![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **
বিঃ দ্রষ্টব্য
লেখাগুলি আমার নিজের লেখা নয় -- সংগহিত
১/ভোঁর বেলায় সূর্যের প্রথম রশ্মি হয়ে বলে যাব শুভ সকাল ♥
দুপুরের কড়া রোদের মাঝে এক টুকরো মেঘ হয়ে ছায়া দিয়ে যাব ♥
ক্লান্ত বিকেলে এক দমকা হাওয়া হয়ে মন দুলিয়ে যাব ♥
মনোরম সন্ধায় পাখির শেষ কিচির মিচিরের সাথে গুন গুন গান গেয়ে যাব ♥
নিঝুম রাতে একাকি মন খারাপে অতীত স্মৃতির সুখের স্বপ্ন হয়ে আসব ♥
প্রতি মুহূর্তে তোমার সঙ্গেই থাকব ♥
তুমি হয়ত জানবেও না কখনও ♥
২/বৃষ্টি হলে বারান্দায় এসো , ♥
হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা গুলো ধরবে,
যত গুলো ধরতে পারবে .....
ততটুকু তুমি মিস্ করো আমায়!
আর যত গুলো ফোঁটা ধরতে পারবেনা,
জেনে রেখ,
ততটুকু আমি মিস্ করি তোমায়॥ ♥♥
৩/আজ এই আকাশ
কালো হয়ে
বৃষ্টি ঝরে
তোকেই ধরি
ছন্দ ছাড়া, হয়ে আমি
খুজি তোরে
আপনমনে........
মাঝে মাঝে মনে পড়ে,
সেইসব দিনগুলো, তুই ছিলিনা যখন....
মাঝে মাঝে, কড়া নাড়ে,
সেই দিনগুলো, তুই ছিলিনা যখন,
তুই রবি আমারই
তুই ছবি আমারই,
তোরে ছাড়া বাঁচি কেমনে...
বড় একা আমি
নিজের ছায়ার মত,
শূন্যতার মত
দীর্ঘশ্বাসের মত
নিঃসন্গ বৃক্ষের মত
নির্জল নদীর মত
বিচ্ছিন্ন দ্বীপের মত
মৌন পাহাড়ের মত
আজীবন সাজাপ্রাপ্ত, দন্ডপ্রাপ্ত আসামীর মত,
বড় একা আমি, বড় একা....
মেঘে মেঘে কত বেলা কেটে যায় শুধু,
বিষাদ এর ভেলা,
তুই ছাড়া একা একা
দিন কাটেনা স্মৃতিরও ছায়ায়,
তুই রবি আমারই, তুই ছবি আমারই,
তোরে ছাড়া আমি বাঁচি কেমনে...
নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজও পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাস টুকু দু' হাতে আকড়ে ধরে...................
৪/যখন নিজেকে খুব একা লাগবে ,
সন্ধার বাতাসে নিজেকে খুব হতাশ লাগবে ,
দুঃসহ সৃতিগুলো কষ্ট দিবে ,
একা একা বিষন্ন মনে বেলকোনিতে বসে থাকবে ,
যখন কিছুই ভাল লাগবেনা
তখন আমায় ডেকো একটিবার ।
আমি সব কিছু ফেলে চলে আসবো
তোমার কাছে..... তবে
চিন্তা কোরোনা কোন
কিছু চাইবোনা তোমার কাছে ।
শুধু নিস্বার্থ ভাবে ভালবেসে যাবো ।
৫/দেখার জন্য খুঁজছি না,
শোনার জন্য বলছি না,
ভালোবাসার জন্য ডাকছি না...
আজ আর কিছুই আমি চাইছি না,
তবুও এক অদ্ভুত না পাওয়ার শূন্যতা থেকে
নিজেকে দূরে সরিয়ে রাখতে পারছি না...
এই শূন্যতা কেবল আঁকড়ে ধরছে আমায়,
আর আমি হারিয়ে যাচ্ছি,
দূর কোন অজানা সীমানায়..................।।
৬/মুক্ত করে দিলাম তোমায়
আর সেই সাথে শুরু হল ভাঙ্গন আমার...
আমার পৃথিবীতে
তোমার প্রভাব যতই থাকুক না কেন...
আমার পৃথিবীটা...
