নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৫২ আর ৭১ এর চেতনায় আছি বাধা

সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল

ধীবর

সাংবাদিক কলামিস্ট

ধীবর › বিস্তারিত পোস্টঃ

কারো কাছে জন গণ মন গানটি আছে? থাকলে জলদি দিন। (প্রাপ্ত বয়স্কদের জন্য)

২২ শে মে, ২০১৩ সকাল ৯:৫০

নাহ। এতদিন বড় ভুল করেছি। অনেকেই ভুল করেছে। এখন ভুলের প্রায়শ্চিত্ত করতেই হবে। সময় বোধ করি বেশি নেই।



আমাদের গোয়ার গোবিন্দ পুর্বপুরুষরা প্রথম ভুলটা করেছিল। সেই ৪৭এই যদি মহান ভারত মাতার পদতলে ঠাই নিতো, তাহলে কি এত গোল হয়?



মহান ভারতের মহান প্রগতিশীল, অসাম্প্রদায়িক প্রগতিশীল চেতনার আলোয় যারা অনেক আগে থেকেই উদ্ভাসিত, তাদের দুরদর্শি সিদ্ধান্তকে লাল সালাম।







এই আলোর দ্যুতিতে যেখানে মাওকে ছেড়ে নেহেরুকে ধরেছেন বড় বড় শিক্ষাবিদ, বুদ্ধিজীবি, শিক্ষক, কলামিস্ট, সাংবাদিক, লেখক, পত্রিকা সম্পাদক, সংস্কৃতি কর্মি, সেখানে আমি আর আমার মত কয়েকজনের গোয়ারতুর্মি করা মুর্খতা বৈত নয়।





















দীর্ঘ ৪২ বছর কঠিন সাধনার ফলে অবশেষ ভারতের আলোয় আমরা উদ্ভাসিত হতে চলেছি। এ আমাদের পরম পুণ্য।



আর এই পুণ্যকে পুর্নতা দেবার জন্য সশ্রদ্ধ সালাম জানাই, আমাদের মুক্তিযুদ্ধের চেতনার একমাত্র সোল এজেন্ট আওয়ামি লিগকে।



তারা না থাকলে, এ কি সম্ভব ছিল? যেখানে স্বয়ং নেহেরুই বলে গিয়েছিলেন যে, পাকিস্থান সৃস্টি হচ্ছে একটা অনাসৃস্টি, সেখানে পাকিস্থান হয়ে বাংলাদেশ তো একটা অদ্ভুতুড়ে কারবার।



ধন্যবাদ ভারতবাসিকে। ইচ্ছে করলেই ছোট্ট এই ভুখন্ডটা অনেক আগেই গিলে খেতে পারতেন তারা। আমাদের ভাগ্য সুপ্রসন্ন বলেই গোয়া দিও দমন নিজামের হায়দারাবাদের সৌভাগ্য প্রাপ্ত হতে হয়নি আমাদের।



এজন্য ভারত বিধাতার অধ্যাবসায়ের প্রশংসা না করলে খুব বড় অন্যায় হয়ে যাবে। তারা দিনের পর দিন বসে ছিলেন আমাদের ঘুম ভাঙ্গানোর আশায়। স্থুল দেশপ্রেমের নামে আমাদের ঘুম ভাঙ্গানোর জন্য তারা তাদের অহিংস সংস্কৃতি দিয়ে আমাদের অবশেষে বোঝাতে সক্ষম হয়েছেন যে, আসলেই ভারত মাতা কত মহান !





হ্যা মাঝখানে জিয়াউর রহমান নামে একজন বাগড়া দিতে চেয়েছিল। সে ঝামেলাটাও তো মিটে গিয়েছে অনেক আগেই। তার উত্তরসুরিরাই অবশ্য ভারতের প্রগতিশীল সংস্কৃতিকে আমাদের মাঝে উন্মুক্ত করার যথাযথ ব্যাবস্থা নিয়েছিলো। তাদেরকে বিশেষ ধন্যবাদ না দিলে বড় অনাচার হবে।



তবে দেশপ্রেমের ভুত নামাতে অনেক কস্ট করতে হয়েছে বৈ কি ! নইলে রক্ষণশীল ভারতীয় সমাজের চিরচারিত রুপ থেকে নারী কে বের করে উর্বশি মেনকা বানানো তো অনেক বড় ত্যাগ।







আর সেই উদ্ভিন্ন যৌবনাদের দেখে তরুণ যুবা মায় বৃদ্ধ পর্যন্ত সম্বিত হারিয়ে ফেলেছে। দেশপ্রেমের নামে এতদিন কি অখাদ্য কুখাদ্য দর্শন করছিলো তারা !







আর মহিলা সমাজের অবদান তো অবশ্যই অনস্বীকার্য। ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কোথায় নেই ভারতীয় চর্চা? ফ্যশান, খাওয়া দাওয়া, সিরিয়াল মায় বোলচাল পর্যন্ত ভারতীয়।







আর সেদিনকার পিচ্চি পিচ্চি বাচ্চাগুলিও তো চটজলদি হিন্দি শিখে গিয়েছে। এসবই তো পজেটিভ লক্ষণ।



আসলেই এটাই সত্য পথ। তারা আলো দেখিয়ে গিয়েছেন। তাই তো এখন আমাদের সুমতি হয়েছে।







আমি আর অন্ধকারে থাকতে চাই না। এই জন্যই এখন থেকেই দুবেলা করে জন গণ মন অধিনায়াকে গানটি জপ্তে থাকবো প্রাকটিশ না থাকলে সে অনেক লজ্জার ব্যাপার হবে।



আর তো বেশিদিন না। এর পর আমরাই বলবো, যখন অন্দর আর বাইরে দু যায়গায় ভারতের আলো পৌছে গিয়েছে, তাহলে কেন বাপু পর হয়ে দূরে দূরে থাকা?



