![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমন্ত মানুষ গুলো যদি জেগে উঠে বলতো - আমি আছি
তোমার জন্য সৃষ্টি ওগো
তোমার জন্যই মরণ।
তোমারই জন্য এই জীবনে
হয় যে হৃদয় হরণ। ।
তুমিই ডাকো বাঁকা ইশারায়
ডাকো নিশীথ রাতে।
থাকো কখনও স্বপ্ন হয়ে
সঙ্গহীনার সাথে। ।
ভ্রমরা চোখে কাজল টানা
মরণ যেন ডাকে।
নিজেরে দিই জলাঞ্জলী
স্মিতা ঠোঁটের ফাঁকে। ।
দুচোখে তোমায় দেখিনা ওগো
তবুও তুমি আছো।
স্পর্শ তোমার পাইনা কভু
তবুও তুমি আছো। ।
অনুভূতিটাই আবেগ আনে
ছন্দ আনে মনে।
জীবন-ছন্দ হারাই কখন
বুঝিনা আনমনে। ।
তোমাতেই মোরা নিস্বঃ ওগো
তোমাতেই সঁপি মন।
তোমারই পুশানে পোড়ে যে হৃদয়
তোমাতেই জ্বলে তন্।
তোমারই জ্বালায় পুড়লো রাধা
হলো যে মীরা যোগীনি।
বিষ্ণুপ্রীয়া তোমায় পেয়েও
হলোনা নিমাই-সঙ্গীনি।
০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩
টোকাই রাজা বলেছেন: ধন্যবাদ
২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮
প্রামানিক বলেছেন: তোমারই জ্বালায় পুড়লো রাধা
হলো যে মীরা যোগীনি।
বিষ্ণুপ্রীয়া তোমায় পেয়েও
হলোনা নিমাই-সঙ্গীনি।
এক কথায় অনেক সুন্দর কবিতা। ধন্যবাদ
০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫
টোকাই রাজা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রামনিক ভ্রাতা।
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৬
তানজির খান বলেছেন: ছন্দ কবিতা। ভাল হয়েছে
১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫
টোকাই রাজা বলেছেন: ধন্যবাদ
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩
আবু শাকিল বলেছেন: বাহ ! টোকাই সাব প্রেম বুঝি নাড়া দিচ্ছে-
"স্পর্শ তোমার পাইনা কভু
তবুও তুমি আছো। ।
অনুভূতিটাই আবেগ আনে
ছন্দ আনে মনে"
১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫
টোকাই রাজা বলেছেন: একটু একটু
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০
মানুষ হতে চাই বলেছেন: ভ্রমরা চোখে কাজল টানা
মরণ যেন ডাকে।
নিজেরে দিই জলাঞ্জলী
স্মিতা ঠোঁটের ফাঁকে।
চমৎকার