![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একে তো অনেকদিনের পুরোন ঘটনা আজকে মাত্র প্রথম আলো পত্রিকায় এলো, তার ওপর রিপোর্টেও গন্ডোগল ! ২৪তম বিসিএস এর মন্তাজ স্যারকে যে শিক্ষার্থীদের সামনেও অপমান করেছিলেন ২৯তম বিসিএস এর ম্যাজিষ্ট্রেট এটা সবাই দেখেছে এবং সাক্ষীওও দিয়েছে এটা এড়িয়ে গেছে। দ্বিতীয়ত, উলটো, মোনতাজ উদ্দিন স্যারকে এমন ভাবে উপস্থাপন করেছে, যাতে করে মনে হয় তিনি অযথাই বাকবিতান্ডায় জড়িয়ে গেছেন। সত্যি কথা বলতে পারলে রিপোর্ট ছাপাবেন, নাইলে কোন দরকার নাই ছাপানোর।
২৯ তম বিসিএসএর মেজিস্ট্রেট আশ্রাফুল মোবাইলে জোরে জোরে কথা বলতে বলতে পরীক্ষার কক্ষে ঢোকার সময় ২৪ তম বিসিএসএর মনতাজ স্যার তাকে পরিচয় জিজ্ঞেস করে আস্তে কথা বলতে বলেন, যাতে পরীক্ষার্থীর ডিস্টার্ব না হয়। এর প্রতিশোধ নিতে আশরাফুল বেঞ্চে দুইজন ছাত্র কেন বলে একজন পরীক্ষার্থীকে সরিয়ে দিতে বলে। উল্লেখ্য, ওই কলেজের প্রতিটি রুমে প্রতিটি বেঞ্চেই দুইজন করে ছাত্র/ছাত্রী বসার সিট প্লান করা হয়েছে। মন্তাজ স্যার সেই কথা বলাতে মেজিস্ট্রেট দেখে নিচ্ছি বলে অধ্যক্ষের রুমে গিয়ে ইউএনওকে ফোন করে ডেকে আনে এবং প্রিন্সিপাল ও টিএনও কে দিয়ে শিক্ষককে তার পা ধরতে বাধ্য করেছে। মন্তাজ স্যারের বিব্রতকর অবস্থা এবং পূর্ণতৃপ্তি নিয়ে তার দিকে তাকিয়ে থাকা ম্যাজিষ্ট্রেটের সেই ছবিটি বিভিন্ন গণমাধ্যম পাওয়া গেলেও প্রথম আলোর হাতে পৌছেছে কিনা বোঝা গেলো না।
©somewhere in net ltd.