![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশিদিনের ঘটনা তো না। ইসলাম ও মহানবী (সঃ) এর নামে ৯০ ভাগ মুসলমানের দেশে অকথ্য ভাষায় অশ্লিল লেখালেখির জেরে সারা দেশে প্রবল প্রতিবাদ হয়েছিল। বহু লোক হতাহত হয়েছিল। বাধ্য হয়েই আওয়ামি লিগ সরকার ইসলামের অবমাননার অভিযোগে কয়েকজন দুর্বৃত্তকে আটকও করেছিল।
এর পর দুটি মাস নির্বিঘ্নে কাটলেও আবারও ইসলাম ও মহানবীকে কটাক্ষ করে মন্তব্য দেয়া হয়েছে। তাও আবার ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বলে দাবিদার সামুতে। রিপোর্ট করার পরেও সেটা সরানো হয়নি।
এর আগে আমারই একটি পোস্টে একজন মাল্টিনিকধারি "মালাউন" শব্দটি উচ্চারণ করেও দিব্যি পার পেয়ে গিয়েছে। (কয়েকজন রিপোর্ট করার পরেও ব্যাবস্থা নেয়া হয়নি)
লিঙ্ক
Click This Link
তার পরের দিনই খোদ স্টিকি পোস্টে (নীচে স্ক্রিন শট দেখুন) কি জঘণ্য ভাষায় মহানবী (সঃ)কে নারী লোলুপ যুদ্ধবাজ (নাউজুবিল্লাহ) বলে কটাক্ষ করা হয়েছে।
লিংক
Click This Link
তাহলে কি ধরে নিতে হবে যে, ধর্মের অবমাননা করাটাই তথাকথিত মুক্তমন আর অসাম্প্রদায়িকতার লক্ষণ? এর আগে ইসলামোফোবিক জনৈক লেখা চোরের গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ করে ডয়েচে ভেলে সামু কর্তৃপক্ষ্যের প্রধান বক্তব্য দিয়েছিলেন।
আমার ভুল না হলে বলবো, এই ধরণের মানসিকতাই সাম্প্রদায়িক উস্কানি দিতে ঘৃণাবাদিদের উৎসাহ দিয়েছে।
জনগণের রোষের মুখে সরকার ইতিমধ্যেই ধর্ম অবমাননার বিরুদ্ধে আইন করে শাস্তি বিধানের ব্যাবস্থা করেছে।
আমরা দেখতে চাই, সরকার তার বানানো আইনের প্রতি যথাযথ শ্রদ্ধাশীল কিনা !
তবে স্বাধীন বাংলাদেশে কোনদিন কোন ঘৃণাবাদকে যেমন প্রশ্রয় দেয়া হয়নি, তেমনি আজও দেয়া হবে না।
১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৫
ধীবর বলেছেন: করে রাখছি। সবার কাছে ছড়িয়ে দিন। সরকারের আইন ও তথ্য মন্ত্রনালয় বিরোধী দল সহ বিবেকবান সবার কাছে এই তথ্য প্রমাঙ্গুলি তুলে দেয়া হবে।
২| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০২
নেয়ামূল হক বলেছেন: + প্রিয়তে, অপেক্ষায় আছি সামুর জবাব দেখার। কি পদক্ষেপ নেয় সামু দেখার।
১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৬
ধীবর বলেছেন: জবাব চাই না, কঠোর ব্যাবস্থা চাই। লোক দেখানো না।
৩| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১০
ফেরদাউস আল আমিন বলেছেন: লাকুম দিনুকুম ওয়াল ইয়া দ্বীন
১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৩
ধীবর বলেছেন: ধন্যবাদ।
৪| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১১
জেনারেল আলাদিন বলেছেন: সামুকে , এর জন্য অনেক মূল্য দিতে হবে।
আমার দেশের ট্র্যাফিক মাঝখানে বেড়ে গিয়ে এলেক্সা রেংক দাড়ায় ১৩ তে , এক লাফে । পরে বিটিসিএল -এর অবৈধ অন্যায় কাড়সাজিতে আবার পড়ে যায় , (বাংলাদেশে ব্লক করা হয় আমারদেশ !!! )
সরকার চাইলে সব, পারে ।
সামু সময় থাকতে নিরপেক্ষ হয় , অসময়ে নিরপেক্ষতায় কাজে আসবে না । গত এক বছরের নির্বাচিত পোস্ট , দেখে সামুকে বাম প্রভাবিত সুশীল আম্বী প্রচার মাধ্যম ছাড়া কিছু বলা যায় না ।
১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৪
ধীবর বলেছেন: এই সব তথ্য প্রমান সব সচিত্র করে রাখা হয়েছে। আওয়ামি লিগ যদি সত্যিই আন্তরিক হয়, তবে অবশ্যই এই ধরণের জঘণ্য ঘৃণাবাদিদের এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নিবে।
৫| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: ইসলামের মগজ নুর নবী হযরত মোহাম্মদ সা । আল্লাহ বলেন আমার
হাবিব সা কে না পয়দা করলে কোন কিছুই বানাইতাম না ।।
নবীজীর বিরুদ্ধে যারা সমালোচনা করে তারা আল্লাহ দ্রুহি আর তাদের
একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড ।।
১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৫
ধীবর বলেছেন: আমাদের বাংলাদেশ, কোন ধর্মদ্বেষি দের অভয়ারণ্য হবে না। ধন্যবাদ।
৬| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২১
ছািব্বর বলেছেন: সামুতে এমন ই হয় । ইসলামবিদ্বেষিদের বিপক্ষে লিখলে সামু মুছে দেয় না হয় ব্যান করে । আবার ইসলাম এর বিপক্ষে লিখলে কোন পদক্ষেপ নেয়না ।
সামু কি বুঝেনা এগুলা কত ক্ষতিকর হইতে পারে ?
অই পশুকে রিপোর্ট করুন ও মন্ত্রনালয়ে জমা দিন ।
১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩০
ধীবর বলেছেন: আমরা দেখতে চাই, এই অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হচ্ছে নইলে এই অসুস্থতা প্রচারের মঞ্চের বিরুদ্ধে যথাযোগ্য ব্যাবস্থা নেয়া।
৭| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৩
তোমোদাচি বলেছেন: এই লেখকের একটি পোষ্ট পড়লাম;
উনাকে এই লেখার জন্যই ব্যান করা উচিৎ
Click This Link
নিজেকে নারীবাদী জাহির করতে ৩ ধর্ম নিয়ে পরোক্ষ ভাবে নোংরা ইঙ্গিত!!
১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩২
ধীবর বলেছেন: তোমোদাচি ভাই, রিপোর্ট করার পরেও ব্যাবস্থা না নেয়ার অর্থ হচ্ছে, এদের পেছনে কর্তৃপক্ষ্যের প্রত্যক্ষ সমর্থন রয়েছে। এই অবস্থা অবসান অত্যন্ত জরুরি।
৮| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৭
শিবলী১২৩ বলেছেন: বাহ, সামু আবার তার পুরোনো রুপে ফিরে এসেছে
১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৩
ধীবর বলেছেন: ফিরে আসলেও, সেই দিন আর নেই। প্রতিবাদে উত্তাল হবো আবার।
৯| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪১
wrongbaaz বলেছেন: সামুর সো কল্ড মডারেশন প্যানেলের দৌড় শুধুমাত্র রাজনৈতিক বিরোধি মতকে দমন করা পর্যন্তই। এই প্যানেলই হচ্ছে এই ইসলাম বিদ্বেষি নোংরামি ছড়ানোর ব্র্যান্ড এম্বাসেডর।
১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৩
ধীবর বলেছেন: অনেক সহ্য করা হয়েছে। মুক্তমন বাকস্বাধীনতা অসাম্প্রদায়িকতা ইত্যাদির আড়ালে ভয়াবহ ইসলামোফোবিয়া চালানো হচ্ছে। এর বিরুদ্ধে অত্যন্ত শক্ত অবস্থানে যেতে হবে। ধন্যবাদ রংবাজ ভাই।
১০| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪১
ধৈঞ্চা বলেছেন: ধন্যবাদ ভাই, আপনাদের সাথে আছি।
গত কয়েক মাস ধরে স্ক্রীন শর্ট সহ কিছু ব্লগারদের কার্যক্রম সংগ্রহে রাখার চেষ্টা করছি। সামুকে অবশ্যই এর জবাবদিহি করতে হবে। সময় ও সুযোগের অপেক্ষায় আছি, কাওকেই ছাড়া হবে না।
একটা কথা মনে রাখা দরকার ইনু সারা জীবন তথ্য মন্ত্রী থাকবে না, আর তো মাত্র কয়েকটি মাস, থলের বিড়াল বেড়িয়ে আসার সময় হচ্ছে।
১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৫
ধীবর বলেছেন: ধন্যবাদ ধৈঞ্চা ভাই। অসাম্প্রদায়িক এই বাংলাদেশে কোন গোষ্ঠিকেই ধর্মবিদ্বেষি প্রচার চালাতে দেয়া যায় না। ইনুর মত একটা মাওবাদি চরমপন্থিকে তথ্য মন্ত্রানালয়ের দ্বায়িত্ব দেবার পরেই মিডিয়াতে ফ্যাসিজম চালু করা হয়েছে।
১১| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫২
নষ্ট শয়তান বলেছেন: ব্রো চইলা আইলাম। গ্যাট হইয়া বসলাম দেখতে চাই আমাদের প্রিয় জানা আপার ত্বড়িৎ উপস্থিতি যেমন উনি গত পরশু উপস্থিত হয়েছিলেন মশিমামার পোষ্টে BAL কে বাল বলার অপরাধে।
সামু আর কতদিন এই সব দেশোদ্রোহী ধর্মদ্রোহীকে লালন করবে দেখব। ভাই পোষ্ট টা ভালো ভাবে রাখেন। দেখবেন সামু আবার ডিলিট না করে।
আছি বইসা দেখি কে আসে।
১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৯
ধীবর বলেছেন: সামু যা খুশি করতে পারে। প্রায় ৫ বছর ধরে আছি, অসত্য উচ্চারণের অপবাদ কোনদিন কেউ দিতে পারেনি আর পারবেও না। উনি অনেক আগে থেকেই চোখে খালি জাতিয়তাবাদিদের দোষ দেখেন। বাকিরা যেন উনার চোখে নিস্পাপ নিরীহ। এখানে উনাকে তড়িৎ না শম্বুক গতিতে, নইলে একেবারেই আসবেন না। ভিজিটার লিস্টে নজর রাখছি। সাথেই থাকুন ভাই।
১২| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৮
ৈতয়ব খান বলেছেন: মহানবী সাঃ কে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ কারীদের আল্লাহ জ্ঞান দান করুন। মহানবীর (সাঃ) জীবদ্দশাতেও অনেকে তাঁর সম্পর্কে অনেক আজে বাজে কথা বলেছে। কিন্তু তারা কেউ সফল হয়নি। একজন সম্মানীয় ব্যক্তিকে নিয়ে বিদ্রুপ অত্যন্ত কদর্য বিষয়।
দু'দিনের দুনিয়া ফেলে যখন চলে যেতে হবে, মহাবিচারের সম্মুখীন হতে হবে তখন ওরা বুঝবে যে কী ভুল করেছিলো।
১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৯
ধীবর বলেছেন: উনারা তো ইসলামেই বিশ্বাস করেন না। উনাদের এই সব বলাও বৃথা !
১৩| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১২
পাগলা ভাই বলেছেন: হাম্বারা সব বাল ধর্মের অনুসারি
১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩০
ধীবর বলেছেন: আমি সবাইকে এক পাল্লায় মাপছি না। তবে ইসলামদ্বেষি পৌত্তলিকপন্থি সব বামেরাই আওয়ামি লিগ সমর্থক।
১৪| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২২
বিডি আমিনুর বলেছেন: আর কিছুদিন পর সামুর আওয়ামী নাস্তিক আব্বারা যখন না থাকবে তখন সামুর কি হবে ! চিন্তায় আছি।
কুত্তার লেঞ্জা যেমন সোজা হয়না তেমনি সামুও তার খাসলাত বদলায়না।
১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩২
ধীবর বলেছেন: উনারা মনে করেন, সুশিল সমাজের বদন্যতায় বরাবরের মতই এবারেও যা খুশি তাই করে পার পেয়ে যাবেন। দুঃখিত ! বাংলাদেশের ইসলামবিদ্বেষ বা ধর্ম ঘৃণা ছড়িয়ে, বিনা বিচারে পার পাওয়া যাবে না।
১৫| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩০
মোমেরমানুষ৭১ বলেছেন: সামু কে এখনই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে
১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩২
ধীবর বলেছেন: উনারা যদি সৎ হন, তাহলে ব্যাবস্থা নিবেন। না নিলে যা বুঝার পাঠকরা ঠিকই বুঝে নিবেন।
১৬| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৮
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
সাম্প্রদায়িক নাস্তিকতার প্রমোট করা এখন প্রায় বন্ধ হয়েছে সামুতে।
দেশে এ নিয়ে গণবিক্ষোভ এবং সামুতে তীব্র প্রতিবাদের মুখে সামু এখন ধর্মনিরপেক্ষতার আড়ালে সাম্প্রদায়িক নাস্তিকতা ও ভন্ডামীপূর্ণ সেক্যুলারইজম প্রমোট করা আপাততঃ কন্ট্রোল করছে।
দেশে আওয়ামী লীগের জনপ্রিয়তাতে ধ্বস এবং নির্বাচনে কাছিয়ে আসাও অন্যতম কারণ বলে মনে করি। শুধু তাই নয়, সামু এখন নিজস্ব বাছাই করা লোক দিয়ে ধর্মীয় পোষ্টও ছাড়ে।
উপরে যা' বলা হোল তা' সামু করতে বাধ্য হয়েছে বলা যায়। ওরিজিনালি, সামু বাম/নাস্তিক প্রভাবিত আওয়ামী প্রচার মাধ্যম ছাড়া আর কিছুই নয় বা ছিলো না।
তবু মন্দের ভাল এখন কিছুটা নিয়ন্ত্রিত। তা-ও ঠেলায় পড়ে। অনেক ঘটনা দূর্ঘটনার পর। প্রাণহানির পর। রক্তপাতের পর।
ভুলি নি যে এই সামুতেই শয়তান থাবা বাবা'র শোকবার্তা ছবি সহকারে টাঙ্গানো হয়েছিলো। পরে নামানো হয়।
সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ পূর্বক বলতে চাই "কাদিয়ানি" সম্প্রদায়ের ব্যাপারে সতর্ক থাকতে। তাদের একটি পোষ্ট "নির্বাচিত পাতায়" দেয়া হয়েছে সাম্প্রতিককালে। এ কাম্য নয়। কাদিয়ানি কী চীজ আর বলার দরকার আছে বলে মনে করি না। তাই এ ব্যাপারে সতর্কতা অতি জরুরী। তাদের ব্লগার ও নিকগুলোর নাম তালিকা সামুতে বিভিন্ন পোষ্ট এসেছে। এডমিন যেন লক্ষ্য রাখে। মিস জানা'র দৃষ্টি আকর্ষণ করছি। ওনার সম্পর্কে আমি সুধারণা পোষণ করি। মনে রাখতে হবে "কাদিয়ানি" ধর্ম সম্প্রদায় একটি অতি স্পর্শকাতর বিষয়। সময় থাকতে সাবধানতা অবলম্বন জরুরী।
আর রাজনীতির ক্ষেত্রে আওয়ামী তোষণ বাদ দিয়ে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করা সামুর দায়িত্ব। তাহলেই সামু একটি আদর্শ সর্বদলীয় (রাজনৈতিক) কম্যুনিটি ব্লগ হিসেবে দাড়াতে পারবে।
সামুর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
ধীবর ভাইকে এ পোষ্টের জন্য ধন্যবাদ।
১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৩
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ মুন্না ভাই। আপনি পুরানো ব্লগার। তাই আপনার মুল্যায়ন বাস্তবভিত্তিক। বাংলাদেশিদের অংশগ্রহনে এবং ব্লগারদের কারণেই আজ সামু পরিচিত। তাদের মধ্যে হাতে গোনা গুটি কয় ছাড়া সবাই ধর্মে শ্রদ্ধাশীল। অথচ তাদের উপস্থিতিতেই ধর্ম বিদ্বেষ বিশেষ করে ইসলামের বিরুদ্ধ জঘণ্য প্রচার চালানো হচ্ছে। এটি শুধু রাস্ট্র দেশ জাতি এবং সাধারণ ব্লগারদের সাথে বিশ্বাসঘাতকতারই সামিল নয়, বরং মানবতার বিরুদ্ধে ঘৃণা প্রকাশও মাত্র।
১৭| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪০
বৈরাম খাঁ বলেছেন:
ইয়া মডু আপনি তো খুবই নিরপেক্ষ যেই অপরাধের কারনে আমাকে দুই বার জেনারেল করলেন একই অপরাধ করেও তারা সারা ব্লগ দাপিয়ে বেড়ায়। আর কত ভন্ডামি করবেন?
১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪
ধীবর বলেছেন: এই সব অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ চলবেই।
১৮| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২
আমি মোঃ চয়ন বলেছেন: ব্লগে এসবের প্রতিবাদ করতে করতে ক্লান্ত হয়ে গেছি।
এই নাস্তিকবাদি সরকার যাক, এরপর আর অনলাইনে কোন প্রতিবাদ করব না। এইরকম ঘটনা ঘটলেই, একটা লাঠি নিয়া সোজা সামুর গুলশান অফিসে যাব। যাকে সামনে পাব তাকেই ধোলাই । পোস্ট/কমেন্ট মুছবেনা মানে, পিটায়া মুছতে বাধ্য করব।
১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৫
ধীবর বলেছেন: চয়ন ভাই, বুঝতে পারছি আপনার ক্ষোভের কারনটুকু। তবে সেই পর্যায়ে যাতে অবস্থা না হয়, সেদিকে সামুরই উচিত ব্যাবস্থা।
১৯| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২
ShusthoChinta বলেছেন: আজব তো,এতো কিছুর পরও সামুর শিক্ষা হয় নাই? আসিফ মহিউদ্দিন,থাবা বাবারা কি সামুকে যথেষ্ট শিক্ষা দিতে পারেনি? আর আওয়ামীলীগাররাও চিজ বটে,শেখ মুজিবকে কান্ধে তুইলা নাচতে সব বোধ বুদ্ধি হারায়া ফেলছে,এমনকি ধর্ম পরিচয়টূকুও ভোলার দশা!
১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৯
ধীবর বলেছেন: সুস্থচিন্তা ভাই, ওই সব ধর্মদ্বেষি শুয়োরদের আটক করা ছিল শ্রেফ লোক দেখানো। একারণেই বাকিগুলি এত বড় দুঃসাহস দেখানোর স্পর্ধা দেখাচ্ছে। তবে দিন বদলিয়ে গিয়েছে। এই অবস্থান না বদলালে আওয়ামি লিগকে রাজনীতিতে চরম মুল্য দিতে হবে।
২০| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৪
প্রকৌশলী আতিক বলেছেন: Prothom comment ta koira ranna korte gesilam. akhon aisa dekhi comment nai.
ন্যাড়া একবারই বেলতলায় গেলেও, সামুর হর্তাকর্তারা বারবারই যেতে ভালবাসেন। দেখা যাক এবার ব্যাপারটা কে তারা আবার সেই সিভিয়ার পর্যায়ে নিয়ে যায় কি না?
