নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৫২ আর ৭১ এর চেতনায় আছি বাধা

সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল

ধীবর

সাংবাদিক কলামিস্ট

ধীবর › বিস্তারিত পোস্টঃ

লন্ডনে বিলাতি বাচ্চু !পর্ব ২ (ছবি ব্লগ)

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪১

প্রথম পর্ব







এসে তো পৌছালাম। কিন্তু বার বার একটা জিনিস খটকা লাগছে। সাদা কালো ইন্ডিয়ান নারী পুরুষ সবাই আমার দিকে কেমন করে জানি তাকাচ্ছে ! ঘটনা কি? শুধু পুরুষ তাকালে দিপুমনিকে মনে পড়তো। কিন্ত নারীরাও?



এই রে ! নাহ ! মান ইজ্জত তো আর কিছু থাকলো না। হারামের উপার্জন বলেই কিনা, বুক পকেটে পেয়ারা শালা এমনভাবে উচু হয়ে রয়েছে যে মনে হচ্ছে...(শরমের কথা, বলা যাবে না)



যেই মুহুর্তে পকেট খালি করবো ওই সময় ইমিগ্রেশন অফিসার ডাক দিলো। ইনি ইন্ডিয়ান বলেই মনে হচ্ছে। ইংরেজরা যখন ইন্ডিয়া দখল করেছিল, তখন ইনারাই মনিব ভক্তি দেখিয়ে চোখের মণি হয়ে ছিলেন। তার পুরস্কার স্বরুপ তাদের বংশধররা এখন জাতিতে ইংরেজ হয়ে গেছে।



আমাকে দেখেই ব্যাটা মুখ এমন কালো করলো যেন, সতিন দেখেছে। এমন করে নাক সিটকালো যেন ব্রাক্ষ্মণের গায়ে নমশুদ্রের ছোয়া লেগেছে। লাগেজ নেই তাই বাচোয়া।



কিন্তু আমার বুকের দিকে তারও নজর গেলো।



- উহা কি আছে?



- পেয়ারা। খাবেন? বলে যেই পকেট থেকে পেয়ারা বের করেছি অমনিই বোম্ব বোম্ব বলে ব্যাটা মাটিতে শুয়ে পড়লো। তার ওমন গগনবিদারি শব্দে আশে পাশে যারা ছিল সবাই পপাত ধরণিতল।



নাহ যাত্রার শুরু থেকেই দখি খালি খুফা। কোত্থেকে মুহুর্তের মধ্যেই আমাকে এক দল বৃটিশ পুলিশ ঘিরে ফেললো। সবাই ভয়ংকর সব মারণাস্র তাক করে রয়েছে।



পেয়ারা হাতে নিয়েই হ্যান্ডস আপ পজিশনে। এদের তো বিশ্বাস নাই বাবা। পরে দেখা যাবে গুলি করে মেরে ফেলবে। এর পর বলে দিবে ইসলামিক সন্ত্রাসি লন্ডন বিমান বন্দরে নিহত। সারা দুনিয়াতে তো এই চলছে। তাদের হাতে মিডিয়া, তারা যা বলবে তাই প্রচারিত হবে। কেউ খোজ করে দেখবে না, এই বাচ্চু নিতান্তই ছাপোষা ১৪,৭০০ টাকা বেতনের এক অপদার্থ সাংবাদিক।



আর মান ইজ্জতের ভয়ে বুবুও আমাকে অস্বীকার করবেন। বাংলাদেশের সুশিলরা এই ছুতায় সব মসজিদ মাদ্রাসায় তালা লাগানোর ধান্ধা করবে।



আমি আল্লাহ বিল্লাহ করছি। বিয়ে খেতে এসে দেখি আমার খতম তরাবি পড়ার অবস্থা হয়েছে।







কিম্ভুতকিমাকার পোষাকে একজন এসে কি সব যন্ত্র দিয়ে আমার সারা শরিরে কি যেন চেক করলো। এর পর খুব সাবধানে হাত থেকে পেয়ারা নিয়ে ঘুড়িয়ে ফিরিয়ে দেখলো। পকেট চেক করে বাকি দুইটা পেয়ারাও নিলো।



