![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধাপরাধীদের ফাসি নিশ্চিত করার দাবি নিয়ে যখন শাহাবাগে আন্দোলন শুরু হলো, তখন সর্বস্তরের জনতা স্বতঃস্ফুর্তভাবেই একাত্মতা প্রকাশ করেছিল। কিন্তু দুই তিন পার হতেই যখন সেই আন্দোলন আওয়ামি লিগ আর স্বাধীনতা সংগ্রামকে দুই কুকুরের লড়াই বলে যুদ্ধ থেকে দূরে থাকা ইনু মেনন গং এর নেতৃত্বে হাইজ্যাক করা হলো, তখন থেকেই জনসমর্থন কমে আসা শুররু হলো।
এর পর জ্বালাময়ি বক্তৃতা, ফ্রি বিরিয়ানি ইত্যাদি লোভ দিয়েও কাজ হয়নি। লাভের মধ্যে লাভ হয়েছে যে, ব্লগার নাম ভাঙ্গিয়ে কিছু নিতান্তই বখাটে, ভাড়াটে মিডিয়ার নিজের মুখখানা দেখানো এবং "জ্ঞান গর্ভ" কিছু অজ্ঞানি সুলভ চাপাবাজি করার সুযোগ পেয়েছে।
এরা যে হালুয়া রুটির লোভে সেখানে পড়ে ছিল, তার অনেক প্রমানই বাইরে এসেছে। সেটা তাদের অন্তর্কলহ উদ্ভুত পরিস্থিতির কারণেই।
গোদের মাঝে বিষফোড়ার মত ভারতীয় পত্রিকা যখন ফাস করে দেয় যে সেই আন্দোলন ছিল ভারতের সমর্থনপুস্ট তখন এরা পড়ে যায় আরো ফাপড়ে ! আর সব রাগ গিয়ে পড়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের উপরে।
ভাবখানা এমন , ব্যাটা আমরা চুরি করি, লুইচামি করি, তুই প্রকাশ করলি কেন? আর বাকস্বাধীনতার চেতনাধারিদের আক্রোশ গিয়ে পড়ে মাহমুদুর রহমানের উপর। ফলে অনেক দিন অবরুদ্ধ থাকলেও, গাড়ি পোড়্নার মামলায় তাকে রিমান্ডে নিয়ে নির্যারতন করা হচ্ছে। স্ট্যালিন মাও এর কায়দায় আমার দেশ পত্রিকাটি বন্ধ করে দেয়া হয়েছে।
স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে একটি করদ রাজ্য বানানোর ষড়যন্ত্র করে আসছে ভারত। সেই লক্ষ্যে একদল বংশবদ পালিত হচ্ছে ভারতের পয়সায়। যাদের কাজ মিডিয়াতে ভারতের করা কুকর্মগুলি আড়াল করা কিংবা সেই কুকর্ম বা ষড়যন্ত্রগুলি যাতে কোনমতেই প্রকাশিত না হয় সেই ব্যাবস্থা করা।
আর যাদের নেতৃত্বে আমাদের দেশের ইসলামকে ব্রাত্য এবং ধর্ম পালনকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, তারা আর কেউ নয়। ভারতের উচ্ছিস্টভোগি নব্য রাজাকার। আর ভারত বাংলাদেশ মৈত্রি সমিতির প্রেসিডেন্ট অজয় পাল হচ্ছে ইসলামকে গালাগালি করে অন্তর্জালে ইসলামোফোবিয়া প্রচার করাদের প্রধান পান্ডা !
আর আওয়ামি লীগ তো অনেক আগে থেকেই ভারতের কাছে দাসখত দিয়ে রেখেছে। একারণেই আওয়ামি লীগ আর রামপন্থিদের মণি কাঞ্চন যোগ হয়েছী ২০০৮ সালের পর থেকেই।
আমার দেশের প্রকাশনা বন্ধ বা মাহমুদুর রহমানকে নির্যাতন করে আওয়ামি রাম বামরা মনে করেছিল, তাদের ষড়যন্ত্র গুলি প্রকাশের সব রাস্তা বন্ধ।
ভুল ! সবই ভুল। বাংলাদেশের ১৬ কোটী মানুষের ৩২ কোটি চোখ তোমাদের উপরে রয়েছে। আর সেকারণেই আমার দেশের রিপোর্ট করা শাহবাগ আন্দোলন যে ভারতের ,মদদ পুস্ট সেটি আরেকবার প্রকাশিত হয়েছে।
শাহাবাগের তথাকথিত আন্দোলনের এক নেতা খালেদুর রহমান শাকিল যে ভাষায়, বাংলাদেশের ব্যাপারে ভারতকে নাক গলানোর আহবান করেছে, গোলাম আযমেরও সেই আস্পর্ধা হয়নি। নীচে দেখুন এই নব্য রাজাকারের বাচ্চা কি বলেছে
"India has always fought terror and in this case too, we would expect the Indian government to formulate its policies in a fashion that would foster a secular development in Bangladesh," said Khaledur Rahman Shakil, one of the leading activists of the Shahbag movement."
Click This Link
ইন্ডিয়া নাকি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করেছে ! ওরে রাজাকারের বাচ্চা, ইন্ডিয়া সন্ত্রাস নয়, ব্রাক্ষ্মনবাদি উত্তর ভারতীয় শাসনের বিরুদ্ধে ন্যায্য অধিকারের দাবি করাদের উপরেই রাস্ট্রিয় সন্ত্রাস চালু রেখেছে। উদাহারণ দেবো না। কারণ তোরা ভারতের উচ্ছিস্ট খাওয়া অন্ধ !
আর তোর এত বড় স্পর্ধা যে, ভারতকে ডাকিস আমাদের দেশে নাক গলাতে?
মুখে চেতনার বুলি আওড়িয়ে পাকিদের মুরগি সাপ্লায়ার শাহরিয়ার কবির হয়েছে গিয়ে বিশাল মুক্তিযুদ্ধের স্বপক্ষ্যের শক্তি। পাকিস্থানিদের একান্ত বংশদবত ডিসি মখা আলমগিরের ভাইপো মুতা মামুন হয়ে গিয়েছে স্বাধীনতার অন্যতম রক্ষক?
এই দুই পাপিষ্ঠ আর সাথে সমমনাদের নিয়েই ভারতের মদদে শুরু হয়েছিল এই শাহাবাগি আন্দোলন।
সেই আন্দোলনের মুল উদ্দেশ্য কি সব বোঝা হয়ে গিয়েছে এখন।
যারা ভারতের পদলেহন করে স্বাধীনতার চেতনাধারি সেজেছে, তাদের প্রতি প্রকাশ্য সতর্ক বার্তা !
