ঝড়ে উড়ে যেতো।
কারণ এক কুমিরের ছানা বার বার দেখিয়ে, কিছুদিনের জন্য কিছু মানুষকে বিভ্রান্ত করা যায়। সব সময়ে সব মানুষদের বিভ্রান্ত করা যায় না।
বাংলাদেশের বাস্তব অবস্থা এখনো এমন পর্যায়ে যায়নি যে, ব্লগে আওয়ামি লিগের সাফাই গেয়ে লক্ষ লক্ষ পোস্ট পড়লেই, ঢ্যাং ঢ্যাং করে সবাই আওয়ামি লিগের পতাকার তলে ঠাই নেবে।
বরং বাস্তবতা হচ্ছে, ব্লগের চেয়ে অতি সাধারণ মানের সরকার বিরোধি একটি পত্রিকার কথাই মানুষ বিশেষ গুরুত্ব দিচ্ছে। একারণেই দেখা গেলো যে, সাধারণ মানুষ বিশ্বাস করছে যে, ব্লগার মানেই নাস্তিক আর নাস্তিক মানেই ইসলাম বিদ্বেষি।
তাই যতই একটি গোষ্ঠিকে আওয়ামি লিগের প্রচার করার সুযোগ দেয়া হোক না কেন, তাতে বাস্তবের মানুষদের মনে আওয়ামি লিগের ব্যাপারে কোন প্রেমভাব জাগবে না।
তবুও যদি কর্তৃপক্ষ মনে করেন যে, সেই সুযোগ আওয়ামিদের দেবেন, তাহলে দিন। তবে সেটা করতে গিয়ে যেন ভিন্নমতের কন্ঠ রোধ করে আবার বাকস্বাধীনতার জন্য মায়া কান্না কাদবেন না।
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০
ধীবর বলেছেন: ধন্যবাদ ইউনুস খান ভাই। ওই পক্ষ্যের একজন প্রকাশ্যেই শিরোনামে রামচো*ন শব্দটা ব্যাবহার করেছে। জানতে ইচ্ছা করছে এই ধরণের শব্দের ব্যাবহারে সামুর কোন নীতিটা অনুসৃত হয়েছে?
২| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৮
ইউনুস খান বলেছেন: আরেকটা জিনিস আমি খেয়াল করলাম। কয়েকজন ব্লগার তারেক জিয়াকে নিয়া রিভার্স পোস্ট দিসে।
সেখানে কেউ তারেক জিয়ার পক্ষে বললেই পোস্টদাতা মন্তব্য করছে - "তুই নাস্তিক"।
বুঝতে পারতেছেন একটা বড় ধরণের ষড়যন্ত্র হইতাছে? ইতিমধ্যে আমি পোস্টের বিরুদ্ধে রিপোর্ট করেছি। দেখা যাক কি হয়।
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২
ধীবর বলেছেন: ইউনুস ভাই, আওয়ামি ল্যাংটামি ঢাকতে এরা এখন তারেক জিয়া বা খালেদা জিয়া নিয়ে প্রলাপ বকা শুরু করেছে। রিপোর্ট করতে পারেন। কিন্ত গত কয়দিনের আচরনে সামু প্রমান করেছে, সে কার। আমরা তো সৎ ভাই।
৩| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০
মদন বলেছেন: +
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩
ধীবর বলেছেন: ধন্যবাদ মদন ভাই।
৪| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭
অজানা এক আমি বলেছেন: ধীবর ভাই, "মান" নিয়া কথাটা সত্যই বলেছেন। যার মানই নাই সেইটা আবার যাইবো কেমনে!! মান থাকলে চক্ষুলজ্জাও থাকে। সেইটা বন্ধক রাইখা এক চোখে উনি/উনারা দলবাজি কইরা যান....
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮
ধীবর বলেছেন: শুনেছি দেশে নাকি একটা কথা বেশ চালু হয়েছে "তুই মানুষ না তুই আওয়ামি লিগ? " এমনি এমনি প্রচলিত হয়নি। অনেক ধন্যবাদ ভাই।
৫| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭
শিপন মোল্লা বলেছেন: সামু যাই বলুক না কেন তারাও বিশ্বাস করে ব্লগে জাতীয়তাবাদীরা সিন্ডিকেট করেনি বরং আওয়ামীরাই সিন্ডিকেট করে লিখে। আর এদের সামুই উৎসাহিত করে বিশেষ দুর্বলতার কারনে। এখন প্রমান হয়েই গেছে সেদিনের ক্যাচালের পোস্টের পর যেখানে ব্লগ মাতা জানা আপুও ছিল তার নজরে এসেছে সবই কিন্ত কি হল কি দেখলাম আমরা উল্টা সেই থেকে জাতীয়তাবাদী কিছু ব্লগারকে ব্যান করা হয়েছে। আসলে আপনার কথাই সত্যি
সবচেয়ে জঘন্য লাগলো, জানাকে অকথ্য ভাষায় গালি দেবার পরেও, সেই গালিবাজকে ফেরত আনার আবদার করা জনৈক দেখি বহাল তবিয়তেই আছে। যার সম্মান সে রক্ষা করতে না চাইলে, আমি বাইরে মানুষ, খামোখা মাথা গলাতে যাবো কোন দুঃখে
আমরা আছি সামুর পাশে কিন্ত জানি না এভাবে চলতে থাকতে কতো দিন থাকতে পারবো। তবুও সামুর জন্য শুভ কামনা সব সময়।
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০
ধীবর বলেছেন: ধন্যবাদ আবু শিথি ভাই। যার সম্মান তিনি রক্ষা করতে না চাইল, আমরা আর কি করি বলুন? আমরা তো ঘোষনা দিয়ে সামুর পক্ষ্যে থাকি। এর পরেও যদি এই আচরণ করা হয়, তাহলে ভিন্ন চিন্তা ছাড়া গতি কি?
৬| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০২
রমনা টেক বলেছেন: যখন খালেদা জিয়া সকল ব্লগার এবং গণজাগরণের সবাইকে এককথায় নাস্তিক ট্যাগ দিয়ে দিলেন তখন তো আপনাদের পুচ্ছদেশ এত জ্বলে নাই।
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৮
ধীবর বলেছেন: আপনার বিদ্যা বুদ্ধির দৌড় দেখে করুণা হচ্ছে। মনে হয় সব যায়গায় একই কমেন্ট করেন। একারণেই পোস্ট না দেখেই কপি পেস্ট করেছেন। আপনি আমার পোস্টে আর কোনদিন আসবেন না।
৭| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬
নষ্ট শয়তান বলেছেন: বাংলাদেশের বাস্তব অবস্থা এখনো এমন পর্যায়ে যায়নি যে, ব্লগে আওয়ামি লিগের সাফাই গেয়ে লক্ষ লক্ষ পোস্ট পড়লেই, ঢ্যাং ঢ্যাং করে সবাই আওয়ামি লিগের পতাকার তলে ঠাই নেবে।
অথচ এদের তাই ধারনা এরা আম্লীগ কে উদ্ধার করবে ব্লগ দিয়ে। "আমি বসে বসে ভাবচি দিকে না কি হয়' ভানুর কৌতুক্টা মনে পড়ে গেল।
পোষ্টে ভাল লাগা
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৯
ধীবর বলেছেন: ধন্যবাদ নস্ট শয়তান ভাই। যথার্থই বলেছেন।
৮| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬
নীলচাষী বলেছেন: রমনা টেক রে একটা গদাম দিয়ে দিয়েন। চটি রাইটার।
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১
ধীবর বলেছেন: ওকে বিদায় বলা হয়েছে। কথা না শুনলে অপমান করেই তাড়িয়ে দেবো। ধন্যবাদ। নীলচাষী ভাই।
৯| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬
একমত না বলেছেন: রমনা টেক@ বুদ্ধি কি ব্যাংকের লকারে রেখে আসেন? আপনার যে হুজুরদের একদিকে গালি দেন আবার সেই হুজুররা ২০০+ লোক নিয়ে আপনাদের তেল দিলে তাদের কে মুসলিম বানিয়ে আর সবাইকে তওবা করতে বলেন। মানুশের লজ্জার একটা সীমা। আপনাদের তো তাও নাই।
আরিফ যেবতিকের পোস্টে সুশান্তর করা কমেন্টে রিপ্লাই দিয়ে কইছিলাম যে সুশান্ত ভালো কাজ করছ। চালায়া যাও একদিন আবুল মার্কা মন্ত্রী হবা। ব্লক মেরে দিলো। বাকশাল আর কারে বলে।
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১২
ধীবর বলেছেন: এই সব লোকদের পোস্টে কেন যান ভাই? ওদের বিদ্যা বুদ্ধি বিবেক সবই তো জানেন। খামাখা ওদের এত গুরুত্ব দেয়া উচিত না।
১০| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬
জুল ভার্ন বলেছেন: বড়ই দেরীতে বুঝিলে বালক!!!