সভ্য দেশের কারবারই আলাদা। কিছুক্ষনের মধ্যেই পেয়ারাগুলি বাপ দাদার ১৪ গুস্টির খবর বের করে অবশেষে মুক্তি মিললো।



হাফ ছেঁড়ে বাচলাম। কি ঝামেলারা রে বাবা ! আগে জানলে কে আসতো?



এয়ারপোর্টের বাইরে যেতে যেতে ওই ইন্ডিয়ানকে খালি বললাম



- তুই একটা ভুদাই।



শালা ঘাড় ত্যাড়া। ভেবেছিলাম কোন প্রশ্ন করবে না। কিন্ত না। জিজ্ঞেস করেই বসলো



- ইহার মিনিং কি আছে?



আবার কোন ঝামেলা হয়। তাই বলে দিলাম



- ইহার মানে হইলো, ইউ গ্রেট ম্যান।



সে খুশিই হলো মনে হয়। বললো



- হামি আর কি ভুদাই আছে ! মাই বাপ, দাদা, পরদাদা হামার চেয়েও গ্রেট ভুদাই ম্যান ছিল।



ভালোয় ভালোয় বের হলাম এয়ারপোর্ট থেকে। এদিকে আমার ভাগ্য দেখে বুবু মহা বিরক্ত ! কিন্তু কিছু বলতেও পারছেন না। কারণ দোষ তো আর আমার না !







আমাদের রিসিভ করতে মিজারুল ভাই এসেছিলেন। বুবুকে জিজ্ঞেস করলাম



- উনারে বদলি করলা কেন?



- কি করমু ক? দিপুমনি তো এক সেকেন্ডের জন্যও দেশে থাকতে চায় না। খালি হুদা কামে উইড়া উইড়া বেড়ায়। ওর লগে তাল দিতে গিয়া মিজারুলের জান কালা হইয়া গেছিলো। তাই হাতে পায়ে ধইরা নিজেই বদলি হইছে।



হু ! ঠিক তো । দিপুমনি যেমন বিদেশ বেড়ায় তেমনি আমাদের পাড়া বেড়ানি জিকুর মায়েও এত বেড়ান বেড়ায় না। তার সাথে সাথে ঘুরতে গেলে আমাদের ময়ুরি বেগমও শুকিয়ে তরুনি কালের ববিতা হয়ে যাবে।



ওমা ! এই নাকি বিলাত ? এর জন্য এত্ত গপ্পো আর এত পাগলামি? এতো মনে হয় যেন কলকাতা শহর। খালি ধুতির বদলে প্যান্ট শার্ট পড়া লোকজন। বিল্ডিং দেখলে মনে হয় সেই লর্ড ক্লাইভের আমলেই পড়ে আছে। পুরানা বিল্ডিং যদিও বেশ ঝকঝকে পরিস্কার আর নতুন রঙ করা।







আর রাস্তার অবস্থা কি ভালো হলেও বেশ সরু গলি। মিরপুর রোডের তিন ভাগের একভাগ হবে।



যাই হোক, অবশেষ হোটেলে এসে পৌছালাম। প্রথমে শেরাটন দেখে একটু মন খারাপ হয়েছিল। যার তার সাথে তো আসিনি। ঠাটবাটের সাথে না থাকলে কিসের কি?



তবে বাইরে থেকে দেখে খারাপ মনে হলো না। চলে আর কি !







কিন্তু ভেতরে ঢুকে আমার পড়ে যাবার জোগাড়। বড় সোন্দর্য !











