নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝংকার

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক **

তিথির অনুভূতি

মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **

তিথির অনুভূতি › বিস্তারিত পোস্টঃ

~ ভালোবাসি, কিন্তু কখনো বলবো না তোমায় ~

১৬ ই আগস্ট, ২০১২ রাত ১১:২৪





একবার প্রেমিক প্রেমিকা বিয়ে করবে বলে ঠিক করলো,

বিয়ের কয়েক মাস আগে মেয়েটির এক্সিডেন্ট হল আর তাঁর চেহারা পুরোপুরি নষ্ট হয়ে গেল!

এর পর মেয়েটি ছেলেটিকে লিখল

আমি তোমাকে বিয়ে করতে পারবোনা, কারন আমি সারাজীবন

এমন কুৎসিত থেকে যাব, তুমি তোমার জন্য

সুন্দরি কোন মেয়ে খুজে বের কর কারন আমি তোমার

যোগ্য না !

এরপর সে তাঁর প্রেমিক এর কাছ থেকে উত্তর পেল

"যাই হোক আমার নিজের ও

একটা সমস্যা হয়েছে আমার

চোখে সমস্যা হয়েছে ডাক্তার বলেছে আমি অন্ধ

হয়ে থাকব এর পরেও যদি তুমি আমাকে গ্রহন

করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব!



এভাবেই তারা বিয়ে করে আর

ভালোবাসা বোঝাপড়া আর আনন্দে ২০ বছর পার

করে দেয়... মেয়েটি অন্ধ স্বামীর চোখের আলো আর

পথ প্রদর্শক হয়ে থাকে !



এরপর একদিন

মেয়েটি মৃত্যু সজ্জাতে চলে যায় কিন্তু মন খারাপ

করে ফেলে যে সে তাঁর প্রিয়তমকে আবার অন্ধ

অবস্থায় ফেলে যাবে !!

শেষ পর্যন্ত সে মারা যায়!

যেদিন সে মারা যায় সেদিনই তাঁর স্বামী সবাই

কে অবাক করে দিয়ে চোখ খোলে!

সে বলে " আমি অন্ধ ছিলাম না, আমি ভান করতাম

যে আমি অন্ধ কারন সে যাতে তাঁর অসুন্দর

চেহারার জন্য নিজেকে কখনো ছোট মনে করতে না পারে

কারন আমার ভালোবাসা তাঁর

চেহারার প্রতি ছিলনা, ছিল তাকে ঘিরেই" ♥



মন্তব্য ৪৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১২ রাত ১১:২৭

হৈমো বলেছেন:
চোখের আলোয় দেখেছিলেম ...

১৬ ই আগস্ট, ২০১২ রাত ১১:৪১

তিথির অনুভূতি বলেছেন: জীবন তখনই রোম্যান্টিক হয়ে ওঠতে থাকে যখন চোখ দুটো চুপি চুপি কাউকে দেখতে শুরু করে... ♥
এবং..
জীবন অনেক বেশি রোম্যান্টিক হয়ে উঠে যখন কেউ সেই চোখ দুটোর ভাষা চুপি চুপি পড়তে শুরু করে... ♥

২| ১৬ ই আগস্ট, ২০১২ রাত ১১:২৮

হৈমো বলেছেন: +

১৬ ই আগস্ট, ২০১২ রাত ১১:৩৮

তিথির অনুভূতি বলেছেন: ভালবাসা কি জানো?
আমি জানি, আমার কাছে ভালবাসা হচ্ছে তুমি।

আবেগ কি জানো?
আমি জানি, আমার কাছে আবেগ হলে তুমি।

মায়াতে কিভাবে জড়ায় জানো?
আমি জানি, যেভাবে তুমি আমার জীবনের সাথে জড়িয়ে গেছ।

সুখ কি জানো?
আমি জানি, তুমি যখন হাসো তখন আমার সুখ

আমি জানি তারপরে ও তুমি বল আমার ভালবাসার কমতি নাকি আছে। আমি জানি আমার ভালবাসা এখনো অসম্পূর্ণ কেন জানো?