এত লুকোছাপার কি আছে? বিশেষ করে এই মহান কাজে এত সংকোচের কোন কারণ তো আমি দেখি না।



অবশ্য আলোর পথে কাটা হয়ে যারা দেখা দিয়েছিলো, বা দিতে পারতো, তাদের তো ১৯৮১ সালে, ২০০৯ সালে এবং ২০১৩ সালে চিরতরে চুপ করিয়ে দেয়া হয়েছে।



বাকিরা অনেকে হয়তো চক্ষুলজ্জার খাতিরে মুখ ফুটে কিছু বলছে না। কিন্তু আমি নিশ্চিত, যে দুই তৃতিয়াংশ ভোটে ক্ষমতাসীন সরকার খালি লিখে দিলেই হয়ে গেলো। কেঊ ট্যা ফো করবে না। করলেই কি? পুলিশ র‍্যাব আর্মি আইন আদালত মিডিয়া সবই তো আপনাদেরই। কার ঘাড়ে কটা মাথা যে উচু গলায় কিছু বলবে?



তখন বাংলাদেশ স্বর্গ হয়ে যাবে গো ! তখন আর দিনের পর দিন লাত্থি উস্টা খেয়ে ভিসার জন্য লাইন দিতে হবে না। ইচ্ছে হলো, তো চলো দিল্লি, চলো বোম্বে, চলো কলকাতা। কে মানা করেছে। ট্রেনে বাসে চেপে বসলেই হলো।



চোরাচালানি বলে কিছু থাকবে না। বিএসএফও আর পাখির মত আমাদের মারবে না। ফেলানিরা ঝুলে থাকবে না কাটাতারের বেড়ায়।



আর যারা এতদিন ভারতের জুজু দেখাতো, তাদের মুখেও বেশ দু ঘা পড়বে। ব্যাটা মুর্খের দল। ভারতের মত মহান দেশের অঙ্গরাজ্য হলেও যে অনেক সম্মান। সবাই তখন আলাদা খাতির করবে।



তাই বলি, গানটা থাকলে আমাকে দিন। আর হ্যা। রাস্ট্রভাষা হিন্দিও যে শিখতে হবে। কেউ শেখাবেন আমায় দয়া করে? কারণ একই দেশের বাসিন্দা হতে চলেছি। তাদের ভাষা না জানলে সৌহার্দ্য হবে কি করে?









কথাবার্তা চালচলন ইত্যাদিদের তাদের মত স্মার্ট হবার জন্য ধুতি পড়াটাও জরুরি। নেহেরু কোট পড়তে অসুবিধা হবে না। কারণ একই প্যা্টার্নের মুজিব কোর্ট তো খুবই সহজ লভ্য। আর উত্তরীয় চল তো আমাদের প্রগতিশীল সমাজে সেই কবে থেকেই চলছে।



আমাদের প্রধানমন্ত্রিকে উদ্দেশ্য করেই বলছি। এত ঢাক গুরগুর সহ্য হচ্ছে না আমার। আপনি কি চুরি করেছেন যে ঢাকাঢাকি করতে হবে? এই যে নারায়নগঞ্জে টার্মিনাল নির্মানের টেন্ডার ভারতে ডাকা হয়েছে, এই কথা গোপন করার দরকার ছিল কোন?







অনেক হয়েছে বাপু ! এইবার ঘোষণাটা দিয়েই দিন। কে ঠেকাবে আপনাকে? আপনি তো দুই তৃতিয়াংশ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রি। তার উপর আবার ভারত বিধাতা আর বিশ্ব বিধাতার নয়নমণি।



তাই শুভস্য শিঘ্রম। শুভ কাজে দেরি নয়। জয় ভারত মাতার জয়।



ছবি কৃতজ্ঞতা গুগোল মামু আর ফেবু।

মন্তব্য ৮২ টি রেটিং +২০/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৩ সকাল ১০:০৩

ধীবর বলেছেন: এডিটিং এ সমস্যার কারণে, অনেক ছবি আসেনি। একারণে এডিট করে দিলাম আবার। এখন প্রাণ ভরে উপভোগ করুন।

২| ২২ শে মে, ২০১৩ সকাল ১০:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা..উহু....

আহ কি দারুন বলেচেন দাদা। মাইর বলচি...

৭১এ রাজাকার গোনা গেছে। এই এখন যদি কিসু হয় মুরগী কবিরদের সংখ্যাগরিষ্ঠতায় দেখবেন দেশপ্রমিকরাই দেশদ্রোহী উপাধী পাচ্ছে, পাবে!

দিল্লি দূর অস্ত বলেছিলেন এক আল্লাহর অলি। দাম্ভিক বাদশা আর দিল্লি পৌছতে পারে নি। পথিমধ্যে ইন্তেকাল করেন।

আপনার আনন্দে বাগড়া দিতেই এক গোনাহগার বলি দিল্লি দূর অস্ত!

