![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুস্টিয়ায় পান্না মাস্টারের নাকি অনেক কুকামের ভিডিও আছে মার্কেটে ! কারো সংগ্রহে থাকলে, শেয়ার করেন।
সবাই ক্রোধে ফেটে পড়লেন নিশ্চই এই পোস্ট দেখে? ভাবছেন আচ্ছা তো ধীবর এত লুল, বদমাইস হ্যান ত্যান। আরো কিছু বাজে গালিও দিলেন।
আপনাদের হক আছে গালি দেবার। ঠিকই তো ! অসহায় অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের সম্ভ্রমহানির ভিডিও দেখার জন্য যে স্ট্যাটাস দিতে পারে, সে মানুষ হতে পারে না।
আপনি নিজেও কি মানুষ বলে মনে করেন নিজেকে? এই রকম ডাইরেক্ট প্রশ্নের উত্তরে আপনাদের সবাই এক বাক্য বলবেন, হ্যা অবশ্যই। আমরা প্রতিবাদ করেছি ফেবুকে, ব্লগে। তীব্র নিন্দা জানিয়েছি।
হাহাহা। আচ্ছা ! আপনাদের নিন্দায় যেন অপরাধীদের কারো কিছু যায় আসে। বস্তুত যারা এই ধরণের অপরাধের সাথে জড়িত তারা কেউ ফেবু ব্লগ পড়ে না। পড়লেও কেয়ার করে না।
আপনাদের নিন্দায় পরিমলে কি ছিড়েছে, সেটা তো দেখতেই পারছেন। উহু, দেখতেও পারছেন না, কারণ আপনারা জানেন না পরিমল কোথায় ! তার বিচারের কথাও কেউ তুলছেন না।
আমার একটাই স্বপ্ন। যেন বাংলাদেশে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সত্যিকারের কিছু উত্তরসুরির উদ্ভব হয়। যারা এই ধরণের অপরাধীদের গলায় ছুড়ি চালিয়ে ধড় টুকু প্রকাশ্যে টাঙ্গিয়ে রাখবে। কারণ এই পাশবিক মনবৃত্তি সেই ধর্ষক পাকিস্থানিদের নস্ট বীর্যের ফসল ছাড়া অন্য কেউ নয়।
কেউ আবার যেন বলবেন না যে, "দাড়ান, আইন হাতে তুলে নেবেন না।" কারণ আমাদের দেশে আইন থাকলেও প্রয়োগ করার মত মানসিকতা কারো নেই। পুলিশ থেকে শুরু করে আইন আদালত, সবার নৈতিকতা নিয়ে প্রশ্ন করার ধৃস্টতা দেখাচ্ছি, কারণ নিপীড়িতদের পক্ষ্যে কোনদিন আইন আদালত দাড়ায়নি। যদি দাড়াতোই তাহলে ধর্ষক মানিক আর শাকিলের প্রোমোশন হতো না। আর গ্রেফতার হবার মাত্র কয়েকদিনের মধ্যেই পরিমলকে ছাত্রলিগ নামের ধর্ষক সন্ত্রাসিরা জেল হাজতে গিয়ে পোলাও কোর্মা খাইয়ে আসতো না।
নপুংশক নয়, বীর মুক্তিযোদ্ধাদের উত্তরসুরি হন।
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৪
ধীবর বলেছেন: ছি ছি পলাশ ভাই। শেষ পর্যন্ত এই চিনলেন? তবে অনেকেই লিংকের আশায় ঘুরে গিয়েছেন বলে আন্দাজ করছি। কারণ দুই শতাধিক লোক দেখেছেন, কিন্তু মন্তব্য মাত্র দুই জনের।
২| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৯
সাবু ছেেল বলেছেন: পোস্টটি স্টিকি করে ১ বৎসর পিন আপ করে রাখা হউক!!