ওদের প্রসব বেদনা শুরুর আগেইতো ইহার শানে নযুল এবং স্বারমর্ম জ্ঞানী লোকেরা বুঝিয়াছিল।
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪
ধীবর বলেছেন: কি করা সুপ্রিয় জুলভার্ণ ভাই? আমি সাধারণ মানুষ, বুঝি কম, তাও দেরি করে।
১১| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৯
শিপন মোল্লা বলেছেন: রমনা টেক পোস্ট কিসের আর মন্তব্য কিসের করলেন খালি ক্যাচাল করতে মন চায় ?
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪
ধীবর বলেছেন: এর বাইরে এদের যোগ্যতা আর কি আছে বলেন?
১২| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১০
েবশী বুিঝ বলেছেন: তারেক ও কোকোর কেমন ভাই আপনি? শালাতো ভাই নাকি? ওদের দুভাইকে বাংলার সবাই চিনে?
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭
ধীবর বলেছেন: আসল নিকে আসার সাহস নাই, মাল্টিতে এসে প্রশ্ন করলেন? এই পোস্টে কোথায় তারেক বা কোকো প্রসংগ এসেছে? না দেখাতে পারলে মনে করবো, আপনিই ওদের সাথে বৈবাহিক সম্পর্ক পাতিয়েছেন। চ্যালেঞ্জ রইলো।
১৩| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১২
ধৈঞ্চা বলেছেন: ধন্যবাদ ধীবর ভাই, আপনার পোষ্টে মন্তব্য করার জন্য আবার কেউ যদি সিণ্ডিক্যাট ব্লগিং বলে ব্লেইম দেয় সেই আশন্কা করছি।
এমন একটা পোষ্টের দরকার ছিল, ভাষাটা বেশীই সফ্ট মনে হলো, সামুতে সফ্ট ভাষা ব্যবহারকারীদের কোন কদর নাই।
যাইহোক, ফিফা বড় আশা করে একটি ষ্টিকি পোষ্ট দিয়েছে কিন্তু দু:খের বিষয় এর ৯০% মন্তব্যই পোষ্টের মূল বক্তব্যের বিরুদ্ধে গেল। ব্লগমালিক, মডু বা ফিফারা যদি সাধারণ ব্লগারদের মন্তব্যের ভাষা বুঝতে পারত তবে পরিবেশটা অনেক সুন্দর করা সম্ভব হতো।
ফিফার পোষ্টের মন্তব্য থেকে যে ম্যাসেজটা পওয়া যায় তা সামুর প্রতি সাধারণ ব্লগারদের অভিযোগ, অনুযোগ এবং ক্ষোভের বহি:প্রকাশ।
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২০
ধীবর বলেছেন: ধন্যবাদ ধৈঞ্চা ভাই। নেকড়ে আর মেষ শাবকের গল্পটা মনে আছে? তাই আপনি যতই ভয় করুন না কেন, তেনাদের ইচ্ছা হলে ব্লেইম খাবেনই। কোন মাফ নেই। আর ভাষার কথা বলছেন? মুল মেসেজটা পৌছাতে ভাষার বহিঃপ্রকাশই যথেষ্ট, তা শক্ত বা নরম যে ফর্মেই হোক না কেন।
১৪| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৩
একমত না বলেছেন:
একমাত্র খালেদা জিয়াই খালি সবাইরে নাস্তিক ট্যাগ দিতে পারে? এই লন প্রমান দিলাম।
হেফাজতে মইজলিসের সবাইকে নাস্তিক বলতেছেন ইনি। দয়া করে উনার প্রফাইল চেক করে দেইখেন উনি হাম্বালিগ করে নাকি, খালেদা জিয়ার নীতিতে বিশ্বাসী।
শাহবাগে সাইবার যুদ্ধ
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২১
ধীবর বলেছেন: হাজার হাজার প্রমান দেবার পরেও তো দেখি, অবস্থা যেমন ছিল তেমনই। তাই এই এক প্রমান যাদের দেখার কথা, তারা ফিরেও তাকাবে না। অনেক ধন্যবাদ আবারও।
১৫| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪
নিয়েল ( হিমু ) বলেছেন: ধীবর দা পোষ্টের সার সংখেপ কি আমাকে একটু বুঝিয়ে দিবেন ?
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩
ধীবর বলেছেন: কেন লজ্জা দিচ্ছেন ভাই? আমি সামান্য মানুষ, যা বুঝি সেটা খুব সরলভাবেই লিখে দিয়েছি। এর থেকে সার সংক্ষেপ করার মত ধী শক্তি আমার নেই। অনেক দুঃখিত।
১৬| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪
রোদেলা দুপুর বলেছেন: পনি অচিরেই ব্যান খাইবেন। আমি কিছু না করেই আজ ১ মাসের উপর ব্যান খাইছি, আর আপনি তো গুষ্টি উদ্ধার করছেন।
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪
ধীবর বলেছেন: খেতেও পারি। অবাক হবো না।
১৭| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২২
কাজিম কামাল বলেছেন: এভাবে চলা যায় না। আমি একবার নাস্তিকদের নিয়ে পোস্ট দিয়েছলাম । তা নিয়ে একটা পোস্ট আসছে শীঘ্রই।
আমাদের মডারেটর যে সেচ্ছাচারী তা সত্য ।
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫
ধীবর বলেছেন: দেখুন, নাস্তিক আর ইসলাম বিদ্বেষি এক না। সবাই গুলিয়ে ফেলছেন টার্মদুটিকে। আর জোর করে কি আর পরিবর্তন করা যায় কিছু? ধন্যবাদ কামাল ভাই।
১৮| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪
কাঠফুল বলেছেন: ++
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫
ধীবর বলেছেন: ধন্যবাদ কাঠফুল ভাই।
১৯| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫
জুল ভার্ন বলেছেন: আমি কোনো অবস্থাতেই মেলাতে পারছিনা-"জাতিয়তারাদী"দের কথিত সিন্ডিকেট কোথায়? যদি সত্যিই জাতিয়তাবাদী নামে কোন সিন্ডিকেট থাকত-তাহলে ঐ সিন্ডিকেটের কোনো সদস্যের যেকোনো পোস্টে কথিত/উল্লেখিত সকল নিকগুলো থেকে সমর্থন জানিয়ে সেইসব পোস্টে ল্যাদাইতো-যেভাবে আওয়ামী গালিবাজ সিন্ডিকেট ল্যাদায়।
গত ৬ বছরে আজ পর্যন্ত আমার কোনো পোস্টেই দাসত্ব,ভুল উচ্ছাশ, কবি ও কাব্য,বাংলাদেশ জিন্দাবাদসহ ৮০% ব্লগারই(যাদেরকে জাতিয়তাবাদী সিন্ডিকেট সদস্য বলা হয়) কোনো মন্তব্য করেনি, হয়ত আমিও ওদের পোস্টে কদাচিত মন্তব্য করে থাকবো! আসলে জাতিয়তাবাদী সিন্ডিকেট বলে ম্যাতকার করা একশ্রেনীর ব্লগারদের মানষিক অসুস্থ্যতা। আসুন ঐ মানষিক অসুস্থ্যদের জন্য দোআ করি-আল্লাহ জেনো ওদের সুস্থ্যতা দান করেন-আমীন।
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৭
ধীবর বলেছেন: প্রিয় জুল্ভার্ণ ভাই, আপনার দোয়ায় আমিও সামিল হলাম। তারা সিন্ডিকেট খুজে পেয়েছে আমার একটা পোস্টে। যেখানে সমমনা ব্লগারদের নামের লিস্টি দিয়েছিলাম। তাতেই নাকি কৌমার্য যায় যায়। অথচ ট্যাগ দিয়ে বিশাল লিস্টি করা একটা পোস্ট তো দেখি দিব্যি ঝুলছে। অনেক ধন্যবাদ।
২০| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯
ধীবর বলেছেন: আপাতত বিদায় নিচ্ছি। পড়ে বাকি মন্তব্যের জবাব দিবো ইনশাল্লা।
২১| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯
এ সামাদ বলেছেন: চালিয়ে যান খুব সুন্দর হইছে।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪২
ধীবর বলেছেন: ধন্যবাদ সামাদ ভাই।
২২| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩২
বিডি আমিনুর বলেছেন: এ রকম একটি পোস্ট আশা করছিলাম ++++
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৩
ধীবর বলেছেন: আপনাদের আশা পুরণ করতে পেরে আমারও ভালো লাগছে। ধন্যবাদ আমিনুর ভাই।
২৩| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩২
ধৈঞ্চা বলেছেন: @জুলভার্ণ, সহমত করছি আপনার মন্তব্যে।
আমি ব্লগে খুবই অল্প পোষ্ট দেই। কিন্তু আজ পর্যন্ত আপনার উল্লেখিত কোন জাতিয়তাবাদী ব্লগারই আমার কোন পেষ্টে আসে নি। আমি রাজনৈতিক পোষ্ট খুবই কম দেই, এটাও কারণ হতে পারে।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৪