আমাদের পা-চাটা শাসকদের দিল্লির স্বপ্ন যেন এমন অধরাই থেকে যায়।

সাধারন-দুবেলা দুমুঠো খেয়ে সন্তুষ্ট সাধারন মানুষদের প্রতি মহান স্রষ্টার ভালবাসার ওসিলায় এই চাওয়া। সমর্থনে রইলেন ন্যয় পরায়ন, সকল অলি-আল্লাহগণ।

২২ শে মে, ২০১৩ সকাল ১০:১৮

ধীবর বলেছেন: বিদ্রোহি ভৃগু ভাই, একি করলেন? কেন করলেন? আমার ইচ্ছা ছিল পুণ্যভুমি ভারতের নাগরিক হওয়ার। পাব্লিক যাদের পুজা করে, সেই সেলেব্রেটিদের পায়ের ধুলা নিয়ে ঘন্য হওয়ার। সুন্দরি মেনকা উর্বশি কারো একনের পাণি প্রার্থনা করার। দিলেন তো সব মাটি করে ? ধুর... আমি খুবই দুঃখ পেলাম :(

৩| ২২ শে মে, ২০১৩ সকাল ১০:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


প্রতিদিন হিন্দি সিরিয়াল না দেখলে বাংলাদেশের নারীদের পেটের ভাত হজম হয়না।




২২ শে মে, ২০১৩ সকাল ১০:১৯

ধীবর বলেছেন: ভেবে দেখেন, আমরা ভারতীয় নাগরিক হয়ে গেলে, নারীদের হজমের সমস্যাটুকু আর থাকবে না :)

৪| ২২ শে মে, ২০১৩ সকাল ১০:৪১

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভারত জুজু।

২২ শে মে, ২০১৩ সকাল ১০:৪৪

ধীবর বলেছেন: ভারত জুজু না , ভারত প্রেম। হামি আপনার মতই ভারত মাতা কি দিওয়ানা হয়েছি। আসেন আমরা দুই ভাদা মিলে কোলাকুলি করি।

৫| ২২ শে মে, ২০১৩ সকাল ১০:৪৪

ভারসাম্য বলেছেন: এমন অনুকূল সময়ও কাজে না লাগালে এরপর আর সেই সুযোগ সহসাই নাও পেতে পারে তারা।

আর আমাদের মত কিছু দেশপ্রেমিক(!) এর এত দিনে বুঝে নেয়া উচিৎ যে, ধর্ষণ যখন অনিবার্যই তখন উপভোগ করাই শ্রেয়। :D

খামাখাই এতদিন আসলে প্রতিরোধ করতে চেয়ে নিজেদেরই রক্তক্ষরণ ঘটিয়েছি। /:)


+++

২২ শে মে, ২০১৩ সকাল ১০:৪৮

ধীবর বলেছেন: আরে এই তো ভারসাম্য ভাই। আপনিও লাইনে চলে এসেছেন। আসেন দুই হবু ভারতীয় নাগরিক হয়ে আমরা কোলাকুলি করি আর হিন্দিতে রাস্ট্রিয় সংগিত গাই :)

৬| ২২ শে মে, ২০১৩ সকাল ১০:৫৩

শিরিষ গাছ বলেছেন: দাদা মাইরি লিখেছেন গো। এই আনন্দ কোথায় রাখি দাদা। সামুব্লগের জন্য খারাপ লাগছে। মহাভারতে আমরা লীন হতে চলেছি। সামু ব্লগ হিন্দি ভাষায় কবে চালু হচ্ছে? আর ব্লগে ''ডেইলী হিন্দি টিউটোরিয়াল'' পোস্ট চালু করলে আমার মত অভাগারা হিন্দি শিখতে পারতুম /:)

ভারতীয় দূতাবাস কি এখনো আছে? গণভবন কি ''বাংলাদেশের গভর্ণরের / মুখ্যমন্ত্রীর'' বাসভবনে রূপান্তর করা হয়েছে? এগুলো করে ফেললেই হয়। এত লুকোচুরির কি দরকার?

মতিঝিল চত্তরে ''মা দূর্গার'' ভাস্কর্য স্থাপনের জোর দাবী জানাচ্ছি।

টি আই সি র সামনে '' অপরাজেয় বাংলা'' ভাস্কর্য ভেঙ্গে ফেলে সেখানে মহাভারতের অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর ভাস্কর্য স্থাপন করা হোক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম চেঞ্জ করে '' ঢাকেশ্বরী মহা বিদ্যা মন্দির'' করা হোক অবিলম্বে।

ভারতবর্ষে লীন হওয়ার এই মহা মূহূর্তকে স্বরণীয় করে রাখার জন্য ''বঙ্গবন্ধু'' স্টেডিয়ামে সানি লিউন, ক্যাট্রিনা কাইফ দের এনে শিলা কি জওয়ানী, চিকনি চামেলীর সাথে জন গণ মন গানটি গেয়ে ভারত্মাতার জয়গান গাওয়ার ব্যবস্থা করা হোক।

কেউ বাংলাদেশ বাংলাদেশ করলে তাকে '' তুই রাজাকার তুই রাজাকার'' বলা হোক। প্রয়োজনে এই স্লোগান দেয়ার জন্য শাহবাগের স্লোগান কন্যার সাথে সানি লিঊন গলা ফাটাবে।

ভারাত মাতাজি কি জয়। :-P =p~ X( X(( X(( B-))

২২ শে মে, ২০১৩ সকাল ১১:০৭

ধীবর বলেছেন: জলদি মহা খানাপিনার ব্যাবস্থা করেন শিরিষ ভাই। তবে অবশ্যই নিরামিসি হতে হবে। আমিষ বলে কিছুই রাখা যাবে না। মাছ মাংস সব বাদ এখন থেকেই। অভ্যাস করুন।

আর সানি লিউন ক্যাট্রিনারে আনলে চুরি ডাকাতি করে হলেও পয়সা নিয়ে টিকেট কাটবো :) অনেক ধন্যবাদ।