এবার নতুন ক্যাচাল। প্রায় জনা পঞ্চাশেক লোকজন নিয়ে বুবু তো হাজির। কিন্ত এদের থাকা খাওয়ার জন্য যে বিশাল বিল সেটা দিবে কে? যেহেতু বেসরকারি সফর সেহেতু বৃটিশ সরকার সেটা দেবে না।



তবে এই সব বিল ফিল দেয়া বুবুর কাছে তো নস্যি ! কিন্ত কি মনে করে বুবু আচলের খুটা ঢিলে করছেন না। ওইদিকে জার্নিতে আমাদের সবার অবস্থাই কাহিল। ্তার মধ্যে খাওয়া দাওয়াও তো করতে হবে। তবে মুখ ফুটে কারোই কিছু বলার সাহস হলো না।



অনেক হাতে পায়ে ধরেও বৃটিশ সরকারের কাছ থেকে খরচ ম্যানেজ করা গেলো না। শেষ পর্যন্ত কি সব জানি করে বাংলাদেশের রাস্ট্রিয় খরচে ব্যাবস্থা হলো। মানে বুবু বিয়ে খেতে বিদেশে এসেছে, যার ব্যায়ভার দেবে বাংলাদেশের জনগণ। আর দেবে নাই বা কেন? জাতির আপা এসেছেন জাতির নাতনির বিয়ে খেতে। হাজার হোক, বাংলাদেশের মানুষের যে ঋণ এই শেখ পরিবারের কাছে, তাতে এই সব খরচ তো অতি তুচ্ছ !



তবে মনটা খারাপ হলো অন্য কথা চিন্তা করে। কিছুদিন পর রোজা। দেশের লাখ লাখ মানুষ, প্রবল ইচ্ছা সত্ত্বেও যেখানে ইফতার আর সেহেরিতে তেমন কিছু খেতে পারবেন না, সেখানে বুবুর পেছনে এই বিশাল ব্যয় করাটা খুব ন্যায্য মনে হলো না।







তবে আমাদের থাকার বাইরের অংশ দেখে সব ভুলে গেলাম। আহা ! বাংলাদেশের মানুষ মরুক বাচুক আমার কি? এই সুন্দর যায়গায় থাকতে পারবো, এর চেয়ে সুখের আর কি হতে পারে?



চলবে...

মন্তব্য ৭২ টি রেটিং +২০/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৬

সাইবার অভিযত্রী বলেছেন: মুজতবা আলীর রসগোল্লা কিসিমের অভিগ্গতা!

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৯

ধীবর বলেছেন: ধন্যবাদ সাইবার অভিযাত্রি ভাই। আরে কিসের সাথে কিসে তুলনা রে ভাই। তার মত হতে গেলে ১০০ বার জন্ম নিতে হবে। তবে ছবি প্রথমে ঠিক মত আপলোড হয়নি। ঠিক করে দিয়েছি। এবার দেখতে পারেন :)

২| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০০

তূর্য হাসান বলেছেন: বংশীদণ্ডের এমন শৈল্পিক ব্যবহার আপনার মতো আর কেউ পারে না। আপনার প্রতিটি লেখাই অসাধারণ। ভালো থাকুন।

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৯

ধীবর বলেছেন: আমি সামান্য মানুষ। আপনার মত গুণমুগ্ধ পাঠকদের ভালবাসাই সবচেয়ে বড় অনুপ্রেরণা। অনেক কৃতজ্ঞতা আর শুভ কামনা জানবেন হাসান ভাই।

৩| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৪

তোমোদাচি বলেছেন: ধুর মিয়া!!! আপনের পেয়ারা কাহিনী পড়তে গিয়ে ল্যাবের মধ্যে হঠাত শব্দ করে হেসে ফেলেছি!!!
ল্যাবের জাপানীজ পোলাপান গুলা আমার দিকে কি রকম কিম্ভুত স্টাইলে তাকাইল; বড়ই শরম পাইলাম!!! =p~ =p~




পরের পর্ব কখন আসছে???