৩০ লাখ শহীদ আর কয়েক লক্ষ মা বোনের সম্ভ্রমহানির মুল্যে কেনা স্বাধীন বাংলাদেশের প্রতি ভারতকে দিয়ে কু নজর দেবার দুঃসাহস যেনো তোদের না হয়।
যদি করিস, তবে জেনে রাখিস, ভারতীয়দের আগে এদেশের ভারতীয় দালালদের চোখই আগে উপড়িয়ে নেয়া হবে।
২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৯
ধীবর বলেছেন: ঠিকই বলেছেন মুরশিদ ভাই। আর কোন বিদেশি আধিপত্বের অধীনে আমাদের প্রিয় জন্মভুমিকে নেবার ষড়যন্ত্র মেনে নেয়া হবী না।
২| ২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:২৮
মদন বলেছেন: যদি করিস, তবে জেনে রাখিস, ভারতীয়দের আগে এদেশের ভারতীয় দালালদের চোখই আগে উপড়িয়ে নেয়া হবে।
++++++++++++++++++++++++++++++++
২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৯
ধীবর বলেছেন: ধন্যবাদ মদন ভাই?
৩| ২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:২৯
খেলারু বলেছেন: ভাই প্রধানমন্ত্রীর মতন আপনেও একটু দেশপ্রেমের সবক যদি দিতেন বড় উপকার হইত। চিনা রাখতাম কোন কোন *দির ভাই কার কার দালাল ! ভারতের খাপোগুলানরে তো হালকা পাতলা চিনলাম তা এখন পাকি বীর্য গুলানের পাছার কাপড়টা যদি উল্টাইতেন তাইলে হয়ত আমরা পাছার পোড়া সিল দেইখা পাকি *দারচোত গুলারেও চিন্তার্তাম
২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:০০
ধীবর বলেছেন: যদি এখনো পাকি দালাল না চিনে থাকেন, তাহলে বলবো ফিডার খাবার বয়স পার হলে তবেই আমার পোস্টে আসবেন। এর আগে নয় !
৪| ২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:৪৬
কাকপাখি ২ বলেছেন: ভারত বিরোধী পোষ্ট নষ্ট করার জন্য ভাদাদের ল্যাদানোর একটা কমন ফরম্যাট হইল "পাকি" দালাল ইস্যুর অনভিপ্রেত আলোচনা, এই টেকনিকটা এরা প্রাতিষ্ঠানিক ভাবে চর্চা করে আসতেছে। ব্লগার "খেলারু"-র কমেন্টে সেইটা আবার প্রমানিত হইল।
এই ধরনের আবালদেরকে লাথি মেরে বের করে দিয়ে ব্লক মারেন।
২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:০১
ধীবর বলেছেন: কাকপাখি ভাই, কেউ ত্যানা প্যাচাতে আসলে উপযুক্ত প্রতিদান দেয়া হবে। ধন্যবাদ।
৫| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:০১
আমি কবি নই বলেছেন: ভালো লিখেছেন বরাবরের মত।
২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৩
ধীবর বলেছেন: ধন্যবাদ কবি ভাই। প্রকাশ্যে এমন দেশদ্রোহিতা? এত বাড় বেড়েছে এরা? আমাদের পুর্ব পুরুষদের করা ভুল আমরা করবো না। নব্য রাজাকারদের বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করা হবে।
৬| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৩
খেলারু বলেছেন: পাকি দালাল কি তইলে অবাস্তব মন গড়া কাহিনী আর ভাদা চু*মা*নিরাই হইল বাস্তবতা ! বাহে লাইনে আহেন। ভারতের দালালগের পুটু মারবেন আর পাকি দালালগের কিছু কইলে আপনার পুটুতে বেদনা উঠবে এইটা দিয়া নিজের কোন লুকায়িত বৈশিষ্ট্য প্রকাশ করলেন ?
আর আমনেগোর পীরে আ'লা মাহমুদুর রহমান যখন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আছিল তখন যে বাংলাদেশের গ্যাস টাটারে বেঁইচা সেই নব্য ইস্ট ইন্ডিয়া কম্পানিরে দেশের সম্পদ চোষার আমন্ত্রন জানাইছিল এই ব্যাপারেও আপনাগের মত চাই। আহ ! সাইফুর রহমান সাইবের সেই মহান উক্তি গ্যাস মাটির নিচে রাইখা কি ফয়দা !!!
আদমজী যহন বন্ধ হইছিল ভারতে তহন ছাপ্পান্নখান পাটকল চালু হইছিল বাংলাদেশের পাট আছিল যেগুলার কাঁচামাল। তা জনাব আদমজি কার আমলে বন্ধ হইছিল কইবার পারেন ? কার পরামর্ষে আর কার স্বার্থে ?
২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৩
ধীবর বলেছেন: আমার পীর, আমার মা সব কিছু বাংলাদেশ। তাই এক ব্যাক্তিকে শাহাবাগি রাম বাম পন্থায় আমার পীর বানানোর দায়ে আমার উচিত আপনার গালে থাপড় দেয়া। আর পাকিদের কথায় আমার মর্মবেদনা কোথায় উঠলো? এই অপবাদ দেবার কারণেই আমার উচিত আপনার পাছায় লাথি দিয়ে বের করা।
এই সব ট্যাগবাজি অনেক আগেই ট্যাগবাজদের পশ্চাদদেশে ঢুকিয়ে তাড়িয়ে দিয়েছি। আপনি দুইদিনের যোগি আসছেন ভাতরে অন্ন বলতে?
যদি মনে করে থাকেন যে হিটের লোভে আমি পোস্ট দিয়েছি, তো খুব বড় ভুল করবেন।
আর মাহমুদুর রহমান বা সাইফুর রহমান এদের ব্যাপারে কোন বিদেশি পত্রিকা বলেছিল যে তারা ওই দেশের সমর্থনপুস্ট? এই দুইজন কি জীবনে একবারও কোন বিদেশি রাস্ট্রকে বলেছিল যে বাংলাদেশের ব্যাপারে নাক গলাও?
আর পাটকল পাটকল করে বান্দরের মত যে লাফাচ্ছেন। ইতিহাস জেনে রাখুন। মুজিবের আমলে বাংল্লাদেশের পাটের গুদামগুলিতে আগুন দিয়ে ভারতের পাটকল খুলে চাঙ্গা করা হয়েছিল। তাই সেই পাপে আগে মুজিবকে দড়িতে ঝুলান। পরে না হয় আদমজি বন্ধের দায়ে সাইফুর রহমানের বিচার করা যাবে।
আর তেল গ্যাসের ব্যাপারে চুপিচুপি হাসিনা কি করে রেখেছে, সে খবরও পাবেন।
৭| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৬
দখিনা বাতাস বলেছেন: @ খেলারু, পাকি মাদারচোদগুলারে চিনেন নাই এখনও? গোলাম আজম নিজামীরা প্রকৃত যুদ্বাপরাধী না বইলো মুখে ফেনা তুলতাছে যারা তাদের কি মনে হয় আপনার:? এখণই একজন ঘীদর এর হাউকাউ শুরু হইয়া যাইবো
২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৭
ধীবর বলেছেন: লাস্ট লাইনটা আবার পড়িস ভালো করে। যা লিখেছি করে দেখানো হবে। এক বাপের জন্মা হলে কেউ যেন পালাইস না আবার !
