![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামি নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে যে চাপা গুমোট অস্থিরতা বিরাজ করছে, তার অন্ত ঘটতে পারে একটি মর্মান্তিক হত্যাকান্ডের মাধ্যমে। বর্তমানে সরকারি ও বিরোধি দলের মধ্যে এই নিয়ে সংকট নিরসনে মার্কিন যুক্তরাস্ট্র সহ বিভিন্ন দেশের মধ্যস্থতা বিফলে গিয়েছে। এমনকি যে চীন কোনদিন অন্য দেশের ব্যাপারে কোন মন্তব্য করেনি, সেও বর্তমান সংকটের ব্যাপারে মুখ খুলেছে। মোদ্দা কথা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশে ও বিদেশে ব্যাপক উৎকন্ঠা বিরাজ করছে।
আওয়ামি লিগের দেশ পরিচালনায় যে সীমাহীন ব্যার্থতা সেটাকে আড়াল করে রাখলেও বলা যায় যে, সীমাহীন দুর্নীতি, সন্ত্রাস,সংবিধান ও বিচার বিভাগকে শ্রদ্ধার অযোগ্য, আর নব্য বাকশাল স্থাপনের কারণে আওয়ামি লিগের জনপ্রিয়তা এখন শুন্যের কোঠায়। আর চারতপ্রেমের যে নজির তারা স্বাধীন বাংলাদেশে শুরু করেছে, তার তুলনা শুধু হতে পারে পলাশি পুর্ব মীর জাফরের সাথেই।
এমতাবস্থায় আগামি নির্বাচনে আওয়ামি লিগের ক্ষমতাসীন হবার আর কোন সুযোগ নেই।
কিন্ত ইতিমধ্যেই অখন্ড ভারতের স্বপ্নদ্রস্টারা আওয়ামি লিগকে যে করেই হোক ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় দেখতে আগ্রহি। এবং কুটনৈতিক নির্লজ্জতার সব সীমা ছাড়িয়ে ভারত সরকার সরাসরিই বলে গিয়েছে যে তারা আওয়ামি লিগকেই আবার ক্ষমতায় দেখতে আগ্রহি।
কিন্তু মুখে বললেই তো আর হয়ে গেলো না। হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সব কিছু লেজে গোবরে করে ফেলেছে। এমনকি দেশের প্রধান প্রধান মিডিয়াগুলি ভারতকে দেয়া সব অন্যায় সুযোগ সুবিধা গুলির ব্যাপারে মুখে কুলুপ এটে থাকলেও, হাসিনা ও তার মন্ত্রিবর্গের বালখিল্যতার কারণে সেগুলির দিকে এখন সাধারণ মানুষের নজর পড়েছে। একে তো দুঃশাসন, তার উপর নব্য রাজাকারি করার ধৃস্টতা? ব্যাস ! চাপা ক্ষোভে ফুসছে জনতা। যার প্রতিফলন দেখা গিয়েছে বগত ৫টি সিটি কর্পোরেশন নির্বাচনে।
ভারত কোনমতেই চায় না যে আওয়ামি লিগের এই ক্ষমতার দৈর্ঘ্যে কোন রকম ছেদ পড়ুক। তাই যে করেই হোক তারা চায় দল হিসাবে যেন আওয়ামি লিগ ক্ষমতায় আবারও আসে। তাই এই ব্যাপারে যা যা করার তারা সেটা করবে।
পাঠকদের মনে করিয়ে দিতে চাই যে, যেই প্রেক্ষাপটে ইন্দিরা গান্ধির মৃত্যু হয়েছিল, সেই একই ধরণের প্রেক্ষাপট বাংলাদেশেও চরমভাবে বিরাজমান। সেই সময় শিখদের আলাদা রাস্ট্রের দাবিতে তাদের পবিত্রতম শহর অমৃতসরের স্বর্ণ মন্দিরে ইন্দিরার আদেশে সেনা অভিযান পরিচালনা করা হয়েছিল। সাথে ভারতের অর্থনৈতিক সংকটও ছিল প্রবল। এই দুই কারণে ক্ষমতাসীন কংগ্রেসের জন্য নির্বাচনি বৈতরনি পার হওয়া অসম্ভব ছিলো।
এমতাবস্থায় কংগ্রেসের বাঘা বাঘা নেতাদের পরিকল্পনায় খুন হয় ইন্দিরা। তাও শিখ ধর্মীয় দেহরক্ষির গুলিতে। ফলে এক ঢিলে দুই পাখি মারে কংগ্রেস। ইন্দিরার মৃত্যুকে কেন্দ্র করে ভারতের সাধারণ মানুষের সহানুভুতি পায় তারা। আরেক দিকে শিখদের সশস্র বিদ্রোহকেও বিশ্বাসঘাতকতা বলে সাধারণ ভারতীয়দের কাছে প্রমান করতে সমর্থ্য হয় তারা। নিজেদের আড়াল করে রাখতে তারাই রাজনীতিতে পুরাই অনভিজ্ঞ এবং অনুৎসাহি রাজিব গান্ধিকে নির্বাচনে দাড় করিয়ে সহানুভুতির পুরা ফায়দা লোটে কংগ্রেস। এবং আবারও ক্ষমতায় অধিষ্ঠিত হয়।