ধীবর বলেছেন: এমন হওয়া উচিত নয়। যদিও এই দোষে আমি নিজেও দুস্ট।
২৪| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪
এম.ডি জামান বলেছেন: ব্লগে আছি প্রায় ৪ বছর। প্রথম ১ বছর ব্লগকে খুবই ভালো লেগেছে তাই আমার অনেক পরিচত জনকে ব্লগ পড়তে উদ্বুদ্ধ করেছি যাদের অনেকেই এখন ব্লগে ভালো লিখে। আমি নিজে খুব একটা ব্লগ লিখতামনা মাঝে মাঝে কমেন্ট করতাম। কিন্তু একবার সিন্ডিকেডদের রোষানলে পড়ে আমার আইডি ব্যন হয়েছে। আমার ঐ আইডির ব্যাণ আজও প্রত্যাহার করা হয়নি।
ব্লগে একটি বিশেষ দলের অনুসারীরা অনেক বেশি সুযোগ পায়। হয়ত মডারেশন প্যানেলে ওদের পক্ষের লোক আছে অথবা মডারেটরদেরকে চাপে রেখে তাদের স্বার্থ উদ্ধার করে।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৫
ধীবর বলেছেন: আরেহ আপনি দেখি আমার সমসাময়িক জামান ভাই। আসলে যারা সিন্ডিকেট বলে গলা ফাটাচ্ছে, তাদের ধারণাই নেই সিন্ডিকেট কেমন হতে পারে। আপনার এই মন্তব্যটি তাদের কাজে লাগবে। মন্তব্যের সাথে পুর্ণ সহমত। অনেক ধন্যবাদ।
২৫| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৫
শ।মসীর বলেছেন: সামু বারে বারে তালগোল ই পাকায় খালি। একুল ওকুল সব খাইতে চাওয়া কোন বুদ্ধিমানের কাজ না ।
একদিকে আইনের জন্য দৌড়ায়, এক দিকে বাক স্বাধীনতা চায়, একদিকে আসিফরে নাচায়, আরেক দিকে গলা টিপে ধরে...........কি করবে কিসে লাভ সে নিজেও বুঝে উঠতে পারেনা ।
বিচারক নির্মোহ না হলে আখেরে ফল কারো জন্যই ভাল হয়না.............
সরল পথই উত্তম পথ ।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৭
ধীবর বলেছেন: ঠিকই বলেছেন বদ্দা। আমার কথা বাদ দেই। সামান্য মানুষ। কিন্তু আপনারা যারা অনেকদিন ধরে এখানে আছেন, তাদের কথাটুকু কানে নেয় না সামু। এ কেমনতর গোয়ার্তুমি? অনেক ধন্যবাদ শামসীর ভাই।
২৬| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬
সোহাগ সকাল বলেছেন: হুম। পোষ্টে পরে আসার চেষ্টা করবো।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৭
ধীবর বলেছেন: জ্বি আচ্ছা।
২৭| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪২
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: নন্দনপুর যাওয়ার পথে কেউ যদি দিকভ্রান্ত হইয়া কোন কলার বাগানে যোগিত্ব গ্রহণ করতে চাই তখন তাকে দিক নির্দেশনা দিতে কোন একজন দায়িত্ববান কে প্রবেশ করতে দেখি। ইহা কি কোন সিন্ডিকেট নিদের্শ করে ?
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৮
ধীবর বলেছেন: হাহাহা... এটা তো খেয়াল করে দেখিনি কমরেড। চিন্তার গভির খোরাক আছে আপনার মন্তব্যে। অনেক ধন্যবাদ
২৮| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৫
এম আর সুমন বলেছেন: ব্লগের একপেশে অবস্থানগুলো আসলে মানবাধিকার লঙ্ঘনেরই নামান্তর।
আমার মনে হয় খুব দ্রুত ব্লগ কতৃপেক্ষের নিরপেক্ষ একটি ইমেজ পুনরুদ্ধারের চেষ্টা করা উচিত। এতে বাংলা ব্লগিংএর অনেক লাভ হবে।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৯
ধীবর বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। মাঝে মাঝে ভাবি জাতিয়তাবাদিদের উনারা মানুষ মনে করেন কি না !
২৯| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৬
এম আর সুমন বলেছেন: বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: নন্দনপুর যাওয়ার পথে কেউ যদি দিকভ্রান্ত হইয়া কোন কলার বাগানে যোগিত্ব গ্রহণ করতে চাই তখন তাকে দিক নির্দেশনা দিতে কোন একজন দায়িত্ববান কে প্রবেশ করতে দেখি। ইহা কি কোন সিন্ডিকেট নিদের্শ করে ?
কমেন্ট অফ দি ইয়ার ভাই.........
ধন্যবাদ
৩০| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৪
ধীমান অনাদি বলেছেন: ব্লগে এখন কি হচ্ছে, সেটা নিয়ে নতুন কিছু বলার নাই। একদল ব্রেইনলেস চক্র সারাদিন না খেয়ে না, পরে, ব্লগে পড়ে থাকে। এরা আবার একটা নিক নিয়া থাকেনা, কয়েকটা মাল্টি ওপেন করে রাখে কয়েকটা ব্রাউজারে। এই কারনে আবার ম্যালফ্যাংশনও হয়। এদের উদ্ধ্যেশ্য কি? আমার ব্লগের দালালী করা। অন্য ব্লগে গিয়ে এই ব্লগের বিরুদ্ধে কথা বলে পিঠে চাপড় নিয়ে আসা। আর এখানে এসে, সামুকে কত ভালোবাসি বলে লাফানো। এদের আসলে মেরুদণ্ড নেই। এক একটা স্পাইনলেস। এরা আসল নিক, মাল্টি নিক খুইয়ে, ব্লগের পুরানো একটা চক্রের পা চেটে আসে। ব্লগের ঐ পুরাতন চক্র আগে একে-তাকে ট্যাগ দিয়ে ব্লগছাড়া করতে চেষ্টা করতো। নিজেরা সারাদিন ব্লগে বেইবি, সুইটি বলে অস্থির হতো। নিক খুলে, মেয়ে ব্লগারদের সাথে ফ্লার্ট করতো আর অন্যদের লুল বলে ট্যাগ দিয়ে বিপ্লবসাধন করতো। মাঝে এরা সুবিধা করতে পারেনি। এরা বুঝে গিয়েছিলো, দাদার উপ্রে দাদা আছে। সব জায়গায় দাদাগিরি চলেনা। পরে এরা কিছু ডিশওয়াশার নিয়োগ দেয়, এদের প্রতিনিধিত্ব করার জন্য। এইসব অশিক্ষিত গালিবাজ ডিশওয়াশার, ব্লগের পরিবেশ নষ্ট করছে। আর এদের আছে ছাইয়া মাল্টি। সব মিলিয়ে এরা ব্লগে ভালোই ল্যাদায়। ফাইরুজের পর ব্লগে এখন আরেক ছাইয়ার আধিপত্য দেখা যাচ্ছে।
তবে এদের বোঝা উচিত, সামুব্লগ এদের জায়গা নয়। এর চাইতে এরা, ডিশওয়াশ করুক। অনন্ত এক বেলা খেতে পাবে।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫১
ধীবর বলেছেন: ধন্যবাদ ধীমান অনাদি ভাই। যা বললেন, তার সাথে মোটেও দ্বিমত করার অবকাশ নেই।
৩১| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৬
ধীমান অনাদি বলেছেন: *** এখানে একটা কথা বলে দেওয়া দরকার, আমাদের দেশের অনেক উচ্চশিক্ষিত ছেলে, দেশের বাইরে গেলে, ডিশওয়াশ করে। তাদের প্রতি সম্মান রেখে বলছি, আমাদের এই ব্লগের ডিশওয়াশাররা পারিবারিকভাবেই ডিশওয়াশার। এদের মুখের ভাষাই, এদের বস্তিবাসের কথা মনে করিয়ে দেয়।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫২
ধীবর বলেছেন: উপরে ইউনুস ভাইয়ের প্রতি মন্তব্যে লিখেছি মধুর ভাষার একটা নমুনা। এরা দিব্যি ভালো থাকে এখানে।
৩২| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯
চোরাবালি- বলেছেন: অনেকদিন বাদে একটা ভাল লাগ পোষ্ট পড়ল দেখি।
ব্লগে তো ইদানিং গালিগালজ বাজদের দৌরত্বে ঢুকতেই ঘিন ঘিন করে
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৪
ধীবর বলেছেন: যেখানে আওয়ামি লিগারদের বসবাস সেখানে ভালো কথা আসবে কি করে? আমু ব্লগে গিয়ে দেখবেন খিস্তি খেউরের নমুনা। শ্রেফ চক্ষু লজ্জার খাতিরে এখানে একটু রয়ে সয়ে। কিন্তু দিন যত যাচ্ছে, লিগারদের খিস্তি খেউর বেড়েই যাচ্ছে। সঙ্গে জুটেছে আবার কর্তৃপক্ষ্যের ভালোবাসা। অনেক ধন্যবাদ চোরাবালি ভাই।
৩৩| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯
ধীমান অনাদি বলেছেন: আমার একটা পোষ্টে আমি এর প্রতিবাদ করেছি বলে, আমাকে জেনারেল করা হয়েছিলো। এরপর আমি আর কিছুই করিনি। কিন্তু এখন আমাকে ওয়াচ দেখাচ্ছে। কারা এইসব খেলা খেলছে?