এখানে প্রতিবাদ জানানো সকল সহযোদ্ধাদেরকে ধন্যবাদ। আপনাদের তড়িৎ ও ক্ষিপ্র প্রতিবাদই পারে এই জালিম দের হাত দুমড়ে মুচড়ে দিতে।
ধন্যবাদ সদা জাগ্রত ধীবর ভাইকে।
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৯
ধীবর বলেছেন: ধন্যবাদ আতিক ভাই। পুর্ণ সহমত। আমার বক্তব্য এবং অবস্থান একটাই। স্বাধীন বাংলাদেশে সুশীলতা আর বাকস্বাধীনতার নামের ইসলামোফোবিয়া চলবে না।
২১| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩২
নিশ্চুপ শরিফ বলেছেন: আসিফ মহিউদ্দিনের কোন কিছু নাকি আমাদের জানা মাদামের নজরে কোন কালে আসে নাই। বলি আপনি যখন ব্লগ পড়বেন তখন কফি খাবেন না। লো আইকিউর মানুস জন একসাথে দুই কাজ করতে পারেন না। আপনি যদি শুধু ব্লগ পরতেন কফি খাওয়া বাদ দিয়ে তবে আপনার নজরে পড়তো।
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩০
ধীবর বলেছেন: সেই লেখাচোরের তো মাথা বলে কিছু নেই। দিব্যি ব্যাবহৃত হয়ে নিজেকে বিশাল হ্যাডমওয়ালা ভেবেছিল। এখন দুই দুই বার পালিশ হবার পর, এখন আইনের হাতে সেদ্ধ হচ্ছে।
২২| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৩
স্বাধীকার বলেছেন:
সামুর বর্তমান অবস্থা হলো সরকার, সরকারী দল ও সরকারী পেইড দালালদের রক্ষা করা, আওয়ামী প্রচারণায় যোগ দিয়ে আওয়ামী ইমেজ রক্ষা করা। এত দিন এ কাজটি ছুপা মডারেশন করলেও ইদানিং স্বয়ং এর কান্ডারী এখানে শামিল হয়েছেন। আম্লীগ ও তার দালালরা পেরে উঠছেন না বলে জানা আপা নিজেও এখন মাঠে আছেন জাতীয়তবাদীদের শায়েস্তা করতে, আম্লীগকে খুশী করতে। কিন্তু এরকম দৃশ্য আমরা দেখতে চাইনি।
ব্যাপার না সকল তথ্য প্রমান থাকছে, সময় মতো তাদের চোখে আংগুল দিয়ে দেখানো হবে।
দু একটা জ্ঞানপাপী দিয়ে দেশ চলেনা, দু একটা নাস্তিক কিংবা দু একটা নাস্তিক দালাল দল দিয়েও দেশ চলেনা, দেশ চলবে এদেশের সাধারণ মানুষের দ্বারা-যারা ইতিমধ্যেই এই দালাল মতলবী সরকারকে হলুদ কার্ড দেখিয়ে দিয়েছে।
সামুর একজন শুভাকাংখী হিসাবে আশরাফ মুন্না ভাইয়ের মতোই বলতে চাই ‘‘আর রাজনীতির ক্ষেত্রে আওয়ামী তোষণ বাদ দিয়ে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করা সামুর দায়িত্ব। তাহলেই সামু একটি আদর্শ সর্বদলীয় (রাজনৈতিক) কম্যুনিটি ব্লগ হিসেবে দাড়াতে পারবে। ’’
প্রিয় ব্লগার ধীবর ভাইয়ের জন্য শুভ কামনা।
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৪
ধীবর বলেছেন: স্বাধীকার ভাই, আপনার সুচিন্তিত আর ক্ষুরধার মন্তব্যের পর আর কিছু বলার নেই। অনেক কৃতজ্ঞতা জানবেন। আপনার জন্যও অনেক শুভ কামনা।
২৩| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০১
অনিরুদ্ধ অমায়িক বলেছেন: এদের শক্তির উৎস আওয়ামীলীগ সরকার। এই সরকারের পতন কাম্য। এরা মূলত ইসলামবিরোধী। কিসের ধর্মনিরপেক্ষতা। কিসের সব ধর্মের সহাবস্থান। সব ওদের ভাওতাবাজি। পতন চাই।
প্রমাণ রেখে দিন ধীবর ভাই। কাজে দেবে।
ধন্যবাদ। আপনি যেন এই কাজের উত্তম বিনিময় পান, দোয়া করি।
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৫
ধীবর বলেছেন: প্রমান রাখার জন্য অনেক দিন ধরেই কাজ চলছে। একটি টিম এজন্য কাজ করে যাচ্ছে। ধন্যবাদ অনিরুদ্ধ ভাই আপনার শুভ কামনার জন্য।
২৪| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১০
ShusthoChinta বলেছেন: এই জানাকেই দেখেছি রবীন্দ্রনাথ নিয়ে,শেখ মুজিব নিয়ে সমালোচনামূলক পোষ্ট দেওয়ার সাথে সাথে সেখানে গিয়ে হাজির,আর ইসলাম বা নবীকে দিনের পর দিন কুত্সিত গালিগালাজ করার পরও উনার টনক সহজে নড়েনি কোনসময় এবং এখনো নড়ছে না! এই কয়দিন আগেই রবীন্দ্রনাথকে নিয়ে সম্পূর্ণ শালীন ও যৌক্তিকভাবে সমালোচনা করে পোষ্ট দিয়েছিলেন এই ব্লগার ধীবর ই,সেই পোষ্ট মুছতে কয়েক ঘন্টাও লাগেনি! মিসেস আরিল,আপনার কাছে রবীন্দ্রনাথের যৌক্তিক সমালোচনাও পাপ,আর বিলিয়ন মানুষের আদর্শ মুহাম্মাদ সাঃ কে গালিগালাজ করাটা বাকস্বাধীনতার অংশ তাই না??? আপনার এমন সুশীলতাকে ঘেন্না জানানোর ভাষাও জানা নেই! আসলে সমস্যা আসিফ মহিউদ্দিন বা আরিফুর ওঙ্কাররা নয়,সব কিছুর মূলে আপনি এবং আপনার মডারেশন প্যানেল,এটা প্রমাণিত!
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৮
ধীবর বলেছেন: যদি এই প্রতিবাদে আপনার সবাই সামিল না হতেন, তাহলে দেখা যেতো সেই নোংরা মন্তব্য এখনো বহাল থাকতো। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এ ব্যাপারে প্রতিবাদ করতে হবে কেন? মডারেশনের বিবেক বলে কি কিছু নেই? তাছাড়া উপর্যুপরি রিপোর্টের পরেও যখন সেই ইসলামদ্বেষির মন্তব্য মুছা হয়নি, তখন বাধ্য হয়েই প্রতিবাদ করতে হয়েছে।
আর রবীন্দ্রনাথ এবং তার অনুসারি কাল্টদের নিয়ে বিস্তারিত সব তথ্য আমার জানা আছে। শ্রেফ সামুর নীতিমালা লঙ্ঘিত হয় এই কারণে নাম ধাম সহ প্রকাশ করা হয়নি। যা বলার পরোক্ষভাবেই বলা হয়েছে। এর পরেও কোন বিবেচনায় পোস্টটি মোছা হয়েছে, আমার জানা নেই। তবে আপনার মন্তব্যে কারণ সমন্ধে একটা স্পস্ট ধারণা পাওয়া যায়।
আমি ওই পোস্টের স্বপক্ষ্যে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানাতে রাজি। কিন্তু তা গ্রহন করার মত সৎ সাহস তাদের কারো নেই। এই জন্যই তারা একাধারে জুরি, জাজ এবং জল্লাদের ভুমিকায় অবতীর্ণ। নইলে প্রায় ৫ বছর লেখালেখি এবং প্রায় ৪০০ এর মত পোস্টে জেনারেল করার মত কিছু খুজে পাওয়া না গেলেও, ওই পোস্টের পটভুমিকায় আমাকে জেনারেল করে দেয়া হয়েছে। ইচ্ছা হয় বলি, আমার ব্যাপারে সিদ্ধান্ত তিনিই নেবেন, যার অন্তত সমান না হোক, কাছাকাছি ক্রেডিটিবিলিটি রয়েছে।
আপনি পুরানো ব্লগারদের একজন। তাই আপনার মুল্যায়নকে যথাযথ সম্মান ও বিশ্বাস করার জন্য অপেক্ষাকৃত নবীন ব্লগারদের আহবান জানাচ্ছি।
২৫| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৫
ৎায়ইাবুর বলেছেন: এইসব কারণে সামু তে আর আসি না। আমি ব্লগার না। ইউজার মাত্র। জানি একজন ইউজার না আসলে সামুর যায় আসে না। এইটাও জানি যে, সামু তে না আসলে আমারও যায় আসে না।
অনেক আগেই ইহারা চুতিয়া হইবার যোগ্যতা অর্জন করিয়াছে।
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৯
ধীবর বলেছেন: শুধু আপনি না, এখান থেকে অনেক শক্তিশালি লেখকই মুখ ফিরিয়ে নিয়েছেন।
২৬| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫
স্বপ্নরাজ বলেছেন: ধীবর ভাই দাসত্বের কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ... এর আগে দেখা গেছে কিছু কুত্সিত কুকুর এইভাবে মডারেশনের ছত্রছায়ায় নবীকে গালি দিয়ে পার পেয়ে গেছে ...... এরপর হৈচৈ হলে সেগুলি মুছে দিয়ে তারা নিজেদের নবী প্রেমী দাবি করেছে .... এইগুলো রেকর্ড রাখা দরকার ....
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫০
ধীবর বলেছেন: কমরেড অনেক ধন্যবাদ। জ্বি আপনি ঠিকই বলেছেন। তবে অতীতের ভুলের পুনরাবৃত্তি আর হবে না ইনশাল্লা।
২৭| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৭
কামরুল হাসান শািহ বলেছেন: ধীবর ভাই এই আরও অনেকক্ষণ থাকবে।
আপনার আমার মত অনেকে এসে রিপোর্ট করবে। আলোচনা করবে।
সামু কিছু হিট পাবে।
তারপর জানা আইস্যা শুনাইবেন শুক্রবার ছিলো। মডু ছিলো না। বন্ধের দিনে মডু পালার টেকা নাই। এইসব।
রেসিডেন্ট ভাড়েরাও কি বোর্ড ধরবে।
এত নাটক আর দেখতে ভালো লাগে না।
আপনি এই পোষ্ট ফেসবুকে দিন। লেখাটা ছড়িয়ে পড়ুক।
সামুর মডুদের একটা শিক্ষা পাওয়া দরকার।
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫২
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ কামরুল ভাই। এটা হিট না বলে সামুর জন্য বিপরীত হিট বলতে পারেন। যারা ভুলে গিয়েছিলেন, তাদের মনে পড়বে। আর যারা জানতেন না, তারা জানলেন। এখান থেকে কোন ফায়দা হবে না।
ফেসবুকে দেয়া হয়েছে ভাই। অনেক ধন্যবাদ।
২৮| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৩
সচেতন প্রহরী বলেছেন: সামুর হর্তাকর্তারা সবসময় ধর্মবিদ্বেষি বল্গারদের পরোক্ষ ভাবে সহায়তা করে আসছে তাদের লেখাগুলোকে নিয়মিত নির্বাচিত বিভাগে প্রকাশ করে তাছাড়া ইসলাম বিদ্বেষিদের বিভিন্ন লেখার প্রতিবাদ করার কারনে সামুর হর্তাকর্তারা অনেক সময় সেই প্রতিবাদি ব্লগারকে ব্লগ থেকে বহিষ্কার ও করেছে কিন্তু ধর্মবিদ্বেষিদের বিভিন্ন কটুক্তিপূর্ণ লেখার প্রমাণ পেয়েও হর্তাকর্তারা বেশিরভাগ সময় সব দেখেও না দেখার ভান করে এড়িয়ে যায় । আর বল্গারদের চাপের মুখে পড়ে যদিও তারা মাঝে মাঝে ধর্মবিদ্বেষি ব্লগারদের ব্লগ থেকে বহিষ্কার করে কিন্তু কয়দিন পর নানা ছুতায় সেই ধর্মবিদ্বষির ব্লগ সামু খুলে দেয় । সামু কতৃপক্ষ জেগেও ঘুমিয়ে আছে তাই তাদের ঘুম ভাঙ্গানো সম্ভব নয় । আর এই জেগেও ঘুমিয়ে থাকার কারনটা বুধোয় কারো কাছে অজানা নয় ।
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৪
ধীবর বলেছেন: ঘুম যখন ভাঙ্গবে তখন কি তারা আত্মানুতাপের আগুনে পুড়ে শুদ্ধ হবে? দেখার অপেক্ষায় রইলাম।
২৯| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৩
অজানা এক আমি বলেছেন: সামুর বড় মডুর সালোয়ার খুলে ধুতি বেরিয়ে গেছে ....++++
৩০| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৬
অর্থহীণ বলেছেন: হেতের বিচ্চিতে আগুন লাগাইতে মন চায়!
৩১| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০১
দুরন্ত-পথিক বলেছেন: সামু পোষ্ট মুছে দিলেও আমাদের কাছে তো আর মুছে যাচ্ছেনা। এর জন্য সামুকে অবশ্যই মুল্য দিতে হবে আজ না হোক কাল।
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০১
ধীবর বলেছেন: বিজ্ঞানবাদিরা মাঝে মাঝেই নিউটনের তৃতিয় সুত্রের কথাটা ভুলে যায়।
৩২| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৩
আমি সাজিদ বলেছেন: ইয়ে প্রিয় নবীজীর বিয়ে নিয়ে আসলে অনেকেই কনফউজড…নবীজীর চরিত্রের সাথে খাপ খায় না এমন অনেক হাদীস আছে…সে যাই হোক।আমার মাথা ব্যাথা নাই তাতে…কথা হলো, একাত্তরের স্বাধীনতা কেই অনেকে মেনে নিতে চায় না সেখানে ১৪০০ বছর তো কোন ছাড় ! অনেক অবিশ্বাসী পাবেন…হয়্তো বা এমন একজন ওই কুরূচী পূর্ন কমেন্টটা করেছে।কিন্তু, ওই একজনের জন্য আপনি যে তুলকালাম কান্ড করেছেন তাও খতিয়ে দেখা উচিত…ব্লগে আসার পর থেকে আপনাদের ক্যাচালবাজ পান্ডা হিসেবেই জানি।
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০০
ধীবর বলেছেন: আমি সাজিদ, লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস প্রবাদটি শুনে থাকবেন। এই কারণেই দেড় বছরেই সবাইকে চেনার সবজান্তা ভাবভঙ্গিটা প্রকাশ করেছেন বলেই মনে হচ্ছে। নবীজির বিয়ে নিয়ে আপনি কেন চিন্তিত, কেন কনফিউডস? অল্প বিদ্যার কারণে নাকি বিশেষ কোন গোষ্ঠির মগজ ধোলাইয়ের কারণে?
আর আপনাদের বলতে কি বুঝাচ্ছেন? ধীবর একজনই। তার কোন মাল্টি নেই, এই সার্টিফিকে খোদ সামুর মডারেশ দেবে। আর পান্ডাবি? আমার কারণে কারো বা কোন দলের হাত পা ভেঙ্গেছে (ব্লগিয় অর্থে) এমন কোন প্রমান কোনদিন কেউ দিতে পারবে না। তাই অপবাদ দেবার আগে সতর্কতা অবলম্বন করুন।
৩৩| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১১
আমি সাজিদ বলেছেন: প্রতিদিন শত শত ধর্মীয় পোস্ট যে সামুতে প্রকাশ হয় তা আপনাদের চোখে পড়ে না…এতো বড় ব্লগ মডারেশন করতে একটু সমস্যা হবার কথাই।কিন্তু একজনের কুরূচীপূর্ন বক্তব্যের জন্য সামুকে মুহূর্তেই নাস্তিক ব্লগ গালি দিয়ে আবার সামুতেই পোস্ট ?
পান্ডার দল, বুঝার তো কিছুই বাকি নাই…
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৪
ধীবর বলেছেন: একজন পুর্ণ মানুষ হবার জন্য মেধার সাথে আত্মসম্মানবোধটুকুও দরকার হয়। আর আপনি যদি মডারেশন প্যানেলের কেউ না হন, তাহলে সাফাই গাইছেন কেন? শ্রেফ মডারেশনের সামনে ভদ্র সাজার জন্য? আমার তো মনে হয় উচ্চ শিক্ষায় ভর্তির সময়, আবেদনকারিদের আত্মসম্মানবোধটুকুও যাচাই করা প্রয়োজন।
৩৪| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৪
কামরুল হাসান শািহ বলেছেন: স্টিকি পোষ্টের লেখকের একটা ভন্ডামী দেখেন। আপনি পোষ্ট দিছেন ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৫ তে
তার প্রায় এক ঘন্টা পর লেখক ওই মন্তব্যকারীকে সামান্য ভৎসনা করেন
ঠিক ৯ মিনিট পরে এই মন্তব্যকারীর আরও একটা মন্তব্যের জবাবে উনি ধন্যবাদ দেন
বলি আবালের ছাও মহানবী সঃ এর নামে কুৎসিত মন্তব্যকারীকে ধন্যবাদ দিতে তোর লজ্জা করলো না,খারাপ লাগলো না? নাকি এদের সাথে সহবাসে আরাম মিলে?
৩৫| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৭
হৃদয় বাংলাদেশ বলেছেন: বকো আর ঝকো-জানা ম্যাডামের কানে তুলো! কাজেই এভাবেই চলতে থাকবে......
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৬
ধীবর বলেছেন: কিন্তু কতদিন? সবকিছুরই অন্ত থাকে।
৩৬| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৫
কামরুল হাসান শািহ বলেছেন: @আমি সাজিদ স্টিকি পোষ্ট মডু ফলো করেনা!!! কারে কি বালছাল বুঝাও?
আর ধীবর পান্ডা এইটা ঠিক আছে। তার পান্ডামির কারণে গত চার বছরে অনেক জারজের সামুতে জন্ম হইছে। এই হিসাবে এদের বাপ বলতে পারেন ধীবরকে।
১ বছর ৬ মাস বয়সী কোন নিকের জন্মের পিছনে ধীবর এর পান্ডামী দায়ী কিনা সেইটাও চিন্তার বিষয়
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৮
ধীবর বলেছেন: বাদ দিন কামরুল ভাই। দুইদিনের যোগি ভাতেরে অন্ন বলে মডুদের তেল মাখতে গিয়েছে। দেখেন যদি তার কপালে মডুশিপ জোটে। অন্য কোন যোগ্যতায় তো আর সেটা পারবে না।
৩৭| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৭
আমি সাজিদ বলেছেন: শাহি বলেন ৯ মিনিট পর উত্তর দেওয়া হয়েছে কিন্তু উনার দেওয়া স্ক্রিনশট একবার দুপুর আর একবার বিকেল দেখায়…দুপুর আর বিকেলের তফাত ৫ মিনিট ?
এটা যে ব্লগের কুত্সা রটানোর জন্য আপনাদের পরিকল্পিত সিন্ডিকেটবাজী না, কে বলবে ?
আমি আপনাদের কাউকেই বিশ্বাস করি না…
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২১
ধীবর বলেছেন: আপনাদের মত আণুবিক্ষণিক প্রাণিদের বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে কি? সিন্ডিকেটবাজির কোন উদাহারণ না দিয়েই অপবাদ? এখন যদি প্রমান ছাড়াই আমি এমন অপবাদ দেই, যা আপনাকে ব্যাক্তি পর্যায়ে লজ্জিত করবে? তখন কি দোষ দেয়া শোভা পাবে আপনার?
৩৮| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৮
হাছুইন্যা বলেছেন: জয়তু হিট, গত কয়েক মাসে যেটা একটু কম ছিলো। আর কাউকে কাউকে আমি নিজ খরচে চশমা কিনে দিতে রাজি আছি। উনাদের নাকি কিছুই চোখে পড়ে না।
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৩
ধীবর বলেছেন: ধন্যবাদ হাছুইন্যা ভাই। আপনার অফার গ্রহন করলে, অনেককে তো নিরপেক্ষভাবে বিচার করতে হবে। সেটা করতে তাদের ব্যাপক আপত্তি আছে।
৩৯| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৬
আমি সাজিদ বলেছেন: শাহীর অনলাইন আর অফলাইন দুইজীবনের জন্মই কি ধীবর পান্ডার হাতে?
স্টিকি পোস্টে যা হয়েছে, পোস্টদাতা চটজলদি কমেন্ট করেছেন…কাজেই দিত্বীয়বার কমেন্ট করার সময় তার খেয়াল ছিলো না যে তিনি ধর্মবিদ্বেষী কে রিপ্লাই দিয়েছেন।
আর আমার নিক নিয়া আপনার এতো জ্বলে কেন ?সস্তাদামী পান্ডামী দেখার জন্য ব্লগে আসি নাই…তফাতে যান।
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৭
ধীবর বলেছেন: সাজিদ, যাকে উদ্দেশ্য করে বলা, উনাকেই বক্তব্য দিতে দিন। আপনি মাঝখান সাফাই গাইছেন কেন? বার বার পান্ডামি বলে যতই চেচান, সেটা শুধু বাকিদের হাস্যরসের খোরাকই জোগাবে।
আর ব্লগের জন্য শাহী ভাইয়ের যে অবদান, তাতে তার চরণামৃত খেয়ে আগে ধন্য হয়ে নিন। চোপা করা তো অনেক পরের কথা।
৪০| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৬
ইসতিয়াক আহ্মেদ বলেছেন: লেখক বলেছেন: আমি সবাইকে এক পাল্লায় মাপছি না। তবে ইসলামদ্বেষি পৌত্তলিকপন্থি সব বামেরাই আওয়ামি লিগ সমর্থক।
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৯
ধীবর বলেছেন: এরা বঙ্গবন্ধুকে সপরিবারে মেরে ফেলেছে। এখন বেচে থাকা দুইজনের পেছনেও লেগেছে। এরা দেশ জাতি ও স্বাধীনতার শত্রু।
৪১| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪০
ক্ষুধিত পাষাণ বলেছেন: অবাক হবার কিছুই নাই-এই ব্লগ সাইট কর্তিপক্ষের সুদুর প্রশারি কুউদ্দেশ্য পুরনের জন্য ঐ ধরনের বিতর্কিত পোস্ট দাতা, মন্তব্যকারীকে সামহোয়্যার কর্তিপক্ষ সব সময়ই পৃষ্ঠপোষতা দিয়ে আসছে।
১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩১
ধীবর বলেছেন: যারা জানেন তারা অবাক হবেন না। আর জানা জানতেন না, তারা জেনে যখন গেছেন, তখন নিকট ভবিষ্যতে তারাও আর অবাক হবে না। অনেক ধন্যবাদ ক্ষুধিত পাষান ভাই।
৪২| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪২
কামরুল হাসান শািহ বলেছেন: আমি সাজিদ বলেছেন: শাহি বলেন ৯ মিনিট পর উত্তর দেওয়া হয়েছে কিন্তু উনার দেওয়া স্ক্রিনশট একবার দুপুর আর একবার বিকেল দেখায়…দুপুর আর বিকেলের তফাত ৫ মিনিট ?