তোমায় ছাড়া যতই এলোমেলো হোক না কেন
তবুও চাইব না আর তোমায়...
আর কখনো না কোনদিন না...
এতটা স্বার্থপর হয়ে উঠতে পারিনি এখনও
যে শুধু নিজে বাঁচার তাগিদে তোমায় চাইব...
আমি নিঃশেষ হয়ে যাবার পরও যদি
তুমি ভাল থাক তবে সেখানেই আমার শান্তি......।।
৭/সপ্ন যদি ভেঙে যাওয়ার জন্যই হয়ে থাকে
তবে আর সপ্ন দেখবনা।
সপ্নকে আড়ি দিয়ে পা বাড়াবো বাস্তবতার পানে।
ভয় ছিল তোমাকে হারানোর,
সেটাকে তুমি সত্যিতে পরিণত করলে।
এখন আর কোন কিছু হারানোর ভয় নেই,
আমার আর কোন দুর্বলতা নেই।
কোন কিছুতেই আর ভেঙে পরবো না।
আমার গন্তব্য এখন আর তোমার দিকে নয়,
ইট পাথরের এই পৃথিবীতে ভাঙ্গা হৃদয়টা নিয়ে
বেঁচে থাকার বাসনাই এখন আমার একমাত্র গন্তব্য ......
৮/তোমাকে আমি নতুন করে এখন আর ভালবাসিনা,
কিন্তু একদিন যতটুকু ভালবেসেছিলাম...
ততটুকু ভালবাসা শত তিক্ততার মাঝেও
আমি এখনও বাঁচিয়ে রেখেছি।
হাজার তারার ভীড়ে যখন তোমায় হারিয়ে ফেলি,
তখনও আমি আমাকে নিরাশ হতে দেইনা।
ভাবি যে আমি হাজার তারার ভীড়ে তোমায় খুঁজি,
সেই তুমিও একদিন আমার মাঝে আমাকে খুঁজবা।
চলে যেতে যেতেও আমি বারবার পিছনে তাকাই,
যদি তুমি একবার দুটি হাত তুলে আমাকে ডাকো এই ভেবে।
কিন্তু তুমি মুক্তির আশায় ছুটে চলে গেলে।
যতদূর দৃষ্টি যায় আমি শুধু তোমায় খুঁজি,
হয়তো তুমিও একদিন সবার মাঝে আমার দুটি চোখ খুঁজবে।
৯/আমি যখন মারা যাবো, তখনও আমার মনের সর্বস্ব দিয়ে শুধু তোমায় ভালোবেসে যাব।
ওই দূর আকাশ থেকে শুধু তোমায় দেখে যাব, আর তোমার জন্যে প্রার্থনা করব।
যখন দেখব তুমি হাসছ বুঝে নেব আমাদের মধুর স্মৃতিগুলো মনে করে হাসছ।
যখন দেখব তুমি কাঁদছ বুঝে নেব আমায় কাছে না পাওয়ার যন্ত্রণা তোমায় পোড়াচ্ছে।
মৃত্যুর পরের জগতেও আমার চিন্তা চেতনায় শুধু তুমি রবে।
যখনই তুমি আমায় ভাববে বুঝে নেব আমি কখনও কাওকে ভালবাসা দিতে পেরেছিলাম।
কিন্তু মনে একটা প্রশ্ন আসে, যখন আসলেই আমি মারা যাব?
তুমি কি ভাববে আমার কথা?
যে চোখ আমায় দেখে কখনও হেসেছে সেকি কখনও আমার কথা ভেবে কাঁদবে।
তখন কি তোমার মনে পরবে কখনও আমরা হাত ধরে নদীর পাশে হেঁটেছি?
মনে পরবে একসাথে কতযে কথা কতনা গান গেয়েছি?
যখন আমি মারা যাব তখনও কি আমায় এভাবেই ভালবাসবে?