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১০

ধীবর বলেছেন: আরে তোমোদাচি ভাই, আমার জান আর ইজ্জত দুই নিয়ে টানাটানি। আর আপনি হাসছেন? ;) পরের পর্ব? ভাই দম নিতে দেন একটু। আর আরো কিছু ঘটনা ঘটুক ;)

৪| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২১

আসফি আজাদ বলেছেন: আমি তো জানি মানি লোকের মান রাখতে হয় :-B আপনে মিঞা এই রকম কেন ;)

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৯

ধীবর বলেছেন: বুবু কইয়া সর্বোচ্চ সম্মান দিলাম। আর আপনি বলছেন আমি অপমান করলাম :(

৫| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: >দিপুমনি যেমন বিদেশ বেড়ায় তেমনি আমাদের পাড়া বেড়ানি জিকুর মায়েও এত বেড়ান বেড়ায় না। তার সাথে সাথে ঘুরতে গেলে আমাদের ময়ুরি বেগমও শুকিয়ে তরুনি কালের ববিতা হয়ে যাবে।

>বুবু বিয়ে খেতে বিদেশে এসেছে, যার ব্যায়ভার দেবে বাংলাদেশের জনগণ। আর দেবে নাই বা কেন? জাতির আপা এসেছেন জাতির নাতনির বিয়ে খেতে। হাজার হোক, বাংলাদেশের মানুষের যে ঋণ এই শেখ পরিবারের কাছে, তাতে এই সব খরচ তো অতি তুচ্ছ !

ভাগ্যিস বুবু বলগ কি জিনিষ বুঝৈনা। হুদাই ইমরানের কথায় ব্লগারগো পিছে থাইক্যা ৫-০ গোলে হারল!!!
আর আপ্নিও আরামসে কিস্সা লেইখ্যা শান্তিতে আছেন ;)

নইলে পরের ট্রিপেই আপনেরে আন্দামান পাঠায় দিত :P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০১

ধীবর বলেছেন: ভাগ্যিস বুঝে না। বুঝলে আন্দামান না, সিধা ফাসির মঞ্চে পাঠাইতো। :(

দেখেন না বুয়েটের এক টিচারের কি হাল হয়েছে? অনেক ধন্যবাদ বিদ্রোহি ভাই।

৬| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৪

একজন ঘূণপোকা বলেছেন: সে খুশিই হলো মনে হয়। বললো

- হামি আর কি ভুদাই আছে ! মাই বাপ, দাদা, পরদাদা হামার চেয়েও গ্রেট ভুদাই ম্যান ছিল।





=p~ =p~ =p~ =p~ =p~

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৩

ধীবর বলেছেন: েহেহেহে ঘুণেপোকা ভাই।

৭| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৯

ঢাকাবাসী বলেছেন: আপনার লেখা, বর্ণনা আর ছবি সব মিলিয়ে খু--ব সুন্দর। কিছুটা বাস্তব কিছুটা গল্প সব মিলিয়ে বেশ ভাল।

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৪

ধীবর বলেছেন: আমি চেস্টা করেছি আপনাদের সামনে কিছু তথ্য উপস্থাপনের। আপনাদের ভালো লেগেছে, তাই পরিশ্রম সার্থক। অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন ঢাকাবাসি ভাই।

৮| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

- তুই একটা ভুদাই।

শালা ঘাড় ত্যাড়া। ভেবেছিলাম কোন প্রশ্ন করবে না। কিন্ত না। জিজ্ঞেস করেই বসলো

- ইহার মিনিং কি আছে?