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৫
ধীবর বলেছেন: (আহবানের জন্য ধন্যবাদ। কিন্ত সে আশা পুরণ হবার নয়।। কেননা এখনও বোকার মত আশাবাদি অনেকেই আছেন, যারা কোন যৌক্তিক কারণ ছাড়াই এখনো আইনের শাসনে আস্থাশিল।
৩| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫২
সোহানী বলেছেন: দারুন লিখেছেন..... আমার খুব কষ্ট হয় এসব বাচ্চা মেয়েদের কথা মনে হলে। কি নিদারুন কষ্টে তাদের দিন কাটে...... আসো মেয়েরা জাগো, প্রতিবাদী হও... আমরা এদের শাস্তি দিবই দিব..... পোস্টে +++++।
২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৬
ধীবর বলেছেন: সাহস করে এই পোস্টে আসবার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আমাদের নারীরা একদিকে বলছেন নারী সম অধিকার আর নির্যাতনের প্রতিবাদের কথা। অন্যদিকে লিখছেন লুতু পুতু মার্কা। এভাবে হবে না। একজন নারীর অন্তরস্থলের বেদনা শুধু একজন নারীই অনুভব করতে সক্ষম। তাই কাজে ও মুখে সম্ভাবে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সাথে লাখ লাখ পুরুষদের সমর্থন অবশ্যই পাবেন।
৪| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৯
িভৃতচারী বলেছেন: পোস্টে +++++
০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:১২
ধীবর বলেছেন: ধন্যবাদ নিভৃতচারি ভাই।
৫| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৭
দি সুফি বলেছেন: ++++++
০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:১৩
ধীবর বলেছেন: ধন্যবাদ সুফি ভাই
৬| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২২
বলাক০৪ বলেছেন: আমাদেরও অল্পবয়সী মেয়ে আছে, আমাদের চোখে তারা এখনও শিশু।
০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:১৬
ধীবর বলেছেন: পুর্ন সহমত বলাক ভাই। ধর্ষণ ম্যানিয়াতে আওয়ামি লিগ পাকিদের সাথে কম্পিটিশনে নেমেছে।
০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:২২
ধীবর বলেছেন: পুর্ন সহমত বলাক ভাই। ধর্ষণ ম্যানিয়াতে আওয়ামি লিগ পাকিদের সাথে কম্পিটিশনে নেমেছে।
০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৭
ধীবর বলেছেন: পুর্ন সহমত বলাক ভাই। ধর্ষণ ম্যানিয়াতে আওয়ামি লিগ পাকিদের সাথে কম্পিটিশনে নেমেছে।
০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৪
ধীবর বলেছেন: পুর্ন সহমত বলাক ভাই। ধর্ষণ ম্যানিয়াতে আওয়ামি লিগ পাকিদের সাথে কম্পিটিশনে নেমেছে।
০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৭
ধীবর বলেছেন: পুর্ন সহমত বলাক ভাই। ধর্ষণ ম্যানিয়াতে আওয়ামি লিগ পাকিদের সাথে কম্পিটিশনে নেমেছে।
৭| ২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
হুমায়ুন তোরাব বলেছেন: কিছু কইলে আমাগো রে আবার রাজাকার ডাকে ।
উনাদের মহানেতার পুত্র সম্পর্কে অবশ্য দুষ্টজনে নানা কথা বলে ।
কি আর কমু । কিছু বলার নাই ধীবর দা ।
০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:২৬
ধীবর বলেছেন: হুমায়ুন ভাই, যদি কেবল আওয়ামি বিরোধি হলেই যদি রাজাকার ট্যাগ দেয়, তাহলে ট্যাগদাতার মুখে কষিয়ে লাথি মারুন। এই সব অন্ধদের উপযুক্ত প্রাপ্য সেটাই।
৮| ২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২১
একজন ঘূণপোকা বলেছেন: মোস্তফা কামাল পলাশ বলেছেন: পোষ্টের টাইটেল দেইখা তো পুড়াই ভিমড়ি খেয়েছিলাম; শেষ পর্যন্ত ধীবর ভাইও
০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৩
ধীবর বলেছেন: ঘুণেপোকা ভাই, আপনিও?
৯| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আপনের সাহসতো কম না যে হাসিনার সোনার ছেলেদের বিরুদ্ধে অভিযোগ করেন
০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪২
ধীবর বলেছেন: আরে আমি অভিযোগ কই করলাম বা জি ভাই? আমি শুধু বললাম এই সব গুণধরদের যেন পাব্লিকই মাথা কেটে তাঙ্গিয়ে রাখে। যেন ভবিষ্যতে কেউ আমাদের মা বোনদের সম্মানহানি করার সাহস না দেখায়।
১০| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৪
সাইবার অভিযত্রী বলেছেন: আমার একটাই স্বপ্ন। যেন বাংলাদেশে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সত্যিকারের কিছু উত্তরসুরির উদ্ভব হয়। যারা এই ধরণের অপরাধীদের গলায় ছুড়ি চালিয়ে ধড় টুকু প্রকাশ্যে টাঙ্গিয়ে রাখবে।
আমারও....
