| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগের সদস্য সংখ্যা যত, তার মধ্যে একটি উল্লেখযোগ্য অংশই কিন্ত ভোটার। আর সারা দেশ থেকেই ব্লগে অসংখ্য মানুষ এসে থাকেন। তাই এদের মধ্যে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অনেকেই ভোট দিতে যাবেন।
তাদের প্রতিই আমার অনুরোধ, যেন আওয়ামি সমর্থিত প্রার্থিদের ভোট না দিন। কারণ তাতে আওয়ামি লিগের সন্ত্রাস, দুর্নীতি, বিচার বিভাগকে দলিয় কার্যালয় হিসাবে ব্যাবহার, বিরোধি দল মতকে ফ্যাসিস্ট কায়দায় দমন ইত্যাদি কার্যকলাপকে আরো উৎসাহিত করা হবে।
আর যদি আপনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে থাকেন, তাহলে আওয়ামি লিগকে ভোট না দেয়াটা আপনার দেশপ্রেমরই বহিঃপ্রকাশ ঘটাবে।
আপনারা হয়তো জেনে থাকবেন যে, অতি সম্প্রতি বিদেশি একটি প্রত্রিকা প্রকাশ করেছে যে, আমাদের অভ্যন্তরিন এবং আন্তর্জাতিক নীতিমালা নিয়ন্ত্রন করছে ভারত । নেহায়েত রাজাকার মনভাবম্পন্ন না হলে এই খবরে যে কারোই ক্রোধের সৃস্টি হবে।
জানি না, ব্লগ বা ফেইসবুকে কতদিন সত্য কথাগুলি তুলে ধরা যাবে। কেননা সন্ত্রাস বিরোধী আইন বলে যে আইন করা হয়েছে, সেখানে অন্তর্জালে দেশবিরোধী প্রচারণা চালানো হলে যাবজ্জীবন কারাদন্ডের বিধান রাখা হয়েছে।
এর আগে সব সময় দেখেছি যে, আওয়ামি বিরোধী আন্দোদল হলেই, শেয়ালের মত সমস্বরে আওয়ামি লিগের নেতা থেকে শুরু করে কর্মিরা পর্যন্ত একে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার ষড়োযন্ত্র বলে প্রচার করতো।
এই কু আইনের বলে, আওয়ামি ভৃত্যের ভুমিকায় আদালত যে আওয়ামি বিরোধী লেখালেখি মাত্রই যে সন্ত্রাসি কর্মকান্ডের তকমা দেবে, সে কথা নিশ্চিতভাবেই লেখা যায়।
দেশের মানুষ কোন দিক দিয়েই ভালো নেই। আর আওয়ামি লিগের কুকর্মের লিস্টি প্রকাশ করার মত কোন মিডিয়া আর অবশিস্ট নেই। টকশোতে মত প্রকাশ করতে গিয়ে আওইয়ামি বিরোধীদের আজ হত্যার হুমকি দেয়া হচ্ছে। আর সম্প্রতি ইন্টারনেটেও আওয়ামি বিরোধী মতামতকে সন্ত্রাসি কার্যকলাপ তকমা দিয়ে মতরুদ্ধ করার ষড়যন্ত্র চলছে।
এই অবস্থায়, আওয়ামি লিগের প্রতি অনাস্থা আনবার এই সুবর্ণ সুযোগ কেউ হেলায় হারাবেন না। প্রতিটা নির্বাচনেই আওয়ামি লিগের বিপক্ষ্যে ভোট দিয়ে, তাদের জানিয়ে দিন যে, সর্বক্ষেত্রে ব্যার্থতা, সন্ত্রাস, ডিজিটাল বাকশাল, দুর্নীতি, দেশদ্রোহিতা, সব কিছুর বিরুদ্ধে আপনার অবস্থান। ধন্যবাদ।
১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৩
ধীবর বলেছেন: আশা করি এই কথাগুলি আমাদের সম্মানিত ভোটার ব্লগার সমাজ আমলে নেবেন। অনেক ধন্যবাদ গেস্টাপো ভাই।
২|
১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:০১
দায়িত্ববান নাগরিক বলেছেন: হেফাজট আর জামাট ছাড়া বিেনপিরে মনে হয় না কেউ ভোট দিবো। আমার খাস বিেনপি দোস্তো লিগে ভোট দিবো কইছে। হাহা! রাজাকারের সহবাস সবাই ঘৃনা করে।
১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৩৫
ধীবর বলেছেন: প্রথম আলোর জরিপ যদি বিশ্বাস করি, তাহলে তো দেখা যাচ্ছে দেশের প্রায় ৭০ ভাগ মানুষই জামাত/হেফাজতের সাপোর্টার। উহু, সবাই জামাত সহবাসে ঘৃণা করে না। তার প্রমান আমাদের মাননিয় প্রধানমন্ত্রির ঘরেই আছে।
৩|
১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:১২
আশমএরশাদ বলেছেন: আওয়ামীলীগ পার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং সার্বিক ব্যক্তিত্বের তুলনায় বিএনপির প্রার্থীদের বেশ দুর্বল মনে হয়েছে। কোথায় খায়রুজ্জামান লিটন আর কোথায় বুলবুল? কোথায় কামরান আর কোথায় আরিফ? টক শো গুলাতে দেখলেই বুঝা যাবে তাদের ডায়লগ ডেলিবারীও সুখকর না।
আওয়ামীলীগকে ভোট দিলাম না ভালো কথা। কিন্তু ভোট কি চুদুর বুদুরদের কে দিবো? ভোট কি বাবুর বাবা জয়নাল আবেদীন ফারুককে দিবো? সাইফুরের চেলা যিনি একসময় পুলিশ পহরায় চলতো তাহাকে দিবো?
যারা এ দেশের জন্মকেই স্বীকার করে নাই তাদের সহযোগীকে দিবো?
রাজাকার আলবদরদের লালন পালনকারীদের দিবো?