আবার কোন ঝামেলা হয়। তাই বলে দিলাম

- ইহার মানে হইলো, ইউ গ্রেট ম্যান।

সে খুশিই হলো মনে হয়। বললো

- হামি আর কি ভুদাই আছে ! মাই বাপ, দাদা, পরদাদা হামার চেয়েও গ্রেট ভুদাই ম্যান ছিল।


=p~ =p~ =p~

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৫

ধীবর বলেছেন: :) অনেক ধন্যবাদ কান্ডারি ভাই।

৯| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩০

এস এইচ খান বলেছেন: হায় পেয়ারা! তোমার একই অংগে কত রুপ ;) হায় ইন্ডিয়ান! নিজ দেশে মুসলিম বিরোধীতা করতে করতে অস্তিত্ব বিলিন করে আজ ব্রিটিশ মাগার চোখের স্বভাব এতটুক বদলায় নাইক্কা :-B


হায় শেখ লুৎফর রহমানের বংশধর :( :(


শিঘ্র পরের পর্ব দিয়ে দিন :)

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৪

ধীবর বলেছেন: :( এর পর পেয়ারা যদি খাইছি তো আমার নাম নাই। ইজ্জতের হাফ সোল।

ধন্যবাদ খান ভাই। পরের পর্ব ইনশাল্লা জলদি আসবে :)

১০| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১১

রেজোওয়ানা বলেছেন: বাংলাদেশের মানুষ মরুক বাচুক আমার কি? এই সুন্দর যায়গায় থাকতে পারবো, এর চেয়ে সুখের আর কি হতে পারে?

এইটাই বেশির ভাগ লোক ভাবে!

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৫

ধীবর বলেছেন: :( রম্যের আড়ালে অনেক কস্টের কথা বলতে হয়। সহমত।

১১| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৮

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: তবে আমাদের থাকার বাইরের অংশ দেখে সব ভুলে গেলাম। আহা ! বাংলাদেশের মানুষ মরুক বাচুক আমার কি? এই সুন্দর যায়গায় থাকতে পারবো, এর চেয়ে সুখের আর কি হতে পারে?


অনেকেই ভাবে


তোমোদাচি ভাই আমারও একিই দশা =p~

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৬

ধীবর বলেছেন: আপনিও হাসাহাসি শুরু করলেন? ইয়া আল্লাহ।। এইখানে মন খুলে কিছু লিখাও তো দেখি ইজ্জতহানির কারণ :(

১২| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫০

সোহানী বলেছেন: আপনি মরছেন... আপনার নেক্সট্ ফ্লাইট আন্দামান দ্বীপে...তল্পী তল্পা নিয়া রেডি থাইকেন....++++

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫৯

ধীবর বলেছেন: হায় হায় ! কি বলেন এই সব? আই কিচ্চি? :(

১৩| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: রম্য , স্যাটায়ার যাই-ই বলেন ভালো লাগছে পড়তে। গরীবের দুঃখ গরীব ছাড়া আর কেই বা বুঝে ! তবে হোটেলে ঢুকে আপনার পইড়া যাওয়ার দশা হইছে , আমি হইলে তো বাইরে থাকতেই পড়তাম ! হোটেলের সে কী সইন্দজ্য ! :P
ভুদাই কাহিনীও ও ভালো লাগলো ।

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০০

ধীবর বলেছেন: আপনিও দেখি আমার মতই গরিব :( লন এক সাথে ডেস্টিনি নাইলে হলমার্ক এ যুগ দেই। বুবুর প্রস্থানে এখনো বেশ কয়েক মাস বাকি আছে ;)

ধন্যবাদ :)

১৪| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২০

রাজীব বলেছেন: সে খুশিই হলো মনে হয়। বললো

- হামি আর কি ভুদাই আছে ! মাই বাপ, দাদা, পরদাদা হামার চেয়েও গ্রেট ভুদাই ম্যান ছিল।

তুমি অলসো কিছুটা ভুদাই আছ। =p~ =p~ =p~

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০১

ধীবর বলেছেন: আমি একটু না পুরাই ... নাইলে সারা দেশের মানুষ যারে দুই চোখে দেখতে পারে না, তারে আমি বুবু বানাই? ;)