আমি কইলাম কি আর আবালটা বুঝল কি
@আমি সাজিদ বাংলা লেখা ঠিক মত পড়তে না পারলে বাংলা ব্লগে কি করো? যাও সোনা তোমার আম্মুর কাছ থেকে বাংলা শিখে আসো। আমি জানি সে বালও বাংলা জানে
৪৩| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৩
আমি সাজিদ বলেছেন: তোমার মতো লোকের কাছে আমি উপদেশ নিতে বাধ্য নই@ শাহি
৪৪| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধীবর ভাই, ভারততো বলেই দিছে যে বাংলাদেশ নাকি এখন তার ধর্মনিরপেক্ষ অস্তিত্বের জন্য লড়ছে। এখন ইসলাম ও তার নবীকে গালি দেওয়ার অধিকার ধর্মনিরপেক্ষতার মধ্যেই আছে। এই সবের গোড়াই হইল হাসিনার মোনাফেকী। আবার ঐ নাসিম ভাড় বলে শেখ হাসিনা নাকি ইসলামের প্রকৃত রক্ষক! তাই এস. দেওয়ানের মত আওয়ামীলীগাররা মাস্তানী দেখায়।
এই প্রতিবাদ মূলক পোষ্টের জন্য যাযাক আল্লাহ খায়ের!
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪১
ধীবর বলেছেন: ধন্যবাদ বা জি ভাই। ভারত এত বড় আস্পর্ধা পেয়েছে, আমাদের মধ্যেই লুকিয়ে থাকা ভারতের দালালদের কারণে। তবে মানুষ জেগে উঠছে। যে ঠ্যালা পাকিস্তান খেয়েছে, সেই রকম ঠ্যালা ইন্ডিয়া আর তার পোষ্য দালালগুলিও খাবে।
৪৫| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৭
শিপন মোল্লা বলেছেন: সামুকে এবং সামুর আম্মু জানাকে , এর জন্য অনেক মূল্য দিতে হবে। অবশ্যই অবশ্যই ।
১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৩
ধীবর বলেছেন: ধন্যবাদ আবুশিথি ভাই।
৪৬| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫১
shapnobilash_cu বলেছেন: সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকরণ এবং একচোখা রাজনৈতিক লেজুড়বৃত্তির জন্য সামুকে একদিন জবাবদিহি করতে হবে।
১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪২
ধীবর বলেছেন: সুস্থ বিবেকের দাবি এটাই।
৪৭| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৬
নীল_সুপ্ত বলেছেন: বৈরাম খাঁ বলেছেন:
ইয়া মডু আপনি তো খুবই নিরপেক্ষ যেই অপরাধের কারনে আমাকে দুই বার জেনারেল করলেন একই অপরাধ করেও তারা সারা ব্লগ দাপিয়ে বেড়ায়। আর কত ভন্ডামি করবেন?
কিছুদিন আগে দেখলাম ম্যাডাম জানা দমকল৮৬ এর পোস্টে গিয়ে আপত্তি তুলে তার লগইন এর বারোটা বাজিয়েছেন জানা বলেছেন: এইরকম পোস্ট পড়ে সাধারণ এবং সুস্থ ব্লগারদের প্রতিক্রয়া কিরকম হতে পারে সেটা দেখার জন্য পোস্টটি আপাতত না সরানোর জন্যে ব্লগটিমকে অনুরোধ করছি।
সামুকে এসবকিছুর কড়া জবাবদিহিতা করতে হবে, কেন একপাক্ষিক আচরণ? কেন ধর্ম বিষয়ক সেন্সেটিভ ইস্যুতে সামুর দায়ত্বশিল টিম নীরবে লুকিয়ে থাকে? কাদের রক্ষা করছে সামু কর্তৃপক্ষ?
১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৩
ধীবর বলেছেন: ওদের মুখ থেকে কোন জবাব তো পাবেন না। তবে যারা বুদ্ধিমান তারা এর উওর পেয়ে গিয়েছেন। এই সব তো নতুন কিছু না। দেখুন আবার, প্রশ্ন করার "ধৃস্টতা" দেখানোর জন্য বাকস্বাধীনতার চেতনার একমাত্র সোল এজেন্টরা না আবার আপনার বাকস্বাধীনতায় হাত দেয়।
৪৮| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৬
আদু চাচা বলেছেন: আপনি একটা বিষয় সহজে কল্পনা করুন..........একজন বিদেশী তার নিজের মাতৃভূমি ছেড়ে পিতা-মাতা ছেড়ে ১৯৮৭ সাল থেকে আজ পর্যন্ত ভিন্ন একটি দেশে পড়ে আছে শুধু একটি ব্লগের জন্য।
আর সেই ভিনদেশী হুজুগে ব্লগারদের বিশ্বস্ততা আর সহমর্মীতা বাড়াতে ভিনদেশেরই একটি মেয়েকে বিয়ে করে সংসার পেতেছে।
সেই বিদেশী কি তার এই আত্মত্যাগের মিশন থেকে পিছপা হবে.....?
আমরা ব্লগাররা কি তার মিশন নিয়ে কখনো ভাববো না?! অন্তত নিজ দেশের ভালোবাসায়!
১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৫
ধীবর বলেছেন: মাও-স্ট্যালিনের মতবাদিদের কাছে ভাবাটাও অপরাধ।
৪৯| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২২
ৈসকত ইসলাম বলেছেন: এসব হারামজাদারা এত খারাপ যে নবী করিম (সা এর নিয়ে বাজে কথা বলবে....এসব বিষয়ের ওপর কড়া নজর দাড়ি দিতে হইব...শালাদের গোষ্ঠী কিলাই.....
৫০| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৩
ছািব্বর বলেছেন: @আমি সাজিদ,এই দেশ ইসলাম প্রধান দেশ । এখানে থাকতে হইলে ইহা মেনেই থাকতে হইবে । আর যদি ধর্ম নিয়ে কারো সমস্যা থাকে তাহলে সে অন্য ধর্ম নিয়ে কথা বলুক দেখি ?
মুসলমান দেশ বলেই এই নাস্তিক , ইসলাম বিদ্বেষীরা কটুমন্তব্য করতে পারে । ভারতেই হইলে জ্যান্ত কবর দিয়ে দিত ।
যাদের ভালো না লাগে তারা এই দেশ ছেড়ে চলে যাক । কিন্তু এই দেশে থাকতে হইলে ইসলাম কে সম্মান জানিয়ে থাকতে হইবে ।
৫১| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪২
তন্দ্রা বিলাস বলেছেন: এস দেওয়ানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হোক।
১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৮
ধীবর বলেছেন: হাহাহা। আপনি যতই দাবি করবেন, উনারা ততই কানে তুলা গুজবেন।
৫২| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৯
বাবুআনা বলেছেন: নোটেড এন্ড টাইম উইল সে হোয়াট .......
১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৩
ধীবর বলেছেন: আমি সেটা খুব দৃঢ়ভাবেই বিশ্বাস করি।
৫৩| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০০
রসায়ন বলেছেন: পোস্টটা ভালোই তবে এখানে অতিমাত্রায় আজাইরা ফালতু কথার ছড়াছড়ি !
ব্লগার "আমি সাজিদ" এর মন্তব্যগুলোকে পুরোপুরি সমর্থণ করলাম ।
সামু যদি নাস্তিকদেরই আড্ডা হত তবে এত এত ইসলামিক পোস্ট এখানে পেতাম না । আমি অনেক দরকারি ধর্মীয় নিয়ম ও যুক্তি এই সামুর পোস্ট পড়েই শিখেছি !
সামু যদি আওয়ামীলিগের দালালই হত তবে বিশ্বজিত হত্যাকাণ্ড, মেডিকেল ভর্তি পরীক্ষা, কোটা বাতিল আন্দোলন, বিলবোর্ড এমনকি বঙ্গবন্ধুকে কটাক্ষ করে দেয়া পোস্টও কখনোই প্রকাশ করা হতো না ।
সবখানেই দুচারটা কুলাঙ্গার থাকে । মগাচীপ বা যেসব স্টুপিড ধর্ম বিদ্বষীতা করতো তাদের প্রত্যেকের পোস্ট গুলোতে সাধারণ ব্লগাররাই উপযুক্ত জবাব দিয়ে আসতো ।
আর এইসব বালছাল মগাচীপদের সংখ্যা ব্লগে ১% ও না ।
সুতরাং দুচারটা মগাচীপের জন্য পুরো প্লাটফর্মটাকে নাস্তিক বলেন কোন যুক্তিতে ?
শেষ কথা, এই পোস্টের লিংকটা পেয়েছি ছাগুরকেল্লার পিনড পোস্টে । সেখানে আমাদের প্রিয় এই ব্লগিং প্লাটফর্ম সামুকে বন্ধ করে দেওয়ার দাবিও জানানো হয়েছে ।
সুতরাং বোঝাই যাচ্ছে এতে কাদের ইন্ধন রয়েছে ।
এই পোস্টে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নাস্তিকতার পোস্ট মর্টেম করতে গিয়ে পুরো ব্লগটাকেই নাস্তিক বানিয়ে ফেলা হয়েছে ।
আর আমাদের প্রিয় ও আমার শ্রদ্ধেয় জানা আপ্পিকে নিয়ে যেসব ফালতু রিকমেন্ড করা হয়েছে তার তীব্র প্রতিবাদ করছি । উনি প্রতিটা ব্লগারকে ভালো কিছু লিখার জন্য উত্সাহ দিয়ে থাকেন । উনাকে দেখেছি ন্যায়ের পক্ষে কথা বলতে । আর ন্যায়ের ও সত্যের পক্ষালম্বন করতে যেয়ে উনাকে কিছু ছাগল আজ আওয়ামী দালাল বলে আখ্যা দিচ্ছে ।
জানাপ্পিকে বলি, "আপ্পি তুমি একা নও, এইসব ছাগল দমনে তোমার হাজারো শুভাকাংখি অপেক্ষমান ! "
১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৩
ধীবর বলেছেন: লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, মর্দ গুনিয়া দেখে কয়েক হাজার। এটা আপনার শেষ লাইনের উত্তরে লিখলাম।
মুসলমান অধ্যুসিত ধর্মানুরাগিদের দেশের একটী ব্লগে ইসলাম নিয়ে পোস্ট আসবে, সেটাই তো স্বাভাবিক। সেটাকে মহিমান্বিত করার সুযোগ আছে কি? আর এর বিপরীত ঘটলে প্রতিবাদ আসবে, তাতে সমালোচনার কি আছে? এমন তো না, যে মেরে কেটে রক্ত গঙ্গা বহিয়ে দেয়া হয়েছে? শ্রেফ প্রতিবাদ করা হয়েছে।
আর বাশের কেল্লায় আপনার যাতায়ত আছে দেখে মনে হচ্ছে আপনার আপনিও সেই বিশেষ প্রাণীর একজন। নইলে এই ৮ হাজার পাঠক যা দেখেনি, আপনি সেটা কি করে দেখলেন?
ছেলেভুলানো সান্তনা দিয়ে যাকে বুঝ দিচ্ছেন, আশা করি তার চেয়ে বেশি বুদ্ধি তার ঘটে আছে।
৫৪| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৩
স্পেলবাইন্ডার বলেছেন: কুত্তার লেজ কি সোজা হয়!
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৭
ধীবর বলেছেন: প্রবাদ বাক্য অলংঘনীয় স্পেল ভাই।
৫৫| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪১
ইউসুফ আলী রিংকূ বলেছেন: @আদু চাচা , আপনি এত বাল বুঝেন তো এইখানে কি করেন অন্য জায়গায় যেয়ে মরেন ,
ধীবর ভাই মেবি সে আপনার এই পোস্ট কে অন্য দিকে মোর ঘুরানোর জন্যই ঐ ফালতু কমেন্ট করেছে ।
বিষয়টা প্লিজ খিয়াল রাইখেন।
আর আদু তোমার পাছায় কিন্তু অলরেডি লাত্থি মারা হয়েগেছে লজ্জা থাকলে আর কোনো দিন ... ...... .
এখন অপেখ্খা করছি এস দেওয়ান কে লাত্থি মারা দেখার জন্য .. .....
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৮
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ রিংকু ভাই। ভবি নয় ভুলিবার, তাই মোড় ঘুরানোর চেস্টা সফল হবে না।
৫৬| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১২
আরিহা বলেছেন: মডুরা এহনো ঘুমাইতাছে, তয় আমরা কিন্তু ঘুমাই নাই। যারা সামুকে হুমকি দেন তাদের ভাবা উচিত যে, প্রতিবাদ করার জন্য সামুতেই লিখতে পারছেন। প্রতিবাদ করুন। প্রতিবাদ করতে পয়সা লাগে না। সামু মামুর উচিত হবে নিজের ইজ্জত বাচানোর জন্য হলেও এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৮
ধীবর বলেছেন: ঘুমালে ঘুম ভাঙ্গার সুযোগ আছে। কিন্তু জেগে ঘুমালে সেই ঘুম ভাংবার নয়।
৫৭| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৪
হাছন রাধা করিম বলেছেন: পোষ্ট দিয়ে ভালোই করেছেন ধীবর ভাই।
আমি নিজে গত কালকে এস দেওয়ানের কমেন্টটি রিপোর্ট করেছি, আরো অনেকেই হয়তো করেছেন। কিন্তু সেটা দেখি এখনো মিরয়ে গিয়েছে।
আপনার রবীন্দ্র বিষয়ক পোষ্ট এরা মাত্র ঘন্টা দুইয়ের মধ্যে সরিয়ে দিয়েছিলো শুধুমাত্র একজন ব্যাক্তির একটি মাত্র পোষ্টের কারনে। অথচ ঐ কমেন্ট প্রায় তিরিশ ঘন্টা পরেও সরানো হয়নি।
এদের ভন্ড সুশীলামি দেখতে দেখতে চরম বিরক্ত। আর জনাবা জানা তো মশিউর সাহেবকে তার দমকল৮৬ নিকের একটি পোষ্টে রীতিমত হুমকি দিলেন এবং তথাকথিত দায়িত্বশীল ব্লগারদের দৃষ্টি আকর্ষন করলেন মশিউর সাহেবের নোংরা ভাষার প্রতি।
আল্লাহর রাসুলকে নিয়ে যে ভাষায় নোংরামি ব্লগ এবং কমেন্ট লেখা হয় সেগুলোর কাছেতো তো দমকল৮৬ এর পোষ্টের ভাষা কিছুই নয়। তাও পোষ্টটা রাজনৈতিক পোষ্ট ছিলো এবং কোন ধরনের ব্যাক্তি আক্রমন করা হয়নি ঐ পোষ্টে।
নাকি আওয়ামী লীগ এবং রবীন্দ্রনাথের তুলনায় আল্লাহর রাসুলের সম্মান কোন ব্যাপারই নয়?
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩০
ধীবর বলেছেন: একদম যায়গা মত হাত দিয়েছেন হাছন ভাই। অনেক অনেক ধন্যবাদ। আমি যে রবীন্দ্র কাল্টের কথা বলেছি, সেটা যে অলিক কিছু নয়, সেটা এখন দিবালোকের মত স্পস্ট।
আর ক্ষমতা থাকলেই ক্ষমতার অপব্যাবহারের প্রচুর দৃস্টান্ত ইতিমধ্যে তৈরি হয়েছে। দমকল ওরফে মশি মামার পোস্টে হুমকি তার সাম্প্রতিক সংযোজন মাত্র। অনেক কৃতজ্ঞতা জানবেন হাছন ভাই।
৫৮| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৮
হাছন রাধা করিম বলেছেন: @আমি সাজিদ: ভাই ফাহিম না বুঝে লাফ দেওয়া কোন বুদ্ধিমানের কাজ নয়। এর আগেও আপনি একবার পারভেজ আলমকে এভাবে আক্রমন করেছিলেন তারপর আবার নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছিলেন।
এখানে সবাইকে আপনি পান্ডা বলে আখ্যা দিলেন। আবার আপনি নিজেই লিখলেন যে প্রিয় নবিজীর বিয়ে নিয়ে অনেকেই কনফিউজড। যেহেতু আল্লাহর রাসুলের প্রতি আপনার কোন দরদ নেই তাই এরকম একটি মন্তব্য করলেন।
মাত্র মেডিক্যাল ফার্সট ইয়ারে পড়ছেন, হাদিস বিশেষজ্ঞ হতে হলে আরো অনেক দূর পথ পাড়ি দেওয়া লাগবে। সবজান্তা শমসেরের ভাব নেওয়া ঠিক না। আপনি মাত্র সেদিন ব্লগিং করতে এসেছেন, কিন্তু ধীবর ভাই, কামরুল হাসান শাহি ভাইয়েরা অনেক অনেক দিন যাবত সামুতে ব্লগিং করছেন এবং ভালো রকম অবগত আছেন এখানে আল্লাহর রাসুলকে নিয়ে কি পরিমান নোংরামি হয়েছে এবং হচ্ছে।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৩
ধীবর বলেছেন: ছোট একটা ঘটনা মনে করিয়ে দিতে চাই। সন্যাসি, দাড়িপাল্লা ইত্যাদি নিক থেকে প্রচন্ড রকম ইসলামোফোবিক পোস্ট দেয়া হতো। সে সব রিপোর্ট করলেও কোন কাজ হতো না। এর পর বিক্ষোভ প্রকট আকার ধারণ করলে, ওদের বিরুদ্ধে নাম কা ওয়াস্তে সাময়িক ব্যাবস্থা নেয়া হলেও, প্রতিবাদকারিদের দিনের পর দিন মাসের পর মাস শাস্তি বহাল রাখা হতো। এই সব কিসের লক্ষণ সেটা বিবেকবান পাঠকদের কাছেই জানতে চাচ্ছি। আবারও অনেক্ ধন্যবাদ।
৫৯| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৯
নষ্ট শয়তান বলেছেন: এই জায়গায় দেখি চামচামির জন্য দুইটা নিক ঠিক চলে এসেছে। কিন্তু পোষ্ট বর্হিভূত আলোচনায় লাভ নাই। ধীবর ভাই আওয়াজ দিয়েন একটু ট্যাডাইয়া সোজা কইরা দিয়া যাই চামচা দুইটাকে। @তুই সাজিদ শাহী ভাইর সাথে সন্মান দিয়ে কথা বল। তোমার মত দুই চারটাকে ব্লগে পয়দা করছেন উনি।
যাই নাই কিন্তু দেখতাছি সব।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৪
ধীবর বলেছেন: নস্ট শয়তান ভাই, হাতে গোনা দুই একটা ছাড়া সবাই সমমত প্রকাশ করেছেন। আপনিও যোগ দেয়াতে এই পোস্টের পক্ষ্যে জনমত আরো শক্তিশালি হলো। অনেক অনেক ধন্যবাদ এইজন্য।
৬০| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫০
সদ্বৃত্তি বলেছেন: সামুর Alexa র্যাঙ্ক পরে গেছে।বর্তমানে বাংলাদেশে অবস্থান ২৭ নং।অথচ শুধু টেকনোলজি বিষয়ক ব্লগ টেকটিউনস এর অবস্থান ১১।সুতরাং ধর্মকে আক্রমন করে পোস্ট দিয়ে হিট বাড়ানোর পুরোনো খেলা আবার শুরু হচ্ছে।পরীক্ষামূলক ভাবে প্রথমে কমেন্ট দিয়ে শুরু।শীঘ্রই ব্লগের পালিত শুয়োরেরা স্বরুপে সক্রিয় হবে।
আর এই সব শুয়োরের পালক স্বয়ং ব্লগ মালিক তা এই সাক্ষাতকার পড়লেই বুঝতে পারবেন।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৫
ধীবর বলেছেন: কোন যাদু বলে সেই রিপোর্টটি যেন ডয়েচে ভেলে থেকে হারিয়ে গিয়েছে। অথচ এই রিপোর্ট টির প্রত্যক্ষ পাঠক প্রচুর রয়েছে।
৬১| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৮
দুঃস্বপ্০০৭ বলেছেন: আবার মুহাম্মদ সঃ কে অপমান । সামু মডুরা নিরব । এই দুই সাম্প্রদায়িক ব্লগারের ব্যান দাবী করছি ।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৬
ধীবর বলেছেন: উনাদের বিরুদ্ধে হাল্কা শাস্তি নেয়া হলেও প্রতিবাদকারিদের জন্য রয়েছে দীর্ঘমেয়াদি শাস্তির ব্যাবস্থা। চমৎকার ন্যায় বিচারের পরাকাষ্ঠা !