৮| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৯
শামিল কায়সার বলেছেন: যুগে যুগে মীরজাফরের অভাব কোনকালেই হয়নাই এই বাংলায়। তবে কষ্টের ব্যাপার হলো, এইসব মীরজাফর আর ঘষেটিরা লোভে অন্ধ হয়ে তাদের পূর্বতনদের পরিণতির কথা চিন্তা করে নিজের ব্যাপারে ডিসিশান নেয়না।
২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৮
ধীবর বলেছেন: বাংলাদেশের পবিত্র মাটির প্রতিটা ইঞ্চি থেকে খুজে বের করে এই দালালদের চিরতরে নিশ্চিহ্ন করা হবে। ধন্যবাদ কায়সার ভাই।
৯| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:১০
দখিনা বাতাস বলেছেন: আওয়ামীলীগ ভারতের ২ পা চাটে সবার সামনে নির্লজ্রর মত, আর বিএনপি চাটে ভারতের পাছা রাতের আন্দারে কুত্তার মত। এইটাই আসল কথা
২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৪
ধীবর বলেছেন: হ্যা ! আওয়ামি পাছা ঢাকার জন্য টিপিকাল রাম বাম ট্যাকটিক্স ! বিএনপিকেও একই দোষে জড়িয়ে দাও। বিএনপি কি রাতের আধারে গোপণে হিন্দুস্থানের সাথে চুক্তি করে এসেছিল? ফারাক্কা, টিপাইমুখ, জল স্থল অন্তরিক্ষে কড়িডোর এই সব দিয়েছিলো? আর বিএনপির আমলেই কি ভারতের কাছে এই ভাবে প্রকাশ্যে দেশে নাক গলানোর আললাদ করা হয়েছিল। তোরে দুই পয়সার দালাল। আগে তোদের বাপেদের বলিস, ওদের টাইম শেষ !
১০| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:১২
মেহেদী_বিএনসিসি বলেছেন: আপ্নার এত্তো বড় সাহস.......দাদাগো বিরুদ্ধে কতা
তাইলে মনে হয় আপ্নার একজন ছাগু
তা না হলে রাজাকার কিংবা যুদ্ধাপরাধী......
২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৫
ধীবর বলেছেন: ভয় দেখান কি জন্য মেহেদী ভাই? আতংকে আমার হাত পা... তবে মরার আগে অন্তত একটা ইন্ডিয়ান আর একটা ভাদারে নিয়াই মরমু ।
১১| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৮
মিলটন বলেছেন: ভাদাদের জন্য লাথ্থি আর উষ্টা
২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৯
ধীবর বলেছেন: শুধু লাত্থি আর উস্টা না মিল্টন ভাই। এমন ভয়াবহ শাস্তি , যাদের আগামি ১০০০ বছরেও কেউ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কথা চিন্তাও না করতে পারে।
১২| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫০
দমকল৮৬ বলেছেন: ধীবর ভাই -
দখিনা বাতাস
• পোস্ট করেছেন: ০টি
• মন্তব্য করেছেন: ১১৩৯টি
• মন্তব্য পেয়েছেন: ০টি
• ব্লগ লিখেছেন: ৫ বছর ২ সপ্তাহ
• ব্লগটি মোট ৩২৯৬ বার দেখা হয়েছে
খেলারু
• পোস্ট করেছেন: ২টি
• মন্তব্য করেছেন: ৬টি
• মন্তব্য পেয়েছেন: ০টি
• ব্লগ লিখেছেন: ২ বছর ১ মাস
• ব্লগটি মোট ১০ বার দেখা হয়েছে
দুই শুয়োরের বাচ্চারেই খোঁয়াড়ে ভরেন । সামনে নির্বাচন । এখন ওদের বাপদের খাসী করার সময় । চামচা শ্রেণীর সাথে ভদ্রতা দেখানোর সময় নাই ।
২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:০১
ধীবর বলেছেন: মশিমামা, পুরাই সহমত। শুয়োরগুলিকে খোয়াড়েই ভরেছি। অনেক ধন্যবাদ। আশা করি মাসে একবার হলেও আপনার জ্বালাময়ি লেখাগুলি পাবো। ইনবক্সে মেসেজ পাঠিয়েছিলাম। সময় করে দেখবেন আশা করি।
১৩| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:০৬
মাজহারুল হুসাইন বলেছেন: রামপালে সুন্দরবন ধ্বংষের জন্য দিয়ে, টিপাইমুখ নিয়ে দালালি করে, ট্রান্জিটের নামে করিডোর দিয়ে, নারায়নগন্জে দাসখত দিয়ে, মংলাকে ভারত পাঠিয়ে ভারতের দালাল গুলো শেয়ালের কুমিরের বাচ্চা দেখানোর মত পাকি গল্প শোনায় । এ সকল হারামী সারা জীবন দালালী করেছে । ভবিষ্যতেও করবে । এখনই সময়, এ দালালদের বিষবৃক্ষ উপরে ফেলার ।
৩০ লাখ শহীদ আর কয়েক লক্ষ মা বোনের সম্ভ্রমহানির মুল্যে কেনা স্বাধীন বাংলাদেশের প্রতি ভারতকে দিয়ে কু নজর দেবার দুঃসাহস যেনো তোদের না হয়।
যদি করিস, তবে জেনে রাখিস, ভারতীয়দের আগে এদেশের ভারতীয় দালালদের চোখই আগে উপড়িয়ে নেয়া হবে।
২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:২৪
ধীবর বলেছেন: চমৎকার বলেছেন মাজহার ভাই। নিজেদের ভাদাগিরি আড়াল করার জন্য এরা বিএনপিকে আওয়ামি লিগের কাতারে নামায়। আর কথায় কথায় পাকি রাজাকার ট্যাগ দিয়ে নিজেদের ভাদা লেজ লুকায়। সেই দিন শেষ। এখন ওদের ইয়া নাফসি জপার পালা। অনেক ধন্যবাদ।
১৪| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৮
~মাইনাচ~ বলেছেন: বাংলাদেশের দিকে কু নজর দিলে চোখ তুলে নেবো।
কঠিন ভাবে সহমত
পোষ্টে মাইনাচ
২৭ শে জুন, ২০১৩ দুপুর ১:১৫
ধীবর বলেছেন: আপনের আসল মাইনাচ এইবার আওয়ামি লিগে পড়বে ! অনেক ধন্যবাদ।
১৫| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৮
নষ্ট ছেলে বলেছেন: সিকিম, হায়দারবাদ, কাস্মীর যদি ভারত দখল করতে পারে তাইলে বাংলাদেশ যে তাদের পরিকল্পনার মধ্যে নাই এইটা যেই ভাদা বুঝতে চায় না তারে গদাম দিয়া বুঝানো উচিত।
২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:২৬
ধীবর বলেছেন: আঙ্গুল বাকা করে ওদের বুঝানো দরকার। ওদের নাদানির কারণে আমাদের স্বাধীনতা হুমকির মধ্যে ফেলা যাবে না নস্ট ছেলে ভাই।
১৬| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৪
জগ বলেছেন: ভাদাগুলারে এখন থেকে পোংগানির উপরে রাখতে হবে।
২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:২৬
ধীবর বলেছেন: পুর্ণ সহমত জগ ভাই।
১৭| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৫
একাকী বাংলাদেশি বলেছেন: আবারো নির্বাচিত পাতায়............... খেলা অন্যরকম লাগে
২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:২৭
ধীবর বলেছেন: কবি নিরব !