৭| ২২ শে মে, ২০১৩ সকাল ১০:৫৯

কান্টি টুটুল বলেছেন:

আওয়ামী সরকার না চাইতেই সবকিছু ভারত মাতার সেবায় উৎসর্গ করতে চায় এই টেন্ডার নারায়নগঞ্জে টার্মিনাল নির্মানের সম্ভাব্যতা (Feasibility Study) যাচাইয়ের জন্য করা হয়েছে,এবং এটা কেবল মাত্র শুরু।

এই বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো উচিত বলে মনে করি, পোস্টটির গুরুত্ব বিবেচনা করে ষ্টিকি করার অনুরোধ জানাই।

২২ শে মে, ২০১৩ সকাল ১১:০৯

ধীবর বলেছেন: আমি আপনি বা দেশের প্রতি এক ফোটা প্রেম যার আছে, সেও আপনার কথার প্রতিধবনি করবে। অনেক ধন্যবাদ।

৮| ২২ শে মে, ২০১৩ সকাল ১১:০৫

ম্যানিলা নিশি বলেছেন:

পোষ্ট টি পড়ে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম !!!

আমার ঘর আমি কিভাবে সাজাবো সেটা আমার নিজস্ব এখতিয়ার, পাশের বাড়ীর লোকজন এটা নিয়ে কথা বলার কে?

বাংলাদেশে কি স্বাধীন সার্বভৌম কোন সরকার আছে?
থাকলে প্রতিবাদ করে না কেন?

পোষ্ট ষ্টিকি করা হোক।

২২ শে মে, ২০১৩ সকাল ১১:১১

ধীবর বলেছেন: নিশি, আপনার কথা ফিরিয়ে নেন। এই খবর আওয়ামি লিগের কানে গেলে, আমাকে শুদ্ধা স্টিকি করবে। একটাই অনুরোধ, সামুতে স্টিকি না হোক, শুদ্ধ দেশপ্রেম মনের মধ্যে স্টিকি হয়ে থাকুক।

৯| ২২ শে মে, ২০১৩ সকাল ১১:০৬

মেঘকন্যা বলেছেন: :| :(

২২ শে মে, ২০১৩ সকাল ১১:১৩

ধীবর বলেছেন: বিস্ময় আর দুঃখের সাথে ক্রোধের ইমোও হওয়া উচিত ছিল। কেননা ত্রিশ লক্ষ শহিদের রক্তের সাথে বেঈমানি করে স্বাধীন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানো মেনে নেয়া যাবে না।

১০| ২২ শে মে, ২০১৩ সকাল ১১:২০

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

২২ শে মে, ২০১৩ সকাল ১১:২৬

ধীবর বলেছেন: আহ অনেক অনেক ধন্যবাদ পলাশ ভাই। এখন আমি দিনে রাতে একই সুর হৃদয়ে ধারণ করবো। জয় ভারত মাতার। আপনারা এখনো যারা আলোকিত নন, তারাও সময় নস্ট না করে যোগ দিন।

২২ শে মে, ২০১৩ সকাল ১১:২৮

ধীবর বলেছেন: আর ইয়ে, হিন্দি মেইড ইজি য়া কই পাবো? কি সব খটর মটর করে কি বলছে ! কিছুই তো বুঝতে পারছি না।

১১| ২২ শে মে, ২০১৩ সকাল ১১:৩৮

কাঙ্গাল মুরশিদ বলেছেন: আসলেই আমাদের আর এই ছোট্ট দেশে এত মানুষের গাদাগাদী হয়ে থাকার কোনই মানে হয় না - সীমানাটা উঠে গেলে আমরা পুরো ভারতজুড়ে ছড়িয়ে পরতে পারব। - সেটাই বা কম কি!!

২২ শে মে, ২০১৩ সকাল ১১:৪৫

ধীবর বলেছেন: ওটাই তো মুরশিদ ভাই। আমাদের লিগ-বুদ্ধিজীবি-লেখক-মিডিয়া-সাংস্কৃতিক কর্মি, সাংবাদিক সম্পাদক, ইনারা এই সহজ কথাটা কতবার করে আমাদের বুঝিয়েছেন। আমরাই বুঝিনি। চলুন জন গণ মন গাওয়া শুরু করি। আমরা হই বলিঊদের গর্বিত অধিকারি :)

১২| ২২ শে মে, ২০১৩ সকাল ১১:৫৯

নেয়ামূল হক বলেছেন: আমাদের ভুমি ভারতীয় হবে এই পর্যন্ত ঠিক আছে তবে আমাদের ভারতীয় হবার ভাষনা পুর্ন হবে না।

২২ শে মে, ২০১৩ দুপুর ১২:১৫

ধীবর বলেছেন: নেয়ামুল ভাই, আপনি হাসিনা-গওহর-লিগ-মতি-কবির-ইমাম এদের মত আলোকিত হতে চান না? না না না ভাই। এমন করা ঠিক না। আলোকিত হোন, সানি লিওনকে জাতিয় সেলেব্রেটি বানান। :)

১৩| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:০২

একাকী বাংলাদেশি বলেছেন: সবশরমেয়গুলানরেযদিপাইতামএকেবারেদাঁতগুলানখুইলাআনতাম।

২২ শে মে, ২০১৩ দুপুর ১২:১৫

ধীবর বলেছেন: আপনার মনকামনা পুর্ণ হোক

১৪| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:০৩

প্রকৌশলী আতিক বলেছেন: Click This Link

২২ শে মে, ২০১৩ দুপুর ১২:১৬

ধীবর বলেছেন: অনেক খুশি হলাম আতিক ভাই :) চলুন দুই ভাই মিলে গাই :)

