![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমন্ত মানুষ গুলো যদি জেগে উঠে বলতো - আমি আছি
এসেছি একা, যাব একা,
সঙ্গী যে চায়, সেই বোকা।
অসীম আকাশ বলে আমি একা,
আমার সীমানা যায় না দেখা।
সূর্য বলে আমিও বড্ড একা,
ভাসি একা, ডুবি একা - এটা আমার নিয়তির দেখা।
সাগর বলে আমিও একা,
ঢেউ-তরঙ্গের তালে তালে ভেসে যাই আমি খালে বিলে।
করনা দু-মন (দুটি মন), খাবে ছেঁকা।
চলবে একা, ফিরবে একা,
পেয়ে যাবে সুখের দেখা।
বিঃ দ্রঃ ব্লগে (সামু) আমি নতুন তাই কবিতা লেখে শুরু করলাম।
তাই সবার কাছ থেকে সহযোগীতা কামনা করছি। ভুল ত্রুটি হলে দয়া করে সবাই ক্ষমা করবেন এবং আমার প্রচুর সমালোচনা করবেন।
২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৭
টোকাই রাজা বলেছেন: ধন্যবাদ ভাই দোয়া করবেন।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫২
চাঁদগাজী বলেছেন:
স্বাগতম।
এসেছেন, সেটা বুঝলাম; একা কোথায় যাবার কথা ভাবছেন?
বিয়ে করে ফেলুন
২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৬
টোকাই রাজা বলেছেন: চেষ্টায় আছি দোয়া করবেন ভাই।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৩
মাহবুবুল আজাদ বলেছেন: শুভ ব্লগিং।
২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৮
টোকাই রাজা বলেছেন: ধন্যবাদ ভাই দোয়া করবেন ও আশা করি সবসময় পাশে থাকবেন।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৩
মানুষ হতে চাই বলেছেন: করনা দু-মন (দুটি মন), খাবে ছেঁকা।
চলবে একা, ফিরবে একা,
পেয়ে যাবে সুখের দেখা।
চমৎকার
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৬
টোকাই রাজা বলেছেন: ধন্যবাদ।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: একলা মানুষ মাতৃগর্ভে
একলা মানুষ চিতায়
একলা মানুষ কর্তব্যে
একলা মানুষ পিতায়
মধ্যেখানের বাকীটা সময়- একলা না থাকার অভিনয়!!!! (নচিকেতার গান থেকে)
স্বাগতম।
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০
টোকাই রাজা বলেছেন: ধন্যবাদ, পাশে থাকার জন্য।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
সুমন কর বলেছেন: শুভ ব্লগিং........