১৫| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৩

সাইবার সোহেল বলেছেন: ভাইরে তিন চার বছর আগে ডট.আন্ডারগ্রাউন্ডে টিউলিপের সম্পর্কে যা পরছিলাম ...... :P আজ তার বিয়ের খবর দেখে সেই কথা মনে পড়ে খুব হাসি পাইল...... =p~ B-) :#) :D ;)

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৩

ধীবর বলেছেন: সোহেল ভাই, যেখানে আওয়ামি লিগের সিল গায়ে থাকলে ৭ খুন মাফ, সেখানে ইনি তো জাতির নাতনি ;) চেপে যান। তবে আমাকে কানে কানে আন্ডারগ্রাউন্ডের খবরটুকু বলে যান ;)

১৬| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৬

মদন বলেছেন: আগামি দাওয়াতে আপনের ব্যাগ আমি টাইনা দিমু, তাও সাথে নিয়েন। আপারে আমার জন্য আগে থেকেই বুকিং দিয়া রাইখেন।

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৪

ধীবর বলেছেন: আরে মদন ভাই, মান ইজ্জতের ডরে তো কই না। আমারে দিয়া তো বুবু ব্যাগই টানায়। তয় উনারে কইয়া যদি একখান এসিস্টেন্ট মঞ্জুর করাইতে পারি, তাইলে আপনের চাকরি বান্দা :)

১৭| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তবে আমাদের থাকার বাইরের অংশ দেখে সব ভুলে গেলাম। আহা ! বাংলাদেশের মানুষ মরুক বাচুক আমার কি? এই সুন্দর যায়গায় থাকতে পারবো, এর চেয়ে সুখের আর কি হতে পারে?

হাসিনা ১৫ই আগষ্টের বদলা পুরা জাতির উপর নিতে চায়। এমনকি আলীগের সাধারণ সমর্থকরাও কষ্ট পায় এটাতেও হাসিনার কুচ পরোয়া নাই।

ধন্যবাদ চালিয়ে যান।

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৬

ধীবর বলেছেন: বা জি ভাই, এই সত্যিটা সারা দেশের মানুষ জানে। আমিও জানি। কিন্ত কি করমু? বুবু তো আমার একটাই। চাইলেই তাই ফেলে দিতে তো পারি না। ;)

১৮| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪০

বলাক০৪ বলেছেন: লাইক দিতেও ভয় লাগে B-)

চুপার অইচে।

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৬

ধীবর বলেছেন: মন খুলে লাইক দিন। বুবু তার নামে লেখায় লাইক দেখতে পছন্দ করে। ভয়ের কিছু নাই :)

১৯| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫১

বটের ফল বলেছেন: রম্যের আড়ালে যে চরম সত্যগুলোকে সবার সামনে নিয়ে আসলেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। একগুচ্ছ প্লাস।
+++++++++++++++++++++++++++++

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৭

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ বটের ফল ভাই। আমি সামান্য লেখক, যথা সামান্য চেস্টা করি আর কি !

২০| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৪

জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: হামি আর কি ভুদাই আছে ! মাই বাপ, দাদা, পরদাদা হামার চেয়েও গ্রেট ভুদাই ম্যান ছিল। :) :) :) :) :) :)

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৮

ধীবর বলেছেন: হেহেহে

২১| ০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

*কুনোব্যাঙ* বলেছেন: ধীবর ভাইয়ের সেই সনাতনী স্টাইলে দারুণ রম্য


++++++++++

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৯

ধীবর বলেছেন: :) অনেক অনেক ধন্যবাদ কুনোব্যাঙ ভাই।

২২| ০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

রহস্যময়ী কন্যা বলেছেন: ভুদাই ম্যান হয়ে এত্ত খুশি!!!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১০

ধীবর বলেছেন: ব্যাটা যদি আসল মানে জানতো, তাহলে আমি লন্ডনের জেলখানায় থাকতাম এতক্ষণে ;)

