নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৫২ আর ৭১ এর চেতনায় আছি বাধা

সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল

ধীবর

সাংবাদিক কলামিস্ট

ধীবর › বিস্তারিত পোস্টঃ

বংগভবনের কামরায় কামরায় আজ ঈদের আনন্দ।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৬





দাওয়াত, নিমন্ত্রণ যে নামেই ডাকা হোক, উপলক্ষ্যটা আমার খুবই প্রিয়। ইয়ে তবে সালামির দাওয়াত হলে, মানে মানে এড়িয়ে যাই।





বোঝেনই তো। বেতন মাত্র ১৪, ৭০০ টাকা। উপহার কেনার মত সামর্থ্য থাকে না। তবে ভোজের রেসিপি পছন্দ হলে, যা-তা কিনে সুন্দর প্যাকেটে করে নিয়ে যাই বটে ! তবে উপহার দায়কের কার্ডটা ফাক বুঝে অদল বদল করে দেই বলে, কোনদিন দুর্নামের ভাগি হতে হয়নি :)



যাই হোক। যে ভোজের কথা শোনাবো, সে, যে সে ভোজ নয়। একেবারে রাস্ট্রিয় ভোজ। স্বয়ং বুবুর ডাকা। আর হবে বাঁ নাই কেন? মাসে কয়েক লক্ষ টাকা যখন বাজেট তখন সমস্যা তো কিছু নেই।



আমাকে দেখেই বুবু আবেগি হয়ে পড়লেন।



- আয় ভাই, আমার কাছে আইসা বস। আহা রে, কতদিন দেখিনাই তোরে। আর তুই ওতো খোজ নিতে পারতি? মুখ চোখ কেমন শুকাইয়া গেছে !



আমি গলে গেলাম। কাদতে কাদতে বললাম,



- তোমার শত্রুতা যা শুরু করছে, তাতে ঘর থেইকা বাইর হওয়াই তো মুশকিল হইয়া গেছে। ওই একদিন বাইর হইছিলাম, আমারে পিটায়া ছাতু কইরা দিছিলো।



আমার কান্না শুনে দেখি আশে পাশ থেকেও কান্নার রোল পড়লো।



এ এ এয়া উ উ উউ মাআআআআআ গেছিরে মাইরালাইছে রে ।



কি জ্বালা? গোবদা গোবদা হুমদামুখা গাট্টা গোট্টারাও দেখি বাচ্চা ছেলেদের মত কান্না শুরু করে দিয়েছে।



= বুবু এরা কান্দে ক্যান?



- আর কইস না, ফটিকছড়ি পার্টি এগুলি। কোন কামের না।



তাই তো বলি ! আহা রে, আমাকে তো তাও কাঠালা পাকানো পিটানি দিয়েছিল। এগুলির অবস্থা দেখি আলুভর্তা করে দিয়েছে।



বুবুর পাশেই বসার ব্যাবস্থা আমার। আহা ! খাদ্যের তালিকায় কি নেই !





পয়লাই ইলিশের আইটেম। মাছের মধ্যে সবচেয়ে প্রিয় আমার। কিন্ত ১০০০ টাকা কেজির ইলিশ কেনা আমার সাধ্যের বাইরে। দাওয়াতের যখন এসেছি, গোটা ইলিশই পেটে না চালান করলে, আমার নামও বাচ্চু না।



কিন্তু একি ? ডিমভরা ইলিশ এলো কোত্থেকে? এই সময় ইলিশের গর্ভধারণ তো স্বাভাবিক নিয়মে সম্ভব না। তবে কি ছাত্রলিগের লালসার শিকারের লিস্টিতে এখন ইলিশও যুক্ত হয়েছে?



ধুর ! তোবা তোবা। কি সব আকথা কুকথা চিন্তা করছি। তাছাড়া মেয়ে মানুষ নিয়ে কি সব ধর্ষন না ফস্টিনস্টি করে। তাই বলে মাছকেও ছাড়বে না তাই কি হয়।



ভর্তা ভাজির আইটেমও নেহায়েৎ কম না। কিন্ত ওই যে ! ভর্তাভাজি তো প্রতিদিন খেতে হয়। মানে দারিদ্রতার কারণেই। তাই ওগুলি একপাশে থাক।



মুরগির হরেক রকম। আহা, দেশি মুরগি কিন্ত কি রিস্টপুস্ট। মনে হয় ফার্মের মুরগির বাপ।



তাও সন্দেহ মোচনে বুবুকে জিজ্ঞেস করলাম,



- এইগুলি কি ফার্মের মুরগি বুবু?



