| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোজাম্মেল হোসেন (ত্বোহা)
আড়াই বছর বয়স থেকেই লিবিয়াতে পড়ে আছি - প্রথমে মিসুরাতা, এরপর সিরত, এরপর আইএসের দখল থেকে বেরিয়ে ত্রিপলীতে। জীবন তিন জায়গাতেই সমান বৈচিত্রহীন। যেখানে মনের কথাগুলো খুলে বলার মতো কোন মানুষ নেই। তাই মাঝে মাঝে ছুটে আসি ইন্টারনেটে। নিজের না বলা কথাগুলো বলার জন্য অথবা অন্যের বলা কথাগুলো শোনার জন্য।
সর্বশেষ ব্লগ লিখেছিলাম ২০১২ সালে। এরপর থেকে ফেসবুকেই সব লেখালেখি। ভাবছি এখন থেকে আবার ব্লগে এসে লিখব। মাঝে মাঝে ফেসবুকের পুরানো লেখাও গুলোও পোস্ট করে যাব। মূলত আর্কাইভ করার উদ্দেশ্যেই। ফেসবুকের লেখা হচ্ছে ওয়ান টাইম। পরে খুঁজে পাওয়া যায় না। এদিক থেকেই ব্লগই বেস্ট।
সমস্যা হচ্ছে, ব্লগ কি আগের মতো আছে। পুরানো কেউ কি এখনও আছে? নাকি সবাই-ই নতুন?
বাই দ্যা ওয়ে, যেহেতু ফেসবুকে নিয়মিত, তাই সেটার ঠিকানাটাও দিয়ে রাখছি: https://www.facebook.com/tohamh/
২|
১৩ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৫৫
রক্তিম দিগন্ত বলেছেন:
পুরোনো অনেকেই আছে, নতুনও অনেকে আছে।
ব্লগ আগের মতও অনেকটা আছে, আবার অনেকটা বদলেও গেছে।
এই আসা-যাওয়া, পরিবর্তন-অপরিবর্তনের মাঝেই চলছে সব।
ব্লগে নিয়মিত হবেন আশা করছি। শুভ কামনা।
৩|
১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৯
সুমন কর বলেছেন: ব্লগে নিয়মিত হবার চেষ্টা করুন।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৪৪
চাঁদগাজী বলেছেন:
আর্খাইভ করেন, মার্খাইভ করেন; আমাদের কি এজন্য কিছু করতে হবে?