কারন তুমি এখনো আমায় আমার মতো করে ভালবাসতে পারনি । ♥

৩| ১৬ ই আগস্ট, ২০১২ রাত ১১:৩৮

তারছেড়া লিমন বলেছেন:

১৬ ই আগস্ট, ২০১২ রাত ১১:৪৬

তিথির অনুভূতি বলেছেন: কিছু মানুষ অনেক ভাগ্যবান যে তারা তাদের কাছের মানুষগুলোকে অনেক কষ্ট দেবার পর ও অনেক ভালবাসা পায় ,
আর কিছু মানুষ আছে যারা তাদের কাছের মানুষকে অনেক বেশী ভালবাসা দিয়েও অনেক কষ্ট পায় ! :(

৪| ১৬ ই আগস্ট, ২০১২ রাত ১১:৩৮

তারছেড়া লিমন বলেছেন:

৫| ১৬ ই আগস্ট, ২০১২ রাত ১১:৪১

ক্ষুদে ব্লগার বলেছেন: সুন্দর

১৬ ই আগস্ট, ২০১২ রাত ১১:৪৭

তিথির অনুভূতি বলেছেন: দুষ্টু তারা,
♥ আমাকে খুশি করবার জন্যে তোমার খুব বেশি কিছু
করার প্রয়োজন নেই,
শুধুমাত্র তোমার উপস্থিতিই আমার কাছে স্বর্গীয় ♥

৬| ১৬ ই আগস্ট, ২০১২ রাত ১১:৪৩

বেঈমান আমি বলেছেন: কতো ভালোবাশা :(

১৬ ই আগস্ট, ২০১২ রাত ১১:৫৬

তিথির অনুভূতি বলেছেন: ♥ যেতে হবে বলে তুমি চলে গিয়েছ,

হারানোর ছিল বলে আমি তোমায় হারালাম !

পার্থক্য এটুকু ই যে ,

তুমি হারালে জীবনের একটি মুর্হূত

আর আমি এক মুর্হূতে হারালাম আমার পুরোটা জীবনকে....

প্রতিটি দিন আর প্রতিটি রাত এখন ও থাকি তোমার অপেক্ষায় !!

তুমি আসবে বিশ্বাস রাখি এখনও
এখনও রাত জাগি ,
এখনও আমি কাঁদি !! ♥

৭| ১৬ ই আগস্ট, ২০১২ রাত ১১:৪৩

রাতুল_শাহ বলেছেন: বাহ্- দারুণ। কোথায় থেকে কপি-পেষ্ট?

১৭ ই আগস্ট, ২০১২ রাত ১২:০৪

তিথির অনুভূতি বলেছেন:

এটি একটি সত্যিকারের কাহিনী। আমি গুগলে ট্রু লাভ স্টোরী সার্চ দিয়ে পেয়েছি।

৮| ১৬ ই আগস্ট, ২০১২ রাত ১১:৪৮

হিবিজিবি বলেছেন: এগুলো তো ইতিহাস/কল্পকাহিনীতেই আছে, বাস্তবে এমন পাওয়া কি যায়!!

সত্যিকারের ভালোবাসায় ভরে উঠুক প্রতিটি নীড়!

১৭ ই আগস্ট, ২০১২ রাত ১২:০০

তিথির অনুভূতি বলেছেন: ভালোবাসা মানে
আবেগের পাগলামি ---
ভালোবাসা মানে
কিছুটা দুষ্টামি ।
ভালোবাসা মানে
শুধু কল্পনাতে ডুবে থাকা ---
ভালোবাসা মানে
অন্যের মাঝে নিজের ছায়া দেখা । ♥

৯| ১৬ ই আগস্ট, ২০১২ রাত ১১:৫৪

দ্যা ডার্ক নাইট বলেছেন: চমৎকার ।

১৭ ই আগস্ট, ২০১২ রাত ১২:০৭

তিথির অনুভূতি বলেছেন: বাঁচো তার জন্য,
যে তোমার জন্য মরে ।। ♥
হাসো তার জন্য,
যে তোমার জন্য কাঁদে ।। ♥
ভালবাসো তাকে,
যে তোমাকে তার চেয়ে বেশি ভালোবাসে ।। ♥

১০| ১৬ ই আগস্ট, ২০১২ রাত ১১:৫৮

নক্ষত্রচারী বলেছেন: এমন ভালোবাসা গল্প উপন্যাস, নাটক টেলিফিল্মেই মানায় । বাস্তবে খুঁজে পাওয়া দুষ্কর ।।

১৭ ই আগস্ট, ২০১২ রাত ১২:১৪

তিথির অনুভূতি বলেছেন: দুষ্কর জিনিসেই বেশী ভাললাগা খুজে পাওয়া যায়, গতনাগুতিক হলে বাকীদের সাথে কি পার্থক্য রইল ???