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৫
ধীবর বলেছেন: জানি কারা খেলছে। যাদের দেখবেন কথায় কথায় নিরপেক্ষতা বাক স্বাধীনতা ইত্যাদি কথাগুলি আওড়ায় এটা তাদেরই খেলা। ঘেন্না ধরে যাচ্ছে। সমমর্তিতা থাকলো আপনার জন্য।
৩৪| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
রিমন রনবীর বলেছেন: @একমত না,
হেফাজতে জামায়াতে ইসলামী যদি আমার মত সাধারন ব্লগারদের নাস্তিক বলে তাহলে আমার বলতে দোষ কি? ওরা নাস্তিক না হলে একজন মুসলিমকে নাস্তিক বলার অধিকার কোথায় পেল?
আর আমার কমেন্টের স্ক্রীনশটটাই দিলেন কেন ভ্রাত? জানামতে আমার সাথে কারো ক্যাচাল লাগে নাই এই পর্যন্ত। আর আমি কোন কোন দলের কট্টর সমর্থক না।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৬
ধীবর বলেছেন: দ্বিমত পোষণ করতেই পারেন সেটা আপনার স্বাধীনতা। আর এই লেখক আপনার কোন কমেন্টের স্ক্রিন শট দেননি।
৩৫| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
ধ্রুব মহাকাল বলেছেন: জামাত জুজু দিয়েতো আর জাতীয়তাবাদীদের কাবু করতে পারেনাই আম্বারা ।কারণ জামাত বিরোধীতায় আম্বাদের থেকে আমরাই এগিয়ে ।আর জাতীয়তাবাদীদেয এত বিশাল সংখ্যা দেখে নন্দদুলালের পঙ্গপালেরা যারপরনাই হতাশ ।আর তাদের আজ্ঞাবাহী মডারেটরদের তথাকথিত চিন্ডিকেট জুজু না দেখিয়েতো কোন গত্যান্তর নেই ভাই ।ব্যাপারনা সামু ।সময়ই কথা বলবে ।আপাতত বাকশালীদের পদলেহন কর
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৮
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ ধ্রুব মহাকাল ভাই। এরা বাকশাল কায়েমের জন্য পারে না, এহেন কাজ নেই। তবে কিনা বসন্তকাল ফিরে ফিরে আসে।
৩৬| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০০
প্রকৌশলী আতিক বলেছেন: ধীবর ভাই, আর বইলেন না। মানুষ নিজের বিবেক বুদ্ধি বিকাইয়া দিয়ে যখন পরগাছার উপর ডিপেনডেন্ট হয়ে যায়, তখন আর শত বলিয়াও লাভ নাই।
কতৃপক্ষ গাছটির উপর আওয়ামি পরগাছা এমন ভাবে জাকিয়া বসিয়াছে যে, কতৃপক্ষের সব ভাল গুন গুলো শুষে নিয়ে, তাহাদের মলমুত্র দ্বারা গাছটির শোভা বৃদ্ধি করিতেছে। এ যেন কৃমি আক্রান্ত শিশু, যতই পুষ্ট দেন না কেন, কাজে লাগিবে না।
আগে প্রায়ই জানা আপাকে মেইল করতাম। রিসেন্টলি একটা মেইল করেছিলাম। বাট শি ডিডন্ট ফিল টু টেক এনি আ্যকশন।
যাইহোক, এই আগাছা গুলোকে মুলোৎপাটন না করিয়া, গাছটিকে বাচানো যাইবে না।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৯
ধীবর বলেছেন: আতিক ভাই, দুই রাকাত শোকরানা নামাজ আদায় করেন যে উলটা আপনিই ব্যান হন নাই। পেয়ারের লোকদের নামে কমপ্লেন করতে উলটা রি অ্যাকশন হয়। আগাছাই যখন শিকর নিয়ে টান দিবে, তখন যদি ইনাদের টনক নড়ে। অনেক ধন্যবাদ।
৩৭| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
ক্ষুধিত পাষাণ বলেছেন: আপনার পোস্ট দেখলেই আওয়ামী ছাগুদের মাথায় মাল উঠে যায় আর নন্দের দল ম্যাতকার শুরু করে -"কর কি কর কি নন্দ লাল" বলে !
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০০
ধীবর বলেছেন: কি আর বলবো ক্ষুধিত পাষাণ ভাই। এখানেই কবি নির্বাক।
৩৮| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
সামসুন নাহার বলেছেন: ++ ভালো লিখেছেন।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০১
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৩৯| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
ইমুব্লগ বলেছেন: সামু মডারেটর ও মডারেশন প্যানেল নিজেদেরকে ভিন গ্রহের কোনো "অতিরিক্ত বুদ্ধিজিবী" মনে করে এখন নিজেই ধরা খেয়েছে।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০১
ধীবর বলেছেন: নিজে যারে বড় মনে করে, বড় সে নয় ধন্যবাদ ইমুব্লগ ভাই।
৪০| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
তাসবীর আহমাদ বলেছেন: ধীবর ভাইয়া,চাপাতি কুত্তার ল্যাদানো থুক্কু ঘেউ ঘেউ নিয়ে আমরা মাতিনা। আমরা আমাদেরমতই ছিলাম, আছি এবং থাকবো। পোস্টে প্লাস।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০২
ধীবর বলেছেন: একদম ঠিক কথা তাসবীর ভাই। ভার্চুয়াল চাপাতি দিয়ে কয়জনকে স্তব্ধ করতে পারবে? অনেক ধন্যবাদ।
৪১| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সবচেয়ে জঘন্য লাগলো, জানাকে অকথ্য ভাষায় গালি দেবার পরেও, সেই গালিবাজকে ফেরত আনার আবদার করা জনৈক দেখি বহাল তবিয়তেই আছে। যার সম্মান সে রক্ষা করতে না চাইলে, আমি বাইরে মানুষ, খামোখা মাথা গলাতে যাবো কোন দুঃখে?
