নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I don\'t always have time to blogging ,but when I do, I DON\'T.

টু-ইমদাদ

Life cannot become boring when we establish contact with the One who gives happiness.

টু-ইমদাদ › বিস্তারিত পোস্টঃ

পুলিশ ভেরিভেকশন অব পাসপোর্ট. . .

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৩



পাসপোর্ট এর পুলিশ ভেরিভেকশন করার কারো কি অভিজ্ঞতা আছে ? থাকলে প্লিজ আমার কি কি করণীয় ও বর্জনীয় তা বিস্তারিত সমেত বললে উপকৃত হবে। আমাকে তো শিক্ষাগত যোগ্যতা ছায়ালিপি নিয়ে ফার্মগেট দেখা করতে বলেছে আগামী সকাল ৮ টায় । অথচ আমার বাসা পশ্চিম আগার গাঁও। কালকে আবার হরতাল।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

ভুল্কিস বলেছেন: যাইতে কালে ৫০০/- টাকার একখান নোট নিয়া যাইয়েন অতি অবশ্যই

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০০

টু-ইমদাদ বলেছেন: এই সাত সকাল বেলায় . . .

২| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৩

দেওয়ান-এ-রাসুল বলেছেন: আমার হয় নাই

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:১১

টু-ইমদাদ বলেছেন: ভাগ্যবান বটে . .

৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৭

শাহ আজিজ বলেছেন: এখন না দিলে হবেনা । রেটটা জাইনা নিয়েন ।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৩

ধানের চাষী বলেছেন: অনেক জায়গায় শুনেছি ঝামেলা করে, আমি হল এর ঠিকানা দিয়েছিলাম বর্তমান ঠিকানার জায়গায়, তাই আমার ক্যাম্পাসে এসে ভেরিফাই করেছিলো, ১০০ টাকা দিয়ে দিয়েছিলাম। "ছাত্র মানুষ, এর বেশি দিতে পারবো না" ইত্যাদি যুক্তি দেখাইছি। আমার সাথের ২-৪ জন টাকাই দেয় নাই, তারা ঠিকই পাসপোর্ট পাইছে, ঝামেলা হয় নাই।

যদি বুঝতে পারে যে আপনি ভালোই সামর্থ্যবান, তাহলে টাকার জন্য ঝামেলা বেশি করতে পারে। এমন কিছু করবেন না বা বলবেন না যাতে আপনার সামর্থ্য প্রকাশ পায়।
এছাড়া আর কোন ঝামেলা হবার কথা না।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২০

ধানের চাষী বলেছেন: আমার সাথের অনেককে প্রত্যয়ন পত্র (অর্থাৎ আপনি যদি কোন প্রতিষ্ঠানের ছাত্র হয়ে থাকেন তবে সেটা উল্লেখ করে আপনার ডিপার্টমেন্ট থেকে দেওয়া একটা সার্টিফিকেট চেয়েছিল, অযথাই)। আমি এই বছরের শুরুর দিকে করেছিলাম পাসপোর্ট। ঢাকার বাইরে+ছাত্র, এই জন্য হয়তো ১০০ টাকায় কাজ হয়েছে। ঢাকায় শুনেছি টাকা বেশি নেয়, তবে ৫০০ এর বেশি যাতে খরচ না হয় সেদিকে নজর রাখবেন।
এরা যদি বুঝে যে আপনার থেকে বেশি নেওয়া যাবে তাহলে কিন্তু যন্ত্রনা করবে। শক্ত থাকবেন। বলেছিই তো, যারা কোন টাকা দেয় নি তারাও পেয়েছে।

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:১০

টু-ইমদাদ বলেছেন: ধন্যবাদ ধানের চাষী ভাই . . .

৬| ০৬ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৩৫

মেঘ বালকের কথা বলেছেন: ঐ হারামজাদা টাকা খাবে, টাকা দেবেন না, চ্যালেন্জ করুন।

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:১২

টু-ইমদাদ বলেছেন: খালি ঘুরায় শুনেছি . . .

৭| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৬

বোকা সোকা বলেছেন: আমারে কি ঘুরাইব আমিই ঘুরাইছিলাম পুলিশ রে। হালারা বহুত ফাউল। আমি বলছিলাম এত ইম্পরটেন্ট না যে আপ্নার চাহিদা মত টাকা দিয়ে নিতে হবে। পরে ও নিজেই আমাকে বার বার কল দিছে আমি ব্যাস্ততা দেখাইছি

৮| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

দি সুফি বলেছেন: পকেটে কইরা ৫০০ টাকা নিয়া যাইয়েন। কুত্তার লেঞ্জা কোনদিন সোজা হয়না! :-< :-<

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.