কেউ কাঁদলে তার মানে এই না যে সে দূর্বল ।।
বরং কারো জন্য কেউ কাঁদলে বোঝা যায় যে তার
একটা সুন্দর হৃদয় আছে ।। ♥

কারো কাছে ক্ষমা চাওয়ার অর্থ এই নয়
যে আপনি ভুল আর সে সঠিক,
ক্ষমা চাওয়ার অর্থ এই যে,
আপনি আপনাদের সম্পর্কটিকে আপনার ইগো আর
অহংকারের চেয়েও বেশি গুরুত্ব দেন ♥♥♥


১১| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ১২:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

এতো ভালোভাসা ভাল্লাগে না /:)

১৭ ই আগস্ট, ২০১২ রাত ১২:১৭

তিথির অনুভূতি বলেছেন: সবার সবকিছু ভাল লাগতে হবে এমন কথা নেই,
তাও আপনার ও তার জন্য এক মুঠো ভালবাসা দিলাম

মেয়েঃ আমি যদি তোমার উপর রাগ করি তুমি কি করবে?

ছেলেঃ আমি আমার দুবাহুর
মাঝে তোমাকে আটকে রাখব। তোমাকে শক্ত করে জড়িয়ে ধরবো যতক্ষণ পর্যন্ত না আমার
উষ্ণ ভালবাসা তোমার
রাগকে গলিয়ে ফেলতে পারে! ♥ ♥ ♥

১২| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ১২:০৯

সান্তনু অাহেমদ বলেছেন: বাস্তব জীবনে এমন ভালোবাসা পাওয়া বড়ই দু:সাধ্য ব্যাপার। তাছাড়া, গল্প বা উপন্যাসে বা সিনেমা বা নাটকে সময় খুব দ্রুত পার হয়ে যায়।

তাই, বাস্তবে মানুষ হতাশ হয়।

গল্পে ভালোলাগা রইল আপু।

১৭ ই আগস্ট, ২০১২ রাত ১২:২৫

তিথির অনুভূতি বলেছেন: যেদিন থেকে তোমাকে ভালবেসেছি ,
সেদিন থেকে নিজেকে ভালবাসতে ভুলে গিয়েছি ।
যেদিন থেকে তোমাকে জিজ্ঞেস করি কেমন আছো ?
সেদিন থেকে আমি কেমন আছি তা ভুলে গেছি ।
যেদিন থেকে তোমার পাশে এসে দাঁড়িয়েছি ,
সেদিন সবার থেকে দূরে হারিয়ে গেছি ।
যেদিন তোমার স্বপ্ন গুলো আমার হাতে তুলে দিয়েছো ,
সেদিন থেকে তোমার স্বপ্ন পুরনের বাস্তবতার পিছু ছুটে চলছি ।

আজ তুমি পাশে নেই তাই বলে ......
আমি কিন্তু থেমে যাইনি এখনও, থেমে গেছো তুমি ।
ভালবাসি বলে কারনে অকারণে শতবার কষ্ট দিয়েছ ।
আমার শত কষ্টের মাঝেও পাশে থাকবে বলে কথা দিয়েছিলে তুমি ,
আজ আমার কষ্টের মাঝে তুমি পাশে নেই , তুমি ছিলে সুখের মাঝে ।
তুমি হয়ত ভুলে গেছো আমার সেই কষ্ট গুলি তোমার দেওয়া ছিল ।
তোমার দেওয়া কষ্ট আমি আপন করে নিয়েছি , সত্যি তোমাকে ভালোবাসি বলে ।