যে কংগ্রেস তাদের দলিয় স্বার্থে ইন্দিরাকে খুন করাতে পারে, তাদের পক্ষ্যে তাদেরই একান্ত আজ্ঞাবহ কৃতদাস এবং তাদের অর্থে লালিত শেখ হাসিনাকে খুন করানো কোন ব্যাপারই না।
এমনিতেই ইউনুস ইস্যুতে বিশ্বের শক্তিশালি লবির বিরাগভাজন হয়ে আছেন হাসিনার। তার পর সেই আগুণে ঘি দিতে রাশিয়ার সাথে অস্র চুক্তি করে এসেছেন। ফলে হাসিনার মর্মান্তিক বিদায়ে সেই লবিতে তেমন কোন উচ্চবাচ্য হবে না। তাছাড়া বিশ্ব শক্তি এই অঞ্চলে যে কোন পদক্ষেপে ভারতের বিরোধীরা করবে না। কারণ চীনকে ঠেকাতে এবং ভারতের বিশাল বাজারে শক্ত অবস্থান আরো শক্তিশালি করতে ভারত তোষন তাদের নীতিরই অংশ মাত্র। তাই হাসিনাকে চিরতরে সরিয়ে দিতে ভারত যদি কোন পদক্ষেপ নেয়, তাহলে তাদের পুরো সম্মতি থাকবে।
আর পিলখানা হত্যাকান্ডকে কেন্দ্র করে সেনাবাহিনীতে যে চাপা ক্ষোভ রয়েছে, শেখ হাসিনার কিছু হলে তারাও প্রতিক্রিয়া দেখাবে না। তাছাড়া এই তো দুইদিন আগেই ভারতের ইস্টার্ণ কমান্ডের সর্বাধিনায়ক লে যে সর্বজীত সিং এসে তিন বাহিনী প্রধানের সাথে দেখা করে গিয়েছে। আমাদের মনে রাখতে হবে যে, ভারতের প্রতিটা মানুষই দেশপ্রেমের অত্যন্ত নিষ্ঠাবান। আমাদের নেতা নেত্রিদের মত বিনা স্বার্থে তারা কোন দেশ ভ্রমন করে না।
আর হাসিনা খুন হলে খুব সহজেই প্রচার করা যাবে যা, যুদ্ধাপরাধীদের বিচার করার অপরাধে হাসিনাকে জীবন দিতে হয়েছে। যেহেতু মুক্তিযুদ্ধ আমাদের অনেক শ্রদ্ধা আর আবেগের অংশ সেহেতু আওয়ামি লিগের সব দোষত্রুটি একেবারেই অগ্রাহ্য করে দেশের মানুষ আবারও আওয়ামি লিগকেই ভোট দিবে। সঙ্গে তো ভারতবান্ধব মিডিয়া, সুশিল সমাজ, সাংবাদিক, সম্পাদক, লেখক, নাটক পাড়ার লোকজন, কলামিস্ট এদের সমস্বরের হুক্কা হুয়া তো থাকবেই। তখন শিখন্ডি হিসাবে হাসিনা পুত্র জয় বা শেখ মুজিব তনয়া শেখ রেহানাকে প্রধানমন্ত্রি পদে দাড় করানো হবে।
ফলে আওয়ামি লিগের ক্ষমতায় থাকার ধারাবাহিকতা বজায় থাকবে। সেই সাথে ভারত তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য আরো ৫ বছর সুযোগ পাবে। তবে কখন কাকে দিয়ে এই কাজটি করানো হবে, সেই পরিকল্পনার কথা কেউ কোনদিন জানতে পারবে বলে মনে হয় না।
তাই নির্বাচন নিয়ে সর্বদল গ্রাহ্য একটি সমঝোতা না হলে, শেখ হাসিনার প্রাণনাশের আশংকা উড়িয়ে দেবার মত নয়।
হাসিনার মৃত্যুর মধ্যে দিয়ে আওয়ামি লিগ ও ভারত দুইই লাভবান হতে পারবেন। আর এই ব্যাপারে আওয়ামি লিগের পুরানো কিন্তু বঞ্চিত অপমানিত নেতাদের সম্পৃত্ত করে ইতিমধ্যেই একটি পরিকল্পনা যে হয়ে যায়নি, তাই নিশ্চয়তা দেয়া যায় না।
বাংলাদেশ এই ধরণের সব ষড়যন্ত্র এবং রক্তপাত থেকে মুক্ত থাক, কায়মনবাক্যে সেই প্রার্থনাই করছি।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৭