১৮| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত
২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:২৭
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারি ভাই
১৯| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৯
জাতির নানা বলেছেন: আওয়ামীলীগ ভারতের পা চাটে - এই কথা হাম্বাদের স্বীকার করতে এতো কষ্ট কেন???
২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:২৮
ধীবর বলেছেন: নানা কি বলবো? উনাদের শরীর পুরুষদের মত হলেও মন নারীর মত। তাই উনাদের বুক ফাটে তো মুখ ফোটে না।
২০| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:০১
লেজকাটা বান্দর বলেছেন: আউ ফাউ ক্যাচাল আর কাহাতক ভালো লাগে?? এইসব পোস্টে খালি ঝগড়াঝাঁটি, দেখতে দেখতে বোর হয়ে গেছি।
২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:২৯
ধীবর বলেছেন: বান্দর ভাই, খুব ঠিক কথা বলেছেন। এই ধীবর ব্যাটা খুবই ক্যাচালবাজ। চলেন তাকে ধরে পিটাই ।
২১| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৯
একাকী বাংলাদেশি বলেছেন: জাতির নানা বলেছেন: আওয়ামীলীগ ভারতের পা চাটে - এই কথা হাম্বাদের স্বীকার করতে এতো কষ্ট কেন??
নানা ওরা মনে হয় কইতে চায় পা চাটে না তয় অন্যকিছু
২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:২৯
ধীবর বলেছেন: খিক খিক আপনার কথা শুনে পেট ফেটে যাচ্ছে।
২২| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৭
সাইবার অভিযত্রী বলেছেন: কাকপাখি ২ বলেছেন: ভারত বিরোধী পোষ্ট নষ্ট করার জন্য ভাদাদের ল্যাদানোর একটা কমন ফরম্যাট হইল "পাকি" দালাল ইস্যুর অনভিপ্রেত আলোচনা, এই টেকনিকটা এরা প্রাতিষ্ঠানিক ভাবে চর্চা করে আসতেছে। ব্লগার "খেলারু"-র কমেন্টে সেইটা আবার প্রমানিত হইল।
একাকী বাংলাদেশি বলেছেন: আবারো নির্বাচিত পাতায়............... খেলা অন্যরকম লাগে
২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:৩০
ধীবর বলেছেন: এখানেও কবি নিরব।
২৩| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৪
হাবিব০৪২০০২ বলেছেন: সিংগাপুর, মালয়েশিয়ার কাছ থেকে পানি কিনে খাওয়া সত্বেও তারা মালয়েশিয়াকে থোরাই কেয়ার করে কারন তারা ফিনানসিয়ালি স্বচ্ছল
যে যত কথাই বলুক ক্ষমতায় আসীন হলে তারা ভারতকে সমীহ করতে বাধ্য কারন আমাদের বাজেট প্রণীত হয় বৈদেশিক সাহায্যের উপর ভিত্তি করে, গত কেয়ারটেকার আমলে ভারত হঠাৎ করে চাল রপ্তানি বন্ধ করায় যে অবস্হার উদ্ভব হয় তাতে খেটে খাওয়া মানুষরা ফুঁসে উঠে.
রাজনৈতিক নেতারা ভাল করেই জানেন ভারতীয় শোষনের বিরুদ্ধে কথা বলার জন্য যে জনতা আজ তাকে বাহবা দিচ্ছে সেই জনতাই জুতা ছুঁড়বে যদি জিনিসপত্রের দাম বাড়ে কারন অন্য দেশ থেকে আমদানী করতে গেলে যে বাড়তি খরচ পড়ে তা বহন করতে সক্ষম নয় দেশবাসী. সিঙ্গাপুরের সাধারন জনগণের মুরোদ আছে মালয়েশিয়া ভিন্ন অন্যদেশ থেকে পানি কিনে খাওয়ার.
সবল দুব্বলের উপর অত্যাচার করবে এটাই জগতের নিয়ম, যেমন- গারোদের মা-বাপতুল্য মধুপুর গড়ে আমরা ইকো পার্ক বানাতে যাই, কলা ও আনারস বাগানের মধ্য দিয়ে বনায়ন উজাড় করে ওদের পেটে লাথি মারি.
ভারতের বিরুদ্ধে অযথা চিল্লাইয়া লাভ নেই, আমরা যেটা করতে পারি.... কোন রাজনৈতিক নেতা ভারতকে তুলনামূলকভাবে কম ছাড় দিয়ে আমদানী বাণিজ্য স্বাভাবিক রাখতে পারে তাকেই সমর্থন করা.
২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:৩১
ধীবর বলেছেন: হাবিব ভাই, আপনার বক্তব্যটা সুন্দর, কিন্ত এই পোস্টের সাথে কি করে সম্পৃক্ত বুঝতে পারছি না।
২৪| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:২১
আমি বিবেক বলছি বলেছেন: সহমত
২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:৩১
ধীবর বলেছেন: ধন্যবাদ বিবেক ভাই।
২৫| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩২
নষ্ট শয়তান বলেছেন: ১৯৭১=জামাত=পাকিস্তান=রাজাকার
২০১৩=আওয়ামীলীগ=ভারত=রাজাকার
যারাই এর বাইরে কথা বলবে দেশোদ্রোহী।
ভাই অসাধারন।
দুইটা ভাদা দেখলাম কেউ কেউ করছে ভালয় ভালয় ইন্ডিয়া চলে যেতে বলেন। পাব্লিক ধরলে কিন্তু ষ্টেডিয়ামে নিয়া কাদের সীদ্দীকির মত বেয়োনেট চার্জ করবে।
২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:৩২
ধীবর বলেছেন: নস্ট শয়তান ভাই, আমি কেউকে আগেভাগে সাবধান করে দেবার পক্ষ্যে নই। কারণ এরা পালিয়ে গেলে দেশের ক্ষতি হবে।
২৬| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৯
কাঙ্গাল মুরশিদ বলেছেন: @হাবিব০৪২০০২:
"যে যত কথাই বলুক ক্ষমতায় আসীন হলে তারা ভারতকে সমীহ করতে বাধ্য কারন আমাদের বাজেট প্রণীত হয় বৈদেশিক সাহায্যের উপর ভিত্তি করে"
দয়া করে হিসেব দিনতো এবারের বাজেটে বিদেশী অনুদানের হার কত? অতি ফুলান ফাপানো নির্বাচনী বাজেটেও বিদেশী অনুদানের হার মাত্র ১০%এর বেশী নয়। এর মধ্যে ভারতের অনুদান কত?? আমার মনে হয় না ১%ও হবে। তাহলে সাহায্যের জুজু দেখিয়ে ভারতের প্রতি নতজানু হওয়ার কারণ কি??
