![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক আশা নিয়ে কম্পিউটারের মনিটরে বসছিলাম বাংলাদেশের একমাত্র টি-২০ মাচ দেখবো। বাংলাদেশ টসেজিতে ফিল্ডিংনিল,এই পর্যন্ত ঠিক আছে। কিন্ত বাংলাদেশের বোলিং আর ফিল্ডিং দেখে ম্যাজাজ এতোই খারাপ হলো যে, খেলা বন্ধকরে মনের খোব ব্লগাদের সাথে শেয়ার করার জন্য সামুতে ঢুকলাম। আচ্ছা আপনারা যারা খেলা দেখতেছেন তারাকি মাথা ঠিক রাখতে পারতেছেন? আমি পারিনাই। এইডা কোন বোলিং হইলো.মানলাম শাকিব নাই মাশরাফি নাই তাই বলে যারা আছে তারাও তো কম না। রাজ্জাকের কথায় ধুরুন- প্রথম ৩ ওভার বলকরে দিল ১৯ রান সাথে একটি উইকেট। কিন্তু ৪র্থ ওভারে দিল ২০ রান!!! আমি ১৭ ওভার খেলা দেখছি এই সতের ওভারের শুধু ওয়াডই থেকেই এসেছে ১৮ রান। এর মাঝে ২টি ওয়াই ফোর হইছে। গাজীর বলে মেনডিস লংঅনে ক্যাছ দিয়াছিল সহজ ক্যাচ কিন্তু নাছির আর মমিনুল আমি ধরমু না তুই এমনকরে ছেড়েদিল আর সেটা পরে দুই ড্রপে সিমানা পার মানে ফোর। যেখানে আউট হবে তা হয়ে হলো ফোর। শাহাদাত'র কয়েকটা ফিল্ডিং দেখলাম মনেই হয়নি সে খেলতে নেমেছে তার ভাব দেখে মনেহল সে মনে হয় কোন সিনামার সুটিং করতে নেমেছে বার বার হাতেদিয়ে চুল ঠিক করতে দেখলাম। কোন ফিল্ডার ই একটিপে বল গ্রিপ করতে পারতেছেনা।
সবচেয়ে কুৎসিত লাগছে মমিনুলএর ফিল্ডিং। এই যদি হয় ফিল্ডিং এবং বোলিংএর মান তবে আমি বাংলাদেশের পক্ষে ১০০ ভাগ বাজি ধরতে পারি আজকের ম্যাচে বাংলাদেশ জয়টা কখনোই সম্ভব হবেনা। যদি টাইড ফিল্ডিং দিতো তবে আমি নিশ্চিত আরো ২০/২৫ রান সেভ হতো। আজকের বাংলাদেশের ফিল্ডিং এবং বোলিং এককথায় কুৎসিত। আপনাদের মতামত জানান।
২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৩
আ.আ.আজাদ বলেছেন: এই বদমাশটা যে কত ম্যাচে বাংলাদেশ কে হারিয়েছে! এটা আবার নিয়মিত দলে চান্স পায়! হাউ ফানি!
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৪
িট.িমম বলেছেন: ভাই আমাদের মাথামোডা নির্বাচকরা এই হালারে কেন যে, দলে আনে আমি কিছুই বুঝিনা ।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৯
িট.িমম বলেছেন: ১৭ ওভার খেলা দেখে আমি এই পোষ্ট লিখছি। ১৯তম ওভারে আমাদের শাহাদাত হোসেন ২৪ রান দিছে এইবার কন এইরকম পোলা যদি দলে থাকে তবে এই ম্যাচ জিতা কি সম্ভব? তার বোলিং ফিগার ৪-০-৫৪-০।