দূরে বসা ছিলেন শাঃ কবির। লাফ দিয়ে একদম সামনে এসে পড়লেন।



- কি কইলেন আপনি? আমার সাপ্লাই দেওয়া মুরগিতে ভেজাল? আরে মিয়া, আমার সাপ্লাই দেয়া মুরগিতে পাকিস্থানি আর্মি কোনদিন কোন ভেজাল পায় নাই, আর আপনি আইছেন মিয়া ভেজাল খুজতে?



বোকা বনে গেলাম। ঠিকই তো ! স্বাধীনতা যুদ্ধের সময় শত্রু পাকিরা যখন মুরগি নিয়ে কোন ভেজাল পায়নি, তখন আমি কোন ছাড়?



কোনমতে মাফ টাফ চেয়ে খাবারে মনযোগি হলাম। এইজন্য মুরুব্বিরা বলে খাবার সময় কথা না বলতে।



এই সময় দেখি একটা না দুটা না তিন তিনটা বান্দর নিয়ে একজন হাজির। খুব সুন্দর হাসি দিয়ে সবার কুশল জিজ্ঞেস করছেন।



- উনি কে বুবু?



- ও উনি হইলেন ব্লগের মালিক।



- বান্দর নিয়া ঘুরে ক্যান?



- আরে এই গুলি ট্রেনিং নেয়া বান্দর। লেখাপড়া না জানলেও ব্লগিং করতে পারে।



- অ্যা কি কও বুবু?



- তো আর কি কই ! এরা বাংলায় কয়েকটা লাইন এমনভাবে শিখছে, যে ব্লগে বসাইয়া দিলেই, স্বাধীনতার চেতনা, যুদ্ধাপরাধী, ধর্মনিরপেক্ষতা, রাজাকার, ছাগু, রিপোর্ট করলাম, এই সব কথা দিন নাই রাইত নাই বইসা লিখতে থাকে।



- ওরে বাবা ! মহা কামেল বান্দর দেখি। তো দাওয়াতে আইসাও এইগুলিরে সাথে আনলো ক্যান?



- মনে হয় দিন রাইত ওগো লগে থাকতে থাকতে, ওগো ছাড়া কিছুই করতে পারে না। আনছে তো কি হইছে? তোর খাওয়ার তুই খা।



আচ্ছা এই রকম হলে আরাম করে খাওয়া চলে? হাজার কামেল হোক, মানুষের সভায় বাদরের আগমন মেনে নেয়া যায়? কখন কোথায় কি করে ফেলে? তাছাড়া হিসু পিসু করে দিলে এতগুলি লোকের তো খাবার ১২টা বাজবে।



আমার মনের কথা কি করে যেন বুবু টের পেলেন। হাজার হোক, আমি তার অনেক আদরের ছোট ভাই।



উনি ব্লগ মালিককে ডেকে বললেন



- আরে বইন, এক কাম করো, বান্দরগুলিতে উঠানে ছাইড়া দিয়া আসো, আমি কইয়া দিতেছি, এক কাদি কলা দিয়া আসবোনে। তুমি আরাম কইরা বইসা খাও।



কথাটা শুনে মনে হয় ব্লগ মালিকের বেশ রাগ হলো। হ্যা হতেই পারে। এত প্রিয় প্রাণীদের শখ করে নিয়ে এসে এই আচরণ? বিড়বিড় করে যা বললেন, সেটা বুবুর কানে না গেলেও, আমার অতি পাকা কান এড়িয়ে গেলো না।



" নাহ, জাতিয়তাবাদিরা তো দেখি ঠিকই বলতো। এই মহিলা ভালো না। খামাখা এতদিন ওদের দুর ছাই করেছি। "



আমার উলটো দিকে এক হুজুর বসা। নাম মাসউদ না কি যেন ! তিনি দেখলাম বিসমিল্লার ধারে কাছেও নাই। গবগব করে খাচ্ছেন।



আমি নীচু স্বরে বললাম,



- হুজুর, বিসমিল্লাহ তো পড়েন আগে।



তিনি মহা বিলা হয়ে গেলেন।



- আরে মিয়া, এইটা কি সংবাদ সম্মেলন পাইছেন যে, ধর্মের নাম নিতে হইবো? চুপ কইরা আপনা কাম করেন। আমারে ধর্ম চিনাইয়েন না।



হ্যা ঠিকই তো ! উনারা কত্ত বড় আলেম। আর আমি সাধারণ ছাপোষা মানুষ।



আসলেও বিরোধী দল বড়ই বজ্জাত। এই আলেমের নামে আগে নাকি কি সব কেস টেস ছিল। এইগুলি কি ইসলামের বিরোধীতা না? খামাখা পুরানো কথা টেনে এনে জল ঘোলা করার মানে কি?