ধীবর বলেছেন: আমরা বাঙালি কথাটা ভুলে যাবেন না আবুশিথি ভাই। আমাদের আবেগের কারণে অনেক সময়ই আমাদের বুদ্ধিভ্রস্ট হয়ে যায়। অনেক ধন্যবাদ।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: যে ভারত বিশেষ বিশেষ সময়ে নিজ দেশে কৃত্রিম সন্ত্রাসী হামলা ঘটায় তার দ্বারা এমন কাজ অসম্ভব না। কয়েকদিন আগে এক ভারতীয় পুলিশ অফিসার বলছে ২০০১এ দিল্লীতে লোকসভায় এবং ২০০৮এ মুম্বাই সন্ত্রাসী হামলা সবই ভারত সরকারের সাজানো;
Govt behind Parliament attack, 26/11: Ishrat probe officer
Click This Link
তাই সাধু সাবধান!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২০
ধীবর বলেছেন: বা জি ভাই, অসাধারণ একটি মন্তব্য। ইন্ডিয়ানদের মত দুর্বৃত্ত রাস্ট্র পৃথিবীতে আর একটা বা দুটির বেশি নেই। আপনার এই উদাহারণটি স্বর্ন দিয়ে বাধাই করে রাখলাম।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১০
ম.র.নি বলেছেন: উনাকে মারলে র' ই মারবে।ভারতীয় আর্মী পাঠানোর ওজুহাত তৈরী হবে।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২১
ধীবর বলেছেন: মরনি ভাই, বাস্তবতা যা দেখছি, এ ছাড়া আওয়মি লিগের পক্ষ্যে আর কোনভাবেই ক্ষমতায় আসা সম্ভব নয়। অনেক ধন্যবাদ।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:১৬
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: উড়িয়ে দেবার মত বিষয় না , যথেষ্ঠ চিন্তার একটি পয়েন্টে আঘাত করেছেন ধীবর ভাই
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৪
ধীবর বলেছেন: অনেকদিন ধরেই ভারত আর আওয়ামি লিগকে নজরে রেখে আসছি। তার পরিপ্রেক্ষিতেই বললাম। তবে এমন যাতে না হয় সেটাই প্রার্থনা করছি। এই রকম কিছু হলে বাংলাদেশকে ভারতীয়করণ করা এক ধাপ এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ আসামি ভাই।
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯
আমি ভূমিপুত্র বলেছেন:
মাউড়ার পো গোরে কুনু বিশ্বাস নাই.....।
+++
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৬
ধীবর বলেছেন: পুর্ণ সহমত ভুমিপুত্র ভাই। এই একটি জাতি আছে যাকে কোন অবস্থাতেই বিশ্বাস করা যায় না। অনেক ধন্যবাদ।
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
নির্জন শাহরিয়ার বলেছেন: তিনি যেভাবে গাড়ত্যাড়ামি করে চলছেন! এতে জনগণ ক্ষিপ্ত হয়ে মেরে ফেললেও অবাক হওয়ার কিছু নাই!
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৩:৫০
ধীবর বলেছেন: জনগণ নয়, বরং বাংলাদেশকে আরো অনেকদিন ভারতের পদানত করে রাখার জন্য এই কাজটি ভারতের পক্ষ্যে করা খুবই সম্ভব। ধন্যবাদ হাজি ভাই।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২০
শিপন মোল্লা বলেছেন: বাংলাদেশ এই ধরণের সব ষড়যন্ত্র এবং রক্তপাত থেকে মুক্ত থাক, কায়মনবাক্যে সেই প্রার্থনাই করছি। কিন্ত আমার মনে হয়না ভাই, হাসিনা দেশের মানুষের উপর যে নির্যাতন জুলম চালিয়েছে তাতে হাসিনা একবার না বার বার খুন করলেও দেশের জনগণ আর আওয়ামীলীগকে ভোট দিবে না। বাল আর কোন সহানুভূতি পাবে না , পাবে ঘৃণা আর ঘৃণা । বাল মুক্ত দেশ চাই।