১৫| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:১২

ধৈঞ্চা বলেছেন: আসলে খবরটা শুনার পর মনের মধ্যে কেমন যেন হাহাকার করে উঠল। নিজেকে স্বাধীন দেশের নাগরিক ভাবতেই কষ্ট হচ্ছে। একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে অথচ কারো কোন প্রতিবাদ নেই। এভাবে চলতে পারে না।
এই যদি হয় জনগনের মেন্ডেট নিয়ে ক্ষমতায় আসা সরকারের অবস্থা তাহলে দোষ সম্পূর্ণই আমাদের, কারণ আমরাই ভোট দিয়ে এই কুলাঙ্গারদের সরকারে পাঠাই। এবার মনে হয় আত্ন-উপলব্ধির সময় এসেছে।

২২ শে মে, ২০১৩ দুপুর ১২:১৭

ধীবর বলেছেন: আরে জনগণের কথাই তো বললাম :) তারা আলোকিত হয়ে গিয়েছেন তো ! তাই প্রতিবাদ করার প্রশ্নই আসে না। আপনিও আলোকিত হয়ে যান। তাহলে আর হাহাকার হবে না মনে ধৈঞ্চা ভাই।

১৬| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:২৭

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

২২ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৪

ধীবর বলেছেন: প্রকৃত দেশপ্রেমিকের ইমো দেখলাম। ধন্যবাদ মাহমুদ ভাই

১৭| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:৩২

বিডি আইডল বলেছেন: দাদা এইরুপে ধূতি ধরে টানাটানি করলেন :) এখন তো ইনারা এসে বলবেন ভারত আমাদের মা'র সাথে শুলে সেটাও "ভারত জুজু" ই!

২২ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৭

ধীবর বলেছেন: আরে বিডী দা। এখানে টানাটানি কই করলাম? আমি তো ধুতি পড়ার চেস্টা করছিলাম। :) তবে যাদের মায়ের সাথে ভারতের শোয়াশুয়ির অভ্যাস আছে, তারা ভারতের বিরুদ্ধে কিছু শুনলেই জু জু বলে চিৎকার করে। অনেক দেখলাম তো। এই পোস্টেও দেখলাম। :)

তবে যাই বলেন, কিছুদিনের মধ্যেই সানি লিওন আমাদেরও জাতিয় সেলেব্রেটি হবে, ভাবতেই আমার কেমন জানি আনন্দ লাগছে।

১৮| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৩

আমি কবি নই বলেছেন: প্রতিবাদ করি সবাই, সুন্দরবন আর নারায়নগন্জের টার্মিনালে গিয়ে বসে থাকি, দেশের জন্য, স্বাধীনতার জন্য আরেকবার যুদ্ধে নামি। এই যুদ্ধ আত্নশুদ্ধি আর বেইমান, নব্য রাজাকার নিধনের। আসুন আর ঘরে বসে না থাকি, এখনই সময়।

২২ শে মে, ২০১৩ দুপুর ১:০৬

ধীবর বলেছেন: কবি নই ভাই, আপনার আহবানটি দেশের আনাচে কানাচে সব যায়গায় ছড়ীয়ে দিন। দেশের ক্রান্তিলগ্নে দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ সংগ্রামের কোন বিকল্প নেই। :)

১৯| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৫

কেএসরথি বলেছেন: অবিভক্ত বাংলা থুক্কু - ভারত গড়ার আর্দ্ধেক ভোটের পুরোটাই কিন্তু আমি দিব =p~

২২ শে মে, ২০১৩ দুপুর ১:০৮

ধীবর বলেছেন: কেএসরথি ভাই, তাহলে তো ১৬ কলাই পুর্ণহয়ে যায়। বাকি আদ্দেক হাসিনা আর সরকার সাথে লিগের বিটিমের মেম্বাররা আগে থেকে দিয়েই রেখেছে।

আচ্ছা আপনি আবার ওই স্বল্প বসনাদের দেখে ভোট দিচ্ছেন না তো? দিলেও ক্ষতি নেই। আমিও ওই কারণেই ভারতীয় হতে চাচ্ছি আর কি ! ;)

২০| ২২ শে মে, ২০১৩ দুপুর ১:২৭

কামরুল হাসান শািহ বলেছেন: :|| :|| :||
নারায়নগঞ্জে টার্মিনাল নির্মানের টেন্ডার ভারতে ডাকা হয়েছে :|| :|| :||

২২ শে মে, ২০১৩ দুপুর ১:৩০

ধীবর বলেছেন: হু কামরুল ভাই। সবাই অবাক হলেও আমি হইনি। এতদিন গোপনে গোপনে দিতো। এখন প্রকাশ্যেই দেয়। আমরা সব ধব্জ হয়ে গেছি । তাহলে ভাদাগিরি করতে আর ভয় পাবে কেনো আঃ লিগ?