গোটা আটেক ইলিশের টুকরা আর পুরো অর্ধেক মুরগির ভোজন করার পর মনে হলো, কিছুক্ষন বিরতিতে যাওয়া ভালো। তাহলে আরো খাওয়া যাবে।



- আরে কই যাস? খাওয়া শেষ?



- না বুবু, একটু পরেই আসতেছি। তুমি কিন্ত আমার প্লেট কেউরে নিতে দিবানা।



বলে খানিকটা হাটাচলা করতে বাইরে বের হলাম। এক কোণায় দেখি কি যেন জটলা !



হুম... বুবুর বিরুদ্ধে কোন ষড়যন্ত্র না তো। বুবু আজকাল আবার বামদের বেশি বেইল দেয়। এরাই তো বঙ্গবন্ধুর ১২টা বাজিয়েছিল।



হ্যা, যা ভেবেছিলাম। ফিসফিস করে শলা পরামর্শ চলছে।



- এই যে নুর ভাই, আপনার অভিনয়ের জারিজুরি তো সব শেষ। কে বাঁ কারা যেন ইউটিউবে ওবায়দুল কাদেরের জবানবন্দি আপলোড করে দিয়েছে।



- ওবায়দুল কাদেরের সাথে আমার জারিজুরি ফাসের কি সম্পর্ক?



আরেকজন বলছে



- আরে গোলাইম্মার পুত গোলাম, তুই যে হাসিনার জন্য চান্দা তুলতি, সেই কথা ফাস হইয়া গেছে। কতবার কইছি, চামে থাকবি। আওয়ামি লিগের খাবি পড়বি, মাগার নিরপেক্ষতার ভং করবি। কিন্ত না, শুনলি না। এশিয়াটিকের বাহান্য অনেক ট্যাকা বানাইছিলি। তাইলে আগ বাড়াইয়া চান্দা তুলতে গেলি কোন দুঃখে? নিজেও মরবি, আমাগোও মারবি !



ছি ছি ! ভাষার কি ছিড়ি ! এই লোককে তথ্যমন্ত্রি করাটা বুবুর ঠিক হয়নি।



- আরে বাদ দেন তো ! ইউটিউব আবার কে দেখে? তাছাড়া আমাগো বিরুদ্ধে কথা কওয়ার লোক তো আর নাই। যেইটা ছিল, ওইটা তো এখন ডিবির কবজায়। সব এখন আমাগো লোক।



বলেই বেশ অট্টহাসি দিলেন।



- এতো জোড়ে হাসিস না। তোরে যে কইছিলাম, লৌড়ানি খাইলে কেমনে কই পলাইবি ঠিক কইরা রাখতে? রাখছোস?



- হ্যা রেখেছি তো ! ওইপারে হাবড়া বলে যে যায়গা আছে, সেখানে নিরিবিলিতে ৪ টা ফ্লাট বুকিং দেয়াই আছে, খালি গিয়ে ঊঠার বাকি !



- আবে তোর ওইপার আর হাবড়ার গুস্টি কিলাই। এত ট্যাকা কামাইছোস, আর নজর পইড়া রইছে ওই ফকিরন্নি গো দেশে? এর আগে ওই বুইড়া দামড়া হাসান ইমানের পাল্লায় পইড়া বর্ধমান গেছিলাম। এর চেয়ে আমাগো গোয়াইনঘাটও ভালা আছিলো।



ক্যান? আমেরিকা ইউরোপ দুবাই না হোক, অন্তত মালয়েশিয়ার বুকিং দিতি। শালা ফকির ফ্যামিলি, ফকিরই থাকলি !





