নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৫২ আর ৭১ এর চেতনায় আছি বাধা

সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল

ধীবর

সাংবাদিক কলামিস্ট

ধীবর › বিস্তারিত পোস্টঃ

সাম্প্রদায়িক শান্তিনিকেতনিরা এখন বাঙ্গালিত্বের সার্টিফিকেট দিচ্ছে!

১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৩

মিডিয়াতে কিছুদিন পর পর বুদ বুদের মত কিছু আগাছা, নিজের কুৎসিত চেহারা দেখায়। কারণ এরা সমাজের এতই খুদ্রাংশ যে, অণুবিক্ষণ যন্ত্র ছাড়া এদের সমাজে গোণায় ধরা যায় না। এদের চাল চলন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠের সাথে মেলে না।



এর পরেও এরা প্রলাপ বকার সুযোগ পায়, কেননা মিডিয়া, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক জগতে এরা মাফিয়া তন্ত্র কায়েম করে রেখেছে। আর বাধ্য হয়েই ওদের কুৎসিত চেহারা ও মুখ নিস্তৃত বাণী না চাইলেও সাধারণ মানুষকে শুনতে হয়।



৭১ টিভি নামে চেতনাধারি আওয়ামি লিগের একান্ত বংশদবত একটি টিভি চ্যানেলে আজকাল এই সব অখাদ্যের মেলা বসেছে।



মুলত এরা সাংস্কৃতিক কর্মি, যাদের জগত ওই বেইলি রোড পর্যন্তই। আওয়ামি লিগের কল্যাণে এরা বেশ কিছুদিন শাহাবাগ জাকিয়ে বসিয়েছিল।



সেখানেই দেখলাম মিতা হক নামে জনৈক রবীন্দ্র সংগিত শিল্পি দাড়ি টুপি হেজাব ইত্যাদি নিয়ে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছেন। তারা নাকি বাঙ্গালিই না।



এর আগে দেখলাম, রোকেয়া প্রাচি নামে এক নাটকের মহিলা, তেতুলের সাথে তুলনা করাতে মওলানা শফিকে বেশ এক হাত নিয়েছিল। রোকেয়া প্রাচির মত কোথাকার কোন নাটকের মহিলার স্পর্ধার পেছনে ওই চেতনাধারিদের আশকারা রয়েছে।



আর চেতনাধারিদের এক দল ব্যাস্ত লুট পাট দুর্নীতি ধর্ষন (ভিডিও করে বাজারজাতকরণ) দখলবাজি টেন্ডারবাজি, বিরোধী মতকে দমন পীড়ন।



আর আরেক দল রয়েছে, আমাদের ভাষা সংস্কৃতি ঐতিহ্যকে ধবংস করে তাদের প্রভু দাদাদের সংস্কৃতি চাপিয়ে দিতে।



তারই ফলশ্রুতিতে দেখছি, এই সব রবীন্দ্র সংগিত শিল্পি আর নাটক পাড়ার মহিলা পুরুষরা অসাম্প্রদায়িকতা আর ধর্মনিরপেক্ষতার নামে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্যকে হেয় প্রতিপন্ন করার দুঃসাহস দেখাচ্ছে।



শিরোনামে সাম্প্রদায়িক শান্তিনিকেতনি কথাটা ভুল কিংবা মিথ্যে নয়। কারণ এর প্রতিষ্ঠাতা যত বড় কবিই হোন না কেন, তার চরিত্রের মধ্যে সাম্প্রদায়িকতা এবং পুর্ব বাংলার প্রতি চরম বিদ্বেষ ছিল। অবশ্য সে সময়কার কোলকাতার প্রায় সব হিন্দু লেখকরাই মুসলমান বিদ্বেষি ছিলেন।