১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৪৩
ধীবর বলেছেন: প্রশ্নগুলি কিন্তু বেশ চমৎকার। চিন্তা করার মতই। অর্থাৎ আমরা সবাই বুঝতে পারছি, সামগ্রিকভাবে আমাদের বিকল্প পছন্দটিও যথাপোযুক্ত নয়।
শিক্ষার মানদন্ডে যদি বিবেচনা করি, তাহলে আমাদের শিক্ষিত সমাজের ভুমিকা আর অর্ধশিক্ষিত বা অশিক্ষিত সমাজের ভুমিকায় খুব বেশি পার্থক্য কি করা যাবে? তাই সে প্রসঙ্গটি না আনলেই বরঞ্চ ভালো।
৭১ এর রাজাকার বা জামাত যাই বলেন না কেন, এরা কিন্তু আমাদের মধ্যেই বসবাস করে। ৭১ এর ভুমিকার জন্য ক্ষমা প্রার্থনা কিংবা অনুতপ্ত না হয়ে উলটো এর পক্ষ্যে সাফাই গাইবার ঔধর্ত্য দেখানোর মত সাহস ও শক্তি অর্জনের জন্য বড় দুটি রাজনৈতিক দলই সমান অপরাধি। সে জন্যই এই লেখায় ওই ফ্যাক্টরটি বিবেচনা করা হয়নি। ধন্যবাদ।
৪|
১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:১৪
একজন ঘূণপোকা বলেছেন: গেস্টাপো বলেছেন: একমাত্র অন্ধ দলকানা কুকুর আর হিন্দু-নাস্তিক-ইসলাম বিদ্বেষী চক্র ছাড়া তো মনে হয় না কেউ আওয়ামী লীগে ভোট দিবে।আমার অনেক খাস আওয়ামী বন্ধুও এখন তীব্র আওয়ামী বিরোধী হয়ে গেসে
১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৪৫
ধীবর বলেছেন: যে সব ফ্যাক্টর বিবেচনা করে লেখাটি লেখা হয়েছে, সেই বিবেচনায় অবশ্যই আওয়ামি লিগ ভোট প্রাপ্তির যোগ্য নয়।
৫|
১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:২০
বুমবুম বলেছেন: এহহহহ আসছে, তাইলে কারে ভোট দিবো?চুর বিএনপিরে? এই সব কি? এই যে প্রমান...
১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৪৬
ধীবর বলেছেন: হাহাহা। আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? কাকে ভোট দিবেন, সেটা অবশ্যই আপনার উপর নির্ভর করবে। আর প্রমানের কথা বললে, মহাভারত রচনা করা যায়। আচ্ছা আপনি কোন সিটি কর্পোরেশনের ভোটার জানতে পারি? তাহলে আলাদা করে আলোচনা করা যায়।
৬|
১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:২০
অগ্নি সারথি বলেছেন: আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।---- তুই কেডা?
অমন কইরা না বইলা, জামাট বিম্পিরে ভুট দিলে পরকালে অশেষ শান্তি মিলিবে কইলেই হইত।
আমিও দায়িত্ববান নাগরিকের মত বললাম, রাজাকারের সহবাস ঘৃনা করি।
১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৫১
ধীবর বলেছেন: আমি তো আপনার মাথায় পিস্তল ঠেকিয়ে বলিনি যে আওয়ামি লিগকে ভোট দিতে পারবেন না। আপনার ভোট আপনি যাকে খুশি দিন। তবে রাজাকার সহবাসে ঘৃণা করলে আওয়ামি লিগ প্রীতি তো থাকার কথা না। আর ভাষা ব্যাবহারে সংযত হন।
৭|
১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:২৪
রুয়াসা বলেছেন: অগ্নি সারথি বলেছেন: আমিও দায়িত্ববান নাগরিকের মত বললাম, রাজাকারের সহবাস ঘৃনা করি। আমিও করি।
১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৫২
ধীবর বলেছেন: রাজাকার সহবাসে ঘৃণা, অথচ আওয়ামি পীরিতি, দুটা পারস্পরিক সাংঘর্ষিক অবস্থান।
৮|
১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:২৫
বুমবুম বলেছেন: লেখক বলেছেন : "যদি আপনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে থাকেন, তাহলে আওয়ামি লিগকে ভোট না দেয়াটা আপনার দেশপ্রেমরই বহিঃপ্রকাশ ঘটাবে। "
...জামাত রে কোলে নিয়া আপনেগো বিএনপি দেশপ্রেম উল্টায়ে ফেলতেছে, তাইনা?
১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৫৫
ধীবর বলেছেন: জামাত কে কোলে না নিয়েই দেখছি আওয়ামি লিগ বাংলাদেশকে ভারতের ভৃত্য বানিয়ে ফেলেছে। কোনদিন শুনেছেন যে এক দেশের অভ্যন্তরে কোন নির্মান কাজের জন্য আরেকটি দেশের সরকারি মন্ত্রনালয় টেন্ডার ডেকেছে? হ্যা আমি নারায়নগঞ্জের টার্মিনাল নির্মান প্রসঙ্গেই বলছি। শুধু এটা ব্যাখা করুন দেখি। অন্তত দেখা যাক আপনার নিজের দেশপ্রেম কতটা নিখাদ।
৯|
১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:২৯
সবখানে সবাই আছে বলেছেন: আপনাকে একটু আলাদা বলে জানতাম। এই ধরনের সস্তা পোস্ট দিয়ে নিজের কোয়ালিটিকে নিচে নামায় ফেললেন। এর থেকে যদি তুলনামূলক বিচার করে পোস্ট দিতেন আরো পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পারতেন।
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:০১
ধীবর বলেছেন: আমি আলাদা ছিলাম, আছি এবং থাকবো। দেখতে চেয়েছিলাম যে এই পোস্টের বর্ণিত ফ্যাক্টর গুলি কাউন্টার করার জন্য কে কি বলেন। হতাশ হলাম। আর হ্যা, ইচ্ছা করলেই তুলনামুলক বিচার করার যেতো। সেটা করিনি ঐ একই কারণে।
আমি ক্রিটিকাল থিংকিং এ বিশ্বাস করি। তাই সাদা কালো লিখলেও এর মাঝে কিছুটা চিন্তার খোরাক আছে। কেউ সেদিকে যাচ্ছেনই না।
৩ নং মন্তব্য এবং এর প্রত্যুত্তর পড়ুন। আমার ব্যাপারে আশাভঙ্গ হবে না। অনেক ধন্যবাদ। ওহ আরেকটা কথা।
১০|
১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৮
ধৈঞ্চা বলেছেন: সরকার যদি মনে করে আওয়ামী প্রার্থীদের বিজয়ী করা হবে তাহলে আমার আপনার আওয়ামী বিরোধী ভোট কি কোন কাজে লাগবে? স্বাধীন নির্বাচন কমিশন কেন ঢাকা সিটির নির্বাচন করতে পারছে না তা হয়ত জানেন?