১৩| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ১:৩৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: আজকে দেখা যায় চ্রম মুডে আছেন :) পোস্টে ৭ম ভালোলাগা।চমৎকার।

১৭ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৫৯

তিথির অনুভূতি বলেছেন: .মাঝে মাঝে কোন একজনকে প্রয়োজন হয়,

...কেউ একজন যে তোমাকে হাসাবে যখন তোমার মন খারাপ থাকে,

....কেউ একজন যে তোমাকে বলবে যে তুমি সুন্দর,

.....কেউ একজন যে তোমাকে প্রতিদিন দেখতে চাইবে,

......কেউ একজন যে তোমাকে প্রতি রাতে ফোন করবে,

.......কেউ একজন যে তোমাকে বলবে সে তোমাকে সত্যিইকতোটা ভালবাসে,

.........মাঝে মাঝে আসলেই কোন একজনকে ভীষণ প্রয়োজন হয়...! ♥

১৪| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ১:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

এই রকম সিনেমাটিক ভালোবাসার দরকার নাই B-))

বাস্তবার সাথে মিল আছে যদি বস্তাপঁচা ভালোবাসাও হয় তাইলেও মানা যায় :-&

১৭ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:১৪

তিথির অনুভূতি বলেছেন: আমরা যা করি তাই বাস্তব আর যা ভাবি তাই কল্পনা তাই তো
কল্পনার সুন্দর হলে তাকে বাস্তবে রূপ দিতে কার না ভাল লাগে।
তাই বাস্তব সুন্দর **

আপনার জন্য একটা গতনাগুতিক ছোট্ট সুন্দর ভালোবাসার গল্প দিলাম
এরপরও যদি বলেন এরকম ভালবাসার গল্পও অসম্ভব, তবে আপনি আসলে বাস্তব জগতে নেই বলতে হবে, আছেন ইট-পাথর, টাকা-পয়সা আর জীবনটাই ব্যর্থ যদি ভালবাসাই না থাকে জীবনে



>জান,আমি ত অসুস্থ হয়ে গেছি।

>কি হয়েছে তোমার? :'(

>একটু জ্বর আসছে গো।

>ওষুধ খাও।ডাক্তারের কাছে যাও।

>আচ্ছা দেখি।

>দেখি কি? এখনি যাও ত। তোমার অসুখ থাকলে আমার ভালো লাগে না।

>আচ্ছা চেষ্টা করব ডাক্তারের কাছে যেত।

>চেষ্টা না।যেতেই হবে।

>ওকে ওকে।

[ দশ মিনিটে পর দরজায় কলিংবেল ]

>আরে তুমি?বাসায়! কি ব্যাপার?

>আমি জানতাম তুমি ডাক্তারের কাছে যাবা না।তাই চলে আসছি। রেডি হও।তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো।দেখি তো।তোমার ত অনেক জ্বর। চলো চলো তাড়াতাড়ি

>তুমি এসেছ এমনিতেই ভালো হয়ে যাবো।

>ডং পরে করবা। চলো এখন।

>যেতেই হবে? না গেলে হয় না।

>ওকে।আমিই চলে যাচ্ছি।

>দাঁড়াও দাঁড়াও আমি আসছি।

[ কি এক পাগলী মেয়ের পাল্লায় পড়েছি রে।আমার এত খেয়াল রাখে! ]

>এত খেয়াল নাও কেন গো আমার? আমি যে তোমাকে ছেড়ে মরতেও পারব না।

>বাঁচলে একসাথে ।মরলেও একসাথে। এখন মুখটা বন্ধ কর। পরে বাসায় গিয়ে যা বলার বলবে। ♥

১৫| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ২:১৬

আরজু পনি বলেছেন:

পিয়ার মহব্বত....ভালোই তো। মহাণ প্রেমিক।

১৭ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:০২

তিথির অনুভূতি বলেছেন:

১৬| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ২:৩৪

লেডি বার্ড বলেছেন: আহারেেেেেেে প্রেম তুমি বড়ই মহানননন। B-))