২৩| ০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

মায়াবীনি৬৫৪ বলেছেন: গরিবের টাকা দিয়ে ভাগ্নির বিয়ে

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১১

ধীবর বলেছেন: আমার বুবু তো গরিবই। আমার ছোট বুবু নিজে লন্ডনে চাকরি করে দিন আনে দিন খায় অবস্থা! তাই এই গরিবদের জন্য গরিবের টাকাই তো খরচ হবে তাই না? ;)

২৪| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন পোষ্ট চালিয়ে যান। দারুন একটা রম্য পড়লাম।
শালার আমরা বড় অভাগা জাতি। আর বেশি কিছু বলার নাই।

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৩

ধীবর বলেছেন: অসংখ্য ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা ভাই। সব কৃতিত্ব দেব গুণমুগ্ধ পাঠকদেরই

২৫| ০৯ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৫

সবুজ ভীমরুল বলেছেন: আসা করি সামনের পর্বে "বিশিষ্ট সেনাপতি, গাজীপুরের স্টালিনগ্রাড যুদ্ধের নায়ক, আ গাব্বার চৌ" এর উপস্থিতি দেখতে পাব।

লন্ডনে সদলবলে গিয়েছেন, উনি কি না এসে পারেন?? ;) ;) ;)

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৪

ধীবর বলেছেন: হেহেহে, দেশের মত বিদেশেও বুবুর পালা কুত্তার তো অভাব নেই। তাকে দেখা যাবে না, সেটা কি হয়? ;) চোখ রাখুন।

২৬| ০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২২

মুহিব বলেছেন: চরম....বরাবরের মতই।

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৬

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ মুহিব ভাই।

২৭| ০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৪

মনিরা সুলতানা বলেছেন: আপনি কি বুবুর সরাসরি রক্তের ? মনে হয় আপনি টাইন্না টুইন্না রক্তের হবেন , না হয় মাঝে মাঝে ই আপনার লেখায় বিবেক নামক এক অদৃশ্য জিনিসের দেখা মিলে ।


বরাবর এর মতই অসাধারন লেখা :)

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৭

ধীবর বলেছেন: হায় হায় বিবেক কই দেখলেন? বিবেক থাকলে কি বুবুর পিছু পিছু দেশ বিদেশ ঘুরি? আমি কি জানি না, টাকা পয়সা কোত্থেকে আসে? ;)

অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)

২৮| ০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৩

জুল ভার্ন বলেছেন: • দূড় মিয়া, বুবুর বোনঝির বিয়েতে বিলেত সংগী মাত্র ৪৫/৫০ জন খাদকদের থাকোন খায়োনে হোটেল হিল্টনে বিলের জন্য দূশ্চিন্তা করতাছেন-ঐ বিলতো আপনের বুবুর ক্যাশিয়ার বুইন্ডুর একঘন্টার কমিশন ইঙ্কাম মাত্র! বুবু পরিবারের সংগী হইয়া মাত্র ৪৫/৫০ জন খাদকদের থাকোন খায়োনের টাকা পয়শার চিন্তামাত করো ভ্রাত-সাড়ে চার বছরের অর্জিত কমিশন শেষ কর্তে সাড়ে চারশো বছর লাগবে।

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২১

ধীবর বলেছেন: ধুরো বড় ভাই। কি যে বলেন আর না বলেন না? নিজের পয়সা ব্যায়ে বুবুর অনেক মিতব্যায়ি। খরচ করলে আপনারাই তো বলবেন, দ্যাখো দ্যাখো, দেশের টাকা চুরি করে ফুর্তি করছে।

আর সাথে আমরা গেছি তো ৫০ জন। কিন্ত ভাগ্নি জামাই খাস ইংরেজ। যৌতুকের একটা ব্যাপার আছে না? ;)

তাছাড়া ওই সব ইংরেজ ট্যাবলয়েড কি সব আজে বাজে খবর ছেপে বুবুর সম্মানহানি করছে। ওদের ম্যানেজ করতেও তো কিছু লাগবে? লাগবে না?