২১| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:১৭

ক্ষুদ্র খাদেম বলেছেন: ভাই, আপনার এই আলো ছড়ানো মহান পোস্ট এর প্রতিটি বর্ণ আমায় এক নতুন জগতের সন্ধান দিয়েছে। আমিও কিঞ্চিৎ হিন্দি ভাষাটা শিখতে আগ্রহী, এত বড় দেশ, এত লোক এই ভাষায় কথা বলে X( X( X(

আর ভাই, আমরা মনে হয় এখনো মানসিকতায় পিছিয়েই আছি, কারণ, আমরা বুদ্ধিমান হলে তো বুঝতেই পারতাম এটা "পারস্পরিক সহযোগিতা" X(( X(( X((

২২ শে মে, ২০১৩ দুপুর ২:৩২

ধীবর বলেছেন: আপনাকে আলোকিত করতে পেরে আমি ধন্য। :) চলুন এক সাথে গাই গন জন মন...। :) অনেক ধন্যবাদ খাদেম ভাই।

২২| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:৪৮

জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: শেখ হাসিনার ভারত সফরের উপর আপনার একটা ভ্রমণপর্ব বোধ হয়ে পড়েছিলাম অনেক আগে। সেটি বেশ সমৃদ্ধ মনে হয়েছিল। এবং মজাও পেয়েছিলাম।

টেন্ডার বিজ্ঞপ্তি দেখে মনে হয় নারায়নগঞ্জ টারমিণালের ফিজিবিলিটি স্টাডির জন্য ভারতের সাথে বাংলাদেশের কোন চুক্তি হয়ে গিয়েছে এবং ভারত এ স্টাডির কাজটি পেয়েছে।-যদি তা হয়(অবশ্য এরকম চুক্তি হওয়ার বিষয়টি আমারিআসেনি) তাহলে ভারতের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশটি ঠিক আছে বলে মনে হয়।

২৩ শে মে, ২০১৩ রাত ২:৪৬

ধীবর বলেছেন: বুবুজানের সাথে আমি ইরান আর আমেরিকার গিয়েছিলাম। আর ইন্ডিয়া গিয়েছিলাম ভাবির সাথে।

ইন্ডিয়ার দোষ দিচ্ছে কে? দোষ আমাদেরই।

২৩| ২২ শে মে, ২০১৩ বিকাল ৫:২০

ওবায়েদুল আকবর বলেছেন: দেখেন আমার আপনার ভিটার উপর আবার নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট তৈরীর প্ল্যান করার গুরুদায়িত্ব দেয়া হয়েছে কিনা কোন ব্রাইট ইন্ডিয়ান ট্যালেন্টকে? হলে খারাপ হয়না। বাপ দাদার এইসব গাইয়া ভিটাবাড়ির চেয়ে নিয়ক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মন্দ হয়না। দূর থেকে চেয়ে চেয়ে দেখব। শুনা যায় দেশ নাকি ইউরেনিয়ামে ডুবতেছে!!! পরের বাধটা মনে হয় ব্রক্ষ্মপূত্রেই দিবে দাদারা!!!

২৩ শে মে, ২০১৩ রাত ২:৪৭

ধীবর বলেছেন: আরে এক দেশ হলেই তো আর সমস্যা হবে না ওবায়দুল ভাই। এক রামরাজ্যে আমরা সবাই মিলে মিশে থাকবো। কি দারুণ হবে ব্যাপারটা তাই না? :)

২৪| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .

ক্লাসিক পোষ্ট। ক্লাসিক পোষ্ট। ক্লাসিক পোষ্ট।



গত মাসের ক্লাসিক পোষ্ট ছিলঃ

Click This Link


এই পোষ্টের জন্য ...................


আই স্যালুট ইউ মি. ধীবর।

হ্যাট্‌স্ অফ্। :)

বর্তমান পোষ্ট থেকেইঃ

QUOTE:


অবশ্য আলোর পথে কাটা হয়ে যারা দেখা দিয়েছিলো, বা দিতে পারতো, তাদের তো ১৯৮১ সালে, ২০০৯ সালে এবং ২০১৩ সালে চিরতরে চুপ করিয়ে দেয়া হয়েছে।


পুলিশ র‍্যাব আর্মি আইন আদালত মিডিয়া সবই তো আপনাদেরই। কার ঘাড়ে কটা মাথা যে উচু গলায় কিছু বলবে?

UNQUOTE:

২৩ শে মে, ২০১৩ রাত ২:৪৭

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ মুন্না ভাই। আসলে আপনার লিংকের পোস্টটাও দুর্দান্ত।

২৫| ২২ শে মে, ২০১৩ রাত ৮:৪০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ১/১১ ছুতা ছিল তথাকথিত জঙ্গীবাদ, যুদ্ধাপরাধীর বিচারের মূলা। আসল উদ্দেশ্য বাংলাদেশকে সিকিম বা চিরতরে ভারতের চামচা রাজ্য করে রাখা। একেই বলে লোম বাছতে কম্বল উজাড়। এই কারণেই হাসিনা জানুয়ারী ২০১০এ দিল্লী গিয়ে ভারতের সাথে গোপন চুক্তি করে আসছে। এখন বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে লড়াই করে মরবে না আজীবন ভারতের চামচা থাকবে?

