নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৫২ আর ৭১ এর চেতনায় আছি বাধা

সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল

ধীবর

সাংবাদিক কলামিস্ট

ধীবর › বিস্তারিত পোস্টঃ

পান্না মাস্টারের কুকামের ভিডিও আছে? থাকলে শেয়ার করেন।

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৩

কুস্টিয়ায় পান্না মাস্টারের নাকি অনেক কুকামের ভিডিও আছে মার্কেটে ! কারো সংগ্রহে থাকলে, শেয়ার করেন।









সবাই ক্রোধে ফেটে পড়লেন নিশ্চই এই পোস্ট দেখে? ভাবছেন আচ্ছা তো ধীবর এত লুল, বদমাইস হ্যান ত্যান। আরো কিছু বাজে গালিও দিলেন।



আপনাদের হক আছে গালি দেবার। ঠিকই তো ! অসহায় অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের সম্ভ্রমহানির ভিডিও দেখার জন্য যে স্ট্যাটাস দিতে পারে, সে মানুষ হতে পারে না।



আপনি নিজেও কি মানুষ বলে মনে করেন নিজেকে? এই রকম ডাইরেক্ট প্রশ্নের উত্তরে আপনাদের সবাই এক বাক্য বলবেন, হ্যা অবশ্যই। আমরা প্রতিবাদ করেছি ফেবুকে, ব্লগে। তীব্র নিন্দা জানিয়েছি।



হাহাহা। আচ্ছা ! আপনাদের নিন্দায় যেন অপরাধীদের কারো কিছু যায় আসে। বস্তুত যারা এই ধরণের অপরাধের সাথে জড়িত তারা কেউ ফেবু ব্লগ পড়ে না। পড়লেও কেয়ার করে না।



আপনাদের নিন্দায় পরিমলে কি ছিড়েছে, সেটা তো দেখতেই পারছেন। উহু, দেখতেও পারছেন না, কারণ আপনারা জানেন না পরিমল কোথায় ! তার বিচারের কথাও কেউ তুলছেন না।



আমার একটাই স্বপ্ন। যেন বাংলাদেশে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সত্যিকারের কিছু উত্তরসুরির উদ্ভব হয়। যারা এই ধরণের অপরাধীদের গলায় ছুড়ি চালিয়ে ধড় টুকু প্রকাশ্যে টাঙ্গিয়ে রাখবে। কারণ এই পাশবিক মনবৃত্তি সেই ধর্ষক পাকিস্থানিদের নস্ট বীর্যের ফসল ছাড়া অন্য কেউ নয়।



কেউ আবার যেন বলবেন না যে, "দাড়ান, আইন হাতে তুলে নেবেন না।" কারণ আমাদের দেশে আইন থাকলেও প্রয়োগ করার মত মানসিকতা কারো নেই। পুলিশ থেকে শুরু করে আইন আদালত, সবার নৈতিকতা নিয়ে প্রশ্ন করার ধৃস্টতা দেখাচ্ছি, কারণ নিপীড়িতদের পক্ষ্যে কোনদিন আইন আদালত দাড়ায়নি। যদি দাড়াতোই তাহলে ধর্ষক মানিক আর শাকিলের প্রোমোশন হতো না। আর গ্রেফতার হবার মাত্র কয়েকদিনের মধ্যেই পরিমলকে ছাত্রলিগ নামের ধর্ষক সন্ত্রাসিরা জেল হাজতে গিয়ে পোলাও কোর্মা খাইয়ে আসতো না।



নপুংশক নয়, বীর মুক্তিযোদ্ধাদের উত্তরসুরি হন।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৭

মো ঃ আবু সাঈদ বলেছেন: নপুংশক নয়, বীর মুক্তিযোদ্ধাদের উত্তরসুরি হন।

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৫

ধীবর বলেছেন: ধন্যবাদ সাঈদ ভাই।

২| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২০

ননদালীনাজ বলেছেন: মো ঃ আবু সাঈদ বলেছেন: নপুংশক নয়, বীর মুক্তিযোদ্ধাদের উত্তরসুরি হন।

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৫

ধীবর বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২২

মেহেদী হাসান মানিক বলেছেন: :( :( :( :( :( :(

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৬

ধীবর বলেছেন: প্রোপিকে যার স্বাধীন বাংলাদেশের পতাকা, সময় এখন তার যুদ্ধে যাবার।

৪| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এতো গেল দৃষ্টিভঙ্গির এক পাশ!!

অন্যপাশেটাতেও তাকান!

