| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মন থেকে বলি
	Stay Hungry. Stay Foolish.
 
উড়ে যাওয়া সুখ
----------------
পাখি নয়, তবু উড়ে যেতে চায়
মন অবুঝ আমার। 
দিগন্তের প্রান্তসীমা ছাড়িয়ে উড়ে যায়, দৃষ্টি আমার।
সাদা মেঘ, কালো মেঘ - সব একাকার রাতের আকাশে।
আমি তবু খুঁজে ফিরি। আলোর তৃষ্ণা এ বুক জুড়ে
তোলে হাহাকার।
শেষের সে লালিমা আকাশ জুড়ে, শুধু আমারই।
আমারই...সুখের মাখামাখি আলেয়া।
 
০৬ ই এপ্রিল, ২০১৭  রাত ৯:৩৩
মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২| 
০৩ রা এপ্রিল, ২০১৭  দুপুর ২:৩০
আহমেদ জী এস বলেছেন: মন থেকে বলি   , 
শেষের সে লালিমার সুখে মাখা আকাশটাও যদি  উড়ে যায় ???????
 
০৬ ই এপ্রিল, ২০১৭  রাত ৯:৩৩
মন থেকে বলি বলেছেন: উড়ে গেলে যাক।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৭  দুপুর ১:২৩
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো