| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মন থেকে বলি
	Stay Hungry. Stay Foolish.
 
ছেলেটি বলেছিল -
"তুই আমার দেখা সবচে সুন্দরী নারী।"
মেয়েটি অভিমানে ঠোঁট ফোলায়;
"তুই কতজনকে দেখেছিস?
শুধুই তাদের মধ্যেই? সারা পৃথিবীর মধ্যে নয়?"
ছেলেটি বিহবল হয় -
"তোর চোখে তাকিয়েই আমি পৃথিবী দেখেছি।
আর কিচ্ছু তো দেখতে পারিনি।
আমার পৃথিবী ওই কাজল-টানা চোখেই ডুবে আছে যে।"
মেয়েটি জিজ্ঞেস করে -
"তুই এত দুষ্টু কেন? কিচ্ছু কথা শুনিস না।
আমার যে অনেক রাগ হয়।"
ছেলেটি হাসে -
"রাগলে তোর নাক ঘামে।
আর সেই রাগী-ঠোটের কবাট যে কত্ত মিষ্টি; জানিস না।
তাই এই দুষ্টুমি। বুঝলি?"
মেয়েটির চোখ আধবোঁজা হয় -
"এত্ত পাগল কেন তুই?
একদিন না দেখলে কি হয়?"
ছেলেটির নিঃশ্বাস বন্ধ হয়ে আসে-
"বাতাস ছাড়া কি কেউ বাঁচে, বল?"
মেয়েটি মুক্তো ঝরিয়ে হাসে -
"তুই কি বোকা রে!
২০টা বছর ধরেও দেখার সাধ মেটে নি?"
ছেলেটি এবার চুপ করে থাকে।
কিভাবে বোঝায় -
কখনও কখনও ২০ বছরও ২০ পলকেই পার হয়ে যায়।
কিছু কথা তাই না বলাই থাকে তার।
.
.
#কাব্যতাড়না
 
২৬ শে এপ্রিল, ২০১৭  রাত ১:০৯
মন থেকে বলি বলেছেন: খুব ভাল লাগল আপনার উৎসাহ পেয়ে।
ভাল থাকবেন।
২| 
২৬ শে এপ্রিল, ২০১৭  রাত ১:১২
সচেতনহ্যাপী বলেছেন: ছেলেটির নিঃশ্বাস বন্ধ হয়ে আসে-
"বাতাস ছাড়া কি কেউ বাঁচে, বল?" এটাই প্রেম।। 
এতকিছু বলার পরও কিছু কথা থেকে যায়, অব্যক্ত,অপূর্ন!!
 
২৬ শে এপ্রিল, ২০১৭  সকাল ৮:০৩
মন থেকে বলি বলেছেন: আপনার নিয়মিত উৎসাহব্যঞ্জক মন্তব্য আমাকে লেখার অনুপ্রেরণা জাগায়। ভাল থাকবেন ভাই।
৩| 
২৬ শে এপ্রিল, ২০১৭  রাত ২:২০
রাকিব_মাহমুদ বলেছেন: চমৎকার মিষ্টি কথোপকথন। অনেক ভালো লাগলো। শুভকামনা..।
 
২৬ শে এপ্রিল, ২০১৭  সকাল ৮:০৪
মন থেকে বলি বলেছেন: আপনার ভাল লেগেছে? 
খুব আনন্দ পেলাম।  
ভাল থাকবেন।
৪| 
২৬ শে এপ্রিল, ২০১৭  সকাল ১১:১৬
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর মিষ্টি কথোপকথন
 
২৬ শে এপ্রিল, ২০১৭  রাত ১১:১২
মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ
৫| 
২৬ শে এপ্রিল, ২০১৭  বিকাল ৩:৩৫
রাজীব নুর বলেছেন: হুম, বেশ। চালিয়ে যান।
 
২৬ শে এপ্রিল, ২০১৭  রাত ১১:১৩
মন থেকে বলি বলেছেন: চেষ্টা করছি ভাই।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৭  রাত ১:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন থেকে বলে গেলাম ভাই , ভালো লেগেছে। অনেক ভালো লিখেছেন।
হ্যা ভাই, এত্ত কথা বলার পরও অনেক কথা না বলাই থেকে যায়, তা আর বলাই হয় না কখনো।
শুভকামনা রইল ভাই।