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:০৩
ধীবর বলেছেন: ধন্যবাদ ধৈঞ্চা ভাই। যদি অন্তত ভোট দিয়ে মানুষ উলটো ফলাফল দেখে তখন তারা বিক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করবেই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের কথা নিশ্চই আপনার মনে আছে? বাংলাদেশের প্রতিটি প্রাশাসনিক ক্ষেত্রকে দলিয় অফিস বানিয়েছে আওয়ামি লিগ।
১১|
১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৮
অবুঝ ম্যান বলেছেন: মহাচোরদের কে ভুট দিন। চুদুরবুদুর না করে ভাল করেই কেলা। শালা । তুই নির্বাচনে দাড়া তোরে ভোট দিমু। শালা দালাল।
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:০৬
ধীবর বলেছেন: অল্প পানির মাছ বেশি লাফায়। আপনার মন্তব্যটী ঠিক সে রকম। ভাষা ব্যাবহারে সংযত না হলে, ব্লগ ভবিষ্যত অন্ধকার। নেক্সটে আমার পোস্টে তখনই আসবেন, যখন বুঝতে পারবেন, পোস্ট বুঝার মত শিক্ষা মেধা এবং আলোচনার জন্য যোগ্যতা আপনার হয়েছে। ততক্ষন গ্যালারিতে বসুন।
১২|
১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:৪২
ইকবাল১৫০২ বলেছেন: আপনার হয়ত সব প্রত্যাশা আওয়ামী লীগ পূরণ করতে পারেনি তাই হতাসা স্বাভাবিক। কিন্তু বিএনপি যার রিমোট কন্ট্রোল আবার জামাতিদের হাদে তারে আপনি ভোট দিতে বলেন। যারা নগর উন্নয়ন নয় জ্বালাও পোড়াও নীতিতে বিশ্বাসি তাদের ভোট দিতে বলেন। ধিক আপনাকে! শত ধিক!!
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:০৯
ধীবর বলেছেন: আপনার কোন প্রত্যাশাটা আওয়ামি লিগ পুরণ করতে পেরেছে, সেটা জানালেই, খুব সহজে আমার পোস্টের যুক্তি খন্ডন করা যেতো ইকবাল ভাই। আমি ৭১ এর আত্মদানকারি লাখ লাখ শহিদদের উত্তরসুরি। সব মেনে নেবো, কিন্তু স্বাধীনতার প্রশ্নে আপোষ নয়। এই কাজটা আওয়ামি লিগ খুব নির্লজ্জের মত করেছে। অনেক ধন্যবাদ।
১৩|
১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৫
মাইন রানা বলেছেন: যার যার ভোট সে সে দিবে? কে কাকে ভোট দিবে সেটা তাঁর নিজের ব্যাপার।
"আমার ভোট আমি দেব, দেখে শুনে বুজে দেব" অন্যের কথায় নয়
এটা ভোটারদের মনোভাব হওয়া উচিত।
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:১২
ধীবর বলেছেন: খুব অপমানজনক একটি কাচা কথা বলি রানা ভাই। আমাদের দেশের সিংহভাগ মানুষের মার্কা প্রীতি, দেশকে ক্রমশ তলানিতে নিয়ে যাচ্ছে। মার্কায় অন্ধ যারা, সচেতনা তাদের আসবে কোত্থেকে? আপনার কথা গুলি ধ্রুব সত্য। তবে আমাদের দেশের প্রেক্ষাপট বিবেচনায় এর আবেদন নিস্ফল। অনেক ধন্যবাদ।
১৪|
১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৫
এসএমফারুক৮৮ বলেছেন: আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:১৩
ধীবর বলেছেন: জ্বি, খুবই সত্যি কথা।
১৫|
১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৬
কান্টি টুটুল বলেছেন:
সোনালী ব্যাংকের টাকা = জনগনের টাকা
আওয়ামী লীগে ভোট দিলে এর পর সোনালী ব্যাংকের কঙ্কালও খুজে পাওয়া যাবেনা, সুতরাং সন্মানিত ভোটারগণ বুঝে শুনে ভোট দিবেন।
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:১৪
ধীবর বলেছেন: অনেকগুলি ফ্যাক্টরের মধ্যে এটিও একটি। অথচ কেউ এই ফ্যাক্টরগুলি নিয়ে আলোচনা করছে না। ধুম করে বিএনপিকে কেন ভোট দিবো টাইপের কাউন্টার দিচ্ছে। ব্লগে ধীমান মেধাবিদের আকাল চলছে। অনেক ধন্যবাদ টুটুল ভাই।
১৬|
১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৭
এ জাফর বলেছেন: আওয়ামী লীগেরে ভোট দিমুনা তো আর কারে ভোট দিমু! লীগের ছেলেপেলেদের খোরাক জোগাড় করা, চাঁদাবাজি করা, টেন্ডার ছিনতাই করা এসব মহত কর্ম যেন তেনারা আরো জোরেশোরে করতে পারে সেজন্য আমাদের সকলের উচিত আওয়ামী লীগের প্রার্থীদের লাইন ধরে ভোট দেয়া। দেশের একমাত্র দেশপ্রেমিক দল আওয়ামী লীগ ছাড়া আর কে আছে বলুন!