আমরা জানি সরকারী প্রায় সব খাতে ৪০-৫০% টাকা দুর্নিতির মাধ্যমে চুরি হয়ে যায়। যদি এই চুরি ২৫% ও কমানো যায় তাহলে আর কোন বিদেশী সাহায্যই লাগবে না। আর প্রয়োজনে আমরা উন্নয়ন বাজেট ১০% ছোট করেও বিদেশী সাহায্য নির্ভরতা কমাতে পারি। ঋণ করে ঘী খাওয়ার বদঅভ্যাস ত্যাগ করা কি এতই কঠীন??
২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৩
ধীবর বলেছেন: অসাধারণ জবাবের জন্য অনেক অনেক ধন্যবাদ মুরশিদ ভাই
২৭| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৪
রিয়াজ৩৬ বলেছেন: দমকল৮৬ বলেছেন: ধীবর ভাই -
দখিনা বাতাস
• পোস্ট করেছেন: ০টি
• মন্তব্য করেছেন: ১১৩৯টি
• মন্তব্য পেয়েছেন: ০টি
• ব্লগ লিখেছেন: ৫ বছর ২ সপ্তাহ
• ব্লগটি মোট ৩২৯৬ বার দেখা হয়েছে
খেলারু
• পোস্ট করেছেন: ২টি
• মন্তব্য করেছেন: ৬টি
• মন্তব্য পেয়েছেন: ০টি
• ব্লগ লিখেছেন: ২ বছর ১ মাস
• ব্লগটি মোট ১০ বার দেখা হয়েছ
মাল্টিরে মাল্টি।।। ধরা খাইছে রে এ এ এ..
ও বন্ধু ভাদা তুমি কই রইলারে,, এসো এসো পুটু মারবে.।তোদে.। এসো এসা পুটু মারবে..জনগণ। ২৪ অলটাইম দৌড়ের উপর থাকবেন ২জন।
২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৪
ধীবর বলেছেন: রিয়াজ ভাই, তারা এখন ইয়া নাফসিতে ব্যাস্ত
২৮| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৯
নষ্ট ছেলে বলেছেন: @হাবিব০৪২০০২
"যে যত কথাই বলুক ক্ষমতায় আসীন হলে তারা ভারতকে সমীহ করতে বাধ্য কারন আমাদের বাজেট প্রণীত হয় বৈদেশিক সাহায্যের উপর ভিত্তি করে, গত কেয়ারটেকার আমলে ভারত হঠাৎ করে চাল রপ্তানি বন্ধ করায় যে অবস্হার উদ্ভব হয় তাতে খেটে খাওয়া মানুষরা ফুঁসে উঠে."
বৈদেশিক সাহায্য মানেই ভারত এই থিওরি কই পাইলেন? ভারত বাংলাদেশরে যেই ঋণ দেয় তাও রেকর্ড পরিমান সুদে আবার সেটা ইউজও করা লাগে তাদের সুবিধা হয় এমন কাজে!
আমদানিতে সব কিছু ভারতের উপর নির্ভরতাই এর একমাত্র কারণ। চাল সবচেয়ে বেশি রফতানি করে থাইল্যান্ড আর ভিয়েতনাম, তাদের সাথেও চুক্তি করা উচিত। ন্যায্য দাম না পইয়া না গত দশ বছরে ভারতের দুই লাখ কৃষক আত্মহত্যা করছে, আমাগো আমদানি নীতি একটু পরিবর্তন করলে এর সংখ্যা আরো বাড়ব! তখন দেখবেন আমরা না, ভারতই রফতানি করার লাইগা আমাগো পিছে পিছে ঘুরব।
ভারত থাইকা আমদানি করলে যে শুধু আমরা সুবিধা পাই তা না, তারাও খুব কম খরচে আমাদের কাছে রফতানি করে। সো আমরা একটু শক্ত হইলে ভারত বড় বড় কথা কইতে পারব না।
সব অত্যাচারীই এক সময় ধ্বংস হয়, এটাও মাথায় রাখবেন।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:০৩
ধীবর বলেছেন: বুলস আই নস্ট ভাই
২৯| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৫:১০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমি শুরু থেকেই বলছিলাম যে শাহবাগ BAL ও ভারতের একটা ডাইভার্সণ মাত্র। র্দূনীতি, জুলুমের শাসন ও ভারতকে দেশের স্বার্থ বিকিয়ে চুক্তি করে BALএর পায়ের তলায় মাটি নাই। তাই যুদ্ধাপরাধী থুক্কু মানবতা বিরোধী অপরাধ বিচারের ছুতা দেখিয়ে নিজেদের র্দূনীতি ও হিন্দুস্থানের দালালী অব্যাহত রাখার জন্যই হাসিনা ও আশরাফ গং মরিয়া। তাদের কারবার দেখলে মনে হয় লোম বাছতে কম্বল উজাড়। এরা এতই বলদ যে হিন্দুস্থানের দালালী ঢাকতে ১২০০ মাইল দূরের পাকিস্তানকে অযৌক্তিক ভাবে টেনে আনে। পাব্লিক আজকে সচেতন তবুও হিন্দুস্থানের দেওয়া হাড্ডি খেয়ে কুকুরের দল ঘেউ ঘেউ করেই যাচ্ছে। মুগুর ছাড়া এদের প্রতিরোধ করা যাবে না।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:০৫
ধীবর বলেছেন: ধন্যবাদ বা জি ভাই। আসলে, শাহাবাগ আন্দোলন যে একটা ফার্স ছিলো, সেটা বুঝতে অনেকের বেশ কিছুদিন সময় লেগেছিল। সেই সময় আমরা সবাই একটা ঘোরের মধ্যে ছিলাম। তাই সেই মুহুর্তে এর বিরুদ্ধে কিছু বলা ছিল, গণ শত্রুতে পরিণত হওয়া।
এরচেয়ে এটাই ভালো হয়েছে যে, মানুষ নিজেরাই বুঝতে পেরে সরে গিয়েছে। যতই দিন যাছে ততই এদের নোংরা চেহারা উন্মোচিত হচ্ছে। আর এভাবেই মানুষের সমর্থন নিয়েই এদের পতন হবে।
৩০| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৫
হাবিব০৪২০০২ বলেছেন: @নষ্ট ছেলে , আমি এখানে বৈদেশিক সাহায্য বলতে ভারতকে বুঝাই নি. লেখায় আমি হয়ত সেটা সঠিকভাবে এক্সপ্রেস করতে পারি নি.
