![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Life cannot become boring when we establish contact with the One who gives happiness.
চীনের উত্তরপশ্চিমাঞ্চলে মুসলমানদের মধ্যে ছাত্র এবং সুশীল সমাজে রোযা অংশ গ্রহণ এড়ানো আদেশ হয়েছে। বিভিন্ন পার্টির অনুষ্ঠানিতে মুসলিম গেস্ট উপবাস ছিল কি না তা পরীক্ষা করার জন্য খাবার পরিবেশিত হচ্ছে। শিক্ষার্থীরা ধর্মীয় কর্মকান্ডে অংশগ্রহণ করবে না। আমরা এ ধরণের কর্মকান্ড তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সুত্র: আরোও জানার জন্য
০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১০
টু-ইমদাদ বলেছেন: ধর্মের ব্যাপার নিরপেক্ষ থাকার সুযোগ নেই কেননা, নিরপেক্ষ মানে সকলের বিপক্ষে. . .
২| ০৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫০
শফিক আলম বলেছেন: এই সব দেশে জেহাদ করা উচিত। যেখানে ধর্ম পালনে বাধা দেওয়া হবে সেখানেই জেহাদ প্রজোয্য। কিন্তু তা না করে আমাদের জেহাদীরা জেহাদ করে মুসলিম দেশগুলোর ভেতরেই যেখানে ধর্ম পালনে (রোজা-নামাজ) কোন বাধা নেই।
০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১২
টু-ইমদাদ বলেছেন: সহমত . . .
৩| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৯
নিজাম বলেছেন: প্রতিবাদ করে বিশেষ লাভ হবে না। তবুও প্রতিবাদ করা উচিত এবং আল্লাহর সাহায্য চাওয়া উচিত। সবচেয়ে ভাল হয় আসুন আমরা মুসলমানরা আল্লাহর হুকুম পুরোপুরি মেনে চলার চেষ্টা করি। না হলে হয়তবা এমন বিপদ আমাদের উপরও আসতে পারে।
০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৮
টু-ইমদাদ বলেছেন: আসুন আমরা সকলেই তাদের জন্য দোয়া করি. . .
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৪ ভোর ৫:৪৭
সৌভিক ঘোষাল বলেছেন: ধর্ম ফতোয়া চাপাতে পারে আর রাষ্ট্র ফতোয়া চাপাতে পারে না ? আসলে ভাবতে হবে ফতোয়ার পক্ষে থাকবো না বিপক্ষে। যদি ধর্মের ফতোয়া চাপানোর পক্ষে থাকি, তবে রাষ্ট্রর ফতোয়া চাপানোর বিপক্ষে যাওয়া চলে না। বা বিপরীতটা। আমার মনে হয় কোনও তরফেই ফতোয়া চাপানো ঠিক নয়। মানুষের মুক্ত বুদ্ধির ওপর, বিচার বিশ্লেষণের ওপর শেষ সিদ্ধান্ত গ্রহণের ভার ছেড়ে দেওয়া উচিৎ।