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:১৫
ধীবর বলেছেন: আপনার মন্তব্যে মজা পেলাম জাফর ভাই। এত যোগ্য দল থাকতে আমি কিনা বিরোধীতা করছি? আমি খুব খারাপ
অনেক ধন্যবাদ।
১৭|
১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৬
নিয়েল হিমু বলেছেন: দেখুন ধীবর দা সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন । আর এখানে একটা ছোট্ট এলাকার ক্ষমতা পাওয়া যাবে বলে প্রতিনীধীরা রাজনৈতিক সাপোর্ট ছাপিয়ে সত্যিকার অর্থেই জনগনের কাছাকাছি থাকতে চায় এবং সাধারণ জনগনও সেটাই চায় । আপনার মত কতিপয় লোকেরা দিশেহারা হয়েই রাজনৈতিক ব্যানার নিয়ে আসেন এবং নিজেকে হাস্যকর হিসেবে প্রমাণ করেন ।
রাজনৈতিক উষ্কানি পোষ্ট সাভাবিক ভাবেই ভাল লাগে নি ।
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:২১
ধীবর বলেছেন: হিমু ভাই, আপনার ভালো না লাগাকে সম্মান করছি। ধন্যবাদ। আপনি একটি নাম করা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। আপনার প্রতি প্রশ্ন যে, যদি স্থানিয় জনগণের প্রতিই আস্থা থাকতো, তাহলে এই নির্বাচনে কেন্দ্রিয় রাজনৈতিক নেতারা কেন নিজ নিজ প্রার্থির পক্ষে জনগনের সমর্থন চাইতে আসছেন?
আমি তো কোন প্রার্থির পক্ষ্যে প্রচারণা চালাইনি। শ্রেফ কিছু কর্ম বিবেচনায় আওয়ামি লিগকে ভোট না দেবার আহবান করেছি। এর বিপরীতে কেন আওয়ামি লিগই ভোট প্রাপ্তির দাবিদার সে কথা উল্লেখ করা যেতো। যেতো না? বিরোধীতাকারিদের মন্তব্যগুলি পড়ুন। শ্রেফ বিরোধিতা করার জন্য অসার মন্তব্য ছাড়া আর কিছু পাবেন না। ভালো থাকবেন।
১৮|
১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:০০
ম.র.নি বলেছেন: লীগেরতো সুরন্জিত সেন গুপ্তের বংশধরদের রিজার্ভ ভোট আছেই,এরা ছাড়া লীগের উচ্ছিস্ঠভোগকারী, ঘুষখুর পুলিশের বংশধরেরা ভোট দিবে।কোন শিক্ষিত, সচেতন বিবেকবান মানুষ লীগকে ভোট দিবে না এটা ধরে নেয়া যায়।আর যেসব আবালরা বলে বেরায় আমার ভোট আমি দিব যাকে খুশী তাকেদিব, তারা যদি স্বেচ্ছায় গু খেতে চায় তাদের বলে কোন লাভ নেই।
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:২২
ধীবর বলেছেন: সবাই এত কথা বললো, কেউ বলছে না কেন আওয়ামি লিগ ভোট পাবার দাবি করতে পারে।
অনেক ধন্যবাদ ম র নি ভাই।
১৯|
১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩২
ম্যানিলা নিশি বলেছেন:
আওয়ামী সরকার সোনালী ব্যাংক ,শেয়ার বাজার আর রেন্টাল ইস্যুতে জনগনের সাথে বেইমানি করেছে।
বেইমানদের কেউ ভোট দিবেন না।
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:২২
ধীবর বলেছেন: ধন্যবাদ নিশি। আপনার আহবানে আমিও সাড়া দিলাম।
২০|
১৩ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৯
aiman_jancw বলেছেন: চেতনার ফেরিওালা, স্বাধীনতার আড়ৎদার, জাতির পিতা নাম ভাঙ্গায়ে চলা, আওয়ামী ঘৃণা জীবীদেরকে বাংলাদেশ এর রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। এরা ২০১৩ তে ইন্ডিয়ার হয়ে রাজাকারী করছে।
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:২৪
ধীবর বলেছেন: খুব ভালো বলেছেনা আইমান ভাই। মুখে রাজাকারের বিরোধিতা আর কর্মে রাজাকারি, এই দুইয়ে মিলিয়েই আওয়ামি স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। ধন্যবাদ অনেক।
২১|
১৩ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: রুয়াসা বলেছেন: অগ্নি সারথি বলেছেন: আমিও দায়িত্ববান নাগরিকের মত বললাম, রাজাকারের সহবাস ঘৃনা করি। আমিও করি।
আবাল আর কারে কয়!!!
চালুনী কয় সূই তোর পাছায় ফুটা!!!!!
রাজাকারের সাথে বৈবাহিত সম্পর্ক কয়জন আওয়ামীলীগ আর কয় জন বিএনপির সাথে????
আসলে তারা রাজাকারের মেয়ের সাথৈ সহবাসে নব্য পুনা নাতি রাজাকেরর আত্মীয়তো, তাই ঐ লেজকাটা শিয়াল বা বেবুশ্যের বড় গলার মতো- হুদাই বেশরমের মতো চিক্কুর পাড়ে!!!
রাজাকেরর সাথে যদি কেউ সহবাস করে থাকে তো সে আওয়ামীলীগ। খোদ প্রধানমন্ত্রী সহ মন্ত্রী সভার আওয়ামীলীগের কতজন জামায়াত বিয়াই বিয়াইন আর পুত্রবধূ আছে- তা কি দিনকানা, রাতকানা, দলকানার দল দেখৈনা???
ছোঃ- আবার আসে চেতনা ফলাইতে!!!!!!!
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:২৭
ধীবর বলেছেন: ধন্যবাদ বিদ্রোহি ভাই। কি আর বলবো। তোতা পাখির মত কিছু গৎ বাধা বুলি ছাড়া এদের ঝুলিতে আর কিছু অবশিস্ট নেই। তাই সামান্য এতটুকুও বলতে পারছে না, কেন এরা চায় আওয়ামি লিগ ভোট পাক। আর রাজাকারের ধুয়া এতবেশি ব্যবহার করেছে যে, সেই আবেদন এখন শুধু বিনোদনের খোরাক যোগায়।
২২|
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
ইকবাল পারভেজ বলেছেন:
-
হাসিনার মেয়ে পুতুলের বিয়ে হয়ছে মোশারফ রাজাকারের ছেলে ও নুরু রাজাকারের নাতির সাথে| সন্তান সংখ্যা ৫ জন !!!!!!!!!!