সেই সাম্প্রদায়িক লোকটার প্রতিষ্ঠিত শিক্ষাঙ্গন থেকে পাশ করাদের মুখ দিয়ে মুসলমান বিদ্বেষ যে ঘটবে, এটা অবাক হবার কোন ঘটনা নয়। সেই আবর্জনা বাংলাদেশে এসে দুর্গন্ধ ছড়াচ্ছে, মিতা হক তারই একটি প্রমান।



৩০ লক্ষ শহিদের রক্ত স্নাত স্বাধীন বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য চলবে, এর সংখ্যা গরিষ্ঠ মানুষের জীবনাচারের উপর ভিত্তি করে। ভারতের মত ভিনদেশি একটা রাস্ট্রের একটি প্রদেশে অবস্থিত কোন শিক্ষাঙ্গনের কুশিক্ষায় শিক্ষিত কোন গায়িকা বা নাটক পাড়ার চরিত্র খোয়ানো কোন নারী পুরুষের কথায় নয়।



মন্তব্য ৫৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০১

সরকার৮৪ বলেছেন:
মিতা ছাগীরে বিকিনি পরাইয়া সেঞ্চুরী মাইনকার লগে এক রুমে রাখনির কাম.........

১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৪

ধীবর বলেছেন: এই যৌবনাস্ত কুৎসিত মহিলার দিকে কেউ ফিরেও তাকাবে না।

২| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এর পরেও এরা প্রলাপ বকার সুযোগ পায়, কেননা মিডিয়া, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক জগতে এরা মাফিয়া তন্ত্র কায়েম করে রেখেছে। আর বাধ্য হয়েই ওদের কুৎসিত চেহারা ও মুখ নিস্তৃত বাণী না চাইলেও সাধারণ মানুষকে শুনতে হয়।....

১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৭

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ বিদ্রোহি ভাই।

৩| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১২

ননদালীনাজ বলেছেন: সরকার৮৪ বলেছেন:
মিতাছাগীরে বিকিনি পরাইয়া সেঞ্চুরী মাইনকার লগেএকরুমে রাখনির কাম

১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৭

ধীবর বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৪

ছািব্বর বলেছেন: মিতা হকের বক্তব্য কি বিকৃত করা হয়েছে নাকি পর্দাকে কটাক্ষ করেছে ????

১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৮

ধীবর বলেছেন: এই দুই পয়সার মহিলার বক্তব্য আমি নিজে শুনেছি। তাই তথ্য বিকৃতির অভিযোগ সত্য নয়।

৫| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৫

কদমা বলেছেন: সংস্কৃতি সংস্কৃতিই তা ধর্মিয়ই হোক আর জাতিগতই হোক । এবং সংস্কৃতি স্বতত: পরিবর্তনশিল । যে সংস্কৃতি (আপনার জাতিগত বাংলা সংস্কৃতি) পরিবর্তনশিল নয় তার আবেদন কম ।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৫

ধীবর বলেছেন: প্যান্ট শার্টের পরিবর্তন তো দেখি না। কোট স্যুটের পরিবর্তনও নেই। ইংরেজি ভাষার মুল একই আছে। হিন্দি উর্দুর কথা জানি না। কোন শালার ভাষা ঐতিহ্য সংস্কৃতিতে বদল দেখছি না। কিন্ত আপনারা দেখি বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি বদলানোর জন্য মরিয়া। কারণটা জানতে পারি কি?

৬| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৩

ferrari_ বলেছেন: ভালোরকম ধোলাই দিছেন ;)

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৭

ধীবর বলেছেন: এটা শ্রেফ কলম দিয়ে ধোলাই । সামনে পেলে সত্যি সত্যি ধোলাই করার ইচ্ছে আছে।

৭| ১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৪

রেজা এম বলেছেন: বলার কিসুই নাই। । । কষ্ট পাইসি :( :( :( :( :( :( :( :( :(

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৮

ধীবর বলেছেন: খুবই স্বাভাবিক রেজা ভাই।

৮| ১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৫

নীল_সুপ্ত বলেছেন: আমার প্রশ্ন অন্যখানে, এইসব "চুদুর বুদুর " মার্কা মন্তব্য/খনর কেন সবসময় এক-আতুর টিভিতেই আসে?? এর আগে রোকেয়া প্রাচিরটাও এই টিভিতে... মানে এদের আসল প্রব্লেমটা কি?? এরা কি এগুলা বললে পেয়ম্যান্ট বাড়ায়া দেয়???

