নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসীম বিশ্বব্রহ্মাণ্ডের মিল্কি ওয়ে গ্যালাক্সির অংশ সৌরমন্ডলের অধীন পৃথিবী নামক গ্রহের স্থানীয় প্রাণী।
বাতাসটা যখন দম বন্ধকর হয়
কলমের গোড়ায় যখন বন্দুক ধরা হয়
তখনো কেউনা কেউ লিখে থাকে।
সেই লেখনীতে কারো জন্য যমদূত বাহিরে অপেক্ষা করে
কেউ বা হারিয়ে যায় অনন্ত অন্ধকারে
তখনো কেউনা কেউ লিখে থাকে।
গণতন্ত্রের লেবাসে ফ্যাসিস্টরা ঘুরে রন্ধ্রে রন্ধ্রে
কেউ বাঁ আবার শ্লোক গাথা চর্চা করে পদক কুঁড়ায়
তবুও কেউনা কেউ লিখে থাকে।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: একদিন এই সব লিখা পুঞ্জিভূত হয়ে মহা বিস্ফোরণ ঘটাবে।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৩
নেয়ামুল নাহিদ বলেছেন: সবসময়ই কেউ না কেউ লিখে থাকে।
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৪
রাজীব নুর বলেছেন: মন্দ নয়।