এরই নাম ডিজিবাকশাল। যার কাছে সামু অসহায়।
ধন্যবাদ।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৪
ধীবর বলেছেন: ধন্যবাদ বা জি ভাই। আসলেও নিজেরও কিছু ডিফেন্সিভ মেকানিজম থাকা দরকার। সবকিছুতেই প্রতি সেকেন্ডেই যে সামু সরকারের নজরদারিতে এমন লোকবল বা ক্ষমতা সরকারের নেই।
৪২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: সময় পেলে দাওয়াত রইল।
আওয়ামী ষ্টান্টবাজি বনাম দেশ, মানুষ, স্বপ্ন, ভবিষ্যত!!!!!!!!!
অনেক পোষ্ট ইচ্ছে করে এড়িয়ে গেছি...এদের সাথে কথা বলার চেয়ে কুকুরকে ট্রেনিং দিলেও কিছু শিখবে, মানবে। এরা সেটুকু যোগ্যতাও রাখে না।
চেতনার কথায় যারা মূখে ফেনা তুইলা ফালায়...শয়নে স্বপনে জাগরেন চেতনারধান্ধা সেই ধান্ধা বাজদের আমার এই পোষ্টেও কোন কমেন্ট করতে দেখলাম না!
ভিজিটর লিস্টে বহু রাঘব বোয়ালরা ঘুরে গেছে দেখেছি...
ঘটনাটা কি কইতে পারেন! ?????
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৭
ধীবর বলেছেন: আপনার ব্লগ ঘুরে আসলাম। শক্তিশালি লেখা। তবে অনেকেই সেখানে যাবে, কিন্ত কিছু বলবে না। যুক্তির কাছে ওরা অসহায়। তবে কন্ঠরোধ করার জন্য খুত খুজে বেড়াবে। কিছু না পেলে, সিন্ডিকেট করার "অপবাদ" দেবে। পাত্তা দিবেন না এদের। চালিয়ে যান।
৪৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৫
আমি মোঃ চয়ন বলেছেন: ওরা আজ পর্যন্ত নিজেরা কিছু করতে পারে নাই। শিবির তাড়াইতে চাইছিল পারেনাই। পরে মডু নিক ব্যান কইরা তাড়াইছে। এরপর দেখে জাতিয়তাবাদিদের সাথে যুক্তি দিয়ে পারা যায় না । তখন খেলল সুশীল নাটক। কিছু আওয়াম্লীগের চাদরে জরেনো সুশীলরা সিন্ডকেট সিন্ডকেট বইলা গলায় রক্ত উঠালো। আর মডু কয়েকজনরে গালিদেওয়ার অপরাধে ব্যন (যদিও বেগম খালেদা জিয়াকে গালি দিলে ব্যান করা হয় না।) কইরা পরিস্থিতি তাদের অনুকুলে রাখলো। বাহ! বড়ই অথর্ব লীগাররা ।
বাংলাদেশের বাস্তব অবস্থা এখনো এমন পর্যায়ে যায়নি যে, ব্লগে আওয়ামি লিগের সাফাই গেয়ে লক্ষ লক্ষ পোস্ট পড়লেই, ঢ্যাং ঢ্যাং করে সবাই আওয়ামি লিগের পতাকার তলে ঠাই নেবে।
হে হে কম চেষ্টাতো করলো না। বরং তারা যেখানে হাত দেয় সেখানেই জনসমর্থন হ্রাস পায়। বড় প্রমান শাহাবাগ।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৯
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ চয়ন ভাই। আসলে মিথ্যা আর পেশি শক্তি দিয়ে যাই করা হোক, সত্যকে ঢাকা বা প্রতিষ্ঠা করা যায় না। একারণেই আঃ লিগ যেখানেই হাত দেয় তাতেই ফ্লপ।
৪৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সবচেয়ে জঘন্য লাগলো, জানাকে অকথ্য ভাষায় গালি দেবার পরেও, সেই গালিবাজকে ফেরত আনার আবদার করা জনৈক দেখি বহাল তবিয়তেই আছে। যার সম্মান সে রক্ষা করতে না চাইলে, আমি বাইরে মানুষ, খামোখা মাথা গলাতে যাবো কোন দুঃখে?
যারা জাতিয়তাবাদে বিশ্বাসি, তাদের খেয়ে দেয়ে কাজ আছে বলেই, ৫ মাসে দুই শতাধিক পোস্ট দেয়া কিংবা প্রবাসে থেকেই স্কুল কলেজ বা কাজের ১৩টা বাজিয়ে দিন মান ব্লগে পড়ে থাকা , তাদের পক্ষ্যে সম্ভব না।
জনৈক সেই ব্যক্তি আপনাকে ধন্যবাদ দিয়েছেন এতবড় ব্লগার হয়েও তার মত অব্লগারকে চোক্ষে দেখতে পারার জন্যে।
আর সিন্ডিকেট, যা সামুতে দাপিয়ে বেড়াচ্ছে, মন্তব্য করলেই গালি দেয়, আপনি যদি চান(পোস্ট বলে অবশ্যই আপনি চান) যে ওয়ান এন্ড অনলি তারা মনোপলি ল্যাদান চালিয়েই যাবে, তবে সামু বরাবর খোলা চিঠি বা বন্ধ এপ্লিকেশন দিতে পারেন (হাওয়া ভুপেন ইশটাইল), মাশা আল্লাহ(আমি অব্লগার হলেও নাস্তিক নই) বিএনপি+জামাতের প্রেম কাহিনী ঢাকা দেওয়া যাবে!
আমিও গিয়ে সহমত জানিয়ে আসবো, প্রমিজ করলাম। শত হলেও সামুর একমাত্র এবং মহাশক্তিশালী সিন্ডিকেট এর আদেশ বলে কথা! ঘাড়ে কয়টা মাথা আমার অমান্য করি!!!
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:১১
ধীবর বলেছেন: আপনার মত দুই দিনের হুজুগে যোগি আমার পোস্টে আমন্ত্রিত নন। আর আমি চোরের মত ব্লগিং করি বলে বিভিন্ন পোস্টে যে কথা বলে বেড়িয়েছেন, তাতে আপনার কান ধরে দুই গালে দুইটা থাপ্পড় আপনার প্রাপ্য ছিল। অনেক লাফালাফি করেছেন।এখন সুবোধ হন।
৪৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩
হাছুইন্যা বলেছেন: মাত্র খেয়াল করলাম ১ বছর ৯ মাসে আমি ৫০ খানা পোস্ট দিয়েছি, নাহ দেশ রক্ষা আমাকে দিয়ে হবে না
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৩
ধীবর বলেছেন: বলেন কি? আরে ওদের দেখে কিছু শিখেন মিয়া ভাই। ৫ মাসে ২০০ প্লাস পোস্ট দেয় কেউ কেউ। এত টাইম কেমনে বের করে ওদের থেকে জেনে নিন হাছুইন্যা ভাই।
৪৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৪
আশিকুর রহমান ১ বলেছেন: ভাই একজনের ১০-১২ টা করে মাল্টি নিক থাকলে ব্লগে অনেক রকমেই ল্যাদান যায়। হাম্বা হাম্বা করে ল্যাদানো হাম্বাদের লিখার ধরন দেখলেই বুঝা যায় এরা মাল্টিনিক দিয়ে নিজেদের সংখ্যগরিষ্ঠ দেখাতে চায়। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। হাতে গুনলে দেখা যাবে হয়তো ১০-১২ জন। তাই এরা নিজেরা পোষ্ট দিয়ে নিজের মাল্টি নিক দিয়াই আবার কমেন্ট করে। কারন সাধারন এবং বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষের এদের পোষ্ট ভূলেও পড়ে না।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৪
ধীবর বলেছেন: আশিক ভাই, এদের চোয়াল ছাড়া আর কিছু নেই। চাপাবাজি দলবাজি, মিথ্যা হুজুগ গালিবাজি এই সব ছাড়া অন্য কোন যোগ্যতাই নেই ওদের। ঠিকই বলেছেন, কোন ভালো মানুষ জেনে শুনে ওদের পোস্টে যায় না। অনেক ধন্যবাদ।
৪৭| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৩
নিঃসঙ্গ ঢেউ বলেছেন: দিন শেষ হয়, সন্ধ্যা নামে। সব কিছু ভুলে, সারাদিনের কামড়াকামড়ি ভুলে বাকশালী কুকুরেরা ফিরে আসে নিজেদের খোয়াড়ে, চেটে দেয় এক অন্যের পাছা, পিয়ালের ধোন চুষে চরম যত্নে ....পার হয়ে যায় রাত। আবার দিন আসে। শেয়ার বাজার, হলমার্ক, পদ্মাসেতুর টাকা নিয়ে কুকুরগুলো কামড়াকামড়ি করে, মুক্তিযুদ্ধ বিক্রি করে খায়, রাজাকার শুয়োরের বাচ্চার ছেলে মুক্তিযোদ্ধার ছেলে সাজে। আবার রাত আসে, কামড়াকামড়ি ভুলে বাকশালী কুকুরেরা ফিরে আসে নিজেদের খোয়াড়ে, চেটে দেয় এক অন্যের পাছা, পিয়ালের ধোন চুষে চরম যত্নে ..এইতো হচ্ছে। অন্তত গত ছয় বছর ধরে বাংলা ব্লগে এই দেখছি
৪৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: ধীবর ভাইয়া @ কেমন আছেন ? একটা সরকার বিরোধী পোষ্ট দিয়েছিলম । আপনার সুচিন্তিত মতামত দিয়ে আমাকে ধন্য করবেন।
আপনি মনে হয় শুধু যেদিন পোষ্ট দেন সেদিনই ব্লগে আসেন, এজন্য জানেন না যে যাদের ব্যান করা হয়েছে তাদেরকে সিন্ডিকেট করার অপরাধে ব্যান করা হয় নাই। উনাদের নিজ নিজ দোষে ব্যান খেয়েছে। তাদের কি অপরাধ সেটা তাদেরকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। আর আপনার সিন্ডিকেট এখনো অক্ষত আছে, কারন সিন্ডিকেটের অভিযোগে কাউকে ব্যান করা হলে আপনাকেই প্রথমে ব্যান করত। সো নো টেনশন মনের সুখে ব্লগিং করে যান।
উপরে কে যেনো ক্ষোভে আমাকে নিয়ে বাক্য রচনা করেছেন। তারে বলি, ভাই আমিও আপনাদের লোক। আমার সরকার বিরোধী পোষ্টে মন্তব্য করে আসেন, আসুন ক্ষোভ ভুলে যাই। আমার ব্লগে এখন আপনারা সবাই নিরাপদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু !