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪১

ধীবর বলেছেন: ৭১ টিভির এজেন্ডা হলো অখন্ড ভারত কায়েম করা। এদের মুখে যে চেতনার কথা শুনে থাকেন, সেটা হিন্দুত্ববাদি ভারতের চেতনা। স্বাধীন বাংলাদেশ থেকে এদের চিরতরে নির্মুল করার দরকার। ধন্যবাদ নীল সুপ্ত ভাই

৯| ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

হাছন রাধা করিম বলেছেন: ভাগ্য ভালো যে আমাদের বাংলাদেশের মানুষরা খুবই সহনশীল। নইলে প্রথমত মুসলমান বিদ্বেষী সাম্প্রদায়িক রবীন্দ্রনাথকে আমাদের সংস্কৃতির অন্গন থেকে অনেক আগেই ঝেটিয়ে বিদায় করা উচিত ছিলো।

এখন সময় হয়েছে ঐ সাম্প্রদায়িক কীটের অনুসারিদেরকে ঝেটিয়ে বিদায় করার।
এরা পেয়েছেটা কি!

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৫

ধীবর বলেছেন: হাছন ভাই, আপনার সাথে পুর্ণ সহমত। যে সহনশীলতা আমাদের সত্ত্বা সার্বভৌমত্ব এর প্রতি হুমকি, সেই সহনশীলতা থেকে বেড়িয়ে আসতে হবে। অনেক অনেক ধন্যবাদ।

১০| ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

হাছন রাধা করিম বলেছেন: বাই দ্যা ওয়ে, বিলেইটেড ঈদ মোবারাক ধীবর ভাই।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৫

ধীবর বলেছেন: ঈদ মোবারাক হাছন ভাই, আর সাথে কোলাকুলি :)

১১| ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই ২২শে জানুয়ারী ২০১২তে ভারতের দৈনিক আনন্দবাজার কি বলছিল তার একটা অংশ দেখি;



আশা করি বুঝতে পারছেন মিতা হকরা অসভ্য-বর্বর উগ্র-হিন্দুত্ববাদী ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছে।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৭

ধীবর বলেছেন: ইসলাম বিদ্বেষি এই সব শুয়োরগুলি ভারতের জারজ সন্তান বৈত নয়। অনেক অনেক ধন্যবাদ রেফারেন্স দেয়ার জন্য। মানুষজন দেখুক, শুনুক এবং বুঝুক। অনেক অনেক ধন্যবাদ বা জি ভাই।

১২| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৩

মাজহারুল হুসাইন বলেছেন: ধীবর ভাই ঈদের পরই শুরু ! ধন্যবাদ ।

বাজি ভাইও দেখি চরম এক ছবি দিছেন ! ধন্যবাদ ।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৮

ধীবর বলেছেন: ঠিকই বলেছেন মাজহার ভাই। সংযম করে ছিলাম। এখন দেশের স্বার্থে সোচ্চার হবার সময় এসেছে। অনেক ধন্যবাদ। :)

১৩| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫১

প্রকৌশলী আতিক বলেছেন: ইনারা চেতনাপোকা, তেলাপোকা প্রজাতির জঘন্য কীট। দেশ ও সমাজে ইনাদের কোনো অবদান নাই। বাত্তি নিভলে, টয়লেটে গিয়া ঘুরিয়া আইসা গন্ধ ছড়ানোই ইনাদের কাজ। তেলাপোকা নির্মুল করা ভীষন কষ্টসাধ্য ব্যাপার। চিপায় চাপায় ডিম পাড়িয়া রাখে। তেমনি এক ডিম ফোটা মাল হইল অদিতি।