৬২| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫২
হাছন রাধা করিম বলেছেন: @অদ্ভুতিরে: নাম রেখেছেন কাফি রশিদ কিন্তু আপনার ব্লগ ভর্তি হলো হিন্দু ধর্মের বিষয়ে। কাজেই এটা দিনের মতো পরিস্কার যে আপনি হলেন মুসলমান বিদ্বেষি হিন্দু। আপনার কমেন্ট রিপোর্ট করলাম।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৮
ধীবর বলেছেন: হাছন ভাই, এই কথাগুলি বললেই, একদল সুশিল গেল গেল সুর তুলবে। এর পর বলবে, বাংলাদেশে ইসলামিক মৌলবাদিরা সংখ্যালঘু হিন্দুদের মেরে কেটে সাফ করে দিচ্ছে রে। কে কোথায় আছো বাচাও। বাংলাদেশের সামরিক অভিযান চালাও, ইত্যাদি ইত্যাদি।
৬৩| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৫
ইউসুফ আলী রিংকূ বলেছেন: @অদ্ভুতুরে খা-পো যে একটা জারজ এতে কোনো সন্দেহ নাই , হিন্দু ধর্মের বিশ্বাসী হয়েও মুসলিম নাম ভাঙিয়ে চলে
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৯
ধীবর বলেছেন: ইসলামের বিরুদ্ধে চরম নোংরা কথাগুলি বলার ৯৯ ভাগই সাম্প্রদায়িক হিন্দু সেটার অনেক অনেক প্রমান রয়েছে।
৬৪| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৭
আমি সাজিদ বলেছেন: ভাই, হাসান রাধা করিম
খুব জানতে ইচ্ছে করছে, আপনি কার মাল্টি ?
আপনার ব্লগ ঘুরে আসলাম, যা দেখলাম তা নিচে হুবহু তুলে দিচ্ছি।
পোস্ট করেছেন: ২টি
মন্তব্য করেছেন: ২৯৯টি
মন্তব্য পেয়েছেন: ১৯টি
ব্লগ লিখেছেন: ১ বছর ৫ মাস
ব্লগটি মোট ২৭০ বার দেখা হয়েছে
আপনি যেহেতু পারভেজ ভাইয়ের ব্লগে আমার কমেন্টের খবর জানেন কিংবা আমার পড়াশুনা নিয়ে জানেন তাহলে ধরেই নিচ্ছি আপনি পুরনো ব্লগার, নিজের নামটা এখানে আনেন নি।মাল্টি ব্যবহার করেছেন।
আমি অবশ্যই অবশ্যই ধর্মবিদ্বেষের বিপক্ষে, সামুতে আমার প্রথমপোস্টটা কি ছিল তা এখানে ঢু মারলেই দেখতে পাবেন।
কামরুল শাহি যেটা করেছেন, সেটা হচ্ছে তিনি ঐ কটূক্তিকারীকে রিপ্লাই দেওয়ার অপরাধে স্টিকি পোস্টের লেখককে ভন্ড বলেছেন।
আমরা জানি ব্লগে একসাথে অনেক কমেন্ট আসলে অনেক লেখকই না পড়ে চটজলদি কমেন্ট দেন।কাজেই এখানে তার দোষ না খুঁজলেও পারা যেতো।
আর পান্ডা আমি ধীবরকে বলেছি, আমি ব্লগে আসার পর থেকে কোন না কোন ক্যাচালে উনাকে দেখেছিই হয়তোবা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বা এটাসেটা করছেন, বাদ দিলাম তা।
যেহেতু সামুতে ব্লগিং করি দেড় বছর, তাই নিজের দায়বদ্ধতা থেকে বলতে এসেছিলাম আগের সময় আর এখনকার সময় এক না।সামু তে ধর্মবিদ্বেষী পোস্ট এখন অনেক অনেক কম।তবে দুই একজন কালপ্রিট থাকতেই পারে।কিন্তু এটা কি অস্বীকার করতে পারবেন, সামুতে ধর্ম নিয়ে রীতিমত ভালো ভালো অনেক পোস্ট হয়, যেখানে ধর্মের বানী সবার মাঝে ছড়িয়ে দিতে সচেষ্ট থাকেন লেখকরা ?
কিন্তু এই দুই একটি অনভিপ্রেত ঘটনা থেকে আপনারা গোটা ব্লগকেই রাজনৈতিক ভাবে ট্যাগ দিচ্ছেন, ধর্মদ্বেষী বলে ট্যাগ দিচ্ছেন তাও আবার যে ব্লগের প্রতি এত ক্ষোভ সেই ব্লগে পোস্ট করে!
এটা কি উচিত ?
আমি কি আমার দৃষ্টিকোন বুঝাতে পেরেছি আপনাকে ?
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪১
ধীবর বলেছেন: আমাকে কোন কোন ক্যাচালে দেখেছেন যদি একটু তথ্য প্রমান দিয়ে বলতেন, তাহলে বিশ্বাস করতাম যে আপনি নিতান্তই রাস্তাঘাটের মিথ্যুক নন। আবারও বলছি, মাত্র দেড় বছর ব্লগে অবস্থান করে নিজেকে সমজান্তা ভাবার কারণ নেই।
৬৫| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৮
দুঃস্বপ্০০৭ বলেছেন: আমি সাজিদ@ আপনি এ কুকুর গুলোর ব্যান চান কি চান না ? এক কথায় জবাব দেন ।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪১
ধীবর বলেছেন: উনি ব্যান চাইবেন? হাসালেন। দেখেন না কি সুন্দর পিছলিয়ে গেলো?
৬৬| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:১২
হাছন রাধা করিম বলেছেন: @আমি সাজিদ: ভাই ফাহিম, আবারো একটি শিশুতোষ মন্তব্য করলেন।
পারভেজ আলমকে যে পোষ্টে আক্রমন করেছিলেন, কষ্ট করে যদি সেই পোষ্টখানা আরেকবার পড়তেন তাহলে দেখতে পেতেন যে এই অধমের দুইটা মন্তব্য আছে ওখানে। মাল্টিবাজি করার মতো সময় বা বয়স কোনটাই আমার নেইরে ভাই।
আমার প্রথম ব্লগ পোষ্ট যদি পড়তেন তাহলে দেখতেন আমি ঐখানে লিখেছি যে এতোদিন শুধুই পরতাম আজ ব্লগ খুললাম। কতোদিন ধরে পড়ি সেটাতো আর কেউ জানেনা, তাই না?
যেমন পারভেজ আলম, তেমনি ধীবর ও আমার অনুজপ্রতিম প্রিয় একজন ব্লগার। না জেনে আপনি তাকে ব্যাক্তি আক্রমন করেছেন, এটা কোনভাবেই গ্রহনযোগ্য নয়।
ধর্মীয় পোষ্ট সামুতে অবশ্যই আসে, কিন্তু তার বিপরীতে যে পরিমান ইসলাম বিদ্বেষী পোষ্ট আসে তার হিসেব না দেওয়াই ভালো। এই পোষ্টের অবতারণা করা হয়েছে আল্লাহর রাসুল সম্মন্ধে নোংরা মন্তব্য করার কারনে যে মন্তব্য অনেকে রিপোর্ট করার পরও বহাল তবিয়তে রয়েছে। এই ব্লগার ধীবরেরই লেখা রবীন্দ্রনাথের সমালোচনা করা একটি পোষ্ট পাবলিশ করার দুই ঘন্টার মধ্যে সামু থেকে সরিয়ে ফেলা হয়। কারা করলো? কেনো করলো? রবীন্দ্রনাথ কি আল্লাহর রাসুলের চেয়েও বেশী সম্মানীয়? আল্লাহর রাসুলকে নিয়ে যা ইচ্ছা লিখা যাবে কিন্তু সাম্প্রদায়িক রবীন্দ্রনাথকে নিয়ে কোন ধরনের সমালোচনা করা যাবেনা!!!!
এরপর যদি কিছু বুঝেন তো ভালো, নাহলে কিছুই করার নেই।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪২
ধীবর বলেছেন: ধন্যবাদ হাছন ভাই। ছেঁড়ে দিন এই সব দাত না গজানোদের। খামাখা সময় নস্ট।
৬৭| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৬
আকাশ চুরি বলেছেন: আমাদের নবীকে অবমাননার বিচার চাই। দিনের পর দিন জানা আর আরিল এসব নাস্তিকদের পুষে আসছে। সরকার পরিবর্তন ছাড়া এসবের বিচার হবে না।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪২
ধীবর বলেছেন: ধন্যবাদ আকাশ ভাই।
৬৮| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০১
রহস্যময়ী কন্যা বলেছেন: মহানবী সাঃ কে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ কারীদের আল্লাহ জ্ঞান দান করুন।
সামুর জবাবের জন্য অপেক্ষা করছি
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৩
ধীবর বলেছেন: ধন্যবাদ।
৬৯| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৮
আদু চাচা বলেছেন: বিদেশী বেশ্যারা এদেশে আসে শুধু ব্লগ চালানোর জন্য?
নিজের মাতৃভুমি ছেড়ে এখানে থাকে শুধু শুধু......?
গোড়ায় হাত দেন দেখবেন ইসলামবিদ্বেষীদের কারা লালন করছে সেটা বেরিয়ে আসবে।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৪
ধীবর বলেছেন: অন্তর্জালে ২০০৫ সাল থেকেই ইসলাম বিদ্বেষিদের বিরুদ্ধে লড়াই করে আসছে। তাই এদের গোড়া কারা, কি, কেন, সব তথ্যই জানি।
৭০| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৫
অসামাজিক ০০৭০০৭ বলেছেন: এই আস্কারা গুলা কারা দিতাছে সেইটাও জানা আছে .।
একটারেও ছাড় দেওয়া হবে না
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৪
ধীবর বলেছেন: আশকারা না পেলে বাদর কখনো মাথায় উঠতো না।
৭১| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৩
জেড সৈনিক বলেছেন: পোস্টে প্লাস।
বেশি দুর খুজতে হবেনা, এই পোস্টেই অদ্ভুতুরে নিকে এক ধর্মবিরোধী দুর্গন্ধ ছড়াচ্ছে। আশা করি সামু কতৃপক্ষ অদ্ভুতুরে আর এস দেওয়ান আইডি দুটি ব্যান করে তথ্যপ্রযুক্তি আইনের প্রতি সম্মান দেখাবেন।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৫
ধীবর বলেছেন: আইন সবার জন্যই সমানভাবে প্রয়োগ করা হবে, এতটুকু আশা সব সুনাগরিকই করতে পারেন।
৭২| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৫
জানা বলেছেন:
এই পোস্ট এবং এর একটি মন্তব্যও না মুছে দেবার জন্য ব্লগটিমকে অনুরোধ করছি।
৭৩| ১৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:০৫
ধীমান অনাদি বলেছেন: @জানা আপাঃ ব্লগে এই ধরনের খেলা অনেক আগ থেকেই চলে আসছে। কিছু সিন্ডিকেট এর দখলে থাকবে ব্লগ। কারা ঐসব সিন্ডিকেট এর পেছনে আছে, সেটা আপনার চাইতে ভালো আর কারো জানার কথা না। নতুন একজন ব্লগার এলেই তাকে দখলে নিয়ে, অন্যের পেছনে ক্যাচালে জড়িয়ে দেওয়াটাই এদের আসল কাজ। দুঃখজনক ব্যাপার হলো, এরা সবাই বর্তমান সরকারের কট্টর সমর্থক এবং বিরোধী দলীয় ব্লগাররাই এদের টার্গেট হয়। এবং সামুর কিছু মডু (যারা নিজেরাও আওয়ামীবাদী) এদের প্রশ্রয় দেয়। এই ধরনের খেলার আসল লাভটা কোন জায়গায়? বাংলা ব্লগিং এর জগতে আপনার ব্লগের অবস্থান ও জনপ্রিয়তার ব্যাপারে আপনার নিজের ধারনা আছে। কিন্তু এই খেলা চলতে থাকলে সবশেষে কোন অবস্থায় গিয়ে দাঁড়াবে সব? যারা আজকে সরকারি দল, তারা আগামীকালের বিরোধী দল। আর যারা আজকে পক্ষপাতের শিকার হচ্ছে, তারা আগামীতে ক্ষমতায় এলে ঐ খেলায় জিতে যেতেই চাইবে। এ খেলার শেষ কোথায়? জাতীয়তাবাদী ব্লগারদেরকে কিছু ব্লগার (এরা আসলেই ব্লগার কিনা সন্দেহ আছে) ক্রমাগত গালিগালাজ করছে এবং জিয়াউর রহমান এবং খালেদা জিয়া সম্পর্কে কুরুচীপূর্ন পোষ্ট দিয়ে তাদের অনুভূতিতে আঘাত করছে। ইট মারলে পাটকেল খেতেই হয়। আপনারা ইট মারা দেখবেন না, অথচ পাটকেলকে চোখে আটকে, পাটকেল প্রদানকারীকে ব্যান বা বিভিন্ন শাস্তি দিবেন? এতে কারা লাভবান হবে, বলবেন কি?
(এই কমেন্টস এর জন্য আমাকে ব্যান বা অন্য কোন শাস্তি দিতে পারেন অথবা সুন্দর জবাব আশা করতে পারি আপনার কাছ থেকে।)
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৭
ধীবর বলেছেন: ধীমান ভাই, সুন্দর জবাব বা কোন জবাবই যখন পাননি তখন ধরেই নিতে হচ্ছে ব্যানের খাড়ায় আপনিও কাটা পড়েছেন। তবে বিলিয়ন মুসলমানদের অবিশংবাদি নেতার অসম্মানের বিরুদ্ধে প্রতিবাদের জন্য নিশ্চই সু প্রতিদান আপনার প্রাপ্য। অনেক ধন্যবাদ।
৭৪| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৮
আমিনুর রহমান বলেছেন:
আমার একটা প্রশ্ন আছে। আশা করছি প্রশ্নের উত্তরটা দ্রুত পাবো। কেননা উত্তরের পর আমার আরো কিছু কথা আছে।
আপনি ধর্মের অবমাননা বলতে কি শুধু ইসলাম ধর্মের অবমাননাকেই বুঝান? নাকি যে কোন ধর্মের অবমাননাই আপনার কাছে ধর্ম অবমাননা বলতে বুঝায়?
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৯
ধীবর বলেছেন: আমার লেখাগুলি যদি পড়ে থাকেন, তাহলে উত্তর মিলবে। এই পোস্টটি দেয়া হয়েছে আমাদের নবী হযরত মুহম্মদ (সঃ) এর অসম্মান করার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে। তবে আমি ব্যাক্তিগতভাবে একাধিকবার ধর্মীয় যে কোন মহান ব্যাক্তিত্বের বিরুদ্ধে কুৎসা রচনার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আশা করি উত্তর পেয়েছেন।
৭৫| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৭
wrongbaaz বলেছেন: জানাপু পলিটিশিয়ানদের মত কমেন্ট করলেন। ১। মডুদের অনুরোধ (আদেশ) জানানোর নামে কালক্ষেপন, ২। দায় সারা একটা কমেন্ট, ৩। দূর্নীতিবাজ(মডু)দের প্রশ্রয় দিচ্ছেন।
সাইট আপনার, সো আপনি যা খুশি তাই করতে পারেন।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫০
ধীবর বলেছেন: দিন শেষ, সেটাই শেষ কথা রংবাজ ভাই। অনেক ধন্যবাদ।
৭৬| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
পোস্টের সন্মানিত লেখক এবং মন্তব্য যারা করছেন সামুকে কটাক্ষ করে সবার অবগতির জন্য বলছি সামুতে যদি ইসলাম বিষয়ক একটি পোস্টের সংকলন করা হয় তবে ইসলামের পক্ষে ভাল ভাল পোস্ট পাওয়া যাবে লক্ষাধিক।
অন্যের পোস্টের কথা বাদই দিলাম এই আমি নিজেই অনেক ইসলাম নিয়ে পোস্ট দিয়েছি। সামুর নির্বাচিত পাতায় সেসব পোস্ট শোভা পেয়েছে।
ব্লগার লিসানি ভাইয়ের পোস্ট ইস্টিকি হয়েছে। কই এগুলো কি সামুর ইসলাম বিদ্বেষী মনোভাব কিংবা নাস্তিকতাকে প্রশ্রয় দেয়ার প্রমান করে ? যখন নাস্তিকদের সকল পোস্ট সামু মুছে দেয় তখন সেটা কি ধর্ম অবমাননাকে প্রমান করে ?
এই ধরনের দুই একটি পোস্ট আর মন্তব্য পেলে তার বিরুদ্ধে রিপোর্ট করে সামুকে ব্যাবস্থা না নিতে দিয়ে যদি উল্টো সামুকেই দোষারোপ করে হুমকি ধমকি দেয়া শুরু করেন তবে সামুর জন্য এমন বিদ্বেষ এটাই প্রমান করে যে মূলত একটি নির্দিষ্ট কোন মতের হয়ে এমনটা করা হচ্ছে যখন সামুর প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে রয়েছে ইসলামের সঠিক আলোয় উদ্ভাসিত হয়ে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা বোধ ( এর প্রমান পাওয়া যায় ব্লগটিতে প্রকাশিত হওয়া সকল ধর্মের ব্লগারেদের সাছন্দে বিচরণ ও পোস্ট প্রদান ) এবং যুদ্ধাপরাধীদের বিচারের সাথে থাকা।
এমনকি সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার চেয়ে তার নিজের মতে অটুট থাকা। রয়েছে মুক্তিযুদ্ধের চেতনা।
যখন এই সামুতে সাভার ট্র্যাজিডি নিয়ে পোস্ট ইস্টিকি হয় এবং ব্লগাররা সেই প্রাণের ডাকে সারা দিয়ে মানব সেবায় ঝাঁপিয়ে পরে তখন কোথায় থাকে আপনাদের সামুর প্রতি ভালোবাসা ?
তাই বলি আগে আমরা নিজেরা নিজেদের ধর্মীয় বিশ্বাস সঠিক আছে কিনা একটু যাচাই করে তারপর না হয় অন্যের উপর দোষ চাপাই। বরং সেটাই মঙ্গলজনক আমাদের সকলের জন্য।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫২
ধীবর বলেছেন: আপনি যতই সুশিল কথার আড়ালে ঢাকতে চান না কেন, এই পোস্টদাতা এবং তাকে সমর্থনকারি সিংহভাগ ব্লগারদের ছাগু ট্যাগিং দেয়াটা লুকাতে পারেননি।
যদি ভুল করে দিয়ে থাকেন, কিংবা আবেগের আতিশয্যে তাহলে বলবো, এই জন্য আগে ক্ষমা প্রার্থনা করুন। এর পর বাকি আলোচনা।
আর যদি জেনে শুনে বলে থাকেন, তাহলে বলবো, কোন ট্যাগবাজ আমার পোস্টে আমন্ত্রিত নয়।
৭৭| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হাম্বা সরকার এতিম হেফাজতিদের উপর তার ষ্টাইল দেখাতে গিয়ে- ৫-০তে ধরা!
এই দেশের ৯০ ভাগ মুসলিমের বিশ্বাসের উপর যেই আতেল রাই আতলামী করতে আইব - সব ধরা!!!
শুধু একটা আগে আর পরে--- সো খুব খেয়াল কইরা।
এরা নামাজ পড়েনা কিন্তু কুন নামাজিরে গাইল দিয়া দেইছেন- চৌদ্দ পুরুষের নাম ভুলায়া দিব!