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৩
ধীবর বলেছেন: কুশল জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ। আপনি ভালো থাকুন। আমার সাড়ে চার বছর ব্লগিং জীবনে আন্দাজে কিছু লিখেছি বলে মনে পড়ে না। হুজুগ তোলা বা হুজুগের আগুনে হাওয়া দেওয়াও আমার অভ্যাস নেই। দয়া করে পোস্টটি আরেকবার পড়ে দেখুন কোন ব্যাপারে লিখেছি। এরপর মন্তব্য করুন।
যাদের কালো অসৎ টাকার উৎসে সংসার চলে না, এমন ব্যাক্তি মাত্রেই বর্তমান সরকারের ব্যার্থতার সমালোচনা করবে। এখানে আমার যাওয়া না যাওয়া মুখ্য নয়। আর আওয়ামি লিগ বিরোধি লেখা হলেই আমি লম্ফ দিয়ে কোন পোস্টে যাবো সেটাও আমার নীতি বিরুদ্ধ।
৪৯| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১
আসফি আজাদ বলেছেন: 'আত্ম' এবং 'সম্মান' শব্দ দুটির একটি চমৎকার যুগলবন্দী হল 'আত্মসম্মান'। 'সম্মানবোধ' এবং 'আত্মসম্মানবোধ' শব্দ দুটি একই অর্থবোধক নয়। আপনি অন্য একজনের 'সম্মান' রক্ষা করতে পারবেন, কিন্তু সেই ব্যক্তির 'আত্মসম্মান' রক্ষা আপনার/আমার পক্ষে সম্ভব নয়। সেটা ব্যক্তির বোধ-বুদ্ধি এবং তার বিচক্ষণ প্রয়োগের উপর নির্ভরশীল।
ধন্যবাদ।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৫
ধীবর বলেছেন: আরে কমরেড। অনেকদিন পর। কেমন আছেন। যা লিখেছেন, ক্লাসিক। আমি মুগ্ধ। এখন যাদের উদ্দেশ্যে বলা তাদের উপলব্ধি ঘটলেই নিশ্চিন্ত হই। অনেক অনেক ধন্যবাদ আসফি ভাই।
৫০| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৬
সরকার৮৪ বলেছেন: একটা খুব সাধারণ ভুল ব্লগাররা করে। জাতীয়তাবাদী ব্লগার মানেই রাজনৈতিক ক্যাচালবাজ ব্লগার না। এরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে, কিন্তু তা নিয়ে মিথ্যা ল্যাদায় না।
কয়েকদিন আগে বুনো,গুমকাতুর সহ কিছু ব্লগার ব্যান খাইছে। তারা কি করে ছিলো? গালি ও অশ্লীলতা? তা যে পোস্টে করেছিলো সেখানে খুজে দেখুন তারা সেদিন ঘোষনাই দিয়েছিলো আজ তারা তথাকথিত ছাগু ফাইটারদের মত ট্যাগবাজি করবে। ওই একটা পোস্টের ট্যাগবাজি সহ্য পারলোনা অথচ এমন এমন ট্যাগ দেওয়া পোস্ট শত শত আছে সামুতে।
আমার জানা মতে এই পোস্টের ২৩১নং মন্তব্যটা আপনি ধীবর সহ আরও আনেকেই রিপোর্ট করেছেন, রবি জল রিপোর্টের স্কিন শর্টও ব্লগে দিছে। তাতে লাভা কি হইছে? ঘোড়ার ডিম হইছে। এই মন্তব্য নডুর কাছে অশ্লীল বা ব্যাক্তি আক্রমান মনে হয় নাই। এখন আমি একই কথা যদি কোন মডু বা ওই গৃহপালিত ব্লগারদের নিয়ে বলি তাহলে আমার ব্যান অনিবার্য।
মডু আগে নিজে বদলাও
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৬
ধীবর বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ সরকার ভাই। একদম মোদ্দা কথাটাই বলেছেন। এক যাত্রায় পৃথক ফলের এমন চমৎকার বাস্তব উদাহারণ আর হতে পারে না।
৫১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯
সরকার৮৪ বলেছেন: দায়িত্ববান নাগরিক @ 'এ'টিম,সিপিজি, মামা ভাইগ্না এই শব্দ গুলা কখনও শুনছো? তোমাদের নতুন সিন্ডিকেট সম্পর্কে কোন জাতীবাদীর কথা শুনার দরকার নাই, ব্লগার পারভেজ আলমকে জিজ্ঞাসা করে আসো।তোমাদের নিয়ে শুধু জাতীয়তাবাদীরা না আরও অনেকেই বিরক্ত। আর যারা মশিউর মামাকে ছাগু বলতে চায় তাদের ব্লগিং জ্ঞান সম্পর্কে নতুন করে বলার কিচ্ছু নাই।
ভালো কথা, ধীবরের মন্তব্য চাইতে আসছ, অথচ দুইদিন আগেও নষ্ট শয়তানের পোষ্টে বলছো তুমি এই তথাকথিত 'জাতীয়তাবাদী সিন্ডিকেটে'র সদস্যদের মন্তব্য তোমার ব্লগে চাও না। আর তোমার মতে ধীবর তো এই সিন্ডিকেটের মূল মানুষ। তাহলে কোন মুখে এখন মন্তব্য করতে বলো? আওয়মীলীগ নেত্রীর মত বারবার কথা পাল্টও কেন? কিছু তো লজ্জা করো
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৯
ধীবর বলেছেন: লীগ করবো আর পল্টি নেবো না, এটা কি হয়? অনেক ধন্যবাদ উপযুক্ত জবাব দেবার জন্য। আসলে এরা জুম্মা জুম্মা ৭ দিন ব্লগে এসেই বিশেষ মহলের আশির্বাদে ধরাকে সরা জ্ঞান করছে। অথচ জানে না যে, এই রকম অনেকের আসা যাওয়ার অনেক সাক্ষি এই সামুতেই রয়েছে। অনেক অনেক ধন্যবাদ আবারও সরকার ভাই।
৫২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৮
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: নন্দনপুর যাওয়ার পথে কেউ যদি দিকভ্রান্ত হইয়া কোন কলার বাগানে যোগিত্ব গ্রহণ করতে চাই তখন তাকে দিক নির্দেশনা দিতে কোন একজন দায়িত্ববান কে প্রবেশ করতে দেখি। ইহা কি কোন সিন্ডিকেট নিদের্শ করে ?