নাহ, এর পর আর থাকা চলে না। আমার বুবুকে গাড্ডায় ফেলে, এরা দেখি দিব্যি পালিয়ে যাওয়ার প্লান করছে। আমি যদি বুবুকে বলে না দিছি তো আমার নামও বাচ্চু না।



কিন্ত একি ! কোন গোলক ধাধায় পড়লাম? ঘরে ফিরে একই যায়গায় দেখি ঘুরপাক খাচ্ছি। অথচ আমাকে বুবুর কাছে ফিরে যেতেই হবে। দরদর করে ঘামছি। আশে পাশে কেউকেই দেখছি না। এক সময় প্রচন্ড আতংকে জোড়ে চিৎকার করলাম



বুবুউউউউউউউউউউউউউউউউ



হঠাৎ মুখের মধ্যে টিকটিকি পড়াতে ঘুম ভাঙ্গলো। কোথায় দাওয়াত কোথায় কি? আমি ঘরেই।



আজ পয়লা বৈশাখ। সৌভাগ্যবানদের পান্তা খাবার দিন। যা আমার নিত্য খাদ্য। ভর্তা আছে, ভাজি নেই। আর ইলিশ? সে অনেক দুরের স্বপ্ন।







মন্তব্য ৫৫ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: মুরগি মামারে তো দেখি জায়গা মত ফিট করে দিয়েছেন =p~ =p~ =p~


১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৭

ধীবর বলেছেন: হেহেহে অনেক ধন্যবাদ পলাশ ভাই। শুধু কি মুরগি মামা? একটু ডিপে পড়েন। ;)

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:



আজ পয়লা বৈশাখ। সৌভাগ্যবানদের পান্তা খাবার দিন। যা আমার নিত্য খাদ্য। ভর্তা আছে, ভাজি নেই। আর ইলিশ? সে অনেক দুরের স্বপ্ন।


অনেক কিছু বলতে চেয়ে শেষের এই দুটি লাইন পড়ে আর কিছুই বলতে ইচ্ছে করলনা।

তবু নববর্ষের সালাম ও অনেক অনেক অনেক শুভেচ্ছা রইল ধীবর ভাইয়া।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১

ধীবর বলেছেন: মনের কথা মনে চেপে রাখা ভালো না। বলে ফেললেই ভালো। আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এবং অবশ্যই ওয়ালাইকুম আস সালাম।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৯

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: লাইন কোনটা কোট করুম আপ্নেই কয়া দেন, হাসতে হাসতে শ্যাষ =p~ =p~

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৫

ধীবর বলেছেন: ধন্যবাদ বৃস্টি ভাই :) আপনারা পাঠক, আপনারা যা ভালো মনে করেন।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩২

আশিকুর রহমান অমিত বলেছেন: জটিল এককথায়!
শুভ নববর্ষ ভাইয়া। বাই দ্য ওয়ে সুশীলতার চরম মাত্রায় এই পোষ্ট দেখি নির্বাচিততে আসেনি!

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৭

ধীবর বলেছেন: অমিত ভাই, নববর্ষের অসংখ্য শুভেচ্ছা রইলো। স্টিকি করা হয় ফরমাইসি লেখকদের লেখা। আর নির্বাচিত করা হয় আম্মিলিগ নাইলে ইনু মেননের ভক্তদের লেখা। আমি কোনটাই না। :)

অনেক ধন্যবাদ আর শুভ কামনা।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০১

আমি কবি নই বলেছেন: OOPSS ++++++

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৭

ধীবর বলেছেন: ধন্যবাদ ভাই

৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৬

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আশিকুর রহমান অমিত বলেছেন: জটিল এককথায়!
শুভ নববর্ষ ভাইয়া। বাই দ্য ওয়ে সুশীলতার চরম মাত্রায় এই পোষ্ট দেখি নির্বাচিততে আসেনি!


কেন আসবে? বাঁদর নিয়ে জোকস কর্লে বুঝি বাঁদরদের গায়ে লাগেনা? বাঁদরদের গায়ে কি গন্ডারের চাম্রা ভাবছেন?? X((

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৮

ধীবর বলেছেন: আপনি দেখি লুক ভালো না। কাটা ঘায়ে নুনের ছিটা দ্যান।

৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৭

মাজহারুল হুসাইন বলেছেন: বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আশিকুর রহমান অমিত বলেছেন: জটিল এককথায়!
শুভ নববর্ষ ভাইয়া। বাই দ্য ওয়ে সুশীলতার চরম মাত্রায় এই পোষ্ট দেখি নির্বাচিততে আসেনি!


