নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৫২ আর ৭১ এর চেতনায় আছি বাধা

সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল

ধীবর

সাংবাদিক কলামিস্ট

ধীবর › বিস্তারিত পোস্টঃ

রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আওয়ামি লিগের গোয়ার্তুমি আসল কারণ প্রকাশ?

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৩:৪৩

সহবগ্লার মশিউর মামার লেখা, যার চাছাছোলা বক্তব্যের কারণে সামুতে ব্রাত্য করে রাখা হয়েছে।



ধরেন আপনি বিবাহিত । বউয়ের সাথে আপনার শারীরিক মিলন নিয়মিত ভাবে হয় ।



আবার ধরেন আপনি অবিবাহিত অথবা দুষ্ট প্রকৃতির মানুষ । নিয়মিত ভাবে “টাকার” বিনিময়ে পতিতাদের সাথে মিলিত হন ।



উভয় ক্ষেত্রেই কিন্তু আপনার শারীরিক চাহিদা পুরন হচ্ছে । কিন্তু দুইটার মর্যাদা আর গ্রহণযোগ্যতা দুই রকম ।



একারনে বউয়ের সাথে মিলনকে বলে - “মেকিং লাভ” আর পতিতার সাথে মিলনকে বলে “ফাকিং এ হোর” ।



এখন কেউ যদি এই দুইটাকে এক করে ফেলে , পতিতার সাথে মিলনকে বড় গলায় চিৎকার করে বলে - দেখ দেখ বিয়ের প্রয়োজনীয়তা আমি মিটিয়ে ফেলেছি তাহলে তাকে কি বলা যায় ?



বলা যায় নির্লজ্জ , বেহায়া আর ............ ।



এখন ভাড়া করা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে হাম্বা লীগ যদি দাবী করে তারা বিদ্যুত উৎপাদন করছে , বিদ্যুত সমস্যার সমাধান করেছে তাহলে কি বলা যায় আপনারাই বলুন ।



এবার আসি অন্য একটি বিষয়ে -



আপনি একটি মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন । কিন্তু সবাই জানে মেয়েটি ঝগড়াটে, হিংসুক, চরিত্রহীনা । আপনার সংসারে আসলে সে আপনার সংসার ধ্বংস করে ফেলবে । সবাই আপনাকে নিষেধ করছে ওই মেয়েকে বিয়ে করার জন্য ।



কিন্তু আপনি গোঁ ধরে আছেন ওই মেয়েকেই আপনি বিয়ে করবেন । কারও কথায় আপনি কান দিচ্ছেন না ।



এ থেকে জ্ঞানীরা কি বোঝেন ? বোঝেন যে আপনি আকাম করতে গিয়ে মেয়ের "পেট বাঁধিয়ে" ফেলেছেন । এখন বিয়ে করা ছাড়া আর কোন গতি না ।



সবাই নিষেধ করছে সুন্দরবনের রামপালে বিদ্যুত কেন্দ্র স্থাপন করতে ।



কিন্তু হাম্বা লীগ গোঁ ধরেই আছে তারা রামপালেই বিদ্যুত কেন্দ্র করবে ।



এখন কে কোথায় কি করে "পেট বাঁধিয়ে" ফেলেছে যার জন্য এই রামপালেই বিদ্যুত কেন্দ্র স্থাপন করতে হবে - সেটাই জাতির বিবেকের কাছে প্রশ্ন ।







মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৯

ধীবর বলেছেন: এনাদার ক্লাসিক বাই আওয়ার ওউন মশি মামা :)

২| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৫

সাদা ঘোটক বলেছেন: ফেবুতে অলরেডি পড়েছি :)

যাইহোক, সামুতে শেয়ার করার জন্য ধন্যবাদ ধীবর ভাই :)

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৯

ধীবর বলেছেন: ভালো জিনিস ডাবল পড়লেও মজা লাগে, কি বলে ঘোটক ভাই :)

