নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট বেলায় মা বলত তুই একটা খাম্বা তোরে দিয়া কিছুই হবে না।

টোকাই রাজা

ঘুমন্ত মানুষ গুলো যদি জেগে উঠে বলতো - আমি আছি

টোকাই রাজা › বিস্তারিত পোস্টঃ

একা :((

২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

এসেছি একা, যাব একা,
সঙ্গী যে চায়, সেই বোকা।
অসীম আকাশ বলে আমি একা,
আমার সীমানা যায় না দেখা।
সূর্য বলে আমিও বড্ড একা,
ভাসি একা, ডুবি একা - এটা আমার নিয়তির দেখা।
সাগর বলে আমিও একা,
ঢেউ-তরঙ্গের তালে তালে ভেসে যাই আমি খালে বিলে।
করনা দু-মন (দুটি মন), খাবে ছেঁকা।
চলবে একা, ফিরবে একা,
পেয়ে যাবে সুখের দেখা।


বিঃ দ্রঃ ব্লগে (সামু) আমি নতুন :-B তাই কবিতা লেখে শুরু করলাম।
তাই সবার কাছ থেকে সহযোগীতা কামনা করছি। ভুল ত্রুটি হলে দয়া করে সবাই ক্ষমা করবেন এবং আমার প্রচুর সমালোচনা করবেন।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং........ !:#P

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৭

টোকাই রাজা বলেছেন: ধন্যবাদ ভাই দোয়া করবেন।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:

স্বাগতম।

এসেছেন, সেটা বুঝলাম; একা কোথায় যাবার কথা ভাবছেন?
বিয়ে করে ফেলুন

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৬

টোকাই রাজা বলেছেন: চেষ্টায় আছি দোয়া করবেন ভাই।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: শুভ ব্লগিং।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৮

টোকাই রাজা বলেছেন: ধন্যবাদ ভাই দোয়া করবেন ও আশা করি সবসময় পাশে থাকবেন।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৩

মানুষ হতে চাই বলেছেন: করনা দু-মন (দুটি মন), খাবে ছেঁকা।
চলবে একা, ফিরবে একা,
পেয়ে যাবে সুখের দেখা।

চমৎকার ;)

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

টোকাই রাজা বলেছেন: ধন্যবাদ।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: একলা মানুষ মাতৃগর্ভে
একলা মানুষ চিতায়
একলা মানুষ কর্তব্যে
একলা মানুষ পিতায়

মধ্যেখানের বাকীটা সময়- একলা না থাকার অভিনয়!!!! (নচিকেতার গান থেকে)

স্বাগতম। :)

০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০

টোকাই রাজা বলেছেন: ধন্যবাদ, পাশে থাকার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.