অনেক ধন্যবাদ ধীবর ভাই।

২৩ শে মে, ২০১৩ রাত ২:৪৮

ধীবর বলেছেন: চুক্তি গোপনে করুক বা প্রকাশ্যে, এক দেশের নাগরিক হতে পারলেই আমি খুশি। আহা ! কত শত বছরের সাধনার ধন হাতে পেতে যাচ্ছে ভারত মাতা :)

২৬| ২২ শে মে, ২০১৩ রাত ৯:১৪

জেনো বলেছেন: অবশেষে .......... :(
গানটা তো কেউ দিলনা... :P
এখন থেকেই শেখা শুরু করি.... নাহলে আবার...... :P

২৩ শে মে, ২০১৩ রাত ২:৪৯

ধীবর বলেছেন: দেরি করবেন না ভাই। নইলে পিছিয়ে থাকবেন :)

২৭| ২৩ শে মে, ২০১৩ রাত ১২:১২

ম.র.নি বলেছেন: ভিয়েতনামসে আম্রিকান কনসুলার হেলিকপ্টারকে সাথ যিস তারা ভাগাথা, উসি তেরা যমুনা/সুধা সদনসে হাসিনাবি ভাগেগা একদিন ।

বন্দে মাত্রম



২৩ শে মে, ২০১৩ রাত ২:৫০

ধীবর বলেছেন: আরে মরনি ভাই, আপনি দেখি ওদের ভাষা জানেন। আমারেও শিখান ভাই। নাইলে আমি আমাদের নতুন ভাই আর বোন থুক্কু প্রেমিকাদের সাথে রাস্ট্র ভাষায় কথা বলবো কি করে?

২৮| ২৩ শে মে, ২০১৩ ভোর ৫:২৭

শিপন মোল্লা বলেছেন: বাহ কি মজা হবে আমরা ভারত হবো।

২৩ শে মে, ২০১৩ সকাল ১১:০১

ধীবর বলেছেন: খুবই মজা। মজাই মজা :)

২৯| ২৩ শে মে, ২০১৩ ভোর ৬:৪২

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: মোগাম্বো খুশ হুয়া ,,, X( ধীবর দা আপ দিল কি বাত বোলডালা ,, X(( বহুত দিনোকি খাইশ থা X( কাব মেরা দেস বাংলাদেশ ছে ইন্ডিয়া হোগা অর কাব ম্যা দিল খোল কার হিন্দি মে বাতে কারছাকু ,,, X(
i wish i could kill the all bastard who born in BANGLADESH but not BANGLADESHI

২৩ শে মে, ২০১৩ সকাল ১১:০২

ধীবর বলেছেন: কি কইলেন আসামি ভাই। একমাত্র হোগা আর ইংলিশ ছাড়া কিছুই বুঝলাম না। ধুর আমাকে দিয়ে মনে হয় খাটি ইন্ডীয়ান হওয়া হবে না :(

৩০| ২৩ শে মে, ২০১৩ সকাল ৯:৫১

সবুজ ভীমরুল বলেছেন: দারুন বলেছেন মাইরি!! আমরা এবার কফি হাউজে টেকো কবিরদের দেখতে পাব, কলেজ স্ট্রিটে বসে আড্ডা মারব, কারন তা না হলে তো বাঙ্গালী কিভাবে হব??? সোনাগাছিতে গিয়ে অভিজ্ঞতাটা বাড়াতে হবে না!!



"আপনার আগে পোস্ট তো মডুরা গায়েব কইরা দিসে!!!"


২৩ শে মে, ২০১৩ সকাল ১১:০৪

ধীবর বলেছেন: ভীমরুল ভাই হু আমরা কফি হাউজে যাবো, চাপাবাজি শুনবো, নিজেরাও চাপাবাজ হবো, এর পর মিস্টির দোকান থেকে ২ টা রসগোল্লা কিনে বাসায় গুস্টি ভরে খাবো :)

গায়েব করে দিবে না তো কি করবে? হাজার হোক খুনি রাজুর বৌ এর বিরুদ্ধে লেখা। যদি সামুকেও খুন করে এই ডরে পোস্ট সরাইছে।

৩১| ২৩ শে মে, ২০১৩ সকাল ১০:২৩

আসফি আজাদ বলেছেন: उसे यह देखना मत देना. मैं, मैं,

২৩ শে মে, ২০১৩ সকাল ১১:০৫

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ আযাদ ভাই, এখন আমি দিন রাত প্রেক্টিশ করবো। :)

৩২| ২৩ শে মে, ২০১৩ সকাল ১০:৩০

আসফি আজাদ বলেছেন: বাংলাদেশী ভারতীয় হিসেবে আমি আগ্রিম গর্ব বোধ করছি। আলহামদুলিল্লাহ allah mujeh ind mai paida kara...

আচ্ছা আমরা বাংলাদেশী ভারতীয় হব তো, নাকি অন্য কিছু? তবে ভয় হইতেছে, এখনই আমাদের মর্যাদা "মুখ্য মন্ত্রী" সমমান, বিলীন হওয়ার পরে কি অবস্থা হবে আগেভাগে আন্দাজ পাইলে একটু প্রিপারেশন নেওয়া যাইত :|

২৩ শে মে, ২০১৩ সকাল ১১:০৬

ধীবর বলেছেন: ভাই,খালি প্রার্থনা করেন, আমরা যেন দেশপ্রেমিক ইন্ডীয়ান হতে পারি। ওরা যেন আমাদের গ্রহন করে। দরকার হলে ওদের পায়ে ধরবো। :)

৩৩| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১:৪৪

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আপ্নে এমন করে ধুতিতে টান দেন, তাগো তো ব্যাথা লাগে

২৩ শে মে, ২০১৩ দুপুর ১:৪৯

ধীবর বলেছেন: বৃস্টি ভাই, টান দিলাম কই? আমি তো ধুতি পড়া প্রাকটিশ করবো। হাজার হোক, দুইদিন পর এটাই তো আমাদের জাতিয় পোষাক হয়ে যাবে :)

৩৪| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১:৪৮

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: শেষটায়কি মেকাপ কৈরাই ড্রেস পর্সে নাকি ড্রেস পইড়াই মেকাপ, চিন্তায় আছি :-0

২৩ শে মে, ২০১৩ দুপুর ১:৫০

ধীবর বলেছেন: আহেম, এই সব চিন্তা করা ভালু না। এরা আমাদের জাতিয় আপা হতে চলেছে। ;)

৩৫| ২৪ শে মে, ২০১৩ রাত ৩:২০

ম্যাভেরিক বলেছেন: টেন্ডারটা পড়ে দেখলাম। কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের জমিতে বন্দর হবে, তারা ভারত থেকে অভিজ্ঞ কোনো পার্টনার চায়। কিন্তু এ প্রকল্পে ভারতের Ministry of Foreign Affairs কীভাবে জুড়ল বুঝতে পারলাম না!