আমদানিতে সব কিছু ভারতের উপর নির্ভরতাই এর একমাত্র কারণ.... আমি এটাই মূলত বোঝাতে চেয়েছি, ফিনানসিয়ালি স্বচ্ছল না হলে যা হয়.
আমরা আমজনতা অনেক মন্তব্যই করতে পারি কিন্তু ক্ষমতায় যারা যায় তারা ঠিকই বুঝে, কোন রাজনৈতিক দল একটু বেশি ছাড় দেয় আবার কেউ তুলনামূলকভাবে কম.
সব অত্যাচারীই এক সময় ধ্বংস হয়.... এটাই কাম্য
@কাঙ্গাল মুরশিদ , এবারের বাজেটে ঋণের পরিমাণ কম... এটা সত্য. আগের সময়গুলোতে সাধারনত দেখা যায় অনেক বেশি ঐ সেন্স থেকে বলেছি.
নেতারা ঋণ করে ঘী খাওয়ার বদঅভ্যাস ত্যাগ করবে.. এটাই কাম্য
আপনাদেরকে ধন্যবাদ
৩১| ২৪ শে জুন, ২০১৩ রাত ৮:৪২
মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: যদি করিস, তবে জেনে রাখিস, ভারতীয়দের আগে এদেশের ভারতীয় দালালদের চোখই আগে উপড়িয়ে নেয়া হবে। - অসাধারণ।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:০৫
ধীবর বলেছেন: ধন্যবা সোহেল ভাই।
৩২| ২৫ শে জুন, ২০১৩ রাত ১:১৬
ম্রিয়মাণ বলেছেন: ১। বাংলাদেশ এখন বৈদেশিক সাহায্যে ওপর খুব বেশি নির্ভরশীল নয়। বাজেট দেখুন।
২। ভারত বাংলাদেশকে সাহায্য দেয় না। সাম্প্রতিক যে সাহায্যের কথা বলা হচ্ছে তা ঋণ এবং সরবরাহকারী ঋণ। মানে ঋণের টাকায় যে প্রকল্প তার জিনিসপত্র ভারত থেকেই কিনতে হবে। কয়েকটি প্রকল্প হাতে নেয়া হলেও এ ঋণ মূলত ট্রানজিটের অবকাঠামো তৈরির জন্য।
৩। ভারত থেকে যেসব পণ্য আমরা কিনি তাতে দেশীয় শিল্প ধ্বংস হচ্ছে, বেকার সমস্যা বাড়ছে।
৪। ভারতীয় পণ্যের বড় বাজার বাংলাদেশ। স্বার্থটা ভারতেরই।
৫। সড়কপথে চীন থেকে আরও কম দামে পণ্য নিয়ে আসা সম্ভব। এজন্য বার্মার ভেতর দিয়ে কুনমিং পর্যন্ত সড়কের কাজে হাত দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার।
৬। আমরা কোনভাবেই ভারতের ওপর নির্ভরশীল নই। ভারত ছাড়া আমাদের চলে না এরকম একটি ধারনা দেবার চেষ্টা করেন অনেকে। তাদের একটা উদ্দেশ্য রয়েছে বলে মনে হয়।
৮। শেখ মুজিবের পাশে কিন্তু ভারত ছিল। তিনি দেশ চালাতে পারেননি। কারণ অন্য দেশগুলো তার পাশে ছিল না। যুক্তারাষ্ট্র স্বীকৃতি দিলেও চীন কিন্তু মুজিব সরকারকে স্বীকৃতি দেয়নি। তারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে মুজিবের মৃত্যুর পর।
৯। ভারতের সামনে মাথ নত করার কোন কারণ নেই আমাদের। ১৬ কোটি মানুষের দেশ এটা। আমরা দূর্বল নই।
১০। পাকিস্তানের অবস্থা ভালো নয়। এতদূর থেকে ওরা কিছু করার ক্ষমতা আর রাখে না। আমাদের হুমকি কাছের দেশ।
১১। আমাদের নদী বাঁচাতে হবে। আন্তর্জাতিক নদীতে কোন বাঁধ নয়। প্রকৃতিকে প্রকৃতির মত থাকতে দিন।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:০৬
ধীবর বলেছেন: চমৎকার বলেছেন ম্রিয়মান ভাই। অনেক ধন্যবাদ।
৩৩| ২৫ শে জুন, ২০১৩ রাত ২:১৮
দুরন্ত-পথিক বলেছেন: অবশ্যই নব্য রাজাকার আর মীরজাফরদের এই দেশ থেকে বের করে দেয়া হবে,আর নয় সিরাজ উদ্দউলার মত ভুল,এখন জাগরণের সময়।ইনশাল্লাহ আমরাই জয়ী হব।লেখা বরাবরের মতই জ্বালাময়ী হয়েছে।
কিন্তু আমার একটা কথা-আপনার পোষ্ট নির্বাচিত পাতায় এলো কিভাবে,বিশিষ্ট আওয়ামী মডুরা কি পলাইছে না কি?