হাসতে চেয়ার থেকে পরে গেলাম ভাই ,,, the best comment ever I SAW ,,,
ধন্যবাদ ধীবর ভাই ,, পোস্টির অনেক দরকার ছিল ,, রাত শেষে ভোরের আলো ফোটার অপেক্ষা করা ছারা আর কি বা করার আছে ,,,আমরা তো আর ওদের দেখা দেখি নিষিদ্ধ পল্লীর মানুষদের গালা গালি করতে পারি না নিশ্চয় ??
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩১
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ আসামী ভাই। আমরা সবাই এখন প্রভাতের প্রথম আলো ফোটার অপেক্ষায় আছি।
৫৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫০
ইকবাল পারভেজ বলেছেন: ধীবর ভাই, ঠিক করছি সামুর কোন কিছু নিয়েই আর মাথা ঘামাবো না। সামুর মডুরা বামপন্থী বলে বামপন্থী/আওয়ামিপন্থী কোন ব্লগারের অশ্লীল ভাষা/অশ্লীল গালিগালাজ তাদের চোখে পড়ে না (বামপন্থী/আওয়ামিপন্থী ব্লগারদের সিন্ডিকেটবাজির কথা আর নাই বললাম)। অন্যদিকে আম ব্লগাররা সামান্য একটু কড়া কথা বললেই নীতিমালার আওতায় ফালাইয়া ব্যান করে দেয়। যাদের গালি সহ্য করে শেষ পর্যন্ত আম ব্লগাররা গালি দিতে বাধ্য হয় তাদের কিছু হয় না, কিন্তু অনেক সহ্য করার পর আম ব্লগাররা দু একটা গালি দিলেই তাদের নিক ব্যান হয়ে যায়। সামুর মডুদের এক চোখা ফালতু নীতি নিয়ে কিছু বলতেও আসলে আর রুচি হয় না।
মাঝে মাঝে সামুতে আসব, পোস্ট পছন্দ হলে একটা দুটা কমেন্ট করব, আর যদি কখনও ইচ্ছা হয় মাসে একটা দুইটা পোস্ট দিব। এর বাইরে সামুর কোন কিছুর সাথে আর নাই আমি। যদি ব্যান করে দেয় তাহলে তো এইখানেই শেষ।
শুধু সামুর কিছু পোষা ব্লগারের পোস্ট মাঝে মাঝে দেখলে মনে হয় মাইনাস বাটনটা এখনও থাকলে আসলেই খুব ভাল হইত। যখন এরা পোস্টে একটা প্লাসে বিরুদ্ধে দশটা কইরা মাইনাস পাইত, তখন কিছুটা হইলেও মানুষের মতিগতি বুঝতে পারত। নিজেদের জন্য নিজেরাই গর্ত খুঁড়তেছে; পড়তেও মনে হয় দেরী হবে না। আমাদের এখানে কিছুই করার নাই। মানুষ যখন জেগে জেগে ঘুমায় তখন আসলে কিছু করারও থাকে না।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩২
ধীবর বলেছেন: পুর্ণ সহমত ইকবাল ভাই। আমিও আপনার নীতিকে সমর্থন করলাম। ভালো কথা তো অনেক বললাম। লাভ কি হলো? উলটো সময়ের অপচয়। এর চেয়ে , আসবো পড়বো চলে যাবে। অনেক ধন্যবাদ।
৫৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
কেউ কেউ রয়েছেন যাদের মতি গতি আগে বোঝা যেত না তবে এখন একটা বিষয় স্পষ্ট অনেকেই রয়েছে যারা হিটের নেশায় এমনটি করে থাকতে পারে, আমি বলি আরে ভাই হিট বেঁচে কি মাঠা কিনে খাবেন। তবে এই বিষয়ে সামুকে কেন দোষারোপ করা হবে ? আমরা কি ভুলে যাই যে আমরা যে মন্তব্য বা পোষ্ট করছি সেটার দ্বায় একান্তই আমাদের। আমরা বারবার ভুল করব আর দোষ চাপিয়ে দিব সামুর উপর সেটা মনে হয় সমীচীন হবেনা। ভাই আমাদের সবারই ভুল ভ্রান্তি রয়েছে তাই আসুন আগে নিজেকে শুধরাই তারপর দেখবেন সামুতে এমন ঘটনা কমে এসেছে। সবারই বা সব দলেরই মত প্রকাশের অধিকার রয়েছে। তবে সেটা শালীন হলেই মঙ্গল।
তবে দল কানা কিছু রয়েছে তাঁদের নমুনা দেখেছি খুবই ভয়ঙ্কর । তাঁর প্রমান রয়েছে এই সামুতে অনেক অনেক তাই তাঁদের নিয়ে আর নতুন করে কিছু বলতে চাইনা। তবে আসুন আমরা ক্যাচাল পরিত্যাগ করি।
পরিত্যাগ করি দল কানা স্বভাব সব দলেরই কিছু ভাল দিক এবং খারাপ দিক রয়েছে তাই কেউ নিজেকে যদি আমরা সাধু সন্ন্যাসী মনে করে থাকি তবে সেটা ভুল হবে।
যে পাতে ভাত খাই সেই পাতের দোষ না দিয়ে পাতের একটু যত্ন নিলেই দেখবেন পাতটি কি সুন্দর ঝক ঝক করছে। দোষ কখনো পাতের নয় দোষ যে ওই পাত না ধুয়ে ভাত খায় আর বলে পাত কত নোংরা।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৫
ধীবর বলেছেন: কারো কারো পাতে, ভাতের সাথে ছাই দেয়া হয় বলেই, মাঝে মাঝে প্রতিবাদ দেখা যায়। এতে যদি রাধুনির বোধদয় হয়। আপনার কথাগুলি সুন্দর। কিন্ত শুনছে কে? তবে কিনা রাধুনির একেবারেই ধোয়া তুলসি পাতা, একথাটিতে কিঞ্চিত দ্বিমত আছে। অনেক অনেক ধন্যবাদ কান্ডারি ভাই।
৫৫| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৩
আমরা তোমাদের ভুলব না বলেছেন: ধীমান অনাদি বলেছেন: *** এখানে একটা কথা বলে দেওয়া দরকার, আমাদের দেশের অনেক উচ্চশিক্ষিত ছেলে, দেশের বাইরে গেলে, ডিশওয়াশ করে। তাদের প্রতি সম্মান রেখে বলছি, আমাদের এই ব্লগের ডিশওয়াশাররা পারিবারিকভাবেই ডিশওয়াশার। এদের মুখের ভাষাই, এদের বস্তিবাসের কথা মনে করিয়ে দেয়।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৫
ধীবর বলেছেন: ধন্যবাদ ভাই।
৫৬| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া আপনার সাথে তর্ক করার স্পর্ধা আমারা নেই, আমি অতি ক্ষুদ্র একজন মানুষ তবে রাধুনির রান্না মাঝে মাঝে যতই ভাল রাধুক না কেন তার গুনাগুন নষ্ট হয়ে যায় যে তেল বা ঘি দিয়ে রান্না করছে তার ভেজালের কারনে।
সেই বোধ আশা করি সামুর একদিন হবে সেই সাথে আমাদের সকলেরই হবে।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৬
ধীবর বলেছেন: আপনার সাথে আশায় বুক বাধলাম। ধন্যবাদ।
৫৭| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫২
স্পেলবাইন্ডার বলেছেন: একমত ধীবর ভাই।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৭
ধীবর বলেছেন: ধন্যবাদ স্পেল ভাই। এই গোষ্ঠির কারণে আপনাকে অনেক বেশি অপমানিত হতে হয়েছে।
৫৮| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৮
জেনারেশন সুপারস্টার বলেছেন: ভাই ধীবর,একটা অফটপিক কথা বলি।আপনার গ্রুপের কয়েকজন ব্লগার আমার ফেসবুকে আমার শিক্ষাজীবনের এক নেপালী ছেলেকে দেওয়া আমার একটি রিভার্স কমেন্টের সূত্র ধরে আমাকে শিবসেনা ও ভাদা ট্যাগ দিচ্ছে কয়েকদিন ধরে অথচ তাদের এদাবী যে মিথ্যা তা আমি প্রমাণ করতে পারি।একজায়গায় আমাকে ইসলামবিদ্বেষীও বলা হল অথচ মহানবী(সা আমার প্রিয় ব্যক্তিত্ব।যদিও আমি আপনার রাজনৈতিক আদর্শের বিপরীত মতাদর্শী তারপরেও আপনাকে বলছি এ ধরণের পরিবেশে সুস্হব্লগিং করা যায়না।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৯