জানি জীবন কারো জন্যে থেমে থাকে না। তোমার জীবনও জিবনের নিয়মে এগিয়ে যাবে।
আমি চাইনা তুমি আমায় ভেবে জীবনকে থামিয়ে রাখ। চাইনা আমার কবরে যেয়ে একটি গোলাপ দিয়ে এসো, চাইনা আমার জন্য এতটুকুও অশ্রু ঝরাও।
শুধু এটুকু চাই। কোন এক ভোরে ঘুম ভেঙ্গে আমায় মনে পরলে আকাশ পানে চেয়ে একটু হেসে বোলো "তোমাকে এখনও অনেক ভালোবাসি।
১৮ ই জুন, ২০১২ রাত ৮:৫৬
তিথির অনুভূতি বলেছেন: সত্যি কি হারিয়ে গেছো আজ......
......স্বপ্নের অতীত হয়ে কোন একদিন খুব দূরে ভেসে গেলে
শুধু তার তোলপাড় ঢেউগুলো আজন্ম আজ বুকে......
বুকের মাঝে ঠিক যেন একটি সোনালি ফ্রেমের পেইন্টিং......
ধীরে ধীরে ধুলোয়, ধোঁয়ায়, কুয়াশায়.....
ঠিক যেন জরাজীর্ণ পোকামাকড়ের সুখি বাসাবাড়ি হয়ে যায়।
২| ১৮ ই জুন, ২০১২ সকাল ১১:১৭
দীপঙ্কর_আলোসন্দিপ বলেছেন: আমি জানিনা আপনি কে? কিন্তু আপনার সব কবিতা কথা গুলা আপনার ভাবনা গুলি আমার একান্ত মানুষ যে কিনা আমাকে । .।.।.।.।।। UIU te
ms eco te porto akhon Brac ra hisebe e ache তার সাথে হুবহু মিলে যায় তার ভাবনা তার সমস্ত কথা আপনি লিখছেন ??????? কিভাবে???????? আমি ত পড়ে পুরাই থ । । ।
১৭ ই জুলাই, ২০১২ সকাল ৯:৫০
তিথির অনুভূতি বলেছেন: আমি আপনার ব্লগে একান্ত মনের মানুষের কথা পড়েছি যে এখন ব্র্যাকে রিসার্চার হিসেবে কাজ করে। কিন্তু আমি সে নই যাকে ভেবে আপনি কিসব লিখে যাচ্ছেন আমার ব্লগে আপনার মন্তব্যগুলি আমার কাছে খুবই অশালীন মনে হয়েছে সেগুলি মুছে দিয়েছি।
আর আমাকে কেন ব্লক করলেন খুবই আজীব লেগেছে।
ব্লক তো আমার করার কথা , আজীব দুনিয়া উল্টাইয়া গিয়েছে।
৩| ১৮ ই জুন, ২০১২ সকাল ১১:২৩
কলির কৃষ্ণ বলেছেন: ভালোবাসা ভাল করে নিংড়াইয়া নিতে/দিতে হইবে
১৮ ই জুন, ২০১২ রাত ৯:০০
তিথির অনুভূতি বলেছেন: মেঘলা আকাশ মেঘলা দিনে
মেঘে ঢাকা জোছনা....
একলা বাতাস একলা বনে
তুমি ছাড়া যাবনা.......
শ্রাবণ জলে ভিজে ভিজে
ভালবাসা নেব খুঁজে...
ভালবেসে অপরাধী হব দুজনা............
ঝিরি ঝিরি ভেজা বাতাস অধর ছুঁয়ে যায়
মন তোমাকে চায়........
তুমি মেঘ এর আমি বৃষ্টি সুদূর নীলিমায় ............
শ্রাবণ জলে ভিঝে ভিজে
ভালবাসা নিব খুঁজে
ভালবেসে অপরাধী হব দুজনা............
৪| ১৮ ই জুন, ২০১২ সকাল ১১:২৪
রাহি বলেছেন: :> :>
১৮ ই জুন, ২০১২ রাত ৯:০৫
তিথির অনুভূতি বলেছেন: প্রেম কখনো ডাকে ইশারায়....
কখনো দূরে সরে যায়....
নিঃসঙ্গ কষ্টের একাকী জীবন আমার....
বড় নিঃস্ব হয়েছি আমি তোমাকে ভালবেসে হায়...
৫| ১৮ ই জুন, ২০১২ সকাল ১১:৫৩
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: আজ এই আকাশ
কালো হয়ে
বৃষ্টি ঝরে
তোকেই ধরি
ছন্দ ছাড়া, হয়ে আমি
খুজি তোরে
আপনমনে........