১৭ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:২৭

তিথির অনুভূতি বলেছেন: ও বুঝি মনে মনে বলে >>>>

আই পাখি তুই এতো ভাল কেন রে ?
বল না , কেন এতো ভাল তুই ?
এতো ভাবিস কেন আমাকে নিয়ে তুই ?
এতো ভালবাসিস কেন তুই ?
তোর মতো আর কেউ হয়না কেন রে ?
বল না পাখি ♥
আমি কাদলে তুই ছাড়া আর কেউ আমার পানি মুছে দেয়না ,
আমি হাসলে তুই ছাড়া আর কেউ আমাকে ভেঙ্গায় না ,

পাখি ও পাখি রে ,
বলনা তুই এতো ভাল কেন ?
বেশি দুষ্টুমি করিস মাঝে মাঝে ,
বলছিনা, আমার আকাশে উড়ে বেরাবি শুধু ♥

তুলতুলা পাখি
বল না ভালবাসি ♥

১৭| ১৭ ই আগস্ট, ২০১২ সকাল ১১:২৪

শহিদুল ইসলাম বলেছেন: এমন ভালোবাসা কি সত্যিই আছে ?

পোস্টে ভালো লাগা আপু!

১৭ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:১৮

তিথির অনুভূতি বলেছেন: কি জানি না থাকে যদি তার চর্চা করতে হবে, ভালবাসা ছাড়া জীবন অচল।
আপনার আর তার জন্য একটা ভাল - বাসার রুম দিলাম।
দেখেন কি পরিবর্তন আসে জীবনে !!!
আমাকে জানাতে ভুলবেন না কিন্তু

১৮| ১৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:০২

রাহি বলেছেন: ৮নাম্বার কমেন্টের রিপ্লাইয়ে যে মেয়ের ছবি দিলেন... দেখে হাহাকার বেড়ে গেল। :#>

১৯| ১৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:১৩

মুনসী১৬১২ বলেছেন: এমন ভালোবাসার জন্যই বেঁচে থাকা

১৭ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৩৮

তিথির অনুভূতি বলেছেন: তবুও ভালোবাসি (Tobuo Bhalobashi)

তুমি আজ কোথায় যাবে ?
সাগর পাড়ে , ঐ লাল পাহাড়ে
নাকি অজানা কোন গহীন বনে ?
যেখানেই যাও , আমাকেও সঙ্গে নিও
আমিও হাঁটবো তোমার পাশে
যেমনটি কষ্টরা হাঁটছে ।

সাগর পাড়ে উত্তাল ঢেউ
লাল পাহাড়ের গায়ে কাঁটা ;
আর গহীন বনে , হিংস্র জীবজন্তুর ভয় ।
একা একা যেতে পারবে ?
আমাকেই সঙ্গে নিতে হবে ।

উত্তাল ঢেউকে ডেকে বলি ,
তোমাদের আজ ছুটি
সাগরের বুকে ঘুমিয়ে পরো
আমরা দু'জন আসবো বলো ।
লাল পাহাড়কে ছুঁয়ে বলি ,
তোমার বুকে এতো কিসের ব্যথা ?
গায়ে জড়িয়েছো কাঁটা
কাঁটার গায়ে ফুল ফোটাবো ,
তোমার সুখের কান্না দেখবো
আমরা দু'জন এলাম চলে ।

গহীন বনকে হাসিমুখে বলি ,
আমরা তোমাদের সাথী
থাকবো সবাই একসাথে ;
সুখ-দুঃখে আশেপাশে
আসো সুখের সংসার গড়ি ।
দেখলে ?সবার সাথে হয়ে গেলো সন্ধি
থাকবোনা জন কোলাহলে বন্ধী !
আমরা দু'জন দু'জনার হবো তাই
আমাদের ভালোবাসার প্রকাশ প্রকৃতির
মাঝে ।

২০| ১৭ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৫

তন্ময় ফেরদৌস বলেছেন: হৈমো বলেছেন:
চোখের আলোয় দেখেছিলেম ...

১৭ ই আগস্ট, ২০১২ রাত ৮:১৮

তিথির অনুভূতি বলেছেন: হয়তো কোন অলস দুপুরে কিংবা অভিমানী বিকেলে,
বন্ধু আমায় পড়বে মনে..
তখন প্রতি ক্ষণে ক্ষণে..
হয়তো তুমি খুঁজবে আমায় হাত দু'খানি মেলে !!