তেলাপোকা না মারিয়া, ভ্যাকুয়াম ক্লিনার দিয়া টাইনা নেওয়াই যুক্তিযুক্ত। গর্ভবতী ও নব্য তেলাপোকা সবাইরে সাক করিয়া, ভারতে থ্রো করা হবে। বাংলাদেশ হবে চেতনাপোকা মুক্ত।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫০

ধীবর বলেছেন: পুর্ণ সহমত আতিক ভাই। এই সব দেশদ্রোহিদের কঠোরভাবে দমন করতে হবে। অনেক অনেক ধন্যবাদ।

১৪| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:

যে যেভাবে পারছে চেতনাকে বিক্রি করছে। অতিকায় ডাইনোসর লোপ পেয়েছে কিন্তু তেলাপোকা বেঁচে আছে। কি আর করার !!!

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫১

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারি ভাই। কিন্তু কি আর করার বলে বসে থাকলে কি চলবে? প্রতিবাদ আর প্রতিরোধ করতে হবে।

১৫| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৫

সবুজ ভীমরুল বলেছেন: ব্যাপারটা কি? আপনার গত পোস্ট গেল কই? রাইতের বেলা দেস্খি কিছু রবীন্দ্র হাম্বারা ফালাফালি করতাসিল?? তাদের এক্কাবারে দফারফা কইরা ছাড়সিলেন।

সামুতে ধর্ম বিরোধী পোস্ট ঝুলতে থাকে কিন্তু এই পোস্ট থাকলো না কেন?

যত্তসব বালের রবীন্দ্র চেতনা!!

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৪

ধীবর বলেছেন: বুঝেন্নি? ইনুর মত সর্বহারা ফ্যাসিস্টদের শিষ্যরা এতদিন মুক্তচিন্তা আর বাকস্বাধীনতার ধামা ধরেছিল। সামান্য এক লেখাতেই তাদের লেজ উন্মোচিত হয়ে গিয়েছে।

১৬| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সবুজ ভীমরুল বলেছেন: ব্যাপারটা কি? আপনার গত পোস্ট গেল কই? রাইতের বেলা দেস্খি কিছু রবীন্দ্র হাম্বারা ফালাফালি করতাসিল?? তাদের এক্কাবারে দফারফা কইরা ছাড়সিলেন।

সামুতে ধর্ম বিরোধী পোস্ট ঝুলতে থাকে কিন্তু এই পোস্ট থাকলো না কেন?

যত্তসব বালের রবীন্দ্র চেতনা!!


পূর্ণ সহমত!

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৫

ধীবর বলেছেন: উনারা চান যেন আমরা এই ব্যাপারে লেখালেখি না করে, রাস্তায় ধরে কুত্তা পিটান পিটাই রবিপ্রেমিদের। তাহলে উনারা কাদো কাদো গলায় বলতে পারবেন, দ্যাখো দ্যাখো মুসলিম জঙ্গিরা আমাদের মেরেছে।

১৭| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৫

হাছন রাধা করিম বলেছেন: ধীবর ভাই আপনার লাস্ট পোষ্টটা গত রাতে দেখেছিলাম, এখন দেখিয়ে সরিয়ে ফেলা হয়েছে।

আল্লাহর রাসুলকে নিয়ে জঘন্যতম নোংরা লেখা, কমেন্ট দিনের পর দিন সামুতে বহাল তবিয়তে রয়েছে। কিন্তু বাংলাদেশী বিদ্বেষী সাম্প্রদায়িক রবীন্দ্রনাথকে নিয়ে একটি যুক্তিযুক্ত লেখা এরা সরিয়ে দিলো!! খুবই আশ্চর্যিত হয়েছি।

তবে এ লড়াই তো শুধুমাত্র আরম্ভ হলো। বিদেশি কুকুরদের পা চাটা বন্ধ করতে হবে। বাংলাদেশীদের হীনমন্যতাকে দূর করতে্ই হবে। লেট আস বি প্রাউড অফ হু উই আর এন্ড হোয়াটেভার উই হ্যাভ রেগার্ডলেস।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৮