এই গানটা কি আপনার লেখা ? যদি না হয় তাহলে লেখকের নাম অথবা সিঙ্গারের নাম দেওয়া উচিত !!
আপু সব গুলো কি তোমার লেখা , সন্দেহ ঢুঁকলো এই গানের জন্য !! যদি তোমার না হয় তবে লেখক এর নাম দিলে খুশি হতাম !!
তোমার লেখা হইলে তো আমি তোমার বড় একজন নিয়মিত ঝুলন্ত ফ্যান হয়ে গেলুম !!
১৮ ই জুন, ২০১২ রাত ৯:০৩
তিথির অনুভূতি বলেছেন: যখন তুমি ছিলেনা
তখনও আমি ছিলাম,
তুমি এসে চলে গেছো
এখনও আমি আছি...
আবার তুমি যখন ফিরে আসবে
তখনও আমি থাকবো... শুধুই তোমার জন্য...
তোমার জন্য আমার অপেক্ষার কখনো শেষ হবেনা.. ♥ ♥
৬| ১৮ ই জুন, ২০১২ দুপুর ১:১৮
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ভালো লাগা ভালোবাসায়
১৮ ই জুন, ২০১২ রাত ৯:০৬
তিথির অনুভূতি বলেছেন: আমি তো ভেবেছিলাম কেউ না বুঝুক তুমি অন্তত আমায় বুঝবে ,
আমি তো ভেবেছিলাম কেউ না ভালো বাসুক তুমি অন্তত আমায় ভালোবাসবে ,,
আমি তো ভেবেছিলাম কেউ না থাকুক শেষ পর্যন্ত তুমি আমার পাশে থাকবে ,
আমি তো ভাবেছিলাম কেউ না মুছুক তুমি অন্তত আমার চোখের জল মুছবে !!
এই ভাবনা গুলো কি শেষ পর্যন্ত ভাবনা হয়েই থেকে যাবে নাকি পাবো কিছু তোমার কাছে ,
বুঝবো সেদিন যেদিন আমার শরীর টা জ্বলন্ত আগুনের ভিতর পুড়বে ।।
৭| ১৮ ই জুন, ২০১২ দুপুর ২:৫১
শায়মা বলেছেন: চলিতে চলিতে পথে
তোমায় দেখে কেনো যে থমকে আমি দাঁড়িয়ে গেলাম !!!!
১৮ ই জুন, ২০১২ রাত ৯:০৫
তিথির অনুভূতি বলেছেন: বৃষ্টি তোমাকে আজ খুব কাছ থেকে ছুঁয়েছি !
ভীষণ কাছ থেকে !
ঠিক যেমন আমি ছুঁয়েছিলাম আমার প্রথম প্রেমের প্রথম স্পর্শকে !
জান বৃষ্টি ?
এই স্পর্শ একদিন আমার বুকেতে অসময়ে যুবতী হওয়ার স্পর্ধা এনে দিয়েছিল !
কীভাবে একাকীত্বের যন্ত্রণা অনুভব করতে হয় তা শিখিয়েছিল !
শূন্যতার ও যে একটি নিজস্ব ব্যাকরণ বোধ আছে তাও জানিয়েছিল !
তোমার মনে আছে বৃষ্টি !
শেষ আষাঢ়ের আমন্ত্রণে তুমি কেঁদে যখন অভিমান ভাঙ্গলে ,
সেদিন রিকশাওয়ালার মনে একধরনের রহস্যময় চাঞ্চল্য এনে দিয়েছিলে,
বদ্ধ হুকের রুদ্ধ ভালবাসায় প্যাডেলের গতি তখন বাস্তবিক ভাবেই অসীম ছিল !
বৃষ্টি ! তুমি আজ আবার এলে !
নিছক একটি লিলুয়া অতীত হয়ে !!
বৃষ্টি !! তোমাকে আজ আমি খুব কাছ থেকে দেখেছি !! খুব কাছ থেকে !
যে ভাবে দেখেছিলাম ওর চোখে আমার শেষ স্বপ্ন গুলোকে... !!
৮| ১৮ ই জুন, ২০১২ বিকাল ৩:৫৪
শোশমিতা বলেছেন: আজ এই আকাশ
কালো হয়ে
বৃষ্টি ঝরে
তোকেই ধরি
ছন্দ ছাড়া, হয়ে আমি
খুজি তোরে
আপনমনে........