৩| ০১ লা অক্টোবর, ২০১৩ ভোর ৪:০০

আমি ভূমিপুত্র বলেছেন:
ভাই পেট তো বান্ধাইছে সেই ১৯৮১ সালেই যহোনে জিয়া হত্যার পরে ইন্ডিয়া পলাইতে গিয়া বর্ডারে বিএসএফ এর কাছে ধরা খাইছাল.... ;) B-) =p~

পিটসবার্গ পোস্ট গেজেট জুন ১-১৯৮১-জিয়া হত্যাকান্ডের পর ভারতে পালানোর সময় হাসিনা আটক

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২০

ধীবর বলেছেন: হেহেহে ... আপনি তো পুরা নাঙ্গা করে দিলেন ভুমিপুত্র ভাই । অনেক ধন্যবাদ। :)

৪| ০১ লা অক্টোবর, ২০১৩ ভোর ৪:০১

সাদা ঘোটক বলেছেন: আপনার পোস্ট প্রথম পাতায় দেখি যায় নাই X((

দাঁড়ান ব্যবস্থা নিতাছি X(

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২১

ধীবর বলেছেন: থেংকু ঘোটক ভাই।

৫| ০১ লা অক্টোবর, ২০১৩ ভোর ৬:১৭

প্রকৌশলী আতিক বলেছেন: আওয়ামিলীগের আকামের ফলে যে পেট বাধানো হইছে, জনগন এর দায় দায়িত্ব নিবেনা। ঔ পেট খালাসের দায়ীত্ব আমরা নিতে নারাজ। আমরা যেটা করতে পারি লাথ্থি মাইরা দেশ ছাড়া করতে পারি ইতর বাল আর তাদের সহযোগীদের।

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২২

ধীবর বলেছেন: আতিক ভাই পুর্ণ সহমত। যারা ভারতের প্রকাশ্যে দালাল, তাদের কত বড় আস্পর্ধা দেখেন, চেতনার ব্যাবসা করে? বাংলাদেশের মানুষ আর ভোদাই নাই। অনেক ধন্যবাদ।

৬| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৪

পাইলট ভয়েচ বলেছেন:

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৩

ধীবর বলেছেন: এই ব্যাপারে মশি মামার দৃস্টি আকর্ষন করছি। :)

৭| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৪

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: ধীরব ভাই কুনো আম্বারে তো এই পোস্টের ধারে কাছেও ঘেঁষতে দেখলাম না ;)
কাহিনি কিতা!!

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৫

ধীবর বলেছেন: পোস্ট তো ভালো, এখন তারা শাহাবাগের ধারে কাছেও নাই। লোক মুখে শুনি, যেই গুলি চালাক চতুর, সেইগুলি চেতনার ব্যাবসার চাট্টি বাট্টি গোল কইরা বিদেশে পালানোর ধান্ধায় আছে। ;)

৮| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪০

বিভ্রান্ত মানুষ বলেছেন: :) :) :)

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৫

ধীবর বলেছেন: এই হাসির আসল প্রাপক মশি মামা :)

৯| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৩

সোনার বাংলা বলেছেন: ধীবর ভাই আপনার email address টা দিবেন please
জরুরী দরকার।

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৬

ধীবর বলেছেন: tirondaz এট জিমেইল ডট কম

১০| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৬

হুমায়ুন তোরাব বলেছেন: মামায় একখান জিনিষ ধীবর ভাই

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৭

ধীবর বলেছেন: আসলেও...। এইজন্য তো মামা রে এখানে আসতে দেয় না। কারণ অনেকের ধুতি খুলে যাবে তাহলে। কিন্ত লাভ নাই। এই সময়ে কারো মুখ আটকিয়ে রাখা যায় না।

১১| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এখন কে কোথায় কি করে "পেট বাঁধিয়ে" ফেলেছে যার জন্য এই রামপালেই বিদ্যুত কেন্দ্র স্থাপন করতে হবে - সেটাই জাতির বিবেকের কাছে প্রশ্ন ।

সিরাম কইছে মামায়... :P :P =p~ =p~ =p~

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৮

ধীবর বলেছেন: মামা আসলেও লাজাওয়াব :)

১২| ০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

আমাবর্ষার চাঁদ বলেছেন: হাহাহাহাহা.......