যা-হোক, এটি না হয় ভারত থেকে, কিছুটা সঙ্গোপনে হচ্ছে। আপনি কি জানেন, বাংলাদেশের ভারতীয় হাইকমিশনও নওগাঁ ও বরগুনায় গভীর নলকুপ স্থাপনের টেন্ডার ডেকেছে?

সরকারের বিবেচনাবোধে দুর্বলতা ও অদূরদর্শিতা স্পষ্ট। অনেক অদূরদর্শিতা উপেক্ষা করা যায়, কিন্তু এগুলো গভীর উদ্বেগজনক। দেশের স্বনির্ভরতায় অগ্রযাত্রা মারাত্মক ব্যহত হবে।

৩০ শে মে, ২০১৩ সকাল ১০:৩৮

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ ম্যাভেরিক ভাই। আজকে পত্রিকায় দেখলাম, এই সংক্রান্ত ব্যাপারে "জানবার" জন্য বাংলাদেশ নাকি ভারতকে চিঠি পাঠিয়েছিল। জবাবে ইন্ডিয়া বলেছে যে, তারা এই ব্যাপারে বাংলাদেশের সাথে আলোচনা প্রয়োজন মনে করে না। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ঠ।

৩৬| ২৪ শে মে, ২০১৩ রাত ৩:৩১

নিকষ বলেছেন: শুধু রবীঠাকুরের গানে হবে না দাদা, আমিতো নীল আকাশের নিচে প্রাকৃতিক কর্ম শুরু করার মানসিক প্রস্তুতি নিতেছি।


৩০ শে মে, ২০১৩ সকাল ১০:৪০

ধীবর বলেছেন: নিকষ ভাই, হ্যা ঠিকই তো ! এটা তো খেয়ালই করিনি। ভাবছি এখন থেকেই রেলস্টেশনের পাশে বসার প্রাকটিস করবো। ধন্যবাদ মিসিং লিংক টা ধরিয়ে দেবার জন্য। :)

৩৭| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


ভারাত মাতা কি জায় হো !!!!!!!!!!!


এর চেয়েত ভাল ছিল যদি আমরা আংরেজ কি জামানায় রেহতে ওর উনকা মেম সাহেব কা গুলামি কারতে !!!!!!!!!!!

৩০ শে মে, ২০১৩ সকাল ১০:৪২

ধীবর বলেছেন: কান্ডারি অর্থব ভাই। কি বলেন? উনাদের নারীরাও কিন্ত ঠাটবাট , খোলা খুলি, আর চাল চলনে মেম সাহেবদের চেয়ে কম না। তাই মনে হয় না কোন অসুবিধা হবে। কিন্তু আমার আবার একটু লুল স্বভাব।আমাকে মনে হয় মেমসাহেবদের গোলামি করতে নিবে না :(

৩৮| ৩১ শে মে, ২০১৩ সকাল ১০:২১

হুমায়ুন তোরাব বলেছেন: ২০ বছর পাড়ি দিলাম,
বুঝলাম না কিংবা দেখলাম না চেতনা কি জিনিষ,
আমার বাড়ির মুক্তিযুদ্ধাদের যদি বলি ,

কি চেতনাই যুদ্ধ করেছিলেন, আপ্নারা ??
তারা অবাক হয়ে তাকিয়ে থাকে,
আর বলে

দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করছি ??
চেতনা আবার কি ??


কি জানি ভাই ,
আমি কম বুঝি,
কম শুনি,
আমার জানা শুনা কম,
তাই বাঙালি হতে পারিনি,
হতে পারিনি চেতনা বাজ ।

৩১ শে মে, ২০১৩ সকাল ১১:১৮

ধীবর বলেছেন: আরে এই সব তত্ত্ব কথা বাদ দিন। জলদি ভারত মাতার জয়দ্ধোনি শুরু করেন। নইলে পিছিয়ে যাবেন :)

৩৯| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৫:০৯

ক্ষুধিত পাষাণ বলেছেন: জয় ভারত মাতাকী জয়।

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:০০

ধীবর বলেছেন: এই তো লাইনে এসেছেন ভাই। এটাই লেটেস্ট প্রগতিশীল মুক্তমনা ও অসাম্প্রাদায়িক চেতনার শ্লোগান।

৪০| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১:০৪

আমি বীরবল বলেছেন: উপরে একটা দায়িত্ববার কুকুরের আগমনে মিজাজটাই খারাপ হয়ে গেলো।

প্লাস।

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:০৩

ধীবর বলেছেন: আহা কাকে কি বলচেন বীরবল ভাই। উনারাই তো আদি ভারতপ্রেমিক। উনাদের আদর্শেই এখন থেকে চলতে হবে। :)

৪১| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১:০৮

ইমুব্লগ বলেছেন: বন্দী দশা থেকে মুক্তি পেয়েছি ধীবর ভাই। +

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:০৩

ধীবর বলেছেন: অনেক অনেক অভিনন্দন আর সুস্বাগতম ইমুব্লগ ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.