১৮ ই জুন, ২০১২ রাত ৮:৩৯
তিথির অনুভূতি বলেছেন: হয়তো হাতের রেখাতেই তুমি ছিলে না।
হয়তো একথাটি আমি বুঝতে পারি নি।
হয়তো তোমার ভালোবাসায় কোন খাঁদ ছিল না।
হয়তো আমিই তোমাকে বুঝতে পারি নি।
হয়তো তোমার চোখে যে অফুরন্ত ভালবাসা ছিল।
হয়তো তাতে আমার নাম লেখা ছিল না।
হয়তো যে আবেগে আপ্লুত হয়ে আমি সুখের সাগরে ভেসেছিলাম।
হয়তো সে আবেগ আর সেই সাগর আমার জন্য ছিল না।
হয়তো আমাকে ভালোবেসে প্রিয়া বলে ডাকা মিথ্যা ছিল।
হয়তোবা আমিই তোমার কাছে মিথ্যে ছিলেম।
হয়তোবা তুমি জান না কিন্তু আমি জানি
আমার প্রতিটি অশ্রু সত্যি ছিল।
৯| ১৮ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:০০
মুনসী১৬১২ বলেছেন:
১৮ ই জুন, ২০১২ রাত ৯:২৯
তিথির অনুভূতি বলেছেন: কত দিন দেখিনা তোমায়
কত দিন ছুই না তোমায়
স্বপ্নে এসে দেখা দিয়ে যাও
আবেগে কেদে উঠি
ভয় হয় শুধু
এই বুঝি হারিয়ে জাচ্ছ
এই বুঝি আর দেখবনা তোমায়
উফফ এতো কেন ভালবাসি
এতো কেন কষ্ট ..................... ♥
১০| ১৮ ই জুন, ২০১২ রাত ৯:০৫
অণুজীব বলেছেন: +++++
১৮ ই জুন, ২০১২ রাত ৯:২৭
তিথির অনুভূতি বলেছেন: ভালবাসার খোঁজে
দূর আকাশে তারার মাঝে,
খুজি আমি তোমাকে !!
কখনো কি খুজে পাব আমি তোমাকে ??
হারিয়ে যাওয়া পথের মত ;
হারিয়া যেও না তুমি !!
ঝরে যাওয়া তারার মত ;
কখনো ঝরে পড়ো না তুমি !!
রাত জাগা পাখির মত ;
কখনো যেন জাগতে না হয় তোমাকে !!
হারানোর কষ্ট যেন কখনো না পাও তুমি !!
আমার সবই সুখের বিনিময়ে ;
দিয়া দাও তোমার সব কষ্ট গুলো ,
শুধু একবার বল ,
ভালবাসি , তোমাকে ভালবাসি !!
১১| ১৯ শে জুন, ২০১২ রাত ১২:৫৪
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: আপু কি হেমায়াত পুরের টিকেট কাটতে রেইলে উঠেছেন ?
আমি না টিকেট হারিয়ে ফেলেছি কি করি বলেন তো আপনারে ভালো পাইলাম আর মতো !!
১২| ১৯ শে জুন, ২০১২ রাত ১:০২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালোবাসা কে ভালোলাগা;
শুভকামনা, কবি!
১৩| ১৯ শে জুন, ২০১২ সকাল ১১:১০
সায়েম মুন বলেছেন: ভাললাগা
১৪| ১৯ শে জুন, ২০১২ দুপুর ২:৪৫
তাহ্জীর ফাইয়াজ চৌধুরী বলেছেন: ভাল লাগলো ।। ☺
১৫| ১৭ ই জুলাই, ২০১২ সকাল ৯:৫৮
জামিল আহমেদ জামি বলেছেন: ভালো সংগ্রহ...
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১২ সকাল ১১:০৮
দীপঙ্কর_আলোসন্দিপ বলেছেন: কোন এক ভোরে ঘুম ভেঙ্গে আমায় মনে পরলে আকাশ পানে চেয়ে একটু হেসে বোলো "তোমাকে এখনও অনেক ভালোবাসি।
সে আর ফিরবেনা আধার জগত থেকে
আমি এখন এটাই করি ।