নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I don\'t always have time to blogging ,but when I do, I DON\'T.

টু-ইমদাদ

Life cannot become boring when we establish contact with the One who gives happiness.

টু-ইমদাদ › বিস্তারিত পোস্টঃ

বানান গুলো এখন নতুন করে শিখতে হবে. .

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২১

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

পলাশমিঞা বলেছেন: আসলে বানান ঠিকাছে
বিপদ, (অপ্র.) বিপৎ (বিপদ্) [ bipada, (apra.) bipat (bipad) ] বি. 1 সংকট, বিপত্তি, আপদ; 2 ঝঞ্ঝাট, ঝামেলা (এ কী উটকো বিপদ?); 3 দুর্ঘটনা, দুর্দৈব; 4 দুরবস্থা (বিপদের দিনে কারও সাহায্য পায়নি)। [সং. বি + পদ্ + ক্বিপ্]। বিপৎ-কাল বি. বিপজ্জনক সময়, বিপদের সময়। বিপৎ-পাত বি. বিপদ ঘটা (বিপৎপাতের সম্ভাবনা)। বিপদ্-গর্ভ, বিপদ-গর্ভ বিণ. বিপজ্জনক, বিপদের সম্ভাবনাযুক্ত। বিপদ্-গ্রস্ত, বিপদ-গ্রস্ত বিণ. বিপদে পতিত, বিপন্ন। বিপদ-চিহ্ন, বিপদ্-চিহ্ন বি. বিপদ সম্বন্ধে সাবধান করার জন্য চিহ্ন। বহুল বিণ. বিপত্পূর্ণ। বিপদভঞ্জন বি. বিণ. বিপদ দুরকারী। বিপদ-রেখা, বিপৎ-সীমা বি. নদী বা জলাধারের জলস্ফীতি যে রেখা বা সীমা ছাপিয়ে উঠলে প্লাবনজনিত বিপদের আশঙ্কা থাকে, danger-level. বিপদ্-মুক্তি বি. বিপদের আশঙ্কা থেকে মুক্তি। সংকুল বিণ. বিপজ্জনক, সংকটজনক। বিপদ-সংকেত বি. বিপদের সম্পর্কে সতর্ক করার জন্য সংকেত, danger signal, siren. বিপদাপদ বি. নানাপ্রকার বিপদ বা বিঘ্ন। বিপদাপন্ন বিণ. বিপন্ন। বিপদুদ্ধার বি. বিপদ থেকে নিষ্কৃতি, বিপদমুক্তি। বিপদ্দশা বি. বিপন্ন অবস্থা।

তয় আমি ওপরের উপর খুশি নয় :(

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

টু-ইমদাদ বলেছেন: সূত্র -টা লিখলে জাতি অনেক উপকৃত হতো পলাশমিঞা ভ্রাতা। ৎ- দিয়ে বাচ্চাদের শিখাতো মৎস এখন শিখবে বিপৎ। আমার কাছে মনে হয় এখানে সমাসবদ্ধ হলে বোধহয় বিপৎসীমা হয়েছে। ধন্যবাদ।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৫

প্রামানিক বলেছেন: পলাশ ভাই, আপনার লেখা পইড়া আমার মাথাডা আউলায়া গেল

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫১

টু-ইমদাদ বলেছেন: প্রামানিক ভ্রাতা বলেন তো International Bangla Language Testing System নাই কেন ?

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১৮

পলাশমিঞা বলেছেন: আমি প্রথম দিন বিপৎ দেখে বিপদে পড়েছিলাম।

উপরে যা দিয়েছি তা অভিধান থেকে।
International Bangla Language Testing System নাই কেন ?

উত্তর হলো, আমরা কথ্য ভাষাকে ঘৃণা করি। আমার জাতে বাংলাদেশি পড়লে অনেক উত্তর পাবেন।

পড়তে চান?


সাধু এবং চলিত নিয়ে আমরা মাথা ঘামাই কিন্তু ভাষা মানুষের ভাব প্রকাশ করে আর তা হলো মনের ভাষা, মনের ভাষা কিন্তু কাথ্য অথবা আঞ্চলিক ভাষা। সাধু অথবা চলিত নয়।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১৯

পলাশমিঞা বলেছেন: বইর লিংক দিতে চেয়েছিলাম কিন্তু আজকাল আর লিংক দেওয়া যায় না। আমার প্রফাইলে আমার সাইটের এড্রেস আছে চাইলে যেয়ে নামাতে পারবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.