ধীবর বলেছেন: প্রথমত সিন্ডিকেটবাজির অপবাদ আমার ঘাড়ে দিলেন। এর পর আপনার আর কোন কিছু শোনার মত মানসিকতা আর রাখলেন না।
৫৯| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭
জেনারেশন সুপারস্টার বলেছেন: দূঃখিত।মহানবী বানানের সাথে লাস্ট ব্র্যাকেটের সাথে : থাকলে ইমো আসে।ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
৬০| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩
রাসেল মেটামোরফোজ বলেছেন: সামুকে চিনতে সময় লেগেছে।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫০
ধীবর বলেছেন: রাসেল ভাই, সামুতে ভালোবাসি বলেই বার বার অনেক ভাবে একে ক্ষতির হাত থেকে বাচানোর আপ্রাণ চেস্টা করেছি। এখন দিন দিন হতাশায় ডুবে যাচ্ছে। অদৃস্টের হাতেই এখন সব ছেড়ে দিয়েছি।
৬১| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৫
হাছন রাধা করিম বলেছেন: খুবই সময়োপযোগী লেখা ধীবর ভাই। কিন্তু ট্যাগিং চলছে এবং চলবেই।
এইখানে দেখছি শিবসেনা সমর্থক ভাদা জেনারেশন সুপারষ্টার খুব মিহিন গলায় মন্তব্য করছেন!!! ধীমান অনাদি আর টুনির জামাই এই ভাদা সুপারষ্টারের লুংগিখানা পুরোপরি খুলে দিয়েছিলেন মাস দুয়েক আগে। মশিউর মামার মতে ইনি এখন ট্রাউজার পরে ঘুরেন পাছে কেউ আবার তার লুংগি খুলে দিয়ে তার ভাদাগিরি প্রকাশ করে দেয়।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ হাছন ভাই। ইনি নিজেই স্বীকার করেছিলেন যে, শিবিরের অনেকেই তার একান্ত বন্ধু। আর কিছু বলার আছে? সেই সাথে আবার ভারতপ্রেম যুক্ত হয়েছে।
যে যাই মনে করুক, বাংলাদেশি কেউকে হিন্দিতে কথা বলতে দেখলে কিংবা বলিউড নিয়ে প্রকাশ্যে নর্তন কুদন করতে দেখতে ইচ্ছা করে থাপড়িয়ে চোয়াল ভেঙ্গে দেই। এই কুলাঙ্গারগুলি বাংলাদেশের সন্তান হতে পারে না।
৬২| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬
একজন নিশাচর বলেছেন: কারণ এক কুমিরের ছানা বার বার দেখিয়ে, কিছুদিনের জন্য কিছু মানুষকে বিভ্রান্ত করা যায়। সব সময়ে সব মানুষদের বিভ্রান্ত করা যায় না। নিরেট সত্য।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৪
ধীবর বলেছেন: ধন্যবাদ নিশাচর ভাই।
৬৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৭
নীলচাষী বলেছেন: টেনশন নিয়েন না। বান্দা হাজির হয়ে গ্যাছে।
সব আবার দৌড়ের উপ্রে থাকবে।
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৩
ধীবর বলেছেন: আমিও দৌড়ের উপর থাকবো? ডরাইলাম
৬৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:১৮
জেনারেশন সুপারস্টার বলেছেন: ধন্যবাদ ধীবর ভাই তবে আপনার মন্তব্যে কিছু ভূল আছে।আমি ভারতপ্রেমী নই বরং ভারতবিদ্বেষী এবং তা জাতীয়তাবাদ থেকেই তবে তাই বলে বিএনপিকে সাপোর্ট করতে পারিনা।আমি ভারতে পড়াশোনা করেছি তা কি আমার দোষ?হিন্দীতে কথা বলেছি কারণ ঐ ছেলে নেপালী এবং বাংলা বোঝেনা।আর হ্যাঁ আমি বলিউডী ম্যুভি দেখি না।ভালো থাকবেন।
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৫
ধীবর বলেছেন: গুড টু নো এবাউট ইয়োরসেলফ। না বিএনপিকে সাপোর্টের দরকার নাই। আর যে বাংলা জানে না (বিদেশি) তার সাথে কথোপোকথনের জন্য ইংরেজি নামে একটা ভাষা আছে। আশা করি সেটা ব্যাবহার করতে পারেন। ধন্যবাদ ভাই।
৬৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩১
আমরা বাংলাদেশি বলেছেন: এর কি কোন বিহিত হবে না কোনদিন। এই দল্কানা মডারেটরদের কী ঠিক করা যাবে না। পোস্টে প্লাস।
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৬
ধীবর বলেছেন: ধন্যবাদ আমরা বাংলাদেশি ভাই। পরিবর্তন তো পৃথিবীর সবার ভেতরই আসে। তারা তো পৃথিবির বাইরের কেউ নয়।
৬৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৪
রবি_জল বলেছেন: শুনলাম নাটকের কোন কোন অভিনেতারা নাকি ব্লগ ছেঁড়ে পালিয়েছে
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৮
ধীবর বলেছেন: নির্লজ্জ আত্মসম্মানবোধহীনরা পালায় না। শ্রেফ পোষাক বদল করে। ব্লগিয় চোরঞ্জিত তো ছাইয়া নিকেও এসেছিল বা এখনো আছে। নতুন গুলিও একই পথে হাটলে অবাক হবো না।
৬৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
ইকবাল পারভেজ বলেছেন: ধীবর ভাই, ব্লগ এখন পাঠাতে ভইরা গেছে। একেকটা পাঠার পাঁচ ছয়টা কইরা মাল্টি। এদের সাথে সুস্থ পরিবেশে কিভাবে ব্লগিং করব বলেন
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৯
ধীবর বলেছেন: দেখতেছি ইকবাল ভাই। তবে পাঠাদের পোস্টে যাবেন না, কমেন্টও করবেন না। শুধু মাত্রা ছাড়ালে রিপোর্ট করে দেবেন। কাজ না হলে, তখন আঙ্গুল বাকা করার কথা ভাবা যেতে পারে
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৩
ধীবর বলেছেন: ওরে মা, ইকবাল ভাই, আপনি দেখি মাসুদ রানাকেও ফেল মেরে দিবেন। লিংকে ক্লিক করে দেখি বিশাল ঘটনা !!
৬৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫২
নরাধম বলেছেন:
ব্লগে মাঝে মাঝে আসি বলে অনেক নাটকই মিস করি, সিন্ডিকেটের নাটক কি ছিল জানি না। তবে সবাই যদি সিন্ডিকেট করতে পারে জাতীয়তাবাদীদেরকেও সিন্ডিকেট করতে দেওয়া উচিৎ, একই ঘরানার লোকরা একসাথেই থাকবে এটাই তো স্বাভাবিক।
তবে খেয়াল রাইখেন জাতীয়তাবাদীদের আড়ালে শিবির ঢুকে না পড়ে যেন।
০৯ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪০
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ নরাধম ভাই। আসলে সিন্ডিকেটবাজির জন্য নয়। শ্রেফ আওয়ামি বিরোধী বলেই, (জাশির সাথে বিন্দুমাত্র সংক্লিস্টতা নেই এমন) একটা বিশাল সংখ্যক ব্লগারদের অন্যায় ভাবে ট্যাগিং করার বিরুদ্ধেই সেই পোস্টটি দেয়া হয়েছিল। এতেই উনাদের নাকের জল আর চোখের জল এক হয়ে গিয়েছে। কেননা এতে অন্যায় ট্যাগিং এর একচ্ছত্র রাজত্ব ধবংস হয়ে গিয়েছে।
আমি জাতিয়তাবাদি বিশ্বাসি, তাই কোন স্বাধীনতা বিরোধিদের স্থান আমার কাছে হবে না ভাই।
অটঃ আমার মনে হচ্ছে আপনার ক্যালিবারের পুরানো ব্লগারদের আরো একটিভ হবার সময় এসেছে। আশা করি থাকবেন। ভালো থাকুন নরাধম ভাই।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫
ইউনুস খান বলেছেন: এরকম একটা পোস্টের দরকার মনে করছিলাম। ধন্যবাদ।