রাজাকারের সাথে সহবাস আম্লীগ করে না, তাইলে বছর বছর বাচ্চা হইতাছে কেম্নে????????????
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:২৭
ধীবর বলেছেন: হাহাহা। আপনার কথায় হাসতে বাধ্য হলাম। কিন্ত এই প্রশ্নের উত্তর কি পাওয়া যাবে? ![]()
২৩|
১৩ ই জুন, ২০১৩ রাত ৮:২৫
হুমায়ুন তোরাব বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন: গেস্টাপো বলেছেন: একমাত্র অন্ধ দলকানা কুকুর আর হিন্দু-নাস্তিক-ইসলাম বিদ্বেষী চক্র ছাড়া তো মনে হয় না কেউ আওয়ামী লীগে ভোট দিবে।আমার অনেক খাস আওয়ামী বন্ধুও এখন তীব্র আওয়ামী বিরোধী হয়ে গেসে
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:২৮
ধীবর বলেছেন: যুক্তি ধার ধারলে, সম্ভবত আওয়ামি লিগ অনেক দিনের জন্য জয় থেকে দূরে থাকতে যাচ্ছে। ধন্যবাদ তোরাব ভাই।
২৪|
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:০৯
বিডি আমিনুর বলেছেন: হুমায়ুন তোরাব বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন: গেস্টাপো বলেছেন: একমাত্র অন্ধ দলকানা কুকুর আর হিন্দু-নাস্তিক-ইসলাম বিদ্বেষী চক্র ছাড়া তো মনে হয় না কেউ আওয়ামী লীগে ভোট দিবে।আমার অনেক খাস আওয়ামী বন্ধুও এখন তীব্র আওয়ামী বিরোধী হয়ে গে
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:২৯
ধীবর বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই।
২৫|
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:১৯
এস এইচ খান বলেছেন: ভোটাররা নির্বিঘ্নে একবার বুথে ঢুকতে পারলে আর সে অনুযায়ী রেজাল্ট ঘোষণা হলে ৪ সিটিতেই চেতনাধারীদের খবর আছে এবার। অবশ্য চট্রগ্রামের মত কঠোর পাহারা না বসালে ঠিক উল্টো ঘটনাও ঘটতে পারে ধীবর ভাই। ধন্যবাদ।
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৩৮
ধীবর বলেছেন: খান ভাই, কি বলবো। এরা ভালো করেই জানে কোন পরিণতির দিকে এরা যাচ্ছে। এজন্যই সেনাবাহিনি নিয়োগের কথা শুনে এদের হার্টবিট বেড়ে গিয়েছে। আপনার সাথে পুর্ণ সহমত। চট্টগ্রামের মত শক্ত অবস্থানে না থাকলে, ভোটের ফল উলটে যাবার সম্ভাবনা আছে। অনেক ধন্যবাদ।
২৬|
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:২৭
হায়দার সুমন বলেছেন: রাজাকারের সাথে সহবাস আম্লীগ করে না, তাইলে বছর বছর বাচ্চা হইতাছে কেম্নে????????????
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৩৮
ধীবর বলেছেন: মিলিয়ান ডলারের প্রশ্ন ![]()
২৭|
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৪১
পীপিলিকা বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: হেফাজত আর জামাত ছাড়া বিএনপিরে মনে হয় না কেউ ভোট দিবো। আমার খাস বিএনপি দোস্তো লিগে ভোট দিবো কইছে। হাহা! রাজাকারের সহবাস সবাই ঘৃনা করে।
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৪৮
ধীবর বলেছেন: জ্বি মাল্টিতে এসে, অন্যের মন্তব্যের প্রতিধবনি করাটা খুব হাস্যকর।
২৮|
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৪২
ইকবাল পারভেজ বলেছেন: -
কোন ক্যাটাগরীর ব্লগারার আম্লীগকে ভোট দিবে??
উত্তর:
টেকার বস্তা লইয়া ধরা খাওয়া সুরন্জিতের মত অনেক সুরন্জিত যারা ধরা পড়ে নাই তাদের সন্তানেরা|
সোনালী ব্যাংক লুটেরাদের পোলা-মাইয়ারা|
টেম্পু স্ট্যান্ড- বাস-ট্রাক স্টেন্ডে চান্দাবাজরা|
ধর্ষক আর ঈভ টিজার ব্লগাররা|
চেতনার ফেরিওয়ালা ভারতের দালাল, নব্য রাজাকাররা|
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৫০
ধীবর বলেছেন: আরো আছে, যাদের মধ্যে হুজুগ তুলতে পারলে, দিক বিদিক না চিন্তা করেই খালি সিল মারো ভাই সিল মারো, নৌকা মার্কায় সিল মারো বলে দৌড়ায়
ধন্যবাদ ইকবাল ভাই।
২৯|
১৪ ই জুন, ২০১৩ রাত ১:০১
ইকবাল পারভেজ বলেছেন: ধীবর ভাই:
আওয়ামী বলদ চিরকালই বলদ, কোন মুখে ওরা ভোট চায়? দেশের মানুষ গু মাখা জুতা লইয়া রেডি, ভোট চাইতে গেলেই না-কি চপাত চপাত বারি দিব|
সিলেটে কামরান মিয়া না-কি কিছু কিছু এলাকায় মানুষের রোষানলে পড়ছে| এখন না-কি কান্দে আর কয় আমর মা নাই, মারা গেছে, তার দিকে চাইয়া শেষ বারের মত ভোট ভিক্ষা দেন|
১৪ ই জুন, ২০১৩ রাত ১:০৬
ধীবর বলেছেন: হাহাহা। বলেন কি ইকবাল ভাই? ভোট ভিক্ষার জন্য শেষ পর্যন্ত মরা মা কেও ব্যাবহার করছে এরা? সাধেই কি বলে তুই মানুষ না তুই আওয়ামি লিগ? ছি ছি ছি।
৩০|
১৪ ই জুন, ২০১৩ রাত ১:২৪
ইকবাল পারভেজ বলেছেন: আরেকটা শুনেন:
কামারান গেছে শাহ জালাল দরগাহ এলাকায় ভোট চাইতে, দাড়ি-টুপি ওয়ালা এক শিক্ষকের হাতে মিলাইতে গেছে, ঐ লোক হাত বাড়ায় না, পরে কামরান নিজে জোড় কইরা ঐ লোকের হাত নিজের হাতে নিয়া বলতেছে, ভোট না দেন, হাতটা মিলান|
সেই দাড়ি টুপি ওয়ালা শিক্ষকের জবাব, আপনারা না বলছেন আমরা কোরান পুড়াইছি, তো যেই হাতে কোরান পুরাইছি সেই হাতে সাথে আপনাদের হাত মিলানো উচিত না !!!!