এরা বিধান ১৬ আনা মানতে পারেনা- কিন্তু কোন অপমান সূচক কথা বললে সহ্যও করবে না।
সাধু সাবধান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৪
ধীবর বলেছেন: খুব খব সত্যি কথাগুলি বলেছেন বিদ্রোহি ভাই। এটাই আমাদের জাতিয় স্বরুপ। বাংলাদেশের থাকলে হলে সেটাকে সম্মান করেই থাকতে হবে। পছন্দ না হলে বাংলাদেশ থেকে চলে যেতে পারে ওরা। অনেক অনেক ধন্যবাদ।
৭৮| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৭
wrongbaaz বলেছেন: অথর্ব তো চরম জোকস বললেন, হাহাপগে। :v
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৫
ধীবর বলেছেন: উনি যদি ইচ্ছা করে বলে থাকেন কথাটা তাহলে বলতেই হয় ইনি উচ্চ মার্গিয় ট্যাগবাজ। এর বিরুদ্ধে প্রতিক্রিয়া একটাই হবে। গদাম !
৭৯| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: পোস্টের লেখক কি ঘুমায় ? যত তাড়াতাড়ি সম্ভব মন্তব্যের জবাব দেওয়ার অনুরোধ । উপরে যারা মন্তব্য করেছেন তাদের মন্তব্যের জবাব দিন ।
৮০| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কিছু দিন আগে আমার নিক থেকে একটা পোস্ট দিয়েছিলাম " সামু ফিরে যাক তার আপন মহিমায় " সে পোস্টে আমার প্রিয় একজন ব্লগার মিল্টন ভাইয়ার একটা মতামত ছিল পোস্টের বিষয়বস্তুর উপর। উনার মতামতটি হুবুহু কপি করা হলঃ
@প্রিয় জানাপুকে উনার মতামতটা পড়ার জন্য অনুরোধ করছিঃ
মিলটনঃ
সাত বছরের অধিক সময় পথ পাড়ি দিয়ে সামহোয়ারইন ব্লগ আজ এই জায়গায়। নিশ্চই এবং নিঃসংকোচে বলা যায় এই ব্লগ বাংলাদেশের বাংলা কমিউনিটি ব্লগিং এর পথ প্রদর্শক। তবে একদিনেই আসেনি ব্লগের আজকের এই চেহারা। সময়ের প্রয়োজনেই বিভিন্ন কিছু সংযোজন, বিয়োজন করতে হয়েছে। উদ্ভুত পরিস্থিতি সাহা্য্য করেছে আমাদের নতুন অনেক কিছু শিখাতে, নতুন করে কিছু ভাবতে।
সবসময়ই একটা দল সক্রিয় ছিল এই ব্লগকে অকার্যকর করার জন্য। তারা বাহিরে তো ক্ষতি করেছেই আবার ভিতরে থেকে চোরাগুপ্তা হামলাও চালিয়েছে এই ব্লগের মূলভিত্তির উপরে। আজ আমাদের অনেকের চোখেই সামহোয়ইন ব্লগ খারাপ। ভ্রু কুচকিয়ে “এখানে ব্লগিং এর পরিবেশ নেই” বলে থাকি। অনেকেই আমরা দুরে সরে গিয়ে আঙ্গুল উঁচিয়ে দেখিয়ে দিই। কিন্তু কেউ ভাবি না, অনলাইনে বাংলায় মনে ভাব প্রকাশ করার সুযোগ আমাকে এই ব্লগই প্রথম করে দিয়েছে। তাই আমাদের আদি জায়গাটাকে কিভাবে আরো ফলপ্রসূ ও উপভোগ্য করে তোলা যায় সেটাও আমাদেরই ভাবতে হবে।
আমার মতে, ব্লগ আগের চেহারায় ফিরাতে হলে বেশ কয়েকটি ব্যাপারে লক্ষ রাখতে হবে আমাদের সবারই, অর্থাৎ ব্লগার, পাঠক এবং ব্লগ কর্তৃপক্ষকে। অনেক গুলো বিষয় আছে, কিন্তু কিছু মৌলিক বিষয় যেমন: আগের মত মৌলিক এবং গঠনমূলক লেখা দরকার, মতের অমিল থাকতেই পারে কিন্তু একে অপরের মতের প্রতি সম্মানবোধ বজায় রাখা ইত্যাদি ইত্যাদি। এছাড়া মোডারেশন প্যানেল আরো শক্তিশালি করার সাথে সাথে সকলপ্রকার স্বজনপ্রীতির উর্দ্ধে থেকে লেখার মান যাচাই পূর্বক লেখককে ব্লগিং করার ব্যাপারটা নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্বর মধ্যে পড়ে। লেখার পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব কিন্তু ব্লগার ও কর্তৃপক্ষের উভয়েরই আছে। দুপক্ষকেই এগিয়ে আসতে হবে।
আমরা ব্লগাররা আছি। সব প্রতিকুলতা কাটিয়ে আমরা এগিয়ে যাবো। হ্যাঁ, এগিয়ে যাবো নিশ্চই।
=============
৮১| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: উপরে কয়েকটি মন্তব্যে সামুর প্রতি অনেকের ক্ষোভ প্রকাশ পেয়েছে । তাদের জন্য একই পস্টে রেজোওয়ানা আপুর দেওয়া মতামতটি তুলে ধরা হলঃ
রেজোওয়ানাঃ
সামহোয়্যার ইন একটা পোস্ট মডারেটেড ব্লগ এবং মানব স্বত্বা দ্বারা মডারেশন পরিচালিত হয়! এখন মানুষ মাত্রই কিছু মাত্রায় হলেও বিভিন্ন প্রপঞ্চে প্রভাবিত হত পারে, সেক্ষেত্র আসলে একদম পরিপূর্ন নিরপেক্ষতা ততদিন আশা করা যাবে না যতদিন সেটা কোন 'মানুষ' দ্বারা পরিচালিত হবে। তবে হয়তো একাধিক মডারেটর থাকে ত্রুটি অনেকটাই কমিয়ে আনা যাবে বা ব্লগারদের সন্তুষ্টি কিছুটা আসবে......তবে এক্ষেত্রেও ব্লগ কতৃপক্ষ তাদের সীমাবদ্ধতার কথা বরাবরই বলে এসছেন।
আরও একটা বিষয় আছে আমার কাছে যেটা নিরপেক্ষ মনে হবে অন্যের কাছে সেটা নিরপেক্ষ নাও মনে হতে পারে, তবে ব্যক্তিগত ভাবে আমার কাছে সামুর মডারেশন প্যানেল ততটা পক্ষপাত মূলক মনে হয় না! কারণ আমি এই চার বছরে যেটা দেখেছি আয়ামী পন্থী ব্লগাররা বলেন সামু বিএনপি-জামাত প্রমোট করে, জাতীয়তাবাদী ব্লগারগন বলে সামু আসলে আয়ামী পন্থী ব্লগ, নাস্তিক এবং মুক্তমনা গোষ্ঠী বলেন সামুর 'ছাগুর খোয়ার" এবং আস্তিক গোষ্ঠী হিসেবে যারা নিজেদের পরিচয় দেন তারা 'সামু নাস্তিকতা প্রমোটকারী ব্লগ হিসেবে এর মালিক এবং সংশ্লিষ্টদের চৌদ্দগুষ্ট উদ্ধার করেন" ..... যখন সকল দলই তাদের 'স্বার্থ' উদ্ধারে বাধা গ্রস্ত হবে তখনই সমালোচনা করে থাকে।
ট্যাগবাজ ও গালিবাজদের কটোর হস্তে দমন করতে হবে।
পরিচ্ছন্ন ব্লগ চালাড তে গেলে এই বিষয়ে জিরো টলারেন্স ছাড়া কোন গত্যান্তর নেই।
মডারেশনকে গঠন মুলক সমালোচনা সহ্য করতে হবে
অবশ্যই এবং সেই সাথে ব্লগারদেরও গঠনমূলক সমালোচনায় অভ্যস্ত হতে হবে।
তবে এই পর্যন্ত জানা বা শরৎ কে যে পরিমান গালি (সেটা সেইফ হওয়াম পোস্ট মোছা, নিক ব্যান থেকে শুরু করে নির্বাচিত পাতায় পোস্ট কেন যায় না ইত্যাদি ইত্যাদি ইস্যুতে) দেয়া হয়েছে এবং তারা সেটা হজম করছেন....আমি হলে অনেক আগেই ব্লগ বন্ধ করে দিয়ে শান্তিতে জীবন যাপন করতাম!
আর মডারেশন প্যানেল নিয়ে আমার কিছু ফিডব্যাক আছে, যেমন আমরা টেকলিক্যাল সমস্যা জানিয়ে যখন কোন মেইল করি, সেটার কোন রিপ্লাই আসে না! সমস্যা সমাধান হোক আর না হোক রিপ্লাইটা আমরা আশা করি।
নিক সেইফের বিষয়টাও। যেহেতু ব্লগ রেজির পর লেখা থাকে সাত দিন পর্যবেক্ষনের পর প্রথম পাতায় এক্সেস হবে সবাই সেটাকেই স্বাভাবিক ভাবে নিয়ম মেনে সাত দিন অপেক্ষা করে যে সময়টা মাঝে মাঝে কয়েক মাস পেরিয়ে যায়! এসকল ক্ষেত্রে কি সমস্যার কারণে তার সেইফ হতে সময় লাগছে সেটা মেইলের মাধ্যমে ব্লগারকে জানালে এত অসন্তুষ্টি বাড়তো না!
আরেকটা বিষয় হলো নির্বাচিত পাতা। এ বিষয়ে আমার যেটা বলার আছে সেটা হলো নির্বাচকদের নির্ধারন করার আগে তাদের নিয়ে ছোট একটা ওয়ার্কশপ করুন। কি কি করা যাবে এবং কি কি করা যাবে না, সেটা ছোট একটা ওয়ার্কশপের মাধ্যেমে জানিয়ে দিলে মনে হয় তাদের কাজটা করা সহজ হবে।
৮২| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২০
সবুজ ভীমরুল বলেছেন: জানিনা আপনার কমেন্ট ব্যান উঠেছে কিনা?
তবে আপনি কিন্তু একদম ঠিক জায়গায় মেরেছেন। মডুরা এখন দিশেহারা হয়ে পড়ছে, তাই মনে হয় এই কমেন্ট ব্যান!!
হায় রে মডুউউউউউউউউউউউউউউউউউ!!
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৭
ধীবর বলেছেন: মাথা খারাপ কমেন্ট ব্যান উঠবে? এতদিন বাগে পেয়ে কি ছেঁড়ে দেয়া যায় এই মহা ত্যাদড় ধীবরকে?
তেনাদের দয়ার শরীর তাই লগ ইন ব্যান করেননি। তেনাদের কি বলে যে ধন্যবাদ দেই, ভাষায় প্রকাশ করতে পারছি না ভীমরুল ভাই।
৮৩| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৫
সাইফুল আলী বলেছেন: সব সোজা হবে।কাউকে ছাড় দেওয়া হবে না।অভিজিৎ,বিদ্যুৎ কুমার,আভিশেখ দে,নিতাই ভট্টাচার্য সবাইকে চিনে রাখা দরকার।আমাদেরই ভুল হয়েছে আম্লিগকে ভোট দিয়ে।এই ভুল আর ভবিষ্যৎ এ হবে না।তবে সবাইকে চিনে রাখা উচিৎ
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০১
ধীবর বলেছেন: আওয়ামি লিগে আমার প্রচুর বন্ধু বান্ধব ও সুহৃদ রয়েছেন। তাদেরকে কোনদিন দেখেনি অন্তত ইসলামের নামে জঘন্য ভাষায় আক্রমন করতে। স্বাধীন বাংলাদেশে একটাই গোষ্ঠি আছে, যারা এই কাজটি নির্দ্বিধায় করতে পারে। রামপন্থি বাম গোষ্ঠি, যারা মিডিয়া এবং সাংস্কৃতিক জগতে মাফিয়া তন্ত্র কায়েম করে রেখেছে। শ্রেফ মিডীয়া সাপোর্ট হারানোর ভয়ে আওয়ামি লিগ এদের বিরুদ্ধে ব্যাবসথা নেয় না। অনেক ধন্যবাদ সাইফুল ভাই।
৮৪| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:০৩
সাইফুল আলী বলেছেন: অদ্ভুতুড়ে হচ্ছে হিন্দুদের আসল রূপ।এই পেজে গেলেই এদের সম্পর্কে জানা যায় www.facebook.com/nastik.hindu
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৩
ধীবর বলেছেন: এই ধরণের ভুরি ভুরি প্রমান অন্তর্জালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অথচ এগুলি প্রকাশ করলেই, মৌলবাদি সাম্প্রদায়িক বলে ট্যাগ করে, শাস্তিমুলক ব্যাবস্থা নেয়া হয়। তাহলে প্রমান কি হল? মুখে বলা লাগবে?
৮৫| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:১৭
সাইফুল আলী বলেছেন: @আমিনুর রহমান
আমার একটা প্রশ্ন আছে?ধর্মের অবমাননা বলতে কি আপনি ইসলাম ধর্মের অবমাননাই বুঝেন
৮৬| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৮
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: পোষ্টটা দেখেই আসলাম কাজের ফাকে সময় করে
সামুর মালিক এবং মডু সর্বক্ষনই প্রশ্রয় প্রদান করে আসছে নাস্তিক আর ইসলাম অবমাননা কারীদের। যখনি আটকে পরে, তখনি মডারেশন স্বল্পতার অযুহাত, জুম্মাবারে মডু না থাকার হাস্যকর অযুহাত দিয়ে পার পেতে চায়। এই পার পেয়ে যাওয়া না কেবল, যারাই এর বিরুদ্ধে কথা বলছে তাদেরকেই নানা ভাবে হেনস্তা করেছে ভিন্ন কৌশলে। হয় ব্যান করে, হয় অপমান করে, হয় ট্যাগ দিয়ে।
সব কিছুর প্রমান রাখুন, নাস্তিক লাভার জানাকে সময় মত জেলের ভাত খাওয়াতে সব কাজে দিবে। নিজের বানানো ব্লগ বলে নাস্তিকদের প্রশ্রয় দিয়ে, ইসলাম অবমানাকারীদের লাই দিয়ে, সেই সব অপকর্মের প্রতিবাদ কারীদে নানা ভাবে বাকশালীয় কায়দায় দমিত করে, অপমানিত করে যাবে সেটাতো হতে পারেনা।
জানা বলেছেন:
এই পোস্ট এবং এর একটি মন্তব্যও না মুছে দেবার জন্য ব্লগটিমকে অনুরোধ করছি।
পোস্ট দেয়ার এত পরেও উনি যখন কিছুই বলতে পারেনা তখন বুঝতেই হয় তার উদ্দেশ্য খ্রাপ। সে নিজে কিছু না বলে তার কিছু দালালদের পাঠিয়েছে তার প্রশ্রয়ে করা কিছু নোংরামী হালাল করতে।
৮৭| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৩
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: জানা যে নাস্তিক প্রমোট কারী তা একটা জিনিসেই প্রমান হয়ে যায়।
‘ব্লগার আসিফ মহিউদ্দীন কেন আটকে আছেন, তার যুক্তিযুক্ত কোনো কারণ কিন্তু এখনো কেউ জানে না৷ এটা খুব দুঃখজনক -- জানা
স্বঘোষিত নাস্তিক, ইসলাম অবমাননা কারী, আল্লাহ রাসুলকে (সা: ) পরোক্ষভাবেই ব্যঙ্গ কারী, গালাগালি কারী, যার শত শত প্রমান নিজের ব্লগ সামুতেই। যার এক একটা পোষ্ট, একটা কমেন্টে প্রতিবাদ করতে গিয়ে কয়েক শত নিক ব্যান হয়েছে সেই সামু থেকেই। যার নাস্তিকতার কথা, ইসলাম অবমাননার কথা ব্লগের ৯৯% ব্লগারই জানেন, কিন্তু জানা জানেন না বলে বলে এসেছেন এক সাক্ষাতকারে। তাতে কি প্রমান হয়??
এটাকি এক প্রকার নাস্তিকতাকে প্রমোট করার মত নয় কি?? নাস্তিকদের আগেও প্রশ্রয় দিয়েছেন , আবার অস্বীকার করছেন তার নাস্তিকতাকে। এর জন্য কিন্তু একটা দিন আসবে আপনার জন্য , যেদিন আপনাকে উচিত জবাব দিতেই হবে।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৪
ধীবর বলেছেন: যাদু মন্ত্রের ছোয়ায় সেই সাক্ষাতকারটি ডয়েচে ভেলের পাতা থেকে গায়েব। আর কিছু বলার আছে? অনেক ধন্যবাদ।
৮৮| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০০
*কুনোব্যাঙ* বলেছেন: বঙ্গদেশে ইসলাম অবমাননার স্বরূপঃ
ঝাড়ুদার থেকে মন্ত্রী রন্ধ্রে রন্ধ্রে ঘুষ দুর্নীতি চললে বঙ্গদেশের কারো ইসলাম অনুভূতিতি আঘাতপ্রাপ্ত হয়না!
রাজনীতির ফায়দার বা নিজ দলের সার্থের জন্য স্থুল মিথ্যাচার করলে বঙ্গদেশে কারো ইসলাম অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়না!
ইসলামে নিষেধ থাকার পরও পথে পথে মাদক আর সন্ত্রাস দেখে বঙ্গদেশের কারো ইসলাম অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়না!
ইসলামে কথা বলায় সংযত এবং মার্জিত হওয়ার নির্দেশ থাকার পরও বাপ মা তুলে গালিগালাজ দেখা বা করা নিয়েও বঙ্গদেশের কারো ইসলাম অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়না!
ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু বলা যায় যেগুলো ইসলামে নিষিদ্ধ হওয়ার পরও সেগুলো দেখে বা করে বঙ্গবাসী কারো ইসলাম অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়না।
তবে, আল্লাহ্ বা নবীকে নিয়ে কোন ছাগল নির্বোধের মত হুট করে কি বলে ফেললো সেটা নিয়ে সবার ইসলাম অনুভূতি বিরাট আঘাতপ্রাপ্ত হয়ে গেল! সবাই আঘাত খাওয়া অনুভূতি নিয়ে জিহাদী জোশে ঝাঁপিয়ে পড়ে পড়ে অবস্থা। কিন্তু যতদূর জানি, আল্লাহ্ নিজে ঘোষণা করেছেন আল কোরআন এবং আল্লাহ্র সবচাইতে প্রিয় বান্দা হযরত মুহাম্মদ (সাঃ) এর সম্মান রক্ষার দায়িত্ব মহান আল্লাহ্পাক নিজ হাতে রেখেছেন। তাই পৃথিবীর কোন শক্তিই নেই যে আল কোরআন এবং নবীজির সম্মানকে ধ্বংস করতে পারে। এখন কথা হচ্ছে, ব্যাপারটা আসল ঘরে ফসল না রেখে ঢেঁকি ঘর নিয়ে আদিখ্যেতার মত মনেহয় মাঝেমাঝে।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৮
ধীবর বলেছেন: কুনোব্যাঙ ভাই, আমরা তো আল্লার নাফরমান বান্দা, এই জন্য প্রতিবাদ করি। আপনি যেহেতু খাস বান্দা, সেহেতু ইসলাম আর মহানবীর নামে যা খুশি তাই বলাকে উপভোগ করুন।
কোথায় যেন পড়েছিলাম যে, কোন অন্যায় দেখলে প্রতিবাদ করো।আর প্রতিবাদ না করতে পারলে বিষয়টি মনে মনে ঘৃণা করো। যেহেতু আপনি আল্লার খাস বান্দা, রেফারেন্সটি কি সহিহ না ভুল, জানালে অনেক বাধিত হই ভাই।
ইসলাম নিয়ে কুৎসা রটনকারিদের গোড়া আর যাই হোক, ছাগলের খুটা যে নয়, সেটা আমার সাথে সাথে অনেকেই জানেন। যদি দয়া করে একটু কুয়া থেকে বের হন, তাহলে আর এই সব ঘটনাকে বিচ্ছিন্ন বলার অবকাশ থাকবে না।
৮৯| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫২
আমিনুর রহমান বলেছেন:
সামু কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ করছি ধীবরকে আনব্যান করা হোক।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৯
ধীবর বলেছেন: আমার আনব্যান চেয়ে নিজে বিপদে পড়বেন না ভাই। ধন্যবাদ।
৯০| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: খুবই দুঃখজনক, এস দেওয়ান সাহেব যে বিষয় নিয়েই কথা বলুন তার মন্তব্যটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়! আর মহানবী (সঃ ) এর সাথে কোন সাধারণ মানুষের তুলনা অন্তত চলে না, তিনি নবীদের মাঝে শ্রেষ্ঠ, মানুষের মাঝে শ্রেষ্ঠ একজন! ইসলাম এর প্রতি শ্রদ্ধা অশ্রদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে দেয়া পোষ্টে এ কেন এলো এই প্রেক্ষিতটি যদিও আমার জানা নেই। যদি একটু সময় নিয়ে জানান উনি কেন এমন উদ্ভট ও ধৃষ্টতার সহিত মন্তব্য করলো সেটা আমার কাছেও পরিষ্কার হতো। কিন্তু এখানে অনিক রহমান কোথা থেকে ? সে তো মহানবীকে উদ্দেশ্য করে কিছু বলে নি বলেই মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, অন্য কোন ব্যাপার থাকলে পরিষ্কার করুন। তার গালি দেবার কারনটি কি? আর সে গালি দিয়েছে তার গালির প্রতিবাদ করতে চাইলে তো শিরোনামটি এপ্রোপিয়েট থাকছে না! এস দেওয়ান নামক ব্যক্তির শাস্তি দাবী করছি।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১১
ধীবর বলেছেন: নিগার, কাইক, ইত্যাদি যেমন সাম্প্রদায়িক শব্দ, তেমনি মালাউনও তেমন একটি শব্দ। অনিকের বিরুদ্ধে রিপোর্ট করার পড়েও যখন দেখলাম ব্যাবস্থা নেয়া হয়নি, তখন প্রতিবাদি পোস্টে সেটিও সন্নিবেশিত হয়েছে।
৯১| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৯
পাকা পেঁপে বলেছেন: ধীবর তুমি ভন্ড মিথ্যাবাদী। এস দেওয়ানের একটি সুন্দর মন্তব্যকে ভুল বুঝিয়ে সবাইকে বিভ্রান্ত করছ। এস দেওয়ান এখানে বলতে চেয়েছে নবীজিকে নিয়ে এসব কথা তারাই বলে যারা ইসলাম বিদ্দেষী। আর এই কথাটাকে নিয়ে সবাইকে ভুল বোঝানোর চেষ্টা করে তোমার দলবল নিয়ে পরিকল্পিত ভাবে অহেতুক ব্লগ অস্থিতিশীল করতে চাইছ।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৩
ধীবর বলেছেন: দল বল নিয়ে? হাহাহা। প্রলাপ বকার আগে সুস্থ হয়ে আসল নিকে আসলে ভালো হতো না? আর তুমি বলে সম্বোধন কেন? আমি কি আপনার কনিস্টা ভগ্নি সম্পর্কিত কারো সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ?