ধীবর বলেছেন: উনাদের কাছে রবি বাবু হলো আল্লাহ রসুল বঙ্গবন্ধু জিয়া সবার চেয়ে উপরে। মুখে বাকস্বাধীনতার কথা আর কর্মে ফ্যাসিজম। এই ধরণের মানুষদের মুখে কষিয়ে লাত্থি দেয়া উচিত। এবং সেদিনও খুব বেশি দেরি নয়।

১৮| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২৫

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: কেমন আছেন ধীবর ভাই,
রবীন্দ্রনাথ যে একজন উচু দরের মুসলমান বিদ্বেষী সাম্প্রদায়িক লোক এতে কোনো ভুল নেই।
ব্যাপারটা দেখেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে উঠতে রবীন্দ্রনাথ প্রাণপণ বাধা দিয়েছেন, তারাই এখন পারলে এর পুজা করে।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫১

ধীবর বলেছেন: ভালো আছি কপোতাক্ষের তীরে এক অসামাজিক ভাই। অনেকদিন পরে দেখলাম। আশা করি অনেক অনেক ভালো আছে।

মজা দেখছি যে কি করে, একটা আগা গোড়া সাম্প্রদায়িক বাংলাদেশ বিরোধী লোককে এরা মাথায় তুলে নাচ্ছে। এরা হলো সেই গোষ্ঠির, যারা বাংলাদেশের খেয়ে পড়ে গূন গাইবে ভারতের। আবার মুখে স্বাধীনতার বুলি কপচাবে। অথচ বাংলাদেশের স্বাধীনতার সাথে রবির কোন সম্পর্কই নেই। এই সব মিথ্যাবাদি ফ্যাসিস্টদের মুখোশ উন্মোচন করলেই সাম্প্রদায়িকতার অপবাদ দেবে। হাহাহা। ব্যাপক বিনোদন।

অনেক ধন্যবাদ ভাই।

১৯| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৭

সাইফুল আলী বলেছেন: ভাল পোস্ট।সাথে ++++++++ :)

অনিক রহমানের কমেন্ট রিপোর্ট করলাম

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০২

ধীবর বলেছেন: দো আশলার কমেন্টটা মডুদের কাছে অসাম্প্রদায়িক চেতনার প্রতিচ্ছবি। এজন্য তার বিরুদ্ধে কোন সিদ্ধান্তই নেয়া হয়নি। পড়ে বিচি চেপে ধরলে তারা বলবে, এই ধরণের কোন রিপোর্টিং তারা পায়নি বা দেখেনি। ;)

২০| ১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

রুদ্র ছায়া বলেছেন: ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)



ধীবর মামা..ভালো আছ??

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২০

ধীবর বলেছেন: এটা কোন মামা? :)

২১| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৩

wrongbaaz বলেছেন: মিতা হক মনে হয় নতুন কোন কসমেটিক্স কোম্পানির এজেন্ট হয়েছিলেন, মেয়েরা ঢেকে ঢুকে বের হওয়ায় ব্যবসা মার খেয়ে যাবার কারণে মাথা গরম হয়ে গিয়েছে, ;)

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২১

ধীবর বলেছেন: খালি চোয়ালবাজি করে তো এত ঠাটবাটে জীবন চালানো সম্ভব না। একারণেই আপনার অনুমানকে ভুল বলা যাচ্ছে না রংবাজ ভাই ;)

২২| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২২

সাইফ সানি বলেছেন: ভাগ্য ভালো যে আমাদের বাংলাদেশের মানুষরা খুবই সহনশীল। নইলে প্রথমত মুসলমান বিদ্বেষী সাম্প্রদায়িক রবীন্দ্রনাথকে আমাদের সংস্কৃতির অন্গন থেকে অনেক আগেই ঝেটিয়ে বিদায় করা উচিত ছিলো।