ধীবর ভাই, আম্লীগ কি দেশের মানুষের পালস বুজতে পারে?? কখনো না|
ঈদের ১ দিন আগে ৪০ বছরের ভিটা থেকে বিরোধী নেত্রীকে বেড় করে দেওয়া|
ভারতের দাসে পরিনত হওয়া|
শপলা চত্বরে হুজুরদেরকে গণ হত্যা করা|
যুবলীগের গুন্ডাদের টুপি-পান্জাবী পরিয়ে কোরানে আগুন দেওয়া|
মানুস সব বুঝে, ঘরে ঘরে টিভি এখন, রিক্সা ওয়ালাও পত্রিকা পড়ে|
মাফ নাই আম্লীগের এইবার|
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:১২
ধীবর বলেছেন: আওয়ামি লিগ তার প্রাপ্য পেয়ে গিয়েছে ইকবাল ভাই।
৩১|
১৪ ই জুন, ২০১৩ রাত ২:২০
পীপিলিকা বলেছেন: এক নিক খুলতেই প্রায় ৯মাস বইসা থাকতে হইলো আর মাল্টি...হাসাইলেন ভাই।
আর আমাদের পেশাটাই এমন যেখানে আপনি চাইলেও এত সময় পাবেন না।
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৩
ধীবর বলেছেন: কি পেশা জানালেই বুঝতে পারতাম এত সময় আপনার নেই।
৩২|
১৪ ই জুন, ২০১৩ রাত ২:২৩
নিয়েল হিমু বলেছেন: আমিতো লীগ কে ভোট দিতে বলি নাই । আপনি রাজনৈতীক দিক থেকে দেখতেছেন বা অনেক মানুষ তাই করতেছে আমি শুধু সেটাই ধরিয়ে দিছি । আপনি চাইলে আমি আগামি কালকে একটা লিস্ট দিতে পারব যারা আমার পরিচিত বিন্পি কর্মি কিন্তু ভোট দিবে লীগ সমর্থিত কামরানকে কারন কামরানের বিহ্যাভ । ঐযে আগের কমেন্টে প্রথমেই বলছি স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক সাপোর্ট ছাপিয়ে..........
অঃটঃ আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি না । স্বনাম ধন্যত পরে । আমার ফেবুর info ভুল দেয়া নাই এক বিন্দুও । ঐখানে কোথাও অথবা ভার্চুয়ালেও কোথাও আমি এরকম কিছু বলি নাই । তাই আশা করব আমার সম্পর্ক ভুল ধারণার অবসান হবে
ইকবাল পারভেসের একটা কমেন্ট বানোয়াট । তার মুখে একটা জুতার বাড়ি দিতে পারব কি ?
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৫
ধীবর বলেছেন: এত এত বিএনপি সমর্থকদের ভোট পেয়েও এই হাল? ওদের ভোট না পেলে কি হতো হিমু ভাই? ভোটের ফলাফল যা, সেটা আপনার অনুরোধের বুমেরাং হয়ে গেলো না?
৩৩|
১৪ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৩
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
দায়িত্ববান নাগরিক বলেছেন: হেফাজট আর জামাট ছাড়া বিেনপিরে মনে হয় না কেউ ভোট দিবো। আমার খাস বিেনপি দোস্তো লিগে ভোট দিবো কইছে। হাহা! রাজাকারের সহবাস সবাই ঘৃনা করে।
লেখক বলেছেন: প্রথম আলোর জরিপ যদি বিশ্বাস করি, তাহলে তো দেখা যাচ্ছে দেশের প্রায় ৭০ ভাগ মানুষই জামাত/হেফাজতের সাপোর্টার। উহু, সবাই জামাত সহবাসে ঘৃণা করে না। তার প্রমান আমাদের মাননিয় প্রধানমন্ত্রির ঘরেই আছে।
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৬
ধীবর বলেছেন: ধন্যবাদ মুন্না ভাই ![]()
৩৪|
১৪ ই জুন, ২০১৩ সকাল ৭:৫৮
কলাবাগান১ বলেছেন: যারা এ দেশের জন্মকেই স্বীকার করে নাই তাদের সহযোগীকে দিবো?
রাজাকার আলবদরদের লালন পালনকারীদের দিবো?
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:২১
ধীবর বলেছেন: বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশি জাতিয়তাবাদ একটি মহিরুহের নাম। জাতিয় রাজনীতির স্বার্থে অনেকেই এই মহিরুহের তলায় আছে। তার মানে এই নয় যে পরগাছা অবস্থানের কারণে মহিরুহ তার আপন পরিচয় হারিয়েছে।
একই কারণে আপনাদের দলও কিন্তু ওদের সাথে এক সময় বেশ পীরিতি করেছে। আর জামাত ৭১ এর দেশদ্রোহি আর আওয়ামি লিগ ৭১ পরবর্তি রাজাকার। আওয়ামি লিগকে ভোট দিলে রাজাকারিরই পৃষ্ঠপোষকতা করা হয়
৩৫|
১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৩৭
ইকবাল পারভেজ বলেছেন: @নিয়েল:
কোন কমেন্ট বানোয়াট কইলি কুত্তালীগার?? নীচের পোস্টে গিয়া কামরানের কুকর্তি দেইখা আস|
Click This Link
আমি জাতীয় পত্রিকা আমাদের সময়ের প্রতিবেদনের সামান্য একটু অংশ কমেন্ট হিসাবে দিয়েছি, তোমার পুটুতে আগুন লাগছে কেন?? কামরানের সাথে যে অস্রধারী গুন্ডাবাহিনী চলে সেইটা ছবি সহ পত্রিকায় আসছে, দেখো নাই??