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:০৮
ধীবর বলেছেন: ভাই আপনার প্রশ্নের উত্তরে আমার বলার কিছুই নেই। কোথা থেকে কি হচ্ছে সেটা এই অধম জানে না।
ইনশাল্লা, খাটি দেশপ্রেমের আলোয় উদ্ভাসিত হয়ে আমরা অবশ্যই শকুনের দৃস্টি থেকে আমাদের প্রিয় জন্মভুমিকে রক্ষা করতে পারবো। অনেক ধন্যবাদ পথিক ভাই।
৩৪| ২৫ শে জুন, ২০১৩ রাত ৩:৩৭
আস্তবাবা বলেছেন: পোষ্টে প্লাস। নতুন কিছু বলার নাই।
এই রকম বাঁশ ভাদাদের আরো দেন।
হাম্বাদের গায়ের আগুন জ্বলা দেখে পুলকিত বোধ করছি। সত্যি আপনি পারেনও ওডের গায়ে জ্বলুনি ধরাতে
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:০৯
ধীবর বলেছেন: ধন্যবাদ আস্তবাবা। আমি সামান্য মানুষ। সামান্য চেস্টাতে দেশের বিন্দুমাত্র উপকার হলেই আমি অনেক খুশি।
৩৫| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:০৫
নাজিম-উদ-দৌলা বলেছেন: বাংলাদেশের দিকে কু নজর দিলে চোখ তুলে নেবো+++++++
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:০৯
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ নাজিম ভাই।
৩৬| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৫
আমি তুমি আমরা বলেছেন: আওয়ামীগীগের গত চার বছরে ভারতের কাছে মাথা নীচু করে রাখার নীতি নিয়ে যেমন খুশি হওয়ার কিছু নেই, তেমনি মাহমুদুর রহমানকে নিয়েও মাতামাতির কিছু নেই।এই লোক তার পত্রিকার মাধ্যমে মিথ্যা ও ভুল খবর ছড়িয়ে যেভাবে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে তাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেক্ষার কোন সুযোগ নেই।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:১১
ধীবর বলেছেন: মাহমুদুর রহমান যা যা লিখেছেন বা ছাপিয়েছেন তার একটিও ভুল ছিল বা মিথ্যা ছিল এমন প্রমান কিন্ত এখন পর্যন্ত কেউই প্রমান করতে পারেনি। স্কাইপে বলুন কিংবা শাহাবাগে চেতনার আড়ালে চরম ইসলামবিদ্বেষিদের অবস্থান, প্রতিটি কথাই তো সত্য।
৩৭| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৮
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: + তোদিমুই ।
আরো আগেই এই পোষ্ট আশা করেছিলাম
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:১২
ধীবর বলেছেন: ব্যাস্ত থাকি মাহমুদ ভাই, তাই ইচ্ছে থাকলেও সব সময় লেখার সময় করতে পারি না। অনেক ধন্যবাদ।
৩৮| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:০১
হুমায়ুন তোরাব বলেছেন: নষ্ট শয়তান বলেছেন: ১৯৭১=জামাত=পাকিস্তান=রাজাকার
২০১৩=আওয়ামীলীগ=ভারত=রাজাকার
যারাই এর বাইরে কথা বলবে দেশোদ্রোহী।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:১২
ধীবর বলেছেন:
৩৯| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৬
এ সামাদ বলেছেন: দখিনা বাতাস মন্তব্য করার সুযোগ পেল কি করে?
কোন পোষ্ট না দিলে কি মডারেটররা মন্তব্য করতে দেয়?
আসলে আমি জানিনা।
আমার এক বন্ধু ৩ মাস পোষ্ট করেছেন ২১টি মন্তব্য পেয়েছেনও ।
কিন্তু তিনি এখনো মন্তব্য করার সুযোগ পাননি।
এটা কেমন কথা কোন পোষ্ট না করেও মন্তব্য করার সুযোগ।
ভাবতেও অবাক লাগে আমার।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:১৩
ধীবর বলেছেন: )সামাদ ভাই, এই প্রশ্নের উত্তর যারা দিতে সমর্থ্য , আশা করি তারা দেবেন। তবে অনেক সময়ই কর্তার ইচ্ছায় কর্ম হয়।
৪০| ২৫ শে জুন, ২০১৩ রাত ৯:৪৪
সবুজ ভীমরুল বলেছেন: ইন্ডিয়ান এক্সপ্রেস এর আর্টিক্যালটা পড়ছিলাম। রাগে গা শির শির করে উঠল।
ঐ ভাদাটা বলতাসে গ্রাস রুট লেভেলে যাবে!! মাইর তো একটাও মাটিতে পড়বে না!!
আর প্রবীর সরকার নামের হনুটা কে? সে আইসা আমাদের ব্যাপারে নাক গলায়??
যাদের নাম উল্লেখ করলেন, এইসব চেতনা ব্যাবসায়ীরা কিন্তু বাই ডিফল্ট ইন্ডিয়ার দালাল। অবস্থা খারপ দেখলে গাট্টি বোচঁকা নিয়া বিদেশে পাড়ি দিবে, তারপর ঐখানে বইসা রাজা উজিড় মারবে।
আপনি আ.গা.চৌ, আবেদ খান এর সিটি কর্পোরেশন ইলেকশনের উপর আর্টিক্যাল গুলা পড়েন, ব্যাপক বিনোদন পাইবেন।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:১৬
ধীবর বলেছেন: পুর্ণ সহমত সবুজ ভীমরুল ভাই। আর্টিকালটা পড়েই আরো ক্রুদ্ধ হয়েছিলাম। আমি মনে করি চেতনার আড়ালে এই দেশদ্রোহিদের উপযুক্ত বিচার করা খুব প্রয়োজন। অবশ্য শাহাবাগের আন্দোলন যে ভারতের মদদপুস্ট এই কথাটাও কিন্ত ইন্ডিয়ান এক্সপ্রেস অনেক আগেই প্রকাশ করেছিল।
আর আগাচৌ আর আবেদ খান, এরা এখনো মনে করে দেশ সেই ৯০ এর দশকে পড়ে আছে। তারা যা খাওয়াবেন, পাব্লিকও তাই খাওয়াবে। এই সব পাপাত্মারা দেশদ্রোহি। ধন্যবাদ আপনাকে।
৪১| ২৫ শে জুন, ২০১৩ রাত ১০:৪০
বাংলার হাসান বলেছেন: যদি করিস, তবে জেনে রাখিস, ভারতীয়দের আগে এদেশের ভারতীয় দালালদের চোখই আগে উপড়িয়ে নেয়া হবে। - অসাধারণ।
কিন্তু একথাটাতো স্বীকার করেন যে শাহবাগ শুরু হয়েছিল কারো সাহায্য নিয়ে নয়। এবং পরে তা ছিনতাই হয়। সময় করে এখানে ঘুরে আসবেন। Click This Link সল্প পরিসরে হলেও শাহবাগ এর শুরু থেকে শেষ পর্যন্ত কিছু ধারনা পাবেন।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:২২
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই। আপনার লেখা পড়লাম। ভেতরের অনেক খবরই প্রকাশ করে সাহসিকতার প্রমান দিয়েছেন।
বাংলাদেশের আপামর জন সাধারণের প্রাণের দাবিকে এক্সপ্লয়েট করে যেভাবে শাহাবাগ আন্দোলনকে ধংস করা হয়েছে, তার দায় রামপন্থি বাম ও আওয়ামি লিগকেই নিতে হবে। এই আন্দোলন কে ক্যাশ করে, অনেকেই শুনেছি বেশুমার পয়সা কামিয়ে নিয়েছে।