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৮

ধীবর বলেছেন: )প্রাপক মশি মামা।

১৩| ০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: রামপাল প্রকল্পে বাংলাদেশের স্বার্থের যে জলাঞ্জলি দেয়া হয়েছে- কল্পনাতীত!!!

বিএনপি এই ইস্যুতে ২৫এর পর হরতাল সহ শক্ত কর্মসূচি দিলে জনগনও আস্থা পেত। দেবে কি তারা?

কারণ আজকে সুন্দরবন কিছু হলে সুশীল এবং সুবিধঅবাদীরা না হয় ইউরোপ আমিরকা কানাডায় কমিশনের টাকায় কেনা বাড়ীতে শিফট করবে!!

এই দেশৈর আমজনতা কোথায় যাবে?

এমনিতেই পরিবেশ বিপর্যয়ে বিপর্যস্ত বাংলাদেশের ঋতু বৈচিত্র!

ছয় থেকে তিনে এসে ঠেকেছে।

তাও অনিয়মিত। এবং ঋতুর বৈশিষ্ট্য নিত্য পরিবর্তনশিল্। এরকম সময়ে দেশের বিশ্বের এমন এক ঐতিহ্য রক্ষা দেশ, মানুষ এবং বিশ্ব প্রাকৃতিক বৈচিত্রের জন্যও খুব দরকারী।

আন্তর্জাতিক পরিবেশবাদীদের সহযোগীতা চাইতে পারেন আমাদের দেশী সংগঠনগুলো।

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৯

ধীবর বলেছেন: অনেক অনেক অভিনন্দন বিদ্রোহি ভাই। আপনার পোস্ট স্টিকি দেখলাম। আপনার সাথে যোগাযোগ করা জরুরি। উপায় বাতলালে বাধিত হবো।

১৪| ০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার পোষ্টিটিও রামপাল নিয়ে যত পোষ্টে যুক্ত করেছি।

আরো অনেক হয়তো মিস হয়ে গেছে- কারো চোখে পড়লে অনুগ্রহ করে কমেন্টে শেয়ার করে দেবেন।

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩০

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ বিদ্রোহি ভাই। :) তবে লেখাটা আমার না, মশি মামার। তাকে ব্যান করে রাখাতে এই সুখ পাঠ্য আমি আপনাদের সাথে শেয়ার করেচি মাত্র।

১৫| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:১৬

ম্যাংগো পিপল বলেছেন: রামপাল প্রকল্পে বাংলাদেশের স্বার্থের যে জলাঞ্জলি দেয়া হয়েছে- কল্পনাতীত!!!

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩০

ধীবর বলেছেন: এর পরেও নাকি আওয়ামি লিগ স্বাধীনতার স্বপক্ষ্যের শক্তি। ধন্যবাদ।

১৬| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৭

দুরন্ত-পথিক বলেছেন: ফেসবুকে পড়েছি । ভালই হয়েছে , যৌক্তিক কথাবার্তা ।

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩১

ধীবর বলেছেন: পথিক ভাই, ভাল জিনিস বার বার পড়া যায় :)

১৭| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এই সবই ১/১১র আন্দোলনের ফসল! ভারতকে যেন আলীগ ব্ল্যাঙ্ক চেক দিতে পারে তাই ২৯শে ডিসেম্বর ২০০৮ সিলেকশনের মাধ্যমে ভূমিধ্বস বিজয় দেওয়া হয়। এখন হয় খালেদা জিয়া ও বিএনপির আন্তরিক ভাবে আন্দোলন করতে হবে নতুবা জাতীয়তাবাদী শক্তির উত্থান হবে। যথেষ্ঠ হয়েছে এবার এ্যাকশন নেওয়ার পালা।

ব্লগার মশিউর মামা ও ধীবর ভাইকে অনেক ধন্যবাদ।

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩২

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ বা জি ভাই। তবে কৃতিত্ব আমাদের মশি মামার এককভাবে প্রাপ্য। চিন্তা করে দেখেন এই ধরণের শক্তিশালি লেখককে সামু ব্যান করে রাখে ! এই জন্যই দিন কে দিন সামু বিরানের পথে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.