আর জুতার বারি দিবা, কও কি তোমাগো কুত্তা লীগ তো চাপাতি ছাড়া কথাই কয় না, কাটা রাইফেল না চইলেতো চলেই না, মাইয়া মাইনষের মত তুমি কেন জুতার উপড়ে ভরসা করলা??
ফটিকছরির কথা ভুইলা যাইও না ![]()
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৪
ধীবর বলেছেন: জনগণ তাগো হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে
সামনে বাশ দিবে।
৩৬|
১৫ ই জুন, ২০১৩ ভোর ৫:১৬
শিপন মোল্লা বলেছেন: অবুঝ ম্যান হাম্বার বাচ্চা ছ্যাঁচড় ভদ্র হয় তা নাহলে থাপ্রায়া দাত ফালায় দিমু নেরি কুত্তা। ধীবর ভাই উপরের হাম্বা গুলারে ভদ্র ভাবে ব্যাবহার না করে লাত্তি দিয়ে সুজা রাখেন তাদের দরকার এটাই।
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৪
ধীবর বলেছেন: আবুশিথি ভাই, কিছু কিছু লাত্থি দিতে হয় এমন ভাবে, যাতে ব্যাথা থাকে অনেকদিন ![]()
৩৭|
১৫ ই জুন, ২০১৩ সকাল ৭:২১
নয়ামুখ বলেছেন: আমাদের সিলেটে আওয়ামীলীগ ও ১৪ দলীয় প্রার্থী বদর উদ্দিন কামরান সিলেটকে সন্ত্রাসমুক্ত করার ঘোষনা দিয়েছেন। তিনি যাদের নিয়ে সন্ত্রাসমুক্ত সিলেট গড়বেন ভোট দেয়ার আগে তাদের দেখে রাখুন
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৬
ধীবর বলেছেন: এই সব চাপাবাজ সন্ত্রাসিদের জনগণ উপযুক্ত প্রাপ্য দিয়েছে।
৩৮|
১৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৬
জুল ভার্ন বলেছেন: "কম্বল কাঁটা মুজিবকোট, আর দেবোনা নৌকায় ভোট"-এই স্লোগানটা ৭২ থেকে ৭৫ সনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সেই কম্বল চোর আওয়ামীজান্তা এখন হয়েছে সর্বভূক রাক্ষস। ওরা শেয়ার বাজার খেয়েছে, হলমার্ক, বিছমিল্লাগ্রুপেরমত নাম স্বর্বস্ব ব্যাবসায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে রাস্ট্রায়াত্ব ব্যাংক খেয়েছে, ডেসটিনি খেয়েছে, পদ্মা সেতু খেয়েছে, রেলওয়ে খেয়েছে, সড়ক-জনপথা খেয়েছে, নদী-নালা, খেলার মাঠ, কবরস্থান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খেয়েছে-এবার মানুষ খাবে......
কাজেই দেশ বাঁচাতে, দেশের মানুষ বাঁচাতে ভারতীয় গোলামীর জিঞ্জির থেকে বেড়িয়ে আসতে অবশ্যই বিএনপির নেতৃত্বে আওয়ামীলীগকে রুখতে হবে।
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৯
ধীবর বলেছেন: শ্রদ্ধেয় জুলভার্ণ ভাই,
আওয়ামি লিগের মত মিথ্যাবাদি নোংরা মানসিকতার দল বাংলাদেশ তো ভালো, সারা দুনিয়াতে আর খুজে পাওয়া যাবে না। আপনার নিশ্চই মনে আছে, এরা অনেকদিন ব্লগে ভিন্নমত দলনের জন্য ছাগু ট্যাগিং করতো। কিন্ত চোরের ১০ দিন আর গৃহস্থের একদিন হিসাবে, ওরা এখন চোরের দশায় পতিত।
আমাদের খুব শক্ত ভাবে ভারতের দালাল দেশদ্রোহি আওয়ামি লিগের বিরুদ্ধে প্রতিবাদ চালু রাখতে হবে।
৩৯|
১৫ ই জুন, ২০১৩ দুপুর ২:১৫
আসফি আজাদ বলেছেন: "উহু, সবাই জামাত সহবাসে ঘৃণা করে না। তার প্রমান আমাদের মাননিয় প্রধানমন্ত্রির ঘরেই আছে।" - মূল তাড়নাটা জৈবিক, আর অনেকেই এই বিষয়ে বাছ-বিচার করে না...তবে সস্তায় উপদেশ বিতরণে তারা অগ্রগামী বটে...উনারা অ্যালঝেইমার রোগে প্রয়োজনমত আক্রান্ত হন...কাজেই “আপনি আচারি ধর্ম পরেরে শেখাও”উনাদের জন্য প্রযোজ্য নয়
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪০
ধীবর বলেছেন: ক্লাসিক একটা মন্তব্য করেছেন আসফি ভাই। দুর্দান্ত। ![]()
৪০|
১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: জামাতের বাহানা দিয়া বালের হারামজাদারা এই দেশে টাকার পরিবর্তে ভারতীয় রুপি চালু করতে চায় তারা আবার মুক্তিযুদ্ধের চেতনা ুদায়। উষ্টায়া বিএসএফের গেলমানী করতে পাঠানো উচিত। শুকরের দল বলে বাংলাদেশ ও ভারত এক দেশ।
পোষ্টের জন্য অনেক ধন্যবাদ ধীবর ভাই।
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪১
ধীবর বলেছেন: মনে করিয়ে দেবার জন্য অনেক ধন্যবাদ বা জি ভাই। যে বা যারা বাংলাদেশে ভারতীয় মুদ্রা চালু করার কথা বলার দৃস্টতা দেখায়, ওদের দালালির জন্য প্রকাশ্যে ফাসি দেয়া উচিত। ওদের স্থান স্বাধীন বাংলাদেশের পবিত্র মাটি নয়, ভারত নামের নর্দমা বা নরকে।
৪১|
১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
নষ্ট ছেলে বলেছেন: লীগের অবস্থা জুইত মনে হইতাছে না ! হেফাজত আর জামাতে দেশ ভইরা গেল নাকি ![]()
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪২
ধীবর বলেছেন: হায় হায় হায় দেশ তো এখন পাকিস্থান আফগানিস্তান হয়ে গেলো বইলা। চলেন সানি লিওনের দেশ ইন্ডিয়া তে যাই গিয়া। ![]()
৪২|
১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
পীপিলিকা বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: হেফাজত আর জামাতে দেশ ভইরা গেল নাকি
ভাই হেফাজত আর জামাতের নিশ্চিহ্ন হওয়া এখন কেবল সময়ের ব্যাপার...জাস্ট ওয়েট এন্ড সি ব্রো।
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৩
ধীবর বলেছেন: হ্যা ভাই, ঠিকই বলেছেন। ফলাফল ৪-০
৪৩|
১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: এখন পর্য়ন্ত আপডেট - ১৮ দল এগিয়ে- এমনই কি হবার কথা ছিল!