হয়তো তখন ভাববে বসে আমায় কোথায় পাবে,
তোমার মনের গহীণ কোণে..
ছিলাম আগে সযতনে..
তখন আমায় পাবার আশা কুঁড়ে কুঁড়ে খাবে !!

হয়তো এখন প্রতি রাতে আকাশ মাঝে আমায় খোঁজো,
পাওনা যখন আমার দেখা..
যখন থাকো ভীষণ একা..
হয়তো তখন আমায় তুমি অনেকখানিই বোঝো !!

হয়তো কখনো তোমার দিকে দেখবেনা কেউ ফিরে,
হাসবো আমি অগোচরে..
পাবেনা খুঁজে আমারে..
ডাকবো আমি আকুল হয়ে এসো তখন আমার নীড়ে !!

২১| ১৭ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৯

জেমস বন্ড বলেছেন: ভালবাসা , ভালবাসি , ভালবাসবো

পৃথিবীতে চাঁদ এর আলো হয়ে

তোমায় , শুধুই তোমায় রাঙ্গাবো

পায়ের নপুর এর ধ্বনি হয়ে বাজবো

আমি তোমায় অনেক অনেক অনেক

ভালবাসবো , ভালবাসি এবং ভালবাসা শুধুই ভালবাসা দেবো ।


;)

১৭ ই আগস্ট, ২০১২ রাত ৮:২১

তিথির অনুভূতি বলেছেন: ভুলের স্রোতে ভুলে যাওয়া স্বপ্ন তোমার ফিরে পাওয়া
ঘুম ফুড়োনোর ভোরে তোমারি হতে চাওয়া
মনের গভীরে রেখে দেওয়া স্বপ্নে তোমায় একে যাওয়া
ফেলে আসা গোধূলিতে তোমাকেই খুঁজে ফেরা
চল আজ ফিরে যাই, গোধূলির ওপারে

ঘুম মেলে আসা আকাশটাকে
হয়নি ধরা ভুলের স্রোতে
হয়নি ছোঁয়া ঐ আলোর স্বপ্নচূড়া
সূর্য ঢাকা ভোরের পথে
হারিয়ে যাওয়া স্মৃতির সাথে
তোমাকেই ফিরে পেতে আমার অপেক্ষায়
চল আজ ফিরে যাই, গোধূলির ওপারে

শব্দহীন বালুচরে ফিরে এসে আমার অগোচরে
রাঙিয়ে দাও আজ তোমার রঙে
রঙমশালের সেই আলোতে
বলতে চাই আজ তোমাকে
না বলা অনুভুতি ভাষায় ফেলে
চল আজ ফিরে যাই, গোধূলির ওপারে


২২| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ৯:৫৫

মাহমুদা সোনিয়া বলেছেন: ভালোবাসায় মাখামাখি পোষ্টে প্লাস!!

১৮ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪০

তিথির অনুভূতি বলেছেন: ভালবাসা সে এই মধুর অনুভূতি যা প্রকাশ করার জন্য পৃথিবীর কোন ভাষা এই যথেষ্ট নয় ............... শুধু অনুভব করা যায় ......................

২৩| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ২:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার কাছে ভালোবাসা শুধুই কল্পনা। :)

আমার একটা কাল্পনিক পৃথিবী আছে। সে পৃথিবীতে শুধু সে আর তার রাজত্ত। আমার সেই কাল্পনিক পৃথিবী ছেড়ে বাস্তব এর পৃথিবীতে আসতে ইচ্ছা করে না। কিন্তু ইদানিং তাকে কল্পনার পৃথিবীতেও পাওয়া যাচ্ছে না।

২৪| ১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:০৭

জেমস বন্ড বলেছেন: কি হইছে ? কেউ কিছু বলেছে নাকি :| :|

এরকম পোস্ট আর কমেন্ট আগে কখন ও দেখি নাই :||

২৫| ১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২৪

সকাল রয় বলেছেন:
সুন্দরম তব

২৬| ২৩ শে আগস্ট, ২০১২ দুপুর ২:১৯

মুফাদ বলেছেন: আমিও ভালোবাসতাম,,,ভালোবাসি,, ভালোবাসবো কিন্তু বলবনা,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.