![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **
নিজের কাছে স্বচ্ছ থাকাটা সবচেয়ে জরুরি বিষয়
১. জবাবদিহিতা
২. ন্যায় অন্যায়
৩. প্রাতিটি কাজের হিসেব নিকেশ
৪. দিন শেষে ভুল ভ্রান্তির হিসাব করা
৫. দিন শুরুতে কাজের ছক তৈরি করা
এগুলো সব নিজেকে বিচার করো অন্যের সমালোচনা না করে
দেখবে তুমি ভালো আছো, শান্তিতে আছো
২১ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:৪৯
তিথির অনুভূতি বলেছেন: আমি ছোট থাকতে এটি নিয়মিত করতাম্, অনেক ভাল লাগত্,
মাঝে অনেকদিন এলোমেলো চলে খুব করুন করে ফেলেছি নিজেকে.।
আমি চেষ্টা করছি মানার্্ দেখি কতদুর পারি**
২| ২১ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:৫৩
লেখোয়াড় বলেছেন: তা কি কি করে আপনার নিজেকে করুন করেছেন, তা বলা যাবে কি দয়া করে।
দেখি আপনার চেষ্টায় আমিও সামিল হতে পারি কি না ।
২১ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:০৯
তিথির অনুভূতি বলেছেন: অসফলতার কাহিনী শুনতেও খারাপ লাগে.।
বলতেও লজ্জ্বা লাগে.।.।
আমি চাই না কারো জীবনে এসব অলুক্ষনে জিনিস ঘটুক
জীবনের থেকে ৪/৫ বছর পিছিয়ে যাওয়া
মানে জীবনটাই বরবাদ হয়ে যাওয়া .।।
৩| ২১ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:১৮
khairun বলেছেন: ঠিক
+
২১ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:১১
তিথির অনুভূতি বলেছেন: ধন্যবাদ ***
কিছু মনে করবেন না আমি আপেলটি খেয়ে নিলাম
ক্ষুদা লেগেছে তো .।
আহ কি শান্তি **
৪| ২২ শে নভেম্বর, ২০১১ রাত ১২:০৬
ছাইরাছ হেলাল বলেছেন:
কঠিন কাজ অনেক ।
২২ শে নভেম্বর, ২০১১ সকাল ৭:২০
তিথির অনুভূতি বলেছেন: আসলেই কিন্তু চেষ্টা করা দরকার**
৫| ২২ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:২১
জিসান শা ইকরাম বলেছেন:
এভাবে চলা আসলে কঠিন .......
শুভকামনা.........।
২২ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:৪০
তিথির অনুভূতি বলেছেন: নিজের কাছে স্বচ্ছ থাকাটা আসলেই অনেক কঠিন**
৬| ২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৪০
নুভান বলেছেন: টাইম নাই
৭| ২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১:০৭
মৃত্যুঞ্জয় বলেছেন: টিচারকে বোলে লাভ নাই।
৮| ২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫৯
ফারজুল আরেফিন বলেছেন: রোবট হলে পারতাম। শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:৪২
লেখোয়াড় বলেছেন: ভাল লাগল।
কিন্তু আমার মত গরীব মানুষের পক্ষে সবসময় ওগুলো পালন করা সম্ভব হয় না প্রচন্ড ইচ্ছা থাকা সত্বেও। পরিবেশ ও পরিস্থিতি তা আমাকে করতে দেয় না।
ধন্যবাদ।