কেন আসবে? বাঁদর নিয়ে জোকস কর্লে বুঝি বাঁদরদের গায়ে লাগেনা? বাঁদরদের গায়ে কি গন্ডারের চাম্রা ভাবছেন??
__________________________

এক কথায় চরম +++ । শুভ নববর্ষ । ভাল থাকুন ।

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৮

ধীবর বলেছেন: ধন্যবাদ মাযহার ভাই। :)

৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭

সরকার৮৪ বলেছেন: বাঁদরগুলারে চেনা চেনা লাগে :||

মুরগী ব্যাবসায়ির কথা কইয়া চেতান আঘাত দিয়েন না

লেখা ভালো হইছে

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫১

ধীবর বলেছেন: মুরগির চেতনায় আঘাত দিতে কোন ক্লান্তি দ্বিধা ভয় কিছুই নেই। এক সময় পাকিদের দালালি করবে, আর এই সময়ে এসে স্বাধীনতার সোল এজেন্সি খুলে বসবে? আমাদের দেশের ৩০ লাখ শহিদের কসম, এদের কোন অবস্থাতেই ক্ষমা করা যাবে না।

অনেক ধন্যবাদ। :)

৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

শিপু ভাই বলেছেন:
উলটা পালটা কি না কি খাইছেন তাই বদ হজম হইছে আর দুঃস্বপ্ন দেখছেন!!!



তবে সত্য কথ- ঐ কনফেশনগুলো শুনলে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে!!!


তবে এর দায় আমাদের সাধারন মানুষদের। আমরা সাইধা পুটু মারা খাইতে ভালোবাসি!!! আমরা দলগুলোকে ভাল প্রার্থি দিতে বাধ্য করতে পারি না!!!

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫২

ধীবর বলেছেন: আরে শিপু ভাই, কি খবর? কেমন আছেন? খালি হাতে আসলেন নববর্ষে? আপনার শেষের লাইনগুলিতে কইসা ঝাঝা। পুরা সহমত।

আর খাওয়া দাওয়ার কথা কি বলবো? গরিব মানুষ :( বাসি কুসি যা পাই তাই খাই। স্বপ্নের আর কি দোষ বলেন?

১০| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯

প্রকৌশলী আতিক বলেছেন: বান্দরের বাদরামি আমার ভালই লাগে :P :P । অনেক বান্দরের পাছার মধ্যে একটা বিশাল একটা টোমা দেখা যায়, যা খুবই দৃষ্ট কটু। ব্লগীয় কিছু এই টাইপের বান্দর আছে।



এরা কখোনো পানি পান করেনা, নিজে মুতিয়া নিজের গলা ভিজায়।



সব থেকে খরাপ লাগে এখন, কারন ঘুম থেকে উঠে আর কানাডিয়ান বলদাটার বাদরামি/নোংরামি দেখতে হয়না। বাদরের লাজ লজ্জা আছে নাকি? নাকি আস্তে আস্তে মানুষে পরিনত হচ্ছে........। আমার মনে হয়না মানুষ হইতে পারব, আধাআধি হইবার পরে, বাকশালি কুত্তার কামড় খাইয়া আবার বানরে পরিনত হইব =p~ =p~ =p~ =p~ =p~

আর একটা কথা, আমার কিছু খাসি মুরগি লাগত। ভদ্র লোকের সাথে কি করে কন্টাক করা যায়.............। এযুগে মানুষকে বিশ্বাস করা কঠিন।

শুভ নববর্ষ।

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৪

ধীবর বলেছেন: াহাহা, ধুর আতিক ভাই। হাসতে হাসতে গেলাম। মন্তব্যের উত্তর কি দিবো? তবে খুজলে এইখানেও ওই মুরগির কন্টাকটরের কিছু শিষ্য পেলেও পেতে পারেন। তাদের জিজ্ঞেস করেন।

১১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪২

সিরাজ সাঁই বলেছেন: শুভ নববর্ষ, ধীবর ভাই। প্রাপ্য প্লাস দিয়ে গেলাম। ভালো থাকবেন, এই দোয়া করি।

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৫

ধীবর বলেছেন: আরে বাউল ভাই, নববর্ষের কোলাকুলি গ্রহন করেন। অনেকদিন পর। ভালো আছেন নিশ্চই? আপনার শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ সিরাজ ভাই।

১২| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৯

শিপন মোল্লা বলেছেন: বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আশিকুর রহমান অমিত বলেছেন: জটিল এককথায়!
শুভ নববর্ষ ভাইয়া। বাই দ্য ওয়ে সুশীলতার চরম মাত্রায় এই পোষ্ট দেখি নির্বাচিততে আসেনি!