কথাবার্তা ঠিক করে বললে ভালো। নইলে পাকা পেপে মুহুর্তে পচে যাবে।
৯২| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৬
ধীবর বলেছেন: যাদের মন্তব্যকে গুরুত্বপুর্ণ এবং আমলে নেবার যোগ্য মনে করেছি, তাদের সবার মন্তব্যের জবাব দেয়া হয়েছে। যেহেতু সময় করতে পারিনি, তাই যথাসময়ে মন্তব্যের জবাব দেয়া সম্ভব হয়নি। একারণে একান্ত দুঃখ প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ।
৯৩| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৭
হুমায়ুন তোরাব বলেছেন: লিসানির হেফাজত বিরোধী একটা পোস্ট স্টিকি করা হয়েছিল বলে যতদুর মনে পড়ে আমার । ইসলাম নিয়ে পোস্ট আমিও দেয় বাট মগাচিপ্রে নিয়ে পোস্ট দেয়ার ৫ মিনিটের মধ্যে পোস্ট অটো ড্রাফট এর ইতিহাসও আছে ।
সমস্যা নাই যে যার মত চলুক
সময় আসবে ।
আল্লাহ্ সবাইকে হেদায়াত দিন ।
সবাইকে সুস্থ রাখুন ।
ধিবর ভাই আমার এই আল্লাহ্র ভয়ে কাঁদা... পোস্ট টা পইড়েন ।
২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৮
ধীবর বলেছেন: সাপুড়ে সর্দার মেজবাহকে আলখাল্লা পড়িয়ে মওলানা বানানো হয়েছে, তেমনি বিশেষ কিছুজনকে দিয়ে ইসলামি লেখা লিখিয়ে ইসলামপ্রেমিক বলে জাহির করার চেস্টা করা হয়েছে। তাও আমার দেশ পত্রিকায় রিপোর্ট প্রকাশে পরে। কি আর বলবো? আপনার পোস্ট অবশ্যই পড়বো তোরাব ভাই।
৯৪| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৩
আমিনুর রহমান বলেছেন:
ধন্যবাদ ধীবর ভাই। এইটা কি হুমকি দিলেন। ভালো তো বেশ ভালো।
আপনারাই তো হুমকি দিবেন। রাজনীতি যারা করে তারা মনে করে
তারা যা করবে তাই ন্যায় আর তাদের চেয়ে হ্যাডমধারী আর কেউ নেই।
আমার দেশের এটাই সত্য।
দেখা যাক আপনার হুমকি কতখানি কার্যকরী হয়।
এবার আসি আপনের পোষ্টের কথায় আপনি লিখেছেনঃ
তার পরের দিনই খোদ স্টিকি পোস্টে (নীচে স্ক্রিন শট দেখুন) কি জঘণ্য ভাষায় মহানবী (সঃ)কে নারী লোলুপ যুদ্ধবাজ (নাউজুবিল্লাহ) বলে কটাক্ষ করা হয়েছে।
এবার আসুন দেখি আর পড়ি এস দেওয়ান কি লিখেছেঃ
@ফুরব, দোষেগুনে মানুষ। সব মানুষই জীবনে কিছু ভুল করে থাকে তাই বলে তার ভালো দিকগুলো মুছে যায় না। নবী মোহাম্মদও অনেক ভুল করেছেন, যেমনঃ- নারীবাজি করেছেন, হিংসা ছড়িয়েছেন, ধর্মের নামে যুদ্ধ করে অনেক মানুষ হত্যা করেছেন। এই সব নিয়ে তারাই বল্যাবলি করে যারা ইসলাম বিরোধী। বঙ্গবন্ধুরও তারাই দোষ খোঁজে যারা স্বাধীনতা বিরোধী। আপনি স্বাধীনতা বিরোধী বোলেই বঙ্গবন্ধুর দোষ খুজেছেন।
এস দেওয়ান একটা তুলনা করেছে, সেখানে সে স্পষ্ট ভাবে বুঝিয়েছে ইসলাম বিরোধীরা যেমন নবী করিম (সাঃ) কে নিয়ে বাজে বাজে কথা রটিয়ে বেড়ায় তেমনি স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুর দোষ খুঁজে বেড়ায়।
এস দেওয়ান যে ভুলটি করেছেন সেটা হলো নবী করিম (সাঃ) এর সাথে একটা তুলনা টেনে সেটা সে যে না বুঝেই করেছে তা তার বক্তব্যই স্পষ্টই বুঝা যায়। এ ধনরনের ভুলটা প্রায়ই আমরা দেখে থাকি কিছু স্বাধীনতা বিরোধী যখন বঙ্গবন্ধু ও শহীদ জিয়ার তুলনা সাথে করে থাকে।
এই পোষ্ট কি তাহলে আপনি ব্লগ অস্থির করার জন্য দিয়েছেন নাকি এর আগের সাম্প্রদায়িক পোষ্টের কারনে জেনারেল হয়েছেন সেই ক্ষোভে নাকি এস দেওয়ান শিবিরের বিপক্ষে পোষ্ট দেয় বলে !!!
২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৩
ধীবর বলেছেন: আপনাকে হুমকি কেন দেবো ভাই? আপনি তো এমন কেউ না, যে হুমকি দিতে হবে। যদিও ব্লগে ৫ বছর ধরে আছেন। এই জন্য বলেছি, কারণ এর আগে দেখা গিয়েছে, আন ব্যানের অনুরোধ করাতে, অনুরোধকারি অনেককেই ব্যানের কাটায় পড়তে হয়েছে। আমার কারণে অন্য কেউ কোন অন্যায়ের শিকার হোক তা চাইনি বলেই কথাগুলি বলা।
অথচ বিশেষ গোত্রের লোকদের মত আপনি ত্যানা পেচিয়ে সেখান থেকে রাজনীতি করেন হ্যান ত্যান বলে, পালটা হুমকি ছুড়ে দিলেন। হুবুহু এই রকম ত্যানা প্যাচানো একটি পোস্ট আমার বিরুদ্ধে পরিবেশবাদি ঈগলপাখি নামে জনৈক দিয়ে বেশ ভালোই আছে।
বোঝাই যাচ্ছে অপচয় করার মত যথেষ্ট সময় আপনার হাতে। যাক, দেশে অনেকেই কাজ টাজ না করে, ভালোই দিন কাটাচ্ছে। ভাবছি এদের সংসার চলে কি করে? বিশেষ করে এই অস্থির বাজারে?
আপনার শেষ লাইনগুলি পড়ে মনে হচ্ছে বলি, আপনি কি এখানে মডুদের তেল মারতে এসেছেন? নাকি ইসলামবিদ্বেষকে সমর্থন করতে? নাকি হাম্বাদের মত ট্যাগ করতে? এই ধরণের সস্তা চালাকি করে, এর পর নিশ্চই জবাব আশা করার মত ধৃস্টতা দেখাবেন না। যদি আপনি আত্মসম্মানবোধসম্পন্ন মানুষ হয়ে থাকেন।
আর এস দেওয়ান নিজে যেখানে কিছু বলছে না, সেখানে আপনি তার পক্ষ্যে বলতে এসেছেন। সেটা আপনার মাল্টি নয় তো? কে জানে? উপরে একজন সম্মানিত পাঠক ওই লোকের একটি লেখার লিংক দিয়েছেন। গিয়ে পড়ে আসুন।
২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৬
ধীবর বলেছেন: আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। প্রায় ৪০০ পোস্ট লিখেছি। এর মধ্যে একটাও সাম্প্রদায়িক পোস্ট নেই। তো কোন সাম্প্রদায়িক পোস্টের জন্য আমাকে জেনারেল করা হয়েছে, তথ্য প্রমান সহ দেবার জন্য অনুরোধ করছি।
যদি তা না পারেন, তাহলে দৃঢ়ভাবে বিশ্বাস করবো যে, আপনার নেজ খানি পুরোই উন্মোচিত হয়ে গিয়েছে।
৯৫| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৫
আমিনুর রহমান বলেছেন:
আসুন এবার আপনার মালাউনের কথায় এটার তীব্র প্রতিবাদ জানাই আমি কিন্তু একই ভুল আপনিও করেছেন তাও মালাউন নিয়ে পোষ্ট দেয়ার পরে।
এখানে আপনি একজন মুসলিম এর নামের আগে ব্যঙ্গ করে শ্রীযুক্ত করে।
নবী করিম (সাঃ)
শেষমেশ নবী করিম (সাঃ) এর উদহরন দিয়ে বিদায় জানাইঃ
নবী করিম (সাঃ) এর কাছে একবার এক লোক আসলো এবং তার ছেলে। নবী করিম (সাঃ) যেন তার ছেলেকে বেশি মিষ্টি খেতে যেন বারন করেন তাই উনার কাছে নিয়ে আসছেন। কিন্তু নবী করিম (সাঃ) তাকে বললেন কিছুদিন পরে আসার জন্য বললেন । কিছুদিন পরে লোকটি তার ছেলেকে নিয়ে এলে তখন নবী করিম (সাঃ) ছেলেটিকে বলেলেন মিষ্টি কম খেতে। তখন লোকটি এর কারন জিজ্ঞাসা করলে নবীজি (সাঃ) বললেন আমি নিজেই মিষ্টি বেশি খেতাম এখন আর বেশি খাই না তাই এখন তোমার ছেলেকে বললাম।
২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৬
ধীবর বলেছেন: এটা কি সামুতে প্রকাশিত হয়েছে? কই আমি তো ধীবর, আমার কোন পোস্টে এই ধরনের কোন মন্তব্য তো নেই। অতি ভক্তি কিসের যেন লক্ষণ ! কথায় কথায় ধর্ম টেনে আনার অভ্যাস আমাদের দেশের দুই টাইপের মানুষদেরই আছে। বলাই বাহুল্য এই টাইপের মানুষই সাধারণ মানুষদের চক্ষুশুল।
৯৬| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৭
বিডি আইডল বলেছেন: নাথিং নিউ।
২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৭
ধীবর বলেছেন: একজন পুরানো ব্লগার হিসাবে আপনার এই মতামত অনেক নতুনদের মরিচিকা থেকে বাচাবে। ধন্যবাদ বিডিদা।
৯৭| ২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৫
আমিনুর রহমান বলেছেন:
যাক আপনি একবারও বলতে পারলেন না এস দেওয়ান কোথায় ধর্ম অবমাননা করেছে তার উক্ত মন্তব্যে! ত্যানা প্যাচানোর স্বভাব কার সেটা আপনার কমেন্টেই বুঝা যাচ্ছে। উপরে ও অনেকের মন্তব্যে আপনি একই কাজ করেছেন। আমি সংসার কিভাবে চালাই সেটা আমার ব্যাপার তাই নয় কি ! আমি কি আপনাকে একবারও বলেছি আপনি এসি/ডিসি কাজ করে কত আয় করেন আর এত শারীরিক পরিশ্রম করেও কিভাবে সময় দেন ! যাকগে আপনে জামাত-শিবিরের পেইড ব্লগার হইলেও আমার কিছু যায় আছে না।
আপনি তো সাম্প্রদায়িক আর অসাম্প্রদায়িক এর মানেই জানেন না। তাও লিঙ্কটা দিয়ে গেলাম। Click This Link
আমার শেষ মন্তব্যের প্রতিউত্তরঃ
আসলেও তো এইটা তো সামুতে প্রকাশিত হয় নাই ! আসলেও তো আপনি তো সামুতে ব্লগার ধীবর আর ফেবুতে ফেসবুকার ধীবর !!! আসলে আমি ভুলে গিয়েছিলাম কেউ বাস্তব জীবনে জামায়াত-শিবির করে এখানে জাতীয়তাবাদী ভাব দেখালে কোন সমস্যা নাই। সরি বুঝতে পারিনি।
ভালো থাকুন ত্যানা প্যাচান।
২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২০
ধীবর বলেছেন: হাহাহা। হাম্বার দৌড় যে ট্যাগিং পর্যন্ত সেটা প্রমান করে দেয়াতে ধন্যবাদ। এখন সবাই জানলো যে সিন্ডিকেটবাজ মডুবান্ধবটি একজন ছুপা হাম্বা বৈত নয়।
৫ বছরে ৩৮টার বেশি পোস্ট লেখার যোগ্যতা যার নেই, সেই লোকের কাছ থেকে আমার সাম্প্রদায়িকতা আর অসাম্প্রদায়িকতা শিক্ষা নিতে হবে? আর এই সব দুই পয়সার লোকের ট্যাগিং এর পশ্চাদদেশে লাত্থি মারার অভিজ্ঞতা আমার ভালোই আছে।
যাই হোক, আমার ভদ্রতাকে দুর্বলতাকে জ্ঞান করে অনেক লম্বা চওড়া সস্তা কথা বলে ফেলেছেন। এখন মানে মানে খোয়াড়ে ঢুকে কচু সেবন করুন। কারণ সেটাই আপনার উপযুক্ত যায়গা। যা ফুট !
৯৮| ২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনাকে যুক্তিবোধ সম্পন্ন মানুষই মনে করেই আপনার পোষ্টে ঢুকতাম। কি মন্তব্য করলাম আর কি উত্তর দিলেন আপনি ধীবর ভাই ! আগে আমার মন্তব্য ভালো মতে পড়ে যদি জবাব দেবার বোধ হয় আপনার তবে আপনার পোষ্টে আসবো। আপনি শুধু শুধু কথা পেচালেন। আমি কথা পেচাইতে চাই না।
২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩২
ধীবর বলেছেন: আমাকে কি ফিডার খোর দুধের বাচ্চা, বা দুই দিনের যোগি পেয়েছেন যে, আপনি যা লিখেছেন তার মানে বুঝতে পারবো না? আর বুদ্ধিসম্পন্ন মানুষ মানে কি? প্রায় ৫ বছর প্রমান তো দিয়েই গিয়েছি। কেউ অন্তত অন্যায় আচরণ করেছি সুস্থ সমালোচনার এমন প্রমান দিতে পারবে না। নতুন করে কি প্রমান করবো? কার কাছে?
নীচের লেখাটি আপনার মন্তব্যের অংশ। আবার পড়ে দেখুন কি লিখেছেন
"এই ধরনের দুই একটি পোস্ট আর মন্তব্য পেলে তার বিরুদ্ধে রিপোর্ট করে সামুকে ব্যাবস্থা না নিতে দিয়ে যদি উল্টো সামুকেই দোষারোপ করে হুমকি ধমকি দেয়া শুরু করেন তবে সামুর জন্য এমন বিদ্বেষ এটাই প্রমান করে যে মূলত একটি নির্দিষ্ট কোন মতের হয়ে এমনটা করা হচ্ছে"
ব্লগে কি আপনি নতুন? এই সব কি নতুন জিনিস? চিহ্নিত ইসলামদ্বেষি আসিফের আটকের ব্যাপারে স্বয়ং ব্লগের মালিকের হায় হুতাশ কি প্রমান করে?
সেদিকে না গিয়ে আপনি কি করলেন? প্রতিবাদকারি সবাইকে জাশি বানিয়ে দিলেন পরোক্ষভাবে। সমালোচনা করতে পারেন, কিন্ত অপবাদ দেবার অধিকার কারো নেই। আমি কোন কথা পেচাইনি, বরং আপনি চোখ উলটে ফেললেন। এধরণের মানুষদের আমি সুহৃদ মনে করি না।
৯৯| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৪
সবুজ ভীমরুল বলেছেন: ধীবর ভাই, নব্য জাতীয়তাবাদি ব্লগারের লেখাগুলো খুব ভাল করে পড়লাম। ভাষা পড়ে কেন যেন সামুর বিখ্যাত টাকলুর কথা মনে হচ্ছে। যদিও এটা একটা ধারনা মাত্র।
কারন ঐ টাকলু একবার মসজিদে মাইক নিয়া ছাগল মার্কা লেখা লেইখা ধাতানি খাইসিলো। তারপর অনেক দিন পর যখন সে সুন্দর ভাবে মনযোগ দিয়ে নামায পড়া নিয়া পোস্ট দিলে সবাই তব্দা খাইয়া যায়!!
সেই মেকি লেখা আর তার বর্তমান লেখা পড়লাম। কেন যেন একই ধাঁচের মনে হয়। যদি তাই হয়, তাহলে মনে হচ্ছে আপনার কমেন্ট ব্যান, সেই নব্য জাতীয়তাবাদির আগমন, দেশীমামাকে (দমকল৮৬) ব্যান। সবই এক সূতায় গাথা। কেননা সেই জাতীয়তাবাদির পোস্টে ব্যাক্তিগত আক্রমণ থাকলেও পোস্ট মুছে ফেলা হয়নি। তার মানে মডুদেরও সায় আছে!!
কিহচ্ছে আসলে??
৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৩
ধীবর বলেছেন: সবুজ ভীমরুল ভাই, আপনার সেই বিশেষ ব্লগারের সংস্পৃত্ততা কতটুকু, সেটা নিয়ে সন্দেহ থাকলেও, সাম থেকে জাতিয়তাবাদিদের কৌশলে বাকরুদ্ধ করার ষড়যন্ত্র অনেক আগে থেকেই করা হয়েছে এব্যাপারে কোন সন্দেহই নেই। অন্তত চলমান ঘটনাবলি বিশ্লেষণ করলে, সেটাই প্রমানিত হবে।
আর নষ্ট শয়তানের (ব্লগার) পোস্ট নির্বাচিত পাতায় নিয়ে, এর পর তাক প্রতি মন্তব্য দেবার সুযোগ না দিয়েই তাকী ব্যান করা হয়েছে। অর্থাৎ পাছে অপ্রিয় কিছু সত্য প্রকাশিত হয়, এজন্য সামু প্রবল আতংকিত। আর সত্য প্রকাশে সৎ মানুষদের কিন্ত সমস্যা হয় না। আপনি এবং পাঠকরা বুদ্ধিমান। তাই এর চেইয়ে বেশি ভেঙ্গে কিছু বলছি না। অনেক ধন্যবাদ।
১০০| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১:২২
*কুনোব্যাঙ* বলেছেন: ধীবর ভাই, আল্লাহ্ পাক ভালো জানেন কে নাফরমান আর কে পুণ্যবান। স্বীকার করে নেই যে ইসলাম আল্লাহ্ নবী বিদ্বেষী লেখালেখি বাঁ কথা যারা বলে ব্যাক্তিগতভাবে তাদের এই ব্যাপারে আমার কিছুটা সমর্থন আছে। কেননা সমালোচনা করার জন্য হোক বিরোধীতা করার জন্য হোক বিদ্বেষ চরিতার্থ করার জন্য হোক তবুও তারা আল্লাহ্র বাণী আল কোরআন সম্পর্কে আমাদের মহানবীর জীবনাচার সম্পর্কে পড়ুক জানুক আলোচনা করুক তর্ক করুক। আর আল্লাহ্ বা আল্লাহ্র প্রেরিত আল কোরআনের হাজার বছরের আলোচনা সমালোচনার পরও সেখানে এক বিন্দু পরিবর্তন আসেনি। এবং অস্বীকার করার উপায় নেই যে বর্তমান বিশ্বে সবচাইতে দ্রুত বর্ধনশীল ধর্ম হচ্ছে ইসলাম। আর সব কিছু বাদ দিলেও জাহেলী আরব জাতিকে যিনি শৃঙ্খলায় ফিরিয়ে এনেছেন উনার আদর্শ জীবনী এতটা ঠুনকো নয় যে ২/৪ জন প্রগতিশীল মুক্তমনাদের কথায় উনার মহাত্ন কোন ভাবে খাটো হয়ে যাবে। করুক সমালোচনা দেখাক বিদ্বেষ তবুও ইসলাম সম্পর্কে জানুক আলোচনা হোক। নিশ্চই আল্লাহ্ ধৈর্যশীলদের ভালোবাসেন।
৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০০
ধীবর বলেছেন: কুনোব্যাঙ ভাই, আপনার এই মন্তব্যে আপনার সমন্ধে আমার অতীত ধারনাকে চরম ভুল প্রমান করেছে। কেন জানি মনে হচ্ছে, যে কুনো ব্যাঙ ভাইকে আমি চিন্তাম, ইনিই সে নন।
কুৎসা গালাগালি ইত্যাদি দেবার জন্য ইসলাম সমন্ধে পড়াশুনা করবে, জানবে এটিকে অক্ষমের সান্তনা ছাড়া অন্য কিছু ভাবা যাচ্ছে না ভাই।
অন্যায় দেখলে প্রতিবাদ করার বিধান ইসলামেই আছে, তাই বিষবৃক্ষকে অংকুরেই বিনাশ করা দরকার। ধন্যবাদ।
১০১| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫৪
খাটাস বলেছেন: অনেক সিনিয়ার ব্লগার এর কাছে বাচ্চা ছেলের কিছু কথা জানাতে চাইছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
আপনার আনবান চেয়ে কমেন্ট দেয়ার পর আপনার প্রতি উত্তর টা যদি ও আমিনুর ভাই এর প্রতি সহানুভুতি মুলক এবং সামুর প্রতি আক্ষেপ মুলক মনে হয়েছে। আমিনুর ভাই যে কারনেই হোক আপনার সেই মন্তব্য টাকে হুমকি বলে মনে করেছেন। তাই প্রথমে আপনার মন্তব্য কে হুমকি ভেবে কটাক্ষ করেছেন এবং এস দেওয়ান এর মন্তব্য কে আরেক দৃষ্টি তে তুলে ধরতে চেষ্টা করেছেন। তারপর ও আমিনুর ভাই এর সাথে আপনার কিছুটা উত্তপ্ত মন্তব্য বিনিময় দেখলাম।
আবার কাণ্ডারি ভাই বরতমান কে পুজি করে যে যুক্তি দিয়েছেন, জথেস্থ ভাল বেবহার করেছেন। তবে হয়ত অতীত পরিচয়ের কারনে আপনি তাকে জথেস্থ স্রদ্ধাবধ প্রদর্শন করেন নি। আপনি বিজ্ঞ মানুষ, তাই এর পেছনে আপনার যুক্তি থাকতে পারে।
আমার কথা হচ্ছে, আমিনুর ভাই এর তুলনামুলক বাকা মন্তব্বের জবাবে আপনি ও একজন সিনিয়ার বিজ্ঞ ব্লগার হয়ে জথেস্থ ধৈর্য নিয়ে বোঝান নি যে আপনি কোন হুমকি দেন নি। একজন মানুষ আপনাকে ভুল বুঝে কটাক্ষ করেছেন, যার বিপরিতে আপনি ভুল ভাঙ্গানোর চেষ্টা না করে নিজে ও চটে গেছেন কটাক্ষে। অভিজ্ঞ বেক্তিদের এত কমে চটা মানায় না। ব্লগে আমিনুর ভাই এর মতাদর্শ সম্ভবত আপনার মনে কোন কারনে ক্ষোভ পুজিভুত করায় তা বিস্ফোরিত হয়েছে।
দ্বিতীয় কথা, যে যার মানসিকতা অনুযায়ী একটা বিষয় ব্যাখ্যা করে। আপনি হয়ত ইসলাম বিদ্বেষীদের দূর করতে চান তাই এস দেওয়ান এর কথা টাকে ইসলাম বিদ্বেষ মনে হয়েছে। আবার আমিনুর ভাই হয়ত ভাবতে চান আমাদের মহানবির মত মানুষ কে নিয়ে কটাক্ষ করবে এমন কুলাঙ্গার খুব কম, তাই তিনি দেওয়ান এর মন্তব্য কে ভাল ভাবে তুলে ধরতে চেয়েছেন। আপনি নিজেই বলুন , দুইটি মানসিকতাই কি খারাপ? আমি বেক্তিগত ভাবে দুই মানসিকতাকেই শ্রদ্ধা করছি।
কাণ্ডারি ভাই সামু মডু দের ভাল দিক গুলো তুলে ধরতে চেয়েছেন, আর আপনি খারাপ দিক তুলে ধরতে চেয়েছেন। ভিন্ন দৃষ্টি ভঙ্গি হলে ও কি দৃষ্টি ভঙ্গি দুটির কোন টি ই খারাপ? ভাল খারাপ দুটোই তুলনা করেই তো কারও সম্পর্কে সিদ্ধান্ত নিতে হয়। আখিরাতে ও তো আমাদের শেষ স্থান আমাদের পাপ পুন্নের তুলনা করেই ঠিক করা হবে।
রাগ বরাবর ই স্বাভাবিক বিবেচনা ক্ষতি গ্রস্থ করে। মাফ করবেন আপনার মত বিজ্ঞ ব্লগার কে জ্ঞান দানের অপ চেষ্টা করার জন্য।
পোষ্টের ব্যাপারে বলতে চাই, যেহেতু পোষ্টের বিষয় নিয়ে ভিন্ন ব্যাখ্যা আসছে, সেহেতু একটা ব্যাখ্যা কে পুজি না করে আরও কিছু তথ্য প্রমান দিলে কি আমাদের মত সাধারণ ব্লগার দের জানতে সুবিধা হত না? আসামি অনুপস্থিত এটা খুব বেশি শক্ত যুক্তি না। আমি মোটেই দেওয়ান কে সাপোর্ট করছি না। মডু রা নাস্তিক বায়াসড কিনা জানি না। তবে যুক্তি প্রমান আরও শক্ত করুন, জানা আপু জতই ব্লগের মালিক হোক, তাকে ধর্ম বিদ্বেষী আমাদের প্রিয় নবি বিদ্বেষী পোস্ট রিমুভ করতেই হবে। না হলে তো সরুপ উম্মচিত হবেই- স্বাভাবিক কথা।
বেশি বড় মন্তব্য, মুলত ছোট মুখে বড় কথা বলার জন্য মাফ করবে। আর আমিনুর ভাই বা কাণ্ডারি ভাই কারও পক্ষেই আসলে আমি বলি নি। যুক্তি তে যা সত্য মনে হয়েছে, তা তুলে ধরার চেষ্টা করেছি।
ব্লগে এসেছি কিছু শিখতে।
লেখক বলেছেন: আমাকে কি ফিডার খোর দুধের বাচ্চা, বা দুই দিনের যোগি পেয়েছেন যে, আপনি যা লিখেছেন তার মানে বুঝতে পারবো না? আর বুদ্ধিসম্পন্ন মানুষ মানে কি? প্রায় ৫ বছর প্রমান তো দিয়েই গিয়েছি। কেউ অন্তত অন্যায় আচরণ করেছি সুস্থ সমালোচনার এমন প্রমান দিতে পারবে না। নতুন করে কি প্রমান করবো? কার কাছে?
অভিজ্ঞতা কম তবু ও আপনার এই সাহসি মন্তব্বেই বিশ্বাস করছি, আপনি কোন প্রতি হিংসার ব্লগিং করেন না। তবে হয়ত সব সময় মানুষের মেজাজ ঠিক থাকে না।
সকল সিনিয়ার ব্লগার দের কাছে আরও ধৈর্য শীল মন্তব্য আশা করছি।
এস দেওয়ান এর বিরুদ্ধে অভিযোগ প্রমান করে বেবস্থা নেয়ার দাবি জানাই।
আপনি বাঙালি, তার ওপর আপনি মুসলমান। আমাদের মত আলাদা হলে ও একে ওপরের শত্রু হিসেবে দেখতে চাই না। অনেক ভাল থাকবেন ভাই।
৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৪
ধীবর বলেছেন: আমার অতি সাধারণ জ্ঞানে আপনার মন্তব্য পড়ে যা বুঝেছি, তার উত্তর দিতে চেস্টা করবো।
আমিনুর আমার চেয়েও সিনিয়ার ব্লগার। ব্লগে কে কেমন, সে সব জানা তার পক্ষ্যে খুবই সম্ভব। তাই আমি যে কোনদিন কেউকে কোনদিন হুমকি দেইনি, সে সমন্ধে তিনিই পুরো জ্ঞাত থেকেই্ ওই কথাগুলি বলেছেন। যেহেতু তিনি এই পোস্টে একটি গন্ডগোল পাকানোর জন্য এসেছিলেন, সে কারনে তিনি আবার পালটা হুমকি প্রদর্শন করেছেন।
যেহেতু আপনি দাবি করছেন যে আপনি নতুন ব্লগার, সেহেতু আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে, ব্লগে অরিজিনাল জাতিয়তাবাদিদের কন্ঠ রোধ করে, ভাড়াটিয়া কিছু ভুইফোড়কে নব্য জাতিয়তাবাদি সাজিয়ে নিরপেক্ষতার ধামা ধরানোর একটা পরিকল্পনা করা হচ্ছে। একটি সিন্ডিকেটকে সেই লক্ষ্যে মাঠে নামানো হয়েছে।
আর এই আমিনুল হতে চাচ্ছেন সেই ষরযন্ত্রকারিদের নেতা।। একারণেই গত প্রায় ৫ বছরে আমার কোন পোষ্টে যখন তাকে দেখার কথা মনে করতে পারছি না, সেখানে লম্ফ দিয়ে এসে ঝাপাঝাপি করাটা কোন সৎ উদ্দেশ্য প্রণিত নয়।
আর যেহেতু সে পুরানো ব্লগার, সে ভালো করেই জানে যে, আল্লাহ ও নবী (সাঃ)কে নিয়ে কি ধরণের নোংরামি হয়েছিল, কারা করেছিল, এবং কারা প্রশ্রয় দিয়েছিল। জেনে শুনে সত্য গোপণ করে এখানে এসে তার প্রলাপ বকার একটি অর্থই করা যায়।
আর তাকে সঙ্গ দেবারর জন্য, নেহায়েত তৃতিয় শ্রেণীর ট্যাগবাজদের মত, এতদিনের পরিচয় সত্ত্বেও কান্ডারি অর্থব, আমাকে এবং সহমত পোষণকারি সিংহ ভাগ পাঠকদের বিশেষ বিশেষনী ট্যাগিং করার মত নোংরামিটুকু করেছেন।
ভুল সংশোধনের সুযোগ দেয়া সত্ত্বেও উনি গোয়ার্তুমি করাতে, খুব বেশি শ্রদ্ধা দেখানোর সুযোগ ছিল না।
দেশ জাতি ভাষা ও ধর্ম এই ৪টির অপমানের বিরুদ্ধে আপোষহীন থাকুন। পুরানো এই ব্লগার, নতুন ব্লগারদের এই উপদেশটুকুই দিয়ে গেলো। অনেক ধন্যবাদ।
১০২| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৮
আমি সাজিদ বলেছেন: পিছুটান আমি দেই নাই।আর আমি রাস্তা ঘাটের মিথ্যুকো না…সাবধানে কথা বলবেন নাহয় সমস্যা হবে ।ব্লগে কার কত বয়স তার সেটা দেখার টাইম আমার নাই।পাঁচ বছর কি করলেন এইসব আমার দেখার বিষয় না।সিন্ডিকেটবাজী আর ছাগুবাজী করে মুড়ি খান গিয়ে।
৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৪
ধীবর বলেছেন: জ্বি ভাই, আপনি রাস্তাঘাটের মিথ্যুক না, তার চেয়েও খারাপ কোয়ালিটির মিথ্যুক। নইলে একজন লেখককে তার লেখা দিয়ে বিচার করার টাইম নেই আপনার, কিন্ত যার তার কথায় আমাকে বিচার করার টাইম আছে। কেন? সেই যার তার লোকগুলি সবাই কি আপনারর জন্মদাতা পিতা হিসাবে দাবি করছে? যে তাদের কথাগুলিকেই সত্য জ্ঞান করে আমাকে ট্যাগিং করার স্পর্ধা হয়েছে আপনার?
শুনুন মিস্টার। আপনার চেয়ে অনেক বড় বড় কে হ্যান্ডেল করে অভ্যস্থ আমি। তাই হুমকি ধামকি আমাকে দেবার মত ভুলটুকু করবেন না।
শেষ কথা শুনে যান। আপনাকে পুরা ২৪ ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে আমার বিরদ্ধে করা সব অভিযোগের প্রমান দেখাবেন। নইলে ব্লগ এবং ব্লগের বাইরে সবাই জানবে এবং বিশ্বাস করবে যে আপনি সতিপুত্র নন।
১০৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০
ধীবর বলেছেন: ২৪ ঘন্টা পার হয়ে যাবার পরেও চ্যালেঞ্জ গ্রহনে ব্যার্থ হয়ে আমি সাজিদ নামের ছুপা হাম্বা ট্যাগবাজ নিজেকে জারজ হিসাবে প্রমান করেছে। তাই আমার পাঠকদের অনুরোধ করবো, এই ব্যাটাকে সেভাবেই দেখার জন্য। আর তাকে তার ওস্তাদের সাথে খোয়াড়ে পাঠানো হলো।
ভবিষ্যতে এই ধরণের কুকর্ম করার আগে অন্য ট্যাগবাজরা সতর্ক হবে বলেই বিশ্বাস করি।
১০৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭
ধীমান অনাদি বলেছেন: ব্যান খাইনি। কিন্তু জানা আপার কাছে জবাব না পেয়ে আবারো হতাশ হলাম।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮
ধীবর বলেছেন: ব্যান যে হননি, একারণেই আপনার কৃতজ্ঞ থাকা উচিত। জলদি মিলাদ দেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে।
১০৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০১
সাদা ঘোটক বলেছেন: হে হে উলু বনে মুক্তা ছড়াইতাছেন । কানার কাছে বিচার চাইয়া লাভ নাই। ব্লগার নষ্ট শয়তানের সাথে কি করা হইছে দেখেন নাই
আর আসল কথা তো আপনিই কইয়া দিছেন। স্বাধীন বাংলাদেশে একটাই গোষ্ঠি আছে, যারা ইসলামকে জঘন্য ভাষায় নির্দ্বিধায় আক্রমন করতে পারে। রামপন্থি বাম গোষ্ঠি, যারা মিডিয়া এবং সাংস্কৃতিক জগতে মাফিয়া তন্ত্র কায়েম করে রেখেছে। শ্রেফ মিডীয়া সাপোর্ট হারানোর ভয়ে আওয়ামি লীগ এদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয় না।
আর সামু যে কাদের তাঁবেদারি করে সেটা তো আপনি ভালই জানেন
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৪
ধীবর বলেছেন: No Injustice will go unanswered. নস্ট শয়তানের সাথে যা করা হয়েছে, তা সব রীতিনীতি আর সভ্যতা ভব্যতাকে চরম লঙ্ঘন করা হয়েছে। আর হ্যা, অনেকদিন এখানে আছে, ইন্স আউটস অনেক কিছুই জানি। ধন্যবাদ
১০৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৬
খাটাস বলেছেন: ধীবর ভাই সালাম জানবেন। আপনার মন্তব্বের জন্য আমার আপনাকে এবং আমিনুর ভাই কে হালকা স্টাডির প্রয়োজন ছিল। কারন কোন কিছু না জেনে সাধারণ ধারনা পাওয়া গেলে ও , সেই ব্যাপারে কথা বলতে হলে তথ্য প্রমান যুক্তি ছাড়া কথা বলা পছন্দ করি না।
এই পোস্টে করা আপনার মন্তব্বের আলোকে আপনার সামনে কিছু বিষয় তুলে ধরতে চাই এবং আপনার প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে কিছু প্রশ্ন করতে চাই।
আমিনুর আমার চেয়েও সিনিয়ার ব্লগার। ব্লগে কে কেমন, সে সব জানা তার পক্ষ্যে খুবই সম্ভব। তাই আমি যে কোনদিন কেউকে কোনদিন হুমকি দেইনি, সে সমন্ধে তিনিই পুরো জ্ঞাত থেকেই্ ওই কথাগুলি বলেছেন।
আপনার এই কথায় সমর্থন করছি। আপনি যদি হুমকি ধামকির ব্লগিং করেন, তা সিনিয়ার হিসেবে আমিনুর ভাই এর জানার কথা। কিন্তু আপনি যেহেতু হুমকির ব্লগিং করেন না, আমিনুর ভাই এর অবশ্যই এই কথা জানা উচিত একজন সিনিয়ার ব্লগার হিসেবে। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করুন,
আমিনুর রহমান বলেছেন:
সামু কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ করছি ধীবরকে আনব্যান করা হোক।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৯
লেখক বলেছেন: আমার আনব্যান চেয়ে নিজে বিপদে পড়বেন না ভাই। ধন্যবাদ।
আমিনুর রহমান বলেছেন:
ধন্যবাদ ধীবর ভাই। এইটা কি হুমকি দিলেন। ভালো তো বেশ ভালো।
আপনারাই তো হুমকি দিবেন। রাজনীতি যারা করে তারা মনে করে
তারা যা করবে তাই ন্যায় আর তাদের চেয়ে হ্যাডমধারী আর কেউ নেই।
আমার দেশের এটাই সত্য।
আপনাদের মধ্যে এই কমেন্ট থেকে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়েছে। যেখানে আপনি তার প্রতি আক্ষেপ মুলক একটা শুভ কামনা হিসেবে আমিনুর ভাই এর বিপদের আসঙ্কার কথা জানিয়েছেন, সেখানে আমিনুর ভাই ভুল বুঝে সেটাকে হুমকি মনে করে রেগে গেছেন এবং ব্লগে আপনার নাম এ চলা কথা গুলো কে পুজি করে কিছু প্রশ্ন করেছেন, যা টাগইং এর পর্যায়ে পড়ে। মুলত বোঝাতে চাচ্ছি, ব্লগে নতুন হলে ও বেশ কিছু জায়গায় আপনাকে ছাগু ট্যাগ দিতে দেখেছি বিভিন্ন ব্লগার দের।
আপনি একটা কথা নিশ্চয় ই জানেন, মানুষ সাধারনত কারও ওপর রেগে গেলে তার নামে প্রচলিত খারাপ দিক গুলো তুলে ধরার চেষ্টা করে।
আমিনুর ভাই এর প্রথম ভুল, আপনার আসঙ্কা মুলক শুভ কামনা কে হুমকি ভেবে রেগে গেছেন। আর দ্বিতীয় ভুল, তিনি রাগ কে সংবরণ করতে পারেন নি, উল্টো রাগ হলে মানুষের সহজাত কাজটাই করেছেন।
দুই জন অভিজ্ঞের একজন ভুল করলে অন্য জন এর উচিত ভুল টা ধরিয়ে দেয়া। আপনারা দুই জন সিনিয়ার ব্লগার হিসেবে আপনা দের বাদানুবাদে আপনি আমিনুর ভাই এর হুমকি ভাবা ভুল টা ধরিয়ে দিলে ও দুঃখের বিষয় আমিনুর ভাই এর কটু কথায় আপনি নিজে ও উত্তেজিত হয়ে তার বেক্তিগত ব্যাপার নিয়ে কটূক্তি করেছেন। আপনি টাকে ইসলাম বিদ্বেষী বা মাল্টির মালিক হউয়ার আসঙ্কা করে খোঁচা দিয়েছেন। এটা ও এক ধরনের ট্যাঁগিং।
আমিনুর ভাই যে ভুলের শুরু করেছেন, আপনি নিজে ও সেই ভুল কে কন্তিনিউ করেছেন ধীবর ভাই। আর দুই জন মানুষ এক সাথে একে ওপরের ওপর উত্তেজিত হলে যেমন শ্রদ্ধা বোধের সম্পর্ক বজায় থাকে না, তেমনি আলোচনা ও হতে পারে না। আমার বক্তব্য কে আপনি কিভাবে মূল্যায়ন করছেন জানতে চাই? যদি ভুল দুইজনের ই থাকে , এক জন আন্তরিকতার হাত বাড়িয়ে দিলে কি বিষয় টা সমাধান হউয়া সম্ভব নয়? আপনার আরও কিছু মন্তব্বের উত্তর দেয়ার চেষ্টা করছি।
যেহেতু তিনি এই পোস্টে একটি গন্ডগোল পাকানোর জন্য এসেছিলেন, সে কারনে তিনি আবার পালটা হুমকি প্রদর্শন করেছেন।
যেহেতু আপনি দাবি করছেন যে আপনি নতুন ব্লগার, সেহেতু আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে, ব্লগে অরিজিনাল জাতিয়তাবাদিদের কন্ঠ রোধ করে, ভাড়াটিয়া কিছু ভুইফোড়কে নব্য জাতিয়তাবাদি সাজিয়ে নিরপেক্ষতার ধামা ধরানোর একটা পরিকল্পনা করা হচ্ছে। একটি সিন্ডিকেটকে সেই লক্ষ্যে মাঠে নামানো হয়েছে।
আর এই আমিনুল হতে চাচ্ছেন সেই ষরযন্ত্রকারিদের নেতা।। একারণেই গত প্রায় ৫ বছরে আমার কোন পোষ্টে যখন তাকে দেখার কথা মনে করতে পারছি না, সেখানে লম্ফ দিয়ে এসে ঝাপাঝাপি করাটা কোন সৎ উদ্দেশ্য প্রণিত নয়।
আপনার এই মন্তব্বের মাঝ খান থেকে আমার মতামত শুরু করতে হচ্ছে। হ্যাঁ আপনার কথা মানছি, দলিয় স্বার্থে কোন দল মাঠে নামান হতে পারে, এটা রাজনৈতিক ব্যাপার , আমার জানা নেই।
কিন্তু আমিনুর ভাই তাদের নেতা হতে চাচ্ছেন, আপনার পোস্টে তিনি আগে আসেন নি, বা আজ এসেছেন গণ্ডগোল পাকাতে--- আপনার এই পর্যবেক্ষণ মেনে নিতে পারছি না ভাই। এ ব্যাপারে আমার নিজের কিছু পর্যবেক্ষণ জানাতে চাই ভাই।
ধীবর ভাই আমি নতুন হউয়ায় আমার দুর্ভাগ্য আপনার পোস্ট গুলো পড়তে পারি নি। তাই আপনার সাথে পরিচিত ও হতে পারি নি। বিধায় আপনার বেক্তিত্ত ও চিন্তা ধারা জানার সুযোগ হয় নি। এই পোস্টে মন্তব্য করার জন্য এবং আমিনুর ভাই সম্পর্কিত আপনার অভিযোগ গুলোর সত্যতা জানতে আপনার সব গুলো পোস্ট আমি পর্যবেক্ষণ করেছি। তবে বলে নেই, আপনি কি ধরনের পোস্ট লেখেন এবং আপনার পোস্টে আমিনুর ভাই কোন মন্তব্য করেছেন কিনা এটা জানতে আমি আপনার সব পোস্ট গুলোতে অর্থাৎ ৩৬১ পোস্টে ঢুকেছি, পোস্টের টাইটেল দেখে একটা হালকা ধারনা নিয়েছি পোস্ট সম্পর্কে আর মন্তব্য কারিদের সম্প্রকে একটা ধারনা নিয়েছি।
আমিনুর ভাই আপনার এই পোস্ট সহ মোট ৭ টি পোস্টে মন্তব্য করেছেন।
যার মধ্যে চারটা ফান পোস্ট, দিল্লিকা লাড্ডু।
আর আপনার " তথাকথিত মুক্তমনা, অসাম্প্রদায়িক চেতনাধারিরা তফাৎ যান। অবিলম্বে অজয় রায়কে গ্রেফতার করা হোক। "
পোস্টে আমিনুর ভাই এর সাথে আপনার কথা দেখে মনে হয়েছে, যে আপনার কোন এক বিষয়ে উনি খুব সমর্থন দিয়েছেন , আর উনার ব্যাখ্যাটা কে আপনি খুব ভালভাবে গ্রহন করেছেন।
আর আমিনুর ভাই ৩৮ টা পোস্টের একটা পোস্টে আপনার মন্তব্য দেখেছি।
ব্লগে যত টুকু দেখেছি, আমিনুর ভাই সাহিত্য বিষয়ক পোস্ট গুলো বেশি পড়ে মন্তব্য করেন, তাকে আমার দেখা ১০ মাসে খুব কম দেখেছি রাজনিতি বিষয়ক পোস্টে মন্তব্য করতে। তার পোস্টের পাঠক দের দেখেছি তার সব পোস্টে ঢুকে। তারা মুলত সাহিত্য ও ফান পোস্ট এবং মোটামুটি ক্যাচাল মুক্ত পোস্ট গুলোতে বিচরন করেন। ব্লগে থেকে আমিনুর ভাই এর পোস্টে মন্তব্বকারি অনেক পাঠক দের ই বিচরন সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে। তাই আমিনুর ভাই এর বলয়ে রাজনৈতিক ক্যাচাল কম। আট দশ জন সাধারণ মানুষের মতই তিনি যুদ্ধাপরাধীদের বিচার এর পক্ষে। বিচারের পক্ষে থাকা মানে নিশ্চয় ই লীগের পক্ষে থাকা নয়?