০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৫
ধীবর বলেছেন: জরিপ করলে দেখা যাবে, সবাই সমর্থন করবে এই প্রস্তাব। শুধু সুশিল সমাজ নামের ধর্ষক ও সন্ত্রাসি লিগ সমর্থকরা ছাড়া।
১১| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৩
মোঃমোজাম হক বলেছেন: শিরচ্ছেদ প্রথা চালু হলে এদের ঐটা এতোটা খাড়াতোনা
০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৮
ধীবর বলেছেন: পুর্ণ সহমত মোজাম ভাই। অন্তত ধর্ষনের শাস্তি শিরোচ্ছেদ হোক, সেই দাবি আমি করতে চাই। অনেক ধন্যবাদ।
১২| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:২৫
রোজেল০০৭ বলেছেন: পিলাচ লন।
০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:০০
ধীবর বলেছেন: ধন্যবাদের সাথে গৃহিত হলো রোজেল ভাই।
০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:০৪
ধীবর বলেছেন: ধন্যবাদের সাথে গৃহিত হলো রোজেল ভাই।
১৩| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৫১
ছাইচাপা আগ্নেয়গিরি বলেছেন: "আপত্তিকর" বাটনে ক্লিক করতে এসে "ভালো লাগা"য় ক্লিক করে গেলাম।
১৪| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৫২
ছাইচাপা আগ্নেয়গিরি বলেছেন: "আপত্তিকর" বাটনে ক্লিক করতে এসে "ভালো লাগা"য় ক্লিক করে গেলাম।
০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:১২
ধীবর বলেছেন: আরেকটু হলে তো দিয়েছিলেন আমার খতম তারাবি পড়িয়ে। যাই হোক শেষ ভালো যার সব ভালো ধন্যবাদ।
১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:১০
অর্থনীতিবিদ বলেছেন: মেয়েটির জন্য কারও মায়া হলো না!
Feb 2, 2011 - ১৪ বছরের কিশোরী হেনা ৭০-৮০টি দোররার আঘাতের পর মাটিতে লুটিয়ে পড়ল। তার আগে ছোট্ট এই মেয়েটি সয়েছে ধর্ষণের ভয়ংকর শারীরিক-মানসিক যন্ত্রণা। মৃত্যু তাকে হয়তো সব যন্ত্রণা আর এই কুৎসিত সমাজ থেকে মুক্তি দিয়েছে।
প্রথম আলোর শিরোনামসহ একটি খবর এটি। যে সমাজে ধর্ষকরা বীরের মতো ঘুরে বেড়ায় আর ধর্ষিতাকেই সমস্ত লাঞ্ছনা গঞ্জনার শিকার হতে হয় সে সমাজে পান্না মাস্টাররাতো জন্ম নেবেই। ধর্ষক, মানিক, শাকিল, পরিমল, মাহবুব, পান্না মাস্টার আমাদের চোখে প্রতিবারই আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের ছোট ছোট নিষ্পাপ মেয়েরা কতটা অসহায় এই সমাজের কতিপয় লম্পট, বর্বর, হিংস্র মানুষের চেহারাধারী নরপশুদের কাছে। প্রতিবারই এই ধরণের খবরগুলো দেখে লজ্জায় অধোবদনে বসে থাকি। কিন্তু এই লজ্জা নিয়ে আর কতদিন। আসুন আমরা একতাবদ্ধ হই এবং প্রচলিত আইন না পারলে আমরা নিজেরা ইভটিজার আর ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আরো পান্না মাস্টার, পরিমল, মানিক, শাকিলদের উত্থানকে নিরুৎসাহিত করি।
০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:২২
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ অর্থনীতিবিদ ভাই। আপনার সাথে সহমত। ব্যাতিক্রম হচ্ছে, আপনি এখনও প্রচলিত আইনে বিচারে বিশ্বাসি।
১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০
নির্ভীক আহসান বলেছেন: এই ব্যাটার নাম শুনলেই আমার মাথার ভেতর রহিত ঘুমন্ত আগ্নেয়গিরি দাউ দাউ করে জ্বলতে থাকে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২
ধীবর বলেছেন: সেই আগুনকে কোনদিন নিভতে দেবেন না আহসান ভাই। এরা দেশ জাতি ও মানবতার শত্রু। আর যাদের আশ্রয় প্রশ্রয়ে এরা এত বাড় বেড়েছে ওদেরকেও ক্ষমা করা যাবে না কোনদিন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: পোষ্টের টাইটেল দেইখা তো পুড়াই ভিমড়ি খেয়েছিলাম; শেষ পর্যন্ত ধীবর ভাইও