কেন আসবে? বাঁদর নিয়ে জোকস কর্লে বুঝি বাঁদরদের গায়ে লাগেনা? বাঁদরদের গায়ে কি গন্ডারের চাম্রা ভাবছেন??

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৫

ধীবর বলেছেন: আপনিও দেখি লুক খারাপ , খামাখা খুচাইতেছেন ;)

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০০

রুপ।ই বলেছেন: শুভ নববর্ষ।বইনের পোষা বাঁদর নিয়ে জোকস করেন ?? সাহস তো কম না ? আপনি একটি ব্লগার কোথাকার ! ( নেতিবাচক ) B:-/

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৭

ধীবর বলেছেন: :( আরে আমি কি করলাম? আমি তো খালি স্বপ্নে যা দেখলাম, সেটাই লিখেছি। নাকি বাকশালি জমানায় স্বপ্ন দেখাও নিষেধ? :(

আপনাকেও নব বর্ষের অনেক অনেক শুভেচ্ছা রুপাই ভাই। কমেন্ট দুটা পড়েছিল। একটা মুছে দিয়েছি।

১৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮

একজন নিশাচর বলেছেন: রম্য গল্প কিন্তু চিন্তাশীলদের জন্য আছে নিদর্শন।

শুভ নববর্ষ ধীবর ভাই।

+++

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৮

ধীবর বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নিশাচর ভাই :)

১৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১১

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: ++++ এরা বাংলায় কয়েকটা লাইন এমনভাবে শিখছে, যে ব্লগে বসাইয়া দিলেই, স্বাধীনতার চেতনা, যুদ্ধাপরাধী, ধর্মনিরপেক্ষতা, রাজাকার, ছাগু, রিপোর্ট করলাম, এই সব কথা দিন নাই রাইত নাই বইসা লিখতে থাকে।
অসাধারন লিখেছেন ধীবর ভাই , হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেল ,,
নববর্ষের শুভেচ্ছা

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৯

ধীবর বলেছেন: :) আপনি হাসছেন, কিন্ত অনেকেই গোপণে অশ্রু বিসর্জন দিচ্ছে। নববর্ষের শুভেচ্ছা আপনাকেও আসামী ভাই।

১৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: - এইগুলি কি ফার্মের মুরগি বুবু?

দূরে বসা ছিলেন শাঃ কবির। লাফ দিয়ে একদম সামনে এসে পড়লেন।

- কি কইলেন আপনি? আমার সাপ্লাই দেওয়া মুরগিতে ভেজাল? আরে মিয়া, আমার সাপ্লাই দেয়া মুরগিতে পাকিস্থানি আর্মি কোনদিন কোন ভেজাল পায় নাই, আর আপনি আইছেন মিয়া ভেজাল খুজতে?


=p~

দারুণ কইছেন ধীবর ভাই।

+++

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০০

ধীবর বলেছেন: পাকিদের মুরগি সাপ্লায়ার এখন চেতনা দেখায়। পাকি আমলে পাকিদের আর স্বাধীন বাংলাদেশের ভারতের দালালি করে? এরে শুলে দেওয়া দরকার। অনেক ধন্যবাদ বাঁ জি ভাই।

১৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২০

দ্রুতগামী উল্কা বলেছেন: বান্দর তিনটাকে কয়েকদিন তীরের আগায় রেখেছিলাম, আসলে কিন্তু ছাগল এরা পড়ে আছে বান্দরের মুখোশ। বলি এদের দায়িত্ব ঠিক না করে দিলে পথ ভুলে নেপালের দিকে রওনা হয়ে যেতে পারে। তো যাই হোক ব্লগ মালিক আশা করি ট্র্যাক ঠিক করে রাখবে। ;) ;)

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০১

ধীবর বলেছেন: কবি এখানেই নিরব। :) অনেক ধন্যবাদ উল্কা ভাই।

১৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২১

বাংলার-লাঠিয়াল বলেছেন: দেশের মানুষ খাইতে পায় না ! আর অন্য যাগায় ভুড়ি ভোজ !

