![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবারের পয়লা বৈশাখের আগে আগে বেশ কিছু নতুন ধরণের প্রচারণা আমার চোখে পড়েছিলো- যেমন-
১. পয়লা বৈশাখের নতুন জামা কাপড় কিনে অপব্যয় করতে হবে কেন?
২. পয়লা বৈশাখে ইলিশ খেতেই হবে কেন ? পয়লা বৈশাখের কারণে ইলিশের দাম বাড়ে কেন ?
৩. পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা (কেউ কেউ আপত্তিকর টার্মও ব্যবহার করছিলো- যেমন দোলযাত্রা/মুর্তিপুজা ইত্যাদি ) হালাল না হারাম।
৪. পান্তা গরীব মানুষের খাওয়া, মধ্যবিত্ত / উচ্চবিত্ত পান্তা খায় কেন?
যদিও ঢাবি ক্যাম্পাসে এই কাজগুলো করবার মতো সাহস কারা রাখে দিনের আলোর মতো পরিস্কার। কিন্তু এই জাতীয় প্রচারণার সাথে এই কাজের সম্পর্ক আছে কিনা, তা উড়িয়ে দিতে পারছি না।
©somewhere in net ltd.