আর আপনার ব্লগ থেকে যত টুকু জেনেছি, আপনার অধিকাংশ পোস্ট রাজনিতি বিষয়ক। মুলত সরকারের সমালোচনা , বিরোধী দলের ও থাকতে পারে। মাফ করবেন, আমি কোন পোস্ট পুরোটা পড়ার সুযোগ পাই নি। তবে আপনি জাতিয়তাবাদের সমর্থক তা বুঝেছি। এটা আপনার বেক্তিগত ব্যাপার। আপনার পোস্টে মন্তব্বকারি ব্লগার রা সাধারণ থেকে শুরু করে লীগ, দল, জামাত- নির্বিশেষে বলা যায় সব ধরনের ব্লগার। আপনার বলয় টা অনেক প্রসারিত।
এখন আপনার মন্তব্বের যুক্তিতে আসি। যত টুকু বুঝেছি, আপনার সাথে আমিনুর ভাই এর কোন পূর্ব মনমালিন্য ছিল না। আমিনুর ভাই ব্লগে অন্য কোন দলের সমর্থন ও করেন না। আপনার পোস্ট গুলো যেহেতু বেশির ভাগ ই রাজনৈতিক, তাই সেখানে চাইলে অনেক আগেই গেঞ্জাম পাকানোর সুযোগ ছিল। তবে আমিনুর ভাই মুলত রাজনৈতিক পোস্টে মন্তব্য খুব কম ই করেন দেখেছি। আপনি কিছু গল্প ও সামাজিক সচেতনতা বিষয়ক পোস্ট ও লিখেছেন, সেখানে আমিনুর ভাই হয়ত মন্তব্য করতে পারতেন। কিন্তু কে কোথায় মন্তব্য করবে - এটা সম্পূর্ণ বেক্তিগত ব্যাপার ভাই। সেটা আপনি ও জানেন। হয়ত আপনাদের ব্লগিং ইন্টারেকশান এর অভাবের কারনে কেউ কারও পোস্ট এ তেমন মন্তব্য করা হয়ে ওঠে নি। কিন্তু আমার ওপরে বলা পর্যবেক্ষণ গুলোর আলোকে একটু ঠাণ্ডা মাথায় ভাবুন ভাই, আমিনুর ভাই মোটেই কোন গাঞ্জামের জন্য আপনার ব্লগে আসেন নি। তিনি শুধু দেওয়ান সাহেবের মন্তব্য কে নিজের দৃষ্টি ভঙ্গি তে ব্যাখ্যা করেছেন। এর মানে তো এই না যে তিনি ইসলাম বিদ্বেষী, তবে হ্যাঁ যদি তিনি ব্লগের কোন কোনায় সামান্য তম ইসলাম বিদ্বেষের ছোঁয়া রাখতেন, তাহলে আলাদা কথা। কিন্তু আমার বিশ্বাস সেটা কেও দেখাতে পারবে না। ১০ মাসের ব্লগিং জীবনে তাই দেখেছি। আপনি অনেক সিনিয়ার অনেক বিচক্ষন, একটু ভাবুন, আপনার অভিযোগ আপনার রাগের প্রতিফলন ভাই।
আর তাকে সঙ্গ দেবারর জন্য, নেহায়েত তৃতিয় শ্রেণীর ট্যাগবাজদের মত, এতদিনের পরিচয় সত্ত্বেও কান্ডারি অর্থব, আমাকে এবং সহমত পোষণকারি সিংহ ভাগ পাঠকদের বিশেষ বিশেষনী ট্যাগিং করার মত নোংরামিটুকু করেছেন।
ভাই যে মানুষ মনে করে মেজরিটি ইজ ওল অয়াস রাইট, আমার মতে সে পৃথিবীর সব চেয়ে বেকুব। অবশ্য এর মানে এই বঝাচ্ছি না, যে আপনার এই পোস্টের সহমত পোষণ কারি ব্লগার রা ভুল। যত টুকু স্টাডি করে দেখেছি দেওয়ান সাহেব একজন কট্টর লীগ পন্থী নাস্তিক সম্ভবত।
যাই হোক , মুল কথায় আসি। কাণ্ডারি ভাই আপনার ব্লগ পোস্ট গুলোর মোটামুটি নিয়মিত ব্লগার। আপনার প্রায় সব পোস্ট গুলোতে তার আন্তরিক উপস্থিতি ও মন্তব্বে সহজেই বুঝতে পেরেছি যে আপনাদের দুই জনের মাঝে অনেক ভাল সম্পর্ক।
এবার একটা বক্তিগত অভিজ্ঞতা বলি। আমার ক্ষুদ্র ব্লগ জীবনে অনেক লীগ দের দেখেছি কোন কারনে সামু কে রাজাকারের প্রতি বায়াসড অভিযোগ করতে, আবার জামাত বা জাতীয়তা বাদিদের অনেক কে দেখেছি সামু কে লীগ পন্থী দাবি করতে। ( এর মানে আমি বুঝাছছি না যে জাতীয়তা বাদ মানেই জামাতি সমর্থক, দয়া করে ভুল বুঝবেন না। ) কিছু হলেই যেমন বাঙালি গাড়ি পোড়ায়, তেমনি সামুতে নিজের মতের বিপক্ষে গেলে সামুর পক্ষ পাতিত্তের অভিযোগ একটা কমন ব্যাপার হয়ে গেছে। কিন্তু কমিনিতি ব্লগে তো সবার মতামত কে নিরপেক্ষ ভাবে দেখলে কখন ও লীগের পক্ষে যাবে, কখন ও দলের পক্ষে যাবে, এমন কি কখন ও জামাতের পক্ষে যাবে- এটাই স্বাভাবিক। কারন কেউ ই মহান সত্যবাদী নয়। কম বেশি সত্য সবার মাঝেই আছে। আর নাস্তিক কেও যদি ধর্ম নিয়ে কোন প্রশ্ন করে, তবে তা মুছে ফেলা তো কমিউনিটি ব্লগিং এর নিরপেক্ষতার শর্তের পরিপন্থি। তবে কোন নাস্তিক যদি আক্রমনাত্তক ভাবে ধর্ম কে আক্রমন করে, সেখানে তার বিরুদ্ধে বেবস্থা না নিলে সামুর বিপরীতে পক্ষপাতিত্তের অভিযোগ তোলা যুক্তি যুক্ত। কারন নিরপেক্ষতা মানে অন্যায় কে এর প্রতি নিরপেক্ষ থাকা নয়। সামু এর সেই দিক গুলো কাণ্ডারি ভাই তুলে ধরেছেন। আপনার সাথে ভাল সম্পর্ক এবং আপনাকে জুক্তিবান মানুষ হিসেবে জানেন বলেই কাণ্ডারি ভাই কথা গুলো বলেছেন। সামুর পক্ষে কথা বলেছেন বলে কি তিনি খুব অন্যায় করেছেন? ভাল সম্পর্ক বিধায় সব মত তো এক নাও হতে পারে। এজন্য রাগ করা টা কি আপনার ওপর মানায় ভাই?
হ্যাঁ আপনি বলতে পারেন যে, কাণ্ডারি ভাই বলেছেন, এই ধরনের দুই একটি পোস্ট আর মন্তব্য পেলে তার বিরুদ্ধে রিপোর্ট করে সামুকে ব্যাবস্থা না নিতে দিয়ে যদি উল্টো সামুকেই দোষারোপ করে হুমকি ধমকি দেয়া শুরু করেন তবে সামুর জন্য এমন বিদ্বেষ এটাই প্রমান করে যে মূলত একটি নির্দিষ্ট কোন মতের হয়ে এমনটা করা হচ্ছে ।
ভাই প্রথমেই বলে নেই, জামাত এর যুদ্ধাপরাধের সাথে সম্পৃক্ততার বিষয়ে আপনার অভিমত কি জানা নেই। কাণ্ডারি ভাই কে ব্লগে যত টুকু জানি, এটুকু বুঝতে পারি যে তিনি মনে প্রানে বিশ্বাস করেন, জামাত এর নেতারা যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল, এবং ধর্মের নামে মানুষ কে বিভ্রান্ত করে তারা রাজনিতি করে। ইসলামের প্রতি আঘাত কত টা জামাত কে আহত করে জানি না, কিন্তু তাদের হাতে যে নতুন ইস্যু আসে তা আপনি জানেন।
ব্যাপার টা কে এভাবে বলতে পারি, রাজাকারের বিচারের চেষ্টা লীগের নেতাদের লোক দেখান দেশ প্রেম, মুলত তাদের দলিয় স্বার্থ রক্ষা যদি ও জাতি এটাই চায়।
তেমনি জামাতের সম্পর্কে আমাদের বিশ্বাস টা এমন হয়ে গেছে যে, ইসলাম এর অবমাননা নিয়ে জামাতের মাথা বেথা লীগের মতই মনে হয়, যত টা না ইসলাম প্রেম তার চেয়ে বেশি দলিয় স্বার্থ। কিন্তু মুলত তা যে সব মুসলমানের ই মাথা বেথা।
কাণ্ডারি ভাই কে যত টুকু চিনি, তিনি সামুর নিরপেক্ষতা ব্যাখ্যা করে উপরোক্ত আসঙ্কার কথা বলেছেন। কিন্তু ইসলাম এর নামে কিছু বললে যে মুসলমানের জ্বলবেই সাথে কিছু জামাত ও জ্বলার অভিনয় করে। কিন্তু মুসলমান থেকে মুনাফিক আলাদা করা কঠিন আমাদের জন্য। একারণে মাঝে মাঝেই ভয়ে সবাই কে রাজাকারের সমর্থক মনে হয়। আমি মনে হয়, ব্যাপার টা গুছিয়ে বলতে পারি নি। আপনার এত দিনের সজ্জন কে ভুল বোঝা টা কিন্তু আমার কাছে আপনার দায় মনে হয় ধীবর ভাই?
আপনার শেষ লাইনগুলি পড়ে মনে হচ্ছে বলি, আপনি কি এখানে মডুদের তেল মারতে এসেছেন? নাকি ইসলামবিদ্বেষকে সমর্থন করতে? নাকি হাম্বাদের মত ট্যাগ করতে?
আমিনুর ভাই এর আচরন আমি আগেই ব্যাখ্যা করেছি। আর ট্যাগ বিষয়ক কথা নিয়ে বলতে চাই। আমিনুর ভাই এর ব্লগে পেয়েছি এই পোস্ট টা। যেখানে আপনাকে ট্যাগ দেয়ার জন্য নিয়েল হিমুর সাথে আমিনুর ভাই এর বাদানুবাদ হয়েছে।
এই পোস্ট টা কষ্ট করে পড়তে পারেন
আমি আপনার সব গুলো মন্তব্বের প্রেক্ষিতে আমার মতামত ও পর্যবেক্ষণ বলার চেষ্টা করেছি। বলতে পারেন, আমি আমিনুর ভাই বা কাণ্ডারি ভাই এর দালালি করতে কেন এসেছি।
মুলত উত্তর দুইটা।
১। ব্লগে অনেক ব্লগার প্রিয় হলে ও আমার সবচেয়ে প্রিয় ব্লগার চার জন আমিনুর ভাই, কাল্পনিক ভাই, কাণ্ডারি ভাই, শিপু। কারন তাদের গঠন মুলক এবং যৌক্তিক মন্তব্য আমার ভাল লাগে।
২। আপনার সাথে যেহেতু কথা শুরু করেছি, শেষ পর্যন্ত আপনার আর আমার পর্যবেক্ষণ মেলাতে চাই। আমি শুরু করলে মাঝ পথে ছারি না।
ভাই আমি অনেক ছোট বয়সে বলেন, আর জ্ঞানে বলেন। আপনার পোস্টের উত্তর আগেই দিতাম, সময় হচ্ছিল না, কারন সব না জেনে মন্তব্য করা আমি পছন্দ করি না। আজ সুযোগ হউয়ায় মোট চার ঘণ্টা লেগেছে আমার, আপনার আর আমিনুর ভাই এর ব্লগ সম্পর্কে একটা বেসিক ধারনা নিতে, যদি ও আমিনুর ভাই এর ব্লগ আগেই দেখেছি।
আমি আপনাকে জ্ঞান দিতে বা ভুল ধরিয়ে দিতে আসি নি ধীবর ভাই। মানুষের রাগ মাঝে মাঝে মানুষ কে ভুল সিদ্ধান্তে উপনীত করে। আপনার মন্তব্বের প্রেক্ষিতে আমি আমার দৃষ্টি ভঙ্গি তুলে ধরতে চেষ্টা করেছি। আপনি ব্লগের সম্মানিত ও অনেক জ্ঞানী ব্লগার। আপনি নিজেই বিচার করবেন।
বড় ভাই হিসেবে যদি আমাকে উপদেস দেন যে কার ও প্রতি শ্রদ্ধা বোধ যেন মহ তে পরিণত না হয়, তাহলে বলব অন্যায় দেখলে আগে ঠিক ভাবে বোঝার চেষ্টা করি। বোঝার পর বলতে ছেড়ে দেই না, সে যেই হোক, এমন কি আমার বাপ হলে ও ।
দেশ জাতি ভাষা ও ধর্ম এই ৪টির অপমানের বিরুদ্ধে আপোষহীন থাকুন। পুরানো এই ব্লগার, নতুন ব্লগারদের এই উপদেশটুকুই দিয়ে গেলো
এই ব্যাপারে আমার অবস্থান ব্যাখ্যা করা যায়, কিন্তু অনেক বলেছি, তাই আজ আর কিইছু বলতে চাই না।
আপনার ব্লগ দেখে একটা কমেন্ট এ কেন যেন চোখ আটকে গেছে,
পারভেজ আলম বলেছেন: তরুনদের মধ্যে অবশ্য ভারতীয় পোষাকের বদলে দেশীয় কাপরের পোষাকের প্রতি আগ্রহ বারছে। এটা আরো বারবে এই আশা করি।
০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ১১:৪৪
লেখক বলেছেন: পারভেজ ভাই, কালকে এটিএনের রাতের খবরে দেখলাম যে ইন্ডিয়ান পণ্যে আমাদের তরূনদের আসক্তি বাড়ছে। ব্যাপারটা আমাকে খুবই ক্ষুব্ধ করেছে। আমরাই যদি দেশ থেকে মুখ ফিরিয়ে নেই, তাহলে কি করে হবে? অনেক ধন্যবাদ।
আমার ও কথা সেটা ভাই, আমরা ভিন্ন মতের হলে ও দেশের প্রতি মুখ ফিরিয়ে নিতে পারি না। আমরা ভিন্ন মতের সাথে আর একটু সহিষ্ণু আর ধরজসিল হলে আমাদের শক্তি টাই বাড়বে।
রাজনৈতিক নেতারা কম খারাপ , বেশি খারাপ হয়ে পারে।
তারা দেশ চালালে ও তাদের থেকে দেশের উন্নতির আশা করলে আরও ৩০০/৫০০ বছর লাগবে।
আমরা ছাড়া আমাদের দেশের কেও নেই।
আমার কোন কথা আপনাকে কষ্ট দেয়ার জন্য নয়। বড়দের এক সাথে দেখতে চাই, তাদের থেকেই শিখতে চাই অনেক কিছু।
আমার কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ভাল থাকবেন। শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০২
দাসত্ব বলেছেন: আপনার কাছে ভিডিও ক্যামেরা থাকলে ব্রাউজার ওপেন রেখে ভিডিও রেকর্ড করেন পুরো পেজ ওপেন রেখে।