নিজস্বতা, স্বকীয়তা, ধর্মকে ছেড়ে দিয়ে আধূনিকতা, পূজিবাদের ক্রীতদাস হওয়া, ভোগবাদের ব্যাপক বিকাশৈর ঠিকাদারী কার্ধে নিয়ে- এ চিৎকার, অনেকটা মদে মাতাল হয়ে মদ না খাবার আহবান জানানোর মতো।

আমাদের দেশীয় নিজস্বতাকে ধূয়ে মুছৈ কর্পোরেট কালচারের জয় জয়কার!!!
স্পনন্সরশীপের আড়ালে হারিয়ে যাচ্ছে, নীতি, ণৈতিকতা, শুভবোধের প্রচার, ধারন বিকাশের মিনিমাম টুকুও!!!
চলছে মিডিয়ায় অর্হনিশি ব্যক্তি কেন্দ্রীক লোভ মোহ কাম মদ মাৎসর্যের জয় জয়কার!
ভালমানুষি হয়ে যাচ্ছে বোকা অক্ষমের সনদ!!!

আপনি মাথায় রাখবেন পূজিবাদ আর ভোগবাদ-
আর আশা করবেন- সাধু সন্ত চেতনা!!! কেমন হয়ে গেল না?

আপনি পেট্রোনাইজ করবেন-নীতিহীন কেবলই বেঁেচ থাকাকে, আত্মত্যাগ, স্বার্থত্যাগ, কল্যান, শুভ চিন্তাকে নির্বাসনে পাঠিয়ে (মিডিয়া- সকল, সরকারী বেসরকারী নীতি নির্ধারণী স্তরে) চামচামী, লুল, সাপ্লাইয়ারদের পিঠে হাত দিয়ে-
শুধু বলার জন্য বলা হলে ঠিক আছে- তৃপ্তির আরেকটা ঢেকুর তুলতেই পারেন-
কিন্তু প্রকৃত কাজ করতে হলে- চাই দৃঢ় উদ্যোগ। চাই স্পন্সরশীপ। চাই মিডিয়ার ভোগ আর ফূজির একচ্ছত্র আধিপত্যের চাই ভেঙ্গে শুভ সুন্দর কল্যানের জন্য ব্যাপক বিনিয়োগ।

তবেই হয়তো কিছূ আশা করা যায় ।

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৮

ধীবর বলেছেন: অসাধারণ একটি ক্ষুরধার মন্তব্য। যে স্বপ্নের কথা বলেছি, সেই স্বপ্নের মানুষরা বিদ্যমান সমাজ ঐতিহ্য আর ধর্মের পরিপন্থি চেতনা থেকে মুক্ত থাকবেন। তবেই তাদের মধ্যে নব্য এই চেতনা জাগ্রত হবে। অনেক অনেক ধন্যবাদ বিদ্রোহি ভাই।

৫| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৭

হাসান নাঈম বলেছেন: @বিদ্রোহী ভৃগু

চমৎকার বলেছেন - পুর্ণ সহমত।

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৯

ধীবর বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই। আমিও একমত।

৬| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫২

উড়োজাহাজ বলেছেন: নিজস্বতা, স্বকীয়তা, ধর্মকে ছেড়ে দিয়ে আধূনিকতা, পূজিবাদের ক্রীতদাস হওয়া, ভোগবাদের ব্যাপক বিকাশৈর ঠিকাদারী কার্ধে নিয়ে- এ চিৎকার, অনেকটা মদে মাতাল হয়ে মদ না খাবার আহবান জানানোর মতো--

উত্তর দিন কিছু একটা!

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৯

ধীবর বলেছেন: বিদ্রোহি ভাইয়ে অসাধারণ ওই মন্তব্যের প্রতি পুর্ণ সহমত জানাচ্ছি।

৭| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৯

ফুয়াদ মাহমুদ বলেছেন: নপুংশক নয়, বীর মুক্তিযোদ্ধাদের উত্তরসুরি হন।

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২০

ধীবর বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই

৮| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৯

শান্তির দেবদূত বলেছেন: ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড হওয়া উচিৎ। ধুর ! আইন করেই বা লাভ কি! প্রয়োগ না থাকলে!!
এগুলার জন্য স্পেশাল ট্রাইবুনাল করা যায় না ? দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এগুলো ক্যান্সারের মত বাড়তেই থাকবে।

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৮

ধীবর বলেছেন: দেবদুত ভাই, আমাদের দেশের যে আইন, সেটা উন্নত কোন দেশের চাইতে কম নয়। তবে সমস্যা প্রয়োগের সদিচ্ছার অভাব। এজন্যই বাধ্য হয়েই লিখলাম যে, জনতাকেই আইন প্রয়োগে নামতে। অনেক ধন্যবাদ।

৯| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১১

মেহেদী হাসান মানিক বলেছেন: হুম। দেশ বাচানোর আন্দোলনটা আগে সমাজ থেকেই শুরু করা উচিত।আমাদের এই সমাজটাকে বদলাতে না পারলে দেশ রক্ষার আন্দোলন করে লাভ নাই।

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:১২

ধীবর বলেছেন: সেই কাজটা এখন থেকেই শুরু করা উচিত মানিক ভাই। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.