![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমন্ত মানুষ গুলো যদি জেগে উঠে বলতো - আমি আছি
জন্মদিনের কবিতা
কখনো জন্মদিন সত্যি সত্যি শুভ হয়ে ওঠে
কখনো মৃত্যুদিন বয়ে আনে নতুন বাতাস
পুরনো সময় ধ্বসে পড়ে
আগামীকাল হয়ে ওঠে মুক্ত মানবিক শৃঙ্খলছিন্ন।
কিন্তু আমাদের জন্ম এমনই দেশে
যেখানে মারী মড়ক বান বন্যা জীবনকে কুঁড়ি করে
রেখেছে
যেখানে তীব্র শোষনের বিষে কাবু হয়ে ঠকঠক করে
কাঁপছে একটা গোটা শতাব্দী।
আমরা বেঁচেছি এই মৃত্যুর ভেতর
আমরা জীবনকে খুঁজে বেড়িয়েছি কবরখানায় শ্মশানে
লাশের স্তুপের অন্ধকারে।
এখানে জন্মদিন কোনো উচ্ছাস বয়ে আনেনি
মৃত্যুদিনও যুগাবসানকে সুনিশ্চিত করতে পারেনি।
তবু আমরা বেঁচে থেকেছি পোকাকাটা গোলাপের মত
অধরা স্বপ্নের মত
ক্রমাগত মৃত্যুর ভেতর একা
দারুণভাবে একা!
২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮
মানুষ হতে চাই বলেছেন: চমৎকার কবিতা।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৫
প্রামানিক বলেছেন: সুন্দর প্রতিবাদী কবিতা। ধন্যবাদ