এখন সময় হয়েছে ঐ সাম্প্রদায়িক কীটের অনুসারিদেরকে ঝেটিয়ে বিদায় করার।

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৩

ধীবর বলেছেন: সাইফ ভাই, পুরো সহমত। আমাদের সহনশীলতার সুযোগ নিয়ে একদল অণুবিক্ষণিক প্রাণী বিজাতিয় সংস্কৃতি আমাদের জোর করে গেলানোর সাহস পেয়েছে। সময় এসেছে সত্য কথা বলার। আর যে সহনশীলতা আত্মধবংসি সেই সহনশীলতা থেকে বেড়িয়ে আসা। অনেক ধন্যবাদ।

২৩| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৬

জেড সৈনিক বলেছেন: পোস্টে প্লাস। শান্তিনিকেতনী সুদ্ধ ভাষায় ন্যাকামী করা অভিজাত ভাব ধরা চুশীলরা কোনও দিন এদেশের জনগণের পালস বুঝেননি, কোনও দিন পারেননি তাদের সাথে মিশতে। এদেশের মানুষও তাদের কথা শুনে গালাগাল দেওয়া ছাড়া গুরুত্ব দেয় না।

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৬

ধীবর বলেছেন: এদের চাল চলন আর জীবনধারা সম্পুর্নই ভারতের প্রদেশ পশ্চিম বাংলার সাথে সামঞ্জস্যপুর্ণ। এদের সাথে স্বাধীন বাংলাদেশের কোন অঞ্চলেরই কোন মিল নেই। তাই ওদের পালন করা সংস্কৃতি বিজাতিয় বলেই বর্জন করতে হবে। অনেক ধন্যবাদ।

২৪| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৩

জানা বলেছেন:


এই পোস্ট এবং এর একটি মন্তব্যও আপাতত না মুছে দেবার জন্য ব্লগ টিমকে অনুরোধ করছি।

২৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯

সাদা ঘোটক বলেছেন: ধীবর ভাই কোথায় কি বলতাছেন :-/

সামুতে মহানবী (সঃ) কে অশ্লীল আক্রমন করা যাবে কিচ্ছু হবে না; কিন্তু শান্তিনিকেতনিদের বিরুদ্ধে কিছু বললে ডাইরেক্ট ব্যান। আপনার রবীন্দ্র পোস্টে কমেন্ট করাতে আমার আগের নিক ডাইরেক্ট সেফ অবস্থা থেকে কমেন্ট ব্যান করে দিছে :(

এখন তো আবার জাতিয়তাবাদীদের সাইজ করার জন্য নতুন ফাদ ফেলা হইছে

ভারতের সেবা দাসরা যত অশ্লীল গালিই দিক না কেন, বড়জোর জেনারেল করা হবে; কিন্তু জাতিয়তাবাদীরা এর প্রতিবাদ করলে ডাইরেক্ট ব্যান :(

এক চোখা নীতিমালাওয়ালা সামুতে শান্তিনিকেতনিদের ব্যাপারে কিছু বলাও পাপ X((

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯

ধীবর বলেছেন: সাদা ঘোটক ভাই, আপনার প্রতি পুর্ন সমমর্মিতা রইলো। সত্য প্রকাশে আপনারা যে অবস্থান গ্রহন করেছে, তাকে সামান্য ব্যানের খাড়ায় দমাতে পারবে বলে যারা বিশ্বাস করে, তারা বোকার স্বর্গে বাস করছে। তাই দৃঢ় থাকুন। মানুষের জন্য একটি দরজা বন্ধ হলে আরো একটি খুলে যায়। এটিই পরম সত্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর সামুর শুভবুদ্ধির উদয় হোক, এটাই কামনা করছি। কারণ শুধু শুধু মানুষের অশ্রদ্ধা বাড়িয়ে আর যাই হোক, কোন কল্যাণ হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.