যারা পয়সার জন্য দেশপ্রেমের বুলি আওড়াতে পারে, অধিক পয়সার লোভে যে এরা দেশকে বিক্রি করতে পারে, তার নজির ইন্ডিয়ান এক্সপ্রেসের আলোচ্য এই আর্টিকেল
মানুষ এখন এতটাই বিতশৃদ্ধ যে, শাহাবাগে আর আন্দোলনের ডাক দিলে সেই আবেদন আর ফিরে পাওয়া যাবে না।
৪২| ২৫ শে জুন, ২০১৩ রাত ১১:৫৪
যাদব সূত্রধর বলেছেন: দালাল নামের অপদার্থদের নাক বরাবর উস্টা মারতে হবে।
দালালদের উদ্দেশ্যে বলিঃ *দির ভাইয়েরা দালালি ছার।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:২৪
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ যাদব দা। দেশের প্রশ্নে কেউকে কোন ছাড় দেয়া যাবে না।
৪৩| ২৬ শে জুন, ২০১৩ রাত ১২:০৮
পলক শাহরিয়ার বলেছেন: বাংলাদেশের দিকে কু নজর দিলে চোখ তুলে নেবো+++++++
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:২৪
ধীবর বলেছেন: ধন্যবাদ পলক ভাই।
৪৪| ২৬ শে জুন, ২০১৩ রাত ৩:০০
অন্ধকারের আমি বলেছেন: সাময়িক আবেগ দিয়ে আরও দুচারটা শাহাবাগ জমানো যাবে, ভারস্যুয়াল চোখ উপড়ানোও হবে কিন্তু ন্যায়বিচার হবেনা, গড়া যাবেনা জাতীয় ঐক্য। ভারতের মতো দেশের বিরুদ্ধে লড়তে গেলে অবশ্যই আগে দরকার। যেকোনো কিছুর বিনিময়ে আমাদের এক হতে হবে সাথে ঘর সামলানোর ব্যাপার তো আছেই। বন্ধ করতে হবে যাবতীয় কাদা ছোঁড়াছুড়ি। তবে হাঁ শাহাবাগের বিরানি কর্মসূচী ছিল আওয়ামীলীগের একটা বড় রাজনৈতিক ভুল যেটার খেশারত দিচ্ছে এবং দিয়ে যাবে দীর্ঘদিন।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:২৯
ধীবর বলেছেন: নীতিগতভাবে আপনার মন্তব্যের সাথে পুর্ণ একমত। কিন্তু বৃহত্তর ঐক্যের জন্য প্রথমেই আমাদের মধ্যে থাকা জন্ম বিশ্বাসঘাতকদের নির্মুল করা জরুরি। সিরাজুদ্দৌলার ভুলের পুনরাবৃত্তি করলে, আবার স্বাধীনতার সুর্য অস্ত যাবে। তাই ঐক্য হোক, তবে চিহ্নিত রাজাকার বা ভাদাদের বাদ দিয়ে। অনেক ধন্যবাদ।
৪৫| ২৬ শে জুন, ২০১৩ ভোর ৬:২৮
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: যদি করিস, তবে জেনে রাখিস, ভারতীয়দের আগে এদেশের ভারতীয় দালালদের চোখই আগে উপড়িয়ে নেয়া হবে।
++++++++++++++++++++++++++++++++
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৩০
ধীবর বলেছেন: ধন্যবাসদ আসামী ভাই।
৪৬| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:৩১
হাছুইন্যা বলেছেন: +++
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৩০
ধীবর বলেছেন: ধন্যবাদ হাছুইন্যা ভাই
৪৭| ২৬ শে জুন, ২০১৩ রাত ৯:০৭
একজন ঘূণপোকা বলেছেন: যদি করিস, তবে জেনে রাখিস, ভারতীয়দের আগে এদেশের ভারতীয় দালালদের চোখই আগে উপড়িয়ে নেয়া হবে।
++++++
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৩২
ধীবর বলেছেন: ধন্যবাদ ঘূণেপোকা ভাই।
৪৮| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৮
ক্ষুধিত পাষাণ বলেছেন: কঠিন ফাটাফাটি পোস্ট দিয়েছেন ধীবর ভাইয়া -তাইতো ভাদা শালাগো গোয়া জ্বলতাতে।
দখিনা বাতাস আর খেলারু নামক ভাকু শুয়োর দুটোরেই খোঁয়াড়ে ভরেন।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৩৩
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ ক্ষুধিত পাষাণ ভাই। ওরা যদি মনে করে গদাম শুধু অন্তর্জালে খাবে, তাহলে বিশাল ভুল করবে। ওদের প্রতিটা পাপের হিসাব বাস্তব জীবনে পাই পাই করে চুকাতে হবে।
৪৯| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৮
ShusthoChinta বলেছেন: একাত্তরের আগে পরে এদেশে পাকি দালাল ছিল অবশ্যই,কিন্তু এখন এসবের অস্তিত্ত্ব বলতে কিছু নাই,পুরাই অপ্রাসংগিক এখন পারস্পেকটিভে! এখন পাকিস্তান একটা মরা পঁচা গান্ধা দেশ,ঐদেশের দালালি কৈরাও বিন্দুমাত্র উপকার কেউ করতে পারবে না ওদের,সো পাকি দালাল বিষয়টাই একটা অবাস্তব,বায়বিয় আর সুবিধাবাদী প্রচারণা! এক শ্রেণীর লোক নিজেদের একনিষ্ঠ ভাদাগিরি লুকানোর জন্যই পাকি দালালির মতো অবাস্তব বিষয় তুলে আনে,ব্যস!
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৩৬
ধীবর বলেছেন: পুর্ণ সহমত সুস্থচিন্তা ভাই। নিজেদের ভাদাগিরি লুকানোর জন্য এরা পাকি জুজুর তৈরি করেছে। আগে খেতো পাব্লিক। এখন আর খায় না, খাবে না। পাকি রাজাকারদের যেমন ঘৃণার জীবন গুজরান করতে হচ্ছে, তেমনি নব্য ইন্ডিয়ান রাজাকারদের জীবনও তেমন ঘৃণিত করে দেয়া হবে। অনেক ধন্যবাদ।
৫০| ২৯ শে জুন, ২০১৩ রাত ৮:১০
ব্লাক উড বলেছেন: ধীবর ভাই, বাংলাদেশের দিকে কু নজর দিলে ওদের শুধু চোখ তুলে নিয়েই ক্ষান্ত হবোনা ওদের এদেশীয় চ্যালাদেরও লুলা বানিয়ে দেবো।
+
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৩৭
ধীবর বলেছেন: আপনার কথায় অনেকগুলি +++++++++++++ ব্লাক উড ভাই।
৫১| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:০৮
তাসবীর আহমাদ বলেছেন: চোখ তোলার কাজে আমিও অংশ নিতে প্রস্তুত। +
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৩৮
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ তাসবির ভাই। আমাদের সবার মুষ্ঠিবদ্ধ হাতের প্রতিরোধে নব্য রাজাকারগুলি ধংস হবে।
৫২| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৮
লুক্কায়িত বলেছেন: অনেক ভালো লিখেছেন ভাই। বাংলাদেশের মানুষ গুলো যদি সবাই বুঝতো তাহলে আর এতো সমস্যা হতো না।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:২২
কাঙ্গাল মুরশিদ বলেছেন: যদি করিস, তবে জেনে রাখিস, ভারতীয়দের আগে এদেশের ভারতীয় দালালদের চোখই আগে উপড়িয়ে নেয়া হবে। - অসাধারণ।
অবশ্বই বাংলার মানুষ আর কোন বিদেশী আধিপত্ব মেনে নেবে না।