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০১

ধীবর বলেছেন: মাফ কইরা দেন ভাই। আমি গরিব মানুষ। আমার কুনু দোষ নাই।

১৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩

ফাহিম আহমদ বলেছেন: দূরে বসা ছিলেন শাঃ কবির। লাফ দিয়ে একদম সামনে এসে পড়লেন।

- কি কইলেন আপনি? আমার সাপ্লাই দেওয়া মুরগিতে ভেজাল? আরে মিয়া, আমার সাপ্লাই দেয়া মুরগিতে পাকিস্থানি আর্মি কোনদিন কোন ভেজাল পায় নাই, আর আপনি আইছেন মিয়া ভেজাল খুজতে?




=p~ =p~ =p~ =p~ =p~ =p~


দুর মিয়া পেটে ব্যথা তুলে দিছেন,,,,,,,,,, :((



জটিলললললললললললললললললললল,,,,,, +++

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৩

ধীবর বলেছেন: ধন্যবাদ ফাহিম ভাই। তবে আমার কাছে পেট ব্যাথার ওষুধের পয়সা চেয়ে লজ্জা দিবেন না। আমি গরিব লুক ;)

২০| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১২

দ্রুতগামী উল্কা বলেছেন: ফে ফে ফে।


দলকানা কেউ কেউ দেখি শরম পাইছে। =p~ =p~

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৩

ধীবর বলেছেন: আবারও কবি নিরব।

২১| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭

আস্তবাবা বলেছেন: পড়ে হাসতেই আছি।
তবে ব্যন খাওয়ার পথে মনে হয় আপনি যাচ্ছেন।
খারাপ লোকেরা আপনার লিখার অনেক উল্টমানে তৈরি করে নিতে পারে ;) ;)

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৪

ধীবর বলেছেন: স্বপ্নের উলটা মানে যারে করবে, তাদের তো হেমায়েতপুরে পাঠানো দরকার :) আর ব্যান? কি জানি ! সবই তাদের ইচ্ছা।

২২| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০০

নেয়ামূল হক বলেছেন: নিরবে +

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৪

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ নেয়ামুল হক ভাই।

২৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

না ভাইয়া সবই ঠিক ছিল শুধু মাঝের কিছু লাইন ঠিক আপনার লেখার ক্যাটাগরির সাথে যায় না।

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৫

ধীবর বলেছেন: ধন্যবাদ। আরে কে কবে শুনেছে যে স্বপ্নে ঘটনাপ্রবাহের ধারাবাহিকতা থাকে? আপনি শুনেছেন?

২৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:

:-B :-B :-B

২৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৭

ফটিকছড়ি বলেছেন: আর কইস না, ফটিকছড়ি পার্টি এগুলি। কোন কামের না।

১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৮

ধীবর বলেছেন: খাইছে। ভাইজান মুনে হয় মাইন্ড খাইছেন :)

২৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩

হবু ইঞ্জিনীয়ার বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৯

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ ইঞ্জিনিয়ার সাহেব :)

২৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১১

অজানা এক আমি বলেছেন: হায় টিকটিকি ..... :/

১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১০

ধীবর বলেছেন: টিকটিকিরে থেংকু দ্যান ভাই। নাইলে আমি স্বপ্নের মধ্যেই ফিট খায়া যাইতাম।

২৮| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: খুব অন্যায় খুব অন্যায়!!!!!

১লা বৈশাখের হাসি মে মাসে হাসতে হল ;)

অসাম!!!!!

কিন্তু তাগোর তো লজ্জ্বা নাই। দেখা যাইব এই পোষ্ট নিয়াও পুলকিত হইব। দেখছস আমাগো নিয়া কি সুন্দর সুন্দর লেখছে... আমরা ছাড়া গতি নাই- অন্য কোন চেতনায় ;) =p~ =p~ =p~ =p~

১০ ই মে, ২০১৩ সকাল ১০:৪৪

ধীবর বলেছেন: খ্যাক খ্যাক খিক খিক খিক। আপনিও তো বাশ দিলেন ওদের। হাহাহা। অনেক ধন্যবাদ। অবশ্য দিনে দিনে এই গুলি চালু হয়ে গেছে। জ্বলে পুড়ে ছাড়খার কিন্ত মুখ ফোটে না ওদের। হেহেহে অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.