এত্ত সোজা না। বুবুর অনেক খরচ আছে। সামনে আরো খরচের দরকার আছে। নাইলে তো তার হাতে হারিকেন :(

২৯| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৩

ক্ষুধিত পাষাণ বলেছেন: ধীবর ভাইয়া, আপ্নেরা কেমুন লুক বলেন্তো? আপ্নেগো অরিজিনাল বিলাতী মাল খাওয়াইও বুবু আপ্নাদের মন পাইলোনা!

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩০

ধীবর বলেছেন: ক্ষুধিত পাষাণ ভাই, এখন পর্যন্ত এক গ্লাস পানি পেটে পড়লো না, আর আপনি বলেন বিলাতি মাল। :(

৩০| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৮

আনাড়ী নং ৪২০ বলেছেন: হামি আর কি ভুদাই আছে ! মাই বাপ, দাদা, পরদাদা হামার চেয়েও গ্রেট ভুদাই ম্যান ছিল। =p~ =p~ =p~

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩২

ধীবর বলেছেন: হেহেহে

৩১| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৮

মুদ্রা সংগ্রাহক বলেছেন: পেয়ারাগুলার শেষমেষ কি হলো সেটা বললেন না...আমি তো ওটার জন্য অপেক্ষা করছিলাম...

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৪

ধীবর বলেছেন: মুদ্রা সংগ্রাহক ভাই। :( ওই কুফা পেয়ারাদের কথা আর তুলবেনই না। একটুর জন্য আমার ইজ্জত আর জান বেচে গিয়েছে।

৩২| ০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

আমি বীরবল বলেছেন: আপনার পেয়ারের বুবু বেলারুশ থেকে নাকি ফিরে আসার নির্ধারিত তারিখের ২ দিন আগেই দেশে ফিরে আসছেন! আল্লাহ মালুম উনি কি বচন/বাণী আমাদের জন্য রেডি করে নিয়ে আসছেন।

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৫

ধীবর বলেছেন: বীরবল ভাই, তার পিছনেও বিশাল কারণ আছে। পরের পর্ব উন্মোচিত হবে :)

৩৩| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৮

হৃদয় বাংলাদেশ বলেছেন: বীরবল ভাই, আমার মনে হয় ধীবর ভাইয়ের বুবু বিলাতী বিয়েতে উলটা সিধা কিছু খেয়ে পেটে অসুখ বাধাইয়া আগেই দেশে ফিরে আসছেন B-)) B-))

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৫

ধীবর বলেছেন: না না সব মিথ্যা কথা। ইন্ডিয়ান না হইলে বুবু তেমন খাওয়া দাওয়া করে না ;)

৩৪| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৭

উপপাদ্য বলেছেন: আমি ভেবেছিলাম আপনি সত্যিই বুঝি লন্ডনে এসেছেন লেডি হিটলারের সংগী হয়ে।

সিরাম হৈছে।

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৬

ধীবর বলেছেন: আমি বুবুর মাথার কসম খাইয়া বলি, সব সত্যি কথা ;)

৩৫| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৩

রাশফি বলেছেন: সে খুশিই হলো মনে হয়। বললো

- হামি আর কি ভুদাই আছে ! মাই বাপ, দাদা, পরদাদা হামার চেয়েও গ্রেট ভুদাই ম্যান ছিল।

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৩

ধীবর বলেছেন: :)

৩৬| ১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৬

স্পেলবাইন্ডার বলেছেন:


....সাড়ে চার বছরের অর্জিত কমিশন শেষ কর্তে সাড়ে চারশো বছর লাগবে।


জুলভার্ন ভাই, পাপের ধন প্রায়শ্চিত্তে যাবে....

১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৫

ধীবর বলেছেন: দোয়া কইরেন স্পেল ভাই। আমি গরিব মানুষ, যদি এই চান্সে আমার কপাল খুলে ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.