জনগনতো আপনার আহবানে সাড়া দিয়েছে বলেই পতীয়মান হয়
Congratulation ![]()
![]()
![]()
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৩
ধীবর বলেছেন: কোলাকোলি আর অনেক অভিনন্দন আপনাকে আর বাকি সব দেশপ্রেমিক জাতিয়তাবাদিদের।
৪৪|
১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
নষ্ট ছেলে বলেছেন: @পীপিলিকা,
অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছ!
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৪
ধীবর বলেছেন: উনাদের কান্না কাটি করতে দেন নস্ট ছেলে ভাই ![]()
৪৫|
১৫ ই জুন, ২০১৩ রাত ১১:২০
এস এইচ খান বলেছেন: ধীবর ভাই, এই সময়ে আপনি কুতায়? বোম্বাই মরিচ ডাডারা কয় ভূত মরিচ! আর এই ভূত মরিচ দিয়া এক খানা নয়া পুষ্ট চাই
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৫
ধীবর বলেছেন: আরে খান ভাই, আমি গেছিলাম মিস্টি খেতে আর বিলাতে। এই জন্য বিজি ছিলাম। আপনার কাছে কবে আসবো মিস্টি খেতে?
নয়া মরিচের ডলা দেয়া নয়া লেখা এখন ব্লগে। ![]()
৪৬|
১৬ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৪
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: ইকবাল পারভেজ ,,,বিদ্রোহী ভৃগু বলেছেন,,,
রাজাকারের সাথে বৈবাহিত সম্পর্ক কয়জন আওয়ামীলীগ আর কয় জন বিএনপির সাথে????
আসলে তারা রাজাকারের মেয়ের সাথৈ সহবাসে নব্য পুনা নাতি রাজাকেরর আত্মীয়তো, তাই ঐ লেজকাটা শিয়াল বা বেবুশ্যের বড় গলার মতো- হুদাই বেশরমের মতো চিক্কুর পাড়ে!!!
রাজাকেরর সাথে যদি কেউ সহবাস করে থাকে তো সে আওয়ামীলীগ। খোদ প্রধানমন্ত্রী সহ মন্ত্রী সভার আওয়ামীলীগের কতজন জামায়াত বিয়াই বিয়াইন আর পুত্রবধূ আছে- তা কি দিনকানা, রাতকানা, দলকানার দল দেখৈনা??
হাসিনার মেয়ে পুতুলের বিয়ে হয়ছে মোশারফ রাজাকারের ছেলে ও নুরু রাজাকারের নাতির সাথে| সন্তান সংখ্যা ৫ জন !!!!!!!!!!
রাজাকারের সাথে সহবাস আম্লীগ করে না, তাইলে বছর বছর বাচ্চা হইতাছে কেম্নে????????????
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৫
ধীবর বলেছেন: এই মিলিয়ান ডলার প্রশ্নের উত্তর কারো কাছে নেই আসামী ভাই ![]()
৪৭|
২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৫
ক্ষুধিত পাষাণ বলেছেন: এখন আর কোনো সৎ, ইমানদার লোক আওয়ামী লিগে ভোট দিবেনা।
২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:২৯
ধীবর বলেছেন: ইনশাল্লাহ । আর আওয়ামি ভাওতাবাজিতে সাধারণ সহজ সরল লোকগুলি যেন আর ধোকা না খায়, সেজন্য আমাদের সবাইকে এক সাথে কাজ করতে হবে। অনেক ধন্যবাদ।
৪৮|
২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩০
সাইবার অভিযত্রী বলেছেন: জুল ভার্ন বলেছেন: "কম্বল কাঁটা মুজিবকোট, আর দেবোনা নৌকায় ভোট"-এই স্লোগানটা ৭২ থেকে ৭৫ সনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সেই কম্বল চোর আওয়ামীজান্তা এখন হয়েছে সর্বভূক রাক্ষস। ওরা শেয়ার বাজার খেয়েছে, হলমার্ক, বিছমিল্লাগ্রুপেরমত নাম স্বর্বস্ব ব্যাবসায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে রাস্ট্রায়াত্ব ব্যাংক খেয়েছে, ডেসটিনি খেয়েছে, পদ্মা সেতু খেয়েছে, রেলওয়ে খেয়েছে, সড়ক-জনপথা খেয়েছে, নদী-নালা, খেলার মাঠ, কবরস্থান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খেয়েছে-এবার মানুষ খাবে......
জুল ভার্ন ভাই, মানুষও তো খেয়েছে, ইলিয়াস আলী, হেফাজট কর্মী .. অনেকেই তো হাওয়া !
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৪১
ধীবর বলেছেন: ধন্যবাদ সাইবার অভিযাত্রি ভাই।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৯
গেস্টাপো বলেছেন: একমাত্র অন্ধ দলকানা কুকুর আর হিন্দু-নাস্তিক-ইসলাম বিদ্বেষী চক্র ছাড়া তো মনে হয় না কেউ আওয়ামী লীগে ভোট দিবে।আমার অনেক খাস আওয়ামী বন্ধুও এখন তীব্র আওয়ামী বিরোধী হয়ে গেসে